পুকুরে পানির উপরের সবুজ স্তর জনিত সমস্যা ও সমাধান

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2021
  • সাধারনত এটি অতিরিক্ত খাদ্য বা সার প্রয়োগের কারনে হয়ে থাকে। খাদ্যে অতিরিক্ত আমিষ, ফসফরাস থাকলেও হতে পারে। অতিরিক্ত শেওলার জন্য পানির রং ঘন সবুজ হয়ে যায়। ফলে রাতের বেলায় পানিতে অক্সিজেন কমে যায় এবং দিনের বেলায় পিএইচ মান বেড়ে যায়। অতিরিক্ত অক্সিজেন স্বল্পতার কারণে ভোর রাতে মাছ পানির ওপর ভেসে উঠে এবং বেশি সময় ধরে এ অবস্থা চলতে থাকলে মাছ মারা যায়।

Комментарии • 198

  • @MizanurRahman-hk8hl
    @MizanurRahman-hk8hl 3 года назад +2

    Very helpful for fish culture. Thank you Sir.

  • @rahimarumpa3806
    @rahimarumpa3806 2 года назад +2

    Very much informative video, sir.

  • @naimislam8148
    @naimislam8148 2 года назад +2

    Thank you vai for your valuable information

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      আপনাকেও ধন্যবাদ।

  • @rakibakhatun3726
    @rakibakhatun3726 2 года назад +2

    Thank you sir for this informative and educative vedio.

  • @MdHafizurRahmanndShift
    @MdHafizurRahmanndShift 3 года назад +1

    বেশ ভালো উপস্থাপনা।

  • @nahidnahid576
    @nahidnahid576 2 года назад +1

    Thank you sir for your informative video

  • @nahidajahan471
    @nahidajahan471 3 года назад +1

    That's Amazing... Thank u so much sir

  • @mizanurrahaman5068
    @mizanurrahaman5068 3 года назад +3

    আপনার ভিডিও গুলো ভালো লাগে।

  • @kamolinimondal428
    @kamolinimondal428 2 года назад +2

    Intially learned a lot which is informative for a fisharies student.Thank you sir

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      Thanks for your appreciation.

    • @golakbhowmik2684
      @golakbhowmik2684 2 года назад

      ms kamalini try to learn in advance . lime and cowdung , rice bran , urea or vegetative growth in water is not environmentally friendly at all.. think for limiting factors ..

  • @abdulsamadmondal677
    @abdulsamadmondal677 2 года назад +1

    Thanks.

  • @ramisaanjum7165
    @ramisaanjum7165 2 года назад +2

    lnformative and nicely described.
    Thank you sir, for such a wonderful video.

  • @Islamicvideocreator-nq7tc
    @Islamicvideocreator-nq7tc 2 года назад +2

    জাযাকাল্লাহু খাইরান

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      ওয়া আনতুম ফা জাযাকুম আল্লাহ খাইরান

    • @Islamicvideocreator-nq7tc
      @Islamicvideocreator-nq7tc 2 года назад +1

      @@FishWorldInfo শুকরিয়া

  • @rajiyasultana2831
    @rajiyasultana2831 2 года назад +3

    ধন্যবাদ স্যার এমন উপকারী শিক্ষনীয় বিষয় সুন্দরভাবে উপস্থাপনার জন্য

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад +1

      তোমাকেও ধন্যবাদ।

  • @sharminnaharrajani3076
    @sharminnaharrajani3076 3 года назад +3

    শিক্ষনীয় এবং উপকারী। ধন্যবাদ স্যার।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  3 года назад +1

      অনেক ধন্যবাদ।

    • @Fishinfo
      @Fishinfo 2 года назад

      nice #fishinf

  • @md.anwarhossainakand9349
    @md.anwarhossainakand9349 5 месяцев назад +2

    মিউজিক না থাকলে ভাল হতো।

  • @nurjannat2853
    @nurjannat2853 2 года назад +3

    স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন দোয়া করি ভাল থাকেন আপনার উপস্হানা গুলি উপকারী স্যার সবুজ স্তরের জন্য বলছেন শতাংশে ১কেজি জিপসাম দিতে ১কেজি হারে জিপসাম প্রয়োগ করলে কোন ক্কতি হবে নাত জানালে উপকৃত হব।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад +1

      বর্তমানে আবহাওয়া ভালো না।
      ৫০০ গ্রাম দেন। গভীরতা কম থাকলে আরও কম।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      তুতে গুলিয়ে প্রয়োগ করলে ৭-৮ গ্রামের বেশি নয়।

  • @kalimmomin7059
    @kalimmomin7059 Год назад +1

    Onek osubida

  • @brightgalaxy1678
    @brightgalaxy1678 3 месяца назад

    Bayo star brand

  • @prozzalbairagi1452
    @prozzalbairagi1452 2 года назад +1

    Sir পুকুরের গভীরতা নিয়ে আলো চনা করার জন্য বিনীত আনুরোধ রইলো,

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      চেষ্টা করব ভাইজান। ধন্যবাদ।

  • @salahuddin4492
    @salahuddin4492 2 года назад +3

    জিপসাম কোন সময়ে দিতে হবে

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      সকালে রোদ উঠলে

  • @uzzalhalder4741
    @uzzalhalder4741 2 года назад

    Sir apni shomadhan a 4 ti option diyecen, er moddhe j kono akta korle e hobe..? Nake shob gulo e Korte hobe.

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      তুতে প্রয়োগ করলেই হবে।
      তবে তুতে প্রয়োগের ২-৩ পর চুন দিতে হবে। ধন্যবাদ।

  • @kalimmomin7059
    @kalimmomin7059 Год назад +1

    Please

  • @SjShopan
    @SjShopan Год назад +1

    Vai apnar kothar sound theke music er sound onek besi kotha buja jayna

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      পরে বুঝতে পেরেছি। মতামতের জন্য ধন্যবাদ।

  • @subhashalder2722
    @subhashalder2722 2 года назад +2

    gypsum কখন দিতে হবে ? তুতে এবং চুন দেওয়ার আগে না পরে ? চুন দিলে gypsum দেওয়া যাবে কিনা ?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      তুতে প্রয়োগ করলে জিপসাম না দিলেও হবে।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      তুতে গুলিয়ে দিলে ৭-৮ গ্রাম/শতক এর বেশি না দেওয়া ভালো।

  • @user-rj2ft4wu4q
    @user-rj2ft4wu4q 19 дней назад +1

    ব্লুম দুর করতে তুঁতে কার্যকর নাকি জিপসাম?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  15 дней назад +1

      তুতে। তবে এটা যখন সবুজ স্তর একেবারেই দুর করা যাচ্ছে না তখন দেওয়া ভালো।

  • @Rayhanpets
    @Rayhanpets Месяц назад +1

    মিউজিক টা দেবার কি খুবি দরকার ছিলো ভাই

  • @mdsayem806
    @mdsayem806 Год назад +1

    Sir i need u r help. 4din dore amr fukor er pani pura puri sobuj hoy geca pani thak mas er gondo asteca mas charci 1mas hoyca akon fukor er panir ovsta kharp amr koronio ki emergency akto amk suggestion den plz sir.

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      ১. খাবার প্রয়োগ বন্ধ রাখুন।
      ২. পুকুরের পানি পরিবর্তন করুন।
      ৩. সম্ভব হলে কিছু সিলভার কার্প মাছ মজুদ করুন।

  • @rasonarakhatun1934
    @rasonarakhatun1934 Год назад +1

    পুকুরে মাছ থাকা অবস্থায় তুঁত ব্যবহার করা যাবে

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      যাবে। তবে মাছের বৃদ্ধি কিছুটা কমে যায়।

  • @mdakibulislam4657
    @mdakibulislam4657 7 месяцев назад +1

    তুঁত কি গুলিয়ে দিলে কাজ হবে?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  7 месяцев назад

      হবে, তবে কম কাজ হবে।

  • @suvankarmaity3156
    @suvankarmaity3156 5 месяцев назад

    Dada amar pukrer jol sobuj hoye gachhe.ami tute babohar korle machh morejabe nato. Tute sunechhi bis.

    • @FishWorldInfo
      @FishWorldInfo  5 месяцев назад

      যদি সবুজ হওয়ার কারনে মাছ মারা না যায় তাহলে ব্যবহার করেন না। খাবার ও সার প্রয়োগ বন্ধ রাখেন ঠিক হয়ে যাবে।যদি মাছ মারা যায় অল্প পরিমান ব্যবহার করলে সমস্যা হয় না।

  • @prasantasarkar5999
    @prasantasarkar5999 3 дня назад +1

    Tute site seoli jayni ki korbo

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 дня назад

      আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই। দুঃখিত।

  • @amithhassan5375
    @amithhassan5375 2 года назад +1

    background tune/Sound oneak beshi.

  • @jahidsaifullah6570
    @jahidsaifullah6570 Год назад +1

    স্যার!আসসালামু আলাইকুম ❤️
    একজন মৎস্য গবেষক বলছেন যে,পুকুরে তুতে প্রয়োগ করলে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়।
    এই কথা কি সত্যি?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      অলাইকুম আসসালাম।
      হ্যা। প্লাংটন নষ্ট হয়।নতুন তৈরি হতে সময় নেয়।

  • @mdruholamin3191
    @mdruholamin3191 3 года назад +3

    স্যার আমার পুকুরের পচুর শৈওলা কি করব আমি আপনার সাথে কথা বলতে চাই

    • @FishWorldInfo
      @FishWorldInfo  3 года назад +3

      ভিডিওটি দেখুন আর বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করতে পারেন।

  • @youtubebangladesh5347
    @youtubebangladesh5347 3 месяца назад +1

    তথ্য নিতে এসেছি, বাজনা নয়।

  • @user-gi6or7kn7g
    @user-gi6or7kn7g 2 года назад +1

    আস্সলামুআলাইকুম, স্যার
    কম খরচে কিভাবে মাছ চাষ করা যায়.

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      প্রাকৃতিক খাদ্য নির্ভর মাছ চাষে খরচ কম।

    • @Mehedihasan-fu5df
      @Mehedihasan-fu5df 2 года назад

      সেখেত্রে, কি বেশি বেশি ব্যবহার করতে পারি,জানাবেন প্লিজ।

  • @masummia665
    @masummia665 2 года назад +2

    বা

  • @taponsarkar-pe1po
    @taponsarkar-pe1po Год назад +1

    Plir diye bedhe dibo

  • @mdrakibislamkhan4861
    @mdrakibislamkhan4861 9 месяцев назад +1

    শেওলা তুলে ফেলা যাবে কি

  • @sarikahossain9504
    @sarikahossain9504 Год назад +1

    আমার পুকুরে মাছের পোনা দেয়া হয়ছে এখন পানি সবুজ হয়ে ঘন সরের মতো শেওলা তৈরি হয়ছে।এবস্থায় কি করনীয়?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      এই ভিডিও তে আলোচনা করেছি।

  • @mdrakibislamkhan4861
    @mdrakibislamkhan4861 9 месяцев назад +1

    পুকুরে সিলভার কার্প মাছ আছে

    • @FishWorldInfo
      @FishWorldInfo  9 месяцев назад

      খাবার ও সার প্রয়োগ কিছুদিন বন্ধ রাখতে হবে।

  • @p.m.aquaculture8787
    @p.m.aquaculture8787 3 года назад +2

    মিউজিক টা কম করুন।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  3 года назад

      আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

  • @smartidia656
    @smartidia656 11 месяцев назад +1

    Bakgrand মিউজিক বেশী

    • @FishWorldInfo
      @FishWorldInfo  9 месяцев назад

      পরের ভিডিও গুলো ঠিক আছে।

  • @user-gj1ke2zr3y
    @user-gj1ke2zr3y 2 года назад +2

    পানি হালকা সবুজ হলে ভালো তবে বেশি হলে খারাপ

  • @sukritichowdhury6731
    @sukritichowdhury6731 Год назад

    Amar pukure o panir update sabuj haese

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে।

  • @Nora-lr5we
    @Nora-lr5we Год назад

    Music keno

  • @brightgalaxy1678
    @brightgalaxy1678 3 месяца назад

    😅day0star dranbEto keramoti na kore(eco pro) bato star brand 33 satake 1 litar. 2dine clear hoye jabe inshallah

  • @user-kv3xm3id1o
    @user-kv3xm3id1o 8 месяцев назад +1

    ভাই পুকুরের সবুজ শ্যাওলা বাঁচতাছে। এখন আমার করণীয় কি

    • @FishWorldInfo
      @FishWorldInfo  7 месяцев назад

      ভিডিওতে আলোচনা করেছি।

  • @halohalo9242
    @halohalo9242 Год назад +2

    ammar pukur ar opor onak porimana sobuj estor porsa apni ja bolsen aply korsi but kaj hoyni

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      খাবার প্রয়োগ বন্ধ রাখুন।

  • @prodipkumar8587
    @prodipkumar8587 10 месяцев назад +1

    পাবদা পুকুরে সবুজ হলে কি করবো

    • @FishWorldInfo
      @FishWorldInfo  9 месяцев назад

      খাবার প্রয়োগ বন্ধ রাখতে হবে।

  • @sabikunnahar1357
    @sabikunnahar1357 Год назад +1

    এত মিউজিক😒😒😒😒

  • @rishadmahamud3358
    @rishadmahamud3358 3 года назад +1

    এই ভিডিও তে অনেক কিসু শিকার আসে।

  • @amranahmed9098
    @amranahmed9098 Год назад +1

    ভাই আমার পুকুরে এই রকম আমি কি করতে পারি একটু বলেন

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      কি কি মাছ আছে?
      মাছের ওজন কতটুকু?

  • @masrafemunim4851
    @masrafemunim4851 Год назад +1

    তুঁত কি ধরনের পোটলায় বাঁধতে হবে? পলিথিনে বাঁধলে তো কাজ হবে না মনে হয়।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      পাতলা কাপড়ে

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      পলিথিনে বাধলে কাজ হবে না।

  • @user-sx8zt4zs2x
    @user-sx8zt4zs2x 2 года назад +1

    ভাইজান আমার ১০ বিঘা জলাকার ঘেরে ইউরিয়া, ফসফেট বা ড্যাপ ব্যবহার করছি।কিন্তু ২/৩ দিন পর পানির কালার আবার সাদা হয়ে যাচ্ছে।ও ঘেরের পাড় অনেক টা ভেঙ্গে গেছে

    • @user-sx8zt4zs2x
      @user-sx8zt4zs2x 2 года назад +1

      কি ব্যাবহার করলে আমি আমার ঘেরে পানির রং সবুজ হবে।যদি বলেন খুবই ভালো হতো।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад +1

      ইউরিয়া, ড্যাপ কতটুকু প্রয়োগ করেছেন?
      পানির গভীরতা কতটুকু?
      কি কি মাছ আছে?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад +1

      চুন ২৫০ গ্রাম/ শতক প্রয়োগের ৩-৪ দিন পর।চিটাগুড় ১০০ গ্রাম/ শতক, অটোপালিশ ১০০ গ্রাম/ শতক এবং ইস্ট ১ চামচ আগের দিন একত্রে মিশিয়ে দ্বিগুন পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে ছেঁকে শুধু দ্রবনটুকু ঘেরের পানিতে ছিটিয়ে দিতে হবে। এভাবে একই চিটাগুড় ও অটোপালিশের মিশ্রণটি পর পর দুইবার ব্যবহার করে ফেলে দিতে হবে। সরিষার খৈল ১০০ গ্রাম আলাদা ভাবে ১২-১৪ ঘন্টা পূর্বে ভিজিয়ে রেখে পানিতে ছিটিয়ে দিতে হবে।

    • @user-sx8zt4zs2x
      @user-sx8zt4zs2x 2 года назад +2

      ধন্যবাদ ভাইয়া।এই নিয়মে ব্যবহার করে দেখি কি ফল পাই।পরে আপনাকে জানবো।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      @@user-sx8zt4zs2x আপমাকেও ধন্যবাদ।

  • @hareesharees1328
    @hareesharees1328 Год назад +1

    ভাই মিউজিক দিয়ে বিরক্ত করার কি দরকার আছে

  • @androidbanglatips832
    @androidbanglatips832 2 года назад

    রাসায়নিক সার ব্যবহার না করে সবুজ আস্তরণ গুলা পানি থেকে তুলে নিলেই তো হয়। আমি আমার পুকুর এভাবেই পরিষ্কার রাখি

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      সবচাইতে উত্তম পদ্ধতি আপনি ব্যবহার করেন

  • @mdshafiqulislam9013
    @mdshafiqulislam9013 2 года назад

    কথা বলার সাথে আবার বাজনা থাকলে কিভাবে মানুষ কথা ভাল ভাবে বুঝবে আমার মনে হয় বিষয় টা বুঝা উচিত

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      আপনার মতামতের জন্য ধন্যবাদ। পরে এটা সংশোধন করে নেব।

  • @minhasuddinchowdhury4987
    @minhasuddinchowdhury4987 Год назад +1

    আমার পুকুরে প্রচুর খুদে ফেনা হয়ছে কি করতে পারি?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      গ্রাস কার্প আর সরপুঁটি মাছ মজুদ করেন। ওরা সব খেয়ে ফেলবে।

  • @golakbhowmik2684
    @golakbhowmik2684 2 года назад +1

    Really ? Do something new. Very very primitive . Do for your homeland . If not today or over the time you will run behind .

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      Thanks for valuable suggestions. I think you are more patriot than me. But i have an intension to do something for my nation as well as for human being.

  • @papuislam4265
    @papuislam4265 2 года назад +1

    ভা
    ই তুত টা আসলে কি বুঝলাম না

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      কপার সালফেট বা তুতে বলে।

  • @ankopujo3605
    @ankopujo3605 Год назад +1

    অন্য কোনো কিছু না দিয়ে চুন দিলে সমস্যা সমাধান হবে কি

    • @ankopujo3605
      @ankopujo3605 Год назад

      ভাই আমার পুকুরে ও ইদানিং রোদ্দুর উঠলে ফেনার মতো উঠে, আর শেওলায় সারা পুকুর ভরে যায়, রাতে লাইট জালালে ও আরও বেশি ফেনা উঠে, কি করতে পারি

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      না দেওয়াই ভালো। চুন দিলে পি এইচ বেড়ে যায়।

  • @harunroshid2726
    @harunroshid2726 2 года назад +1

    যদি লাল সর পরে তো কি করতে হবে?আপনার মোবাইল নং দিন।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      এই ভিডিও তে আলোচনা করেছি
      ruclips.net/video/z6AioeLSwkk/видео.html

  • @pirbabafishframowner5099
    @pirbabafishframowner5099 2 года назад +1

    আমি শুকনো পুকুরেশতকে 1 kj করে চুন দেওয়ার পর জল ঢোকাই , জল ঢোকানোর পর্ এঁর দিন জলে একধরনের সবুজ স্তর পড়েছে...... কি করব????

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      আশাকরি এ সমস্যা এমনিতেই ভালো হয়ে যাবে। কিছু করার প্রয়োজন নেই।

    • @pirbabafishframowner5099
      @pirbabafishframowner5099 2 года назад +1

      Thank you dada

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      @@pirbabafishframowner5099 welcome

  • @imranhossain493
    @imranhossain493 2 года назад +2

    আসসালামু আলাইকুম স্যার।আমার ২৫ শতাংশ পুকুরে রুই+কাতল+কালি বাইস ২ইঞ্চি ২০ হাজার রেনু মাছের চাষ। আজ দুইদিন যাবত আমার পুকুরে সবুজ স্তর পড়ছে আমি এখন কি করবো?প্লিজ স্যার একটু জানাবেন

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад +1

      ভিডিওতে আলোচনা করেছি। কোথাও বুঝতে না পারলে বলেন।

    • @imranhossain493
      @imranhossain493 2 года назад +1

      @@FishWorldInfo স্যার আপনার আলোচনা শুনেছি এবং বুজেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, চুন সহ যাবতীয় যেইসব আইটের ব্যবহার করতে বলেছেন এই সব আইটেম ব্যবহার করলে কি রেনু মাছ( যার আকার ২ইঞ্চি) এর কোন সমস্যা হবে কিনা?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      @@imranhossain493 রেনুর বয়স কতদিন?

    • @imranhossain493
      @imranhossain493 2 года назад +1

      @@FishWorldInfo ২মাস স্যার।২মাস হইছে আমি পুকুরে রেনু ছাড়ছি। যখন ছেড়েছি তখন সাইজ ছিল দেড় ইঞ্চি

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад +1

      @@imranhossain493 নির্ভয়ে দিতে পারবেন।

  • @bulbuldas3179
    @bulbuldas3179 2 года назад +3

    রোদ দিলে শেওয়লা বেশি হওয়কেন

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      বুজলাম না। প্রশ্নটা যদি আবার করতেন।

    • @bulbuldas3179
      @bulbuldas3179 2 года назад +2

      রাতরে বেলায় কম শেওয়লা দিনের বেলায় রোদ তাকার করনে বেশি শেওয়লা বেশি হয় এর কারন কি

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      দিনের বেলা সুর্যের আলোতে ফাইটোপ্লাংটন বেশি তৈরী হয় এই কারনে বেশি সবুজ হয়। রাতে সুর্যের আলো না থাকায় কমে যায়।

    • @bulbuldas3179
      @bulbuldas3179 2 года назад +2

      @@FishWorldInfo মাছের খাদ্য কি দেওয়া য়াবে

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад +1

      @@bulbuldas3179 খাদ্য প্রয়োগ সাময়িকের জন্য বন্ধ রাখতে হবে।

  • @mojammelshahriarmahir9106
    @mojammelshahriarmahir9106 8 месяцев назад +1

    আপনার নাম্বার টা দিন

    • @FishWorldInfo
      @FishWorldInfo  8 месяцев назад

      ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয়ে ওঠে না
      আপনার কিছু জানার থাকলে এখানে লিখতে পারেন যত দ্রুত সম্ভব উত্তর দিব।

  • @abdulsobahan4930
    @abdulsobahan4930 Год назад +1

    বাজনাটা একদম পালতু এসব কথায় বাজনা কিসের

  • @kawsarahamed2300
    @kawsarahamed2300 2 года назад +1

    ভাই আমার পুকুরের পানি সবুজ হয়ে আছে,মাছও বেশে থাকে,
    সুর্যের আলো পেলেই সবুজ হয়ে যায়।রাতে ঠিক হয়ে যায়

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад +1

      মাছ কখন ভাসে?

    • @BellalHossain-lr6uq
      @BellalHossain-lr6uq 2 года назад +1

      @@FishWorldInfo স্যার আমার পুকুরের আয়তন ৫০ শতাং কাপ্ জাতীয় মাছের রেনু দিয়েছি আজ ৬০ দিন হলো মারছে সাইজ ২ থেকে ৪ ইন্ছি হয়েছে। পুকুরে চুন,লবন,পটায় এক সাথে মিশিয়ে ৭ দিন আগে প্রয়োগ করি, প্রয়োগের ২ দিন পর থেকে রোদ উঠলে পুকুরের পনির উপর সবুজ ফ্লাংটন তৈরি হয়,মধ্য রতের পর দেখা যায়না,আবার সকালে রোদ উঠলে বাড়তে থাকে এবং ভোরে মাছ ভাসে সকাল ৮/৯ টা পযন্ত।এখন আমার প্রস্ন হলো মাছ ভাসা রোধ করার জন্য করনীয় কি পুকুরে প্রচুর পরিমানে গাছের পাতা পড়ে যা কোন ভাবেই রোধ করা সম্ভব হয়না।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад +2

      @@BellalHossain-lr6uq খাবার বন্ধ থাকবে। হররা টেনে ৩০০ গ্রাম জিও লাইট/শতাংশ ৩-৫ ফিট, ইউকা ৪ মিলি /শতাংশ ৩-৫ ফিট পানি। ২-৩ দিন রাতে অক্সিজেন ১০গ্রাম/ শতাংশ। জিও লাইট দেওয়ার পরদিন তুঁতে ১০ গ্রাম /শতাংশ।
      কি হয় পরে জানাবেন।

  • @TimeTalesDaily
    @TimeTalesDaily 9 месяцев назад +2

    আপনার উপস্থাপনা ভাল ,কিন্তু সবকিছু নষ্ট করে দিয়েছে মিউজিক। কোন দরকার ছিল না মিউজিকের। আপনার কন্ঠের চেয়ে মিউজিকের সাউন্ড বেশী তাই খুব বিরক্তিকর ছিল।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  8 месяцев назад

      আমি দুঃখিত।

  • @usairaamin7268
    @usairaamin7268 2 года назад +1

    Thank you Sir for this informative video