এমন শিক্ষক যদি ক্লাস নিতে আসেন তাহলে কেউ ক্লাস মিস করবে না কখনও, ক্লাস ও পড়াশোনাতে এমনিতেই আগ্রহ তৈরি হবে। আপনার মত মানুষ ও একজন শিক্ষক আমাদের বেশি বেশি প্রয়োজন। শুভকামনা আপনার জন্য, চমক স্যার
চমকদা , আপনি সম্ভব হলে প্রতি সপ্তাহে ভিডিও আপলড করেন , না হয় প্রতি মাসেই করেন । আপনার ভিডিওগুলা দেখে আমি গনিতকে ফিল করতে শিখছি , আমার ফ্রেন্ডসারকেলের গনিতভিতু ছেলেটাও এখন গনিত নিয়ে নতুন করে চিন্তা করতে শিখছে। গনিত নিয়ে এমন ভ্রমন এ যেতে দারুন লাগে :)
ভাইয়া, দেশে চলেন আসেন। দেশে এসে একটা স্কুল করেন, আমি ওই স্কুলের দপ্তরী হয়ে শিক্ষার্থীদের জন্য ঘন্টা দিয়ে জানিয়ে দিবো আপনার জ্ঞান বিতরণের ব্যাপারটা। কথা দিলাম।আসবেন ভাইয়া???
@Allar Maal তোর কথা শুইনা আমি আরও একবার হাসাহাসি চোদাইসি মাথা গরম করিস না গিয়া তোর বাপরে জিগা আমি ক্যান হাসছি যদি উত্তর দিতে না পারে তাহলে তোর বাপরে চুইদা দিবি 😈😊
আপনি একজন মহান মানুষ, হাস্যরসাত্মক ভাবে আমাদের শিখিয়ে চলেছেন বিজ্ঞানের কঠিন বিষয়গুলি, আপনাকে শ্রদ্ধা এবং ভালবাসা জানাচ্ছি। আশা করি আপনি এই মহান কাজ চালিয়েই যাবেন।
চমক ভাই, তোমার ক্লাস গুলো সত্যি খুব অসাধারণ। বাঙালি হওয়ার জন্য গর্ব অনুভব করি, নইলে তোমার ক্লাস বুঝতে পারতাম না। সেলাম ভাই, কাজ করে যান।।। গর্তে ঝাঁপ দিয়ে বিদায় নেয়ার সময় শেষে যে কান্নার মুখ টা করলে সত্যি অসাধারণ 😍😍😍
স্যার , ৬ বছর আগের এই ভিডিওগুলো আমাদের কিভাবে প্রভাবিত করে বলে বোঝানো যাবে না। আপনার এই কার্যক্রম অব্যাহত রাখবেন। আমাদেএ উদ্দেশ্যে বেশি বেশি ভিডিও আপ দিবেন প্লিজ।
ফিজিক্সের মতো একটা জটিল বিষয়কে একটা মানুষ কিভাবে এত মজা করে বুঝাতে পারে সেটাই আমার কাছে কৌতূহল...চমক ভাই ভিডিওটা দেখে যেমন হেসেছি তেমনি ভালো ভাবে বুঝেছি। রেস্পেক্ট
আপনার অনুষ্ঠান খুব ভালো লাগছে স্যার। সারা জীবন এই ভাবেই বুঝতে চেয়েছিলাম। আগের অপরিষ্কার ধারণাগুলো আপনার ক্লাস থেকে/ গল্প থেকে বুঝে নিতে চেষ্টা করছি। ধারণা যুক্ত জিনিস থেকেই তো নতুন জিনিসের ধারণা জন্মায়। আপনি এই যোগাযোগটা খুব সুন্দর ভাবে করিয়ে দিচ্ছেন। আমি আপনার সবগুলো ভিডিও এখনো দেখে উঠতে পারিনি। দশ-বারোটা দেখেছি। সবগুলোই একে একে দেখব। আপনি ক্যালকুলাসের অংশটা অবশ্যই গল্পের মাধ্যমে ব্যাখ্যা করবেন। ক্যালকুলাস কখন দরকার হয়, জিনিসটা আসলে কি.. মানে কি করে নিজেদের ক্যালকুলাস এর সঙ্গে রিলেট করব; অর্থাৎ অনুভব করব। আপনি অবশ্যই আপনার প্ল্যান অনুযায়ীই পড়াবেন। আমি আমার পক্ষ থেকে এই অনুরোধ টা রাখলাম। 🙏
পৃথিবীর কেন্দ্র বিন্দুতে মহাকর্ষীয় বল ০ হয় তাই আপনার সিস্টেমবাজ বন্ধুটি পৃথিবীর মাঝখানেই থেমে যাবে। দাদা আপনার উপস্থাপনা গুলো এককথায় অসাধারন, আমি খুব মজা করে উপভোগ করি। ভালো থাকবেন
ভাইয়া, অসাম হইছে বরাবরের মতো, বাট শুরুতে একটা ভুল আছে, চাঁদ সৃষ্টির যে জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথেসিস এর কথা বললেন সেটা ৪৫ কোটি নয়, ৪৫০ কোটি বছর আগে হয়েছে বলে ধরা হয়। :) en.wikipedia.org/wiki/Giant_impact_hypothesis
I would like to request you to make more science video like this. Actually make one video about time travel. Thank you. your video is quite understandable
অনেক ভাল ভাবে বুঝিয়েছেন,,, একটা প্রশ্ন করতে চাই সেই কামানের গোলা বা বন্দুকের গুলি টা জোরে ফায়ারের ফলো যে পুরো পৃথিবী ঘুরে আসবে,,, আমার প্রশ্ন হলো সেই বন্দুকের গুলি বা কামানের গোলা টা কি সুধু ঘুরতেই থাকবে?? না একটা সময় এসে থেমে যাবে,,,???
Tobe ajker class ta aro best laglo..... Geography honours niye porashona korchhi....... Geography er erokom mojar bishoy gulo apnar class e tule dhorun......... Ami West Bengal theke........... Apnaar class gulote ami khub moja pai bishesh kore math e
@@thetitanium2353 Fc=mv^2/R F proportion to magnitude of velocity.Fc=mw^2R F proportion to Angular velocity.In circular motion the velocity is always changing.Because the direction of velocity always change.
অসাধারণ ভাইয়া। এতো সুন্দর উপস্থাপনা আমি এর আগে কখনোই দেখিনি। আসলে আপনার নাম যেমন চমক, তেমনই প্রত্যেকটা কথাই চমক জাগানিয়া ছিলো। এইভাবে যদি আমরা শিখতে পারি তাহলে আশা করা যায় এটা অনেকদিন যাবৎ মনে থাকবে। মনোমুগ্ধকর উপস্থাপনা।
Vai apnar poranor way shob theke authentic.. r onek valo.. j valor sathe kono valor tulona hoyna .. matro 2 din hoyeche apnar channel ta dekhechi.. r etto valo legeche.. Ohh .. hae arekta jinish apnar gaaner kontho o onkkkkk sundor.. mashallah..😊😊 Go ahead..😊😊
Master ra boi te ja dagiye dei Amra sudhu oi theory tuku mukosto kore porikkha dite jay... Erokm practical bhabe bojhanor khomota onek kom jon er i thake... Darun dada....
আজ বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এতটাই খারাপ যে হীরার টুকরা মত এরকম একটা শিক্ষক আমরা হারিয়েছি। আফসোস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এরকম শিক্ষক আর কখনোই মনে হয় খুঁজে পাওয়া সম্ভব না।
পৃথিবীতে সব মানুষই সব সময় ভালো থাকতে চাই। দোয়া করি আমরা সবাই যেন অনেক ভাল থাকতে পারি। আমরা সব সময় চিন্তা করব ।আমি কে, আমার কি করা উচিত, আর আমি কি করছি। এই তিনটি বিষয়ে একটু চিন্তা করলে আমরা সব সময় ভালো থাকতে পারবো। ইনশাআল্লাহ
ভাইয়া ভবিষৎ এ science নেওয়ার ইচ্ছা আছে। এখন ৮ম শ্রেণীতে পড়ি। কিন্তু বিজ্ঞান নিতে ভয় লাগছে। তাই যদি বিজ্ঞান নিয়ে আরও কিছু ভিডিও upload কর তহলে খুশি হব আর তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকিব।
মি. সিস্টেম বাজ সরল ছন্দিত স্পন্দনে দুলতে থাকবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, মহাকর্ষ বল ৮ মিনিট ২০ সেকেন্ড পরে টের পাবে কেন পৃথিবী? আরেকটা প্রশ্ন হলো, 'কেন' পৃথিবী সূর্যের কাছে গেলে দ্রুত ঘুরবে? মানে কারনটা কি?
+Arup Debnath কেপলারের ২য় সূত্রঃ সুর্যকে কেন্দ্র করে পৃথিবী বা অন্য গ্রহ গুলো এমন ভাবে ঘুরবে যেন ঘূর্ণনের পথ সুর্যের কেন্দ্রের সাথে সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরী করে । তাহলে একই সময়ে, একই পথ অতিক্রম করলে, যখন পৃথিবী সুর্যের কাছে থাকে তখন সুর্য ও পৃথিবীর মধ্যবর্তী দুরুত্বের ক্ষেত্রফল যা হবে ,তা পৃথিবী যখন সুর্যের থেকে দূরে থাকবে তখনের ক্ষেত্রফলের তুলনায় কম হবে ! অর্থাৎ , ধরি(যখন সুর্য ও পৃথিবী কাছাকাছি) যদি পৃথিবী ১মিনিটে ১ কিমি পথ অতিক্রম করার পর সুর্যের কেন্দ্রের সাথে পৃথিবীর ক্ষেত্রফল ১০ বর্গমিটার হয় তাহলে, (যখন সুর্য ও পৃথিবী দূরে)পৃথিবী ১মিনিটে ১ কিমি পথ অতিক্রম করার পর সুর্যের কেন্দ্রের সাথে পৃথিবীর ক্ষেত্রফল ১০ বর্গমিটার এর চেয়ে বেশি হবে ! (উভয় ক্ষেত্রে ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন) কিন্তু কেপলারের সুত্র মতে পৃথিবী বা অন্য গ্রহ সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরী করে । যদি পৃথিবী সুর্যের কাছাকাছি বেশি পথ অতিক্রম করে আর সুর্যের দূরে গিয়ে কম পথ অতিক্রম করে তাহলে তার এই দুই অবস্থানের ক্ষেত্রফল একই হওয়া সম্ভব !! তাই বেশি পথ অতিক্রম করার জন্য পৃথিবী সুর্যের কাছে থাকলে দ্রুত ঘোরে ।
+Anup Mondol সেটা তো জানি। কিন্তু সূত্রের উপর নির্ভর করে তো পৃথিবী ঘুরবে না। পৃথিবী কিভাবে ঘুরবে তার উপরেই সূত্র আবিষ্কৃত হবে। কেপলারের সূত্র অনুযায়ী এটা হবে ঠিক আছে। কিন্তু কেন দ্রুত ঘুরবে। কারন জানতে চেয়েছি।
Hi, Einstein's general relativity exactly questioned Newtons gravitational theory in this way. if gravitation is instantaneous, then there is something that has a speed more than the speed of light, and this irritated everyone when Einstein proposed that the cosmic speed limit is the speed of light. later he proved that even gravity will act at the speed of light with the concept of space time continuum. there are a lot of videos on RUclips on this. give it a search. Newtons law of gravity and Einstein's theory of general relativity. thanks.
vaiaami first apnar vedio dekhlam nd apnar fan hoye gelam.sottie via apnar kothagula nd kotha bolar dhoron amr khuv valo legeche...aj theke apnar vedio gula rglrly dekhbo..:)
ভাই আপনার এই ভিডিওগুলো দেখতে দেখতে পেট পুরো ভরে গেছে। তাই আরও নতুন ভিডিও লাগবে।আর ভিডিও না বের করলে আপনার এই ভক্ত উপোস করে মরবে।তাই দয়া করুন, আর ভিডিও দেন
ভাইয়া বলবো না স্যার বলবো তাই ই ভাবছি।আমি আপনার কিছু ভিডিও দেখার পরে আপনার ফ্যান হয়ে গেছি।ভাইয়া আপনি সেরার সেরা।আমি যার কাছে পরি সেউ আপনার খুব ভক্ত।আপনার বাড়ি যেমন কুষ্টিয়া,আমাদের বাড়ি ও কুষ্টিয়া।ভাইয়া আপনার বাড়ি টাও দেখে আসছি।আপনার আরো ভিডিও পাউয়ার অপেক্ষায় থাকবো।
এমন শিক্ষক যদি ক্লাস নিতে আসেন তাহলে কেউ ক্লাস মিস করবে না কখনও, ক্লাস ও পড়াশোনাতে এমনিতেই আগ্রহ তৈরি হবে। আপনার মত মানুষ ও একজন শিক্ষক আমাদের বেশি বেশি প্রয়োজন। শুভকামনা আপনার জন্য, চমক স্যার
Dukher bisoy ai bisoy ta vul according to theory of relativity
Ha
@@salmansaad9981 koto j theory ase?j jeda he heda
Chinese:chamak lowsher(chAmak sir)
Tik 😊😊
চমক স্যার এর বোঝানোর ধরণ সত্যিই অসাধারণ। এমনভাবে পড়তে পারলে যত কঠিনই হোক তা আমাদের পক্ষে রপ্ত করা সহজ হয়ে যাবে। শুভ কামনা স্যার আপনার জন্য ❤️
প্লিজ স্যার বাংলাদেশের ছাত্রদের আপনার হাতের জলের হলেও ছোঁয়া দিন। ভালোবাসা অসংখ্য আপনার প্রতি।😍
ঘ তো
চমকদা , আপনি সম্ভব হলে প্রতি সপ্তাহে ভিডিও আপলড করেন , না হয় প্রতি মাসেই
করেন । আপনার ভিডিওগুলা দেখে আমি গনিতকে ফিল করতে শিখছি , আমার
ফ্রেন্ডসারকেলের গনিতভিতু ছেলেটাও এখন গনিত নিয়ে নতুন করে চিন্তা করতে
শিখছে। গনিত নিয়ে এমন ভ্রমন এ যেতে দারুন লাগে :)
চমক ভাইয়া এই দেশ টা কে ভূলে যেয়েন না।আপনি চলে আসেন ভাই।আপনার বিশাল দায়িত্ব ভাই, হাজার টা চমক তৈরী করতে হবে ভাই.....
কোথায় গেছেন উনি?
Theek bolchen vai
@@borsho5382 America
Munna vai thik bolechen
zafor iqbal sirer kodor korlen na ar chomok vai ke banglar mohan manushera mene nibe ???
কে কে 2020 সালে দেখছেন ?
কে কে 2021 সালে দেখছেন ? - 22/01/21
Ami
I
Me
Me
Ami
ভাইয়া, দেশে চলেন আসেন। দেশে এসে একটা স্কুল করেন, আমি ওই স্কুলের দপ্তরী হয়ে শিক্ষার্থীদের জন্য ঘন্টা দিয়ে জানিয়ে দিবো আপনার জ্ঞান বিতরণের ব্যাপারটা। কথা দিলাম।আসবেন ভাইয়া???
স্যার, এখন কোন দেশে?
@@shakawatullah9772 Usa hote pare
@@shakawatullah9772 usa
@@engr.mamunsir6617 pagol naki
USA😞😞😞😞
ভাই আপনি অনেক বছর বেচে থাকুন। আমার সন্তান যেন আপনার মত গুনী শিক্ষকের সান্নিধ্য পায়।আমীন
বেশি দিন আগের কথা নয়( মাত্র ৪৫ কোটি বছর), 😆🤣😂
😁😁😁
🤣😂🤣
😄😄😆😆😆😅😅😅😅🤣🤣😂😂
🤣😂
😶😶😶
sir i am from INDIA west bengal. i & my friends regulerly follow your vidios
😂😂😂😂😂😂😠😛😝india
Akata...
@Allar Maal তোর কথা শুইনা আমি আরও একবার হাসাহাসি চোদাইসি
মাথা গরম করিস না গিয়া তোর বাপরে জিগা আমি ক্যান হাসছি যদি উত্তর দিতে না পারে তাহলে তোর বাপরে চুইদা দিবি 😈😊
@Allar Maal তোর বাপরে চুদ মাথা গরম করিস না আর আমারেও হাসানো লাগবো না হালা ব্যাহায়া
@Allar Maal ঐ নাম change কর রাখ hallar baal 😂😂😂😂
Most genius and talented person of our country!! RESPECT++
Beautiful person and teacher
chamok bahi is our proud
আপনি একজন মহান মানুষ, হাস্যরসাত্মক ভাবে আমাদের শিখিয়ে চলেছেন বিজ্ঞানের কঠিন বিষয়গুলি, আপনাকে শ্রদ্ধা এবং ভালবাসা জানাচ্ছি। আশা করি আপনি এই মহান কাজ চালিয়েই যাবেন।
ওহ,,,,
এটা দেখি অনেকদিন আগের ভিডিও,,, আর আমি আজ দেখলাম,,,,
যাই হোক ভালোই লাগলো,,,,!!!
wow ভাইয়া awesome.!!!!!♥♥♥
আমাদের দেশের সকল শিক্ষেকেরা যদি তোমার মতো হতো তাহলে বাংলাদেশ কোথায় না পৌছে যেত!!!!!
i Salute you
ভাইয়া প্রতিদিন তোমার চ্যানেল ভিজিট করি দেখি নতুন কিছু আপলোড দিছ নাকি।আজকে ইয়উটুবে ঢুকে তোমার ভিডিও দেখে প্রাণটা জুড়ে গেল।অনেক ভালো লাগছে ভাইয়া।love u
চমক তুমি আমাদের বয়সের কই ছিলে
❤️❤️❤️
Math ar duniya te !!!!!!!! 😂
@@tanishaanjaly1300 😅😅...
@@tanishaanjaly1300 Hi.....???,😟
😀😀😀😀😀
বিজ্ঞান ও গনিতের প্রতি আগ্রহ তৈরি করতে আপনার মতো শিক্ষকের প্রয়োজন
স্কুলের দিনগুলি মনে পড়ছে😢😢😢 সেই ক্লাসের কথা, কোথায় যেন হারিয়ে গেল সেই দিন গুলি
আপনার উপস্থাপনাটা অনেক মজাদার। তাই ভিডিওগুলো দেখলে মনে হয় ফানি ভিডিও দেখছি। কিন্তু কত কঠিন বিষয় যে রপ্ত করে ফেলছি তা বুঝতেও পারিনা।
চমক ভাই, তোমার ক্লাস গুলো সত্যি খুব অসাধারণ। বাঙালি হওয়ার জন্য গর্ব অনুভব করি, নইলে তোমার ক্লাস বুঝতে পারতাম না। সেলাম ভাই, কাজ করে যান।।। গর্তে ঝাঁপ দিয়ে বিদায় নেয়ার সময় শেষে যে কান্নার মুখ টা করলে সত্যি অসাধারণ 😍😍😍
স্যার , ৬ বছর আগের এই ভিডিওগুলো আমাদের কিভাবে প্রভাবিত করে বলে বোঝানো যাবে না। আপনার এই কার্যক্রম অব্যাহত রাখবেন। আমাদেএ উদ্দেশ্যে বেশি বেশি ভিডিও আপ দিবেন প্লিজ।
সত্যি গুরুদেব আপনার বোঝানোর পদ্ধতি মৌলিক ও অদ্বিতীয়।
5:31👈 tap here
এদিকে আয়, না আমি ওদিকে যাবো,এদিকে আয় ,ওদিকে যাব, এদিকে আয়, ওদিকে যাবো 😂🤣😂
আপনার পড়ানোর কৌশল অতুলনীয় স্যার। ❤❤ এটা ঠিক কতটা সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না।😊
স্যারের বুঝানোর টেকনিক অনেক সুন্দর ❤️❤️❤️
আপনার মারফতে অনেকদিন পর পদার্থবিজ্ঞান উপভোগ করলাম।ধন্যবাদ।
ভাই আমি আপনার বিশাল ফ্যান,আপনি ক্যামিষ্ট্রিও একটুচমক দেখাতেন খুব ভালো লাগতো
ফিজিক্সের মতো একটা জটিল বিষয়কে একটা মানুষ কিভাবে এত মজা করে বুঝাতে পারে সেটাই আমার কাছে কৌতূহল...চমক ভাই ভিডিওটা দেখে যেমন হেসেছি তেমনি ভালো ভাবে বুঝেছি। রেস্পেক্ট
বুদ্ধিমান মিঃ সিস্টেম আপনি পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রােন্ত পৌছাতে পারবেন ঠিকই কিন্তু আপনাকে আবার সেই আগের প্রান্তেই ফিরে আস্তে হবে।
Amar mone hoi na gravitational force is zero in the centre
Majkhane jhule thakte hobe
Love from India, apnar moto amader ekhane ekjon teacher thakle hoyto bachcha ra porasona theke palato na, borong porasona kei nesa kore felto❤️
আপনার অনুষ্ঠান খুব ভালো লাগছে স্যার। সারা জীবন এই ভাবেই বুঝতে চেয়েছিলাম। আগের অপরিষ্কার ধারণাগুলো আপনার ক্লাস থেকে/ গল্প থেকে বুঝে নিতে চেষ্টা করছি।
ধারণা যুক্ত জিনিস থেকেই তো নতুন জিনিসের ধারণা জন্মায়। আপনি এই যোগাযোগটা খুব সুন্দর ভাবে করিয়ে দিচ্ছেন।
আমি আপনার সবগুলো ভিডিও এখনো দেখে উঠতে পারিনি। দশ-বারোটা দেখেছি। সবগুলোই একে একে দেখব। আপনি ক্যালকুলাসের অংশটা অবশ্যই গল্পের মাধ্যমে ব্যাখ্যা করবেন। ক্যালকুলাস কখন দরকার হয়, জিনিসটা আসলে কি.. মানে কি করে নিজেদের ক্যালকুলাস এর সঙ্গে রিলেট করব; অর্থাৎ অনুভব করব।
আপনি অবশ্যই আপনার প্ল্যান অনুযায়ীই পড়াবেন। আমি আমার পক্ষ থেকে এই অনুরোধ টা রাখলাম। 🙏
ক্যালকুলাস নিয়ে স্যারের দুইটা বই আছে, নিখিল পানে ১ এবং ২
পৃথিবীর কেন্দ্র বিন্দুতে মহাকর্ষীয় বল ০ হয় তাই আপনার সিস্টেমবাজ বন্ধুটি পৃথিবীর মাঝখানেই থেমে যাবে। দাদা আপনার উপস্থাপনা গুলো এককথায় অসাধারন, আমি খুব মজা করে উপভোগ করি। ভালো থাকবেন
ভাইয়া, অসাম হইছে বরাবরের মতো, বাট শুরুতে একটা ভুল আছে, চাঁদ সৃষ্টির যে জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথেসিস এর কথা বললেন সেটা ৪৫ কোটি নয়, ৪৫০ কোটি বছর আগে হয়েছে বলে ধরা হয়। :)
en.wikipedia.org/wiki/Giant_impact_hypothesis
+Shakir Ahsan Romeo অনেক অনেক ধন্যবাদ শুধরে দেবার জন্য :)। আমি একটা নোট দিয়ে দেব।
Chamok Hasan
Chamok Hasan লুইস,০১৭১৭০৫১২২০
@@ChamokHasan sir apni ki India te kno din. Asben...tahale khub valo hoto....sir apnar book gulo India te to payoa joy na ty ami dokhito ....
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মত শিক্ষক যদি আমরা স্কুল স্কুল পেতাম তাহলে ধণ্য হয়ে যেতাম। আপনার অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়ে তাই।
বেশি দিন আগের কথা না মাএ ৪৫কোটি বছর আগের কথা 😅😅
😀😁😁😁😂
আজ কয়েক বছর পরে আপনার ক্লাস থেকে ঋতু পরিবর্তন বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। ২৩.৫ ডিগ্রি হেলে ঘুরাঘুরির জন্য এটা হয়। ধন্যবাদ
I would like to request you to make more science video like this. Actually make one video about time travel.
Thank you. your video is quite understandable
এমন টিচার যদি বাংলাদেশ এর সবগুলো বিদ্যালয়ে থাকত,তাহলে হয়ত দেশের শিক্ষার আরোও তারাতারি উন্নতি হতো।
Thank you so much sir....for this awesome class!
অনেক ভাল ভাবে বুঝিয়েছেন,,, একটা প্রশ্ন করতে চাই সেই কামানের গোলা বা বন্দুকের গুলি টা জোরে ফায়ারের ফলো যে পুরো পৃথিবী ঘুরে আসবে,,, আমার প্রশ্ন হলো সেই বন্দুকের গুলি বা কামানের গোলা টা কি সুধু ঘুরতেই থাকবে?? না একটা সময় এসে থেমে যাবে,,,???
What a wonderful explanation..!!
Love you ..
Tobe ajker class ta aro best laglo..... Geography honours niye porashona korchhi....... Geography er erokom mojar bishoy gulo apnar class e tule dhorun......... Ami West Bengal theke........... Apnaar class gulote ami khub moja pai bishesh kore math e
vai apni keno ekhn r ager moto regular video up den na ? :-(
অপূর্ব(অপু) ভাই ক্লাসে বুঝিয়েছিলো বিষয়গুলো।
বুঝানোর টেকনিক একদম সেম👌
সুন্দর চিন্তা । আমার একটা প্রশ্ন আছে -পৃথিৱী সূৰ্যর কাছে গেলে পৃথিৱীর গতি কেনো বেঢ়ে যায় ?
Akorson bere jay bole...
@@saadahmmed5977কিন্তু আকর্ষণ বাড়লে গতি কমে যাবে...
@@thetitanium2353 na...akorson barle gotio bare...
@@saadahmmed5977 keno??
@@thetitanium2353 Fc=mv^2/R
F proportion to magnitude of velocity.Fc=mw^2R F proportion to Angular velocity.In circular motion the velocity is always changing.Because the direction of velocity always change.
লোকটা পৃথিবীর কেন্দ্রে আটকে থাকবে।😁😁😁
vaia khub khub vlo hoise. but amr 1 ta rqst......tmi theory of relativity niye ekta vdo koro na....plz plz plz...amr oita niye onk interest... plz plz
অসাধারণ ভাইয়া। এতো সুন্দর উপস্থাপনা আমি এর আগে কখনোই দেখিনি। আসলে আপনার নাম যেমন চমক, তেমনই প্রত্যেকটা কথাই চমক জাগানিয়া ছিলো। এইভাবে যদি আমরা শিখতে পারি তাহলে আশা করা যায় এটা অনেকদিন যাবৎ মনে থাকবে। মনোমুগ্ধকর উপস্থাপনা।
I wish I could get the video before my SSC xm! whatever! helped a lot!💜💜
কি চমৎকার পড়ান , আপনি ।
আমিতো অবাক ।আমি সত্যিই এখন পর্যন্ত আপনার মতো শিক্ষক দেখি নাই ।
Ami west bengal ee thaki
Apni sera manush..❤
Vai apnar poranor way shob theke authentic.. r onek valo.. j valor sathe kono valor tulona hoyna .. matro 2 din hoyeche apnar channel ta dekhechi.. r etto valo legeche..
Ohh .. hae arekta jinish apnar gaaner kontho o onkkkkk sundor.. mashallah..😊😊
Go ahead..😊😊
I feel bad for People who don't know Bengali language as this masterpiece is out of their reach...
অসাধারণ ম্যাথ,, এই ম্যাথটি আমি অনেক দিন ধরে খুজতেছি।। অবশেষে পেয়ে গেলাম। ধন্যবাদ।
vaia ai question ta Ame jakhon class 9 a silam, takhon Ame amr sir k question ta korcilam. r amr fnd ra amake pagol bolcilo.😂😂😅
Ki r bolmu..sad reality 😑
Master ra boi te ja dagiye dei Amra sudhu oi theory tuku mukosto kore porikkha dite jay... Erokm practical bhabe bojhanor khomota onek kom jon er i thake... Darun dada....
আপনি এত অনিয়মিত কেন।
2021 anyone. ভিডিও গুলা ভিডিও নই বাংলাদেশের সম্পদ
You are
Really genius...!
Chamak er Buro Fan..... Mesmerized...keep it up. You Genius,👍
কে কে এই ভিডিও ২০২৪এ দেখছ
Math. & science j ki moja asole..aponar vedio dekei bujci...comok kaku & sir & vaiya..many many thannks...asolew sei😍
Nothing can be better than this ❤️
আজ বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এতটাই খারাপ যে হীরার টুকরা মত এরকম একটা শিক্ষক আমরা হারিয়েছি। আফসোস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এরকম শিক্ষক আর কখনোই মনে হয় খুঁজে পাওয়া সম্ভব না।
চমক ভাই, বাংলাদেশকে ভুলে যেয়েন না। আপনি কি এতই ব্যাস্ত যে মাসে একটা ভিডিও আপলোড দিতে পারেন না।
পৃথিবীতে সব মানুষই সব সময় ভালো থাকতে চাই। দোয়া করি আমরা সবাই যেন অনেক ভাল থাকতে পারি। আমরা সব সময় চিন্তা করব ।আমি কে, আমার কি করা উচিত, আর আমি কি করছি। এই তিনটি বিষয়ে একটু চিন্তা করলে আমরা সব সময় ভালো থাকতে পারবো। ইনশাআল্লাহ
Episode 3 kobe?
আপনার মত একজন টিচার যদি আমাদের স্কুলে পেতাম অনেক ভাগ্যবান হতাম
Many many thx vaia I'm from 🇮🇹 italy
ভাইয়া ভবিষৎ এ science নেওয়ার ইচ্ছা আছে। এখন ৮ম শ্রেণীতে পড়ি। কিন্তু বিজ্ঞান নিতে ভয় লাগছে। তাই যদি বিজ্ঞান নিয়ে আরও কিছু ভিডিও upload কর তহলে খুশি হব আর তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকিব।
মি. সিস্টেম বাজ সরল ছন্দিত স্পন্দনে দুলতে থাকবেন।
কিন্তু আমার প্রশ্ন হলো, মহাকর্ষ বল ৮ মিনিট ২০ সেকেন্ড পরে টের পাবে কেন পৃথিবী? আরেকটা প্রশ্ন হলো, 'কেন' পৃথিবী সূর্যের কাছে গেলে দ্রুত ঘুরবে? মানে কারনটা কি?
+Arup Debnath কেপলারের ২য় সূত্রঃ সুর্যকে কেন্দ্র করে পৃথিবী বা অন্য গ্রহ গুলো এমন ভাবে ঘুরবে যেন ঘূর্ণনের পথ সুর্যের কেন্দ্রের সাথে সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরী করে ।
তাহলে একই সময়ে, একই পথ অতিক্রম করলে, যখন পৃথিবী সুর্যের কাছে থাকে তখন সুর্য ও পৃথিবীর মধ্যবর্তী দুরুত্বের ক্ষেত্রফল যা হবে ,তা পৃথিবী যখন সুর্যের থেকে দূরে থাকবে তখনের ক্ষেত্রফলের তুলনায় কম হবে !
অর্থাৎ , ধরি(যখন সুর্য ও পৃথিবী কাছাকাছি) যদি পৃথিবী ১মিনিটে ১ কিমি পথ অতিক্রম করার পর সুর্যের কেন্দ্রের সাথে পৃথিবীর ক্ষেত্রফল ১০ বর্গমিটার হয় তাহলে,
(যখন সুর্য ও পৃথিবী দূরে)পৃথিবী ১মিনিটে ১ কিমি পথ অতিক্রম করার পর সুর্যের কেন্দ্রের সাথে পৃথিবীর ক্ষেত্রফল ১০ বর্গমিটার এর চেয়ে বেশি হবে ! (উভয় ক্ষেত্রে ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন)
কিন্তু কেপলারের সুত্র মতে পৃথিবী বা অন্য গ্রহ সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরী করে । যদি পৃথিবী সুর্যের কাছাকাছি বেশি পথ অতিক্রম করে আর সুর্যের দূরে গিয়ে কম পথ অতিক্রম করে তাহলে তার এই দুই অবস্থানের ক্ষেত্রফল একই হওয়া সম্ভব !!
তাই বেশি পথ অতিক্রম করার জন্য পৃথিবী সুর্যের কাছে থাকলে দ্রুত ঘোরে ।
+Anup Mondol সেটা তো জানি। কিন্তু সূত্রের উপর নির্ভর করে তো পৃথিবী ঘুরবে না। পৃথিবী কিভাবে ঘুরবে তার উপরেই সূত্র আবিষ্কৃত হবে। কেপলারের সূত্র অনুযায়ী এটা হবে ঠিক আছে। কিন্তু কেন দ্রুত ঘুরবে। কারন জানতে চেয়েছি।
+Arup Debnath The law of energy conservation for objects having angular momentum.
+Arup Debnath The law of energy conservation for objects having angular momentum.
Hi, Einstein's general relativity exactly questioned Newtons gravitational theory in this way. if gravitation is instantaneous, then there is something that has a speed more than the speed of light, and this irritated everyone when Einstein proposed that the cosmic speed limit is the speed of light. later he proved that even gravity will act at the speed of light with the concept of space time continuum. there are a lot of videos on RUclips on this. give it a search. Newtons law of gravity and Einstein's theory of general relativity. thanks.
vaiaami first apnar vedio dekhlam nd apnar fan hoye gelam.sottie via apnar kothagula nd kotha bolar dhoron amr khuv valo legeche...aj theke apnar vedio gula rglrly dekhbo..:)
please explain einstein theory of relativity
এই টুকু বোঝানোর শিক্ষক এ বাংলায় !
Great boss !
ভাইয়া সব সময় শরীরের যত্ন নেবেন, সময়মত খাওয়া করবেন ?
😯😯
এই ব্যাপারটা দেখাশোনার জন্য আমাদের বহ্নি আপু আছেন।🥰🥰
আরও চাই এমন বিজ্ঞান ভিত্তিক ভিডিও, আপনার বুঝানোর প্রতিভা অতি চমৎকার।
ভাই আপনার এই ভিডিওগুলো দেখতে দেখতে পেট পুরো ভরে গেছে। তাই আরও নতুন ভিডিও লাগবে।আর ভিডিও না বের করলে আপনার এই ভক্ত উপোস করে মরবে।তাই দয়া করুন, আর ভিডিও দেন
Really fantastic
আমার কাছে তথ্য আছে, গাণিতিক তথ্য :D
এর পরের ভিডিওটি কোথায় খুঁজে পাচ্ছি না🙂
আপনার প্রশংসা করলে আপনি আরো অলস হয়ে পড়তে পারেন,তাই করলাম না। তবে আমি আরো চাই।চাইই চাই...
না পারবেন না, উনি- Simple Harmonic Motion নিয়ে দুলতে থাকবে
**জাতীয়বিশ্ববিদ্যালয়****
***গণিত বিভাগ*****
অনার্স ১ম বর্ষঃ- ruclips.net/video/LR22X0TBDfY/видео.html
অনার্স ২য় বর্ষঃ- ruclips.net/video/oQjAl_8-aZA/видео.html
অনার্স ৩য় বর্ষঃ- ruclips.net/video/R2KzhhhDzXM/видео.html
লোকটি পৃথিবীর কেন্দ্রে আটকে থাকবে, কারণ সেখানে অভিকর্ষ বলের লব্ধি শূন্য 😂
বিজ্ঞান big fun সিরিজের নতুন ভিডিও দেওয়া হচ্ছে না কেন?????
Vaiya...3bosor bar hoye gse...next video kobe aseb?..plz bolen vya😮
next video koi?😭
অসাধারণ এত সুন্দর আর মজা করে বুঝাতে পারেন যে না বুঝার কোনো উপায় নেই।
lithosphere porjonto gravity barte thakbe. tarpor komte komte core e zero
Hi
@@musarofhussein1362 lol
vaiya ami tumer new viewer..tumer video gula khub e helpful.r tumer kotha bolar style khub e vlo
গরত করা শেষ হলেই ত আমেরিকা পৌছে যাবে।আবার এসে লাফ দেওয়ার দরকার কি??
Hahah... correct kotha koichen vai
hahaha
vi ami apnar chorom boktha.ami apnar sob gula cls dekhechi...apni ushadaron...like vi
মিস্টার সিস্টেমবাজ অপর প্রান্তে পৌছাতে পারবে না।কারণ পৃথিবীর কেন্দ্রে g এর মান 0
😂🤣😂😂 বিজ্ঞান এতো মজার 20 সালে দেখছি 😭
ভাইয়া, মিঃ সিস্টেমবাজ কি আজীবন ঘুরতে থাকবে নাকি মাঝে গিয়ে আটকে যাবে??
আটকাবে এবং ধংস হয়ে যাবে।
এগুলো আগেও পড়ছিলাম কিন্তু মনে নাই সবকিছু,,,,কিন্তু এই ভিডিও মজার সহিত দেখাতে,,, আর ভুলবো মনে হয় না🥰
0:22
Hi
ভাইয়া ৭ বছর পর দেখতেছি, ভিডিওগুলো বেশ। 💙
শুধু শেখার নেশাতে আপনার ভিডিও গুলো দেখতে থাকি।
চমৎকার, এই প্রথম আপনার ভিডিও দেখলাম ।অনবদ্য সৃষ্টিশীলতা আপনার ।এগিয়ে যান।
চমক ভাই এই থট এক্সপেরিমেন্ট আগে থেকেই জানি। কিন্তু আপনার বলার ভঙ্গি দেখে হাসতে হাসতে পেট ফেটে গেল।
ইমরান নাজির etai tho dorkar broo...ai bolay bongi sobai pele sobai ie science attracted hobe😎🙄
ভাইয়া বলবো না স্যার বলবো তাই ই ভাবছি।আমি আপনার কিছু ভিডিও দেখার পরে আপনার ফ্যান হয়ে গেছি।ভাইয়া আপনি সেরার সেরা।আমি যার কাছে পরি সেউ আপনার খুব ভক্ত।আপনার বাড়ি যেমন কুষ্টিয়া,আমাদের বাড়ি ও কুষ্টিয়া।ভাইয়া আপনার বাড়ি টাও দেখে আসছি।আপনার আরো ভিডিও পাউয়ার অপেক্ষায় থাকবো।
অনুসূর অপহূত পড়েছিলাম তখন অর্ধেক বুঝেছি কি না সন্দেহ।