জীবন সঙ্গী নিজে বেঁচে নেয়া মানে মনের মতো একজন কে পাওয়া,,,আমরা মনের মতো মানুষকে চাই,,,আর পরিবার ও আামাদের ভালো চায়। কিন্তুু আমরা যত বড় হইনা কনো আমাদের তারা ছোট মনে করে, সিদ্ধান্ত ভুল মনে করে ,,, তাই চিন্তা ভাবনা করেও আমাদের সিদ্ধান্ত তারা মেনে নিতে চায়না। কারণ আমাদের জীবন সঙ্গীনী নিয়ে যদি বিপদে পড়ে যাই,,,জীবন চলার পথে যদি কষ্ট পাই ওই জন্য🙂তবে ফ্যামেলিকে বলতে চাই মনের মতো মানুষ পেলে জীবন সুন্দর,, বোঋা পড়া ভালো হবে,জীবন গুছিয়ে নেয়া যাবে দুইজনের মন মতো🙂
হায় রে নাটক!😌 একজন ভারতীয় হয়ে বলছি, বাংলাদেশের নাটকের সাথে টক্কর দিতে পারে এমন কোনো ভারতীয় সিরিয়াল এখনো পর্যন্ত দেখিনি। ধন্যবাদ জানাই মিজানুর রহমান আরিয়ান স্যারকে আরো একটি অসাধারণ নাটক আমাদের উপহার দেয়ার জন্য।♥️
@@tamimiqbal7361আর শুধু নায়ক এর একে ছেড়ে একে বিয়ে করা একে ছেড়ে এর কাছে যাওয়া , নায়ক নায়িকার মৃত্যুর পর সম্পূর্ণ ভিতর্গত রূপ বদল আরো কত কি আমি ভারতীয় বাংলা ধারাবাহিক দেখা বন্ধ করে দিয়েছি কবেই , এখন বাংলাদেশের ধারাবাহিক দেখিনা কিন্তু নাটক গুলো দেখি , বাংলাদেশের একটা নাটক পঞ্চাশ মিনিটে পৃথিবীর যেই বাস্তব সত্য টা মানুষকে প্রত্যক্ষ করাতে পারে ভারতীয় নাটক বা ধারাবাহিক টা পঞ্চাশ বছর বৈকি একশো বছর এ ও পারবে না। আমার বাংলাদেশী নাটক দেখা শুরু হয় love semester নাটক দিয়ে , আর বলতে গেলে আমার দিদা ঠাম্মার, দাদু ও ঠাকুরদাদুর জন্ম বাংলাদেশে কিন্তু একাত্তরে তারা ত্রিপুরায় এসে পরে হিন্দু হওয়া হেতু মুসলমান ভাই রা আমার দিদার বাড়ি এক অংশ জ্বালিয়ে দে , এখনও বাকি অংশে আমাদের আত্মীয় আছে কিন্তু আমার এখনও বাংলাদেশে যাওয়া হয়নি।
সে আসলেই সুহাসিনী ❤️❤️🌹🌹 তার এই অমায়িক হাসি এবং এত সুন্দর বাচনভঙ্গি খুবই মন মুগ্ধকর। তবে শেষের দূর্ঘটনা টি আসলেই প্রমান করে দিলো যে প্রকৃতি মানুষের বেশি সুখ সহ্য করতে পারে না 💔💔 এটাই হয়তি প্রকৃতির খেলা।
নাটকের পুরো আলো কেড়ে নিয়েছে মেয়েটি। খুবই স্নিগ্ধ চেহারা আর মিষ্টি হাসির মেয়ে। নেকামির দুনিয়ায় না গিয়ে সাবলীল অভিনয় করলে অনেক দূর এগিয়ে যাবে। শুভ কামনা সুহাসিনী। ❤️
এই বাক্য টী ও কিন্তু অনেক বেশি মধুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলো জয় শ্রী কৃষ্ণ। শুনুন বাবু! নাটক দেখে,, নাটক এর কমেন্ট করুন না ভালো লাগবে। এই যেমন নাটক টা খুব ই সুন্দর। অভিনয় টা ভালো লাগলো। সবচেয়ে বেশি মধুর ছিলো নাটক এর গান টা। তা করেন না। লাইক বেশি পাওয়ার জন্য এই সব লেখেন।
সবকিছুই ঠিক ছিল কিন্তু,, নাটকের লাস্ট মুহূর্তে এসে এরকম একটা ঘটনা ঘটাবে বুঝতে পারিনি,, তবে নামটা যেমন সুহাসিনী, ঠিক নাটকের নায়িকার হাসিটাও ছিল অমলিন,,, বেঁচে থাকুক ভালোবাসা হাজার বছর ধরে ❤️❤️❤️
স্বপ্নের মত ছিলো নাটকটি, বাট শেষে গিয়ে কিছুটা মন খারাপ হলেও অনেক শিক্ষানীয় কিছু ছিলো ধন্যবাদ মিজানুর রহমান আরিয়ান ভাইয়া এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য। ❤️
অনেক সুন্দর একটি কাহিনী ছিল,আজকে প্রথমবারের মতো নাটকটি দেখলাম,একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের বাঁচিয়ে রাখা সকল স্বপ্নকে চুরমার করে দেয়,একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না,বাস্তব চিত্রটাকে নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ, নির্মাতা এবং সকল অভিনেত্রী শিল্পীদেরকে অসংখ্য ধন্যবাদ।
তটিনীর একটা interview দেখে জানতে পারলাম famous এই নাটকের নামটা আর সাথে সাথে চলে এলাম দেখতে কলকাতা থেকে 🇮🇳 আজকাল তটিনীকে ভীষন ভালো লাগে আর সত্যিই ওর হাসিটা খুব মিষ্টি 😘 আমি কলকাতা থেকে বাংলাদেশের নাটকের প্রতিদিনের দর্শক তাই 1 বছর আগে যখন তাসনিয়া ফারিন,মেহেজাবিন, তানজিন তিশা, সাবিলা নূর , কেয়া পায়েলের নাটক ছাড়া দেখতাম না তখন তটিনীর এই নাটকটা রিলিস করেছে তাই আমি miss করে গেছি.. আর এখন তো মেহেজাবিনের মতো তটিনীর নাটকের ভক্ত হয়ে গেছি তাই এবার you tube এ search দিয়ে দিয়ে তটিনীর সবগুলো নাটক দেখতে চাই❤❤
খুব করে সেই ভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেলো!🥺😞 "ছোট্ট ছোট্ট করে কথা বলা আর ছোট্ট ছোট্ট করে হাসতে পারা সে সুহাসিনী আজ আর আমার জীবনে নেই!"😞 "আজ সে অন্য কারো জীবনে হয়তো আগের মতই ছোট্ট ছোট্ট করে কথা বলে আর সুন্দর করে হাসে।"❤️ ভালোবেসে ছিলাম আজো বাসি। যেখানেই আছো যেভাবে আছো; ভালো থেকো সুহাসিনী!❤️ সাবধানে রাস্তায় বের হবে, সাবধানে চলাচল করবে। "আল্লাহ ভরসা!" সৃষ্টিকর্তা সুহাসিনীকে সহিসালামতে রেখো!🤲
"ভালোবাসলেই যে পেতে হবে এমন তো কোন কথা নাই"কথাটার সাথে যেন কাহিনিটা মিলে গেলো! শেষের কাহিনি টুকু বাদে বাকিটা জিবনের সাথে মিলে যাচ্ছে...... যানি না শেষটা কেমন হয়,তবে আশাবাদি ভালো কিছু হবে! 🥀 লাভ ইউ AD🥀❣️
অনেক দিন পর এমন একটা মনমুগ্ধকর নাটক দেখলাম। নাটকের কাহিনী , গান,ব্যাক গ্রাউন্ড মিউজিক আর সুহাসিনীর সুন্দর হাসি এই সবকিছুই মুগ্ধতা ছড়িয়েছে। কিন্তু এরকম একটা সমাপ্তির জন্য প্রস্তুত ছিলাম না।
সবার কাছে নাটকের অনেক সংলাপ ভালো লেগেছে কিন্তু আমার হৃদয়ে স্পর্শ করেছে হাজারো পরিবারের আর্তনাদ 🥀 দ্যা লাইন..." বিপরীত দিক থেকে আসা গাড়ি , কি দোষ ছিলো তাদের? তারাও তো ফিরছিলো বাড়ি !"🥀
৩২মিনিট পর্যন্ত হাসি একটুর জন্য থামেনি আমার তারপর যা হলো এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না সত্যিই অসাধারণ ছিল নাটকটা জোবান ভাইয়ের অভিনয় একদম নিখুঁত ছিল❣️❣️❣️❣️
সত্যি অসাধারণ, যতবার দেখি ততই ভালো,, মনে পড়ে যায় সেই প্রিয় মানুষটার কথা,, সত্যি যদি সবার ভালোবাসা মানুষকে এইভাবে পেয়ে যেত তাহলে তাদের মত সুখী মানুষ আর কেউ হতো না
@@farhanhasan972 একটা জিনিস আসলেও খেয়াল করলাম যে ভালো মানের নাটকগুলো খুব কম ভিউ হয়, কম মানুষই পছন্দ করে এগুলো। এখনকার মানুষ সেই বস্তাপচা সামান্য কমেডিই পছন্দ করে। কেউ বাস্তবমুখী পছন্দই করে না। 😣
জীবনের মতো করে নাটক সাজানো যায় কিন্তু নাটকের মতো করে জীবন সাজানো যায় না,,তার পরেও অসাধারণ একটি নাটক ছিল পুরাই স্বপ্নের মতো,,এতো অস্থির একটা নাটক এতো দিন পরে দেখলাম। সুহাসিনী ছোট্র বন্ধু 💚❤️🥀
একটা নাটকে যে শুধু অভিনয় মানুষ উপভোগ করে তা নয়। এই নাটক এ প্রতিটা মানুষ প্রতিটা কথার অসাধারণ অসাধারণ ব্যাখ্যা দিয়েছে। সত্যি কথা অনেক সুন্দর এবং সাবলীল।
আমি ইন্ডিয়া থেকে বলছি, বাংলাদেশের এই নাটকগুলো আমার খুব খুব খুবই ভালো লাগে ১০০ টা নাটকের ৮০ টাই আমি দেখি তার মধ্যে এই নাটকটা সত্যি অতুলনীয় কত মানুষ ঠিক এই ভাবেই হারিয়ে যায় কত মানুষের ভালোবাসা ঠিক এই ভাবেই সমাপ্ত হয়ে যায়😢
কমেন্ট না করে পারলামনা,নাটকের এত সাবলীল ভাষা সত্যিই যে কারো মন কাড়বে, খুবই চমৎকার উপস্থাপনায় নাটকের প্রতিটি মূহুর্তেই মুগ্ধ হয়েছি,ওনাদের কারুকার্যেই আরও এগিয়ে যাবে আমাদের বাংলা নাটক, শুভ কামনা, ভদ্রলোক সুহাশীনির জন্য, ❤️
সত্যি ভালোবাসা মানে এমন যেটা মিজানুর রহমান আরিয়ান ভাইয়া গল্পের পরিচয় দিয়ে ফারহান আহমেদ জোভান ভাই এবং তানজিম সাইয়ারা তটিনী আপু তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ধন্যবাদ 💜🇧🇩🖤
অসাধারণ গল্প🥹 এক সাথে দুজন নিশ্চুপ ভাবে বসে পুরো রাত, না! পুরো জীবন কাটিয়ে দেওয়া......🥹 আহ ছোট্ট বন্ধু 🥺 "চলে যাবো কিন্তু মরে যাবো কিন্তু", 😥 শেষ টা খুব Heart touching ছিলো🥺
আমার ছোট বোনকেও এরকম একটা বেকার ছেলের সাথে বিয়ে দিয়েছি তাদের গল্পটাও সেইম এই নাটকের মতোই আলহামদুলিল্লাহ দুইজনই ভালো আছে কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে
@@mahbubasuraiya1685 আপনি যেহেতু রিলেশনে জরিয়ে গেছেন তাই এখন আমি মনে করি আপনার পরিবার কে সঠিক ভাবে সব কিছু বুঝাতে হবে আপনার, আর আপনার পছন্দের মানুষটি কেমন সেটা বড় বিষয়, আজ কালকের মেয়েরা একটা ছেলে সম্পর্কে কিছু না জেনেই রিলেশনে জরিয়ে পরে এটা ঠিক না, কারণ যার সাথে আপনি সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিচ্ছেন তার সম্পর্কে আপনার ভালো করে জানা উচিত মানুষটা কেমন,
নাটকের লাস্টে এসে আমারা (আমি,আম্মু, ভাইয়া,আপু) অবাক হয়েছি। এতো সুন্দর একটা শিক্ষনীয় বিষয় ফুটিয়ে তুলছে পরিচালক,বলার মতো না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।😊
এতো সুন্দর সাবলীল ভাষা ইউজ করে যে একটা মেয়ে মানুষের মন জয় করতে পারে সে হচ্ছে সুহাসীনী(তটিনী)........❤ এই অনন্য বৈশিষ্ট যদি সে ধরে রাখতে পারে তাহলে সেই হবে বর্তমান নাটক জগতের সেরা অভিনেত্রী।। আর নাটক সম্পর্কে নাই বা বললাম। জাস্ট অসাধারণ, মনোমুগ্ধকর একটি নাটক যা লিখে প্রকাশ করা যাবেনা❤
কিছু প্রশ্নের উত্তর জানা, তবুও করতে ভাল লাগে। মাঝে মাঝে দুরক্ত অনুভুতি বাড়ায়। সত্যিই দুই টা কথা অসাধারণ ছিল সেই সাথে পুরো নাটক টাই ছিল দেখার মত সুহাসিনী। শেষ টা এমন হবে ভাবতে পারি নাই 😢
নাটকের ঘটনা প্রবাহটা খুব ভালো লেগেছে,,আকর্ষণীয় বিষয় হলো বিয়েটা খুব সহজভাবে নেওয়া হয়েছে,,মিজানুর রহমান আজাহারীর মতে বিয়েটাকে সহজ করলে মুসলমানের জীবনে বড় ধরনের গুনাহ থেকে বেচে যায়
মিষ্টি ভালোবাসার সম্পর্ক গুলো যদি চিরস্থায়ী হতো তাহলে পৃথিবীতে অনেক মানুষ সুখে থাকতো। ধন্যবাদ আরিয়ান ভাই এই ঈদে এতগুলো কনটেন্ট এর জন্য। ১.ফুলের নামে নাম। ২.এখানেই শেষ নয়। ৩.ব্যবধান। ৪. সুহাসিনী
"কিছু প্রশ্নের উত্তরটা জানা, তবুও করতে ভালো লাগে"
"মাঝে মাঝে দুরত্ব অনুভূতি বাড়ায়"
এই দুটি সংলাপ ভালো লাগছে 🥰
জীবন সঙ্গী নিজে বেঁচে নেয়া মানে মনের মতো একজন কে পাওয়া,,,আমরা মনের মতো মানুষকে চাই,,,আর পরিবার ও আামাদের ভালো চায়। কিন্তুু আমরা যত বড় হইনা কনো আমাদের তারা ছোট মনে করে, সিদ্ধান্ত ভুল মনে করে ,,, তাই চিন্তা ভাবনা করেও আমাদের সিদ্ধান্ত তারা মেনে নিতে চায়না। কারণ আমাদের জীবন সঙ্গীনী নিয়ে যদি বিপদে পড়ে যাই,,,জীবন চলার পথে যদি কষ্ট পাই ওই জন্য🙂তবে ফ্যামেলিকে বলতে চাই মনের মতো মানুষ পেলে জীবন সুন্দর,, বোঋা পড়া ভালো হবে,জীবন গুছিয়ে নেয়া যাবে দুইজনের মন মতো🙂
Jibone koster moddhe diye giyei tobe jibonta orthoboho hoy.!!!!
''কিছু প্রশ্নের উত্তর জানা, তবুও করতে ভালো লাগে''❤️
''মাঝে মাঝে দূরত্ব অনুভূতি বাড়ায় ''❤️
06/08/222
''কিছু প্রশ্নের উত্তর জানা, তবুও করতে ভালো লাগে ''❤️
'''মাঝে মাঝে দূরত্ব অনুভূতি বাড়ায় '''❤️
Thik bolcen vaii
হায় রে নাটক!😌 একজন ভারতীয় হয়ে বলছি, বাংলাদেশের নাটকের সাথে টক্কর দিতে পারে এমন কোনো ভারতীয় সিরিয়াল এখনো পর্যন্ত দেখিনি। ধন্যবাদ জানাই মিজানুর রহমান আরিয়ান স্যারকে আরো একটি অসাধারণ নাটক আমাদের উপহার দেয়ার জন্য।♥️
আর ভারতের নাটক শুধু সংসারের যুদ্ধ ননদ শাশুড়ীর কুটনামি😁😂
@@tamimiqbal7361আর শুধু নায়ক এর একে ছেড়ে একে বিয়ে করা একে ছেড়ে এর কাছে যাওয়া , নায়ক নায়িকার মৃত্যুর পর সম্পূর্ণ ভিতর্গত রূপ বদল আরো কত কি আমি ভারতীয় বাংলা ধারাবাহিক দেখা বন্ধ করে দিয়েছি কবেই , এখন বাংলাদেশের ধারাবাহিক দেখিনা কিন্তু নাটক গুলো দেখি , বাংলাদেশের একটা নাটক পঞ্চাশ মিনিটে পৃথিবীর যেই বাস্তব সত্য টা মানুষকে প্রত্যক্ষ করাতে পারে ভারতীয় নাটক বা ধারাবাহিক টা পঞ্চাশ বছর বৈকি একশো বছর এ ও পারবে না। আমার বাংলাদেশী নাটক দেখা শুরু হয় love semester নাটক দিয়ে , আর বলতে গেলে আমার দিদা ঠাম্মার, দাদু ও ঠাকুরদাদুর জন্ম বাংলাদেশে কিন্তু একাত্তরে তারা ত্রিপুরায় এসে পরে হিন্দু হওয়া হেতু মুসলমান ভাই রা আমার দিদার বাড়ি এক অংশ জ্বালিয়ে দে , এখনও বাকি অংশে আমাদের আত্মীয় আছে কিন্তু আমার এখনও বাংলাদেশে যাওয়া হয়নি।
@@tamimiqbal7361 ak dom thik
I am indian (Assam)
ruclips.net/video/ygbRFvCxPcM/видео.htmlsi=tt9OKHM0v-fJLsXE
কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে কেমন
🥰🥰🥰🥰🥰
সে আসলেই সুহাসিনী ❤️❤️🌹🌹
তার এই অমায়িক হাসি এবং এত সুন্দর বাচনভঙ্গি খুবই মন মুগ্ধকর।
তবে শেষের দূর্ঘটনা টি আসলেই প্রমান করে দিলো যে প্রকৃতি মানুষের বেশি সুখ সহ্য করতে পারে না 💔💔
এটাই হয়তি প্রকৃতির খেলা।
সঠিক
এ কেমন মেয়ে,চাহনি, হাসি,কান্না, রাগ,অভিমান,সব কিছুই এতো ভালো লাগে কেন। ❤❤
আরে ভাই এরা বরিশালের মেয়ে এরা প্রকৃতিগত কারনেই এমন ভালো হয়
শুধু মাত্র বরিশালে জন্মালেই বুঝবেন ❤❤
নাটকের পুরো আলো কেড়ে নিয়েছে মেয়েটি। খুবই স্নিগ্ধ চেহারা আর মিষ্টি হাসির মেয়ে। নেকামির দুনিয়ায় না গিয়ে সাবলীল অভিনয় করলে অনেক দূর এগিয়ে যাবে। শুভ কামনা সুহাসিনী। ❤️
সেম মেহজাবিন
@@mdsahed379 একদম ঠিক বলেছেন
Alredy hoye gase
সে ওনেক দুরে চলে গেছে
এই নাটকটির বেস্ট লাইন -
প্রেম টেম কিছু বুঝিনা বিয়ে করতে হবে👌❤️
এমনটা সবাই করে না
🥰🥰🥰
রাইট. ছোটবেলায় এই সমু চৌধুরীর অভিনয় অনেক দেখেছি।
কিন্তু প্রেম থেকেই ঘটনার উৎপত্তি। ওটাকে অস্বীকার করা যায়। কিন্তু মুছে দেওয়া যায়না।
Amar sob chaite prio natok ....valovasi toke suhashini ❤❤
কে কে আমার মত ২০২৪ এ নাটক টা দেখতে এসেছ
আমি
Ami
Ami😊
Amiiiiiiiiiii
Me
নায়ক-নায়িকা দেখি নাটক দেখি।কিন্তু পরিচালক থেকে নাটক দেখি শুধুমাত্র একজনের....তা হল আরিয়ান ভাইয়ের 🥰🥰নাটকের কাহিনী ও সংলাপ গুলো জাস্ট অসাধারণ 😍
Amio
Akdhom
সেম।
গল্পটা অসাধারণ ছিলো ❤️বাস্তবতার সাথে অনেকটাই মিল❤️
আজকাল অশ্লিল নাটকগুলোর ভীড়ে, সুশীল সুন্দর এইরকম নাটক পুরোই মাস্টারপিস ❤️❤️😍
Thiki boleco akdom sundor natok ta
এই নাটকটির সবথেকে ভালো দিক ছিলো শালীন পোশাক 🖤🖤🖤
গল্পটাও ছিলো অসাধারণ 🖤
সবার অভিনয় ছিলো মনমুগ্ধকর 🖤🖤🤗
হুম
Hm
hm
হুম ভাই এই প্রথম প্রথম কয়দিন শালিন পোশাক থাকবে। আস্তে আস্তে এই শালিন পোশাক কই যাবে কে জানে
আর মেয়েটার মেকাপহীনতা আরও বেশি ভালো লেগেছে
- "হয়তো সাবার জিবনেই একটা সুহাসিনী আসে"...!😌
- "যার হাসির কাছে পৃথিবীর সব কীছুই তুচ্ছ"...!🥀😊
ঠিক বলছেন
But nijer chay besi valobeshe o aj obdi tar Suhasini hote parlam na.....Afsos
"কী মধুর একটি বাক্য"♥️
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) 🖤
এই বাক্য টী ও কিন্তু অনেক বেশি মধুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলো জয় শ্রী কৃষ্ণ। শুনুন বাবু! নাটক দেখে,, নাটক এর কমেন্ট করুন না ভালো লাগবে। এই যেমন নাটক টা খুব ই সুন্দর। অভিনয় টা ভালো লাগলো। সবচেয়ে বেশি মধুর ছিলো নাটক এর গান টা। তা করেন না। লাইক বেশি পাওয়ার জন্য এই সব লেখেন।
নাটক দেখতে আসছিস নাটক দেখ
নতুন নায়িকা হিসেবে অনেক সুন্দর অভিনয় করেছে বিশেষ করে তার হাসিটা অনেক মায়াবী ভবিষ্যতে মানুষের মন কাড়বে
Right
হ্যাঁ অবশ্যই।
hmm 🥰
R8
Hae
সত্যিই মিজানুর রহমান আরিয়ান ভাইয়া অনেক ক্রিয়েটিভ একজন মানুষ। তার সকল নাটক গুলো থেকে কিছু না কিছু শিখার আছে। ধন্যবাদ এরকম একটি নাটক উপহার দেয়ার জন্য 🥰🥰
যারা নাটক টা চালিয়ে কমেন্ট পড়তে আসছেন তাদের প্রিয় মুখটা দেখতে চাই❤
😁😁😁
আমি🤭😎
Pic kemne dibo
Ami 🌹🌹🌹
❤
সবকিছুই ঠিক ছিল কিন্তু,,
নাটকের লাস্ট মুহূর্তে এসে এরকম একটা ঘটনা ঘটাবে বুঝতে পারিনি,,
তবে নামটা যেমন সুহাসিনী,
ঠিক নাটকের নায়িকার হাসিটাও ছিল অমলিন,,,
বেঁচে থাকুক ভালোবাসা হাজার বছর ধরে ❤️❤️❤️
Bace thkuk sob sottikrer vlobsa
খুবই স্নিগ্ধ সুহাসুনী...
সবচেয়ে ভালো লেগেছে বাবার প্রতি সম্মান আর শ্রদ্ধা রেখে কথা বলা❤️
যার নাটক দেখে,,, নিজের অনুভূতি খুঁজে পাই,,,,সে আর কেউ নয়,,,মিজানুর রহমান আরিয়ান ভাই❤️❤️
same vai
চেহারা না দেখেও যার ভক্ত ১৯০ কোটি মানুষ!! তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম !❤❤🥀🥀
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
স্বপ্নের মত ছিলো নাটকটি, বাট শেষে গিয়ে কিছুটা মন খারাপ হলেও অনেক শিক্ষানীয় কিছু ছিলো ধন্যবাদ মিজানুর রহমান আরিয়ান ভাইয়া এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য। ❤️
হ্যা ভাই সপ্নের মতোই💔
'মাঝে মাঝে দূরত্বও অনুভূতি বাড়ায়'
This Line Hits Deferent ❤️❤️
দারুন বলেছেন
টিক আছে
অনেক সুন্দর একটি কাহিনী ছিল,আজকে প্রথমবারের মতো নাটকটি দেখলাম,একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের বাঁচিয়ে রাখা সকল স্বপ্নকে চুরমার করে দেয়,একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না,বাস্তব চিত্রটাকে নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ, নির্মাতা এবং সকল অভিনেত্রী শিল্পীদেরকে অসংখ্য ধন্যবাদ।
যার হাসি এতো সুন্দর সে তো আসলেই একজন সুহাসিনী...
❤❤তানজিম সাইয়ারা তটিনী❤❤
তানজিম সাইয়ারা তটিনী
বরিশালের মেয়ে বলে কথা
নাটক ভালো ছিলো💝
তবে সত্যি সত্যি পরিবার গুলো এমন ভাবে সম্পর্ক গুলো মনে নিলে হয়তো জীবনের সাথে সাথে সমাজটাও সুন্দর হতো😊
একদম❤😅
ruclips.net/video/ygbRFvCxPcM/видео.htmlsi=tt9OKHM0v-fJLsXE
কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে কেমন
"কিছু প্রশ্নের উত্তরটা জানা,তবুও করতে ভালো লাগে কারণ উত্তরটা প্রিয়"-সুন্দর একটি সংলাপ❤️
আসলেই খুব ভালো লাগছে 🤗❤️
হুম
তটিনীর একটা interview দেখে জানতে পারলাম famous এই নাটকের নামটা আর সাথে সাথে চলে এলাম দেখতে কলকাতা থেকে 🇮🇳 আজকাল তটিনীকে ভীষন ভালো লাগে আর সত্যিই ওর হাসিটা খুব মিষ্টি 😘 আমি কলকাতা থেকে বাংলাদেশের নাটকের প্রতিদিনের দর্শক তাই 1 বছর আগে যখন তাসনিয়া ফারিন,মেহেজাবিন, তানজিন তিশা, সাবিলা নূর , কেয়া পায়েলের নাটক ছাড়া দেখতাম না তখন তটিনীর এই নাটকটা রিলিস করেছে তাই আমি miss করে গেছি.. আর এখন তো মেহেজাবিনের মতো তটিনীর নাটকের ভক্ত হয়ে গেছি তাই এবার you tube এ search দিয়ে দিয়ে তটিনীর সবগুলো নাটক দেখতে চাই❤❤
Amio
আমি সেইম
❤
Amio sme
Sem 🇮🇳
৬৩ বছরের জিন্দেগী তে একটাও মিথ্যা কথা বলেন নি।।।আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)❤️❤️
Amin
I love you amr Priyo nobi.🥰🥰❤️❤️?
Amin.?
O@@mdmahadihasan362
Gd
নাটকের মাঝে এগুলা কথা বোলবানা
খুব করে সেই ভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেলো!🥺😞
"ছোট্ট ছোট্ট করে কথা বলা আর ছোট্ট ছোট্ট করে হাসতে পারা সে সুহাসিনী আজ আর আমার জীবনে নেই!"😞
"আজ সে অন্য কারো জীবনে হয়তো আগের মতই ছোট্ট ছোট্ট করে কথা বলে আর সুন্দর করে হাসে।"❤️
ভালোবেসে ছিলাম আজো বাসি। যেখানেই আছো যেভাবে আছো; ভালো থেকো সুহাসিনী!❤️
সাবধানে রাস্তায় বের হবে, সাবধানে চলাচল করবে। "আল্লাহ ভরসা!" সৃষ্টিকর্তা সুহাসিনীকে সহিসালামতে রেখো!🤲
"ভালোবাসলেই যে পেতে হবে এমন তো কোন কথা নাই"কথাটার সাথে যেন কাহিনিটা মিলে গেলো!
শেষের কাহিনি টুকু বাদে বাকিটা জিবনের সাথে মিলে যাচ্ছে...... যানি না শেষটা কেমন হয়,তবে আশাবাদি ভালো কিছু হবে! 🥀
লাভ ইউ AD🥀❣️
এই রকম একটা সুহাসিনীর দেখা কবে হবে
এই জীবনে মায়াবী চেহারা মায়াবী ☺
অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়েছে
অভিনয় জগতে।
সুন্দর করে কাঁদানোর জন্য ধন্যবাদ আরিয়ান ভাই😥😥
তবে এই সড়ক দুর্ঘটনার জন্য হাজারো পারিবারের কান্না গুলো তুলে ধরার জন্য আবারো ধন্যবাদ। 😔
অনেক দিন পর এমন একটা মনমুগ্ধকর নাটক দেখলাম। নাটকের কাহিনী , গান,ব্যাক গ্রাউন্ড মিউজিক আর সুহাসিনীর সুন্দর হাসি এই সবকিছুই মুগ্ধতা ছড়িয়েছে। কিন্তু এরকম একটা সমাপ্তির জন্য প্রস্তুত ছিলাম না।
মনের কথা বলে দিছেন 🥰
নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই!!🧡
হুম সত্যি তাই.
সবার কাছে নাটকের অনেক সংলাপ ভালো লেগেছে কিন্তু আমার হৃদয়ে স্পর্শ করেছে হাজারো পরিবারের আর্তনাদ 🥀
দ্যা লাইন..." বিপরীত দিক থেকে আসা গাড়ি , কি দোষ ছিলো তাদের?
তারাও তো ফিরছিলো বাড়ি !"🥀
কী বলব বুঝতে পারছি না,মুখের ভাষা হারিয়ে ফেলেছি। মনে হয় কোনো এক ঘোরে রয়েছি।ঘোর কাটতেই দেখি চোখ ভিজে গেছে ❤️❤️
অসম্ভব সুন্দর একটা নাটক 💜💜💜প্রেম নয় , বিয়ে করে প্রেম কর । প্রতিষ্ঠিত হবা তারপর না হয় সংসার 💜💜💜
আমার জীবনে এরকম হলে হয়তো আরো ভালো কিছু হতো
ব্যবধান" সত্যি হৃদয় ছুঁয়ে গেছে🥰
এবার "সুহাসিনীর" হাসির মায়ায় পরেছি🤘
ভালোবাসা নিবেন প্রিয় ভাই 😘
Farhan Ahmed Jovan Mizanur Rahman Aryan
প্রেম ভালোবাসা হবে না বিয়ে করতে হবে বেস্ট!🥰🖤
এইভাবে যদি সবার পরিবার মেনে নিত তাহলে আলাদা টেনশন মক্ত থাকতো সবাই ভালোভাবে পড়াশোনা হতো!🙂💖
"কষ্ট ছাড়া জীবন অর্থবহ হয় না" কথাটা ১০০% সত্যি।
৩২মিনিট পর্যন্ত হাসি একটুর জন্য থামেনি আমার তারপর যা হলো এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না সত্যিই অসাধারণ ছিল নাটকটা জোবান ভাইয়ের অভিনয় একদম নিখুঁত ছিল❣️❣️❣️❣️
এত সুন্দর হাসি দেখলে মন ভরে যায়। সব কিছু ভুলে থাকা যায় কাছের মানুষ এর এত সুন্দর হাসি দেখলে❤️❤️
সত্যি অসাধারণ, যতবার দেখি ততই ভালো,, মনে পড়ে যায় সেই প্রিয় মানুষটার কথা,, সত্যি যদি সবার ভালোবাসা মানুষকে এইভাবে পেয়ে যেত তাহলে তাদের মত সুখী মানুষ আর কেউ হতো না
তটিণী-র হাসিটা খুবই মায়াবী 🥰
আর তাহার অভিনয়টা এককথায় অসাধারণ। আশা করি, সামনে আরো ভালো নাটক উপহার দিবে।
আশা করি সব কাজের চেয়ে সেরা কাজ হবে। দোয়া এবং ভালোবাসা রইলো মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের প্রতি
Off course it’s really excellent direction story & Obviously acting by my favorite Jovan & Tanjim Saiyara Totini ❤️❤️
🤣😂😂😂😂😂🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤣😂😂😂😂🤣🤣😂😂😂
Natok tar abar duwa😂😂😂😂
*তটিনীর* হাসিটা উফ! এক কথায় প্রেমে পড়ার মতো হাসি দেয় সে। 😍
সে তো বাস্তবেও সুহাসিনী। ❤️✨
Thik i bolecn namta maniyece
@@sumonchandra5745 হ্যাঁ তটিনীই হলো সুহাসিনী ❤️✨
Hmm vai meyeta new hisebe onk vlo krce,,,but dukkher bisoy hlo eto vlo maner nayok er view eto kom ,, bortoman somaj kon dike gece etai tar prove
@@farhanhasan972 একটা জিনিস আসলেও খেয়াল করলাম যে ভালো মানের নাটকগুলো খুব কম ভিউ হয়, কম মানুষই পছন্দ করে এগুলো। এখনকার মানুষ সেই বস্তাপচা সামান্য কমেডিই পছন্দ করে। কেউ বাস্তবমুখী পছন্দই করে না। 😣
@@ahamedrifat2001 hmm setai ekhonkar vlobasa (fake love) jemon prosnobiddo same manusher ruchi bastobsommoto noi
🤲🤲🤲🤲 যারা আল্লাহর প্রেমে পাগল তারা একটা লাইক দিবেন 🤲🤲🤲🤲🤲🤲🤲
তটিনী একদিন অনেক বড় অভিনেত্রী হবে ❤️
বিকেল ফুরিয়ে গেলেও কিছু আলো রয়ে যায় মিজানুর রহমান আরিয়ানের নাটক দেখলে মন ভালো হয়ে যায়। ❤❤❤
Tomakei dekhlei amr mon vlo hoe jai,,, Natok song Tahsin Ahmed er
জীবনের মতো করে নাটক সাজানো যায় কিন্তু নাটকের মতো করে জীবন সাজানো যায় না,,তার পরেও অসাধারণ একটি নাটক ছিল পুরাই স্বপ্নের মতো,,এতো অস্থির একটা নাটক এতো দিন পরে দেখলাম। সুহাসিনী ছোট্র বন্ধু 💚❤️🥀
খুব সুন্দর লাগছে নাটক টা এক কথায় অসাধারণ
Natok ta onek sundar laseter sinta dake buk dup kore utce
ruclips.net/video/ygbRFvCxPcM/видео.htmlsi=tt9OKHM0v-fJLsXE
কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে কেমন
জীবনের মতো করে নাটক সাজানো যায় বাট নাটকের মতো করে জীবন সাজানো যায় না কথাটা সেই হয়েছে একদম রাইট বলছেন
সুহাসিনীর হাসিটা সত্যি সবার মন কেড়ে নেওয়ার মতো মুগ্ধকর ❤
❤
28:59 29:00
দীর্ঘ এক মাস অপেক্ষার পর 🙂
আরিয়ান ভাই মানেই অন্যরকম এক আয়োজন ❤️
akdom tik
অনেক দিন অপেক্ষায় ছিলাম এই নাটকটার জন্য❤️
বিশেষ করে পছন্দের অভিনেত্রী তটিনী,পছন্দের অভিনেতা জোবান ভাই, তার উপর কাজটা আরিয়ান ভাইয়ের 🥰
অমার পছন্দ এক জন অভি নেতা জোভান ভাইয়া
বুকের বা পাশে, আর বড় ছেলের যেমন চিরকাল এর জন্য হৃদয়ে জায়গা করে নিয়েছে ঠিক তেমনি সুহাসিনী জায়গা করে নেয়ার মত । 🌸🥀
শেষটা মহূর্তটা যে এভাবে মনটাকে ভেঙে চুরমার করে দিবে কখনো কল্পনা করি নাই💔😭😭😭
অাসলে মেয়েটি অসাধারণ করেছে
নতুন হিসেবে ১০০% মধ্যে ১০০ করেছে
কন্ঠ সুন্দর
তার নাটক অারো দেখতে চাই অারিয়ান ভাইয়া ❤️❤️❤️🥰
সুহাসিনীর হাসিটা আসলেই অনেক সুন্দর🙂
এতো ভালো অভিনয় করেছে আপু বলার বাহিরে আর তার হাসির কথা কি বলবো এককথায় অসাধারণ ছিলো নাটক 🥰🥰
সুহাসিনী ❤ অসাধারণ একটা নাটক 😊 নাটকের মতো এমন হলে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে যেতাম 🙂তাকে না পাওয়ার আক্ষেপ, খুব কষ্ট হয় 🙂🙂
একটা নাটকে যে শুধু অভিনয় মানুষ উপভোগ করে তা নয়।
এই নাটক এ প্রতিটা মানুষ প্রতিটা কথার অসাধারণ অসাধারণ ব্যাখ্যা দিয়েছে।
সত্যি কথা অনেক সুন্দর এবং সাবলীল।
শেষের দিকে কান্না করে দিছি🥺🥺
সত্যিই মেয়েটা সুহাসিনী☺️
বর্তমান এতো সাবলিল অভিনয় খুবই কম দেখা যায়, অসাধারণ,,, মিষ্টি কথা ও হাসি,,অকল্পনীয় তুমি সুহাসিনী ❤❤❤
আসলেই যে জিনিস যত দ্রুত আসে
সেটা কোন না কোন কারণেই দ্রুত চলে যায় জীবন থেকে 😢😢
Tic
Eita right ❤❤
শালীনতা বজায় রেখে নাটকটা সুন্দর একটা গল্পে উপস্থাপন করেছেন। খুব ভালো লাগছে ❤️
ধন্যবাদ প্রিয় পরিচালক, মিজানুর রহমান আরিয়ান❤️❤️❤️
নাটকের কাহিনীটা অসাধারণ ছিল। 👌 জোবান ভাইয়ের কথা নাই বলি। তটিনী নবাগত হিসাবে আসাধারণ অভিনয় করেছে। নাটকোর নামের সাথে তার মিল আছে "সুহাসিনী" 💖❤️🩹❤️🔥🌸
আমি ইন্ডিয়া থেকে বলছি, বাংলাদেশের এই নাটকগুলো আমার খুব খুব খুবই ভালো লাগে ১০০ টা নাটকের ৮০ টাই আমি দেখি তার মধ্যে এই নাটকটা সত্যি অতুলনীয় কত মানুষ ঠিক এই ভাবেই হারিয়ে যায় কত মানুষের ভালোবাসা ঠিক এই ভাবেই সমাপ্ত হয়ে যায়😢
😂😅 মাএ 100 ভাই হাজার হাজার নাটক আছে😢
RUclips e type korun: bangla natok violin/elomelo sobder jolsiri/kohen kobi vutnath/sopne dekha rajkonna/chader chondrobindu nei/laise fita/panjabiwala/pan supari/showrov. Series dekhben? Type korun: bangla natok house full/dadar desher jamai/sakin sarisuri/alta sundori/tal misri hawai mithai/mike/tomar duai balo achi maa. Music? Type korun: bangla song by romesh das/fokir saheb. Thanks..
ruclips.net/video/ygbRFvCxPcM/видео.htmlsi=tt9OKHM0v-fJLsXE
কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে কেমন
যাদের জীবনে এমন একটা সুহাসিনী একবারের জন্য হলেও ছিল, তাদের কাছে নাটকটা স্পেশাল।
ছোট্ট বন্ধু : চলে যাবো কিন্তু
রুবায়েত : মরে যাবো কিন্তু....
ছোট্ট বন্ধু দেখি আবার রাগও করে.. তারপর ছোট্ট বন্ধুর হাসি টা উফ্ফ ❣️🌸
সত্যি ভাই, ভীষণ ভালো লাগলো হাঁসিটা দেখে!
@@md.tofazzolhossen7077
হাসিতে ক্রাশ খাইছি 😍❤
কমেন্ট না করে পারলামনা,নাটকের এত সাবলীল ভাষা সত্যিই যে কারো মন কাড়বে,
খুবই চমৎকার উপস্থাপনায় নাটকের প্রতিটি মূহুর্তেই মুগ্ধ হয়েছি,ওনাদের কারুকার্যেই আরও এগিয়ে যাবে আমাদের বাংলা নাটক, শুভ কামনা, ভদ্রলোক সুহাশীনির জন্য, ❤️
অসম্ভব সুন্দর লাগলো নাটকটি,, এক কথায় অসাধারণ। নতুন নায়িকা অভিনয় করেছে চমৎকার আর জোভান তো সবসময় বেস্ট। আরিয়ানের নাটক মানেই আনকমন। ❤️
paid comment maybe. eita kunu story?
আরিয়ানের নাটক সবসময় বেস্ট❤️❤️
২০২৩ এর শেষের দিকে কে কে দেখতেছো😊😊
me
Ami
Me
Me
৩০ ডিসেম্বর 😊
নাটকটি অসম্ভব সুন্দর 😍🌼 আর তটিনী আপুর হাসিটা মাশাল্লাহ ☺️💖💥
Asolei
সত্যি ভালোবাসা মানে এমন যেটা মিজানুর রহমান আরিয়ান ভাইয়া গল্পের পরিচয় দিয়ে ফারহান আহমেদ জোভান ভাই এবং তানজিম সাইয়ারা তটিনী আপু তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ধন্যবাদ 💜🇧🇩🖤
তটিনী আপুর হাসিটা☺️
নাটকের লাস্ট পার্টটা দেখে কান্না এসে গেল!🥺
মরে যাব কিন্তু, এই কথাটা সেই হয়ছে 😫
কে কে নাটক দেখেন অার কমেন্ট পরেন তারা সারা দিন লাইক দিয়ে
আমি
- কিছুটা মেহেজাবিন 🤍🌼.
হাসি টা খুব সুন্দর 🌼😊😇
Kichuta na onktai
অনেকদিন পর নাটক দেখলাম।
এই নাটকের সব চাইতে বেশি ভালো লাগার দিক হলো প্রেম বদলে বিয়ে। ❤️ সবকিছুই হালাল হয়ে গেলো।
তবে শেষটা শেষ না করলেই পারতো।
😥😓
Hmmm
নাটকেও হালাল খোজেন 🙂
Xhfvoy
হুম 😢😢
আমার বাস্তব জীবনের সাথে অনেকটা মিলে গেছে নাটকের গল্পটা....😢🥺 এখনো মাঝে মাঝে চোখ ভিজে যায় তাঁর কথা মনে পড়লে 💔
right bro
পরিচালক ভাই আপনাকে অনেক ধন্যবাদ এ রকম বাস্তব একটা কাহিনি নিয়ে নাটক বানানোর জন্য নাটকটা জোশ ছিল ❤️❤️❤️
মনে হচ্ছে "তটিনী" আপুই বাংলার পরবর্তী "মেহজাবীন চৌধুরী" হতে যাচ্ছে!🤟
মেহজাবীন আপুর এর পর দ্বিতীয় ক্রাশ আপনি!🥰
মনে হয় সবাকে ছারিয়ে যাবে।বড় কারন নেকামি নাই
অসাধারণ গল্প🥹
এক সাথে দুজন নিশ্চুপ ভাবে বসে পুরো রাত, না! পুরো জীবন কাটিয়ে দেওয়া......🥹
আহ ছোট্ট বন্ধু 🥺
"চলে যাবো কিন্তু
মরে যাবো কিন্তু", 😥
শেষ টা খুব Heart touching ছিলো🥺
প্রিয় মানুষের মুখে সুহাসিনি নাম শুনে নিজেকে খুবি গর্বিত 🥰🥰
আমার ছোট বোনকেও এরকম একটা বেকার ছেলের সাথে বিয়ে দিয়েছি তাদের গল্পটাও সেইম এই নাটকের মতোই
আলহামদুলিল্লাহ দুইজনই ভালো আছে
কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে
I wish আমার এমন একটা ভাই থাকতো
@@mahbubasuraiya1685 আপনি যেহেতু রিলেশনে জরিয়ে গেছেন তাই এখন আমি মনে করি আপনার পরিবার কে সঠিক ভাবে সব কিছু বুঝাতে হবে আপনার, আর আপনার পছন্দের মানুষটি কেমন সেটা বড় বিষয়, আজ কালকের মেয়েরা একটা ছেলে সম্পর্কে কিছু না জেনেই রিলেশনে জরিয়ে পরে এটা ঠিক না, কারণ যার সাথে আপনি সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিচ্ছেন তার সম্পর্কে আপনার ভালো করে জানা উচিত মানুষটা কেমন,
@@mahedidana2177 ও অনেক ভালো শুধু সমস্যা হলো ও খাটো আর রোজগার কম
@@mahedidana2177 আর এসব নিয়ে অনেক ঝামেলা গেছে আমার বাবা মানতে রাজি না
আমার কোনো ভাই নাই, যদি একজন বড় ভাই থাকতো উনি হয়তো বাবাকে বুঝাতেন😭
নাটকের লাস্টে এসে আমারা (আমি,আম্মু, ভাইয়া,আপু) অবাক হয়েছি। এতো সুন্দর একটা শিক্ষনীয় বিষয় ফুটিয়ে তুলছে পরিচালক,বলার মতো না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।😊
হুম রাইট
Ki vai amar to dorr kortace dekhte😢
অসাধারণ ♥
বিচ্ছেদ বা না পাওয়ার ঘটনা থেকে বেড়িয়ে পেয়ে হারানোর ঘটনা দর্শকের সামনে তুলে ধরায় পরিচালককে ধন্যবাদ ; পুরো টিমের জন্য ভালোবাসা রইল
সহমত
যখন পরিবার রাজি থাকে তখন ভাগ্য মুখ ফিরিয়ে নেয় 😢
তানজিম তটিনীর মুচকি হাসিটা সুন্দর, উনি সত্যিই সুহাসিনী।
জোভান আর তটিনী জুটিটা খুবই ভালো মানিয়েছ।
তার হাঁসিটা ঠিক মেহজাবিন এর মতো
প্রত্যাশার সবটুকু ছাড়িয়ে গেলো "সুহাসিনী "
সবশেষে এটাই বলব "সুহাসিনী " এই ঈদের এখন পর্যন্ত সবথেকে সুন্দর কাজ!! ❤️
অনবদ্য পরিচালোনা , দূর্দান্ত অভিনয় , অনেক সুন্দর কাহিনি । এতো ভালো লাগলো , দারুণ অনুভূতি 😊 ❤। মাঝে মধ্যে এসে দেখে যাবো নাটকটা 😊
মন ছুয়ে গেল সুহাসিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছি নাটক এর অপেক্ষায় রইলাম ❤❤❤
কিছু প্রশ্নের উত্তর জানা, তবু প্রশ্ন করতে ভালো লাগে। কারণ উত্তরটা প্রিয়।
সুহাসিনী 🥀🖤
এক কথায় বলতে গেলে অসাধারণ একটা নাটক ❤️
মিজানুর রহমান আরিয়ান ভাই 🙏❤️
জোভান আর totinir নাটক আরো বেশি করে চাই 🥰🥰
এতো সুন্দর সাবলীল ভাষা ইউজ করে যে একটা মেয়ে মানুষের মন জয় করতে পারে সে হচ্ছে সুহাসীনী(তটিনী)........❤
এই অনন্য বৈশিষ্ট যদি সে ধরে রাখতে পারে তাহলে সেই হবে বর্তমান নাটক জগতের সেরা অভিনেত্রী।।
আর নাটক সম্পর্কে নাই বা বললাম।
জাস্ট অসাধারণ, মনোমুগ্ধকর একটি নাটক যা লিখে প্রকাশ করা যাবেনা❤
কিছু প্রশ্নের উত্তর জানা, তবুও করতে ভাল লাগে।
মাঝে মাঝে দুরক্ত অনুভুতি বাড়ায়।
সত্যিই দুই টা কথা অসাধারণ ছিল সেই সাথে পুরো নাটক টাই ছিল দেখার মত সুহাসিনী।
শেষ টা এমন হবে ভাবতে পারি নাই 😢
যেটা ভাবছি সেটাই😓😓
কেন এমন গল্প বানানো হয়😭
ভালোবাসার মানুষটাকে হারাতে কি
মন চায় 😢😢 ভালোবাসি তাকে❤️
মৃত্যুটা যেন একসাথে হয়✌️ তাকে ছাড়া থাকাটাই
অসম্ভব 😭
নাটকের ঘটনা প্রবাহটা খুব ভালো লেগেছে,,আকর্ষণীয় বিষয় হলো বিয়েটা খুব সহজভাবে নেওয়া হয়েছে,,মিজানুর রহমান আজাহারীর মতে বিয়েটাকে সহজ করলে মুসলমানের জীবনে বড় ধরনের গুনাহ থেকে বেচে যায়
পরিচালক এর নাম দেখলে ভয় লাগে কারণ মিজানুর রহমান আরিয়ান ভাইয়া কষ্টের নাটক উপহার দেই তারপর ও দেখি😢
মিষ্টি ভালোবাসার সম্পর্ক গুলো যদি চিরস্থায়ী হতো তাহলে পৃথিবীতে অনেক মানুষ সুখে থাকতো।
ধন্যবাদ আরিয়ান ভাই এই ঈদে এতগুলো কনটেন্ট এর জন্য।
১.ফুলের নামে নাম।
২.এখানেই শেষ নয়।
৩.ব্যবধান।
৪. সুহাসিনী
নাটকের গল্প আর চরিত্র সব মিলিয়ে অসাধারণ , একদম ন্যাচারাল অভিনয় করেছে দুজনেই, যদিও নাটকের শেষটা অসমাপ্ত রয়ে গেছে 😊😊