পানির রং বা কালার দেখে পুকুরের প্রাকৃতিক খাদ্যের পরিমান বোঝার উপায়, মাছ চাষের জন্য পানির রং কেমন হয়

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • পানির রং দেখেই মাছের প্রাকৃতিক খাদ্য নির্ণয়ের কৌশল নিয়ে আমাদের মধ্যে অনেকেরই কোন ধারণা নেই। মাছ চাষের পুকুরে প্রাকৃতিক খাদ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাছের পুকুরে যত বেশি পরিমাণ প্রাকৃতিক খাদ্য উপাদান থাকবে সেই পুকুরে দ্রুত মাছের বৃদ্ধি হবে এবং মাছের রোগ কম হয়ে থাকে। তবে পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য কি পরিমাণে আছে কিংবা প্রাকৃতিক খাদ্য আরও বাড়াতে হবে কিনা তা আমরা নির্ণয় করতে পারি না। আজ চলুন জানবো পানির রং দেখেই মাছের প্রাকৃতিক খাদ্য নির্ণয়ের কৌশল সম্পর্কে-
    • পুকুর প্রস্তুতি চুন ও ...

Комментарии • 33

  • @potatochips3555
    @potatochips3555 Год назад +1

    পানির রঙ কালো হলে করণীয় কি, সেটা জানালে খুশি হবো।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  11 месяцев назад

      পানিতে পচনশীল কোন জিনিস থাকলে তুলে ফেলতে হবে। পারলে তলার কাদা তুলে ফেলতে হবে।

  • @coresk4525
    @coresk4525 9 месяцев назад +1

    Sir, কোনো প্রকার বাড়তি খাবার বা কেনা খাবার দেওয়া ছাড়া সম্পুর্ন প্রাকৃতিক ভাবে শতকে কত কেজি তেলাপিয়া মাছ culture করা যাবে?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  9 месяцев назад

      কত মাস চাষ করবেন তার উপর নির্ভর করবে। তবে তেলাপিয়া মাছ ৪০-৬০ কেজি প্রতি শতকে উৎপাদন করা যায়।

  • @shakibmhamud2733
    @shakibmhamud2733 Год назад +1

    স্যার আমি নতুন। আমি মাছ চাছ শুরু করতে চাচ্ছি। আমার পুকুর হলো ১২ শতক আর গভীর হলো ৫/৬ ফুট আমি কী এই পুকুরে মাছ চাষ করতে পারবো

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      পারবেন তবে মাছের বৃদ্ধি ততটা ভালো হবে না।

  • @RayhanKhan-ej7rn
    @RayhanKhan-ej7rn 2 года назад +2

    স্যার আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি। আমার একটা ৮০- ৯০ শতকের ঘের হবে।এবার আমি ধান লাগিয়ে ছিলাম ১ মাস আগে ধানের গোরা সহ কেটে ফেলছি। এখন আমার ঘেরে পানি নেই। জুন মাসের সেশে পানি পাবো। জুলাই মাস থেকে জানুয়ারি মাস পযন্ত ২.৫ থেকে ৩.৫ ফিট পানি রাখা যায়। আমি কাপ মিশ্র চাষ করতে চাই। আমার জমি এখন চাষ দেওয়া লাগবে। আমি শতকে কত পিছ মাছ দিবো আমার মাছের ওজন গড়ে ৬০- ৭০ গ্রাম। আমি গড়ে ৫০০- ৬০০ গ্রাম মাছ বাজারের বিক্রি করতে চাই
    শতকে রুই মাছ কতো দিবো।
    শতকে মিনার বা কারফিউ মাছ কত দিবো।
    শতকে সিলভার কত পিছ দিবো।
    শতকে মৃগেল কত পিছ দিবো।
    শতকে গ্রাস কাপ কতো দিবো।
    সরপুটি মাছ কতো দিবো।
    বিগহেড কত পিছ দিবো।
    কালিবাউশ মাছ কত দিবো।
    স্যার আমাকে একটু এসপেছিফিক ভাবে বললে আনেক আনেক উপকারিত হবো।দয়া করে বলবেন স্যার

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      আপনাকে ধন্যবাদ।
      এই ভিডিও গুলো দেখতে পারেন এরপর ও কোন প্রশ্ন থাকলে করতে পারেন।
      ruclips.net/video/rVrFCeg9KoU/видео.html
      ruclips.net/video/K3x9oF6w7Yo/видео.html
      ruclips.net/video/D2JmdimWl40/видео.html
      ruclips.net/video/9P117LBjSM8/видео.html
      ruclips.net/video/Xb6k2NBHux0/видео.html

  • @pabitradas9819
    @pabitradas9819 2 года назад +1

    Sir 🙏 ojle amoni behi thakle ki sun prug kora jabe

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      বুঝতে পারলাম না, ভালোভাবে লিখুন।

  • @iqbalhassan7654
    @iqbalhassan7654 Год назад +1

    Notun Hausse a tiubol er pani dear por, ki ki diye koto din rekhe pona charte hoy?

  • @pabitradas9819
    @pabitradas9819 2 года назад +1

    Sir 🙏 indiaan rigen vitacar youtube dekhe xi Mac sahira bebohar kore naki khub hopol hyse aahole ki atar hupol pawa jay aapnar kas thek hotita jante sai 🙏🙏

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      আপনার বাসা কোথায়?

    • @pabitradas9819
      @pabitradas9819 2 года назад +1

      India assam

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      @@pabitradas9819 এগুলো ব্যবহারের ফলাফল আমার জানা নাই। তবে পুকুরে নিয়মিত চুন সার মলাসেস ইত্যাদি প্রয়োগ করলে অন্য কোন কিছুর প্রয়োজন পড়ে না।

    • @pabitradas9819
      @pabitradas9819 2 года назад +1

      Thanku sir

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      @@pabitradas9819 আপনাকেও ধন্যবাদ।

  • @tapaschowdhury2837
    @tapaschowdhury2837 2 года назад +1

    Notun dim pona hoeche 10din.songe100-200gm size mach chara jabe?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      কি মাছ ছাড়তে চাচ্ছেন?

    • @tapaschowdhury2837
      @tapaschowdhury2837 2 года назад +1

      Rui mirgal 100-200 gm size ....INDIA

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      @@tapaschowdhury2837 না ছাড়াই ভালো। জাল টানলে জালের ভিতর বড় সাইজের মাছের আঘাতে ছোট পোনা মারা যাবে। তবে ডিমপোনা যদি একটু বড় সাইজের হলে জাল টানেন তবে দিতে পারেন।

  • @bishwaroy1448
    @bishwaroy1448 2 года назад

    আসসালামু ওয়ালাইকুম স্যার..
    স্যার প্রতি ১০০ কেজি কার্প জাতীয় মিশ্র মাছের জন্য প্রতিদিন কত কেজি খাবার দিলে ভালো হবে!?
    দয়া করে জানাবেন

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      বড় মাছের জন্য ২-৩%

  • @HasanulIslamtimetuner
    @HasanulIslamtimetuner Год назад +1

    বোরের পানিতে চিঙড়ি চাষ শুরু করেছিলাম। সাথে কিছু রুই কাতলা জাতীয় মাছ। প্রথমে পানি সবুজ কালারের ছিলো। এখন অনেক বাদামী হয়ে গেছে। এক বিঘত পানির নিচে কিছু দেখা যায় না। কি করতে পারি?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      খাবার প্রয়োগ বন্ধ রাখতে হবে।

  • @towhidmia3906
    @towhidmia3906 Год назад +1

    পুকুরের মাছ বগে খেলে কি করতে হবে

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      বগে গেলে দ্বারা কি বুঝাতে চাইছেন, বুজলাম না।

  • @BellalHossain-lr6uq
    @BellalHossain-lr6uq 2 года назад

    স্যার,৫০ কেজি সয়াবি,৫০ কেজি গম, ৫০ কেজি ধানের আটা একসাথে মিক্সচার করে পাউডার বানিয়ে মাছকে খাওয়ানো যাবে কিনা দয়া করে জানাবেন এর সাথে প্রটিন কত / হয় সেটিও জানাবেন।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад +1

      ধানের আটা বুঝতে পারলাম না। তবে এর সাথে ফিসমিল বা শুটকি মাছের গুড়া, হালকা লবন ব্যবহার করতে আরও ভালো হবে।

  • @sumondash3913
    @sumondash3913 2 года назад +1

    আদাব নিবেন ,দয়া করে আপনার মোবাইল নাম্বার দিবেন আমাকে ধন্যবাদ ।ডাঃ পরিতোষ দাশ গুপ্ত

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয়ে ওঠে না। আপনার কিছু জানার থাকলে এখানে লিখতে পারেন যত দ্রুত সম্ভব উত্তর দিব।