আসসালামু আলাইকুম আপু আমি যদি রাশিয়া থেকে ফিনল্যান্ড যাই তাহলে কি ওই জায়গায় আমি কাজ করে খেতে পারব একটু জানাবেন প্লিজ আপু আমি আপনার রিপ্লের আশায় থাকবো
কাজের contract যদি পান তাহলে কেন পারবেন না। বর্তমান কাজের পরিস্থিতি একটু কঠিন, অনেকে struggle করছে। যেনে বোঝে কিছুদিন কাজ না পেলে কিভাবে চলবেন সেটা backup নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ বর্তমানে অনেক কে দেখছি struggle করছেন। এমন ও দেখেছি ৬ মাস কাজ পায়নি।
খুবই ভালো আপি।
আসসালামু আলাইকুম আপু ফিনল্যান্ড কি রাশিয়া থেকে কি ফিরল্যান্ডে যাওয়া যায়
কাজের contract paper না থাকলে Finland এ কাজ করতে পারবেন না।
আপু আপনার বাসা কী সিলেটে ????
Ji
আসসালামু আলাইকুম আপু আমি যদি রাশিয়া থেকে ফিনল্যান্ড যাই তাহলে কি ওই জায়গায় আমি কাজ করে খেতে পারব একটু জানাবেন প্লিজ আপু আমি আপনার রিপ্লের আশায় থাকবো
কাজের contract যদি পান তাহলে কেন পারবেন না। বর্তমান কাজের পরিস্থিতি একটু কঠিন, অনেকে struggle করছে। যেনে বোঝে কিছুদিন কাজ না পেলে কিভাবে চলবেন সেটা backup নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ বর্তমানে অনেক কে দেখছি struggle করছেন। এমন ও দেখেছি ৬ মাস কাজ পায়নি।