শুধু ঢাকা কেন? সাভার, আশুলিয়া, ইপিজেড মহাসড়ক এ অটো গাড়ি এবং ব্যাটারি চালিত রিকশার কারণে সড়কে এমন যানজট সৃস্টি হয় যার কারণে ঘন্টার পর ঘুন্টা জ্যামে বসে থাকতে হয়। ঢাকার বাইরে মহাসড়ক এ ও এ সব অটো গাড়ি এবং রিকশা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
শুধু ঢাকা নয় সমস্ত বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট সব জায়গাতেই ফুটপাত দখলমুক্ত করতে হবে অবৈধভাবে কেন রাস্তায় যানজট সৃষ্টি করে ব্যবসা করবে শুধুমাত্র বাংলাদেশেই এই কার্য সম্ভব
ভাই প্যাডেল রিকশায় দুইজন বসতেই জান বের হয়ে যায় অথচ ব্যাটারি রিকশায় দুইটা বাচ্চা ব্যাগ নিয়ে আরামে বসা যায় আর সময়ও বাঁচে। তাই মেইন রোড গুলাতে ব্যাটারি রিকশা বন্ধ করেন কিন্তু যার যার এলাকায় চলতে দেন নয়তো আমরা সাধারণ মানুষদের অনেক ভোগান্তি পোহাতে হবে
বাস্তবতা এটা বন্ধ করা সম্ভব হবে না, কিন্তু সরকার চাইলে বসুন্ধরা যেভাবে আধুনিক ইলেকট্রিক অটোরিক্সা ব্যবহার করছে, ঐ গুলো ব্যবহারে উৎসাহিত করা ওইগুলো পরিবেশবান্ধব এবং ফিটনেসও আছে।
রিকশার ড্রাইভার রা এখন এখন প্রাইভেট কার চালাবে।সিদ্ধান্ত নেন রুমে বসে। কিন্তু গরীব মানুষের কাজেরে ব্যাবস্থা না করে খালি বন্ধ করে দেন।বাটন ফোনের দিন শেষ এখন এন্ড্রয়েড চলে প্যাডেল আর কতকাল চলবে। বন্ধ না করে নীতিমালা প্রয়োগ করেন যেনো মহাসড়ক এ না যায়।অটোরিকশা বন্ধ করলে মানুষের ভোগান্তি আরও বেড়ে যাবে।
🛑 দীর্ঘদিনের আশ্রয়-- প্রশয়ে সংখ্যায় এত বেশী হয়েছে যে --- বিকল্প চিন্তা না করে হুট করে বন্ধ করতে গেলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে --- সুতরাং বেকারত্ব এবং বিকল্প যানবাহনের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিৎ 🛑
ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হোক, বলছেন সবাই কিন্তু তাদের কর্মসংস্থান কোথায় হবে ভেবেছেন কেউ, বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমাদের দাবি বছরে ২০ লক্ষ বেকারের কর্মসংস্থান দিয়ে যে কোন সিদ্ধান্ত নিলে কার্যকর হবে, না হয় কোন সুফল আসতে পারে না।
রিকশা বন্দ করার আগে এই দেশে যারা বুদ্ধি জিবি, তাঁদের কাছে আমার অনুরোধ এই দেশের জনসংখ্যার কত শত লোক এর উপর জীবন নির্ভর করে। আমার মনে হয় প্রায় তিন কোটি ও বেশী। এমন কিছু সমাধান দিবেন যাতে গরিব মানুষরা না খেয়ে থাকে। আজ জারা গাড়িতে চলেন, এসিতে আরাম করে ঘুমান, গরিবের টাকায়। অতএব তাঁদের নিয়ে ভাবেন।
কেনো তোমাকে কি আটো রিকশা হোগা মারছে এত গুলো গাড়ি তারা কি করবে জারা কিস্তি নিয়ে গাড়ি কিনেছে কিস্তি কি তর বাবা দিবো আগে তাদের জন্য বিকল্প ব্যাবসতা করো তার পরে বন্ধ চিন্তা করো
কেনো তোমাকে কি আটো রিকশা হোগা মারছে এত গুলো গাড়ি তারা কি করবে জারা কিস্তি নিয়ে গাড়ি কিনেছে কিস্তি কি তর বাবা দিবো আগে তাদের জন্য বিকল্প ব্যাবসতা করো তার পরে বন্ধ চিন্তা করো
যে সকল রাস্তায় পাবলিক বাস চলাচল করে ওই সকল রাস্তায় এ ধরনের বিপদজনক যানবাহন চলতে দেওয়া মোটেও উচিত নয়। অদক্ষ চালকরা হুট করে বাস/অন্যান্য প্রাইভেট গাড়ির সামনে এসে পড়ে। দুর্ঘটনাতে এড়াতে ঢাকার প্রধান প্রধান সড়কে অটো বন্ধ চাই।
ব্যাটারী রিক্সা বন্ধ করবে, ভাল কথা। কিন্তু তার বিকল্প বাহনের কি ব্যবস্থা হয়েছে? মানুষের দুর্ভোগই বাড়বে। এ যানকে কিভাবে আরো নিরাপদ করা যায় সেটা নিয়ে কাজ করা প্রয়োজন পাশাপাশি চালকদেরও প্রশিক্ষন দেয়া।
@@Bye-uw5pzআপনাদের চামচামি আর গেলো না এখন এসেছেন গরীবের পেটে লাথি মারার জন্য রাষ্ট কে বলেন রিকশা চালক দের কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়ে তারপর বন্ধ করতে
ছোট্ট একটা শহরে আড়াই কোটি লোকের বসবাস এই শহরে এত রিস্কা মানায় না🙏 ওরা প্যাডেল/পায়ে চালানো রিকশা চালাক! জানোয়ার গুলো রাস্তায় নামলে ডান/বাম দেখেই না শুধু দ্রুত গতিতে গাড়ি টানতে চায়🥲
চট্টগ্রাম সিটি প্রদান সড়কগুলো ব্যাটারি চালিত অটো রিক্সার উৎপত্তি অনেক অনেক বেশি এগুলো নির্মূল করা গেলে রোড গার্ডের যানজট ও দুর্ঘটনা অনেকটা কমে আসবে আশা করি
সবকিছুর আগে ব্যাটারি চালিত রিক্সার কারখানা বন্ধ করা হোক। কারখানাগুলো সিলগালা করে দেওয়া হোক। এক মাসের নোটিশের পরে কারখানাগুলোতে যা পাওয়া যাবে সব ধ্বংস করে দিতে হবে। সবকিছুর আগে উৎপাদন বন্ধ করতে হবে।
কেনো তোমাকে কি আটো রিকশা হোগা মারছে এত গুলো গাড়ি তারা কি করবে জারা কিস্তি নিয়ে গাড়ি কিনেছে কিস্তি কি তর বাবা দিবো আগে তাদের জন্য বিকল্প ব্যাবসতা করো তার পরে বন্ধ চিন্তা করো
আলহামদুলিল্লাহ্ ; আল্লাহর দরবারে লাখ-লাখ শুকরিয়া 🕋🤲☝🙂 এটি খুবই একটি ভালো সিদ্ধান্ত ; ঢাকার ফুটপাত থেকে দোকান এবং রাস্তা থেকে রিক্সা-অটোরিকশা উচ্ছেদ করা এখন সময়ের দাবী। একটি দেশের রাজধানী হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, গতিশীল। উল্টো ঢাকা কে দেখলে মনে হয় আফ্রিকার অনুন্নত কোনো দেশে বসবাস করছি। অন্তবর্তী সরকারের কাছে চাওয়া অন্তত আপনারা যে কদিন ক্ষমতায় আছেন দেশটাকে এমনভাবে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসুন যাতে আপনারা চলে যাওয়ার পরেও এই দেশের মানুষ আগামী দিন গুলোতে আপনাদের স্মরণ করে। আমরা চাই দেশটা উন্নত বিশ্বের মতো একটি দেশ হয়ে উঠুক। যেখানে থাকবে না কোনো দখলবাজি, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, খুন, রিকশা ও যানজট মুক্ত সড়ক❤😊
অটো রিকশা বন্ধ না করে, একটা নিয়মের মধ্যে আনা হোক কারন অটো রিকশা থাকার কারণে 60/-টাকার ভাড়া 40/-টাকায় যাত্রী যেতে পারছে,জানি কিছু কিছু অটোরিকশা চালক নিয়ম-কানুন না মেনে হাইওয়ে রোডে গাড়ি চালায়
রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। যে সব প্রতিষ্ঠান পার্কিংয়ের ব্যবস্থা না রেখে রাস্তার দু পাশে হোটেল-মোটেল,রেস্টুরেন্ট, হাসপাতাল গড়ে তুলেছে সেগুলোও বন্ধ করা হোক।
অবিলম্বে অটোরিকশা বন্ধ করা হোক রাজধানীর জন্য হুমকি অটোরিকশা, ঢাকা শহরের জ্যাম কমাতে হলে মেইন রোডে অটোরিকশা বন্ধ করার বিকল্প নেই, সরকারকে আরো কঠিন হতে হবে, অটোরিকশা চালকদের গ্রেফতার করুন 3 মাস করে সাজা দেন
যে ভাইয়েরা ব্যাটারি চালিত রিকশা দিয়ে বাজে কমেন্ট করো তাদের কাছে আমার প্রশ্ন যখন 100 টাকার ভারা 50/60 টাকায় ব্যাটারি চালিত রিকশায় আসো তখোন খুবই ভালো লাগে 😠😠😠😠
রিক্সা বন্ধ না করে বরং এটাকে নিয়ম নিতি করে দেওয়া হোক। যেমন ড্রাবিং লাইসেন্স গাড়ির লাইসেন্স ও হাই ব্রেক নিদ্দারিত রোড।এতে গাড়ি কমবে জেম কমবে ও দূর্ঘটনাও কমবে।
প্যাডেল চালিত রিক্সা বন্ধ করে দিতে হবে না হলে আন্দোলন হবে সংগ্রাম হবে চললে দোনোটাই চলবে না চললে একটাও নয় অটোরিকশার সাথে জড়িত আছে প্রায় 50 লাখ মানুষ সবাই রাস্তায় নেমে আসলে ছাত্র গণ উদ্যানের থেকে বড় সমাবেশ হবে ইনশাল্লাহ
প্রথম থেকে এটা বন্ধ রাখা উচিত ছিল। অনুমতি দিয়ে এখন বন্ধ করাটা বাজে সিদ্ধান্ত!
ঢাকার সব ফুটপাথ দখলমুক্ত চাই।
শুধু ঢাকা কেন? সাভার, আশুলিয়া, ইপিজেড মহাসড়ক এ অটো গাড়ি এবং ব্যাটারি চালিত রিকশার কারণে সড়কে এমন যানজট সৃস্টি হয় যার কারণে ঘন্টার পর ঘুন্টা জ্যামে বসে থাকতে হয়। ঢাকার বাইরে মহাসড়ক এ ও এ সব অটো গাড়ি এবং রিকশা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
শুধু ঢাকা নয় সমস্ত বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট সব জায়গাতেই ফুটপাত দখলমুক্ত করতে হবে অবৈধভাবে কেন রাস্তায় যানজট সৃষ্টি করে ব্যবসা করবে শুধুমাত্র বাংলাদেশেই এই কার্য সম্ভব
😂
@@md.shameemahamed9766 হুম ভাই। সারা দেশেই হওয়া উচিত।
@@md.towfiqulislam6965 হুম ভাই। সারা দেশেই হওয়া উচিত
ভাই প্যাডেল রিকশায় দুইজন বসতেই জান বের হয়ে যায় অথচ ব্যাটারি রিকশায় দুইটা বাচ্চা ব্যাগ নিয়ে আরামে বসা যায় আর সময়ও বাঁচে। তাই মেইন রোড গুলাতে ব্যাটারি রিকশা বন্ধ করেন কিন্তু যার যার এলাকায় চলতে দেন নয়তো আমরা সাধারণ মানুষদের অনেক ভোগান্তি পোহাতে হবে
আপনি গারি কিনেন আপনার জন্য অবৈধ জিনিশ রাখবে নাকি
আপনার ২ জনের জন্য হাজার মানুষ ভোগান্তিতে পড়ে
CNG use koren
অসাধারণ মন্তব্য
ভাই আপনার কথা ঠিক আছে। কিন্তু এগুলো অনেক বিপদজনক। আর মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
আগে ব্যাটা সিন্ডিকেট কারীদের সবকটাকে জেলে ভরে ১০ বছর সাজা দে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ আন তারপর এসব কাজ কর 😡😡
অটোড্রাইভার 🤣🤣
Right
বেবি আলা খাইছে রে।😂😂
সহমত
কাল থেকে আবার ব্যাটারির আন্দোলন শুরু হবে 😢
বা ল ফালাইবে
অটো রিস্কার গতি দেখলে মনে হয় যেন তারা প্রাইভেট কার চালায় তবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক
রাইট
বিকল্প ব্যবস্থা তো তারাই করে রেখেছে। ব্যাটারি টা খুলে প্যাডেল লাগালেই হয়।
bikolpo babosta ki korbe? keno korbe? sobai dhaka kaam kora lagbe? grame e kamla nai shob dhaka te battery riska tantese
পায়ের রিক্সা চালাক।এটাই বিকল্প।
right
রিক্সা শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া দরকার |
ঠিক বলছেন।
আগে কি ভিক্ষা করতো?
gramme lok nai krishi kaj korar, sob arame income korte auto riksha niya asche
@@musannagalib8855আপনার মাথায় সমস্যা ডক্টর দেখান
অটোরিকশা যখন ছিল না তখন অটোরিকশা চালকরা কি কাজ করেছে এখনই সেই কাজ করে চলবে তারা
এই ব্যাটারি চালিত রিকশা যেখানে চার্জ দেওয়া হয় সে গুলো বন্ধ করে দিলেই অটোমেটিক ব্যাটারি চালিত রিকশা বন্ধ হয়ে যাবে।
Agreed 👍
Amr basai charge dimu... Tokhon ki bondo korte bolben... Bal chiro bhai😮
ওরা, কি করে,কাবে
@@MdFaruk-jw8uoচুরি করে মনে হচ্ছে
@@Swaponsheikh00 তোমার বাসায় দিবে, বাল ছিঁড়বে কালকে থেকে😂
কর্মসংস্থান করার কথাও ভেবে দেখা উচিত
ব্যাটারি খুলে প্যাডেল ব্যবহার করলেই হয়। প্যাডেল চালিত রিক্সা তো বন্ধ করেনাই ।
shob employment dhaka hote hobe? beshivag auto driver satkira eishob eleka theke, era krishikaaj bondho kore eikhane chole asche
ব্যাটারি চালিতো রিকশা নিষিদ্ধ হলে। পায়ের রিকশার ভাড়া দুই গুন লাগবে
প্রত্যেকটা মহাশড়কে রিক্সার জন্য একটু সাইডে জায়গা রাখলে ভালো হয় এবং রিক্সা চালু রাখলে ভালো হয়
বাস্তবতা এটা বন্ধ করা সম্ভব হবে না, কিন্তু সরকার চাইলে বসুন্ধরা যেভাবে আধুনিক ইলেকট্রিক অটোরিক্সা ব্যবহার করছে, ঐ গুলো ব্যবহারে উৎসাহিত করা ওইগুলো পরিবেশবান্ধব এবং ফিটনেসও আছে।
শুধু বন্ধ করলেই হবে না। এতগুলো মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করে দিতে হবে।
grame onek kazer manuser ovab. grame jar jar dese chole jak
সঠিক কথা সহমত
এই চালকগুলো আগে কি করত সেই কাজে ফিরে যাক
রিকশার ড্রাইভার রা এখন এখন প্রাইভেট কার চালাবে।সিদ্ধান্ত নেন রুমে বসে। কিন্তু গরীব মানুষের কাজেরে ব্যাবস্থা না করে খালি বন্ধ করে দেন।বাটন ফোনের দিন শেষ এখন এন্ড্রয়েড চলে প্যাডেল আর কতকাল চলবে। বন্ধ না করে নীতিমালা প্রয়োগ করেন যেনো মহাসড়ক এ না যায়।অটোরিকশা বন্ধ করলে মানুষের ভোগান্তি আরও বেড়ে যাবে।
অসাধারণ মন্তব্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
নিজেরা বন্ধ হওয়ার জন্য আন্দোলন করেছে।এখন উল্টা কথা বল্লে হবেনা।
রাইট ❤❤❤
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের বেঁচে থাকাটাই কঠিন হয়ে গেছে, তার উপর এমন সিদ্ধান্তে হাজার হাজার মানুষ এখন না খেয়ে মারা যাবে।
Na kheye keu more na but accident a more
প্যাডেল রিক্সা আছে ভাই। আপনার ঘরে বইশা এত দরদ দেখার লাগবে না। আমি ২ বার এক্সিডেন্ট করছি এই অটো রিকসায়
@@Bye-uw5pz uten keno
কেনো মরবে? হাইওয়ে থেকে নিষেধ করা হয়েছে, সব জায়গায় নয়
@@jamilahmed-207 পাগল নাকি ?
🛑 দীর্ঘদিনের আশ্রয়-- প্রশয়ে সংখ্যায় এত বেশী হয়েছে যে --- বিকল্প চিন্তা না করে হুট করে বন্ধ করতে গেলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে --- সুতরাং বেকারত্ব এবং বিকল্প যানবাহনের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিৎ 🛑
রাইট
ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করে তাদেরকে চালানোর অনুমতি দেওয়া হোক ড ইউনুসের কাছে জোর আবেদন
এই রিক্সা বন্ধ না করে ডিজাইনের পরিবর্তন করে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হোক।
current কি আপনে দিবেন ?
চার্জ কি মাগনা দিবে..?
অটোরিকশা চালাতে হলে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক লাগবে
রাইট
কয় শালার ড্রাইভিং লাইসেন্স আছে যারা রাস্তায় মটরসাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ি চালায়।
ব্যাটারি রিকশা অনেক ভালো, তাড়াতাড়ি যাওয়া যায় যে কোন যায়গায়
🛑তবে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসা উচিৎ।🛑
বিচারক কে অনেক ধন্যবাদ। বিদ্যুৎ অপচয়। কিন্তু রিস্ককা ওয়ালা কোথায় যাবে? ছোট পরিবহনের জন্য একটি লেন করলে ভালো হবে
অপচয়ের এর সংজ্ঞা কাকে বলে আগে জেনে নিন।
সহমত পোষণ করলাম ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হোক
ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হোক, বলছেন সবাই কিন্তু তাদের কর্মসংস্থান কোথায় হবে ভেবেছেন কেউ, বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমাদের দাবি বছরে ২০ লক্ষ বেকারের কর্মসংস্থান দিয়ে যে কোন সিদ্ধান্ত নিলে কার্যকর হবে, না হয় কোন সুফল আসতে পারে না।
প্যাডেল রিক্সা চালাবে
চমৎকার সিদ্ধান্ত
রিকশা বন্দ করার আগে এই দেশে যারা বুদ্ধি জিবি, তাঁদের কাছে আমার অনুরোধ
এই দেশের জনসংখ্যার কত শত লোক এর উপর জীবন নির্ভর করে। আমার মনে হয় প্রায় তিন কোটি ও বেশী। এমন কিছু সমাধান দিবেন যাতে গরিব মানুষরা না খেয়ে থাকে। আজ জারা গাড়িতে চলেন, এসিতে আরাম করে ঘুমান, গরিবের টাকায়। অতএব তাঁদের নিয়ে ভাবেন।
মাননীয় আদালত খুব ভালো আদেশ দিয়েছেন।
মাননীয় আদালত আরেকটি আদেশ দিবে অটোরিকশা চলবে
কেনো তোমাকে কি আটো রিকশা হোগা মারছে এত গুলো গাড়ি তারা কি করবে জারা কিস্তি নিয়ে গাড়ি কিনেছে কিস্তি কি তর বাবা দিবো আগে তাদের জন্য বিকল্প ব্যাবসতা করো তার পরে বন্ধ চিন্তা করো
খানকির পোলা ঢাকার গরিব মানুষ কি তোর মার ভোঁদা চাইটা খাইবো তাইলে 😡
Right❤❤❤
দ্রুত বন্ধ করা হোক।
কেনো তোমাকে কি আটো রিকশা হোগা মারছে এত গুলো গাড়ি তারা কি করবে জারা কিস্তি নিয়ে গাড়ি কিনেছে কিস্তি কি তর বাবা দিবো আগে তাদের জন্য বিকল্প ব্যাবসতা করো তার পরে বন্ধ চিন্তা করো
আপনিই আবার ব্যাটারি চালিত রিকশা ছাড়া চলেন না 😂
যে সকল রাস্তায় পাবলিক বাস চলাচল করে ওই সকল রাস্তায় এ ধরনের বিপদজনক যানবাহন চলতে দেওয়া মোটেও উচিত নয়। অদক্ষ চালকরা হুট করে বাস/অন্যান্য প্রাইভেট গাড়ির সামনে এসে পড়ে। দুর্ঘটনাতে এড়াতে ঢাকার প্রধান প্রধান সড়কে অটো বন্ধ চাই।
প্যাডেল চালিত নির্দিষ্ট পরিমাণের রিস্কার অনুমতি দিলে বালো হতো
কঠর ভাবে বন্ধ করা হোক.....তা না হলে জনজীবন অতিষ্ঠ হয়ে দারাবে.......পংগুতা বারবে.....
সারা দেশে বন্ধ করা হক
issss একধম খুব ভালো সিদান্ত ❤❤❤
খবরটা শোনার পর মন থেকে বলতেছি আলহামদুলিল্লাহ😊😊😊
রিকসার গ্যারেজ গুলোতে অভিজ্ঞান চালানো হোক এবং সব জব্দ করা হোক ।
রাস্তা থেকে ধরে গরিব রিকশা চালকদের হয়রানি বন্ধ করুন ।
শুধু ঢাকা নয়, সারাদেশে বন্ধ করা হোক। চালকদের জন্য পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।
সম্মানিত রিক্সাচালকদের বিকল্প কর্মসংস্হান করেন ,পরে বন্ধ করেন ৷
ব্যাটারী রিক্সা বন্ধ করবে, ভাল কথা। কিন্তু তার বিকল্প বাহনের কি ব্যবস্থা হয়েছে? মানুষের দুর্ভোগই বাড়বে। এ যানকে কিভাবে আরো নিরাপদ করা যায় সেটা নিয়ে কাজ করা প্রয়োজন পাশাপাশি চালকদেরও প্রশিক্ষন দেয়া।
প্যাডেল রিক্সা আছে ভাই। আপনার ঘরে বইশা এত দরদ দেখার লাগবে না। আমি ২ বার এক্সিডেন্ট করছি এই অটো রিকসায়
দেশ টারে নষ্ট করছে এই ঝুঁকি পূর্ণ রিকশা
@@Bye-uw5pzআপনাদের চামচামি আর গেলো না এখন এসেছেন গরীবের পেটে লাথি মারার জন্য রাষ্ট কে বলেন রিকশা চালক দের কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়ে তারপর বন্ধ করতে
মেইন রোড গুলাতে ব্যাটারি রিকশা বন্ধ করেন কিন্তু যার যার এলাকায় চলতে দেন নয়তো আমরা সাধারণ মানুষদের অনেক ভোগান্তি পোহাতে হবে
ছোট্ট একটা শহরে
আড়াই কোটি লোকের বসবাস
এই শহরে এত রিস্কা মানায় না🙏
ওরা প্যাডেল/পায়ে চালানো রিকশা চালাক!
জানোয়ার গুলো রাস্তায় নামলে
ডান/বাম দেখেই না
শুধু দ্রুত গতিতে গাড়ি টানতে চায়🥲
❤+ঢাকা হবে মেট্রো রেল এর শহর --❤❤
অটো গ্যারেজে নোটিশ জারি করা হোক
সারা ঢাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে দেওয়া উচিত
সারা দেশে দূত নিষিদ্ধ করা হক।
চট্টগ্রাম সিটি প্রদান সড়কগুলো ব্যাটারি চালিত অটো রিক্সার উৎপত্তি অনেক অনেক বেশি এগুলো নির্মূল করা গেলে রোড গার্ডের যানজট ও দুর্ঘটনা অনেকটা কমে আসবে আশা করি
আধুনিক বিশ্বে এটি বন্ধ করা আসলে এটি ঠিক হয়নি! কে কে আমার সাথে একমত?
চালকদের এখন রাস্তায় আন্দোলন দেখতে পারবো রিক্সা চালকদের
ব্যাক্তিগত গারি বন্ধ করন ব্যাটারি চালিত রিকশা নয়।
রাইট
অটোওয়ালা
সবকিছুর আগে ব্যাটারি চালিত রিক্সার কারখানা বন্ধ করা হোক। কারখানাগুলো সিলগালা করে দেওয়া হোক। এক মাসের নোটিশের পরে কারখানাগুলোতে যা পাওয়া যাবে সব ধ্বংস করে দিতে হবে। সবকিছুর আগে উৎপাদন বন্ধ করতে হবে।
এ অটো রিক্সার মোটর গুলা চায়না থেকে আসে এই মোটর গুলা বন্ধ করে দিলেই বন্ধ হয়ে যাবে
খুবই ভালো সিদ্ধান্ত। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা খুবই প্রয়োজন। ব্যাটারি চালিত রিক্সার জন্য সাধারণ পথচারীরাও ভোগান্তিতে পড়ে।
হাইকোর্ট থেকে বন্ধের নির্দেশনা দেওয়ার আগে রিকশা চালক দের কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া হোক পরে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হোক
সঠিক সিদ্ধান্ত
,😡😠😡😠😡😠😡
সকল রিকশা চালকদের জন্য দারুন সুখবর।। সকলকে উপদেষ্টা ও সমন্বয়ক পদে নিয়োগ দেওয়া হবে।🎉🎉
যাত্রীদের জরিমানা করা হলে আর কেউ অটো রিস্কা উঠবে না
ব্যাটারি রিক্সা মেইন রোডে চলতে না দিলে হয়। এরপর রাস্তা যানযট করবে প্রাইভেট কার। এত জনবহুল দেশ কোন আইন বাস্তবায়ন করবে সেটাই বুঝতে পারি না।
সুন্দর উদ্যোগ।কিন্তু তাদের জন্য বিকল্প আয় এর ব্যবস্থাও করে রাখতে হবে।
আজাইরা
ব্যাটারি এবং যন্ত্রপাতি আমদানি বন্ধ করলে এমনিতেই বন্ধ হয়ে যাবে তা নাহলে ওরা আবার আন্দোলন শুরু করবে এতে সাধারণ জনগণের ভোগান্তি বাড়বে
একটুখানি কষ্ট হবে কিন্তু দিন শেষে উপকার হবে অনেক এই লোকগুলো দেশে এসে কৃষিকাজ করলে দেশ উন্নতি হবে তাদের উন্নতি হবে শহরের জ্যাম কমবে আরো অনেক উপকার আছে
একদম বন্ধ করে দেওয়া হোক।।এসব খুবই বাজে। রাস্তায় জ্যাম বাঁধায় দেয়। মানুষের সময় নষ্ট করে।
সহমত
কেনো ভাই তুমি মনে হয় জীবন বনে উঠোনাই তোমার বাবা গাড়ি আছে বলে সবার কি বাবার গাড়ি আছে কেনো তোমাকে হোগা মারছে আটো রিকশা। সালা ফালতু।
এই খবর কয়েকদিন পরপর শোনা যায় বছর কি বছর
কিন্তু তা বাস্তবায়ন করা হয়না
এটা বাস্তবায়ন করা অতি জরুরি
কেনো তোমাকে কি আটো রিকশা হোগা মারছে এত গুলো গাড়ি তারা কি করবে জারা কিস্তি নিয়ে গাড়ি কিনেছে কিস্তি কি তর বাবা দিবো আগে তাদের জন্য বিকল্প ব্যাবসতা করো তার পরে বন্ধ চিন্তা করো
এবার বন্ধ হবেই হবে
All bittery riksha must be banned in Dhaka city!
আলহামদুলিল্লাহ্ ; আল্লাহর দরবারে লাখ-লাখ শুকরিয়া 🕋🤲☝🙂 এটি খুবই একটি ভালো সিদ্ধান্ত ; ঢাকার ফুটপাত থেকে দোকান এবং রাস্তা থেকে রিক্সা-অটোরিকশা উচ্ছেদ করা এখন সময়ের দাবী। একটি দেশের রাজধানী হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, গতিশীল। উল্টো ঢাকা কে দেখলে মনে হয় আফ্রিকার অনুন্নত কোনো দেশে বসবাস করছি। অন্তবর্তী সরকারের কাছে চাওয়া অন্তত আপনারা যে কদিন ক্ষমতায় আছেন দেশটাকে এমনভাবে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসুন যাতে আপনারা চলে যাওয়ার পরেও এই দেশের মানুষ আগামী দিন গুলোতে আপনাদের স্মরণ করে। আমরা চাই দেশটা উন্নত বিশ্বের মতো একটি দেশ হয়ে উঠুক। যেখানে থাকবে না কোনো দখলবাজি, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, খুন, রিকশা ও যানজট মুক্ত সড়ক❤😊
Bangladesh bastabe ekti atyanto anunnato desh. Beshir bhag lok er manoshikota 200 bachhor purono...taai jeta dekhle mone hoy....setai thik
এই লোক গুলো কি চুরি করে খাবে না আপনারা খাওয়াবে
😡😠😡😠😡😠😠😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
পাগল পাগল মানুষ গুলা পাগল সারা দুনিয়া। পায়ের রিক্সা বন্ধ করা দরকার। মান সম্পন্ন অটোরিকশা দরকার।
বেশি দরদ দেখাতে গেলে দেশ অচল হয়ে যাবে,আইনি কঠোর পদক্ষেপ নিতে হবে।এ রকম রায়কে সাধুবাদ জানাই। অসভ্যকে আইন মানাতে বাধ্য করতে হবে।
আগে বন্ধ করতে হবে ব্যাটারি চালিত ইজি বাইক এর মুল কার খানা
৩ দিন 😡১ দিনে বন্ধ করা উচিত ছিল
১ দিনে ওদের সবার একটা কাজের ব্যাবস্থা করে দিতে পারবি,
ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ করার জন্য হাইকোর্ট কে ধন্যবাদ
হাইকোর্টের রায় ঠিক
ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হোক,
সব রিকশা তুই কিনে নে
ব্যাটারি চালিত অভদ্র রিস্কা বন্ধ করুন
অটো রিকশা বন্ধ না করে, একটা নিয়মের মধ্যে আনা হোক কারন অটো রিকশা থাকার কারণে 60/-টাকার ভাড়া 40/-টাকায় যাত্রী যেতে পারছে,জানি কিছু কিছু অটোরিকশা চালক নিয়ম-কানুন না মেনে হাইওয়ে রোডে গাড়ি চালায়
গ্রেট ডিসিশন
চট্টগ্রামে শহরে এই অবৈধভাবে
চালিত রিকশা গুলো
বন্ধ করা হোক
যারা কিস্তিতে লোনে অটোরিকশা গুলো নামাইছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন
শুধু ব্যাটারী চালিত না সবধরনের রিকশা বন্ধ করে দেওয়া হোক
সব বন্ধ করে দেক এটাই ভালো সিদ্ধান্ত তবে রিকশা চালক দের জন্য ভাতার ব্যবস্থা করা হোক
এবার আবার রিকশা সমন্বয়ক তৈরি হয়ে যাবে।😊😊😊
শুধু রিকশা বন্ধ করলেই যানজট কমবেনা প্রয়োজনের তুলনায় অধিক সংখ্যক প্রাইভেট গাড়ি গুলোও যানজটের মুল কারন
ভালো সীদ্ধান্ত ❤❤
শুধু রিক্সা বন্ধ করলে হবে না ব্যাক্তিগত গাড়ির সংখ্যাও কমাতে হবে রাজধানী থেকে।
যেখান থেকে অটো রিক্সার চার্জ করে সেই মিটারের সংযোগ কেটে দেওয়া হোক, তাহলে অটোমেটিক অটো রিক্সা বন্ধ হয়ে যাবে।
ওই বেটা বিল কি তুই দিস
অভিনন্দন ❤❤❤
তিন চাকা লাইসেন্স না দিতে পারলে
দুই চাকা লাইসেন্স বন্ধ করা হোক
রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। যে সব প্রতিষ্ঠান পার্কিংয়ের ব্যবস্থা না রেখে রাস্তার দু পাশে হোটেল-মোটেল,রেস্টুরেন্ট, হাসপাতাল গড়ে তুলেছে সেগুলোও বন্ধ করা হোক।
অবিলম্বে অটোরিকশা বন্ধ করা হোক রাজধানীর জন্য হুমকি অটোরিকশা, ঢাকা শহরের জ্যাম কমাতে হলে মেইন রোডে অটোরিকশা বন্ধ করার বিকল্প নেই, সরকারকে আরো কঠিন হতে হবে, অটোরিকশা চালকদের গ্রেফতার করুন 3 মাস করে সাজা দেন
উৎস থেকে উৎখাত করতে হবে। অলি গলি তে চার্জ দেয়া, গ্যারেজ ভাড়া দেয়া, অবৈধ কারেন্ট প্রদান করা এইসব বন্ধ করতে হবে।
যে ভাইয়েরা ব্যাটারি চালিত রিকশা দিয়ে বাজে কমেন্ট করো তাদের কাছে আমার প্রশ্ন যখন 100 টাকার ভারা 50/60 টাকায় ব্যাটারি চালিত রিকশায় আসো তখোন খুবই ভালো লাগে 😠😠😠😠
আজকে সকালে অটোরিকশা উল্টো দিক থেকে এসে আমার এক আত্মীয়কে মোটরসাইকেল সহ ফেলে দিয়ে আহত করেছে😢😢 দ্রুত এসব অটোরিকশা বন্ধ করা উচিত।
অটো বন্ধ হক
ধন্যবাদ জানাই মাননীয় আদালত কে জন জিবন অস্থির করে ফেলছে এই সমস্ত গাড়ি
রিক্সা বন্ধ না করে বরং এটাকে নিয়ম নিতি করে দেওয়া হোক। যেমন ড্রাবিং লাইসেন্স গাড়ির লাইসেন্স ও হাই ব্রেক নিদ্দারিত রোড।এতে গাড়ি কমবে জেম কমবে ও দূর্ঘটনাও কমবে।
High Court Justice ke osongkho dhonnobad
ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হোক
এগুলোকে নিয়মনীতির ভেতরে এনে মহাসড়কে চলতে নিষিদ্ধ করতে হবে।
তবে এলাকাভিত্তিক এর কিছু সুবিধা ও আছে অল্প সময়ে কম খরচে সহজলভ্য যাতায়াত।
সারা দেশে বন্ধ করা উচিত এদের জন্য রাস্তায় বের হওয়া খুব মুশকিল
Allah jeno amader rokkha koren..
Ei rickshaw gulur jonne rastay cola mushkil hoyea geche...
অটোরিকশা রাস্তায় নামা বন্ধ না করে এই রিকশা গুলো মালিকের কাছ থেকে তুলে নিলেই শান্তিপূর্ণ সমাধান হবে।😎
গুড ডিসিশন
প্যাডেল চালিত রিক্সা বন্ধ করে দিতে হবে না হলে আন্দোলন হবে সংগ্রাম হবে চললে দোনোটাই চলবে না চললে একটাও নয় অটোরিকশার সাথে জড়িত আছে প্রায় 50 লাখ মানুষ সবাই রাস্তায় নেমে আসলে ছাত্র গণ উদ্যানের থেকে বড় সমাবেশ হবে ইনশাল্লাহ
১৫ লক্ষ্য অটোরিকশা চলে কোনো প্রকার অন্য ব্যবস্তা করা ছাড়া বন্ধ করলে ১৫ লক্ষ্য মাঠে নেমে এলে তখন সানলানো কষ্টকর হবে।
এগুলো বন্ধ করা উচিৎ।
সুবিধা থেকে অসুবিধা বেশি মানুষের
ব্যাটারি চালিত রিকশা বন্ধ করলে মধ্যবিত্ত ফ্যামিলি কিভাবে চলবে।
সড়ক মুক্ত বাংলাদেশ চাই এত কষ্ট না করে যারা এগুলি তৈরি করে কারখানা এগুলি বন্ধ করে দেন তাহলে অটো রিস্কা কমে যাবে তা কেন করেন না