আমার ৫৫ বছরের জীবনে নানাভাবে জড়িয়ে আছে মান্না দে, প্রায় প্রতিদিন তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। ৮ম শ্রেণিতে পড়ার সময় থেকে তাঁর গান শুনছি। ১৯৮৩ সালে ঢাকার পুরনো অংশে থাকতাম, বাড়িগুলো কাছাকাছি থাকায় পাশের বাসায় বাজানো গানও শুনা যেতো অনায়াসে। মান্না দে ছিলো সবার পছন্দের তালিকায়। নিজেদের মধ্যে আমরা ক্যাসেট আদান-প্রদান করতাম। তাঁর গানে সে কী আবেগ, কী গায়কী - তাঁর গাওয়া ও সুর করা দ্রুত দাদরা (৬ মাত্রা)-র ললিতা গো - গানটি গাওয়া শুরু করলে তখন মনে হতো ললিতা নামের মেয়েটি আমার কত কাছের, কত চেনা। এখনও নিয়মিত তাঁর গাওয়া গানগুলি শুনার চেষ্টা করি। আপনার গলায় তাঁর গাওয়া গান শুনে মনটা ভীষন ভালো হয়ে গেল। ভালো থাকবেন। বাংলাদেশ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।❤🙏
'মেদিবসে'র সন্ধ্যায় মান্না দের গানের মাধ্যমে ওনাকে respect জানানোর জন্য খুবই আনন্দিত । তবে এক লাইনে মন ভরল না ; দশটা রাগের যদি দশটা ভিডিও হয় তবেই মন ভরবে। 'গান যদি ভালো লাগে' একথাটা বলার দরকার আছে বলে মনে হয় না। সব গানই তোমার গলায় 'সোনা' হোয়ে যায়। অবশ্য এখানে হাত ও গলা দুয়েরি সমান কৃতিত্ব। অপূর্ব অপূর্ব।। ❤❤❤❤❤, 🙏🙏🙏🙏🙏
আহা হা। অপূর্ব। আমি তোমাদের খুব বড় ভক্ত। একটা জায়গায় খটকা লাগল একটু। যদিও রাগের কিছুই বুঝি না তবু রাত জাগা দুটি চোখ গানটা বোধহয় টোড়ি রাগের ওপর করা। শ্রদ্ধেয় মান্না দে কিন্তু তাই বলে গেছেন। ভালো থাকবেন। 🙏❤️
Manna De ekti live programme e bolechen thik e kintu lolit tori eisab raag ato kacha kachi je eder differentiate kora khub kothin.Apnader kache amar akanto onurodh Latajee Ashajee ebon aro bohu Shilpir Raaga based gaanguli eibhabei analysis korun .dr d chatterjee musician and Gynaecologist.
স্নেহের সৌরেন্দ্র এবং সৌম্যজিত, বরাবরই তোমরা দুজন আমার ভীষণ আপনার।বর্তমান সঙ্গীত যুগে তোমাদের তুলনা বাবা মুশকিল তোমরা দুজন এবং তোমাদের সাথে যারা জড়িয়ে রয়েছেন অসাধারণ।আমার স্নেহ শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা পাঠালাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থেকো সংগীতের যে গবেষণা তাতে তোমরা সাফল্য পাও।
আমি প্রবাসী। অনেক দিন ই আপনাদের সুরের মায়াজালে ইচ্ছাকৃত আটকে আছি। আবার ও মুগ্ধ হলাম। তবে সকালে র রাগ থেকে রাতে পৌঁছে আবার সকালে ফেরা ইচ্ছা কৃত ছিল কি না বুঝলাম না।
দুই বাংলার তথা বাংলাভাষীদের প্রতিটি হৃদয়ে কম বেশী মান্না দে বিশেষ স্থান দখল করে আছে, যুগ যুগ জিঁও প্রিয় মান্না দে, পুলক বন্দোপাধ্যায়ের কথাগুলো মান্না দে সবার হৃদয়ে গেঁথে দিয়েছে।
এক এক করে সামনে আসছে এক এক ভালবাসার আকাশ। মুগ্ধ হয়ে যাচ্ছি। মান্না দের গান আমাদের সবার খুব প্রিয় । নতুন করে পেলাম তোমাদের জন্য। ভালো থেকো তোমরা 🙏🙏 সৌম্যজিৎ কে একটা অনুরোধ... সারেগামাপা তে গেয়েছিলে... জড়োয়ার ঝুমকো থেকে একটা মোতি খসে পড়েছে.... বড্ডই মায়াময় ভালো লেগেছিল গানটা তোমার কন্ঠে 🙏আবার একবার শুনতে চাই 🙏 অনেক শুভকামনা ও স্নেহ জানাই
I sincerely think you both deserve a national honour for keeping multiple generations close to something which is more valuable than what words can express... other than thanking you from the bottom of my heart and hoping God gives you more power and strength to do what you both are doing, I have nothing else to say. We are very fortunate to be able to appreciate what you are doing!!!
osadharon.. jotoi bolbo kom bola hobe ... ar kichuudin badei 124th Nazrul jayanti Kaji saheber upor arekta emon hok .... amra upovog kori ar ochena nazrul ke jani arektu beshi kore ❤❤🌻💐
Manna Dey amar kachhe, sobcheye priyo, jar ei bangla gaan gulor kono tulona nei. Er vab, surer prokas, jani obissoniyo. Ak kothai, priceless. Apni chesta korechhen, etai jothesto.....❤ .
Plz প্রত্যেকটি গান আলাদা করে ভিডিও করুন, দারুণ লাগে আপনাদের গলায় । সেই tagore & we এর মতো, মান্না দে & we . অবশ্যই একবার ভাববেন. অনেক শুভকামনা রইলো ♥️
Simply brilliant. I don't have the quality & courage to comment on your great effort. I try to follow you. You two are doing a splendid job. I am eagerly waiting to see you live in near future. Regards
অসাধারন হয়েছে video টি । পুরো কৃতিত্ব তোমাদের দাদা । এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্যে।। আর মান্না দের মত শিল্পী তাদের আশীর্বাদ নিয়েই এগিয়ে যাক বাংলার আধুনিক গানের পথ চলা অনন্তকাল ধরে ।
আমার ৫৫ বছরের জীবনে নানাভাবে জড়িয়ে আছে মান্না দে, প্রায় প্রতিদিন তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। ৮ম শ্রেণিতে পড়ার সময় থেকে তাঁর গান শুনছি। ১৯৮৩ সালে ঢাকার পুরনো অংশে থাকতাম, বাড়িগুলো কাছাকাছি থাকায় পাশের বাসায় বাজানো গানও শুনা যেতো অনায়াসে। মান্না দে ছিলো সবার পছন্দের তালিকায়। নিজেদের মধ্যে আমরা ক্যাসেট আদান-প্রদান করতাম। তাঁর গানে সে কী আবেগ, কী গায়কী - তাঁর গাওয়া ও সুর করা দ্রুত দাদরা (৬ মাত্রা)-র ললিতা গো - গানটি গাওয়া শুরু করলে তখন মনে হতো ললিতা নামের মেয়েটি আমার কত কাছের, কত চেনা। এখনও নিয়মিত তাঁর গাওয়া গানগুলি শুনার চেষ্টা করি। আপনার গলায় তাঁর গাওয়া গান শুনে মনটা ভীষন ভালো হয়ে গেল। ভালো থাকবেন। বাংলাদেশ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।❤🙏
I hear daily, apnar galay khub bhalo laglo Manna da r gaan.... Bhabpurna shraddhanjali
'মেদিবসে'র সন্ধ্যায় মান্না দের গানের মাধ্যমে ওনাকে respect জানানোর জন্য খুবই আনন্দিত । তবে এক লাইনে মন ভরল না ; দশটা রাগের যদি দশটা ভিডিও হয় তবেই মন ভরবে। 'গান যদি ভালো লাগে' একথাটা বলার দরকার আছে বলে মনে হয় না। সব গানই তোমার গলায় 'সোনা' হোয়ে যায়। অবশ্য এখানে হাত ও গলা দুয়েরি সমান কৃতিত্ব। অপূর্ব অপূর্ব।। ❤❤❤❤❤, 🙏🙏🙏🙏🙏
অসাধারণ । এই রকম মানবেন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রের রাগাশ্রয়ী গান নিয়ে দুটি পর্বের অনুরোধ রেখে গেলাম ।
আহা হা। অপূর্ব। আমি তোমাদের খুব বড় ভক্ত।
একটা জায়গায় খটকা লাগল একটু। যদিও রাগের কিছুই বুঝি না তবু রাত জাগা দুটি চোখ গানটা বোধহয় টোড়ি রাগের ওপর করা। শ্রদ্ধেয় মান্না দে কিন্তু তাই বলে গেছেন।
ভালো থাকবেন। 🙏❤️
Eita amaro boktoboyo chhilo
টোড়ি রাগের উপর ই এই গান।
Manna De ekti live programme e bolechen thik e kintu lolit tori eisab raag ato kacha kachi je eder differentiate kora khub kothin.Apnader kache amar akanto onurodh Latajee Ashajee ebon aro bohu Shilpir Raaga based gaanguli eibhabei analysis korun .dr d chatterjee
musician
and Gynaecologist.
Writing to you from my hospital bed. This video has touched my heart and soul and even beyond. Realized that God is right here.
আহা! আজ সারাদিন মনে কেমন মেঘ করেছিল। মনটা ভালো হয়ে গেল।
এই ছোট্ট ভাইয়ের তরফ থেকে অনেক ধন্যবাদ এত সুন্দর গান শোনানোর জন্য। ❤❤❤
স্নেহের সৌরেন্দ্র এবং সৌম্যজিত, বরাবরই তোমরা দুজন আমার ভীষণ আপনার।বর্তমান সঙ্গীত যুগে তোমাদের তুলনা বাবা মুশকিল তোমরা দুজন এবং তোমাদের সাথে যারা জড়িয়ে রয়েছেন অসাধারণ।আমার স্নেহ শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা পাঠালাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থেকো সংগীতের যে গবেষণা তাতে তোমরা সাফল্য পাও।
শিল্পী মান্না দে আমাদের emotion.... এত দরদী কণ্ঠ আর আসবে কিনা জানি না, তবে তাঁর গান আমাদের হৃদয়ে চিরদিন থাকবে..…অসাধারণ শ্রদ্ধাঞ্জলি;👌🙏🙏🌼
আমি প্রবাসী। অনেক দিন ই আপনাদের সুরের মায়াজালে ইচ্ছাকৃত আটকে আছি। আবার ও মুগ্ধ হলাম। তবে সকালে র রাগ থেকে রাতে পৌঁছে আবার সকালে ফেরা ইচ্ছা কৃত ছিল কি না বুঝলাম না।
সেটার জন্য না। ভৈরবী দিয়েই সাধারণত কোনও সাঙ্গীতিক অনুষ্ঠান শেষ করা হয়, তাই ওটা শেষে গাওয়া হয়েছে।
দুই বাংলার তথা বাংলাভাষীদের প্রতিটি হৃদয়ে কম বেশী মান্না দে বিশেষ স্থান দখল করে আছে, যুগ যুগ জিঁও প্রিয় মান্না দে, পুলক বন্দোপাধ্যায়ের কথাগুলো মান্না দে সবার হৃদয়ে গেঁথে দিয়েছে।
খুব ভালো লাগলো এই ভাবে ওনার আরো গানের রাগের সমন্ধে জানতে চাই।
এক এক করে সামনে আসছে এক এক ভালবাসার আকাশ। মুগ্ধ হয়ে যাচ্ছি। মান্না দের গান আমাদের সবার খুব প্রিয় । নতুন করে পেলাম তোমাদের জন্য।
ভালো থেকো তোমরা 🙏🙏
সৌম্যজিৎ কে একটা অনুরোধ... সারেগামাপা তে গেয়েছিলে... জড়োয়ার ঝুমকো থেকে একটা মোতি খসে পড়েছে.... বড্ডই মায়াময় ভালো লেগেছিল গানটা তোমার কন্ঠে 🙏আবার একবার শুনতে চাই 🙏 অনেক শুভকামনা ও স্নেহ জানাই
অনবদ্য। ইশ, প্রতিটা গান যদি পুরোটা গাইতেন! বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো।❤
Apurba! Soumyajit o sourendra milit jugalbandi....oh!I am speechless.Krishna Mukherjee. Behala.
তোমাদের সব কাজই আমার খুব ভালো লাগে। তোমাদের কাজ কখনো ই গতানুগতিক নয়। চালিয়ে যাও দুজনে
এমন রাগ আশ্রয়ী গানের পরিবেশনার অপেক্ষায় রইলাম।এই উপস্থাপনাটি মনকে ভরিয়ে দিয়েছে ❤️❤️👌👌🥰🥰🙏🙏
খুউব ই ভাল লেগেছে।এগুলোকে ই বলে গান।যা প্রাণে দেয় শান্তি আর মনকে দেয় আরাম। অনেক আশীর্বাদ তোমাদের জন্য।
আমি মুগ্ধ।এত মায়াবী। চোখে জল চলে এল কেন জানি না 🌼🌼
Osadharon shrodhyargho.... Mukut, Raja dui-i chirokal thakbe - jemon thakbe Raja-r osonkhyo gunograhider hridoye lekha tnar naam - se naam roe jabe...
অপূর্ব সৌম্যজিৎ- ভাষায় প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। মান্না দের গান কী এক লাইনে মন ভরে ? আমি মিলি চ্যাটার্জি -Dehradun
ক্লান্তি দূর হয়ে যায়, অসাধারণ।
প্রণাম আপনাদেরকে
I sincerely think you both deserve a national honour for keeping multiple generations close to something which is more valuable than what words can express... other than thanking you from the bottom of my heart and hoping God gives you more power and strength to do what you both are doing, I have nothing else to say. We are very fortunate to be able to appreciate what you are doing!!!
খুব ভাল লাগল। এরকম আরও গান শুনতে চাই,যেখানে কোনও রাগ সঙ্গীতের ছোঁয়া আছে।
Sir, apnader gaan video sunle ❤️ekhne(❤️🔥) touch hoy. Dada thank you so much 🙏❤️
osadharon.. jotoi bolbo kom bola hobe ... ar kichuudin badei 124th Nazrul jayanti Kaji saheber upor arekta emon hok .... amra upovog kori ar ochena nazrul ke jani arektu beshi kore ❤❤🌻💐
মন ভরে গেলো দাদা❤❤গান গুলো কতদিন পর শুনলাম,ভীষণ ভালো লাগলো,এভাবেই আমাদের গানের ডালি উপহার দিও তোমরা, ভালো থেকো, সুস্থ্য থেকো।।
মন কিন্তু ভরলো না, প্লিজ প্রতিটা গান পুরোটা গান, অপূর্ব লাগছে শুনতে। 🙏❣️
অসাধারণ অসাধারণ অসাধারণ, আপনারা ও ভালো থাকবেন।
एक ही तो दिल है जनाब... कितनी बार जीतोगे ❤
Apurbo! Khub bhalo laaglo tomader rendition 10 raag er opor! Best wishes to both of you! 👌👌
কি অদ্ভূত গাইলেন।। আহারে প্রাণ জড়ানো শ্রদ্ধা গ্রেট লেজেন্ড কে।।
অসাধারণ একটি গান আমার কাছে মান্না দে সব গান আমার কাছে ভালো লাগে। ভাই তোমারা গান শোনালে আমার খুবই ভালো লেগেছে। তোমারা আরও উন্নতি কর এই প্রার্থনা করি।😂
Opurbo❤❤❤❤Golar kaj gulo sunlei mon chuye jai....emon gan sunlei mon bhalo hoye jai❤
অসাধারণ বললেও কম বলা হয়... আপনারা ভগবানের দেওয়া উপহার স্বরূপ... ভালো থাকবেন❤❤
আমার মতো শ্রতার কাছে এটা পরম পাওয়া। আরও ঠিক এরকম চাই। ক্লাসিক্যাল ।
Manna Dey amar kachhe, sobcheye priyo, jar ei bangla gaan gulor kono tulona nei.
Er vab, surer prokas, jani obissoniyo. Ak kothai, priceless.
Apni chesta korechhen, etai jothesto.....❤
.
অসাধারণ অসাধারণ অসাধারণ উপস্থাপনা। মন ভরে যায় গান শুনে। আহা!
Sakal amar pran jurano, anek ashirbaad achhe, nahole eto sundar awaj hote parena, jato shuni resh theke jay
Protyekta gaan shuney gaye kanta dilo - ki oshombhob bhalo laglo. Erokom aro onek video dekhar opekhhaye roilam.
অসাধারণ লেগেছে দাদা, মান্না দে আমার খুব প্রিয় শিল্পী👍👌
ধন্যবাদ।প্রত্যেকটা special event কে স্মরণে রেখে যে tribute দেন সেটা ই আপনাদের বিশেষত্ব।👍👍🙏
মন ভরে গেলো ۔۔۔۔۔আমি সবসময় তোমাদের গান শোনার অপেক্ষায় থাকি ۔۔۔۔
Oshadharonn laglo😌😌😌MANNA DEY sotti tini RAJA chilen achen thakben🌻❤️
Asadharon, Asadharon my dear dada nomoskar/aei ghan gulu shunle chokher jal 😢 dhore rakna Jae na.amar balar kono vhasha nej.anek, anek vhalo thakben.Shibani from sweden 🇸🇪❤️❤️❤️❤️❤️🫶🫶🫶🫶
খুব ভালো লাগল/ মন ভরলো না/ আরো শুনতে পেলে
মন খুলে কাঁদতে পারলে হয়ত ভালো হত । জানিনা ?
Plz প্রত্যেকটি গান আলাদা করে ভিডিও করুন, দারুণ লাগে আপনাদের গলায় । সেই tagore & we এর মতো, মান্না দে & we .
অবশ্যই একবার ভাববেন.
অনেক শুভকামনা রইলো ♥️
Mashallah please sing more Bangla song.thankyou.
অপূর্ব অপূর্ব ওনার গানের তো তুলনা নেই ভাষা হীন। তোমাদের অনুষ্ঠান ও ভীষণ ভালো লাগে গুণী মানুষ তোমরা আরো শোনার ইচ্ছা র ইল র ইল
অপূর্ব ❤️
প্রয়াত মান্না দে এর প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️🙏❤️
asadharon❤❤khub valo legeche
অসম্ভব সুন্দর লাগলো... এত সুন্দর গায়কী ও আবহ মন ছুঁয়ে গেলো।
Apurbo ..rag er naaam gulo bole dile bhalo hoy..puro gaangulo shonar opekhai roilam
Apurbo. 👏👏Plzz Continue this n my humble request to U both , plz don't stop these series .
Stay Blessed Always 🙏🙏
অসাধারণ শুনলাম। সত্যিই অসংখ্য ধন্যবাদ
Awesome song, as well as you singing.
Kindly sing the full song of Manna Dey.
Osadharon... what a voice just touched my soul and mind. ..
Osadharon ! Jemon sundor selection of songs temni sundor tar sathe raag er melbondhon .. tomader proyash amake raagmukhi kore tuleche .. raag er upore boi kine porar icche jagieche .
Your melodious voice not only touches the soul but also flourishes, nurtures the heart. Waiting for more in years to come.
অপূর্ব,,সুন্দর কন্ঠস্বর
Being a classical music lover I like your enchanting & wonderful voice. Many good wishes to Soumyojit. Special thanks to Sourendra.
Pilu ar upor jokhon keu amak pagol bole ta hole valo lagto aro.. thanks for this arrangement
Asadharan! Apnara j Manna Dey er ei gaan gulor raag parichay karalen tar jonno anek anek dhannyobaad. Ki apurba gayaki jeno praan juriye jaay
khub khub bhalo laglo sir ..onek kichu jante parchi apnar vedio dekhe erokom raag based lataji kishore ji rafi ji niye vedio korle upokrito hobo
Simply brilliant. I don't have the quality & courage to comment on your great effort. I try to follow you. You two are doing a splendid job. I am eagerly waiting to see you live in near future. Regards
এতো অপূর্ব লাগলো, সারাদিনের সব অশান্তি হঠাৎ যেন magic এর মতন মিলিয়ে গেলো ❤
অপুর্ব খুব talented
Darun darun aro onak onak Amara chai❤
Mugdho hoye jai tomader bajnay ebong konthoshawr e.Khoooob enjoy Kori tomader poribeshona
Ak line kore shune mon bhorlo na,each & every song puro ta shonar icche roilo
Excellent👌👌
Ki je bhalo laglo 🙏👌🙏👌
Asadharon apurbo
Always such a treat listening to you! Music for the soul!
Adbhut sundor. Ki je bhalo laglo, bolte parchhi na. Lots of good wishes and blessings
মনটা কানায় কানায় ভালোলাগায় ভরে গেল। আহা!
Asadharon dada👌। Thank you so much for such a beautiful presentation!
অপূর্ব। অসাধারণ ।
Aktai kotha apurbo🎉🎉🎉
খুব ভালো লাগলো।
অনবদ্য❤️ কিন্তু মন ভরলো না। সম্পূর্ণ গানের album এর অপেক্ষায় থাকলাম
Ei prottek ta gan alada alada kore jodi tomra gaite...khub bhalo lagto❤
No language barrier.. without understanding a word I’m mesmerised ❤
Sirs, your creativity is the cherry topping on the legend's legendary...
Pronam to Manna Sir from the deepest core of my heart...and to u two as well.
খুব ভালো লাগে, আরও ভালো লাগতো যদি আড্ডায় অংশগ্রহণ করতে পারতাম....💐
Proti gaan ato osadharon vabe uposhthapona hoechhe , it is more than awesome
Apurbo laglo satti pratyekta Raag er choyay mon bhore gelo
অসাধারন হয়েছে video টি । পুরো কৃতিত্ব তোমাদের দাদা । এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্যে।। আর মান্না দের মত শিল্পী তাদের আশীর্বাদ নিয়েই এগিয়ে যাক বাংলার আধুনিক গানের পথ চলা অনন্তকাল ধরে ।
Apnader ei rag r opor kore gan gulo sunte khub bhalo lage.
Sadhu sadhu ,khub bhalo laglo
Apurba laglo bhai,tobe ek line mon bhore na,khub bhalo theko.Amader antarik bhalobasha o shubhecha o bhalobasha roilo
Beautiful rendition ❤❤. Soumyajit da tmr voice ta just osadharon ❤❤. Loved it ♥️ amazing once again ♥️♥️
Proti ta gaan puro ta kore shonar echhe roilo
অসাধারণ। 🥰🥰🥰
Khub, khub bhalo laglo...... Asadharan
Sourendro and soumyajit I am yours long time listener... I want to learn
Music has no language barriers. Mind blowing. Divine rendering. 🙏
মাশা-আল্লাহ ! ❤
চমৎকার লেগেছে
eki apurbo prem.. ❤️❤️❤️
Etar alada Cover Version upload kora uchit..
বড়ো ভালো লাগে......