এখন দার্জিলিং সময় রাত ১২ঃ৫৩। অঞ্জন দত্তের এই গান বহুত বার শুনেছি। বাংলাদেশ থেকে দার্জিলিং এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। যদি আবহাওয়ার কারণে নিশ্চিত নই দেখতে পারব কি না। হয়ত আবার কোনদিন আসবো এই শহরে। কমেন্ট রেখে গেলাম। সামসিল আরেফিন বাংলাদেশ ২২/১১/২০১৯
এ গান শুনে শুনে আবেগের বেগে কত কবিতা লিখেছিলেম রাত জেগে জেগে.. নিউইয়র্কের এ ইট পাথরের শহরে আমার মন ছুটে যায় বারেবার, কান্চনজঙঘার সেই পাহাড়ে ... - এমন গান শুনে আমরা দু দেশের বাঙালি আবেগি হৃদয়ের মানুষরা আরো সহস্র বছর ফেলে আসা ছোটবেলার অতীত স্মৃতি স্মরণ করে কাঁদতে চাই , পৃথিবীর অজানা অলিগলিতে বসে ...
আমার কিশোর বেলার গান। অনেক স্মৃতি অনেক আবেগ এই গান নিয়ে। জীবনের অনেকটা অংশ নিয়ে আছে এই গান। এখন আমি ৪৩ এখনো শুনি শুন তেই থাকব। অঞ্জন মানেই অন্য রকম কিছু।
আর যদি দেখো তার কপালে সিদূর, বলো না কিছু তাকে আর। শুধু এই সত্তর টাকা যদি পারো গুজে দিও হাতে তার ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ি বেচে, ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে। (এই গানের বেস্ট লাইন)
কখনো কাঞ্চনজংঘা যাইনি, ভবিষ্যতেও যাওয়া হবে কি না জানিনা। অন্জন স্যারের এই গান শুনেই কাঞ্চন আর কাঞ্চনজংঘার প্রেমে এত গভীরভাবে পড়েছি, বলে বোঝানো যাবে না। কতবার, কতবার কতবার যে শুনেই চলেছি হিসেব নেই। ভালোবাসা অন্জন স্যার।
১ বছর আগে কমেন্ট করে ছিলাম ।। প্রিয় গান শুনতে আবারও চলে আসলাম ।। ছোটবেলা প্রথম ভালোবাসার অনুভূতি ধরেছিলো নচিকেতার 'নীলাঞ্জনা' গানে এর পর পরিচয় অঞ্জনদত্তের গানে । রোমান্টিক বৃষ্টি গান । আর মন উদাস করা কাঞ্চনজঙ্ঘা গান ।। আমি আর কোন গানের লিরিকে এতো গভীরতা পায়নি ।।
আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছুই তাকে আর, শুধু এই সত্তর টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার। ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ী বেঁচে ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে।
গানটার সাথে আমার জীবনের কিছুই মিল না থাকলেও গানটা, যেনো চোখ বন্ধ করলেই একটা সপ্নের মতো জল ছবি ভাসে হয়তো কখনো কাঞ্চন কে পাওয়া সম্ভব না অনেক অনেক সুন্দর একটা গান।
যারা অনেক ত্যাগ করে একটু ভালো করে বেঁচে থাকার আশায় ঘর থেকে অনেক দূরে থাকে নিজের থেকে ভালো এই গান আর কেউ অনুভব করতে পারবে না thanks for uploading.. i listen to often but this is the first time i read your description and i thought i should make a comment to appreciate what you are doing out there for everybody.. cheers mate..
Lyrics♡~ একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড়। পারলো না কিছুতেই তোমার কলকাতা আমাকে ভুলিয়ে দিতে পাহাড়ি রাস্তার ধারে বস্তির আমার কাঞ্চনকে। কাঞ্চন জানা কাঞ্চন ঘর কাঞ্চনজংঘা কাঞ্চন মন। তো পাইলে সোনা ভনু লইয়ো মউল্লা হাঙচুকাঞ্চন। সোনার খোঁজে কেউ কতদুর দেশে যায় আমি কলকাতায় সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মতলায়। রাত্রির নেমে এলে তিনশো বছরের সিমেন্টের জঙ্গলে ফিরে চলে যাই সেই পাহাড়ি বস্তির কাঞ্চনের কোলে। জং ধরা রঙ চটা পার্কের বেঞ্চিটা আমার বিছানা, কখন যে তুলে নিয়ে গিয়েছিলো আমাকে তোমাদের থানা। তিন মাস জেল খেটে এখন আমি সেই থানার দারোয়ান, পারবো না ফিরে পেতে হয়তো কোনদিন আমার সেই কাঞ্চন। কাঞ্চন জানা কাঞ্চন ঘর কাঞ্চনজংঘা কাঞ্চন মন। তো পাইলে সোনা ভনু লইয়ো মউল্লা হাঙচুকাঞ্চন। বেড়াতে যদি তুমি যাও কোনদিন আমার ক্যালিংপঙ জেনে রেখো শংকর হোটেলের ভাড়া টুরিস্ট লজের থেকে কম। রাত্রির নেমে এলে আসবে তোমার ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে আর কেউ নয় সে যে আমার ফেলে আসা নীলচে পাহাড়ি মেয়ে। বলো না তাকে আমি দারোয়ান শুধু বলো করছি ভালোই রোজগার ঐ বস্তির ড্রাইভার চিগমির সাথে যেন বেঁধে না ফেলে সংসার। আর কিছু টাকা আমি জমাতে পারলে যাবো যাবো ফিরে পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের ঘরে। আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছুই তাকে আর, শুধু এই সত্তর টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার। ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ী বেঁচে ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে। কাঞ্চন জানা কাঞ্চন ঘর কাঞ্চনজংঘা কাঞ্চন মন। তুমি যাকে বলো সোনা আমি তাকে বলি কাঞ্চন। কাঞ্চন জানা কাঞ্চন ঘর কাঞ্চনজংঘা কাঞ্চন মন। তো পাইলে সোনা ভনু লইয়ো মউল্লা হাঙচুকাঞ্চন।
Ei ganta she etota happy tone e geleo shunte gele amar chokhe pani chole ashe...Kishundor kore ekta heart breaking ekta gan geyeche Anjan Da🤧Ar listener der shonkha deklei bojha jay shobai ei ganer tane bar bar fire ashe 😅💖
সকালে ঘুম থেকে উঠতে ই মনের মধ্যে গান টা বাজছে। আর গুন গুন করে গাইছি আমার মেয়ে বলে এটাও কি গান বাবা। তখন ওকে শুনালাম আর ওকে বললাম এই গান গুলো শুনে আমাদের শৈশব কেটেছে। ২০২৩ সাল এখনো নতুন মনে হয় গান টা।
কি সুন্দর,,, কথামালা দিয়ে কি সুন্দর সুর তৈরি করে ফেললো।সেই ২০১৭ থেকে শুনছি। তখন কার সেই মানুষ টা এখন আর আমার নাই,কিন্তু এই গানটার প্রতি এখনো আমার সেই টান টা রয়ে গেছে
অঞ্জন দত্তের প্রতিটি গানই যেন এক একটি গল্প, কিশোর বেলার জন্য এত সহজ সুন্দরভাবে আর কেউ লেখেনি (গায়নি)। অঞ্জন আর সমরেশের হাত ধরেই দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা, চাবাগান এর প্রেমে পড়া।❤
ছোটবেলা থেকেই এই গান শুনে শুনে বড় হয়েছি, এখনও শুনি শুনছি...ভীষণ ভালোলাগার একটা গান, বাংলাদেশ থেকে এই গান শুনতে শুনতে হারিয়ে যাই আমি কাঞ্চনজঙ্ঘার আনাচে-কানাচে... কে আছেন আমার মতো এখনও এই গান শুনেন??
'Tapaile Sona bhannu vayo, maile uslai bhanchu Kanchan' such wonderful lyrics...a Nepali friend of mine translated these lines for me...it means - You call it beautiful whilst I call it Kanchan 💚
That's one of the tragedies of human life, no matter how much you earn or how successful you are, you never get back your days, days that define you, days that you spent with yourself with all your aching joys and throbbings, days when your friend and you shed tears.
আসলেই আমরা একটু ভালো করে বাঁচবো বলে টাকা উপার্জন করি কষ্ট করি , কিন্তু মনের মানুষটি, যদি তখন পাশে না থাকে কিছুটা হলে আমরা কিছু পড়ে যাই, সৃষ্টিকর্তা সবকিছু একসাথে দেয় না সবাইকে, অসাধারন গান অসাধারণ গানটি আমার খুব পছন্দের,
রাত ২.৩০। বাইরে হাড়কাঁপানো কনকনে শীত। বাসায় একা আমি। হাতে পুড়তে থাকা মার্লব্রো এডভান্স। জীবনের হিসাব মেলাতে বসছি, ভেতরে ভয়ঙ্কর একাকীত্ব!! "পাহাড়ি রাস্তার ধারে আমার নিজের ঘরে.... কি যে এক অনুভূতি!!
This will be an all time classic. Brings tears to my eyes every time I hear it. We only realize how much we love our mother land & our relatives when we are thousands of miles away from it. Thank you very much for uploading. I really appriciate it
২০০৭ সালে ইন্টার পরীক্ষার পর পর রেডিওতে শুনেছিলাম, তারপর ইন্টারনেটের মাধ্যমে ২০১৬ সালে খুজে বের করেছিলাম গানটি। এ শুধু কান্চনজংঘা না এ যে আমাদের ফেলেআসা সোনালী কৈশর। দুরন্তপনায় ভরা জীবন। নিমিষেই হারিয়ে গেল। ভালো থাকুক বাংলা গান। সুস্থ থাকুক অন্জন দত্ত। চট্টগ্রাম থেকে ভালোবাসা রইল
কাঞ্চনজংঘা কথাঃ অঞ্জন দত্ত সুরঃ অঞ্জন দত্ত কন্ঠঃ অঞ্জন দত্ত একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড় পারলো না কিছুতেই তোমার কলকাতা আমাকে ভুলিয়ে দিতে পাহাড়ি রাস্তার ধারে বস্তির আমার কাঞ্চনকে কাঞ্চন জানা কাঞ্চন ঘর কাঞ্চনজংঘা কাঞ্চন মন তো পাইলে সোনা অনু লইয়ো মউল্লা হাঙচুকাঞ্চন সোনার খোঁজে কেউ কতদুর দেশে যায় আমি কলকাতায় সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মতলায় রাত্রির নেমে এলে তিনশো বছরের সিমেন্টের জঙ্গলে ফিরে চলে যাই সেই পাহাড়ি বস্তির কাঞ্চনের কোলে জং ধরা রঙ চটা পার্কের বেঞ্চিটা আমার বিছানা কখন যে তুলে নিয়ে গিয়েছিলো আমাকে তোমাদের থানা তিন মাস জেল খেটে এখন আমি সেই থানার দারোয়ান পারবো না ফিরে পেতে হয়তো কোনদিন আমার সেই কাঞ্চন কাঞ্চন জানা কাঞ্চন ঘর কাঞ্চনজংঘা কাঞ্চন মন তো পাইলে সোনা অনু লইয়ো মউল্লা হাঙচুকাঞ্চন বেড়াতে যদি তুমি যাও কোনদিন আমার ক্যালিংপঙ জেনে রেখো শংকর হোটেলের ভাড়া টুরিস্ট লজের থেকে কম রাত্রির নেমে এলে আসবে তোমার ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে আর কেউ নয় সে যে আমার ফেলে আসা নীলচে পাহাড়ি মেয়ে বলো না তাকে আমি দারোয়ান শুধু বলো করছি ভালোই রোজগার ঐ বস্তির ড্রাইভার চিগমির সাথে যেন বেঁধে না ফেলে সংসার আর কিছু টাকা আমি জমাতে পারলে যাবো যাবো ফিরে পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের ঘরে আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছু তাকে আর শুধু এই সত্তর টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ী বেঁচে ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে কাঞ্চন জানা কাঞ্চন ঘর কাঞ্চনজংঘা কাঞ্চন মন তুমি যাকে বলো সোনা আমি তাকে বলি কাঞ্চন কাঞ্চন জানা কাঞ্চন ঘর কাঞ্চনজংঘা কাঞ্চন মন তো পাইলে সোনা অনু লইয়ো মউল্লা হাঙচুকাঞ্চন
this is one of the best song in my life.form 20 years until now.aar ekhon besi miss korci Karon Ami ekhon sei kancon hoie geci.thanks dada.form Bangladesh now in Saudi Arabia.
I've heard this song at latenight & that time l was feeling some air is blowing around me in the time of2007.from that time i often miss this song &my eye . was full of tears that is my asset i think it is a short story.really this song is awesome.but thousands of time i tried to download this song but i failed
এখন দার্জিলিং সময় রাত ১২ঃ৫৩। অঞ্জন দত্তের এই গান বহুত বার শুনেছি। বাংলাদেশ থেকে দার্জিলিং এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। যদি আবহাওয়ার কারণে নিশ্চিত নই দেখতে পারব কি না। হয়ত আবার কোনদিন আসবো এই শহরে। কমেন্ট রেখে গেলাম।
সামসিল আরেফিন
বাংলাদেশ
২২/১১/২০১৯
Apnar jonne Suvo kamona roilo
Did u made it?
আর এখন ভাই পঞ্চগড় থেকেই দেখা যাচ্ছে😁
@@amitmahmudsabbir274 Panchagar ar darjileeng er tofat koto vai???!!!! chiken neck ta na toiri hole hoyto panchagar Bangladesher moddhe darjileeng bivager ontorgoto thakto,
বান্দরবন গিয়ে কেওক্রাডং পাহাড়ে যাওয়ার পথে দার্জিলিং পাড়ায় আমাদের গাইড শুনিয়েছিলো গানটি।বাড়ি ফিরে এসেই শোনা শুরু করলাম।নস্টালজিক.... ভালোবাসা অঞ্জন দা💜
তৌহিদ, আমি শুনলাম গেল শুক্রবার কেওক্রাডং চূড়ায় বসে।
Ki Naam chilo tar
গাইড তৌহিদ , আমাদেরকেও শুনিয়েছিল কেওক্রাডং চূড়ায়।
Kekradong pahare ,vora purnimar rat e ,amdr guide o suniesilo...KANCHONJONGHA, sathe silo kisu prio bondhu...basay prokash kora somvob not SEI onuvuti
তৌহিদ ভাই আর হাবিব ভাই গেয়েছিল ক্যান্টিনে বসে ❤
জিজ্ঞেস করবো না ২১ সালে কে কে শুনছেন; ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো, ভালো থাকুক অঞ্জন স্যার। বাংলাদেশ থেকে ভালোবাসা পাঠালাম।
I'm listening to also from Bangladesh. 2021
আমি অনেক বার শুনেছি কিন্তু
আমি শুনছি...15/11/21
❤
Jotodin beche asi shuntei thakbo..
এ গান শুনে শুনে আবেগের বেগে
কত কবিতা লিখেছিলেম
রাত জেগে জেগে..
নিউইয়র্কের এ ইট পাথরের শহরে
আমার মন ছুটে যায় বারেবার,
কান্চনজঙঘার সেই পাহাড়ে ...
- এমন গান শুনে আমরা দু দেশের বাঙালি আবেগি হৃদয়ের মানুষরা আরো সহস্র বছর ফেলে আসা ছোটবেলার অতীত স্মৃতি স্মরণ করে কাঁদতে চাই , পৃথিবীর অজানা অলিগলিতে বসে ...
এমনটা আমার বেলায়ও হয়েছে
আমার কিশোর বেলার গান। অনেক স্মৃতি অনেক আবেগ এই গান নিয়ে। জীবনের অনেকটা অংশ নিয়ে আছে এই গান। এখন আমি ৪৩ এখনো শুনি শুন তেই থাকব। অঞ্জন মানেই অন্য রকম কিছু।
2022 সালে ও আমি গানটা শুনছি।প্রিয় শিল্পি অন্জন স্যারের জন্য প্রান ভরা ভালোবাসা।Love you Anjon datto Sir. 🇧🇩🇧🇩🇧🇩
আর যদি দেখো তার কপালে সিদূর,
বলো না কিছু তাকে আর।
শুধু এই সত্তর টাকা যদি পারো গুজে দিও হাতে তার
ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ি বেচে,
ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে।
(এই গানের বেস্ট লাইন)
আমি স্ট্রাগলার। প্রেমে পরার সময় ছিলোনা । তাও জীবনে প্রেমে পরেছি কতবার- কত গানের ! এটাও সেই গানগুলোর একটি। লাভ য়্যু ওস্তাদ !!!
কখনো কাঞ্চনজংঘা যাইনি, ভবিষ্যতেও যাওয়া হবে কি না জানিনা। অন্জন স্যারের এই গান শুনেই কাঞ্চন আর কাঞ্চনজংঘার প্রেমে এত গভীরভাবে পড়েছি, বলে বোঝানো যাবে না। কতবার, কতবার কতবার যে শুনেই চলেছি হিসেব নেই। ভালোবাসা অন্জন স্যার।
১ বছর আগে কমেন্ট করে ছিলাম ।। প্রিয় গান শুনতে আবারও চলে আসলাম ।। ছোটবেলা প্রথম ভালোবাসার অনুভূতি ধরেছিলো নচিকেতার 'নীলাঞ্জনা' গানে এর পর পরিচয় অঞ্জনদত্তের গানে । রোমান্টিক বৃষ্টি গান । আর মন উদাস করা কাঞ্চনজঙ্ঘা গান ।।
আমি আর কোন গানের লিরিকে এতো গভীরতা পায়নি ।।
আজ থেকে হাজার বছর পরেও হয়তো শুধু এই গানটার জন্যই বাঙালি মানুষের মনে বেঁচে থাকবেন অঞ্জন দত্ত।
এইসব কথা মানুষ কেমনে লেখে! অসাধারণের একটা সীমা থাকা উচিত *
আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছুই তাকে আর,
শুধু এই সত্তর টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার।
ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ী বেঁচে
ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে।
Hanchu kanchan
গানটার সাথে আমার জীবনের কিছুই মিল না থাকলেও গানটা,
যেনো চোখ বন্ধ করলেই একটা সপ্নের মতো জল ছবি ভাসে
হয়তো কখনো কাঞ্চন কে পাওয়া সম্ভব না
অনেক অনেক সুন্দর একটা গান।
উফ মাইরি
আমার রেখে আসা কাঞ্চন এখনো অপেক্ষায় আছে আমার,জীর্ণ ঘরে জ্বালিয়ে একটা কূপি।
কতবার শুনেছি তার হিসেব নেই,,এমনও দিন গেছে গানটি সারাদিন শুনেছি,,,একবার গানটি শুনলে একাদিকবার না শুনার লোভ সামালে পারি না,,আই লাভ দিস সং,ওয়াট এ সং,!!!
আমারও একিই অবস্থা।
@rofik shaahid 😍
ভালোবাসার দাম তুমি দিয়ে দিয়ো আমার কাঞ্চন কে। ❤
প্রিয় একটা গান
আহা
হু।কতো ৭০ টাকা।
যারা অনেক ত্যাগ করে একটু ভালো করে বেঁচে থাকার আশায় ঘর থেকে অনেক দূরে থাকে নিজের থেকে ভালো এই গান আর কেউ অনুভব করতে পারবে না thanks for uploading.. i listen to often but this is the first time i read your description and i thought i should make a comment to appreciate what you are doing out there for everybody.. cheers mate..
Right bro
❤️
20 বছর যাবৎ শুনছি, এখনও সেই অাবেগ মিশে অাছে গানের প্রতিটি লাইনে। বারবার শুনি
শৈশব থেকে অঞ্জন,সুমন দার গান শুনে মানুষ হয়েছি।সেই ছোট বেলায় ফিরে যাই
আমার ভাললাগা শ্রেষ্ঠ গান এটি। এই গান শুনেই আমি পরিবার সহ দার্জিলিং বেড়াতে যাই বাংলাদেশ থেকে।
Op bro
আমিও
আসুন ভারতে। প্রতিটা রাজ্য একে অপরের থেকে আলাদা। পোশাক খাবার ভাষা ।
রাজস্থান গোয়া পাঞ্জাব কেরল ইত্যাদি ইত্যাদি।
I also wish to visit there
বার বার নতুন করেই শুনি। বার বার নতুন করে ভাল লাগে। চায়ের বাগানে কেটেছে ছোটবেলা, তাই নিজেকে ফিরে পাই বার বার।
iyydyiditdtuttuututttutddudyititurttiftuddtiutirdrtitdtuutdtutuiyritutuyiutuyirtidydutttutturutuyuyyfdtuttdtuuttitdriytdttturrrirtdttttffutuff5t
Dada, kon baganer, amio cha baganer.
@@kousikmukherjee2093 ইটা চা বাগান।
Ei gaan tai eto maya jorano - kothay jeno hariye jai.
Thanks Anjan da
Lyrics♡~
একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার
ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড়।
পারলো না কিছুতেই তোমার কলকাতা আমাকে ভুলিয়ে দিতে
পাহাড়ি রাস্তার ধারে বস্তির আমার কাঞ্চনকে।
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন।
তো পাইলে সোনা ভনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন।
সোনার খোঁজে কেউ কতদুর দেশে যায় আমি কলকাতায়
সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মতলায়।
রাত্রির নেমে এলে তিনশো বছরের সিমেন্টের জঙ্গলে
ফিরে চলে যাই সেই পাহাড়ি বস্তির কাঞ্চনের কোলে।
জং ধরা রঙ চটা পার্কের বেঞ্চিটা আমার বিছানা,
কখন যে তুলে নিয়ে গিয়েছিলো আমাকে তোমাদের থানা।
তিন মাস জেল খেটে এখন আমি সেই থানার দারোয়ান,
পারবো না ফিরে পেতে হয়তো কোনদিন আমার সেই কাঞ্চন।
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন।
তো পাইলে সোনা ভনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন।
বেড়াতে যদি তুমি যাও কোনদিন আমার ক্যালিংপঙ
জেনে রেখো শংকর হোটেলের ভাড়া টুরিস্ট লজের থেকে কম।
রাত্রির নেমে এলে আসবে তোমার ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে
আর কেউ নয় সে যে আমার ফেলে আসা নীলচে পাহাড়ি মেয়ে।
বলো না তাকে আমি দারোয়ান শুধু বলো করছি ভালোই রোজগার
ঐ বস্তির ড্রাইভার চিগমির সাথে যেন বেঁধে না ফেলে সংসার।
আর কিছু টাকা আমি জমাতে পারলে যাবো যাবো ফিরে
পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের ঘরে।
আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছুই তাকে আর,
শুধু এই সত্তর টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার।
ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ী বেঁচে
ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে।
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন।
তুমি যাকে বলো সোনা
আমি তাকে বলি কাঞ্চন।
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন।
তো পাইলে সোনা ভনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন।
Ei ganta she etota happy tone e geleo shunte gele amar chokhe pani chole ashe...Kishundor kore ekta heart breaking ekta gan geyeche Anjan Da🤧Ar listener der shonkha deklei bojha jay shobai ei ganer tane bar bar fire ashe
😅💖
সত্যি অসাধারণ। খুব ভালো লাগে
"তো পাইলে সোনা ভনু লইয়ো
মউল্লা হাংচু কাঞ্চন " এই অংশটুকুর অর্থ কি?
সকালে ঘুম থেকে উঠতে ই মনের মধ্যে গান টা বাজছে। আর গুন গুন করে গাইছি আমার মেয়ে বলে এটাও কি গান বাবা। তখন ওকে শুনালাম আর ওকে বললাম এই গান গুলো শুনে আমাদের শৈশব কেটেছে। ২০২৩ সাল এখনো নতুন মনে হয় গান টা।
কি সুন্দর,,, কথামালা দিয়ে কি সুন্দর সুর তৈরি করে ফেললো।সেই ২০১৭ থেকে শুনছি। তখন কার সেই মানুষ টা এখন আর আমার নাই,কিন্তু এই গানটার প্রতি এখনো আমার সেই টান টা রয়ে গেছে
অসাধারনেরও একটা সীমা থাকা উচিত
অঞ্জন দত্তের প্রতিটি গানই যেন এক একটি গল্প, কিশোর বেলার জন্য এত সহজ সুন্দরভাবে আর কেউ লেখেনি (গায়নি)। অঞ্জন আর সমরেশের হাত ধরেই দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা, চাবাগান এর প্রেমে পড়া।❤
গানটি শোনার সময় কোন প্রকার বাধা ছাড়াই ভাবনার জগতে বিচরন করা যায়। আমিও কল্পনায় গিয়েছিলাম
ছোটবেলা থেকেই এই গান শুনে শুনে বড় হয়েছি, এখনও শুনি শুনছি...ভীষণ ভালোলাগার একটা গান, বাংলাদেশ থেকে এই গান শুনতে শুনতে হারিয়ে যাই আমি কাঞ্চনজঙ্ঘার আনাচে-কানাচে...
কে আছেন আমার মতো এখনও এই গান শুনেন??
যতবার শুনি ততবার নতুন লাগে..... বর্তমানে আমিও কাঞ্চনজংঘার কাছেই থাকি
23 সালে আমি ই প্রথম 🖤
আবেগ আক্রান্ত হয়ে গেলাম... ❤😢 ভাল থাকুক ভালবাসা
'Tapaile Sona bhannu vayo, maile uslai bhanchu Kanchan' such wonderful lyrics...a Nepali friend of mine translated these lines for me...it means - You call it beautiful whilst I call it Kanchan 💚
দারুণ। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Khanchendzongha kachey na gele ei ganer mormo bozha jabey na.... I really miss u Khanchedzongha..
YOU MUST BE ,AND SHARE FEELING WITH ME
THANK DEAR
জীবনে কখনো প্রেম আসে নি, তাই প্রিয়জন হারানোর বেদনা আমি জানি না । তবু এই গান শুনলে নিজের অজান্তেই চোখে পানি চলে আশে
Ami pura Nepal trip er 10 din nonstop gan ta shunsi . Onk kichur sakkhi ei gan ta ❤️ altime favourite
Gaan ta osadharon amr valobasar munus ai ganer moddhei ache r thakbei sarajibon.love u anjan dutta & love u puchu
That's one of the tragedies of human life, no matter how much you earn or how successful you are, you never get back your days, days that define you, days that you spent with yourself with all your aching joys and throbbings, days
when your friend and you shed tears.
আসলেই আমরা একটু ভালো করে বাঁচবো বলে টাকা উপার্জন করি কষ্ট করি , কিন্তু মনের মানুষটি, যদি তখন পাশে না থাকে কিছুটা হলে আমরা কিছু পড়ে যাই, সৃষ্টিকর্তা সবকিছু একসাথে দেয় না সবাইকে, অসাধারন গান অসাধারণ গানটি আমার খুব পছন্দের,
I heard this song in 2013
first time ..
omg! how touchy,,
and with this song I have lots of memories....
One of the best . Love from Bangladesh
২০০৮ সালে প্রথম শুনেছিলাম। এখন ২০২৩ সাল এখনও ২০০৮ সালের মতোই ভাল লাগে❤️💜💙💚
কতবছর ধরে কতবার যে গুনছি গানটা, তৃপ্তি মিটে না।
গানটা বারবার হৃদয় কে মুহুর্তেই পাহাড় আর দার্জিলিং এ নিয়ে যায়।
এই গানটা সেই ইন্টারমেডিয়েট এর ভালোলাগা ভালোবাসা প্রতিটা শীতেই বার বার গানটার কাছে ফিরে আসি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন মন।🌸
পাহাড়ে থাকা মানুষ গুলো অনেক ভালো... ইচ্ছা করে সারাজীবন থেকে যেতে!
একবার সাজেকে গেছিলাম...এতো ভালো লাগছে...মানুষ গুলা কত সুন্দর ভাবে জীবন জাপন করে!
Darjileeng aro shundor, ami shohor na jela tar kotha bolchi
মামুন স্যার আপনি আমাকে এই গানটা শুনতে বলেছেন।
কয়েকবছর পর আবার শুনলাম,হঠাত খেয়াল করলাম আমার চোখের কোণে পানি 😔
I spent my school days with these songs...Anjanda thanks for giving memorable songs which made my days colorful
২০০৭/২০০৮ এর দিকে খুব শুনতাম।
আজ হঠাৎ খুঁজে আবার শুনতে আসলাম।
কত স্মৃতিবিজড়িত এই গান।
#Aman তোকে খুব মিস করছি।
রাত ২.৩০। বাইরে হাড়কাঁপানো কনকনে শীত। বাসায় একা আমি। হাতে পুড়তে থাকা মার্লব্রো এডভান্স। জীবনের হিসাব মেলাতে বসছি, ভেতরে ভয়ঙ্কর একাকীত্ব!!
"পাহাড়ি রাস্তার ধারে আমার নিজের ঘরে.... কি যে এক অনুভূতি!!
আজীবন শুনে যাবো এই গান 🔥
সেই ফিলিংস ❤
This will be an all time classic. Brings tears to my eyes every time I hear it. We only realize how much we love our mother land & our relatives when we are thousands of miles away from it. Thank you very much for uploading. I really appriciate it
love you dada
২০০৭ সালে ইন্টার পরীক্ষার পর পর রেডিওতে শুনেছিলাম, তারপর ইন্টারনেটের মাধ্যমে ২০১৬ সালে খুজে বের করেছিলাম গানটি। এ শুধু কান্চনজংঘা না এ যে আমাদের ফেলেআসা সোনালী কৈশর। দুরন্তপনায় ভরা জীবন। নিমিষেই হারিয়ে গেল। ভালো থাকুক বাংলা গান। সুস্থ থাকুক অন্জন দত্ত। চট্টগ্রাম থেকে ভালোবাসা রইল
অনেক অনেক অনেক বার শুনেছি,,, কোথায় কি যেন খুঁজে বেড়াই আজও,,,,!!!
Gaantar sathe onk srity joriya ache..hotashar majheo aktu asha..hazari,munna..priyo kichu somoy...sotti kanchon mon..thonnobaad anjan da.....
2024, । প্রথম শুনলাম, অসাধারণ ❤
কি আর বলবো_এই গানটায় এতো ভালোবাসা মিশে গেছে পাহাড়ের!
গানটা শুনলেই বার বার শুধু পাহাড়ে যেতে ইচ্ছে হয়...পাহাড়ে গিয়ে থাকতে অনেক ইচ্ছে হয়!
কাঞ্চনজংঘা
কথাঃ অঞ্জন দত্ত
সুরঃ অঞ্জন দত্ত
কন্ঠঃ অঞ্জন দত্ত
একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার
ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড়
পারলো না কিছুতেই তোমার কলকাতা আমাকে ভুলিয়ে দিতে
পাহাড়ি রাস্তার ধারে বস্তির আমার কাঞ্চনকে
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন
সোনার খোঁজে কেউ কতদুর দেশে যায় আমি কলকাতায়
সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মতলায়
রাত্রির নেমে এলে তিনশো বছরের সিমেন্টের জঙ্গলে
ফিরে চলে যাই সেই পাহাড়ি বস্তির কাঞ্চনের কোলে
জং ধরা রঙ চটা পার্কের বেঞ্চিটা আমার বিছানা
কখন যে তুলে নিয়ে গিয়েছিলো আমাকে তোমাদের থানা
তিন মাস জেল খেটে এখন আমি সেই থানার দারোয়ান
পারবো না ফিরে পেতে হয়তো কোনদিন আমার সেই কাঞ্চন
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন
বেড়াতে যদি তুমি যাও কোনদিন আমার ক্যালিংপঙ
জেনে রেখো শংকর হোটেলের ভাড়া টুরিস্ট লজের থেকে কম
রাত্রির নেমে এলে আসবে তোমার ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে
আর কেউ নয় সে যে আমার ফেলে আসা নীলচে পাহাড়ি মেয়ে
বলো না তাকে আমি দারোয়ান শুধু বলো করছি ভালোই রোজগার
ঐ বস্তির ড্রাইভার চিগমির সাথে যেন বেঁধে না ফেলে সংসার
আর কিছু টাকা আমি জমাতে পারলে যাবো যাবো ফিরে
পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের ঘরে
আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছু তাকে আর
শুধু এই সত্তর টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার
ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ী বেঁচে
ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তুমি যাকে বলো সোনা
আমি তাকে বলি কাঞ্চন
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন
saiful khan 8
saiful khan y
wow
y
তপাইলে সোনা ভননু ভয়ৌ
ম উলায় ভনছু কান্চন
৭০ টাকা,কানের মাগড়ি....অপূর্ব।।
আই মিসড মাই গোল্ডেন মোমেন্ট।।
গানটা যখন প্রথম শুনি ২০১৪ সালের দিকে। গানটা মুখস্থ করেছিলাম খাতায় লিখে।
আপনার সাথে আমার মিল আছে
রেডিওতে শুনতাম গান'টা।♥
ভালোবাসা রইলো দাদা।
এই গানটি আমি লক্ষবার শুনেছি..... তাও শোনার ইচ্ছা ফুরোয় না.... best song ever
ঠিক
Ami Bangladeshi.. Gaan ta sune khubi valo laglo.. 😊😊😊
রাত্তির নেমে এলে আসবে তোমার ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে
আর কেউ নয় সে যে আমার ফেলে আসা নীলচে পাহাড়ের মেয়ে
i'm obsessed with this song from my childhood, ঢাকা থেকে কালিম্পং গিয়ে আমি শংকর হোটেল খুজেছি অনেকক্ষণ, পাইনি।
😂 haha
Vii amio vab6ilam okhaney uthbo
Sotti ey ki a6e shankar hotel
যত বারই গানটি শুনি ইচ্চে হয় সব কিছু ছেরে চলে যাই কাঞ্চনজঙ্ঘা। বিশেষ করে শিত আসি আসি করছে এমন সময়ে।
Koto soto bar j sunlam.sudhu valoi lage
কাঞ্চন মন, কাঞ্চন প্রেম, সবই যেন শেষ-দাদা-অবশেষে কাঞ্চনের কি হল? সেটাটো বল্লেনা।
এখন রাত ৪.২৭ ত্রিশাল জা.ক.কা.ন.ই.বি থেকে শুনছি..... অঞ্জনা দার গান কাঞ্চনজঙ্গা
this is one of the best song in my life.form 20 years until now.aar ekhon besi miss korci Karon Ami ekhon sei kancon hoie geci.thanks dada.form Bangladesh now in Saudi Arabia.
কাঞ্চনজঙ্ঘা ❤️
কবে যে দেখব তোমায়
আগামি ৫০ বছর শুনলেও শুনার রেশ শেষ হবেনা...
i pass my teenage life with this song. anjan dutta song's is forever song
Thanks I like Anjan dutta song . This ont Uncommon song . I like ALL song
falguny shompa Me too!
falguny shompa but I'm passing my life with this song.
নোস্টালজিয়ায় ভুগছি।
I am also.
অফুরন্ত ভালোবাসা অঞ্জন দত্তের জন্যে।
-10 years later, If you're still watching this you're a legend.
সাজেক সেন্টমারটিন কক্সবাজার এর কথা খুব মনে পড়ে এই গান টা শুনলে!
I've heard this song at latenight & that time l was feeling some air is blowing around me in the time of2007.from that time i often miss this song &my eye . was full of tears that is my asset i think it is a short story.really this song is awesome.but thousands of time i tried to download this song but i failed
কি আছে গানে এতো ভালো লাগে কেন কোথায় যেনো হারিয়ে যায় 😢
really nice song.Thanks for loading the video. First I hear it in 2004. It is my most favorite song.
i heard this song first when i was a school going boy. this song reminds me those days. i love this song.
mahin du same here
same bro
Bbbbnnbs
গানটা প্রথম শুনেছিলাম ২০০০ সালে সেই তো ভালো লাগা
১৪/০৯/২০২১ আবার স্মৃতিচারণ করতে আসলাম । গানে কেমন একটা বিরহ পায়, মন টা উদাস থাকে ।।
শুনছি আজও। মাঝে মাঝেই শুনি।
Dada nomosker,2mi Ami bangla mayer son tan.my idol!god bless you all
আই লাভ ইউ
দুই,শত বছর পরে কেউ আমার কমেন্ট পড়বে । দুই,শত বছর আগের মানুষের ভাল লাগা কেমন ছিল ।
Ki bolbo ar kisu bolar nai onek sundor song😢😢😢
এই গান টা যতবার শুনি ততবার ভালো লাগে। ❤️
অসাধারণ শব্দচয়ন!
গান এর কথা যেন ছোট ছোট গল্প ।
😢😢 গানটির মাঝে প্রবল দুঃখবোধ লুকিয়ে আছে
আহা কাঞ্চনজঙ্ঘা 😍
onek priyo akti gaan.basti onchaler jiboner karun jibongaathaa..
ভালবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চন কে। ❤
😘
Love song
Whenever i hear this song, my heart feels fully loaded.
যখন গানের কিছুই বুঝতাম না তখন থেকে এই গান শুনছি ❤।।
Fall in love with this song though i listen it first time in previous night🙂🙂🙂
Thats Anjan. He is a legend.
Anyways you can hear this, if you haven't already ruclips.net/video/9c7PbKkuLY8/видео.html
✌️
2022 a remarkable time.
Take love from Bangladesh