মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024
  • বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা:) কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিতের কটুক্তি ও ভারতের বিজেপি নেতার সমর্থন এবং ধমর্ীয় অনুভুতিতে আঘাতের প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছাত্র-ছাত্রীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী উপজেলার সাধারণ ছাত্র/ছাত্রীবৃন্দ ও ছোটদাপ তাহফিযুল কুরআন মাদরাসার আয়োজনে সোমবার ( ০৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে তারা “ বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান”, রাসুলের দুশমনেরা, হুশিয়ার সাবধান”, “নারায়ে তাকরিব-আল্লাহু আকবার” সহ আরও বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে ফকিরগঞ্জ বাজার ট্রাফিক মোড়ে হাফিজ মোঃ মুহিবুল্লাহর সঞ্চালনায় প্রতিবাদী বক্তব্য রাখেন আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(মৌলভী)মাওলানা মোঃ আব্দুল আউয়াল, সহকারী শিক্ষক ( ইংরেজি) ফারুক হোসেন, ছোটদাপ তাহফিযুল কুরআন মাদরাসার পরিচালক হাফিজ মাও ঃ মোঃ মখলেছুর রহমান মেসবাহ, আঞ্জুমান আল বাইয়্যেনাত এর জেলা সমন্বয়কারী জাকির হোসেন, শিক্ষার্থীদের মধ্যে উপজেলার প্রধান সমন্বয়ক আবু হাসান বাবু, সমন্বয়ক সাকিব ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, “ রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশমন”। আজকে আমরা মহানবী (সা:) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে জড়ো হয়েছি। রাসুলুল্লাহ(সা:) আমাদের হৃদয়ের স্পন্দন। তিনি গোটা মানব জাতির নেতা। তাই ইসলামে তাঁকে সম্মানিত করা হয়েছে । ভারতের কিছু গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এ দেশের ধমর্ীয় সম্প্রিতি নষ্টের জন্য বারংবার মহানবী(সা:)কে নিয়ে কটুক্তি করে যাচ্ছে। যা এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি সরূপ। তাই আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।। #atwaripanchagarh #panchagarh #bangladesh #travellingvlog #baby #banglasong

Комментарии •