মাছ চাষ এর নুতুন সম্ভাবনা - পুকুরে নিবিড় পদ্ধতিতে ভাঙ্গন মাছ চাষে সফলতা পেয়েছেন প্রবাসী জামশেদ আলম

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • মাছ চাষ এর নুতুন সম্ভাবনা বাংলাদেশে পুকুরে নিবিড় পদ্ধতিতে ভাঙ্গন মাছ চাষে সফলতা পেয়েছেন প্রবাসী জামশেদ আলম।জামশেদ আলম তার পুকুরে ভাঙ্গ, খুরখুল্লো,রুই,কাতলা,মিরগেল মাছ এক সাথে নিবিড় পদ্ধতিতে চাষ করে। তিনি খাবার হিসাবে ব্যাবহার করেন অটো রাইস মিলের পালিশ, শুটকি মাছের গুড়া এবং গরুর গোবর। নিবিড় পদ্ধতি চাষে মাছ অক্সিজেন ফেল করতে পারে সেই জন্য তিনি ব্যাবহার করেন মোটর এবং পাইপ যা পুকুর থেকে পানি উত্তলন করে উপর থাকে পাইপের মাধ্যমে পানি পুকুরে পড়ে এবং তাতে অক্সিজেন তৈরি হয়। জামশেদ আলম ১২০০০০ থেকে ১৫০০০০ টাকা খরচ করে বছরে ৪৫০০০০ থেকে ৫০০০০০ টাকা লাভ করে।

Комментарии • 280