মান্নান মিঞার তিতাস মলম - জেমস | Mannan Miar - James | Jamuna TV Concert

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 284

  • @khanbablujames6332
    @khanbablujames6332 4 года назад +76

    গুরু_জেমসের "মান্নান মিয়ার তিতাস মলম" গানটির পেছনের গল্প😍😍
    মান্নান মিয়ার তিতাস মলম গানটা নব্বইয়ের দশকে মুক্তি পায়। ‘নগর বাউল’ অ্যালবামের প্রথম গান ছিল এটি। লিখেছেন দেশবরণ্য গীতিকার,সুরকার,মডেল,কবি নাটোরের মহারাজা প্রিয় লতিফুল ইসলাম শিবলী মামা ।। ছবিতে লাল জ্যাকেট পরিহিত যে ব্যক্তিকে দেখছেন তিনি সেই নাটোরের তেবাড়িয়া হাটের মান্নান মিয়া। যিনি তিতাস মলম বিক্রি করতেন।। গুনী মানুষ শিবলী মামার লিখা এবং গুরু জেমসের গাওয়া এই গানটি মান্নান মিয়া বিখ্যাত করেছে ।গানটা রিলিজড হওয়ার পর আমি তেবাড়িয়া হাটে গিয়ে মান্নান চাচাকে গানটি শুনিয়েছিলাম ।।তিনি প্রথমে বিলিভ করছিল না তাকে নিয়ে গান লেখা হয়েছে ।গানটা হিটও করেছে ।। শুনে মান্নান চাচা খুশিতে আটখানা ।। তিনি শিবলী মামাকে প্রানখুলে দোয়া করেছিল ।।
    মান্নান মিয়ার তিতাস মলম-মূলত শিবলী মামার লেখা একটি কবিতা।
    এই গানের লিরিকটা খেয়াল করার মত। প্রথম কারণ এই গানটায় একজন ব্যক্তি ‘মান্নান মিয়া’ এবং তার জীবিকার অবলম্বন ‘তিতাস মলম’ নিয়ে বলা হয়েছে। এই তিতাস মলমের সাথে যুক্ত করা হয়েছে সব মানুষের মন যন্ত্রনাকে। ফলে সাধারণ মান্নান মিয়া আর তিতাস মলম হয়ে উঠেছে সার্বজনীন।
    প্রতি রবিবারে নাটোরের তেবাড়িয়ায় এই হাট বসে । এটা উত্তরবঙ্গের বড় কয়েকটি হাটের মধ্যে অন্যতম । এই গানের গীতিকার শিবলীর বাড়ি হাট থেকে প্রায় ১কি.মি দুরে ষ্টেশন বাজার এলাকায়। প্রতি রবিবার উনি সেই বাড়ি থেকেই ঐ হাটের মান্নান মিঞার মলমের প্রচার শুনতে পেতেন। সকাল বেলা ঘুমটাই ভাঙ্গতো ঐ মাইকের আওয়াজে। একই জায়গায় বসে ২৫ বছর ধরে এই মলম বিক্রি করছে মান্নান মিয়া ।এটা বছরের পর বছর চলে যেত কিন্তু তার কথাতে কোন পরিবর্তন হত না। সব সময় ২৫ বছর-ই ছিল। তিনি ঐ হাটে বড় এক তেতুল গাছের তলায় তার এই ব্যবসা চালাতেন। এই মান্নান মিয়াকে নিয়েই গান। আমরা শৈশব থেকে শিবলী মামার মতো মান্নান চাচাকে একই জায়গায় দেখে আসছি।
    কেন তিতাস মলম? এক জায়গায় বসে একটা লোক যদি ২৫ বছর একই মলম বিক্রী করে বুঝতে হবে সেই মলমে কিছু হলেও কাজ হয়। মান্নান মিয়া বিভিন্ন দেশীয় লতা পাতা, নির্যাস ইত্যাদি দিয়ে তার মলম বানিয়ে বিক্রী করতো। এই মলম এমনই কার্যকরী যে তা মনের ক্ষতও সারাতে পারে। সত্যিকার মলম এই ক্ষত সারাতে পারে কিনা সেটা সন্দেহ আছে, তবে এই দাবী যে মানসিকভাবে খুব শক্তিশালী প্রভাব বিস্তার করে তাতে সন্দেহ নেই।
    যেই মান্নান মিয়াকে নিয়ে এই গান তিনি কিছুদিন আগে মারা গেছেন। এই গানটা যখন রিলিজ হল তখন মান্নান মিয়া জীবিত। আর জেমস্ তখন তুমুল জনপ্রিয়। স্বভাবতই জেমসের যারা ভক্ত এবং যারা গান শোনে তারা দলে দলে তেবারিয়ার হাটের সেই জীবন্ত কিংবদন্তীকে দেখতে যাওয়া শুরু করলো। তো মান্নান মিয়া তখন বেশ নড়েচড়ে বসলো। মান্নান মিয়ার ইচ্ছে ছিল এর গীতিকারের সাথে দেখা করার, কিন্তু নানা কারনে এটা আর সম্ভব হয়নি।
    রত্যেকটা গানের পেছনে এরকম একটা ইতিহাস পাওয়া যায় - বেশীরভাগ ক্ষেত্রেই এই ইতিহাসটা আর জানা যায় না। মান্নান মিয়ার তিতাস মলমের কাহিনীটা যেমন জানা গেল তেমনি যদি সব গানের কাহিনীই জানা যায় তবে কেমন হতো? আমার কল্পনা শক্তির সীমাব্ধতা এখানেই উন্মোচিত হয়।
    মূল লিরিক:
    মন্নান মিঞার তিতাস মলম
    লতিফুল ইসলাম শিবলী
    প্রতি রোববারে তেবাড়িয়া হাটের তেঁতুলতলায়
    ২৫ বছর ধরে এক জায়গায় বসে
    দাউদ বিখাউজ আর চুলকানি ঘায়ের
    দিয়ে গেছে আরাম উপশম
    মন্নান মিঞার
    তিতাস মলম।
    তিতাসের তীরে জন্ম যে তার
    নাম দিয়েছে তাই তিতাস
    দুটাকা মূল্যের এই মহৌষধ
    করে চুলকানি পচরার বিনাশ।
    গোপন ফর্মুলা আছে একটা
    দেশীয় লতাপাতা নির্যাস
    বহু শ্রমে সাধনায়
    কত দিন গেছে তার বনবাস।
    কোনো স্বপ্নে পাওয়া নয়
    নয় কোনো উত্তরাধিকার
    মন্নান মিঞার নিজের আবিষ্কার
    মন্নান মিঞার নিজের আবিষ্কার।
    বিনয়ী লোকটার আছে একটা
    অহংকার আর গরিমা
    উচ্চকণ্ঠে ঘোষণা করে
    তার মলমের যত মহিমা।
    মনের কোনে লুকিয়ে রাখা
    ইচ্ছেটা তার বড় অম্লান
    ভালোবেসে সাবাই তাকে
    ডাকুক ‘ডাক্তার মন্নান’।
    নিজের বুকের ক্ষত লুকিয়ে রেখে
    সারিয়ে তোলে অন্যের ক্ষত
    কোনো দিনও কেউ জানবে না হায়
    মন্নান মিঞার যাতনা কত।
    প্রত্যক্ষদর্শীর বর্ণনায় নাটোরের তেবারিয়া হাটের তিতাস মলম বিক্রি করা সেই মন্নান মিয়াকে নিয়ে লিখেছে নিউজ২৪ এর লোকাল করেস্পন্ডেন্ট Nasim Uddin Nasim,

    • @shawkatjaman1883
      @shawkatjaman1883 2 года назад

      Mannam mia r akta pic plz

    • @skrayhan2518
      @skrayhan2518 2 года назад +1

      ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দারুণ অজানা একটা ইতিহাস জানলাম

    • @amirhamja4840
      @amirhamja4840 Год назад

      আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্য জানানোর জন্য

    • @mamunurrashid3135
      @mamunurrashid3135 3 месяца назад

      ভালবাসা Brother.

  • @mdhridoykhan3857
    @mdhridoykhan3857 5 лет назад +68

    জেমস কি শুধু একটা নাম!! তিনি আমাদের কাছে একজন গুরু।আমরা বাঙালিরা তার কাছ গাওয়া গানের মাধ্যমে অনেক কিছু শিখেছি। আগামীতে আরও অনেক কিছু শিখব। আমি জানি আমার জীবনে হয়তো বা তার মতো এরকম আর একটা মানুষের গান শুনে যেতে পারবো না

  • @gypsysoul-talha9065
    @gypsysoul-talha9065 4 года назад +9

    এই মহামারী তে বাঁচব না মরবো এটা অনিশ্চিত, গুরু আপনার এই গানটা প্রতিনিয়ত শুনি।
    ইংরেজি রক এর ঐতিহাসিক গান যদি বোহেমিয়ান রাপসোডি হয় তাহলে বাংলা রকের শ্রেষ্ঠ গান এটা।
    জয় গুরু ❤❤❤✊✊✊✊

  • @anikahmed1265
    @anikahmed1265 5 лет назад +37

    জেমস আমাদের কাছে শুধু একটা নাম না , সে আমাদের কাছে একটা প্রতিষ্ঠান ,যারা আমার কথার সাথে সহমত তারাই শুধু লাইক কমেন্ট করেন ,

  • @MSSMamun
    @MSSMamun 5 лет назад +63

    মান্নান মিয়ার তিতাস মলম
    একদম সাধারণ মানুষের সাথে মিশে থাকা একজন মানুষের দৃশ্যপট।

  • @mdnahidalhasan8745
    @mdnahidalhasan8745 5 лет назад +36

    ভালোবাসার আরেক নাম জেমস্ গুরুর ভক্তরা সবাই সারা দাও

  • @sahedjames6302
    @sahedjames6302 3 года назад +19

    এই বাংলার ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রকস্টার 🙏
    গুরু নগরবাউল জেমস্ 🖤

  • @khanfoysol75
    @khanfoysol75 5 лет назад +17

    বাংলাদেশের জাতীয় শিল্পী গুরু জেমস্

    • @mdfirojsk1798
      @mdfirojsk1798 5 лет назад

      @@rubelsheikh2361 চুপ কর ছাগল

    • @shahjahankhan5496
      @shahjahankhan5496 5 лет назад

      @@mdfirojsk1798 tui chagol shala

    • @shahjahankhan5496
      @shahjahankhan5496 5 лет назад +1

      200% agreed with you khan foysol

    • @smrhossain
      @smrhossain 2 года назад

      @@shahjahankhan5496 তুই মিউজিক ও মিউজিশিয়ান মানে কি বোঝস??

  • @ak.jilani
    @ak.jilani 2 года назад +3

    এই লাইভ শো এর সাউন্ড MTV Unplugged এর চাইতে কম কিসে?

  • @timeee4502
    @timeee4502 5 лет назад +17

    কি টোন! লাভ ইউ বস। আপনারা এক একজন কিংবদন্তি।

  • @kamrulhasan4776
    @kamrulhasan4776 3 года назад +3

    তেপারিয়ার হাট নাটোর গানটা একদম বাস্তব।তিতাস মলম আমিও কিনেছিলাম।ব্যাথা উপশম কাড়ী।ধন্যবাদ গুরু এবং লিরিক্স যিনি লিখিছেন তাকে স্যালুট

  • @AlrounderBD
    @AlrounderBD 5 лет назад +149

    জেমসের ভক্তরা লাইক দাও

  • @aamirhossain581
    @aamirhossain581 3 года назад +26

    তেবারিয়ার হাট আমার বাড়ির পাশে... শিবলি ভাইয়ের অসাধারণ সৃষ্টি

    • @shakibaziz738
      @shakibaziz738 2 года назад

      Kon Jelay ata plz can kindly answer

    • @smrhossain
      @smrhossain 2 года назад

      সম্ভবত নাটোর জেলায়

    • @jahidnoyon2738
      @jahidnoyon2738 Год назад

      ​@@smrhossainব্রাহ্মণবাড়িয়া

  • @mosfiquzzamanmiju1488
    @mosfiquzzamanmiju1488 9 месяцев назад

    গুরু এমনি একটা ভয়েস নিয়ে জন্মাইছে, কথা বললেই সুর হয়ে যায় 💞💞💞

  • @masudsiddique6093
    @masudsiddique6093 5 лет назад +11

    Ohhh my God!!!! It’s rocks. The biggest Rock STAR Asia.... The Jemes.😍❤❤❤💘💕💖💞

  • @mdrumon2514
    @mdrumon2514 2 года назад +3

    যারা আমার মতো রিয়েল লিজেন্ড তাঁরাই খুঁজে খুঁজে এসব গান গুনে আমার মতো কে কে আছে তারাই লাইক দিয়ে যাবেন ❤

  • @rhrobin7422
    @rhrobin7422 5 лет назад +52

    এখনও প্রতি রবি বারে নাটোর জেলায় তেবাড়িয়া হাট হয়।
    তবে নাই সেই মান্নান মিঞাঁ,নাই মান্নান মিঞাঁর তিতাস মলম।
    নাই উত্তর বঙ্গের এক সময়ের সব থেকে বড় হাট তেবাড়িয়া হাটের নাম ডাক।

    • @amzadhossain5990
      @amzadhossain5990 5 лет назад +1

      কিন্তু ভাই তিতাস তো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলায়। তাহলে নাটোর হয় ক্যামনে? জানতে চাই। নো অফেন্স।

    • @zhbzone1531
      @zhbzone1531 5 лет назад +6

      tebariyar haat Ta actually natore ei vai, & jemes sei Haat o chine , amr sathe kotha hoisilo, but monnan miyar bari silo titas er oikhane.

    • @rhrobin7422
      @rhrobin7422 5 лет назад +1

      নাটোর সদর উপজেলায় তেবাড়িয়া হাট অবস্থিত যা না পৌরসভার মদ্ধেই পড়ে।
      আমার জন্মস্থন এই তেবাড়িয়া,,তবে অনেক খোজ করেছি কোন সময় মান্নান মিঞাঁ নামে কেউ তিতাস মলম বিক্রি করে কি না,,কিন্তু অনেক প্রবিন লোকও বলতে পারে নি এই সম্পর্কে

    • @roksanaborsa7466
      @roksanaborsa7466 5 лет назад +1

      Ace vai..

    • @MdSojol-et1wj
      @MdSojol-et1wj 5 лет назад +1

      তেবারিয়ার হাট না,,বেপারিয়ার হাট

  • @X-Media010
    @X-Media010 3 года назад +1

    জেমস ভাইয়ের একটি একটি এক একটি ইতিহাস। এ জন্যই তিনি এবং তার গান সবার থেকে আলাদা।সব থেকে বড় কথা এই গান গুলো যারা লিখেছেন আর সুর দিয়েছেন তারা এক একটা হিরের টুকরা।❤️❤️❤️❤️

  • @shohagislam3247
    @shohagislam3247 10 месяцев назад +1

    🤩❤❤❤

  • @osthirzitu8596
    @osthirzitu8596 6 месяцев назад +1

    মান্নান মিয়ার তিতাস মলম
    প্রতি রোববারে তেবারিয়ার হাটে
    তেবারিয়ার হাটে তেঁতুলতলায়
    ২৫ বছর ধরে এক জায়গায় বসে
    হৃদয়ের ক্ষত আছে যার যত
    মালিশ ঢেকে দেয় রক্তক্ষরণ
    দিয়ে গেছে উপশম সারাটা জীবন
    মান্নান মিয়ার তিতাস মলম।
    তিতাসের বুকে জন্ম যে তার
    নাম দিয়েছে তাই তিতাস
    দুটাকা মূল্যের এই মহা ঔষধ
    হৃদয়ের ক্ষত সব করে বিনাশ।
    মান্নান মিয়ার তিতাস মলম।
    রোগ থেকে যদি কেও পেতে চাও মুক্তি
    মেনে নাও লোকটার এই মহা যুক্তি
    পোড়া বুকে আর পোড় খাওয়া মনে
    তেবারিয়ার হাটে এসো সব জনে জনে
    মান্নান মিয়ার তিতাস মলম।
    গোপন ফর্মুলা আছে একটা
    দেশীয় লতাপাতা আর নির্যাস
    স্বপ্নে পাওয়া কোনো ঔষধ নয়
    উত্তরাধিকার সূত্রেও নয়
    মান্নান মিয়ার তিতাস মলম।

  • @এসআইসাগরচৌধুরী

    জালাল ভাই এর বাঁশির সূর অসাধারণ

  • @nai8tech496
    @nai8tech496 5 лет назад +16

    সাধারণ লিরিক্সকে অসাধারণ করতে একজন জেমস্ যথেষ্ট,,,😘

  • @mannan7878
    @mannan7878 5 лет назад +25

    ভাই জেমস, তোমার কাছে কৃতজ্ঞ!
    এত বছর ধরে মলম সেবা দিয়ে আসছি। কোনো মিডিয়ার দ্বারপ্রান্তে যাইনি। আজ নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমার মলম পেশা স্বার্থক। 🤣🤣🤣🤣🤣
    নিজের মন খারাপের কারনে গান শুনতে আইসা নিজেই ট্রল হইয়া গেলাম 😂😂
    হিছা মার

  • @rabulkhan6174
    @rabulkhan6174 5 лет назад +6

    অনেক দিন দরে জেমসের নতুন গান শুনতে পারতেছিনা আপডেট চাই গুরু

  • @chandonkarmaker2684
    @chandonkarmaker2684 5 месяцев назад

    গুরু❤❤❤❤❤

  • @mdrahmatalihossain3818
    @mdrahmatalihossain3818 4 года назад +1

    বাংলাদেশের সর্বকালের সেরা রকস্টার

  • @bmalamin5997
    @bmalamin5997 5 лет назад +16

    valobasi tomay onek guru😍😍🇸🇦🇸🇦

  • @মোবাবু-৪১০
    @মোবাবু-৪১০ 3 года назад +1

    আমাদের নাটোরের, এই বিখ্যাত তেবারিয়ার হাট।।।।

  • @smaruf8449
    @smaruf8449 4 года назад +1

    অস্থির গুরু।লাভ ইউ❤💙

  • @iqbalmujaddid135
    @iqbalmujaddid135 6 месяцев назад +1

    এই গানটা আমি করেছিলাম হোটেল লা মেরিডিয়ান মান্নান মিয়ার তিতাস মলম আমি ইকবাল কেউ কি আমাকে মনে রাখছেন না ভুলে গেছেন আমি গ্যাস হিসেবে গান গেয়েছিলাম

  • @monjurulislam75
    @monjurulislam75 Год назад +1

    কি ভয়েস মাইরি

  • @yesain559
    @yesain559 2 года назад +2

    এক সময় এই গান শুনে সময় কাটাতাম ♥️♥️♥️ জেমস ♥️♥️

  • @sufina9858
    @sufina9858 2 года назад

    প্রথমটার আশপাশেও ঠাঁই পাবে না।

    • @shifurrahman6151
      @shifurrahman6151 2 года назад

      ভাই নব্বই সালের তরুন জেমসের সাথে আজকের জেমসের তুলনা কিভাবে করেন।

  • @sujonhowlader20
    @sujonhowlader20 5 лет назад +13

    সিবলি সাদিক এর লেখা গান,,,
    বাস্তবেই ছিলো তিতাস মলম,, আর্মি স্টেডিয়ামে আমি প্রথম সুনেছিলাম

    • @saadizahid2464
      @saadizahid2464 5 лет назад +2

      ETA shibli sadik Noy latiful Islam shibli

    • @গন্তব্যহীন-রাব্বি
      @গন্তব্যহীন-রাব্বি 2 года назад

      এটাতো মারজুক রাসেলের লেখা গান।

    • @shifurrahman6151
      @shifurrahman6151 2 года назад +1

      @@গন্তব্যহীন-রাব্বি ভাই জেমসের সব গানতো আর মারজুক রাসেল লিখে নাই। এটা লতিফুল ইসলাম শিবলী এর লিখা।

  • @nomanmainul6136
    @nomanmainul6136 2 года назад

    অসাধারণ!!! " সাকিল, চট্টগ্রাম

  • @X-Media010
    @X-Media010 3 года назад

    আমাদের জামালপুরের সরিষাবাড়ি হাটেও প্রতি সোমবার আর বৃহস্পতিবার জামালপুরের জামাল ভাই ঔষধ বিক্রি কিরে আসছেন প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে।তাকে।নিয়েও একটা গান লেখা হোক আর সেটা গুরু কে দিয়েই যেন গাওয়ানো হয়।দাবি থাকল শিবলী ভাইয়ের কাছে।

  • @osthirzitu8596
    @osthirzitu8596 6 месяцев назад

    ❤❤❤ জয় গুরু
    জয় গুরু ❤❤❤❤

  • @RockyIslam-sk1mv
    @RockyIslam-sk1mv 2 месяца назад

    Amazing 🎉

  • @birbangali5292
    @birbangali5292 5 лет назад +1

    যমুনা টিভি যখন চালু হয়েছিলো অামি ধারণা করেছিলাম এই টিভিটি সত্যিকারে ভিন্ন দেশের দুদু খায়

  • @sharifhossain887
    @sharifhossain887 Месяц назад

    শুভেচ্ছা রইল ❤

  • @MdAbdurRahim-g2f
    @MdAbdurRahim-g2f 17 дней назад

    হৃদয়ের ক্ষত, শত করে বিনাশ।

  • @blackeyes4549
    @blackeyes4549 5 лет назад +1

    একজন @জেমস্ আসে শত শত বছর পর পর💯

  • @samonramon2678
    @samonramon2678 3 года назад

    Joss!! Sundor hoise onek beshi!! Love you guru!! ❤🖤

  • @owaris1
    @owaris1 3 года назад +1

    নাটোরের তেবাড়িয়া হাট 😮

  • @Last-warning-YT
    @Last-warning-YT 3 года назад

    Dear Jamuna TV
    Description e deya lyrics ta bhul Ase
    OTA beparia hbe na

  • @nafizitrat5055
    @nafizitrat5055 10 месяцев назад

    ওরে ভয়েস রে বাবা ! বস আসলেই বস। 💗বিশ্ব কাঁপানো টোন।

  • @musiclovers9927
    @musiclovers9927 3 года назад

    Oshadaron

  • @makeitbro
    @makeitbro Год назад

    I am from Natore,Tebariya❤❤

  • @pritysheikh2422
    @pritysheikh2422 2 года назад

    love you vai❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sayeed6
    @Sayeed6 5 лет назад +1

    Exceptional song! Guru guru....

  • @masudkhan3139
    @masudkhan3139 3 года назад

    অসাধারণ সৃষ্টি

  • @rahimhasan7117
    @rahimhasan7117 5 лет назад +1

    গুরু তোমায় সালাম

  • @SHIKDERMEDIA4254
    @SHIKDERMEDIA4254 Год назад

    Cox bazar thaka daktace sai

  • @PoymalMedia
    @PoymalMedia 5 лет назад

    Excellent

  • @SAMIRVAI29
    @SAMIRVAI29 5 лет назад +1

    গুরু....!😍😍

  • @shamsularefin3212
    @shamsularefin3212 2 года назад

    গুরু ভালো থাকবেন আজীবন
    ইনশাআল্লাহ

  • @anandomohim9960
    @anandomohim9960 4 года назад +1

    মনটা জয় করে চলে যায়।

  • @altafmahmud9363
    @altafmahmud9363 3 года назад +1

    One of the living rock legend, GURU

  • @mrahman4620
    @mrahman4620 5 лет назад +2

    অনেক দিন পর নতুন গান

  • @faisalahmedomi.9103
    @faisalahmedomi.9103 Год назад

    James একটাই এর কোন তুলনা নাই।

  • @abcdgefgh1779
    @abcdgefgh1779 5 лет назад

    লাভ ইউ ম্যান
    স্টিল নাউ ইউ আর লিজেন্ড 😍

  • @titasroy768
    @titasroy768 5 лет назад +1

    Seraa

  • @AsifIqbal-jl7kt
    @AsifIqbal-jl7kt 3 года назад

    Bhaijan gaaner lyric bhule gese.. Moja hoise..

  • @mdhamid3461
    @mdhamid3461 5 лет назад +1

    গুরু শুধু তুমিই পারো

  • @blackboard3623
    @blackboard3623 5 лет назад

    wow just awesome.

  • @mostafizur2850
    @mostafizur2850 5 лет назад +4

    it should be correction : not বেপারিয়ার হাটে............প্রতি রোববারে তেবাড়িয়ার হাটে
    তেবাড়িয়ার হাটে তেঁতুলতলায়

  • @R.......Rocky.....LEZA.......L
    @R.......Rocky.....LEZA.......L 2 года назад

    Legend ❤️❤️❤️🥰🥰

  • @mdja9462
    @mdja9462 2 года назад

    আমার প্রিয় জেমস ভাই

  • @sabbirahammed2905
    @sabbirahammed2905 4 года назад

    মন্নান মিয়ার তিতাস মলম love u giro ❤️

  • @damdream765
    @damdream765 3 года назад

    Love u boss ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mdja9462
    @mdja9462 2 года назад

    জেমস্ গুরুর তুলনা হয়না

  • @imanhossainrifat6206
    @imanhossainrifat6206 5 лет назад +3

    James ✌✌

  • @amirhamja4840
    @amirhamja4840 Год назад

    নাটোরের তেবারিয়ার হাট 🥰

  • @parthaojha7249
    @parthaojha7249 5 лет назад +3

    Guru always alives 💪🙌🙌🙌

  • @khadijabegum9097
    @khadijabegum9097 2 года назад +1

    What a voice Guru, Forever

  • @shakilrayhanshuvo2858
    @shakilrayhanshuvo2858 5 лет назад +4

    বেপাড়িয়ার হাটে নাকি তেবাড়িয়ার হাটে হবে এতো দিন তো জানতাম তেবাড়িয়ার হাটে কারন গীতিকার লতিফুল ইসলাম শিবলি উনার বাড়িটা নাটোরে আর তেবাড়িয়ার হাটও নাটোরে এবং রবিবার করেই হাট বসে এখনও

    • @anikahmed1265
      @anikahmed1265 5 лет назад

      Shakil Rayhan Shuvo তেবাড়িয়ার হাটে

  • @সংগ্রামখান
    @সংগ্রামখান 5 лет назад +3

    James❤❤❤❤❤bhalobasa obiram💛💛💛💛💛

  • @ALAMINISLAM-ju9gd
    @ALAMINISLAM-ju9gd 5 лет назад +1

    Super

  • @forhadahmed7895
    @forhadahmed7895 Год назад

    Guru❤

  • @mdrfarhad9058
    @mdrfarhad9058 3 года назад

    আমার বাসা তেবাড়িয়া তে🥰

  • @MuhammadRazib
    @MuhammadRazib 5 лет назад

    গুরু আপনি সেরা

  • @sonykhan6546
    @sonykhan6546 5 лет назад +4

    অামাদের নাটোর এর মান্নান মিঞারে নিয়া গান

  • @SagorKhan-nb3fc
    @SagorKhan-nb3fc 11 месяцев назад

    গুরু আমার আগে যেন আপনার মৃত্যু না হয় 🥰

  • @touhidulislam290
    @touhidulislam290 10 месяцев назад

    I think he is number one rock star of bangla song

  • @sumonfb9887
    @sumonfb9887 8 месяцев назад

    Tebaria hat hobe description a spelling vul hoice.

  • @engineers9480
    @engineers9480 5 лет назад

    অনেক ধন্যবাদ

  • @rakibsarif9821
    @rakibsarif9821 2 года назад

    Guru ❤️❤️❤️❤️❤️❤️

  • @thebonkersofficial
    @thebonkersofficial 5 лет назад +8

    শুধু জেমস এর ভক্তরাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো

  • @mostafizur2850
    @mostafizur2850 5 лет назад +5

    not বেপারিয়ার হাটে............প্রতি রোববারে তেবাড়িয়ার হাটে
    তেবাড়িয়ার হাটে তেঁতুলতলায়

  • @mominislam3356
    @mominislam3356 3 года назад

    আমাদের নাটোরের মান্নান মিয়াকে নিয়ে,গান টা গাওয়ার জন্য,ধন্যবাদ,গুরু?

  • @rhythmpapon3108
    @rhythmpapon3108 5 лет назад +1

    জয় গুরু নগর বাউল জেমস 💘

  • @ashrafulIslam-ch9iv
    @ashrafulIslam-ch9iv Год назад

    Legend off bangla pop music

  • @sajedulislam704
    @sajedulislam704 2 года назад

    Boss Latiful Islam Shibly

  • @raiyansadat7085
    @raiyansadat7085 2 года назад

    Guru is the best 👌

  • @tanimahmed7855
    @tanimahmed7855 3 года назад

    গুরুজী🤘❤

  • @mrs.shopna1955
    @mrs.shopna1955 3 года назад

    2021 ee sunci

  • @youtubebanglahelptips7226
    @youtubebanglahelptips7226 5 лет назад +2

    Nice

  • @tawhidulislamsaim7322
    @tawhidulislamsaim7322 5 лет назад +1

    Guru to guru...there is no comment with him...love uuuu...

  • @faysalmiaze5319
    @faysalmiaze5319 5 лет назад

    আমার ভালোবাসার একটা মানুষ।

  • @mdSalim-oi3qo
    @mdSalim-oi3qo 3 года назад

    জয়গুরু জয়গুরু