‘কি দূর্ভাগ্য আমার! কুরআনের কথা বলার কারণে গালি খাচ্ছি’-Allama Mozammel Haque

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 272

  • @Creations-77
    @Creations-77 Год назад +31

    আমি অনেক খুজে হুজুরকে পেয়েছি, সত্য শুনার জন্য, আল্লাহ্ হুজুরের দীর্ঘায়ু সুস্হ জীবন দান করুন,আমিন।

  • @mdsohag6213
    @mdsohag6213 Год назад +48

    যে যাই বলুক আপনি কোরানের তাফসির চালিয়ে যান, কোরানের কথা যতোই শুনি ততোই ভালো লাগে। আল্লাহ হেফাজত করুন।

  • @nargis9011
    @nargis9011 Год назад +47

    সম্মানিত হুজুর। আপনাকে অনেক কিছুই বলা হচ্ছে। আপনি ছবর অবলম্বন করেন। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমিন।

    • @MMunna-rn2lv
      @MMunna-rn2lv Год назад

      মুজাম্মেল ভন্ড!

  • @kamrulhossain7752
    @kamrulhossain7752 Год назад +20

    হে আল্লাহর গোলাম, কোরআনের তাফসির চালিয়ে জান, আমি যত শুনছি ততই ভালো লাগছে । আপনাকে ভালোবাসাী মহান আল্লাহর জন্য ❤❤❤

  • @skmafidulislam8630
    @skmafidulislam8630 Год назад +20

    সত্য পথের লোকের সংখ্যা খুবই কম। তাই আপনার সাথে আল্লাহ আছেন এইটাই যথেষ্ট।

  • @mohsinkhan7454
    @mohsinkhan7454 Год назад +20

    হুজুরকে মহান আল্লাহ অগাধ জ্ঞান দান করেছেন, তাঁর কথা শুনে মনে শান্তি পাই। এজন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া,,

  • @rafiqulislamahi444
    @rafiqulislamahi444 Год назад +27

    ফতুয়া দেওয়ার মত আলেমের অভাব নাই আমাদের দেশে কিন্তু আর কয়জন আলেম আছেন মোজাম্মেল হকের মত চিন্তা গবেষনা করছেন। দুঃখের বিষয় হলো স্বল্প জ্ঞানের অধিকারী কিছু আলেম চিন্তা না করেই ফতুয়া দেওয়ার জন্য মুখিয়ে থাকেন। মোজাম্মেল হক আলোচনা শুনেন ও তাফসীর শুনেন তারপর সমালোচনা করুন। আল্লাহ সকল মুসলিম ভাইদের সহি বুঝ দান করুন আমিন।

    • @nargis9011
      @nargis9011 Год назад +1

      বাবারে ওরা কোন দিন ও বুঝবেনা। আফসোস।

    • @h.mkamrul7602
      @h.mkamrul7602 Год назад +1

      Right they know only hadis

  • @abutaher383
    @abutaher383 Год назад +6

    হৃদ্ধয় জুড়ানো তাফসীর ।আল্লাহ্ হুজুরের দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন,আমিন।

  • @saifulhakim2337
    @saifulhakim2337 Год назад +37

    যে যা খুশি বলুক,আপনি সত্য উদঘাটন করুন।

    • @Turjoplayz
      @Turjoplayz Год назад +2

      Illiterate Mojammal You have no idea how to explain the Al Quran except the Hadith?? Learning of the Islam Religion through the Hadith 😅😅😅😅

    • @MMunna-rn2lv
      @MMunna-rn2lv Год назад

      মুজাম্মেল ভন্ড

  • @SafiqulIslam-wg5ds
    @SafiqulIslam-wg5ds Год назад +8

    আসসালামু আলাইকুম, হুজুর মন খারাপ করবেন না, আপনি আপনার কথাগুলো কোরআন থেকে বলতে থাকেন, আমাদের অনেক আলেম মূর্খতার পরিচয় দেন।

  • @mdtomizuddinmdtomizuddin8601
    @mdtomizuddinmdtomizuddin8601 Год назад +47

    চার বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে ১০/১২ বছরের মধ্যে আলেম হয়ে মাঠে নেমে যাচ্ছে ওয়াজ করার জন্য,উদ্দেশ্য অর্থ উপার্জন করা।তাদের গবেষণা করার সময় কোথায়। আর আপনি পূর্বেই মাওলানা ছিলেন,তার পরেও আপনি ১৭ টি বছর কুরআন গবেষণায় জীবন ও অর্থ ব্যয় করার পর হয়তো আল্লাহ পাক আপনাকে এই নেয়ামতটুকু দান করেছেন। উহাতে আমরা কুরআন ও দ্বীন সম্পর্কে অবগত হচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নেক হাত দান করুন।

    • @mdfaruki7236
      @mdfaruki7236 11 месяцев назад

      Aameen ,

    • @ashazulislammondal6417
      @ashazulislammondal6417 7 месяцев назад

      ওরা মাদ্রাসায় কোরান পড়েনা বানানো হাদিস পড়ে তাতেই মুফতি ডঃ অমুক মুহাদ্দিস ইত্যাদি ইত্যাদি ।

    • @eimaafrin618
      @eimaafrin618 4 месяца назад

      সত্য বলছেন ভাই

    • @eimaafrin618
      @eimaafrin618 4 месяца назад

      মহান আল্লাহ বারবার বলছি তোমরা কোরআনকে গবেষণা করো চিন্তা করো

  • @sujan790
    @sujan790 Год назад +4

    হুজুর আপনাকে হয়তো আল্লাহ আমাদের জন্য অশেষ রহমত করে রেখেছেন

  • @nizampasha9317
    @nizampasha9317 Год назад +10

    আছলামুআলাইকুম,,, সম্মানীত স্যারের জন্যে দোয়া করি,,,,

  • @mohammadomarfaruk825
    @mohammadomarfaruk825 Год назад +20

    প্রিয় শায়খ আপনি আল্লাহর রহমতে তাফসীর করে যান আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ
    বাংলাদেশের কিছু বিজ্ঞ আলেম রা জাল হাদীস বলে আজকে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমিও হাদিস পাগল ছিলাম একসময় এখন আপনার তাফসীর শুনে আলহামদুলিল্লাহ নিজেকে শুদ্ধ করার চিন্তা করছি

    • @janyjany4368
      @janyjany4368 Год назад

      যারা নিজেদের আহলে কোরআন নামে পরিচয় দেয় তারা বলে হাদীস মানবরচিত তাই হাদিস মানা যাবে না। তাহলে এ ব্যক্তিওতো মানব, ওনার কথা মানেন কেন? ওনি যে তাফসীর লিখেছেন তাওতো মানব রচিত, তাহলে ওনার তাফসির কেন পড়বেন?

  • @mainulhasan7208
    @mainulhasan7208 Год назад +4

    আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান

  • @EmrangaziBabsahi
    @EmrangaziBabsahi Год назад +5

    জাযাকাল্লাহু খাইরান

  • @zakirhosen4509
    @zakirhosen4509 Год назад +4

    আলহামদুলিল্লাহ এত সুন্দর তফসীর

  • @habibrana4574
    @habibrana4574 10 месяцев назад

    আলহামদুলিল্লাহ, কুরআনের কথা গুলো আপনার মাধ্যমে বুঝতে পেরে আল্লাহর কাছে সুক্রিয়া, আপনার সুস্বাস্থ্য কামনা করি

  • @washimfarhan605
    @washimfarhan605 Год назад +6

    আপনি কোরআনের বিজ্ঞানী, চালিয়ে যান। আমি আব্দুল্লাহ আপনার সাথে আছি। বিজ্ঞানী ছাড়া প্রকৃত আলেম হওয়া যায় না।

  • @alamgirkazi1037
    @alamgirkazi1037 7 месяцев назад

    আলহামদুলিল্লাহ চমৎকার উদাহরণ উত্তম জাজাকাল্লাহ খায়রান আমিন ।

  • @h.mkamrul7602
    @h.mkamrul7602 Год назад +4

    Really i love you from my heart hujor because of Islam.every time i follow your lecture of quran tafsir

  • @mohammedfuad7298
    @mohammedfuad7298 Год назад +4

    Khub-e shundor kolpo-kahini. Islam a eto shundor rupkotha ase jantam na. Humayun Ahmed er lekha er ķache kichui na. SubhanAllah!

  • @rafiqulislamahi444
    @rafiqulislamahi444 Год назад +13

    আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততই ভালো লাগে অনেক কিছু জানতে পারি। আল্লাহ হুজুরকে নেক ও সুস্থ জীবন দান করুন আমিন।

    • @janyjany4368
      @janyjany4368 Год назад +1

      আপনার কাছে একটি প্রশ্ন, উনি যখন কোন আয়াতের তাফসীর করেন তখন আয়াতের ব্যাখ্যায় যা বলেন তা কোথা থেকে বলেন?

    • @ibrahimbapary1685
      @ibrahimbapary1685 Год назад

      ​@@janyjany4368 উনি কি বলেন হাদিস মানি না?

    • @Creations-77
      @Creations-77 Год назад

      ​@@ibrahimbapary1685 আল্লাহর নবীর কথা বলেন,নবীজী যেভাবে ব্যাখ্যা করেছেন যেভাবে বলার চেষ্টা করেন।

  • @PiyaraliMondal-yb7gt
    @PiyaraliMondal-yb7gt 2 месяца назад +1

    Subhanallah

  • @PiyaraliMondal-yb7gt
    @PiyaraliMondal-yb7gt 2 месяца назад +1

    ❤ thanks you're swomuch marhabaa

  • @amirulislam7207
    @amirulislam7207 Год назад +10

    আল্লাহ বলেন, ‘আমি আমি তো ছাড় দিয়ে রেখেছি জাহান্নামের জন্য বহু জ্বিন ও মানুষকে; তাদের হৃদয় আছে কিন্তু তদ্দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তদ্দ্বারা দেখে না এবং তাদের কর্ণ আছে তদ্দ্বারা শ্রবণ করে না; এরা পশুর ন্যায়, বরং তারা অধিক পথভ্রষ্ট। কারণ তারাই অমোনোযোগী (সূরা-৭, আ‘রাফ, আয়াত-১৭৯)।
    ৯. তারা বলবে, ‘অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল, আমরা তাদেরকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নি, তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছো।'
    ১০.এবং তারা আরও বলবে, ‘যদি আমরা শুনতাম অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম, তা হলে আমরা জাহান্নামবাসী হতাম না।'
    ১১. তারা তাদের অপরাধ স্বীকার করবে। ধ্বংস জাহান্নামীদের জন্য।
    ১২. যারা দৃষ্টির অগোচরে তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার (সূরা-৬৭, মুলক, আয়াত সংখ্যা: ৯-১২)।
    ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না; কর্ণ, চক্ষু, হৃদয়- তাদের প্রত্যেকটি সম্পর্কেই কৈফিয়ত তলব করা হবে (সূরা-১৭, বনী ইসরাঈল, আয়াত-৩৬)।

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Год назад +5

    আলহামদুলিল্লাহ্‌

  • @mdabulkalamakhand7123
    @mdabulkalamakhand7123 Год назад +9

    যারা এই হক্কানি আলেম সম্পর্কে বাজে কথা বলছেন আমার মনে হচ্ছে উনারা জনাবের কোন আলোচনা মনোযোগ সহকারে শুনছেন না। একটু ভেবে দেখা উচিত যার বিরুদ্ধে আহলে কোরআন বলে অভিযোগ দেওয়া হচ্ছে তা আসলে কতটুকু সত্য। যদি সত্যি না হয় তাহলে আল্লাহর দরবারে দায়ী থাকতে হবে।

  • @md.afzalurrahman9122
    @md.afzalurrahman9122 Год назад +5

    Alhamdulillah. ....

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 11 месяцев назад +1

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,
    পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,,,
    হে আল্লাহ মওলানা মুজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়বা দান করুন,,,, এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,,

  • @mrkofficialchannels
    @mrkofficialchannels Год назад +1

    কোরআনের এমন কথা যা খন্ডন করা যাই না। কিন্তু কিছু মানুষ এটা মানতে পারছে না। তাই আপনার সাথে এমন করছে। আপনে মাহফিল চালিয়ে যান, আল্লাহ আপনাকে ধয্য দান করুক। আমিন

  • @belalhossain1994
    @belalhossain1994 Год назад +4

    হুজুর আপনি তাফসির চালিয়ে যান। কে কি বলল সেদিকে খেয়াল রাখার প্রয়োজন নেই। ধ‍র্য‍্য ধরুন।

  • @mdhadijur
    @mdhadijur Год назад +13

    বাংলাদেশের একজন আলেম তার নাম মাওলানা মোজাম্মেল হক সাহেব যিনি আল-কুরআন প্রচার করছেন সারা দুনিয়ায় এরকম আর কোন বক্তাকে দেখা যায় না তারা শুধু হাদিস নিয়ে ঠেলাঠেলি করে অন্যকে এদিকে মোজাম্মেল হক সাহেব কোরআন ও হাদিস একযোগে প্রচার করছেন তিনি একমাত্র সঠিক কাজ করছেন কোন হাসি-ঠাট্টা সময় নষ্ট করেন না তিনি একজন সত্তিকারের আলেম

    • @arvlog3079
      @arvlog3079 Год назад +5

      ধন্যবাদ।
      সত্যি কারের আলেম।

    • @heronraju678
      @heronraju678 Год назад +4

      অন্যদের মত হেলিকপ্টারে করে ফতোয়া দিয়ে চলে না। তাদের আয় রুজি রয়েছে বিশাল টাকার ভান্ডার তৈরি করেছে।
      মাওলানা মোজাম্মেল হক সাহেব সঠিক পথে আছেন তাদের মত ধান্দাবাজ নয়।

    • @janyjany4368
      @janyjany4368 Год назад

      যারা নিজেদের আহলে কোরআন নামে পরিচয় দেয় তারা বলে হাদীস মানবরচিত তাই হাদিস মানা যাবে না। তাহলে এ ব্যক্তিওতো মানব, ওনার কথা মানেন কেন? ওনি যে তাফসীর লিখেছেন তাওতো মানব রচিত, তাহলে ওনার তাফসির কেন পড়বেন?

    • @mdabdurrahim9687
      @mdabdurrahim9687 Год назад +1

      আল্লাহ যেনো আপনাকে হক বুঝার তৌফিক দেন ।

  • @DR-iy7up
    @DR-iy7up Год назад +2

    হুজুর আপনি কারো কথা বা গালি শুনে কখনোই মন খারাপ করবেন না। কোরআন থেকে দুরে সরে আলেমরা চুক্তি ভিত্তিক ওয়াজে ব্যস্ত। আপনার ওয়াজ যে একবার শুনে সে নিজেই সঠিক বিষয় বুঝে। কে কি বলল এটা নিয়ে কখনো চিন্তা করবেন না। আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখেন। আমিন।

  • @MizanurRahman-lx3te
    @MizanurRahman-lx3te Год назад +3

    Mozammel hoqe is great intelligence

  • @jalalwahid2686
    @jalalwahid2686 Год назад +10

    নবীজিকেও কোরআনের কথা বলায় কষ্ট, অপমান সইতে হয়েছিল।

  • @masudCumilla
    @masudCumilla 8 месяцев назад +1

    হুজুর আপনাকে ধন্যবাদ আপনি হাদিসের থেকে কোরআনকে প্রাধান্য দেন

  • @mctv895
    @mctv895 Год назад +4

    আলহামদুলিল্লাহ

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Год назад +4

    Thanks for your new lecture

  • @ওবাইদুলহক-95
    @ওবাইদুলহক-95 Год назад +7

    ★আল কোরআনের অনুসরণঃ-
    Al-A'raf 7:3
    তোমরা অনুসরণ কর, যা তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য অভিভাবকের অনুসরণ করো না।
    Al_Anam 6:155
    আর এটি কিতাব- যা আমি নাযিল করেছি- বরকতময় করে। সুতরাং তোমরা তার অনুসরণ কর এবং তাকওয়া অবলম্বন কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও।
    Al-Ahzab 33:2
    আপনার পালনকর্তার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়, আপনি তার অনুসরণ করুন। নিশ্চয় তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে খবর রাখেন।
    Az-Zumar 39:55
    তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ কর তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাতসারে আযাব আসার পূর্বে,
    Al_Anam 6:106
    তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যে অহী নাযিল হয়েছে, তুমি তারই অনুসরণ করে চল, তিনি ছাড়া অন্য কেহই মা‘বূদ নেই, আর অংশীবাদীদের থেকে মুখ ফিরিয়ে নাও।
    Al_Anam 6:153
    আর নিশ্চয়ই এই পথই আমার সুদৃঢ় (সিরাতল মুস্তাকিম) পথ। এই পথই তোমরা অনুসরণ করে চলবে, এই পথ ছাড়া অন্য কোন পথের অনুসরণ করবেনা, তাহলে তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে নিবে। আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন, যেন তোমরা সতর্ক হও।
    Al-Isra' 17:9
    এই কোরআন এমন পথ প্রদর্শন করে, যা সর্বাধিক সরল এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্যে মহা পুরস্কার রয়েছে।
    Al-'Ankabut 29:51
    আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? যা তাদের কাছে পাঠ করা হয়। এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্যে রহমত ও উপদেশ আছে।
    Luqman 31:21 এবং 2:170
    তাদেরকে যখন বলা হয়, আল্লাহ যা নাযিল করেছেন, তোমরা তার অনুসরণ কর, তখন তারা বলে, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি, তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে দাওয়াত দেয়, তবুও কি?
    বিঃদ্রঃ এই আয়াতটা মক্কার কাফেরদের উদ্দ্যেশে নাযিল করা হয়েছিলো,,, আমাদের ক্ষেত্রেও এখন প্রযোজ্য হয়ে গেছে,,

  • @mannansk7911
    @mannansk7911 Год назад +5

    যারা হুজুরকে উল্টো পাল্টা কমেন্ট কোরছো তাদের কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে যে তাদের কত জ্ঞান আছে একটু বিবেচনা করে কথা বলার চেষ্টা করবে আর তা না হলে তোমাদের মত মানুষ হন আর প্রয়োজন নাই

  • @mohammadyounuskhalifa5515
    @mohammadyounuskhalifa5515 7 месяцев назад +1

    মোয়াজ্জেম হকের কন্ঠে ওয়াজ এগুলা জ্ঞান সমাপ্ত ওয়াজ

  • @mintu3189
    @mintu3189 Год назад +2

    মাশা-আললাহ

  • @MDhasanSheik-uc8tj
    @MDhasanSheik-uc8tj 8 месяцев назад

    আলহামদুলিল্লাহ হুজুর আপনার ওয়াজ আমাদের খুব ভালো লাগে আপনি আরও বেশি বেশি ওয়াজ করুন

  • @alauddinmallick8671
    @alauddinmallick8671 Год назад +2

    Excellent analysis.

  • @NURULAMIN-yk7yl
    @NURULAMIN-yk7yl Год назад +1

    الله أكبر الله أكبر الحَمْدُ ِلله الحَمْدُ ِلله ان شاء اللہ

  • @identityofallah
    @identityofallah 5 месяцев назад +1

    আল্লাহ্‌ তায়ালা আছেন আসমানে
    মহান আরশের উরধে সমুন্নত,
    সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
    কোথাও কিছু নেই আল্লাহ্‌র মতো।
    আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .
    সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র
    সকল ক্ষমতা ও সকল রাজত্ব,
    সুন্দর নাম, পূর্ণ গুণ একমাত্র আল্লাহ্‌র
    বিশুদ্ধ ও অবিভাজ্য তাঁরই একত্ব।
    কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা

    • @Hide_ID
      @Hide_ID 5 месяцев назад +1

      সমুন্নত সব্দের অর্থ কি???

    • @identityofallah
      @identityofallah 5 месяцев назад

      সমুন্নত সব্দের অর্থc অতি উন্নত, অতি উচ্চ, মহৎ

    • @identityofallah
      @identityofallah 5 месяцев назад

      @@Hide_ID সমুন্নত সব্দের অর্থc অতি উন্নত, অতি উচ্চ, মহৎ

  • @jolykhatun170
    @jolykhatun170 Год назад +2

    সত্যি কষ্ট হয়।
    হুজুর কতবার কত আলোচনায় বলেছেন-আমিও মানুষ আমারও ভুল হতে পারে,আপনারা আমার ভুল ধরিয়ে দিবেন, আমাকেও বলবেন,আমিও আপনাদের বলছি,কাজেই আমি যা বলি তা একটু চিন্তা গবেষণা করে দেখেন,ভুল হলে আমাকে বলেন।" কত সুন্দর বিনয়ী মনোভাব! অথচ মানুষ বোঝে না😢

  • @mdbabulsikder8168
    @mdbabulsikder8168 7 месяцев назад

    Awesome perfect True Islamic schooler Principal Mozamel Haque,I love him , I believe Allah (swt) could be help for delivery True Quranic tafsir to be continude for Long time, Jajakallah. Khairan,

  • @mdhadijur
    @mdhadijur Год назад +6

    হুজুর চালিয়ে যান❤❤❤❤❤❤❤❤

  • @mozammelmozammel5886
    @mozammelmozammel5886 Год назад +2

    Alhamdulillah

  • @khaizahmed5632
    @khaizahmed5632 Год назад +3

    ইতিহাস বলে ফতোয়া সম্মানিত ঈমামদেরও দেয়া হয়েছে।

  • @salehahmmad7990
    @salehahmmad7990 Год назад +3

    হাদিস অস্বীকার করার কারণে

  • @returntoislam2060
    @returntoislam2060 Год назад +6

    হুজুরের কথায় যুক্তি আছে, শিরক না করলে আল্লাহ ক্ষমা করে দিবেন মুসলমানদের, যাকে চান তাকে।

  • @ramimyesmin5580
    @ramimyesmin5580 Год назад +2

    Allah apnak dhorjo din...Amin

  • @sumishikder9830
    @sumishikder9830 Год назад +1

    Allhamdulilla. Allah apnar nak hayat dan korun.

  • @h.sentertainment8987
    @h.sentertainment8987 Год назад +2

    আসসালামু আলাইকুম, হুজুর, মুনসুর হাল্লাজ সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

  • @rahimuddin22222
    @rahimuddin22222 9 месяцев назад

    ❤❤❤❤❤আলহামদুলিল্লাহ!

  • @roshedulalamraju7936
    @roshedulalamraju7936 Год назад +1

    আল্লাহর সাথে কথা বলতে মুখের প্রয়োজন নেই

  • @SaidulIslam-wi3kf
    @SaidulIslam-wi3kf Год назад +5

    Assalamualaikum hujur alhamdulillah

  • @moniruzzaman7339
    @moniruzzaman7339 Год назад +1

    কোরআনের কথা বললে যাহারা আপনাকে গালি দেয় তাহার শুধু ধর্ম ব্যবসায়ী না তারা আহালে আবু জাহেল ও বটে। হে রব্বুল আলামীন এদেরকে হেদায়েত নসিব করুন।

  • @masudurrahman1290
    @masudurrahman1290 6 месяцев назад

    আলহামদুলিল্লাহ।

  • @drmdra
    @drmdra Год назад +2

    আপনাকে গালি দেয়ার অর্থ হলো আপনার পাপ খন্ডন হচ্ছে..... আল্লাহ্ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম কল‍্যাণ দান করুন। আমিন

  • @shakhawathossain3056
    @shakhawathossain3056 Год назад +4

    পথভ্রষ্ট

  • @mdnuruzzamanmondol564
    @mdnuruzzamanmondol564 Год назад +3

    যারা কোরআনের সঙ্গে বেয়াদবী করে তারাই আপনাকে গালি দেয়।

  • @mdjamaluddin6242
    @mdjamaluddin6242 7 месяцев назад

    কমশিখখিত লোক বা আলেমরা কোরআন ভালো করে চিন্তা ভা্বনা না করেই ফতোয়া বাজি করে।

  • @SkRejaulHaqueRejaul
    @SkRejaulHaqueRejaul Год назад +1

    Ghadire ghom niye hojor jody ekta bayan deten

  • @mctv895
    @mctv895 Год назад +3

    আলহাম‌দুল্লিলা

  • @jannatulfatemaalifa8718
    @jannatulfatemaalifa8718 Год назад +1

    মাওলানা মুজামমেল হক সাহেব মত গভীর জাননে ওয়ালা আলমের খুবই অভাব,

  • @SaidulIslam-wi3kf
    @SaidulIslam-wi3kf Месяц назад

    Assalamualaikum hujur alhamdulillah shuban allah ❤

  • @MdKhalek-g1r
    @MdKhalek-g1r 3 месяца назад

    Alhamdulliah/subhanallah/amin.

  • @miltonrahaman201
    @miltonrahaman201 Год назад +2

    কোরআনের কথা বলে গালি খাইনি হযরত আদম আলাই সালাম সর্বশেষ নবী পর্যন্ত এবং যারাই এই কোরআন প্রচার করেছেন গালি খান্না এমন একজনের দৃষ্টান্ত দেখান তাহলে কি আপনি মানুষের বাহবা পাবার জন্যই কথা বলেন। কোরান যেহেতু পূর্ণাঙ্গ পরিপূর্ণ ব্যাখ্যা কৃত তাই আপনি সম্পূর্ণ ভাবেই এই কোরআনের কাছেই আর্তসমাপন করুন

  • @ahsanmunir9897
    @ahsanmunir9897 Год назад +4

    ❤️

  • @abduljalilkhan5180
    @abduljalilkhan5180 Год назад +1

    হযরত উযায়ের আর কয় বার জীবিত হবেন?

  • @abulkasem4153
    @abulkasem4153 Год назад +3

    Uner proti kothai kadiany kadiany

  • @mahfuzurrahman974
    @mahfuzurrahman974 Год назад

    সালামুন আলাইকুম।
    ডাকাত দল যেভাবে আল্লাহর রহমতে আপনাকে সব বলে দিয়েছিল,
    ঠিক তেমনি আল্লাহর হুকুমে ঝাঁকে ঝাঁকে আমরা আপনার জন্য আছি।
    আপনি শুধু দেশের নন,পৃথিবীর সম্পদ।
    সুবহানআল্লাহ!
    মোল্লা মুন্সিদের কথা একদম কানে তুলবেন না আল্লাহর ওয়াস্তে।
    বহু বহু বড় বড় মওলানা ছাড়াও বহু মানুষ আপনার কথায় দিশা খুঁজে পাচ্ছেন। আল্লাহর হুকুম হলে তাঁরা মুখ খুলবেন ইনশাআল্লাহ।
    আর মিথ্যে তোহমতের পরিণামতো আছেই।।
    “ওরা«-মিথ্যে তোহমত দিচ্ছে।
    আপনার একটা পূর্ণ বক্তব্য, যুক্তি আজ পর্যন্ত কেউই খণ্ডাতে পারে নাই।। এটা এখন পর্যন্ত স্পষ্ট।।
    আলহামদুলিল্লাহ।।
    যতোই শুনি ততোই আগ্রহ বাড়ে।
    আর এক এপিসোড সুযোগ পেলেই বারবার দেখি।
    আপনার দেখানো আলোচ্য আয়াতও কুরআন খুলে মিলাই।।
    আল্লাহু আকবার!
    জাজাকাল্লাহ খঈর।

  • @zahidmuslim4110
    @zahidmuslim4110 Год назад +1

    কুরআনের মনগড়া (অল্প শিক্ষিতের হাওয়ার অনুসরণে) ব্যাখ্যা যখন হাদীসের উপর প্রাধান্য পায় !!!

  • @saleheentv8742
    @saleheentv8742 Год назад +10

    ভন্ড দের কথা কে পাত্তা দিবেন না ,ভুল ভাল হদিস বলতে শুরু করে দিয়েন না,শয়তান সব সময় পথভ্রষ্ট করার জন্য মুখিয়ে থাকে

  • @mdmozidmiah1492
    @mdmozidmiah1492 Год назад +1

    আসলে আমাদের কি দূরভাগ্য কোরআনের কথা বল্লে কাফের নামে গালি শুন্তে হয়

  • @mdrafiahamed6222
    @mdrafiahamed6222 Год назад

    Saheb ami Bharat theke bolchi apnar tapsir alochona apurba sundar.ami protidin egulo suni tabuo barbar sunte ichha hoi.amake jodi apnar book gulo pathano sambhob hai tahole Ami kritogga thakbo.

  • @zahidmuslim4110
    @zahidmuslim4110 Год назад +1

    অন্ধকারের বাসিন্দাদের প্রতি আরজ !!!
    (Hashr 59:7)
    "রাসূল তোমাদেরকে যা দেয়, তা গ্রহণ কর আর ,
    তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা হতে বিরত থাক এবং আল্লাহকে ভয় করে চল। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। "
    তথাকথিত কুরআনিসট দের নিকট আবদার - শুধুমাত্র কুরআন থেকে ;
    রাসূল আমাদের কি কি আদেশ দিয়েছেন
    কি কি হতে নিষেধ করেছেন , তা জানাবেন !!!!
    কিয়ামাত পর্যন্ত সময় দেয়া থাকল !!!

    • @rezaulhaque600
      @rezaulhaque600 Год назад

      আপনাকে অনুরোধ করছি কেয়ামত পর্যন্ত কেন আজকেই ভালো করে পড়ে দেখেন ফাই সব্দটা ফাই মানে বিনা রক্তপাতে যুদ্ধ লব্দ্ধ সম্পদ তার থেকে নবী যা দেয় তা গ্রহন কর আর যা নিষেধ করে তাই মেনে নাও

    • @mu.muyedulhaquemia3703
      @mu.muyedulhaquemia3703 Год назад

      ​@@rezaulhaque600সঠিকভাবে তুলে ধরেেছেন।তবুও তারা কী বুঝতে চেষ্টা করবে?

  • @mizanrana6322
    @mizanrana6322 Год назад +6

    আপনার বয়ান কাফের ও মুশরে ছাড়া সবাই আললাহ যদি চান তো শুনবে ।

  • @shundorprithibi9840
    @shundorprithibi9840 Год назад +5

    কোরআন আগে নাযিল হয়েছে, তাই কোরআন আগে পড়ার কথা। কিন্তু হাদীসের দোকানদারেরা আগেই হাদীস পড়তে বলে।

    • @janyjany4368
      @janyjany4368 Год назад

      যারা নিজেদের আহলে কোরআন নামে পরিচয় দেয় তারা বলে হাদীস মানবরচিত তাই হাদিস মানা যাবে না। তাহলে এ ব্যক্তিওতো মানব, ওনার কথা মানেন কেন? ওনি যে তাফসীর লিখেছেন তাওতো মানব রচিত, তাহলে ওনার তাফসির কেন পড়বেন?

  • @AbdulWahab-ki6ze
    @AbdulWahab-ki6ze Год назад +2

    Ami duwakori Allarkase. Ai. Alem jeno valothake. Aamin

  • @nasimaakter442
    @nasimaakter442 Год назад +1

    কোরআনের কথা বলাতে না আপনি গালি খাচ্ছেন হাদীস অস্বীকার করায়, এটা কি আপনি বুঝতে পারছেন না? কি অদ্ভুত!!!!!

  • @holybookisthequran9592
    @holybookisthequran9592 Год назад +1

    তারা কোরান সঠিক৷ ভাবে বলেন না।বুঝে পড়েন না। তারা বানিয়ে বানিয়ে কথা বলে।

  • @abdulbari7041
    @abdulbari7041 Год назад +3

    Fe Amanillah

  • @MdNasir-y7q6s
    @MdNasir-y7q6s 9 месяцев назад

    Tik huzur

  • @baburalichaudhuri9485
    @baburalichaudhuri9485 Год назад +2

    Baburallchowdhury

  • @tasirgold-bu3mr
    @tasirgold-bu3mr 4 месяца назад

    11:06 11:12 11:13 11:14

  • @mdapple1173
    @mdapple1173 Год назад +1

    ❤❤❤👍

  • @BarikBarik-qt9ig
    @BarikBarik-qt9ig 8 месяцев назад

    আপনার পাশে আমি আছি,,

  • @alsabakhan5040
    @alsabakhan5040 Год назад +2

    Ata sob kale at sob jaigai aki kotha
    Main Karon Quran allha koalam/ Furkan eta man tei chai na

  • @motlebhussainmondal880
    @motlebhussainmondal880 Год назад +2

    ❤❤❤❤❤❤

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 Год назад +3

    (উপরের কমেন্টের বাকী অংশ)
    ১৭. সূরা বনী ইসরাঈল
    ১২. ..... আমি সব বিষয়কে বিস্তারিত ভাবে বর্ণনা করেছি।
    ৮৯. আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি। কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি।
    ৪১. সূরা হা-মীম সেজদাহ
    ০৩. এটা কিতাব, এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবী কোরআনরূপে জ্ঞানী লোকদের জন্য।
    ০৬. আল্-আন্-আম
    ৩৮. ... আমি কোন কিছু লিখতে ছাড়িনি। অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে।
    ১২৬ আর এটাই আপনার পালনকর্তার সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্যে আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি।
    ১৬. সূরা নাহল
    ৮৯. ...... আমি আপনার প্রতি গ্রন্থ নাযিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্যে সুসংবাদ।
    ১০. সূরা ইউনুস
    ৬১. .... আর তোমার পরওয়ারদেগার থেকে গোপন থাকে না একটি কণাও, না যমীনের এবং না আসমানের। না এর চেয়ে ক্ষুদ্র কোন কিছু আছে, না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে নেই।
    ০৬. আল্-আন্-আম
    ১২৬ আর এটাই আপনার পালনকর্তার সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্যে আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি।
    ৩৪. সূরা সাবা
    ০৩. .... তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। নভোমণ্ডলে ও ভূ-মণ্ডলে তাঁর আগোচরে নয় অণু পরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ-সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে।
    ২৭. সূরা আন্-নমল
    ৭৫. আকাশে ও পৃথিবীতে এমন কোন গোপন ভেদ নেই, যা সুস্পষ্ট কিতাবে না আছে।
    আল্লাহ কোরআন সহজবোধ্য করে নাজিল করার দাবী করলেও কেউ যদি কোনো আয়াতের বিষয়ে কোনো প্রশ্ন করে, তাহলে আরও সেই আয়াত প্রাঞ্জল করে বলার অধিকার মোহাম্মদকেও দেওয়া হয়নি, নিম্নে উল্লেখিত ২৫ঃ৩৩ ও ১০ঃ৩৯ আয়াতেই প্রমাণ আছে সে দায়িত্ব ও অধিকার আল্লাহ তার নিজের কাছেই রেখেছে। কোরআনের আয়াতের তাফসীর বা ব্যাখ্যা করার বিষয়ে এতো সুস্পষ্টভাবে বলার পরেও মোহাম্মদের উম্মত বা অনুসারী দাবীদাররা কোন্ কারণে কোরআনের আয়াত তাফসীর বা ব্যাখ্যা করার ধৃষ্টতা করে?
    ২৫. সূরা আল্-ফুরকান
    ৩৩. তারা আপনার কাছে কোন সমস্যা উপস্থাপিত করলেই আমি আপনাকে তার সঠিক জওয়াব ও সুন্দর ব্যাখ্যা দান করি।
    ১০. ইউনূস
    ৩৯. কিন্তু কথা হল এই যে, তারা মিথ্যা প্রতিপন্ন করতে আরম্ভ করেছে যাকে বুঝতে, তারা অক্ষম। অথচ এখনো এর বিশ্লেষণ আসেনি। এমনিভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পূর্ববর্তীরা। অতএব, লক্ষ্য করে দেখ, কেমন হয়েছে পরিণতি।
    উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে।
    কোরআনুল করীম
    অনুবাদ ও সম্পাদনা :
    মাওলানা মুহিউদ্দীন খান।
    onushilon.org/corpus/trans/koran/koranind.htm

  • @abulkasem4153
    @abulkasem4153 Год назад +3

    Koti koti kotha jodi akti khudro memorite thakre pare ( tahole apni egolo ki bolsen abol tabol abol tabol abol tabol).

  • @abdulquayum85
    @abdulquayum85 Год назад +2

    হাদিস ব্যাবসায়ীদের ব্যাবসা বন্ধ করুন

  • @manirulislam6349
    @manirulislam6349 Год назад +2

    😮 মুহতারাম,আমার কোন কমেন্ট জনাব এর নজরে আসছে কিনা জানিনা, না আসলে সমস্যা নাই। সাধ্যমত প্রতিবাদ এর চেষ্টা করেছি আল্লাহর জন্য। আপনি মন খারাপ করলে আমাদের ,,,,। ছাত্রের লেবেল অনুযায়ী শিক্ষক পরীক্ষা নেন । মহাপজ্ঞাবান আপনার সাথেই আছেন।

  • @abdulbari7041
    @abdulbari7041 Год назад +2

    First Comment

  • @AzizulIslam-cq8je
    @AzizulIslam-cq8je Год назад +1

    মৃত্যুর পর রুহ ইল্লিন ওসিজজিনেএবং আরাফে রাখা হয়।এসম্পর্কে আপনার মতামত কি?