nafakhum bandarban

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি স্থানটি সাঙ্গু নদীর উজানে একটি মারমা বসতী। মারমা ভাষায় ‘খুম’ মানে হচ্ছে জলপ্রপাত। রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ পাড়ি দিয়ে যেতে হয় আশ্চর্য সুন্দর সেই জলপ্রপাতে, যার নাম ‘নাফাখুম’।
    রেমাক্রি খালের পানি প্রবাহ এই নাফাখুম, নাফাখুমে এসে বাঁক খেয়ে নেমে গেছে প্রায় ২৫-৩০ ফুট
    যেভাবেযেতে হবে
    ঢাকাথেকে রাত ১০:৩০টায় বিভিন্ন সার্ভিসের বাস বান্দরবনের উদ্দেশ্যেছেড়ে যায় এবং সকাল৭:৩০ এর মধ্যেপৌছে যায়। নাফাখুম ভ্রমনের পথ হবেঃ বান্দবন- থানচি - তিন্দু - রেমাক্রী - নাফাখুম।
    নন এসি বাস ভাড়া জন প্রতি ৬২০/-
    অবশ্য পালনীয় কর্তব্য -
    ১) ভালো, মজবুত ব্যকপ্যাক নিবেন। হাতব্যাগ/ লাগেজ এসব চলবেনা, চলবে না¸ চলবে না।
    ২) পুরো টুরে নিজের ব্যাগ নিজের কাধে রাখতে হবে। পাহাড়ে ওঠার সময় মেকাপবক্স/ পারফিউম ইত্যাদি ফেলে দিতে হবে ওজন কমাতে। অতএব, কাপড় মাত্র ২ সেট নিবেন। অন্যান্য জিনিস যাই নিবেনভেবে নিবেন। অযথা ব্যাগ ভারী করলে পরে কাঁদতে হবে।
    ৩) ভালো, মজবুত স্যান্ডেল নিবেন। মাটিতে ভালো গ্রীপ করে, পিছলে যায় না এমন স্যান্ডেলনিবেন।
    স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করবেন, অনকে সম্মান এবং সুবিধা পাবেন।
    প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর সময় অনুগ্রহ পূর্বক পলিথিন জাতিয় আবর্জনা (স্যালাইনের প্যাকেট, চকলেটের প্যাকেট, বিস্কিট, মুড়ি চানাচুড়ের প্যাকেট ),সিগারেট এর ফিলটার ইত্যাদি ফেলে প্রকৃতির ক্ষতি করবেন না।
    background music :
    2CELLOS - Pirates Of The Caribbean

Комментарии • 7