বাবাকে হারিয়েছে সেই ২০০৭ সালে,, তখন আমার বয়স ১৩ বছর,, ভালো ভাবে কিছুই বুঝি না, এখন বুঝি বাবার অপূর্ণতা টা কত টুকু,, তাই যার বাবা আছে তারা সবাই বাবার সাথে ভালো ব্যবহার করবেন,,, পৃথিবীর সকল বাবার প্রতি রইলো ভালোবাসা 😍😍
আজকে আমি আব্বুকে গানটা শুনাইলাম। পুরাটা শুনাতে পারি নাই, তার আগেই দুইজন জড়িয়ে ধরে কেঁদে দিছি। অদ্ভুতুড়ে একটা ঘটনা। বাবার বয়স প্রায় ৭০ বছর, হার্টের সমস্যা আছে। সবাই দোয়া করবেন। জানি সেই কঠিন, নির্মম দিনটা আসবেই। তার আগে যেন কিছু একটা করে বাবাকে খুশি করতে পারি। কি আর করার, কেউ থাকে না চিরদিন সাথে।
আব্বুকে হারিয়েছি ১বছর ১মাস ১৩দিন, এই গানটা তখন শুনি যখন খুব বেশি আব্বুর কথা মনে পড়ে,আর মনের অজান্তেই কেঁদে ফেলি!😅 ভালো থাকুক বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা❤️
গানটি শোনার পর অজান্তেই চোখের পানি চলে আসছে।ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। আলহামদুলিল্লাহ এখনো বাবা নামক বৃক্ষটা বেচে আছে তাই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়❤️❤️
ভাই গানটার প্রতি অসম্ভব একটা মায়া কাজ করে.. এটা গান নয় । এটা প্রতিটি ছেলেদের একটা ইমোশন😥 যখনি এটা শুনি চোখ দিয়ে শুধু অশ্রঝরে যায় । আল্লাহ আপনি পৃথিবীর সকল বাবাকে তোমার রহমত দান করুন । প্রত্যেক সন্তানকে তার বাবার পাশে থাকার রহমত দান করুন ❤। প্রত্যেকের জন্য তার বাবা একটা সুপার হিরো ❤❤❤
যতবার গানটা শুনি ততবার চোখে জল আসে, তাই খুব একা থাকলে রিপিট দিয়ে শুনতে থাকি, আর আব্বুকে মিস করে ইচ্ছা মত কাঁদি,,,কিছুই করে খুশি করার আগে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।
২০১৮ সনের পহেলা জুলাই বাবাকে হারাই,নিজের চোখের সামনে প্রায় বাবাকে না ফেরার দেশে চলে যেতে দেখেছি 🥲 বাবা জখন হাসপাতালের বেডে মূতুর সঙ্গে পানজা লরছে তখন আমি বাবার পাশেই ছিলাম😌 বাবা হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছিলো& আমার সৌভাগ্য হয়নি বাবার সেস কথাটা শোনা কারন তখন আমি অঙ্গান হয়ে পরে ছিলাম🙃 জখন গ্ঙান ফিরলো তখন দেখি বয় গুলো বাবাকে ICC থেকে বের করে লিফট এর ভিতর নিয়ে চলেগেছে, অনেক করে বললাম বাবাকে বুকে চেপে ধরে একটু কান্না করি but তা আর হলো নাহ😪😪
আব্বু নেই আজ প্রায় ১ বছর ৬ মাস আব্বু মারা যাওয়ার পর দুনিয়া কতটা কঠিন তা বুঝে গিয়েছি আসলেই আব্বু নেই তোমার মত কেউ এতটা আপন :) ভালোবাসি তোমাকে আব্বু। আল্লাহ সকল বাবাকে জান্নাত নসিব করুন ❤
Baba sobsomoy oviman kore cheleder sathe kinto tar ontor hahakar kore cheler jonno miss you baba ei probash theke jeteo psri nai tomake dekhte maf kore dio baba
আমার বাবা এখনও আমার সাথে আছে , এই গান টা যখনই শুনি আমার চোখে জল এসে পড়ে । আমি শুধু এইটাই ভাবী আমরা বাবা থাকা সত্ত্বেও এই গান শুনে এতো কষ্ট পায় আর যাদের বাবা নেই তাঁদের তো আমার থেকে হাজার গুণ বেশি কষ্ট হয়। পৃথিবীর সমস্ত বাবা ভালো থাকুক এতটাই ভগবান এর কাছে কামণা করি ।
বাবার সাথে ঝামেলা হয়েছিলো... ফেসবুক ঘাটতে ঘাটতে গান টা সামনে আসলো আর লিরিক্স দেখে চোখ থেকে জল পড়ছিলো :) তারপর যেয়ে বাবাকে বল্লাম সরি বাবা সব সময় কথা শুনবো তোমায় অনেক ভালোবাসি :) তারপর বাবা ও আমায় কাছে টেনে নিলো❤️ অনেক ধন্যবাদ ভাই এমন অসাধারণ গান শোনানোর সুযোগ করে দেওয়ার জন্যে!❤️
এখনো আমার বাবা কোন শখ অপুণ্য রাখেনি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু না শব্দটা শুনিনি বাবার মুখে ❤️❤️ পৃথিবীর সকল বাবা-মা ভালো থাকুক এটাই কামনা করি 😢
ধন্যবাদ তানভীর ভাইকে।। আপনার এই গানটি শুনে বাবার জন্য এত কাঁদতে পারছি । অনেক ভালোবাসি তোমায় বাবা হয়তোবা কখনো বলা নি কিন্তু আপনার স্বপ্ন পূরণের পর আপনারে জরিয়ে ধরে কাঁদব বাবা ❤
বাবা তুমি আমার বেচে থাকার কারণ। নেই তোমার মতো কেউ এতোটা আপন। সত্যি অসাধারন। যেমন সুন্দর লিরিক্স ঠিক তেমনি তানভীর ইভান ভাইয়ের সুমধুর কন্ঠ। একদম হৃদয় ছুয়ে গেল।
অনেক দিন পর dislike ছাড়া একটা গান দেখলাম, আসলে বাবা জিনিসটা অন্যরকম ছোট থাকতে সবচেয়ে বিরক্তের ব্যাক্তি যত বড় হতে থাকি ততই বুঝতে পারি বাবা কেন বাবা 🥰❤️ আল্লাহ সব বাবা মার হায়াত আরো বাড়িয়ে দেক
আমি সৌদি আরব থাকি আজকে আমার বাবার কথা খুব খুব মনে পড়তেছে তাই গান টা বার বার শুনছি এবং বাবার সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ আমার বাবা এখনো বেঁচে আছে দোয়া চাই সবার কাছে আমার বাবার জন্য কারো চোখে যদি আমার কমেন্টটা পড়ে যদি একটা লাইক দেয় notification পেয়ে আবার গানটা শোনা যাবে।
বাবা হচ্ছে নিম গাছের মতো যার পাতা যতই তেতো হোক না কেন কিন্তু তার গুনাগুন অতুলনীয় 💖 ছোট বেলা থেকে বাবা আমাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু বাবাকে একটা কথা কখনো বলা হয়নি I love u baba 💖💖💖
যখন বাবা ছিল বুঝিনি বাবা কি ছিল আমার জীবনে। আজ বুঝি বাবা ছাড়া জীবন কত কঠিন। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে সবাই বাবা ডাকতে পারলেও আমি পারিনা (19-02-2021 ) । সবাই দোয়া করবেন উনার জন্য, যেন আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ❤ ❤❤ I really miss you abba😭❤️
Abbu ke ar dakte na parar onek koshto..abbur number theke call ashena ..etto jontrona hoy ..majhe majhe emni emni chitkar kore onek bar abbu abbu daki....
গানটাতে কি এমন আছে আমি জানিনা, তবে যতবারি শুনি শরীর টা স্থির হয়ে যায় আর চোখের কোণে ছোট একটা পানির কণা গড়িয়ে পড়ে যায়..!!🙂 ভালোবাসি আব্বুকে অনেএএএএএক!💝 হাজার বছর বেঁচে থাকো আর সুস্থ থাকো..!!😊💝
2024 এ রাত্রি 1 টার সময় এই গানটি কম করে 10-15 বার সুনলাম আর বাবা এখোনো আমাদের জন্য যেই কষ্ট করে চলেছে সেই টা ভেবেই কম করে 1 ঘন্টা চোখের থেকে জল বেরোলো 🥺 তোমাই কোনোদিন সামনাসামনি বোলিনি আর বলতে ও পারব না কিন্তুু তোমাকে সত্যি খুব ভালোবাসি বাবা ♥
বাবা কে হারাইছি 2013 সালে তখন আমার বয়স 5 বছর। এখন আমার বয়স ১৭। যত বড় হইতাছি তত বাবার অভাব বুঝতে পারতাছি । চারিদিকের মানুষ বাবা না থাকার কারনে আমাকে কষ্ট দেয়। এমনকি teacher রা বাবা না থাকার কারনে কষ্ট দেয়। বাবা না থাকার কারনে যে কষ্ট হয় যাদের বাবা আছে তারা বুঝে না। আল্লাহ সবাইকে বুঝতে তৌফিক দান করুক। আল্লাহ যেন আমার বাবা কে জান্নাত দান করে🥹🥹🥹। i miss you abbu. Tumk ami khob valobasi 🥹🥹😭
এই পৃথিবীতে কেউ বাবার অভাব পূরণ করতে পারে না.......বাবা মানে হাজারো কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফুটানো........একজন সন্তানের কাছে বাবা মানে মাথার উপর ছায়া.....👨👧💙
No one in this world can fill the lack of a father........a father means a smile on a child's face hiding a thousand hardships.......to a child a father means a shadow over the head..... Today I don't have my father so now I know how much my father is worth and how he used to run such a big family I didn't understand before but now I do so I understand that only after so much trouble there was a smile on my father's face Dad you are strange there is no one above you
Tik bolsen baba mane chaya. Ar Ma mane maya. Amar jibon thaka maya ta chola gase. Allah jano amar amma k jannat Dan koran dhuya korben sobbai. Ar amar chaya ta jano thake. Na ami nije hoyto thako na.
এই গানটি শোনার পর থেকে সব ছেলেদের মনে বাবার প্রতি আলাদা একটি ভালবাসা জন্মেছে।🥺💟 সত্যিই বাবা তোমায় অনেক ভালবাসি ।🥰❤ - অনেক অনেক ধন্যবাদ এই গানের শিল্পীকে।❤
আমি ইন্ডিয়া থেকে বলছি এই গানটা যতবার শুনি যায় ততবার চোখের জল আটকে রাখতে পারিনা সবথেকে বড় কথা হলো এখনকার সময় ছেলে মেয়ে বাবা-মাকে কতটা রেস্পেক্ট দেয় না এবং তাদেরকে আঘাত করে চলে যায় কিন্তু আমি প্রত্যেকটা দাদাকে এবং ভাইকে এবং দিদিকে এবং ছোট্ট বুনু কে একটাই কথা বলবো পৃথিবীতে যদি কেউ থেকে থাকে তাহলে সবার আগে থাকবে বাবা-মা কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পাই না বাবা-মাকে হার্ড করে চলে যাই এটা করা ঠিক না বাবা মাকে ভালোবাসো আর আপন করে নিজের কাছে রেখে দাও সকলের কাছেই ভালোবাসাটা রইল আমার প্রতি আই লাভ ইউ বাবা মা ❤
Father is the sweetest word The first word I've said He's the reason I am alive He's like the palm tree who saved me from all the thunders of rain All the burses He made feel the most important even though I'm useless . We can't thank and give back what our parents gave us . The proper way of thanking our parents is can't be explained in word .
প্রত্যেক মেয়ের প্রথম ভালোবাসাই তার বাবা হয়🥺🙂 সে জায়গা অন্য কোন ছেলেলে নিতে পারবে না। হ্যাঁ, কখনো বলতে পারিনি ঠিকই কিন্তু বাবা তোমাকে অনেক বেশী ভালোবাসি 🙂🥰
মাত্র দুইমাস আট দিন বয়সে বাবাকে হারাই, বাবাকে দেখিনি কোনওদিন তবুও বাবা আমার সবচেয়ে আপন,সবচেয়ে কাছের।। সব বাবাদের ভীড়ে আমি আমার বাবাকে খোঁজার চেষ্টা করি।। আচ্ছা, বাবা থাকলে আমায় কিভাবে আদর করতেন কিভাবে শাসন করতেন এই কল্পনায় বেঁচে আছি। আর এখন আমার বেঁচে থাকার প্রেরণা আমার একমাত্র ছেলে তাকে আমি আমার বাবার চোখে দেখি।।
বাবা মারা গেছেন ১৯৯১ ইং ২৭ নবেম্বর, এখন ও প্রতি ক্ষনে প্রতিপদে বাবার কথা, স্মৃতি, নসিহত,ছোট বেলায় বিভিন্ন জায়গায় বেড়ানো,বাজার থেকে পছন্দের খাবার, ফলফলাদি এনে খাওনোর স্মৃতি সর্বদা চোখের সম্মুখে দেখতে পাই এবং আমার বাবা অত্যন্ত জ্ঞানী ও শিক্ষিত, ধার্মিক আলীম ও একাধারে বাংলার পন্ডিত ছিলেন, আজ হঠাৎ এই গানটি শুনে বুকের মধ্যে ছ্যাৎ করে উঠলো, আল্লাহ বাবাকে জান্নাতুল ফেরদৌসে সুখে শান্তিতে রাখুন। এবং সেই সাথে আমার জন্মদাত্রী মা কেও।
এই নাটকটা দেখার পর নিজের অজান্তে দুই চোখের কোনায় জল জমে গিয়েছে। আসলে বাবারা অনেক কিছু করে তার ছেলে মেয়েদের জন্য। ভালো থাকুক প্রিয় বন্ধুর মতো বাবা গুলো 🖤🙂
বাবা মানে বটবৃক্ষের ছায়া, বাবা মানে নির্ভরতা, বাবা মানেই এক আকাশ বিশালতা সন্তানের মঙ্গলে যে মানুষটা জীবনের শেষ রক্তবিন্দুও নিঃস্বার্থভাবে ত্যাগ করতে একটিবারও ভাবেন না, তিনিই বাবা। 💝 পৃথিবীর সব বাবা ভালো থাকুন এই প্রত্যাশায় সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।
প্রায় ১২বছর আগে বাবাকে হারানোর পর থেকে জীবনের সাথে এক রকম যুদ্ধ করে যাচ্ছি।উপর থেকে হাসিখুশি দেখালেও ভিতর থেকে খুশি থাকতে পারি না।অনেক মনে পরে বাবার কথা🙃😭
প্রায় 11 বছর আগে বাবাকে হারানোর পর থেকে বলা চলে জীবনের সাথে একরকম যুদ্ধ করে যাচ্ছে হাসিখুশি দেখালেও ভিতরটা প্রায় অন্ধকার।অনেক মনে পড়ে বাবাকে শুধু কান্না করা ছাড়া 😔😭😭
গানটা শুনলে গায়ের লোম দাড়িয়ে যায় জানি না কেনো এমন হয় 🙄 bf বা gf যেমন করে একে অপরকে i love u বলে বাবাদের আমরা কোনদিন ওভাবে বলি না যে বাবা i love u কিন্ত বাবারা সর্বদা আমাদের হৃদয়ের জুড়ে থাকে ❤️❤️
Listen bro bf and gf relationship ta toiri kori amra kintu baba er sathe janmogato samparko blood er samparko. R blood amader heart dara sanchalito hoi. Tai baba r proti love heart theke automatically ase eta couple relationship er moto toiri korte hai na.
আগেও অনেকবার গান টা শুনেছি কিন্তু কিছু সেভাবে মনে হয় নি । আজ ইউনিভার্সিটির লাস্ট ইয়ারে এসে গানটা শোনার পর নিজে থেকেই চোখের কোণে জল চলে আসে । ভালো থেকো বাবা & মা ❤️
বাবাকে হারাই নি এখন, কিন্তু যতবার শুনিছি ততবারই কেঁদেছি বাবা কে বুঝতেছি যতবড় হচ্ছি, আর এই গানের কথা ও সুরকারের ভালোবাসা রইলো এমন বাস্তব চিএ নিয়ে এসে বাবার ভালোবাসা পূর্ণজাগরণ সৃষ্টিতে সহায়ক করে,
পড়াশোনার জন্য মেসে থাকতে হয়,বাবাকে যখন মিস করি এই গানটা শুনি আর চোখে অজান্তেই পানি চলে আসে।ভালো থাকুক পৃথিবীর সকল মা-বাবারা,বেঁচে থাকুক হাজার বছর ❤️কারণ মা-বাবা ছাড়া জীবন অসম্পূর্ণ।
২০ বছর বাবা ছাড়া 😅 মারা যাননি, তার আলাদা একটা দুনিয়া আছে, সেখানে স্ত্রী ও সন্তান আছে 😢 বাবা শব্দটা আমার কাছে ঘৃণিত ছিল। আল্লাহর রহমতে এখন বাবা হয়েছি, কত যে স্মৃতি মধুর এই শব্দটি এখন উপলব্ধি করতে পারি ❤ ভালো থাকো পৃথিবীর সকল মা, মা, মা, বাবা রা ❤
বাবা-মা ) অমূল্য রত্ন বেঁচে থাকতে যত্ন করতে শিখুন, হারিয়ে গেলে পরে বুঝবেন যে কি হারিয়েছেন, প্রিয় ( মা-বাবা ) কখনো সামনা সামনি বলা হয়ে উঠেনি অনেক ভালোবাসি আপনাদের, ❤️ দূর প্রবাস থেকে অনেক মিস করি আপনাদের।❤️
আজ ১৮ বছর ধরে বাবা ডাকতে পারি না, বাবার অপূর্নতা প্রতিটা মূর্হুতে আমার হৃদয়ে আচড় কেটে যায়, যখনই কোনো ইমোশনাল নাটক বা গান দেখি তখন ছোটবেলার স্মৃতিগুলো বারবার মনে পড়ে, অজান্তেই দু চোখে পানি চলে আসে, আর এখন এই ইমোশন টা বেশি কাজ করে, কারন আজ আমি নিজেই ছেলের বাবা। বাবা মানে এমনই একটা বটগাছ যার ছায়া মুত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পার হতে পারবে না, তাই যাদের বাবা আছে তারা সম্মান করো আর ভালোবাসো বাবাকে, বেঁচে থাকুক বাবা সন্তানের ভালোবাসা, I Love you Baba❤️❤️❤️
I lost my father when I was 7. From then on every time I see any tall man with glasses I look for my father in him. I am now a father with a twin. May Allah grace him in the Jannah.
It might be hard to listen for those who lost their father.💔
But still i hope you all like this track as usual.😊
First comment
Vai sei hoice❤❤
Masterpiece bhaiya erokom aro track chayyy.💛🕊️
তানভীর ইভান ভাই চট্টগ্রামের ভাষায় একটা গান চাই। 🎶
-চাটগাঁইয়া পোয়া! 💙
Love you bhaiya.💛
বাবাকে হারিয়েছে সেই ২০০৭ সালে,, তখন আমার বয়স ১৩ বছর,, ভালো ভাবে কিছুই বুঝি না, এখন বুঝি বাবার অপূর্ণতা টা কত টুকু,, তাই যার বাবা আছে তারা সবাই বাবার সাথে ভালো ব্যবহার করবেন,,, পৃথিবীর সকল বাবার প্রতি রইলো ভালোবাসা 😍😍
Qqqqqq
আমি হারিয়েছি দুই মাস হল...!
বাবার জন্য দুয়া প্রার্থী সবার কাছে...🥀
Ami amer baba ke 2week aage hariyachi 🙂🥀
,😭😭😭
@Saurav Joshi Vlogs ( Fan Club) tokhn...vlo kore bujhiye bolte hbe.emn vbe blte hbe jno se bujhe...jno kotha gulo tar mon chuye jai
আজকে আমি আব্বুকে গানটা শুনাইলাম। পুরাটা শুনাতে পারি নাই, তার আগেই দুইজন জড়িয়ে ধরে কেঁদে দিছি। অদ্ভুতুড়ে একটা ঘটনা। বাবার বয়স প্রায় ৭০ বছর, হার্টের সমস্যা আছে। সবাই দোয়া করবেন। জানি সেই কঠিন, নির্মম দিনটা আসবেই। তার আগে যেন কিছু একটা করে বাবাকে খুশি করতে পারি। কি আর করার, কেউ থাকে না চিরদিন সাথে।
দোয়া করলাম ভাইজান ❤️
doah roilo❤️❤️❤️
😘🥰❤️
ভগবানের কাছে পৃথিবীর প্রতিটা মা বাবার জন্য প্রার্থনা থাকবে ।
🖤
আব্বুকে হারিয়েছি ১বছর ১মাস ১৩দিন, এই গানটা তখন শুনি যখন খুব বেশি আব্বুর কথা মনে পড়ে,আর মনের অজান্তেই কেঁদে ফেলি!😅
ভালো থাকুক বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা❤️
💔
এটি গান নয়,এটি ইমোশন।
এই গান যতই শুনি ততই চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যায়🥺
ruclips.net/video/bsvt9IsXTUg/видео.html
যতবার শুনি চিৎকার করে কাদি😥😢🥺🥺🥺🥺
😭😢😢😢😢😢
Like cawa lage like korle ki taka paben je like can
বাবা হচ্ছে
গানটি শোনার পর অজান্তেই চোখের পানি চলে আসছে।ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা।
আলহামদুলিল্লাহ এখনো বাবা নামক বৃক্ষটা বেচে আছে তাই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়❤️❤️
বাবা ছাড়া আমাদের সমাজে দাম নেই ••••••
Alhamdulillah
Yes
Sm😷🙂
Onek. Vaggoban vai💔
সবাই শুধু খোঁজ নেয়।
আর 'বাবা' পুরো দায়িত্ব নেয়।😊❤️🥀
বাবার সাথে কারো তুলনা হয়না...🥰🥀
Akdom Dada 🥺
You have told GOLDEN LINES❤️❤️❤️❤️❤️
What a comment!!
Right
@@only-comedy730 ur
ভাই গানটার প্রতি অসম্ভব একটা মায়া কাজ করে..
এটা গান নয় । এটা প্রতিটি ছেলেদের একটা ইমোশন😥
যখনি এটা শুনি চোখ দিয়ে শুধু অশ্রঝরে যায় ।
আল্লাহ আপনি পৃথিবীর সকল বাবাকে তোমার রহমত
দান করুন । প্রত্যেক সন্তানকে তার বাবার পাশে থাকার রহমত দান করুন ❤। প্রত্যেকের জন্য তার বাবা একটা সুপার হিরো ❤❤❤
যতবার গানটা শুনি ততবার চোখে জল আসে, তাই খুব একা থাকলে রিপিট দিয়ে শুনতে থাকি, আর আব্বুকে মিস করে ইচ্ছা মত কাঁদি,,,কিছুই করে খুশি করার আগে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।
Ekdom 😢😢 r kar jonno korbo
Same vai❤
এই প্রথম কোনো গান শোনে চোঁখ অশ্রুভেজা হলো 💛
সম্মান জানাই বাবা নামের চরিত্রের মানুষগুলোর প্রতি 💜
Ai prothom chokhe pani asle,
Chokher dct dekhan.
@@tahajibhridoy4478 ekhane bolache prothom kono gan sune chokhe jol aslo jiboner prothom chokhe jol asache bole ni
😍😍💕🥺
@@afrajshaikh7923 ji vi
Hmmm
বাবাকে কখনো কাদতে দেখিনি হয়তো বাবার শরীরে ঘামই চোখের পানি ছিলো🥰😢
২০১৮ সনের পহেলা জুলাই বাবাকে হারাই,নিজের চোখের সামনে প্রায় বাবাকে না ফেরার দেশে চলে যেতে দেখেছি 🥲 বাবা জখন হাসপাতালের বেডে মূতুর সঙ্গে পানজা লরছে তখন আমি বাবার পাশেই ছিলাম😌 বাবা হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছিলো& আমার সৌভাগ্য হয়নি বাবার সেস কথাটা শোনা কারন তখন আমি অঙ্গান হয়ে পরে ছিলাম🙃 জখন গ্ঙান ফিরলো তখন দেখি বয় গুলো বাবাকে ICC থেকে বের করে লিফট এর ভিতর নিয়ে চলেগেছে, অনেক করে বললাম বাবাকে বুকে চেপে ধরে একটু কান্না করি but তা আর হলো নাহ😪😪
@@smfazlynurrasell1679 মহান আল্লাহ তায়ালা আপনার বাবাকে মাফ করুন এবং জান্নাত দান করন আল্লাহুমা আমিন।
Ekdom dada thik bole6en apni ❤
😢
😢
আব্বু নেই আজ প্রায় ১ বছর ৬ মাস
আব্বু মারা যাওয়ার পর দুনিয়া কতটা কঠিন তা বুঝে গিয়েছি আসলেই আব্বু
নেই তোমার মত কেউ এতটা আপন :)
ভালোবাসি তোমাকে আব্বু।
আল্লাহ সকল বাবাকে জান্নাত নসিব করুন ❤
6 year
:'( ameen
Baba sobsomoy oviman kore cheleder sathe kinto tar ontor hahakar kore cheler jonno miss you baba ei probash theke jeteo psri nai tomake dekhte maf kore dio baba
@@Muhammad_Tanvir 2
Amin
বাবাকে এখনো হারাইনি,
কিন্তু হারালে কি করব সেটা ভেবে চোখে পানি চলে আসলো
ভালো থাকুক সকলের প্রিয় বাবা
Thik bolsen vi amio😭
Same brooo
@Syed Meraz Ahmed Maruf amin
লাভ ইউ বাবা
আমার বাবা এখনও আমার সাথে আছে , এই গান টা যখনই শুনি আমার চোখে জল এসে পড়ে । আমি শুধু এইটাই ভাবী আমরা বাবা থাকা সত্ত্বেও এই গান শুনে এতো কষ্ট পায় আর যাদের বাবা নেই তাঁদের তো আমার থেকে হাজার গুণ বেশি কষ্ট হয়। পৃথিবীর সমস্ত বাবা ভালো থাকুক এতটাই ভগবান এর কাছে কামণা করি ।
আমার মতো যাদের বাবা নাই,, 😢😢 সবার বাবাকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুক 🤲😢 মিস ইউ বাবা 😢🤲😭 গানটা যত বার দেখি শুধু চোখের পানি ঝরে 😭😭😢
baba mara geche jdi ekbar tar dekha paitam, kotota valobasi bolte partam,,,jni eta paglami
Ameen
Akon kub icca Hoy je Baba tomake vlobasai koto janate 😣
Amin
😭😭
আমার বাবা খুব অসুস্থ হসপিটালের বেডে আছে৷ সবার কাছে দোয়া চাইছি৷ 🙏🙏🙏
ফি আমানিল্লাহ
Goad bless
Good bless him 😢😔.I can fell your pain brother 😅.💔
Pray for God
আপনার আব্বু যেনো সুস্থ হয়ে উঠে
বাবার সাথে ঝামেলা হয়েছিলো... ফেসবুক ঘাটতে ঘাটতে গান টা সামনে আসলো আর লিরিক্স দেখে চোখ থেকে জল পড়ছিলো :) তারপর যেয়ে বাবাকে বল্লাম সরি বাবা সব সময় কথা শুনবো তোমায় অনেক ভালোবাসি :) তারপর বাবা ও আমায় কাছে টেনে নিলো❤️
অনেক ধন্যবাদ ভাই এমন অসাধারণ গান শোনানোর সুযোগ করে দেওয়ার জন্যে!❤️
very very good❤
Keep smiling with your father...best wishes for you❤❤
Great bro
Very good 🥰
❤️❤️❤️
বাবা অসুস্থ হওয়ার পর থেকে যতোবারই গানটা শুনছি কান্না করছি😭😭
আল্লাহ পৃথিবীর সকল বাবাকে সুস্থ রাখুক♥️
Amin
আল্লাহুম্মা আমিন
Allah apnar babake sofa
امين
Amin
এখনো আমার বাবা কোন শখ অপুণ্য রাখেনি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু না শব্দটা শুনিনি বাবার মুখে ❤️❤️ পৃথিবীর সকল বাবা-মা ভালো থাকুক এটাই কামনা করি 😢
Amar jokhon chilo amio kokhono an suni nai
Amin
Yes. My life is same with you..
Sob baba ra valo hoy nah... Kichu baba.. Cele meyeder jibon ses kore dewar jonno hoy😭
@@radiya3094 😭
ধন্যবাদ তানভীর ভাইকে।। আপনার এই গানটি শুনে বাবার জন্য এত কাঁদতে পারছি । অনেক ভালোবাসি তোমায় বাবা হয়তোবা কখনো বলা নি কিন্তু আপনার স্বপ্ন পূরণের পর আপনারে জরিয়ে ধরে কাঁদব বাবা ❤
সবাইত মা নিয়েই গান করে কিন্তু এর মাঝে এত সুন্দর একটা বাবা নিয়ে গান শুনলাম মানে মোখের ভাষা হারিয়ে ফেল্লাম love u baba
Tanveer evan er maa gaan ase. Onk ager
বাবা তুমি আমার বেচে থাকার কারণ। নেই তোমার মতো কেউ এতোটা আপন। সত্যি অসাধারন।
যেমন সুন্দর লিরিক্স ঠিক তেমনি তানভীর ইভান ভাইয়ের সুমধুর কন্ঠ। একদম হৃদয় ছুয়ে গেল।
অনেক দিন পর dislike ছাড়া একটা গান দেখলাম, আসলে বাবা জিনিসটা অন্যরকম ছোট থাকতে সবচেয়ে বিরক্তের ব্যাক্তি যত বড় হতে থাকি ততই বুঝতে পারি বাবা কেন বাবা 🥰❤️ আল্লাহ সব বাবা মার হায়াত আরো বাড়িয়ে দেক
ভাই ইউটিউব ডিসলাইক দেখানো টা বন্ধ করে দিছে
amin
আমি সৌদি আরব থাকি আজকে আমার বাবার কথা খুব খুব মনে পড়তেছে তাই গান টা বার বার শুনছি এবং বাবার সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ আমার বাবা এখনো বেঁচে আছে দোয়া চাই সবার কাছে আমার বাবার জন্য
কারো চোখে যদি আমার কমেন্টটা পড়ে যদি একটা লাইক দেয় notification পেয়ে আবার গানটা শোনা যাবে।
❤
৮ বছর যাবত বাবা প্রবাসে গিয়েছে, যখন বাবা বাড়িতে ছিলো তখন বুঝতাম না বাবা কি জিনিস, এখন যখন বুঝতে শিখেছি বাবা তখন পাশে নেই। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা❤
❤
হুম সবাই দোয়া করবেন মা বাবার জন্য ❤️❤️❤️
Sem obstha amr akhon🙂 8 years dhore but i miss youu😭😭😭
Ekhon sob bujte pere baba r jonno ki koren baba ke phone koren khotha bolen
সন্তানের সফলতা না দেখে কোন বাবার যেন মৃত্যু না হয় 😢❤
নাই😅😢😢😢😢😢😢😢
Amin
কিন্তু আমার ভাগ্য তা আর হল না 🥺😭
@@simithu3804 amaro🥲
আমারও সেই কষ্ট ভাই 😭😭
বাবা হচ্ছে নিম গাছের মতো
যার পাতা যতই তেতো হোক না কেন
কিন্তু তার গুনাগুন অতুলনীয় 💖
ছোট বেলা থেকে বাবা আমাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু বাবাকে একটা কথা কখনো বলা হয়নি I love u baba 💖💖💖
সত্যি বাবাকে একটা কথা এখনো বলা হয়নি 😭
বাবা তোমাকে সত্যি অনেক ভালোবাসি নিজের থেকেও। 😭💝🥰
Love you baba❣️
Prd
Asholei chaile o joriye dhore chitkar kore bolte pari na je valobashi baba tomay,, onek beshi
বাবা তোমাকে অনেক ভালোবাসি ।খুব মিস করি।
I Wish আমার বাবার আগে যেনো আমার মরণ হয় আমিন 🥺🤲
যখন বাবা ছিল বুঝিনি বাবা কি ছিল আমার জীবনে। আজ বুঝি বাবা ছাড়া জীবন কত কঠিন। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে সবাই বাবা ডাকতে পারলেও আমি পারিনা (19-02-2021 ) । সবাই দোয়া করবেন উনার জন্য, যেন আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ❤ ❤❤
I really miss you abba😭❤️
Abbu ke ar dakte na parar onek koshto..abbur number theke call ashena ..etto jontrona hoy ..majhe majhe emni emni chitkar kore onek bar abbu abbu daki....
গানটাতে কি এমন আছে আমি জানিনা, তবে যতবারি শুনি শরীর টা স্থির হয়ে যায় আর চোখের কোণে ছোট একটা পানির কণা গড়িয়ে পড়ে যায়..!!🙂
ভালোবাসি আব্বুকে অনেএএএএএক!💝
হাজার বছর বেঁচে থাকো আর সুস্থ থাকো..!!😊💝
ঠিক বলছেন গানটা শুনলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়।
হম ঠিক বলছেন। এক দিন আমরা থাকবো না। আমাদের সন্তান রা য়দি এ গান শুনে আমাদের মনে করে।
ইনসা -আল্লাহ
Amin
যে মানুষই এই গান টা গেয়েছে তার সুরে সত্যি সেই কান্না টা উপলব্ধি করা যায়❤️
😢
Right he is Tanveer Evan
তার বাবা মা ও গানটা শুনে কান্না করেছে
😢😭😭
এই গানটা শোনার জন্য আবেগ লাগে,মন লাগে,এজন্যই শ্রীলঙ্কান গানে কোটির উপরে ভিউ আর এই গানটাই ১ মিলিয়ন হতেই কষ্ট হয়েছে।
manusar ruci nai
ঠিক বলেছেন আপু
Sotti e tai 😭
true 💔
Absoloutly Right
2024 এ রাত্রি 1 টার সময় এই গানটি কম করে 10-15 বার সুনলাম আর বাবা এখোনো আমাদের জন্য যেই কষ্ট করে চলেছে সেই টা ভেবেই কম করে 1 ঘন্টা চোখের থেকে জল বেরোলো 🥺 তোমাই কোনোদিন সামনাসামনি বোলিনি আর বলতে ও পারব না কিন্তুু তোমাকে সত্যি খুব ভালোবাসি বাবা ♥
গানটা শুনে ছোটবেলার কথা মনে পরে গেলো আর চোখ থেকে কয়েক ফোঁটা পানি অজান্তেই পরে গেলো। বাবাকে কখনো বলা হয় না বাবা তোমায় অনেক ভালোবাসি ❤️
Somoi thakte thakte take bujhiye daw je tumi take kotota valo basho ami to bojhate pari ni konodin parbo naa😭😭😭😭
Hum Right
সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন!🙏 কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার🙂,আর বাবা চলে গেলে জীবন অন্ধকার🥲
Akdom thik
এটা ঠিক ভাই❤️🙂
Right
সেরা কমেন্ট বাবার সম্পর্কে 💖
সঠিক
- বাবাগুলো প্রচুর নিষ্ঠুর হয়!
- শুধু প্রিয় সন্তানের দূরে যাওয়া মেনে নিতে পারে না 🥀
বাবা নেই আজ ১১ বছর, এই গানটা শুনলেই মনটা কেমন যেন করে ওঠে। ভাল থাকুক পৃথিবীর সব বাবা।
ঘরের চার দেওয়ালের বাইরের জীবনটা কতটা কঠিন আর কষ্টের সেটা এক মুহূর্তের জন্যও বুঝতে না দেওয়া মানুষটার নাম "বাবা" ❤️❤️❤️।।
Hmm
ঠিক বলেছেন ভাই
😭😭😭
Hmm
এই গানটি যতবার শুনি ততবারই চোখে জল চলে আসে ❤️ আজ ১৯ জুন ২০২২ father's day 🥀💐পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক❤️
Akdom
Ami kokhono baba ador payni baba ador kamon tao bujhi na
❤️ লিরিক্স টা ইতিহাস গড়ার জন্য যথেষ্ট । আর পিরন ভাই মাষ্টার আপনি ।
ruclips.net/video/I5uc3xmFYos/видео.html
❤️❤️
বাবা কে হারাইছি 2013 সালে তখন আমার বয়স 5 বছর। এখন আমার বয়স ১৭। যত বড় হইতাছি তত বাবার অভাব বুঝতে পারতাছি । চারিদিকের মানুষ বাবা না থাকার কারনে আমাকে কষ্ট দেয়। এমনকি teacher রা বাবা না থাকার কারনে কষ্ট দেয়। বাবা না থাকার কারনে যে কষ্ট হয় যাদের বাবা আছে তারা বুঝে না। আল্লাহ সবাইকে বুঝতে তৌফিক দান করুক। আল্লাহ যেন আমার বাবা কে জান্নাত দান করে🥹🥹🥹। i miss you abbu. Tumk ami khob valobasi 🥹🥹😭
এই পৃথিবীতে কেউ বাবার অভাব পূরণ করতে পারে না.......বাবা মানে হাজারো কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফুটানো........একজন সন্তানের কাছে বাবা মানে মাথার উপর ছায়া.....👨👧💙
No one in this world can fill the lack of a father........a father means a smile on a child's face hiding a thousand hardships.......to a child a father means a shadow over the head..... Today I don't have my father so now I know how much my father is worth and how he used to run such a big family I didn't understand before but now I do so I understand that only after so much trouble there was a smile on my father's face Dad you are strange there is no one above you
Tik bolsen baba mane chaya. Ar Ma mane maya. Amar jibon thaka maya ta chola gase. Allah jano amar amma k jannat Dan koran dhuya korben sobbai. Ar amar chaya ta jano thake. Na ami nije hoyto thako na.
এই গানটি শোনার পর থেকে সব ছেলেদের
মনে বাবার প্রতি আলাদা একটি ভালবাসা
জন্মেছে।🥺💟
সত্যিই বাবা তোমায় অনেক ভালবাসি ।🥰❤
- অনেক অনেক ধন্যবাদ এই গানের
শিল্পীকে।❤
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ হযরত মুহাম্মদ (সাঃ) ] 🌹🌹🌹🌹
সে ঠিক আছে ভাই তুমি সব কিছু ফিরে পাবে
কিন্তু বাবা মা কে আর ফিরে পাওয়া যায়না... বাবা মা এর চেয়ে উত্তম আর কিছু নেই
অবশ্যই আমি বাবা মায়ের থেকে উওম কিছুই পাবো না।
আমি ইন্ডিয়া থেকে বলছি এই গানটা যতবার শুনি যায় ততবার চোখের জল আটকে রাখতে পারিনা সবথেকে বড় কথা হলো এখনকার সময় ছেলে মেয়ে বাবা-মাকে কতটা রেস্পেক্ট দেয় না এবং তাদেরকে আঘাত করে চলে যায় কিন্তু আমি প্রত্যেকটা দাদাকে এবং ভাইকে এবং দিদিকে এবং ছোট্ট বুনু কে একটাই কথা বলবো পৃথিবীতে যদি কেউ থেকে থাকে তাহলে সবার আগে থাকবে বাবা-মা কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পাই না বাবা-মাকে হার্ড করে চলে যাই এটা করা ঠিক না বাবা মাকে ভালোবাসো আর আপন করে নিজের কাছে রেখে দাও সকলের কাছেই ভালোবাসাটা রইল আমার প্রতি আই লাভ ইউ বাবা মা ❤
Father is the sweetest word
The first word I've said
He's the reason I am alive
He's like the palm tree who saved me from all the thunders of rain
All the burses
He made feel the most important even though I'm useless .
We can't thank and give back what our parents gave us .
The proper way of thanking our parents is can't be explained in word .
🥰🥰
Hmmm 😭😭
প্রত্যেক মেয়ের প্রথম ভালোবাসাই তার বাবা হয়🥺🙂
সে জায়গা অন্য কোন ছেলেলে নিতে পারবে না।
হ্যাঁ, কখনো বলতে পারিনি ঠিকই
কিন্তু বাবা তোমাকে অনেক বেশী ভালোবাসি 🙂🥰
❤️❤️
Ji apuu❤️❤️
মাত্র দুইমাস আট দিন বয়সে বাবাকে হারাই, বাবাকে দেখিনি কোনওদিন তবুও বাবা আমার সবচেয়ে আপন,সবচেয়ে কাছের।।
সব বাবাদের ভীড়ে আমি আমার বাবাকে খোঁজার চেষ্টা করি।।
আচ্ছা, বাবা থাকলে আমায় কিভাবে আদর করতেন কিভাবে শাসন করতেন এই কল্পনায় বেঁচে আছি। আর এখন আমার বেঁচে থাকার প্রেরণা আমার একমাত্র ছেলে তাকে আমি আমার বাবার চোখে দেখি।।
প্রত্যেকটা ছেলের প্রথম ভালোবাসার যায়গা তার মা।
সে যায়গাটা পৃথিবীর কোন মেয়ে কখনো নিতে পারবে না।
সে যতই বিশ্বাস যোগ্য আর সুন্দরী হোক না কেন।
ami oh apank onk valobashi
"আপন" এর "বাবা তুমি"
"মায়ের ডাক" এর "ও মা"
Two masterpieces of this Eid 💖........
Right
Right ❤️❤️
আলহামদুলিল্লাহ আব্বু এখনো আছে ❤️ আল্লাহ আমার বাবা যেন হাজার বছর বেচে থাকে
অন্তরকে স্পর্শকারী উক্তি😭 🥰😍। আমার কাছে এটা গান নয় কিছু ভালোবাসা,কিছু আবেগ,কিছু মায়া,কিছু স্মৃতি যা জীবনে বাবার অবদানকে বারবার স্মরণ করিয়ে দেয় -❤️❤️।
৩ বছর হলো বাবাকে হারিয়েছি গানটা শুনলেই কলিজাটা ফেটে কান্না আসে।বাবা❤😭😭😭
😢😢
Same😢
আমি বাবা হারিয়েছি 16 বছর হলো। আমার যখন 5 বছর বয়স তখন বাবা মারা যায়।
আমিও প্রায় তিন বছর হয়েছে বাবা কে হারিয়েছি 😢😢
😢😢😢
কমেন্ট পড়তে এসে চোখে জল ধরে রাখতে পারলাম না😭😭, সত্যি বাবার মর্মত্ব অনেক বেশী, অনেক বেশী ভালোবাসি তোমাকে বাবা❤️❤️
বাবা মারা গেছেন ১৯৯১ ইং ২৭ নবেম্বর, এখন ও প্রতি ক্ষনে প্রতিপদে বাবার কথা, স্মৃতি, নসিহত,ছোট বেলায় বিভিন্ন জায়গায় বেড়ানো,বাজার থেকে পছন্দের খাবার, ফলফলাদি এনে খাওনোর স্মৃতি সর্বদা চোখের সম্মুখে দেখতে পাই এবং আমার বাবা অত্যন্ত জ্ঞানী ও শিক্ষিত, ধার্মিক আলীম ও একাধারে বাংলার পন্ডিত ছিলেন, আজ হঠাৎ এই গানটি শুনে বুকের মধ্যে ছ্যাৎ করে উঠলো, আল্লাহ বাবাকে জান্নাতুল ফেরদৌসে সুখে শান্তিতে রাখুন। এবং সেই সাথে আমার জন্মদাত্রী মা কেও।
এই নাটকটা দেখার পর নিজের অজান্তে দুই চোখের কোনায় জল জমে গিয়েছে।
আসলে বাবারা অনেক কিছু করে তার ছেলে মেয়েদের জন্য।
ভালো থাকুক প্রিয় বন্ধুর মতো বাবা গুলো 🖤🙂
নাটকটার নাম কি??
Drama name?
Name ki vai
Natok name : apon ( আপন)
R amar to babai ney koto kedesi
আমার এই লেখাটি যিনি পড়ছেন, আল্লাহ যেন তার বাবাকে নেক হায়াত দান করেন এবং সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ❤️
Amin🖤
ছুম্মা আমিন 🤲
Amin
❤️❤️
Amin
Evan's voice is god gifted like seriously.
His voice is like❤️❤️🙂🙂🦋🦋✨✨
ruclips.net/video/rbHuudho7Hc/видео.html
গানের প্রতিটা লাইন,প্রতিটা অর্থ ই অনেক মুল্য৷ চোখের পানি ধরে রাখাই কষ্ট 🥹
গান টা অসম্ভব সুন্দর।🤗 আসলে (বাবা❤️) পৃথিবীর সব চেয়ে আপন মানুষ💜💜💜
বাবাকে হারালাম ১ বছর হলো,
গানটা হৃদয়ে দাগ কেটে দিলো😭😭
আল্লাহ আপনার বাবাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক
যতো বারই শুনি ততো বার ই কান্না করি . বাবা তুমি কেমন আছো ওই ছোট মাটির ঘরে 😭
জান্নাত বাসি করুন 💔😊
@@hasibullahsahmir7642😭😭😭😭😭😭
আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আব্বাকে পাশে রাখুক,আমরা মধ্যবিতব , অনেক কষ্ট করে সংশার চালাই আব্বা,, তাও আমাদের ভালো রাখার চেষ্টা করে সবসময় 🥰🥰🥰
- সবার ব্যস্ততা থাকে না, তাও খোঁজ নেয় না!
- আর বাবার কতশত কাজের মধ্যেও
খোঁজ নিতে ভোলে না 🥰🥀
গানটি যতবার শুনি, ততবার চোখে পানি চলে আসে। Thank You... Tanjib Sowrov & Tanveer Evan
বাবাকে হয়তো সচরাচর বলা হয় না, 'বাবা তোমাকে ভালোবাসি',
কিন্তু বলা না হলেও বাবা ঠিকই জানে কতখানি ভালোবাসি তাকে😊 কারন তিনি বাবা।😊🖤
Bola na hoye thakle bole den. Ami Amar Babake kakhonoi Bolte parini .14 year holo He is no more😭😭😭😭😭.....
না বলতে পারিনি তার আগেই বাবা আল্লাহর কাছে চলে গেছে।
right😭😭😭😭😭
পৃথিবীর সকল বাবাকে আল্লাহ ভালো রাখুক, আমিন। বাবা আসলেই পৃথিবীতে আল্লাহর দেওয়া একটা শ্রেষ্ঠ নেয়ামত 😊😊
বাবা মানে বটবৃক্ষের ছায়া, বাবা মানে নির্ভরতা, বাবা মানেই এক আকাশ বিশালতা সন্তানের মঙ্গলে যে মানুষটা জীবনের শেষ রক্তবিন্দুও নিঃস্বার্থভাবে ত্যাগ করতে একটিবারও ভাবেন না, তিনিই বাবা। 💝 পৃথিবীর সব বাবা ভালো থাকুন এই প্রত্যাশায় সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।
মা' বাবা কে শক্তপোক্ত সুস্থসবল দেখার মধ্যে যে একটা মানসিক শান্তি আছে , সেটা দুনিয়ার আর কোথাও নেই ♥️
Thik bolsen vai😊
আমার মা peralice
AMIN
Ufff His Voice...Goosebumps❤💗....He Is One Of The Greatest Singer Of Bangladesh ...Lots Of Love From Assam India❤🇮🇳❤
এত দরদ কেন এই গানটাতে? শুনলেই চোখের পানি ধরে রাখা যায় না
🥰🥰
@@weareevanians 😊❤
🥰🥰🥰
প্রায় ১২বছর আগে বাবাকে হারানোর পর থেকে জীবনের সাথে এক রকম যুদ্ধ করে যাচ্ছি।উপর থেকে হাসিখুশি দেখালেও ভিতর থেকে খুশি থাকতে পারি না।অনেক মনে পরে বাবার কথা🙃😭
প্রায় 11 বছর আগে বাবাকে হারানোর পর থেকে বলা চলে জীবনের সাথে একরকম যুদ্ধ করে যাচ্ছে হাসিখুশি দেখালেও ভিতরটা প্রায় অন্ধকার।অনেক মনে পড়ে বাবাকে শুধু কান্না করা ছাড়া 😔😭😭
প্রায় ৪ বছর আগে মাকে হারানোর পর থেকে জীবনের সাথে এক যুদ্ধ করে যাচ্ছি। উপর থেকে হাসিখুশি দেখালেও ভিতর থেকে খুশি থাকতে পারি না। অনেক মনে পরে মায়ের কথা🥺
may allah bless you brother
এটা গান নয়, এটা ইমোশন।
যতবার শুনি চোখে দিয়ে অশ্রুধার বয়ে যায় 😢
আল্লাহ যাদের বাবা বেচে নেই মারা গেছেন তাদের বাবাকে জান্নাতি বানাই দেন, আর যাদের বাবা বেচে আছেন তাদেরকে নেক হায়াত দান করেন আমিন 🤲
Amin
Amin
Amin
Amin😪
Amin💖
❤❤❤ Alhamdulillah বাবা মা এখনো bese ase,,, কিন্ত্ত গান ta এতটা ইমোশনাল যে ভাবী যখন থাকবে na , তখন কীভাবে থাকবো 😢😢😢😢ata ভেবেই khub কান্না করি,,,,😢😢😢
When Tanveer Evan said "বাবা তুমি আমার যত খুশির কারণ", That's enough 🥺🤍🦋!!
এই গানটা যতো শুনি বাবার প্রতি ভালবাসা আর বেরে যায় ❤️
ভাল থাকুক আমাদের সব বাবারা। 💞
গানটি যতবার শুনেছি ততবার চোখ দিয়ে পানি পড়েছে....আমি আমার বাবাকে অনেক ভালবাসি.... ভাল থাকুক পৃথিবীর সকল বাবা 😍😍👬
😭😭
ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল বাবা জন্য অনুভূতি করা র জন্য চোখে পানি চলে এসেছে বাবাকে অনেক ভালোবাসি।
বাবা এখনো বেচে আছে,,, খুব ইচ্ছে করে বাবাকে একবার জরিয়ে ধরে অনেক কাদতে,,কিন্তু কখনো হয়ে উঠে নি,,অনেক ভালোবাসি বাবা তোমায় 🥀❣️
Bhai amader to icche thakle joriye dore katte parbona, akhono babake joriye doren na hole jibon onek bodo kisu miss korben.
Bhai amader to icche korle o katte parbona, tai deriye na kore akhono baba ke joriye doren. Na hoy jibon onek bodo kisu miss korben
বাবাকে যরিয়ে দরে বলতে চাই বাবা তুমাকে অনেক ভালো বাসি
সকল সন্তানের মনের আশা পূরণ হোক তার বাবার জন্য। বেচে থাক বাবা নামক আমার বটগাছটা।
Amaro vai❤️
গানটাই একটা অন্যরকম যাদু আছে,, শোনা মাত্রই গায়ে কাটা দিয়ে আসে।
বাবাকে অনেক মিস করি😔😭।
অনেক ভালোবাসি বাবা তোমায়❤️
বাবার ভালোবাসা সেভাবে কখনো পাইনি। তবুও গানটা যতবার শুনি ততবার চোখে জল চলে আসে 🙂
🥀
sem😂😂😂
এটি শুধু একটা গান নয় এটি ইমোশন।
এই গানটি যতই শুনি ততই চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যায়🥺
Love You Baba♥
গানটা শুনলে গায়ের লোম দাড়িয়ে যায় জানি না কেনো এমন হয় 🙄 bf বা gf যেমন করে একে অপরকে i love u বলে বাবাদের আমরা কোনদিন ওভাবে বলি না যে বাবা i love u কিন্ত বাবারা সর্বদা আমাদের হৃদয়ের জুড়ে থাকে ❤️❤️
Listen bro bf and gf relationship ta toiri kori amra kintu baba er sathe janmogato samparko blood er samparko. R blood amader heart dara sanchalito hoi. Tai baba r proti love heart theke automatically ase eta couple relationship er moto toiri korte hai na.
আগেও অনেকবার গান টা শুনেছি কিন্তু কিছু সেভাবে মনে হয় নি । আজ ইউনিভার্সিটির লাস্ট ইয়ারে এসে গানটা শোনার পর নিজে থেকেই চোখের কোণে জল চলে আসে । ভালো থেকো বাবা & মা ❤️
এইসব গান কখনো ভাইরাল হয় না , পিউর ইমোশন ,অসাধারণ লিরিক্স, অপূর্ব কন্ঠ।
বাবা তুমি আবার কবে সব ভুল ভেঙে আমায় বুকে টেনে নিয়ে জরিয়ে ধরে বলবে আমার সন্তান😢😢😢 বাবা খুব মনে পড়ছে তোমায়😥😥লাভ ইউ বাবা❤❤
I literally cried when Nisho hugged his dad ! It's one of the greatest emotional scenes i have ever seen on bd on the media stream of 2021.
বাবাকে হারাই নি এখন,
কিন্তু যতবার শুনিছি ততবারই কেঁদেছি
বাবা কে বুঝতেছি যতবড় হচ্ছি,
আর এই গানের কথা ও সুরকারের ভালোবাসা রইলো এমন বাস্তব চিএ নিয়ে এসে
বাবার ভালোবাসা পূর্ণজাগরণ সৃষ্টিতে সহায়ক করে,
খুব শীগ্রই 🌹🌼
এই গানটা ভাইরাল হবে!!!🌼🧡🥰🥰
I know
R8 bro
Yes
Hoye giyeche already
ruclips.net/video/rbHuudho7Hc/видео.html
গানটির রচয়িতা ও সুরকার কে জানিনা।তবে তারা আমাদের হৃদয় ছুয়ে দিলো।
পড়াশোনার জন্য মেসে থাকতে হয়,বাবাকে যখন মিস করি এই গানটা শুনি আর চোখে অজান্তেই পানি চলে আসে।ভালো থাকুক পৃথিবীর সকল মা-বাবারা,বেঁচে থাকুক হাজার বছর ❤️কারণ মা-বাবা ছাড়া জীবন অসম্পূর্ণ।
same apub
হুম আমিও 😢
আব্বু আজকে এসেছিল ঢাকায়,এই মাএ ট্রেনে তুলে দিয়ে আসলাম, যাবার সময় বাবার চোখে পানি দেখে আমি এখনো রুমে এসে কান্না করতেছি😥😥😥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Same
Sm 😢 amio room kanna kortechi mukh balis chapa diye,, jate roommates bujte na pare ami kanna kortechi 💔😊
২০ বছর বাবা ছাড়া 😅
মারা যাননি, তার আলাদা একটা দুনিয়া আছে, সেখানে স্ত্রী ও সন্তান আছে 😢
বাবা শব্দটা আমার কাছে ঘৃণিত ছিল।
আল্লাহর রহমতে এখন বাবা হয়েছি, কত যে স্মৃতি মধুর এই শব্দটি এখন উপলব্ধি করতে পারি ❤
ভালো থাকো পৃথিবীর সকল মা, মা, মা, বাবা রা ❤
❤
Ekbar chesta koren sob kichu thik korar
Same vai😅💔
Same😢
গানটা যত বার শুনি চোখের পানি দরে রাখতে পারি না।
হে আল্লাহ তুমি আমার সহ পৃথিবীর সকল বাবাদের হায়াত বাড়িয়ে দাও
Amin
সকল বাবাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি
Amin
বাবা আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত, যার নাই সেই বুঝে বাবার অভাব,আল্লাহ তুমি এই বাবা মায়ের খেদমত করার তেীফিক দান কইরেন❤️❤️
বাবা-মা ) অমূল্য রত্ন বেঁচে থাকতে যত্ন করতে শিখুন,
হারিয়ে গেলে পরে বুঝবেন যে কি হারিয়েছেন,
প্রিয় ( মা-বাবা ) কখনো সামনা সামনি বলা হয়ে উঠেনি অনেক ভালোবাসি আপনাদের, ❤️ দূর প্রবাস থেকে অনেক মিস করি আপনাদের।❤️
সাহস করে বলতে পারিনা ভালবাসি বাবা 🙂❤️ অনেক বেশি ভালোবাসি🥰 আল্লাহ যেন সব বাবা দেরকে দীর্ঘজীবি করেন🙂
Right bhai
Thik bro. Ami o amar baba k bolte pari nai akhon o baba ami tumk onek valobasi. Sahos pai na
Sashos nah vai logga
🥺🥺🥺🥺🥺
Ameen summa Ameen.
❤❤❤
ভাই আপনারা পরেন ও বটে
এমন গান গাইলেন শুনে চোখের পানি চলে আসলো , বেচে থাকুক পৃথিবীর সব বাবা
❤️❤️🌹🤟🥴💆♀️😉💝🥰🥰🥰
বাবার প্রতি খুব রাগ খুব অভিমান। আকাশ সমান অভিযোগ। তারপর হঠাৎ বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারিনা 🥺
এই গানটা যে গেয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গান আমি কোনদিন শুনিনি😊😊
Tanvir
আজ ১৮ বছর ধরে বাবা ডাকতে পারি না, বাবার অপূর্নতা প্রতিটা মূর্হুতে আমার হৃদয়ে আচড় কেটে যায়, যখনই কোনো ইমোশনাল নাটক বা গান দেখি তখন ছোটবেলার স্মৃতিগুলো বারবার মনে পড়ে, অজান্তেই দু চোখে পানি চলে আসে, আর এখন এই ইমোশন টা বেশি কাজ করে, কারন আজ আমি নিজেই ছেলের বাবা। বাবা মানে এমনই একটা বটগাছ যার ছায়া মুত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পার হতে পারবে না, তাই যাদের বাবা আছে তারা সম্মান করো আর ভালোবাসো বাবাকে, বেঁচে থাকুক বাবা সন্তানের ভালোবাসা, I Love you Baba❤️❤️❤️
I lost my father when I was 7. From then on every time I see any tall man with glasses I look for my father in him. I am now a father with a twin. May Allah grace him in the Jannah.
বাবা যে কি তা বলে বোঝানোর ভাষা নাই।
যার বাবা নেই, একমাত্র সেই বোঝে বাবার মর্জাদাটা।
আব্বুর হার্টে সমস্যা হইতো বেশি দিন থাকবে না। দোয়া করবেন সবাই।
আমার খুশির কারনটা হারিয়ে ফেলেছি💔
কিছু শুন্যতা কখনো পূরন হয়না...!
সেই শূন্যতা কে খুব যত্ন করে রেখে দিয়েছি, বাবা'র জন্য।
এরকম একটা বাবার খুব প্রয়োজন ছিলো জীবনে🙂
যাকে গানটা উৎসর্গ করতাম☺️
পেয়েও পাই নি💔
তবে আমি এরকম একটা বাবা হবো ইনশাআল্লাহ 🤲
InshaAllah