অনিন্দ্য দার ভিডিও পাহাড়ের ছবি গুলো যতবার দেখি খুব ভালো লাগে।ঐ জায়গা গুলো না গিয়ে ও মনে হয় কতবার দেখেছি। আপনার মাধ্যমে ঐ জায়গা গুলো র সাথে আমাদের ও পরিচয় হয়ে গেল। অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই।
আমরা অনেক দিন আগে দার্জিলিং থেকে ফেরার সময় মিরিক গেছিলাম,সেই সময় এত দোকানপাট ছিল না তবে ভালোই লেগেছিল কিন্তু এখন তো দেখছি খুব সুন্দর করেছে জায়গা টি❤❤❤❤
আপনার ভিডিও দেখতে দেখতে অভিভূত হয়ে পড়েছিলাম।পাহাড় গাছপালা নদী জঙ্গল, সব মিলিয়ে প্রকৃতি যেনো তার রূপ বিস্তার করে রয়েছে। এবারের উপরি পাওনা;আপনার আগের তোলা চা বাগানের ছবি গুলো। চা বাগানের এমন 360 degree view আর ও বেশি আকৃষ্ট করে তুলেছে। প্রত্যেকটি জায়গার এত বিশদ বিবরণ, আপনার ভিডিওর, বিশেষ আকর্ষণ। কয়েক দিন প্রকৃতির মাঝে,সহজ সরল মানুষ জনের মাঝে কাটিয়ে ফিরে যাওয়া বড়ই কঠিন। আবার নতুন জায়গার নতুন পর্বের অপেক্ষায় রইলাম। খুব ভালো থাকবেন আপনারা।
Somotolye namlyy mon kharap lage eta amader khub chena rashta khub valo lage ae rokom ekta rashta khub valo laglo r s e holeo train e otha jae amader ekbar juluk jaoar somoy r s e hoyechilo
"নিজেকে বিলিয়ে দেওয়া" বা "নিজেকে নতুন স্বাদে খুঁজে পাওয়া"-র জায়গা!দেরী না করে সময়মত সব ভিডিও গুলো দেখতে শুরু করলাম। অনেক ধন্যবাদ আপনাকে 🙏, আমাদের এমন সুন্দর জায়গায় পৌঁছে দেবার জন্য।👍
I JUST LOVED THE TWO OFFBEAT PLACES. YOU JUST PIN POINTED EACH AND EVERY DETAILS OF THE PLACES. AM DYING TO VIST THE PLACES. YOUR EXPLANATION ABOUT THE PLACES MADE MY HEART FULL OF ADVENTUROUS.
Rangaroon ta darun laglo..Ami already plan banachhi...apnar ei trip er similar ekta tour korar with family. Thank you amn sundor duto jaygar sondhan debar jonno
এবছরের পয়লা মার্চ দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার সময় ভায়া মিরিক হয়ে নেমেছিলাম , তখন কিন্তু মাথাপিছু কুড়ি টাকার বিনিময়ে গোলপাহাড় চা বাগানের ভিতরে গিয়েছিলাম । হঠাৎ বন্ধ করল কেন কে জানে!!!! খুব ভালো লাগলো আপনাদের এই সিরিজ । ধন্যবাদ ।
অসাধারণ সুন্দর লাগলো এই পথ টা দিয়ে অনেক বার এসেছি অসাধারণ লাগে গোপালধারা তে যে দোকান থেকে চা খেলেন ওখান থেকে চা পাতা কিনেছেন তো?? দারুন চা পাতা ওখানে পাওয়া যায়
আপনার ভ্রমণ সঙ্গী হয়ে এতো ভালো লাগছিল যে বলার মতো কোন ভাষা খুঁজে পাচ্ছিনা মনে হচ্ছিল যে আমি আপনাদের সাথে ঘুরতে গেছি, এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাতে থাকুন আর আমরা প্রান ভরে উপভোগ করি। অনেক ধন্যবাদ ভাই।
আসলে প্রকৃত যেখানে কথা বলে একরাশ মুগ্ধতাই সেখানে শুধু রয়ে যায়। খুব সুন্দর লাগল দাদা। প্রকৃতির সাথে আপনার বর্ণনা সত্যিই অনবদ্য 🙂সুন্দর লাগল দাদা।...অপূর্ব 👌🏻ভাল থাকবেন I
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মত যারা প্রকৃতি প্রেমি কিন্তু শারীরিক কারনে সব সময় বেরতে পারি না। আপনার উপস্থাপনায় আমরা আপনার সাথে প্রকৃতির সাথে বিলীন হয়ে যেতে পারি।
Apnar blog sobsomoy asadharan, jodi khakhono ei 2 ti jaigai jai obsai follow korbo apanar guide, thanks Annido da, abar akbar Darinbari with Gopalpur blog with guide Chai.
আপনার বক্তব্য সাবলীল এবং সম্পূর্ন। শোনার পর একবারও মনে হয়না যে কিছু বাকি রয়ে গেল। আমি আগে শিবাজী দার ভিডিও দেখতাম।কিন্তু আপনার ভিডিও দেখার পর শিবাজী দার ভিডিও বেশি দেখি না। তার কারণ শিবাজী দা আপনার মত এত বিস্তারিত বলে না। তারপর শিবাজী দার ভিডিও গুলো দেখলে মনে হয় বিজ্ঞাপনের মত😊 খুব স্মার্ট। আপনার গুলো বেশি প্রাঞ্জল। যাই হোক। আপনি চালিয়ে যান।আমরাও দেখি প্রাণ ভরে।
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ 🙏 শিবাজী আমার বহুদিনের বন্ধু । আমার ইউটিউবের ভিডিও করার প্রধান উদ্যোগ শিবাজীর । ওর ভিডিওর মান আমার থেকে অনেক অনেক গুণ ভালো । শিবাজীর এক একটি ভিডিওর শৈল্পিক উৎকর্ষ অনেক বেশি । Art of vlogging .. বলতে যা বোঝায় ওর ভিডিওগুলো তাই । শিবাজীর ভিডিও গুলো নতুন ইউটিউবারদের কাছে এক একটা ক্লাসরুমের সমান । ওর একটা ভিডিও মিস করা মানে নতুন কিছু শেখা থেকে বাকি থেকে যাওয়া ।
অবশ্যই। আমারও ভূগোল যা পড়লে বিজ্ঞান, সাহিত্য (আর্টস) ও মানবীবিদ্যা অর্থাৎ সমস্ত বিষয়ের জ্ঞান লাভ হয়। এখনতো ভূগোল বিজ্ঞানের অন্তর্ভুক্ত। আসলে অঙ্ক সকল বিষয়ের জননী আর ভূগোল হচ্ছে জনক। বলা হয় Mathematics is the mother and Geography is the father of all subjects.
অচেনা রঙ্গারুন তাবাকোশী অসাধারন উপহার দিলেন মন ভরে গেল যারা নিরিবিলি পছন্দ করেন তাদের ভালো লাগবে আমার মত মানুষ যারা পযসার অভাবে বেড়াতে যেতে পারে না তাকে বেঁচে থাকার oxyegen দিলেন মা কালীর কাছে কামনা করি তিনি যেন আপনাকে এরকম ভিডিও বানানোর শকতি যোগান
Darun trip hochhey. February teh sitting, Ahaldara, Tabakoshi teh ekta 4n/5 d ekta group tour arrange, aapner supervision e korley 5 heads from my sides assured. February teh becoz mid September jachhi aamra jammu kashmir. December end Delhi, chandigarh and a portion of himachal.
Durdanto valo jayga dekhalen. Gol cha bagan , mirik eto valo laglo eta bornonay ana jabe na. Kuyasha gera jaygar vdo to aro onno matra ene dilo. Ami agartala (tripura) theke dekhchhi. Pahar somudro amar khub prio.sunle obak hoben darjiling ba ai dike amra ashi ni. Amar khub ichha ashar. Na hole o apni to achhen eto valo vlog dekhchhi. Dhanyabad.
অপূর্ব বললেও কোথায় যেন কিছু কম বলা হল বলে মনে হচ্ছে।🙂 আসলে প্রকৃত যেখানে কথা বলে একরাশ মুগ্ধতাই সেখানে শুধু রয়ে যায়। খুব সুন্দর লাগল দাদা। প্রকৃতির সাথে আপনার বর্ণনা সত্যিই অনবদ্য 🙂🙂 ভাল থাকবেন দাদা।🙏🙏🙏
Khub bhalo holo ei series ta..shansharik jibone ei choto choto break khub i dorkaar...tarpor to life er tension achei...ami bowthan er schonge ekmot je pahar e ekra choto baadi howa uchit..tai ami to theek i korechi after retirement i will settle in hills..looking forward to ur next series..
Anindya Da, Khub sundor vlog. Puro series ta dekechi ami. Nije ektu adtu vlogging er chesta kori.. Apnar theke onek kichu shekhar ache dada. Asadharan sundor uposthapona jeno onek diner chena kaur theke jaga gulo sombondhe golpo sunchi.. Darun Dada.. Thank you so much 👍
Apurbo sundor ei porbo ta . End Tao darun , RAC hoeche to ki hoeche, rongaron,tabakosi To reservation hoe hoilo, eta lifetime reservation . Vlo thakben , waiting next somthing
দারুণ লাগলো এই পর্ব। তবে পাহাড় থেকে নামলেই মনটা খারাপ হতে থাকে কারণ অপরুপা যে চোখের আড়ালে চলে গেলো। okay, আবার হবে কোনো এক সময়। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ❣❣
উত্তরবঙ্গের বিভিন্ন অফবিট জায়গাগুলির ভিডিও লিঙ্ক - ruclips.net/p/PLKA_QKcJDDQjXxDTs4jC8l879EOJXNY6k
এই নিয়ে তিনবার দেখলাম প্রতিবারই অসাধারণ মুহূর্তগুলো মন ভরিয়ে দিল।
Thank you 😊
Khub sundor...darun laglo jaiga gulo.....
অনেক ধন্যবাদ ।
অসাধারণ লাগলো, এই জায়গাগুলো যেতে হবে, অনেক ধন্যবাদ।
Khub sundor apnar protita vedio apnar n apnar miss er puro fan hoye gechi.
অনেক ধন্যবাদ 🙏 অনুগ্রহ করে সঙ্গে থাকবেন 😁
আমার দেখা অন্যতম সেরা ভ্রমন গাইডের চ্যানেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে ও দিদিকে।
অনেক ধন্যবাদ 😍 সঙ্গে থাকবেন ।
Darun, darun sundor total episodes gulf holo,very informative
Thank you so much 😊❤️
দারুন লাগলো এই ভিডিও টি। নতুন জায়গার নতুন ভিডিও র অপেক্ষায় রইলাম।
Apnar proti ta blog ami dekhi. Darun lage. Specially your speaking & description also.
খুব ভালো লাগলো । সঙ্গে থাকার জন্য ও ভিডিওগুলি দেখার জন্য অনেক ধন্যবাদ 🙏❤️
Arekta khub sundor video. Mirik er onek smriti mone pore gelo. Khub bhalo hoyeche.
অনেক ধন্যবাদ 🙏 ভালো থাকবেন ।
অনিন্দ্য দার ভিডিও পাহাড়ের ছবি গুলো যতবার দেখি খুব ভালো লাগে।ঐ জায়গা গুলো না গিয়ে ও মনে হয় কতবার দেখেছি। আপনার মাধ্যমে ঐ জায়গা গুলো র সাথে আমাদের ও পরিচয় হয়ে গেল। অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই।
Thank you 😊
Ami apnar video bar bar dekhi❤❤❤
দারুন সুন্দর লাগলো আপনার এই পর্ব গুলো । দারুন উপভোগ করলাম ।অন্য কোন নতুন কিছুর অপেক্ষায় থাকলাম ।
অনেক ধন্যবাদ 🙏 আমার অন্যান্য ভিডিওগুলো দেখবে আর সম্ভব হলে একটু শেয়ার করবেন 🙏
Abar ekta Oshadharon video..
Just darun
Thank you so much ❤️😍
আমরা অনেক দিন আগে দার্জিলিং থেকে ফেরার সময় মিরিক গেছিলাম,সেই সময় এত দোকানপাট ছিল না তবে ভালোই লেগেছিল কিন্তু এখন তো দেখছি খুব সুন্দর করেছে জায়গা টি❤❤❤❤
আপনার ভিডিও দেখতে দেখতে অভিভূত হয়ে পড়েছিলাম।পাহাড় গাছপালা নদী জঙ্গল, সব মিলিয়ে প্রকৃতি যেনো তার রূপ বিস্তার করে রয়েছে। এবারের উপরি পাওনা;আপনার আগের তোলা চা বাগানের ছবি গুলো। চা বাগানের এমন 360 degree view আর ও বেশি আকৃষ্ট করে তুলেছে।
প্রত্যেকটি জায়গার এত বিশদ বিবরণ, আপনার ভিডিওর, বিশেষ আকর্ষণ।
কয়েক দিন প্রকৃতির মাঝে,সহজ সরল মানুষ জনের মাঝে কাটিয়ে ফিরে যাওয়া বড়ই কঠিন।
আবার নতুন জায়গার নতুন পর্বের অপেক্ষায় রইলাম। খুব ভালো থাকবেন আপনারা।
ভিডিওটি দেখার জন্য ও মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ 🙏 ভালো থাকবেন 😊❤️
Fantastic Series. Jetei hawbe shiggiri.
অনেক ধন্যবাদ 😍
চমৎকার চিএগ্রহণ ও কথোপকথন .....ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। 🌹🙏
আপনাকেও ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ 🙏
Somotolye namlyy mon kharap lage eta amader khub chena rashta khub valo lage ae rokom ekta rashta khub valo laglo r s e holeo train e otha jae amader ekbar juluk jaoar somoy r s e hoyechilo
Thanks for sharing your experience 👍
"নিজেকে বিলিয়ে দেওয়া" বা "নিজেকে নতুন স্বাদে খুঁজে পাওয়া"-র জায়গা!দেরী না করে সময়মত সব ভিডিও গুলো দেখতে শুরু করলাম। অনেক ধন্যবাদ আপনাকে 🙏, আমাদের এমন সুন্দর জায়গায় পৌঁছে দেবার জন্য।👍
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 ভালো থাকবেন 😇
Exactly. Hill areay geley sobsomoy daylight e roadview enjoy tai ekdom asol moja.
Khub sunder laglo video ti. Apnar poribeshona R kono tulona hoyna.
অত্যন্ত আনন্দিত হলাম এবং আপনাকে ধন্যবাদ জানাই 🙏 যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটু শেয়ার করার অনুরোধ রইল ।
আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম👌👌❤️
অনেক ধন্যবাদ 🙏 একটু শেয়ার করার অনুরোধ রইল ❤️
@@AnindyasTravelogue অবশ্যই 🙂🥰
Just fatafati video korchen khub bhalo laglo
দাদা অদ্ধভূত ভালো ভিডিও হয়েছে🙏
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
দাদা, আপনার সমস্ত video smart presentation এর জন্য সত্যিই খুব ভালো লাগে
Thank you 😊
খুব সাবলীল এবং অনাড়ম্বর উপস্থাপনা আমাকে আপনার ব্লগ গুলি দেখতে অনুপ্রাণিত করে। অনেক শুভেচ্ছা রইলো আগামীর জন্য। দুজনেই খুব ভালো থাকবেন ।
অনেক ধন্যবাদ 🙏 পরবর্তী পর্বগুলোতেও সঙ্গে থাকবেন 😊
খুব সুন্দর জায়গা আর খুব ভালো লাগলো ভিডিওটা 👍👍👍
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ 🙏
আরেকটা অসাধারণ ব্লগ। যাওয়ার প্ল্যান করছি। Eagerly waiting for your next blog
Thank you so much ❤️😊
অতি সুন্দর পাহাড়ের শান্ত সবুজ দৃশ্যগুলি দেখতে দেখতে মন প্রাণ ভরে গেল। অভিনন্দন আপনাকে।
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
অসাধারণ editing & narration!👍👍👍Fallen in love with your vlogs!!!
Thank you so much .
Bhison bhalo laglo Tabakosi
অনেক ধন্যবাদ 🙏
I JUST LOVED THE TWO OFFBEAT PLACES. YOU JUST PIN POINTED EACH AND EVERY DETAILS OF THE PLACES. AM DYING TO VIST THE PLACES. YOUR EXPLANATION ABOUT THE PLACES MADE MY HEART FULL OF ADVENTUROUS.
Excellent! যাবার খুব ইচ্ছে রইলো!
Ashadharon. Impressed 💯
Khub valo lagllo.dada
Anindyoda apni Ichapure kothay thaken. Amra Shyamngarer manush
Berate valobasi
khub sundor video 👍👍♥️♥️
Thank you 😊
স্বপ্নের জগৎ থেকে, বাস্তবের জগতে পদার্পণ😮😮😮😮😮
Aapner upasthaponer saralya atulaniyo.Anek shuvechchha janai.
অনেক ধন্যবাদ 🙏 ভালো থাকবেন ।
Apnar vlog dekha suru korechi matro 7 days holo. But your presentation is just like magnetic attraction. 😊😊😊
Thank you so much 🌹 Stay tuned.
Sotti e apurbo.....👌
অসংখ্য ধন্যবাদ 🙏
Dada ichapur theke. Mon kharap hoye gelo go.Abar taratari berate jao go.Nodir dhare boudir hasi ta dekhe bhabchilam ke besi sundori.😂😂😂😂😂
Rangaroon ta darun laglo..Ami already plan banachhi...apnar ei trip er similar ekta tour korar with family. Thank you amn sundor duto jaygar sondhan debar jonno
রঙ্গারুন থেকে তাকদা তিনচুলে দাওয়াই পানি এই জায়গাগুলিও ঘুরে আসতে পারেন ।
Oshadharon Mon Matano Series 💙
Thank you 😊
এবছরের পয়লা মার্চ দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার সময় ভায়া মিরিক হয়ে নেমেছিলাম , তখন কিন্তু মাথাপিছু কুড়ি টাকার বিনিময়ে গোলপাহাড় চা বাগানের ভিতরে গিয়েছিলাম । হঠাৎ বন্ধ করল কেন কে জানে!!!! খুব ভালো লাগলো আপনাদের এই সিরিজ । ধন্যবাদ ।
মনে হয় ট্যুরিষ্টদের জন্য চা গাছের ক্ষতি হচ্ছিল । পরবর্তী সিরিজগুলিতেও সঙ্গে থাকবেন। ধন্যবাদ 🙏
Khub bhalo laglo,rangarun ami gachilam 21 er 25 th 26 January ami chilam takers hut e but tabakosi jai ni video dekhe jawar plan korte hobe bhabchi
Off beat জায়গা হিসেবে খারাপ লাগবে না । ঘুরে আসতে পারেন । অনেক ধন্যবাদ 🙏
Apnar channel a aj ami prothom .ato valo laglo dada bole bojhate parbo na . Onek suvokamona roilo 💞💞💞
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 তবে অনুগ্ৰহ করে অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 🙏
@@AnindyasTravelogue nischoi
খুব ভালো থাকুন আর ভিডিও বানিয়ে যান।
আপনিও ভালো থাকবেন আর পরবর্তী সিরিজ গুলিতে সঙ্গে থাকবেন 🙏😊
খুব সুন্দর লাগল ....অপূর্ব 👌🏻 আপনার প্রকৃতির বর্ণনা অসাধারণ 👍🏻
অনেক ধন্যবাদ 🙏 একটু শেয়ার করার অনুরোধ রইল ।
অসাধারণ সুন্দর লাগলো এই পথ টা দিয়ে অনেক বার এসেছি অসাধারণ লাগে গোপালধারা তে যে দোকান থেকে চা খেলেন ওখান থেকে চা পাতা কিনেছেন তো?? দারুন চা পাতা ওখানে পাওয়া যায়
এর আগে নিয়েছিলাম । দারুন চা পাতা 👍
খুব সুন্দর লাগলো।
Thanks 😊
আপনার ভ্রমণ সঙ্গী হয়ে এতো ভালো লাগছিল যে বলার মতো কোন ভাষা খুঁজে পাচ্ছিনা মনে হচ্ছিল যে আমি আপনাদের সাথে ঘুরতে গেছি, এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাতে থাকুন আর আমরা প্রান ভরে উপভোগ করি। অনেক ধন্যবাদ ভাই।
ভিডিওটি দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ 🙏 অন্যান্য ভিডিওগুলিও দেখতে থাকুন 😊🌹
Apnar voice darun darun dada
😍😍
আসলে প্রকৃত যেখানে কথা বলে একরাশ মুগ্ধতাই সেখানে শুধু রয়ে যায়। খুব সুন্দর লাগল দাদা। প্রকৃতির সাথে আপনার বর্ণনা সত্যিই অনবদ্য 🙂সুন্দর লাগল দাদা।...অপূর্ব 👌🏻ভাল থাকবেন I
আপনিও ভালো থাকবেন ❤️😊
আগামী 23rd May2023 তাবাকোসি যাচ্ছি ,আপনানার ভিডিও টা দেখলাম ,দেখি কতটা কি যেতে পারি ধন্যবাদ
Dexterous cinematography.
খুব ভাল লাগল..... খুব সুন্দর জায়গা 😍😍
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Khub sundor viewing experience holo ....apnar blogging ta onno level er hoi.... Stressful life theke ektu mukti pawa jai apnar blog dekhle ❤️
Thank you so much 💓😊
Khub sundar,darun laglo
দারুণ হয়েছে ভিডিওটা।
অসংখ্য ধন্যবাদ 🙏
Khub sundor video
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মত যারা প্রকৃতি প্রেমি কিন্তু শারীরিক কারনে সব সময় বেরতে পারি না। আপনার উপস্থাপনায় আমরা আপনার সাথে প্রকৃতির সাথে বিলীন হয়ে যেতে পারি।
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Anindya sir amar khub bhalo legeche amar ei sob North Bengal e side scene gulo dekhte
Ami rannar vlog dekhte chai anindya sir, Bubu madam ar Rai er
Rai bhalo ranna korte pare anindya sir?
Sir, your video is simply excellent.
পাহাড়ী সৌন্দর্য্যকে এত সুন্দরভাবে উপস্হাপিত করে যাবার আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিলেন 🙏
😍😍
অসাধারণ অসাধারণ অসাধারণ।
Apnar blog sobsomoy asadharan, jodi khakhono ei 2 ti jaigai jai obsai follow korbo apanar guide, thanks Annido da, abar akbar Darinbari with Gopalpur blog with guide Chai.
অনেক ধন্যবাদ 🙏 আপনার suggestion অবশ্যই মনে রাখবো ।
আপনার বক্তব্য সাবলীল এবং সম্পূর্ন। শোনার পর একবারও মনে হয়না যে কিছু বাকি রয়ে গেল। আমি আগে শিবাজী দার ভিডিও দেখতাম।কিন্তু আপনার ভিডিও দেখার পর শিবাজী দার ভিডিও বেশি দেখি না। তার কারণ শিবাজী দা আপনার মত এত বিস্তারিত বলে না। তারপর শিবাজী দার ভিডিও গুলো দেখলে মনে হয় বিজ্ঞাপনের মত😊 খুব স্মার্ট। আপনার গুলো বেশি প্রাঞ্জল। যাই হোক। আপনি চালিয়ে যান।আমরাও দেখি প্রাণ ভরে।
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ 🙏 শিবাজী আমার বহুদিনের বন্ধু । আমার ইউটিউবের ভিডিও করার প্রধান উদ্যোগ শিবাজীর । ওর ভিডিওর মান আমার থেকে অনেক অনেক গুণ ভালো । শিবাজীর এক একটি ভিডিওর শৈল্পিক উৎকর্ষ অনেক বেশি । Art of vlogging .. বলতে যা বোঝায় ওর ভিডিওগুলো তাই । শিবাজীর ভিডিও গুলো নতুন ইউটিউবারদের কাছে এক একটা ক্লাসরুমের সমান । ওর একটা ভিডিও মিস করা মানে নতুন কিছু শেখা থেকে বাকি থেকে যাওয়া ।
হ্যা। আপনার কথার গুরুত্ব আছে। শিবাজিদার জন্য আপনার মত অনেকেই আজ তৈরী হয়েছেন।
Just অসাধারণ
এক কথায় অসাধারণ।
পাহাড়ের প্রতিটি কোনায় কোনায় রয়েছে অপার সৌন্দর্য। পলকেই দৃশ্যাবলী পাল্টে পাল্টে যায়। মেঘ কুয়াশায় ঘেরা পাহাড়ের রূপ যেন শিল্পীর রঙতুলিতে ফুটে ওঠা দৃশ্যপট। মুগ্ধ হলাম, অনুভব করলাম সেই কবে মিরিক লেকের ধারে পদচারণার স্মৃতি।
আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার যে আমি যখনই মিরিক যাই, তখনই মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা থাকে 😊
আমারও একই অভিজ্ঞতা। মনে হয়, পাহাড়ের মাঝে লেক হওয়ার কারনে বাতাসে জলীয়বাষ্পধারন ক্ষমতার উর্দ্ধসীমা হ্রাস পাবার জন্যই মেঘ ও বৃষ্টির ঘনঘটা।
@@soumitrakhasnobis5518 একেবারেই ঠিক বলেছেন । মনে হচ্ছে আমার আর আপনার suject হয়তো একই ... Geography .
অবশ্যই। আমারও ভূগোল যা পড়লে বিজ্ঞান, সাহিত্য (আর্টস) ও মানবীবিদ্যা অর্থাৎ সমস্ত বিষয়ের জ্ঞান লাভ হয়। এখনতো ভূগোল বিজ্ঞানের অন্তর্ভুক্ত। আসলে অঙ্ক সকল বিষয়ের জননী আর ভূগোল হচ্ছে জনক। বলা হয় Mathematics is the mother and Geography is the father of all subjects.
খুব খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ 🙏
অসাধারণ লাগল।
ধন্যবাদ 😇
অপূর্ব।
Ato Sundar akta jaiga dekhanor jonno dhonnyabad dada...Ami Sikkim r gangtok gechhilm...agulo jawahyni....3night 4dys Kolkata theke. Kmn khoroch
অচেনা রঙ্গারুন তাবাকোশী অসাধারন উপহার দিলেন মন ভরে গেল যারা নিরিবিলি পছন্দ করেন তাদের ভালো লাগবে আমার মত মানুষ যারা পযসার অভাবে বেড়াতে যেতে পারে না তাকে বেঁচে থাকার oxyegen দিলেন মা কালীর কাছে কামনা করি তিনি যেন আপনাকে এরকম ভিডিও বানানোর শকতি যোগান
আপনার এই প্রার্থনা যেন সত্যিই কাজে আসে । অনেক ধন্যবাদ 🙏 একটু শেয়ার করবেন প্লিজ ।
দারুন দাদা👌👌
Apnar sibajio kaushik blog khub valo lagche
Sotti kotha ei pahare jodi sotti ekta chotto bari thakto tahole j ki bhalo hoto, pahari manuser jibon hoito khub kosto kor, kintu j aporup prokiti te thaken tate moner rog, sarirer rog sob miliye jay, darun vlog
একেবারে ঠিক কথা 👍 Thank you so much 😊
বেশ ভালো লাগল
আমি আপনার ভিডিও গুলো দেখে অফবিট জায়গা দেখে একাই বাইক নিয়ে চলে যাই৷
Darun trip hochhey.
February teh sitting, Ahaldara, Tabakoshi teh ekta 4n/5 d ekta group tour arrange, aapner supervision e korley 5 heads from my sides assured.
February teh becoz mid September jachhi aamra jammu kashmir.
December end Delhi, chandigarh and a portion of himachal.
আপনাদের tour itinerary টা দারুন । Really enjoyable. Beat of luck 👍❤️
Durdanto valo jayga dekhalen. Gol cha bagan , mirik eto valo laglo eta bornonay ana jabe na. Kuyasha gera jaygar vdo to aro onno matra ene dilo. Ami agartala (tripura) theke dekhchhi. Pahar somudro amar khub prio.sunle obak hoben darjiling ba ai dike amra ashi ni. Amar khub ichha ashar. Na hole o apni to achhen eto valo vlog dekhchhi. Dhanyabad.
ঘুরে আসুন । এই off beat place গুলো দারুন। ভিডিও দেখতে থাকুন আর পারলে একটু শেয়ার করবেন 🙏🙏
@@AnindyasTravelogue Thik achhe share korbo nishchoi.
সত্যি অসাধারণ
অপূর্ব বললেও কোথায় যেন কিছু কম বলা হল বলে মনে হচ্ছে।🙂 আসলে প্রকৃত যেখানে কথা বলে একরাশ মুগ্ধতাই সেখানে শুধু রয়ে যায়। খুব সুন্দর লাগল দাদা। প্রকৃতির সাথে আপনার বর্ণনা সত্যিই অনবদ্য 🙂🙂 ভাল থাকবেন দাদা।🙏🙏🙏
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 অনুগ্ৰহ করে অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ।
খুব ভালো লাগলো দাদা
প্রকৃতি তার নিজস্ব শক্তিতে সুন্দর! 👍🇧🇩👍
সঠিক বলেছেন । ধন্যবাদ 🙏
Khub valo laglo
ধন্যবাদ 🙏
Excellent presentation
ভীষণ সুন্দর ❤
Khub bhalo holo ei series ta..shansharik jibone ei choto choto break khub i dorkaar...tarpor to life er tension achei...ami bowthan er schonge ekmot je pahar e ekra choto baadi howa uchit..tai ami to theek i korechi after retirement i will settle in hills..looking forward to ur next series..
Maybe in future I will have to stay in the mountains 😊 These type of short tours are really beautiful and refreshing.
Your presentation is too good sir , i become fan of yours
Thank you so much 😊❤️
Anindya Da, Khub sundor vlog. Puro series ta dekechi ami. Nije ektu adtu vlogging er chesta kori.. Apnar theke onek kichu shekhar ache dada. Asadharan sundor uposthapona jeno onek diner chena kaur theke jaga gulo sombondhe golpo sunchi.. Darun Dada.. Thank you so much 👍
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍
টিংলিং ভিউ পয়েন্ট জায়গাটা আমার খুব ভালো লাগে, এবারও সিকিম হয় দার্জিলিং যখন এসেছিলাম গাড়ি ধরার তারা ছিল তবু এখানে দার করে ছিলাম গাড়ি।।।
Apurbo sundor ei porbo ta .
End Tao darun , RAC hoeche to ki hoeche, rongaron,tabakosi
To reservation hoe hoilo, eta lifetime reservation . Vlo thakben , waiting next somthing
Thanks. Please stay tuned for more videos 😊❤️
দারুণ লাগলো এই পর্ব। তবে পাহাড় থেকে নামলেই মনটা খারাপ হতে থাকে কারণ অপরুপা যে চোখের আড়ালে চলে গেলো। okay, আবার হবে কোনো এক সময়। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ❣❣
অনেক ধন্যবাদ 🙏 পরের নতুন সিরিজেও সঙ্গে থাকবেন 😊
Excellent vlog as usual.. Delhi, haridwar,rishikesh ghure elam..your video help a lot
Thanks a ton.
Sundor jayga bubudi beche thaken, tai pradhan pabe, r Dadar blarvongi asadharon nomoskar
খুব ভালো লাগলো ❤️
দাদা সব ভিডিও গুলো অসাধারণ। দাদা পুরীতে উল্টো রথ যাত্রার ভিডিও যদি আমাদের কে দেখাতে পারতেন তাহলে আরো বেশি ভালো লাগতো
অসাধারণ 🙏