অসাধারণ রূপসী শ্রীলেখা মিত্রর দুর্ধর্ষ অভিনয় দেখেছিলাম বহুদিন আগে এক টিভি সিরিয়ালে। নামটা বা কাহিনীটা আজ আর মনে নেই। কিনতু এই দুর্দান্ত অভিনেত্রী তাঁর সেদিনের অভিনয় দিয়ে যে গভীর ছাপ রেখে গিয়েছিলেন আমার হৃদয়ে, তা আজও অমলিন। তাঁকে ভুলতে পারিনি। এর অনেকদিন পর তাঁকে অনেক অনেকবার দেখেছি Zee বাংলার "মীরাক্কেল"-এ। এক অতি উচ্চমানের অভিনেত্রী এই শ্রীলেখার রূপের সে কি আবেদনময়ী উপস্থিতি। গোটা পর্দাকে একাই আলো করে রাখতেন। শুধু ভাবি, কি জটিল আঁকাবাঁকা টলিউডি চক্রান্তের ফলে তিনি সেভাবে তাঁর এই বিপুল অভিনয় সম্ভার নিয়ে নিয়মিত আমাদের সামনে উপস্থিত হতে পারেননি! আজকাল অভিনেতা-অভিনেত্রী নামক কিছু ন্যাক-নেকিদের ভাঁড়ামোর অথবা প্রযোজক পরিচালক সুরকারদের নিম্নরুচির পরিবেশনার দাপটে সিনেমা আর দেখিই না। হঠাৎ আজ এই ফিল্মে দেখি আমার প্রিয় "শ্রীরূপা"-কে। আবার অনবদ্য অভিনয়ে সবাইকে পিছনে ফেলে উদ্দাম গতিতে তাঁর এগিয়ে চলা দেখতে দেখতে যখন বিভোর, তখন হঠাৎই চমকে দেখি একদম ফিনিশিং লাইনে "রচনা" তাঁকে অতিক্রম করে ফেললেন। সেকি "রচনা"-র অভিনয় গুণে, নাকি কাহিনীকারের কৃতিত্বও তাতে মিশে আছে!? জানিনা। একজন প্রতিভাময়ীকে তো আমার অন্তরের মণিকোঠায় বহুপূর্বেই স্থান দিয়েছি, কিন্তু "রচনা"-নামক আর এক নতুন প্রতিভাময়ী আমাকে অভিভূত করে দিলো। "নিলয়"-এর চরিত্রাভিনেতার অভিনয় আমার খুব সুন্দর লেগেছে। আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমন অভিনয় তো আমাদের সকলেরই খুব খুব খুব পরিচিত। তাঁকে প্রশংসা যেভাবেই করি না কেন কম করা হয়। আবারো বলি দু'টি মেয়ের চরিত্র আমাকে অভিভূত করেছে। লাখো কুর্ণিশ।
তিন বছরের পুরোনো এই ছবিটি আজ হঠাৎ দেখার সুযোগ হল- সৌজন্যে U tube. সবার অভিনয় গুণে সমৃদ্ধ এক সুন্দর ছবি। তবে দুটো নাম বিশেষ করে মনে আসে। না, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত মহিরুহ নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমার নেই। শ্রীলেখা আপন ছন্দ আর অভিব্যক্তিতে অনবদ্য। কেমন যেন মনে হয় টলিউডে এই শক্তিমতী অভিনেত্রী নিজের যোগ্য সম্মান পেল না। দূর্ভাগ্য বাঙলা সিনেমা প্রেমিদের। দ্বিতীয় নামটি *কবিতা ও পাঠ* এর স্বর্ণালী সরকার- অসাধারণ দক্ষতায় প্রতিটি শব্দকে জীবন্ত করে তুলেছেন। জিজীবিষার পুরো টিমকে শুভেচ্ছা রইল।
Excellent movie salute all the roleplay, spacialy srilekha and soumitra sir, mone dag kete gelo cinema ta dekhe. thanks, Abdali sinopac rig 988, Kuwait.
অসাধারণ ছবি, অভিনয় খুব ভালো করেছে প্রত্যেককে I খুব কম বাজেটেও যে একটা সুন্দর মুভি বানানো যায় ডিরেক্টর প্রমান করলেন I আবৃত্তি গুলোর কথা না বললে আবৃত্তিকারের প্রতি ইনজাস্টিস করা হবে, অসাধারণ কন্ঠ, শুভ কামনা আপনার জন্য I
Khub sundar projajana balistha avinay.srilrkhA Mitra k so maney.thsnks ata. Good actress tabuo bangla chabbitA sai bhaba bangla chabbita dakha jay na....kubhi apsos.... Tabuo somaney thanks to srilekhA Mitra....
Script writing is different & outstanding....in the end both women from different culture & profession - specially Rachna realizes her mistake as a human being and tried best to find out her finally...................Gautam Hazra (New Delhi )
The story & screenplay is awesome. But above all hats off to Sreelekha. She is the pillar of Bengali film. She is an asset to Bollywood, directors must explore more talent from her. He has that power, which can lead the films to great depth and sentiments of the film.
Very nice movie...nicely make...i realy like Srelekha Mitra...she is truely bengali beauty....and brilliant actress to...Rituparna can not even stand against her...srelekha is much much better actress...
liked it.But may not be like by everyone. Sreelekha is excellent, so deep ! Others have also made a reasonable effort. Storyline, direction...quite clean.
পুরুষ মানুষ গুলো খুবই selfish , এরা নিজেদের প্রয়োজন ছাড়া কিছু বুঝে না, মেয়েদের মনের কস্ট অনুভূতি গুলো কখনো বুঝতে পারে না। বাস্তবে এমন অনেক ঘটনা ঘটে অহরহ।
ভুল বললেন। গল্প কাহিনী নয়, আপনি বাস্তবে ফিরে আসুন। আসলে একজন সত্যিকারের ভাল ছেলেদের মনটা মেয়েরা বুঝতে পারে না। বরং মেয়েরা খারাপ ছেলেদের সহজেই ভালবেসে ফেলে আর পরিনামে তার ফল ভোগ করে। আজকাল ছেলেদের গার্লফ্রেন্ড থেকে মেয়েদের বয়ফ্রেন্ড থাকে অনেক বেশি। দুষ্ট ছেলেরাই মেয়েদের পিছনে সারাক্ষন লেগে থাকে আর সর্বদা মিষ্টি মিষ্টি কথা বলে আর বদমাশ মেয়েরা দেখে কে আমার পিছনে বেশি ঘোরাফেরা করে আর তাকেই তারা ভালবাসে। ভাল ছেলেরা কখনও অতিরিক্ত ভাবে মেয়েদের পিছনে ঘোরাফেরা করে না। ভালো ছেলেরা যখন মেয়েদের দিকে একাধিক বার তাকায় তখন মেয়েরা ভাব নেয় বেশি আর পরিনামে পস্তায়। কথাগুলো মাথায় রাখবেন।
অসাধারণ রূপসী শ্রীলেখা মিত্রর দুর্ধর্ষ অভিনয় দেখেছিলাম বহুদিন আগে এক টিভি সিরিয়ালে। নামটা বা কাহিনীটা আজ আর মনে নেই। কিনতু এই দুর্দান্ত অভিনেত্রী তাঁর সেদিনের অভিনয় দিয়ে যে গভীর ছাপ রেখে গিয়েছিলেন আমার হৃদয়ে, তা আজও অমলিন। তাঁকে ভুলতে পারিনি। এর অনেকদিন পর তাঁকে অনেক অনেকবার দেখেছি Zee বাংলার "মীরাক্কেল"-এ। এক অতি উচ্চমানের অভিনেত্রী এই শ্রীলেখার রূপের সে কি আবেদনময়ী উপস্থিতি। গোটা পর্দাকে একাই আলো করে রাখতেন। শুধু ভাবি, কি জটিল আঁকাবাঁকা টলিউডি চক্রান্তের ফলে তিনি সেভাবে তাঁর এই বিপুল অভিনয় সম্ভার নিয়ে নিয়মিত আমাদের সামনে উপস্থিত হতে পারেননি! আজকাল অভিনেতা-অভিনেত্রী নামক কিছু ন্যাক-নেকিদের ভাঁড়ামোর অথবা প্রযোজক পরিচালক সুরকারদের নিম্নরুচির পরিবেশনার দাপটে সিনেমা আর দেখিই না। হঠাৎ আজ এই ফিল্মে দেখি আমার প্রিয় "শ্রীরূপা"-কে। আবার অনবদ্য অভিনয়ে সবাইকে পিছনে ফেলে উদ্দাম গতিতে তাঁর এগিয়ে চলা দেখতে দেখতে যখন বিভোর, তখন হঠাৎই চমকে দেখি একদম ফিনিশিং লাইনে "রচনা" তাঁকে অতিক্রম করে ফেললেন। সেকি "রচনা"-র অভিনয় গুণে, নাকি কাহিনীকারের কৃতিত্বও তাতে মিশে আছে!? জানিনা। একজন প্রতিভাময়ীকে তো আমার অন্তরের মণিকোঠায় বহুপূর্বেই স্থান দিয়েছি, কিন্তু "রচনা"-নামক আর এক নতুন প্রতিভাময়ী আমাকে অভিভূত করে দিলো। "নিলয়"-এর চরিত্রাভিনেতার অভিনয় আমার খুব সুন্দর লেগেছে। আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমন অভিনয় তো আমাদের সকলেরই খুব খুব খুব পরিচিত। তাঁকে প্রশংসা যেভাবেই করি না কেন কম করা হয়। আবারো বলি দু'টি মেয়ের চরিত্র আমাকে অভিভূত করেছে। লাখো কুর্ণিশ।
তিন বছরের পুরোনো এই ছবিটি আজ হঠাৎ দেখার সুযোগ হল- সৌজন্যে U tube.
সবার অভিনয় গুণে সমৃদ্ধ এক সুন্দর ছবি। তবে দুটো নাম বিশেষ করে মনে আসে। না, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত মহিরুহ নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমার নেই।
শ্রীলেখা আপন ছন্দ আর অভিব্যক্তিতে অনবদ্য। কেমন যেন মনে হয় টলিউডে এই শক্তিমতী অভিনেত্রী নিজের যোগ্য সম্মান পেল না। দূর্ভাগ্য বাঙলা সিনেমা প্রেমিদের।
দ্বিতীয় নামটি *কবিতা ও পাঠ* এর স্বর্ণালী সরকার- অসাধারণ দক্ষতায় প্রতিটি শব্দকে জীবন্ত করে তুলেছেন।
জিজীবিষার পুরো টিমকে শুভেচ্ছা রইল।
জীবনের এক অবসর সময় এখন আমার ... এই অবসরে কিছু বাংলা সিনেমা দেখছি আর মনে হচ্ছে কেন দেখিনি এতদিন ... শ্রীলেখা এমন অভিনয় করতে পারে জানা ছিলো না ...
Asadharon laglo movie ta. Valo legeche Shreelekha Mitra or Abhinoy.❤❤❤
এক কথায় দারুণ লাগল। আবহ সঙ্গীত ও গান দারুণ!!! অভিনয় সে তো হবেই ......
কারা আছে দেখতে হবে তো ।
দারুন...জীবন কোন শর্তের ওপর থেমে থাকে না...
Eto ashadharon ekta CINAMA sotti jibon ta j prottek muhurte amader chinte sekhay
Behaya mon
অসাধারণ কথার ছন্দের আবৃত্তিগুলো...
ভালো থাকুক সৌমিত্র চট্টোপাধ্যায়
Excellent movie salute all the roleplay, spacialy srilekha and soumitra sir, mone dag kete gelo cinema ta dekhe. thanks, Abdali sinopac rig 988, Kuwait.
khub valo akta muvi....love from bangkadeh
In film industry as an actor Soumitro chatterjee was fabulous,,,and sreelekha mitro is Extra ordinary actress,,
Apurba laglo sreelekhar abhinai
প্রথম থেকে শেষ কোনো অংশেই অমনোযোগের কারন নেই, আমার খুব খুব ভালো লেগেছে মুভিটা, অসাধারণ।
সবাই কে অসংখ্য ধন্যবাদ ওরকম একটা গল্প বানানোর জন্য
অসাধারণ ছবি, অভিনয় খুব ভালো করেছে প্রত্যেককে I খুব কম বাজেটেও যে একটা সুন্দর মুভি বানানো যায় ডিরেক্টর প্রমান করলেন I আবৃত্তি গুলোর কথা না বললে আবৃত্তিকারের প্রতি ইনজাস্টিস করা হবে, অসাধারণ কন্ঠ, শুভ কামনা আপনার জন্য I
7no ",l
Incredible movie 🎥
Shreelekhar acting sotti valo laglo
শ্রীলেখা মিত্র😘😘 অসাধারণ অভিনয়
Osomvob sundor ❤
Homes are not not brick & mortar structures but dunes built out of sand on sea shores: Sreelekha's wonderful acting conveys this message.
Onak din por valo movie dhkalam....... Osadharon
দারুণ অভিনেত্রী শ্রীলেখা মিত্র
Khub valo lglo avhinoy o drun
Erokom gaan o poribesh sundar
Onkkkk valo logical ekta movie dekhlamm osadharonn
খুব ভালো লাগলো সিনেমা টা ,গল্পটা মালো ,
তার থেকেও বেশি ভালো লাগলো অভিনয় ।
Khub valo laglo ♥️♥️
Darun lagcha choka jol asha galo
কথার মাঝে ঘেঘ নেমে যায়
অল্প ভিজে শব্দেরা,
চৌকাঠে মন নামিয়ে আসি
সেই তো আমার ঘরেফেরা।
বাহ্ খুব সুন্দর।
খুবই ছোট কাহিনী তবে ভালো মুভি, কিন্তু শেষ মুহূর্তে কঠোর বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে।
এক কথায় অসাধারণ ছবি❤❤❤❤❤❤❤
Khub sundar projajana balistha avinay.srilrkhA Mitra k so maney.thsnks ata. Good actress tabuo bangla chabbitA sai bhaba bangla chabbita dakha jay na....kubhi apsos.... Tabuo somaney thanks to srilekhA Mitra....
Oshadharon. Prokrito valobashar joy hok
সত্যি অদ্ভুত সুন্দর ❤❤
অসাধারণ
অসাধারণ ছবি!
বেশ ভালো লাগলো।
Script writing is different & outstanding....in the end both women from different culture & profession - specially Rachna realizes
her mistake as a human being and tried best to find out her finally...................Gautam Hazra (New Delhi )
সিলেট থেকে শাহরিয়ার তানজিম অসাধারণ মুভি😍😍💜💛
Khub valo gaan gulo
সত্যিই খুব সুন্দর....!
Excellent movie... Khub bhalo laglo
Speechless..... osadharon
অসাধারন মুভি ❤
শ্রীলেখার এত স্বতঃস্ফূর্ত অভিনয়। Very underused in the industry.
অপূর্ব!
আমি কেঁদে ফেললাম..অসাধারণ😔😭
Beautiful Movie, Beautiful Songs.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sotti khub valo laglo
Khub sundor..
Beautiful movie ❤
Awesome. It's all about humanity.
খুব ভালো লাগলো শেষ টা দারুণ
khub sundor laglo chobi ta..golpo ta purono...ses tao jana chilo....tao keno janina bhalo laglo...
The story & screenplay is awesome. But above all hats off to Sreelekha. She is the pillar of Bengali film. She is an asset to Bollywood, directors must explore more talent from her. He has that power, which can lead the films to great depth and sentiments of the film.
Amar mone hoy j shreelekha mittro ar moto heroin.aage kono din aaseni. ar kono din o aasbe Na. and nice movie.... Thanks.
Bhishon bhalo laglo
সব সিনেমার নর্তকীর ভূমিকা হাহাহাহা
একটা স্বাভাবিক পরিবারের গল্প
Osadharon laglo..
ভেরি নাইচ মুভিটা বেশি ভাল হয়েছে শ্রীলেখা মিত্রর অভিনয়টা ধন্যবাদ শ্রীলেখা মিত্রকে
👍Very nice movie 👌
Khub bhalo laglo . Bangla cinema sotti dekhte bhalo lagche.
নিয়ম কানুন এর বাঁধন দিয়ে জীবনের আবেগ অনুভূতি গুলোকে বেঁধে রাখা যায় না।
Anek din por ekta bhalo movie dekhalam.. Thankx to the maker.. bravo...
Very nice movie...nicely make...i realy like Srelekha Mitra...she is truely bengali beauty....and brilliant actress to...Rituparna can not even stand against her...srelekha is much much better actress...
ffghv
Suparna Datta i
Suparna Datta yy
this is my film...I am the maker of this film....jader film ta valo legeche tarai amar inspiration aro better film er
rituporna k ei cinemae kothae pelen bujhte parlam na?
সৌমিত্র স্যার প্রয়াত হওয়ার পর আজ ওনার অভিনীত এই মুভিটি দেখলাম। 🙏🙏🙏🙏🙏🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Outstanding movie 🖤
💙🇧🇩
❤ অসাধারণ সিনেমা।
শ্রীলেখা ❤🎉
রচনা চরিত্রটি চমৎকার ৷
1 :25am deklam movie ta nice. R ektu barale valo hoto.
খুব ভালো লেগেছে
KhubE valolaglo.
Khob sondor kahini
Excellent ❤❤❤❤❤
ভাল লাগল :)
সব মুভি সবার মনে ধরবে সেটা ভাবাই ভুল!
শ্রীলেখার অভিনয় ভাল ছিল ♥♥♥
O9
Shumon DEB
. no
End is wonderful
Awesome Movie 📽️🎥👍👍👍👍👍Unbelievable 📽️
Thanks for watching !
অসাধারণ👌👌👌
liked it.But may not be like by everyone. Sreelekha is excellent, so deep ! Others have also made a reasonable effort. Storyline, direction...quite clean.
Gan gula darrrun chiloooo......
Darun
boita khub sundor 1tu onnorokom
পুরুষ মানুষ গুলো খুবই selfish , এরা নিজেদের প্রয়োজন ছাড়া কিছু বুঝে না, মেয়েদের মনের কস্ট অনুভূতি গুলো কখনো বুঝতে পারে না। বাস্তবে এমন অনেক ঘটনা ঘটে অহরহ।
মন্তব্যটা একপেশে হয়ে গেলো না
thik amr boyfriend o arokom
Try me
ভুল বললেন। গল্প কাহিনী নয়, আপনি বাস্তবে ফিরে আসুন। আসলে একজন সত্যিকারের ভাল ছেলেদের মনটা মেয়েরা বুঝতে পারে না। বরং মেয়েরা খারাপ ছেলেদের সহজেই ভালবেসে ফেলে আর পরিনামে তার ফল ভোগ করে। আজকাল ছেলেদের গার্লফ্রেন্ড থেকে মেয়েদের বয়ফ্রেন্ড থাকে অনেক বেশি। দুষ্ট ছেলেরাই মেয়েদের পিছনে সারাক্ষন লেগে থাকে আর সর্বদা মিষ্টি মিষ্টি কথা বলে আর বদমাশ মেয়েরা দেখে কে আমার পিছনে বেশি ঘোরাফেরা করে আর তাকেই তারা ভালবাসে। ভাল ছেলেরা কখনও অতিরিক্ত ভাবে মেয়েদের পিছনে ঘোরাফেরা করে না। ভালো ছেলেরা যখন মেয়েদের দিকে একাধিক বার তাকায় তখন মেয়েরা ভাব নেয় বেশি আর পরিনামে পস্তায়। কথাগুলো মাথায় রাখবেন।
হমমম
এজন্যই দুনিয়ার যতো প্যারা
ছেলেদের মাথায় থাকে
আবেগের কথা বলবেন না
বাস্তব কথা বলবেন
ধন্যবাদ ❤️❤️
অসাধারণ একটি গল্প
Nice movie. Specially Sreelekha mitro done great job💕💕👍
Khub sundor movie
Asadharon chobi
এ সব ছবি দেখে কিছু শিখার আছে ❤️
Kono kotha hobe na. Eakkothai otulonio.🌷👍🙏
যাস্ট অসাধারণ মুভি।
Speechless.......
Khub natural laglo, ashadharan ❤
জিজীবিষা কথা র মানে জয় করিবার ইচ্ছা
Excellent movie
anek din par akta khub valo movie dekhlam .aro dekhte chai 😊ģood direction.thanks .
বেশ।মন ভরে গেল ।
ভাল লাগল
Wounderful muvi.
khub sundor laglo film ta
Wow I love to watch this 😍😍😍😍
জিজীবিষা মানে বাঁচবার ইচ্ছা
Amar khub jante ichha hochilo ai shobder mane ki.
Since when this word got this meaning in Bangla dictionary?
Golper bunot khub durbol. Tobe valo legeche. Bastobota ache tobe ektu absurd. Srilekha mitra khub Boro maper avinetri. Film industry take thik moto use korte prlona
অদ্ভুত একটা ভাল গল্পের মুভি খুব খুব খুব ভাল ছিল
very good movie .....
Excellent acting of Sri lekha