যমুনা নদীর পাড়ে এনায়েতপুর বাধের সুন্দর দৃশ্য সমূহ || Viral Heritage || দাগ থেকে দারুন কিছু
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- যমুনা নদীর পাড়ে এনায়েতপুর বাধের সুন্দর দৃশ্য সমূহ || Viral Heritage || দাগ থেকে দারুন কিছু
আমি একটা পাহাড় কিনতে চাই।
সেই পাহাড়ের পায়ের
কাছে থাকবে গহীন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর থাকবে রুক্ষ
কঠিন বালিকাময় ধু ধু মরুভূমি ।
যেখানে থাকবে তীব্র নির্জনতা, ছুয়ে দেখবো আকাশকে ।
দর্শক আজ আপনাদের নিয়ে যাবো সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালের পিছন সাইডে যমুনা নদীর পাড়ে। সঙ্গত কারনেই নদী এলাকা হয় বালিময় তাই চিকচিকে বালির মাঝদিয়ে এগিয়ে যাচ্ছি নদীর একদম তীরে । নিজে দেখবো ও আপনাদের দেখাবো এই এলাকার কিছু চিত্র সমূহ । সিএনজি ওয়ালা প্রথমেই বলেছে এখানে কিছু নেই ভাই তার থেকে যমুনা সেতুর কাছে গেলে অনেক কিছু দেখতে পেতেন। তারপরেও যেয়েতু চলেই এসেছি সেহেতু গায়ে বালি না মাখিয়ে ফিরে যাওয়া যাবেনা।
প্রতিটা এলাকা কেন্দ্রীক তৈরি হয় নতুন নতুন কিছু ব্যাবসা বানিজ্য। আমাদের কাছে যেই বালি বিরক্তির কারন ঠিক সেই বালির । উপর নির্ভর করে বেচে থাকে কারো কারো জীবন। তাইতো বলা হয় পৃথিবীতে আল্লাহ তায়ালা প্রয়োজন ব্যাতীত কিছুই সৃষ্টি করেন নাই । আলহামদুলিল্লাহ। আল্লাহ বড়ই মহান। ক্ষমতাবান। সুষ্ঠ বিচারকারী।
বর্ষাকালে এই বাধের রাস্তার দুই পাশ দিয়ে বিভিন্ন ধরনের জাল দিয়ে জেলে ও সৌখিন মতস সীকারীরা মাছ সীকার করে থাকে । এদের অনেকেই ধর্ম জাল ব্যাবহার করে। তবে এখনো নদীর পানি নদীর মাঝ খানে থাকায় এই রাস্তার দুই পাশে এখনো বালিময় । চর রয়েছে। তাই এখানে বিভিন্ন ধরনের খাবারের অস্থায়ী দোকান লক্ষ করা যাচ্ছে। যমুনা নদীর কোল ঘেষে বেড়িবাধটি বর্তমানে একটা পর্যটন ক্ষেত্রে পরিনত হয়েছে।
বৈশাখের তীব্র কাঠ ফাটা রোদে চিকচিকে বালির রাস্তায় অর্ধ কিলোমিটার পায়ে হাটার পরে বরফ মিশ্রিত লেবুর শরবতই পারে শরীরের ক্লান্তি একটু হ্রাস করতে। তাইতো এইখানের শরবত বিক্রেতা কাস্টমারকে ডেকে আনতে হয় না । দাম ও রিজেনেবল আছে।
সিলেটের জাফলং কিংবা সাদাপাথরে এই লেবুর শরবত খেয়েছিলাম বিশ টাকা গ্লাস। এনায়েত পুর বেড়িবাধে দাম মাত্র এক গ্লাস ১০ টাকা। দর্শক, আপনার এলাকায় এই গরমে এক গ্লাস লেবুর শরবতের দাম কয় টাকা ছিল কমেন্ট বক্সে জানাতে পারেন।
রাস্তা থেকে নিচের দিকে নামতেই চোখে পড়লো কিছু খাবার দোকান ও বাচ্চাদের খেলনার কিছু রাইড সমূহ। পানিতে ভাসমান সারি সারি নৌকা থেকে ভেসে এলো মাত্র দশ টাকা মাত্র দশ টাকা। এই প্রথম কোন পর্যটন কেন্দ্রে দেখলাম মাত্র দশ টাকার বিনিময়ে নৌকায় উঠে নদীর মধ্যে ঘুরাঘুরি করা যায়।
দর্শক এই ছিল ঘুরে দেখা এনায়েতপুররে বেড়িবাধ। ভিডিওটা সমপর্কে আপনাদের মূল্যবান মন্তব্য প্রদানের জন্য খোলা থাকবে সব সময় Viral Heritage মিডিয়ার কমেন্ট বক্স। পরিশেষে সবার মঙ্গলময় জীবন কামনা করে বিদায় নিচ্ছি । আল্লাহ হাফেজ ।
ভিডিওধারনেঃ Viral Heritage
কপিরাইটঃ Viral Heritage
তারিখঃ 22-04-2024
----Related Tags-----
এনায়েতপুর বেড়ি বাধ
এনায়েতপুর বেড়িবাঁধ সিরাজগঞ্জ
Enayetpur Beribadh Sirajgonj
সিরাজগঞ্জের দর্শনীয় স্থান এনায়েতপুর
যমুনা নদীর ভাঙ্গন রোধে এনায়েতপুর বেড়িবাঁধ
#বাঘাবাড়ি_নৌকা_বাইচ #Viral_Heritage #নৌকা_বাইচ
*** কেউ প্রমোশনের জন্য স্পন্সর করতে চাইলে যোগাযোগ করুন ০১৭২২-০০৫৫৯৪ **
দর্শক, আপনাদের এলাকায় ঐতিহ্যবাহী কিছু থাকলে কমেন্টে জানাবেন। সেগুলো মানুষের সামনে তুলে ধরতে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ভালো লাগলো
Daad hi
ইন্ডিয়াই লেবুর শরবত 2টাকা
ধন্যবাদ ভাই, এখনো ইন্ডিয়ার অনেক পন্যের দামই বাংলাদেশের চেয়ে সস্তা