মঞ্চ থেকে এবার বড়পর্দায় 'অথৈ', অনির্বাণ-সোহিনী-অর্ণ ছাড়া টলিউড হাজির ছবির প্রিমিয়ারে।
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- দীর্ঘ ৭ বছর ধরে মঞ্চে জনপ্রিয়তা কুড়োনোর পর এবার বড়পর্দায় 'অথৈ'। মঞ্চের মতো ছবির ক্ষেত্রেও পরিচালনার দায়িত্ব সামলেছেন অর্ণ মুখোপাধ্যায়। এই ছবির মাধ্যমেই টলিপাড়ায় পরিচালক হিসাবে পথ চলা শুরু হল তাঁর। সম্প্রতি, দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল এই ছবির প্রিমিয়ার। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, শ্রুতি দাস, মমতা শঙ্কর, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঐশ্বর্য সেন,অনুশা বিশ্বনাথন, তথাগত মুখার্জী বিবৃতি চট্টোপাধ্যায়, সম্পূর্ণা,দেবাশীষ মন্ডল,সৌরভ দাস, ওম সাহাণী, মিমি দত্ত সহ টলিপাড়ার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বরা।
#jiostudios #svf #sohinisarkar #anirbanchatterjee#chiranjitchakraborty #prosenjitchatterjee #srijitmukherjee #ishaasaha #mamatashankar #ankushhazra #oindrilasen #adritroyforever#GOURAVCHAKRABORTY#ridhimaghosh #susmitachatterjee #devlinakumar #sauravdas #mimidutta #omsahani #debasishmondal #anushaviswanathan
Visit Our Website: www.sambadbino...