প্রেম প্রীতির বন্ধনে নাসরিন ও হারুন কিসিঞ্জার 🌜ঈদ মোবারক

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • 🌹ঈদ মোবারক 💞 ঈদ মোবারক 🥰
    কৌতুক অভিনেতা হিসেবে ঢাকাই ছবিতে দিলদার ভাইয়ের পর জনপ্রিয়তা পেয়েছিলেন হারুন কিসিঞ্জার ভাই। প্রায় ১০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু চলচ্চিত্রে নয়, অসংখ্য কৌতুক অ্যালবাম প্রকাশ করেছেন। সারা বছরই ব্যস্ত থাকেন দেশে এবং বিদেশে স্টেজ শো আর সুটিং করে। দেশের বাইরে দুবাই, কাতার, সিঙ্গাপুর, লেবানন, মালয়েশিয়ায় শো করতে যাওয়ার সুযোগ হয়েছে বহুবার। এটিএন বাংলায় ‘কমেডি আওয়ার’ নামে একটা অনুষ্ঠানেও সে নিয়মিত ছিলেন। ’মান্না, রিয়াজ, আমিন খানদের সঙ্গে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতেন হারুন কিসিঞ্জার। দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ, এফ আই মানিক, ওস্তাদ জাহাঙ্গীর আলম, এমবি মানিক ছাড়া গুণী নির্মাতাদের ছবিতে কাজ করেছেন তিনি। তবে এখন যারা ছবি বানাচ্ছেন তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই বলেন জানান এই কৌতুক অভিনেতা। তিনি বলেন, আগের ফিল্ম ডিরেক্টররা আমাকে ছবিতে নিতেন। তারা খোঁজখবর রাখতেন। কিন্তু এখনকার নির্মাতারা তো দূরের কথা, এফডিসির কেউ আমার খোঁজখবর নেয় না। আমি আবার আগের মতো ছবি করতে চাই। কিন্তু নতুন পরিচালকদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। নতুন নায়ক, নায়িকাদের সঙ্গেও তেমন কোনো সম্পর্ক নেই। দিলদার মারা যাওয়ার পর এদেশের চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছিল বলে মনে করেন হারুন কিসিঞ্জার। তারপর তিনি কিছুটা হলেও সেই শূন্যতা পূরণের হাতছানি দিয়েছিলেন। এরপর ‘জামাই শ্বশুর’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। বলেন, ‘এই ছবিটি আমাকে সবচেয়ে প্রশংসা এনে দিয়েছে। আরও বলেন, ‘এখন আমাদের ফিল্মে কৌতুক অভিনেতাদের কদর কম। আগে কৌতুক শিল্পীদের জন্য গল্পের আলাদা প্লট থাকতো, এখনকার ছবিতে তাও নেই। সবই নায়ক-নায়িকার গল্প।’ হারুন কিসিঞ্জার প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘মানুষ ছবি দেখে বিনোদনের আশায়। কৌতুক শিল্পীরা চলচ্চিত্রে বিনোদনের অপরিহার্য অংশ। তাদের আনন্দময় উপস্থিতি গল্পটাকে পূর্ণতা দেয়। কিন্তু তারাই আজকের দিনের চলচ্চিত্রে অবহেলিত, কেন? নির্মাতা-চিত্রনাট্যকাররা তাদের নিয়ে কেন ভাবেন না?’ঢাকার বাসিন্দা হারুন কিসিঞ্জার দুই মেয়ে ও দুই ছেলের জনক। তার বড় মেয়ে স্বামীর সঙ্গে ইতালি থাকে, আরেক মেয়েকে বিয়ে দিয়েছেন দেশেই। এক ছেলে বর্তমানে সময়ের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী রুবেল খন্দকার হিসেবে বহুল পরিচিত। এবং নাটক-টেলিফিল্মের ভিডিও এডিটর হিসেবে কাজ করছেন। হারুন কিসিঞ্জার বলেন আমি, আর্থিকভাবে আল্লাহর রহমতে বেশ সচ্ছ্ল। আমার কোনো অভাব নেই। তবে যেই চলচ্চিত্র দিয়ে আমি পরিচিতি পেয়েছি, সেই চলচ্চিত্রের মানুষ যদি আমার কোনো খোঁজ না রাখে তবে খুব কষ্ট লাগে।
    ঈদ উপলক্ষে আমি তার কো আর্টিস্ট এবং ছোট বোন হিসেবে তার বাসায় যাই এবং সুখ দুঃখের কথা শেয়ার করি। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো।
    সবশেষে আমাদের হারুন কিসিঞ্জার ভাইয়ের জন্য মন থেকে প্রার্থনা করি আল্লাহ তাকে সুস্থ রাখুন ভালো রাখুন। আমিন 🙏🌹💞
    💞Thanks for watching this video.🌹
    প্রেম প্রীতির বন্ধনে নাসরিন ও হারুন কিসিঞ্জার 🌜ঈদ মোবারক #harun_kisinger | Nasrin Aktre FDC
    #nasrin
    #fdc
    Nasrin Akter FDC
    Shakib khan bangla movie
    bangla film
    talk show
    bd natok
    Hero Alom
    Dildar Comady
    হাসির নাটক
    funny
    হারুন কিসিঞ্জার
    Bangla Comedy
    Moushumi
    Shabnur
    Reaz
    Mollah Barir Bou
    Telefilm
    Ghar jamai
    comedy movies
    Koutok
    Dipjol
    manna movie nayok
    Asif Akbar
    apu biswas
    official trailer
    অপু বিশ্বাস
    prem pritir bondhon
    Misha Sawdagor
    প্রেমপ্রীতি বন্ধন
    লিডার আমিই বাংলাদেশ
    leader ami bangladesh
    bubly
    রুবেল খন্দকার
    rubel khandakar song

Комментарии •