যেভাবে নিজ কন্যার বান্ধবীর প্রেমে পড়েন হুমায়ূন আহমেদ... প্রত্যক্ষদর্শীর বর্ণনা ! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 330

  • @KamrulIslam-hu9fe
    @KamrulIslam-hu9fe Год назад +91

    কাপ্তান নূরকে আমরা নানা ডাকি। উনি খুবই মিশুক একজন মানুষ। উনার পুরো জীবনটাই একটা ইতিহাস। এই ইতিহাসের কিয়দংশ চেঞ্জটিভি প্রচার করছে, এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
    কাপ্তান নূর নানার মুখে এই ঘটনা আমি সরাসরি বেশ কয়েকবার শুনেছি। তবে ভিডিওর বর্ননার সাথে দু-এক জায়গায় কিছুটা গড়মিল আছে। বয়সজনিত কারনে এই গড়মিল হতে পারে। যেমন কাপ্তান নূর একবার বলেছেন, পাকিস্তানী মেয়ে মোনালিসার সাথে তার ৫ মাসের সম্পর্ক ছিলো। আরেকবার বলেছেন, ৫ বছর। আসলে ৫ মাসই সম্পর্ক ছিলো, কারন তার ডিউটিই ছিলো ৬ মাস মেয়াদের। এটা সম্ভবত স্লিপ অব টাং।
    আরেক জায়গায় তিনি বলেছেন, ম্যারেজ রেজিস্টার অফিসে তিনি সাইন করেছেন। কিন্তু উনি আমাদেরকে বলেছেন, তিনি আর মোনালিসা ম্যারেজ রেজিস্টার অফিসে ২ জন সাক্ষীর আসার অপেক্ষায় বসে ছিলেন। তখনই ইন্টেলিজেন্সের লোকজন এসে তাদেরকে ধরে নিয়ে যায়। অর্থাৎ তারা বিয়ে করতে পারেননি। বিয়ে করলেতো মোনালিসা কোর্টমার্শালের সময়ই সব বলে দিতো।
    এই ঘটনায়, বর্বর জেনারেল টিক্কা খান তাকে আর্মি থেকে বরখাস্ত করেন। এটা ১৯৬৩ সালের ঘটনা।
    এরপর তিনি বাংলাদেশে (তৎকালীন পশ্চিম পাকস্তান) চলে আসেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের আগে কাপ্তান নূর কুমিল্লার বিখ্যাত 11 sisters এর ৪র্থ মেয়ে হেলেনকে বিয়ে করেন। তবেে উনার স্ত্রী এখন জীবিত নাই । কয়েক বছর আগে মৃত্যুবরন করেছেন। উনি বর্তমানে ঢাকার মালিবাগে নিজ বাড়িতে বসবাস করেন। উনার বাড়ীর নাম উনার স্ত্রীর নামে নামকরন করেছেন “হেলেনের হাসি”।
    মহান আল্লাহপাক কাপ্তান নূর নানাকে দীর্ঘ্য জীবন দান করুক।
    আমিন।

    • @FariaTabassum-l7m
      @FariaTabassum-l7m Год назад +2

      হ্যাঁ ভাইয়া, আপনি সঠিক বলেছেন। আমিও এমনই শুনেছি নানার মুখে।

    • @mizanrahman242
      @mizanrahman242 Год назад +4

      বয়স্ক ব্যক্তিদের অনেক সময় অনেক কিছু মনে থাকে না,

    • @Chandan7404
      @Chandan7404 Год назад

      ধন্যবাদ আপনার সংযোজনের জন্য। ছোট একটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে আপনার। লিখেছেন "এরপর তিনি বাংলাদেশে (তৎকালীন পশ্চিম পাকস্তান) চলে আসেন" ... এখানে "পশ্চিম" নয় "পূর্ব" হবে। আপনার সংশোধনের পর আমার এই রিপ্লাইটি delete করে ফেলবো।

    • @abrarfahimnavid2303
      @abrarfahimnavid2303 Год назад

      A

    • @abrarfahimnavid2303
      @abrarfahimnavid2303 Год назад

      +0

  • @shahjahanmiah1203
    @shahjahanmiah1203 Год назад +42

    ক্যাপ্টেন নুরুদ্দিন একজন সৎ মানুষ। সব কিছুই সততার সঙ্গে বর্ণনা করেছেন। সিনিয়ররা সব সময়ই সন্মানিত। উনি ভালো থাকুন এই কামনা করি।

  • @ANAMIKA692
    @ANAMIKA692 Год назад +10

    চমৎকার চমৎকার চমৎকার লাগছে গুণী কবি নানুভাই। 🎉

  • @zinnatulfardous777
    @zinnatulfardous777 Год назад +4

    খুব সুন্দর লাগলো।। কিছু অজানা তথ্য জানলাম।। 😊

  • @mozafforhosain1901
    @mozafforhosain1901 Год назад +30

    অশ্রু দিয়ে লেখা এ গান, কখনো ভুলে যেও না,,,,,,। আমারও বৃদ্ধ বয়সে সেই গানটির কথাই মনে পড়ে গেল। যে ছবিটা বারবার দেখতাম।হায়রে পৃথিবী,,,। হায়রে ভালোবাসা,,,,।হে মহান রব, তুমি আমাদের সকলকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা আমীন।।

  • @KamrulIslam-hu9fe
    @KamrulIslam-hu9fe Год назад +18

    চেঞ্জ টিভিকে ধন্যবাদ বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

  • @shiblimohammadarafat6602
    @shiblimohammadarafat6602 9 месяцев назад +5

    হুমায়ুন আহমেদকে খারাপ যারা বলে আসিফ নজরুলকে কিন্তু তারা খারাপ বলেনা। 😂😂😂

  • @shewlykhan
    @shewlykhan Год назад +263

    এটাকে প্রেম না বলে ভীমরতি বা কম বয়সী শরীরের আকর্ষণ বলা যেতে পারে।

    • @mojiburrahman5268
      @mojiburrahman5268 Год назад

      তাইলে কি মানুষ বুড়া বেডি বিয়ে করবে? 😂😂😂😂 হুমায়ুন আহমেদ ভালো কিছুই করছেন খারাপ কিছু তো করেন নাই। 😊

    • @skhalimtutul4016
      @skhalimtutul4016 Год назад +1

      মহিলা মানুষের মনে প্রেমের ক্ষুধা কতোটুকু থাকে?? সুতরাং পুরুষের প্রেম নিয়ে কথা বলতে গেলে আগে পুরুষের মন সম্পর্কে গবেষণা করতে হবে। মহিলাদের সঙ্কীর্ণ মন নিয়ে পুরুষের প্রেম বিষয়ে কটাক্ষ না করাই শ্রেয়।😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @ManwarAlam-nz7ld
      @ManwarAlam-nz7ld Год назад +4

      অল্প বয়সের ‘প্রেম কে’ calf love বলে। বাংলায় প্রথম প্রেম বলে।

    • @mostafizurrahman4370
      @mostafizurrahman4370 Год назад +3

      অসাধারণ বলেছেন, এমনটাই হয়েছিল হয়তো-বা, প্রিয় লেখক সম্পর্কে আর কিবা বলবার আছে।

    • @md.muzahidulislamsamrat8037
      @md.muzahidulislamsamrat8037 Год назад

      শাওন বেশ্যাগীরী করে গুলতেকিন এর সঙসার ভেঙেছে

  • @FariaTabassum-l7m
    @FariaTabassum-l7m Год назад +2

    কাপ্তান নূরকে আমরা নানা ডাকি। উনি খুবই মিশুক একজন মানুষ। উনার মুখে এই ঘটনা আমি সরাসরি বেশ কয়েকবার শুনেছি। তবে ভিডিওর বর্ননার সাথে দু-এক জায়গায় কিছুটা গড়মিল আছে। বয়সজনিত কারনে এই গড়মিল হতে পারে। যেমন কাপ্তান নূর একবার বলেছেন, পাকিস্তানী মেয়ে মোনালিসার সাথে তার ৫ মাসের সম্পর্ক ছিলো। আরেকবার বলেছেন, ৫ বছর। আসলে ৫ মাসই সম্পর্ক ছিলো, কারন তার ডিউটিই ছিলো ৬ মাস মেয়াদের। এটা সম্ভবত স্লিপ অব টাং।
    আরেক জায়গায় তিনি বলেছেন, ম্যারেজ রেজিস্টার অফিসে তিনি সাইন করেছেন। কিন্তু উনি আমাদেরকে বলেছেন, তিনি আর মোনালিসা ম্যারেজ রেজিস্টার অফিসে ২ জন সাক্ষীর আসার অপেক্ষায় বসে ছিলেন। তখনই ইন্টেলিজেন্সের লোকজন এসে তাদেরকে ধরে নিয়ে যায়। অর্থাৎ তারা বিয়ে করতে পারেননি। বিয়ে করলেতো মোনালিসা কোর্টমার্শালের সময়ই সব বলে দিতো। এই ঘটনায়, বর্বর জেনারেল টিক্কা খান তাকে আর্মি থেকে বরখাস্ত করেন। এটা ১৯৬৩ সালের ঘটনা।
    ১৯৪৭ সালে তিনি বাংলাদেশে (তৎকালীন পশ্চিম পাকস্তান) চলে আসেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের আগে কাপ্তান নূর কুমিল্লার বিখ্যাত 11 sisters এর ৪র্থ মেয়ে হেলেনকে বিয়ে করেন। তবেে উনার স্ত্রী এখন জীবিত নাই । কয়েক বছর আগে মৃত্যুবরন করেছেন। উনি বর্তমানে ঢাকার মালিবাগে নিজ বাড়িতে বসবাস করেন। উনার বাড়ীর নাম উনার স্ত্রীর নামে নামকরন করেছেন “হেলেনের হাসি”।
    মহান আল্লাহপাক ক্যাপ্তান নূর নানাকে দীর্ঘ্য জীবন দান করুক।
    আমিন।

  • @abuahmedazam3922
    @abuahmedazam3922 Год назад +5

    Kaptin, you are my mentor. You hero who push Tikka Khan .God bless you .

  • @abuahmedazam3922
    @abuahmedazam3922 Год назад +9

    I admire him , he told lotof truth aboue Zia and those day .

  • @fahadbinsakhawat3669
    @fahadbinsakhawat3669 Год назад +4

    Masha’Allah - unar memory valo

  • @nigarsultana8941
    @nigarsultana8941 Год назад +9

    একজন সম্মানিত ব্যক্তি উনি ৯০ বছরে বয়সে কারো সমালোচনা বা সত্যি ঘটনা হোক না বলাই উচিৎ ছিল। অনেক গুনী বিখ্যাতজনের চরিত্রে কলংক পাওয়া যায় ইতিহাস বলে।

  • @MithilaMim-i3j
    @MithilaMim-i3j Год назад +19

    কাপ্তান নূরের দুইটা সাক্ষাতকারই দেখলাম। ঘটনাবহুল জীবন উনার। আমাদের প্রিয় উপন্যাসিক হুমায়ুন স্যারকে নিয়ে উনার স্মৃতিচারন অনেক ভালো লাগলো।
    ৯০ বছর বয়সে এখনো সবকিছু উনার মনে আছে এটা সত্যিই অবাক করার মতো।
    উনার সুস্থ্যতা কামনা করি।

  • @ShahidaShikha-fc6ni
    @ShahidaShikha-fc6ni Год назад +51

    শাওন একজন প্রতারক মহিলা! আমরা হুমায়ুন আহমেদ এর বউ বলে মেনে নিতে পারিনি! 😭

    • @shamimanasrin24
      @shamimanasrin24 Год назад +6

      আর নুহাশের girlfriend হিসেবে সুনেহরা কে মেনে নেয়া কঠিন 😢

    • @gulnaharbegum7685
      @gulnaharbegum7685 Год назад +6

      তুমি না মানলে শাওনের কিছুই যায় আসে না ।

    • @RayhanReza-ng1cg
      @RayhanReza-ng1cg Год назад +6

      নিয়েন না, তাতে কার কি এসে যায়।

    • @md.rakibislam5740
      @md.rakibislam5740 Год назад

      Humaun ahmed ekta lompot, ta na hole ata se korten na,

    • @cto_plushtubing
      @cto_plushtubing Год назад +2

      Shaon and Humayun both deserved each other. She was the daughter of his friend. He shouldn't have done it if he had any morals. He shouldn't have betrayed his long time wife, and put his children in this position. Didn't Humayun's daughter also marry a friend of his father out of revenge against him?

  • @nazmulhuda2975
    @nazmulhuda2975 Год назад +2

    দারুণ এক গল্পের প্লট। স্যার লিখে ফেলুন।

  • @peacefullifetv5065
    @peacefullifetv5065 Год назад +10

    আমাদের সমাজের কিংবদন্তিদের কাহিনি, আল্লাহ মাফ করুন।

  • @atsyeahia4933
    @atsyeahia4933 Год назад +7

    দারুণ আলোচনা

  • @ShahidaShikha-fc6ni
    @ShahidaShikha-fc6ni Год назад +14

    এই কারণেই আল্লাহ তুলে নিয়েছেন!😭

    • @marufhasan8159
      @marufhasan8159 Год назад

      আচ্ছা! তাহলে এত নিরপরাধ নিষ্পাপ মুসলিমদের হত্যা করার পরেও ইসরায়েলের বেনজামিন নেতানিয়াহুকে আল্লাহ কেন তুলে নেন নি?
      এত মুসলিমদের ওপর অত্যাচার করার পরেও সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বুশ কে আল্লাহ কেন এখনো তুলে নেন নি?
      নাকি তাদের অপরাধের চেয়েও অনেক বেশি আর বড় অপরাধ করেছিলেন হুমায়ুন আহমেদ??

    • @joyantabala877
      @joyantabala877 Год назад +2

      আল্লাহ সবাইকেই তোলে।

    • @SahanajPannablog
      @SahanajPannablog Год назад +4

      আল্লাহ কাকে কি কারনে তুলে তা কেউ বলতে পারে না।এভাবে বলা ঠিক না।

    • @xiarafi1115
      @xiarafi1115 Год назад

      tahole saun ke biyar ager din e tule nei ne keno? saun er rosh chete pute khwar pore tule nilo keno?

    • @Rock-fu2wb
      @Rock-fu2wb 11 месяцев назад

      ki shob pagol chagol er moto kotha ...

  • @nasrinjahan7913
    @nasrinjahan7913 Год назад +2

    Right bolcen gulteken best 💋💙💋

  • @shailamannan6825
    @shailamannan6825 Год назад +9

    পুরুষ মানুষের ভীমরতি হয় এটা সবাই জানে। কিন্তূ অবাক হতে হয় যখন দেখি মেয়ে মানুষ গুলো কি ভাবে আর একটা মেয়ের সঙসার ভেঙে দিয়ে সেই সঙসারে নির্বিঘ্নে ঢুকে পড়ে ? এদের বিবেকে কি একটু ও বাধে না, সেই পরিবারের সন্তানদের পিতৃছায়া হতে তাদের ছুঁড়ে ফেলে দিতে -??

  • @mdjalil4437
    @mdjalil4437 Год назад +29

    কবি সাহিত্যিকরা সাধারণত নিষিদ্ধ জিনিস বেশি উপভোগ করেন।

    • @ReyadHossain-r3h
      @ReyadHossain-r3h 9 месяцев назад

      আপনি একদম😢ঠিক বলেছেন।

  • @parumaksuda5589
    @parumaksuda5589 Год назад +1

    Khub interesting laglo ❤

  • @kowshikdas5298
    @kowshikdas5298 Год назад +2

    Darun❤

  • @nasimasrunwayimprovinglife552
    @nasimasrunwayimprovinglife552 Год назад +3

    Thank you so much

  • @lutfunnahar4268
    @lutfunnahar4268 Год назад +1

    ❤ly....interesting story of your life is enhancing

  • @Rezaurrahman-r2i
    @Rezaurrahman-r2i Год назад +21

    এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করুন।

    • @Pureonlineshop
      @Pureonlineshop Год назад +8

      তওবা সবারই করা উচিৎ। আপনার নিজের হাতে কতটুকু সময় আছে আপনি কিভাবে জানলেন? আর উনাকেই বা কেন এটা বললেন?

    • @nurtamanna527
      @nurtamanna527 Год назад

      🤣🤣🤣🤣

  • @MohiUddin-pu2dm
    @MohiUddin-pu2dm Год назад +32

    সাওন এক জন বাজে মহিলা।। ❤

  • @kamrulhasan-n5c
    @kamrulhasan-n5c Год назад +41

    এটাকে নৈতিক অবক্ষয় আর নারী দেহ ভোগী মানসিক বিকারগস্ত মানুষ ছাড়া অন্য কিছু বলা যায় না।

    • @radiyahoque1341
      @radiyahoque1341 Год назад +2

      সত্য কথা বলার জন্য ধন্যবাদ

    • @marufhasan8159
      @marufhasan8159 Год назад +3

      তিনি তো তাকে বিয়ে করেছিলেন। তাহলে স্ত্রীকে তালাক দিয়ে, বৈধভাবে কাউকে বিয়ে করলে সেখানে সমস্যা কোথায় বলবেন কি একটু?

    • @shewlykhan
      @shewlykhan Год назад

      @@marufhasan8159 আপনি হয়তো জানেন না সাওনের সাথে দীর্ঘদিন পরোকিয়া ছিল। আর সে কারনেই গুলতেকিন লজ্জায় আলাদা বাসায় দীর্ঘদিন ছিল। বিয়ে হয়েছে ১০ বছর পর।

    • @kolyakter5981
      @kolyakter5981 Год назад +2

      Right onk buro ase ses boyose olpoboyosi meyeder dike nozor dee

    • @Emancipation240
      @Emancipation240 Год назад

      @@marufhasan8159 onno meyer preme porle seita onno kotha chilo but nijer meyer bandhobi k!! luiuchhaa

  • @esam3335
    @esam3335 Год назад +32

    মেয়ের বান্ধবীর সাথে প্রেম লজ্জার

  • @sajuahamed3821
    @sajuahamed3821 Год назад +16

    আচ্ছা একটা মেয়ে না চাইলে কি, কোনোকিছু সম্ভব?

  • @TamannaPinki-f9f
    @TamannaPinki-f9f 4 месяца назад

    পুরুষের এক জীবনে বারে বারে প্রেম আসে,,,এটাই সত্যি। স্বামী কে স্ত্রীরা পূর্ণ স্বাধীনতা দিলে স্বামীরা মনে করেন স্ত্রী তাকে ভালোবাসেন না, পরিবারে তার প্রয়োজন নেই এই ভেবে মনে মনে সে বিষাদের যন্ত্রণা অনুভব করে এই সুযোগে তৃতীয়জন চলে আসে ব্যাস হয়ে গেল এক জীবনে বারে বারে প্রেম😊

  • @waliullahshaikh8568
    @waliullahshaikh8568 Год назад +10

    কন্যার বান্ধবী তো কন্যার‌ মতো।

    • @ZoriIslam
      @ZoriIslam Год назад +1

      Onaker kasey ,konnar bandhobi ,voger bostu. 😂😂😂

    • @dr.islami1773
      @dr.islami1773 Год назад

      Kintu konna noy

    • @dr.islami1773
      @dr.islami1773 Год назад +2

      Dhorme nished ase ki,na thakle modern fotowa diben keno?

    • @AfrojaJu
      @AfrojaJu Год назад

      no

  • @saf327
    @saf327 Год назад +1

    ওয়া ও it's so romantic and thrilling. Go ahead.

  • @hurersvlog9812
    @hurersvlog9812 Год назад +1

    Onek valo laglo

  • @shafiqulislam8185
    @shafiqulislam8185 Год назад +27

    বড় বড় রাজনীতিবিদ আর বড় বড় কবি-সাহিত্যক চরিত্রহীন-লম্পটও হয় বটে। প্রমাণ অজস্র..............

  • @jarinakhatun6504
    @jarinakhatun6504 Год назад +1

    Ameen summa Ameen Aimighty Allah forgive Us, Our holy feelings and Stay safe healthy good With great Deal of Almighty ALLAH Sobaike kobul korun ameen summa Ameen ❤❤❤❤😅😅😅😅😊😊😊😊

  • @shakilmoin6568
    @shakilmoin6568 Год назад +1

    এটা সম্পূর্ণ পর্ব টা দেখতে চাই

  • @infoman6500
    @infoman6500 10 месяцев назад

    অবিশ্বাস্য, অদ্ভূত ঘটনা !

  • @MehediHasan-lz6vh
    @MehediHasan-lz6vh Год назад +3

    এত অভিজ্ঞ একজন মানুষ এবং জ্ঞান গরিমায় অনন্য একজন মানুষের সঙ্গে এত কম সময়ের সাক্ষাৎকার দেওয়া হয়েছে কেন??

  • @naasifn
    @naasifn Год назад +6

    কি টাইটেল দিছেন! আর টাইটেলে এই ভদ্রলোকের নামই তো রাখলেন না। আবার অর্ধেক দিয়ে বাকি অর্ধেকের কোন খবর নাই।

  • @md.humayonkabir2251
    @md.humayonkabir2251 Год назад +3

    হুমায়ুন আহমেদ শহীদুল্লাহ হলের হাউজ টিউটর ছিলেন

  • @kazidolonislam8827
    @kazidolonislam8827 Год назад +3

    সর্ব জান্তা শমসের !

  • @ismailhossain8615
    @ismailhossain8615 Год назад +6

    সত্য বা প্রকৃত ইতিহাস সমাজ ও জাতি কে কিভাবে পরিবর্তন করে?

  • @peacefullifetv5065
    @peacefullifetv5065 Год назад +1

    যেহেতু আমরা কম বেশি জানি সো আর শোনার জানার আগ্রহ নাই।

  • @MnM_CuteCatClips
    @MnM_CuteCatClips Год назад +8

    What's the big freaking deal? Why are we still talking about this? Don't we have anything better or more important to talk about?

  • @kobitatirsatheacheganshammelat
    @kobitatirsatheacheganshammelat 18 дней назад +1

    Kew...mara ...jabar ...por ...ai sob kotha ..bola ..Thik na😮😮

  • @jonyjon6385
    @jonyjon6385 Год назад +4

    হুমায়ুন এর নাম ব্যবহার করে নিজের কাহিনী বলা..................এ নাম ব্যবহার না করলে তো কেহ উনার ভিডিও ক্লিক করতো না..............এটা সাংবাদিক ভালোই জানে

  • @shekhliza
    @shekhliza Год назад +2

    ❤❤❤❤❤

  • @malihajannat2494
    @malihajannat2494 Год назад +1

    We want to listen him more but why short time-?

  • @muhammadjalil3306
    @muhammadjalil3306 Год назад +4

    This man says he was Shaheed Zia ur Rahman's course mate.We never heard anything about him during or after the war.Where from Amirul mumin got him.What he spoke today seems confusing.Is he is in sound mind or suffering from hallucination.

    • @simaakter6584
      @simaakter6584 Год назад +5

      Can you please mention some name of shaheed Zia Ur Rahman’s course mate you hear before or after war? Captain Noor told about Mr. Shafiullah, Tofayel Ahmed, Khaleda Jia etc who are still alive, so you can justify the truth.
      Humayun Ahmed's maternal uncle is alive too. Why don’t you meet him to remove your confusion?
      Should you raise a question about authenticity of one's speech without any verification?
      Awaiting your response!

    • @Pureonlineshop
      @Pureonlineshop Год назад +1

      অনেকেই জীবিত আছে। আপনি কেন তার কথার সত্যতা জাচাই করছেন না? যেহেতু আপনার মনে সন্দেহের উদ্রেক হয়েছে, যাচাইয়ের দায়িত্বও আপনার! আশাকরি সত্যতা যাচাই করে আমাদেরকে জানাবেন।

    • @writerkaptannur
      @writerkaptannur Год назад +2

      Amar course mate Zia chara aro 12 jon chilo,tar modhe 7 jon General hoyechilo --- Safiullah,Mannan,Mohd Jan, Waziullah etc aro chilo Col Hamid - footbollar Kaisar Hamider Father:, prosno hoche eto sondeho keno??? Bullshit!!!

    • @writerkaptannur
      @writerkaptannur Год назад

      ​@@simaakter6584হিিোহনুপপে

    • @Rock-fu2wb
      @Rock-fu2wb 11 месяцев назад

      grow up ...

  • @arindammukherjee4781
    @arindammukherjee4781 Год назад

    পীর বরাবর নেঁড়ে আর সোনার শিঙ এঁড়ে গরু , দুজনেই একই রকম হয়

  • @moniruzzamankhan6220
    @moniruzzamankhan6220 Год назад +1

    উনি তো সবজান্তা সমশের

  • @sheikhisrafil1568
    @sheikhisrafil1568 Год назад +2

  • @dr_traveller
    @dr_traveller Год назад +2

    এগুলাও নিউজ হতে পারে চেঞ্জ টিভিতে? 😁

  • @sapinasagar7294
    @sapinasagar7294 Год назад +2

    পরের পর্ব

  • @NasimaakterNasima-e5n
    @NasimaakterNasima-e5n Год назад

    Ubar gramer bari kothay?

  • @choncholhossen
    @choncholhossen Год назад +1

    আমি শাওনকে হুমায়ূন আহমেদ এর মেয়ে মনে করতাম 😑😑

  • @sultanarazia4844
    @sultanarazia4844 Год назад +3

    আরো ও সক কি জানেন এই bust.... বড় করে প্রশ্নের সম্মুখীন হয় নাই। লেখালেখি লেখক সেটা ভিন্ন কথা। এমন না যে এই ঘটনা হয় না। তাই বলে এই রকম বেহাকে কেহ ছেড়ে দেয় না। ছেড়ে দিলে তো পৃথিবী জাহান্নাম হয়ে যাবে।

  • @kanaakther478
    @kanaakther478 Год назад

    Caption'er sathey discussion'er mil nei..🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @Taha-zz1qx977u
    @Taha-zz1qx977u 4 месяца назад

    প্রেম বলতে কিছু নেই। সবই শরীরের আকর্ষন।

  • @sonnetjahangir7192
    @sonnetjahangir7192 Год назад +1

    ji mama

  • @Jannatkh-p9d
    @Jannatkh-p9d Год назад +7

    একটা মানুষ যতই খারাপ হোক, এজন্য কি বায়রার মেয়েকে এভাবে মারপিট করতে পারে 🤔

    • @rabeyalive5272
      @rabeyalive5272 Год назад

      আচ্ছা ভায়রা তখন কোথায় ছিল। তারাই কি মতবাদ ছিল।

  • @afrozabegum9478
    @afrozabegum9478 Год назад +2

    Humayun Ahmed k nia kotha bolben na please . Humayun Ahmed mara gacha bohut bochor hoacha.

  • @hasnakhatun4829
    @hasnakhatun4829 Год назад +1

    Humaon ahmad akjon valo lakhok kintu nikkristo manus baba shami sata adasar sobai jana

  • @krishnachakma1942
    @krishnachakma1942 11 месяцев назад

    তার বিকৃত/কুরুচিপূর্ণ নজর বলা যায়। যত গুণই থাকুক তা ঢাকা পড়ে গেছে। কোনভাবে মাপ করা যায় না।

  • @kobitatirsatheacheganshammelat
    @kobitatirsatheacheganshammelat 18 дней назад

    ❤❤❤❤❤😂😂😂😂

  • @dilruba3979
    @dilruba3979 Год назад

    স্বল্প বয়সী নারী বদনের প্রতি আকর্শন এবং তার পরিনাম

  • @SHAMIMASULTANA-o8y
    @SHAMIMASULTANA-o8y 6 месяцев назад

    Eni going at humaon khoni

  • @satyadutta7432
    @satyadutta7432 Год назад

    WHAT IS ACCHALAMALIKUM???????????????????????

  • @shahmohammadfazlumiah6184
    @shahmohammadfazlumiah6184 Год назад +2

    ওদেরশরমনাই:তুমরাঅহংক্কারী:তওবাকরেআল্লাহররাস্তায়চলেআসুন:হেমিলনেরদল:

  • @serazulislam5336
    @serazulislam5336 Год назад +3

    I thought I will listen about Humayun Ahmed but it is something disappointing story.

  • @TheSantanu3
    @TheSantanu3 Год назад

    বাংলাদেশ তৎকালীন 'পশ্চিম পাকিস্তান ' মানে বুঝলাম না। উনি কি মুক্তিযুদ্ধ করেছিলেন?

  • @MdKhokon-bd7xu
    @MdKhokon-bd7xu Год назад

    ইসলাম বিদ্বেষী শাওন মাগী এখনো শত পুরুষের খাঠ কাঁপাচ্ছে

  • @mdmostafizurrahman4567
    @mdmostafizurrahman4567 5 месяцев назад

    কমবেশি মেয়ে বিয়ে করার কারণ হচ্ছে নিজের চাহিদা মেটানোর জন্যে ,,প্রেম তো শুধু ওপর ওপর

  • @uniquebanking3151
    @uniquebanking3151 Год назад +1

    Sad

  • @MazharulKhan-u5d
    @MazharulKhan-u5d Год назад

    Mama amar OSTAD

  • @misbahdeen1320
    @misbahdeen1320 Год назад +4

    কন্যার বানদবী হলে নিজের মেয়ের মত তাহলে মেয়েকে কি বিবাহ করা যায়

    • @AfrojaJu
      @AfrojaJu Год назад

      konnar bandhobiki meya?no.bia kora jai

  • @MDLUTFULKabir
    @MDLUTFULKabir 4 месяца назад

    H.Ahmed not attracted to young body,then he would have many.Iam sure human can fall in love many times but most of us for many valid reasons avoid that.

  • @azizahmedchaudhuri8428
    @azizahmedchaudhuri8428 Год назад +1

    "Hedayet" 😅

  • @golammostafa3994
    @golammostafa3994 6 месяцев назад

    শাওনের কাছ থেকে এরূপ আচরণ আশা করিনি।

  • @saydaakhter1450
    @saydaakhter1450 Год назад

    Mago ami tumar shotin hote parlamna tai kosto kore amar banthorni banthobike tumar shotin bania thelam

  • @MdArman-dm7en
    @MdArman-dm7en Год назад +1

    মিথ্যা কথা বলেছেন আপনার ছাত্রজীবনে অবশ্যই প্রেম ছিল

  • @archanachandan6235
    @archanachandan6235 Год назад +1

    Suvo sandha sabai balte pare

  • @elizauksamad304
    @elizauksamad304 6 месяцев назад

    That humayan played such dirty sugar daddy to shawon.. but people are not allowed to say that… just because he is a writer and director..

  • @nusrat0307
    @nusrat0307 Год назад +13

    টাইটেল এর সাথে কন্টেন্ট এর কোন মিল নাই ...এই সব বাজে আলাপ না করাই ভালো

    • @simaakter6584
      @simaakter6584 Год назад +3

      আপনার ভালো আলাপ শোনার জন্য আপনার চ্যানেলে ঢুকছিলাম। ভালো কিছুই পেলাম না।

    • @Pureonlineshop
      @Pureonlineshop Год назад +3

      আপনার কাছ থেকে ভালো আলাপ শুনতে চাই!

    • @asrafulalam7246
      @asrafulalam7246 Год назад +1

      আমিরুল মোমেনিন মানিকে/প্রায়ই কনটেন্ট এর শিরোনাম দেন এক/আর আলোচনা করেন অন্যদিকে...

    • @ShihabSagar-BM
      @ShihabSagar-BM Год назад +1

      ভিডিও কি সম্পূর্ণ দেখেছেন?

    • @syedahmed5295
      @syedahmed5295 Год назад +1

      লুচ্চা রা সব সময়ই সেকুলার হাহাহা😂😂😂😂😂

  • @mahmudabegum3566
    @mahmudabegum3566 Год назад +1

    Apni ki pakistani agent silen ?

  • @abushakoor1603
    @abushakoor1603 Год назад

    Everything is fine for a " Shilpi '. Nothing wrong loving someone younger or older. Artists are from different dream world.

  • @DonaldMcOld
    @DonaldMcOld Год назад +3

    প্রেমের আগেইতো ভোগ করেছেন। তার পর প্রেম প্রেম খেলা।

    • @simaakter6584
      @simaakter6584 Год назад

      আপনার পারিবারিক সুশিক্ষার অভাব আছে। সম্ভবত আপনি কোন নোংরা পরিবেশে বড় হয়েছেন।

  • @Belal-ku9dl
    @Belal-ku9dl Год назад +1

    Atto dorker ki.kibolte ki bolchen bujte parchena. Kother chash hocche keno.

  • @cto_plushtubing
    @cto_plushtubing Год назад +6

    Humayun Ahmed may be a very good writer, but he didn't have any character. He was a chetonabadi.

  • @mdparbezhowlader8301
    @mdparbezhowlader8301 4 месяца назад

    ওর মেয়ে কেও তো একই রকম চোখে দেখে

  • @ieemaieema5860
    @ieemaieema5860 Год назад +3

    ১০ বছর মারা গেছেন তাকে নিয়ে এতো কথা কেন?

  • @Al-Qaeda7490
    @Al-Qaeda7490 Год назад +8

    শুভ সন্ধ্যা হিন্দুদের কালচার

    • @KamrulIslam-hu9fe
      @KamrulIslam-hu9fe Год назад

      মুসলমানদের কালচারে "শুভ সন্ধ্যাকে" কী বলে?

    • @babyyesmin5689
      @babyyesmin5689 Год назад +5

      সন্ধ্যা কি মুস ল্মানের জীবনে আসে না

    • @syedahmed5295
      @syedahmed5295 Год назад +1

      কে কি বলে শুরু করবে সেটা তার ব্যাপার বেহুদা …..

  • @farahyeasmin6230
    @farahyeasmin6230 8 месяцев назад

    J lok BOI K bole boi toi ....se bolbe humayun ahmed r kotha😂😂😂😂😂

  • @NadiraParvin-xh1kw
    @NadiraParvin-xh1kw Год назад

    Ojothai asob kothar Kono mane hoy na ,

  • @mdmuazzenbillah543
    @mdmuazzenbillah543 Год назад

    NONGRAMIR EKTI SHIMA THAKA UCHIT ETO NICHE NAMA UCHIT NOI

  • @liaquatali5818
    @liaquatali5818 Год назад

    এই ভদ্রলোক খুব বেশি কথা বলেন।

  • @ZaherulIslam-c4d
    @ZaherulIslam-c4d Год назад

    লুচ্চারা এরকমই হয়

  • @Chandrazan
    @Chandrazan Год назад

    Nara khadak.... Asabhya..