আপনি নিজেই একটা প্রতিষ্ঠান,,, আমি মনে করি,,, বহু দিন ধরেই আপনার লেখা পড়ি আর শিখি,,, এখনও ,,,দেখি আর শিখি,,, সব কিছু পছন্দ না হলেও শেখাটা অস্বীকার করা যাবে না,,, যাইহোক আপনি সুস্থ থাকুন আর আমরা শিখতে থাকি ❤🙏
আপনার কথা শুনতে শুনতে সেই সময়ে্য আজকাল পত্রিকার একজন নিয়মিত পাঠক হিসেবে অনেক লেখা মনের মধ্যে উঁকি দিয়ে গেল। জ.দ.(জ্যোতির্ময় দত্ত)এর 'কোমল ক্যাকটাস', অল্প কথায় অনেকখানি বিষয়ে বলা অশোক দাশগুপ্তের সম্পাদকীয় কলাম সত্যিই স্মরণে থাকার মতো। এছাড়া বাহারুদ্দীন, হামিদি বে - এর লেখনী আর এখন তেমন পাই বা কোথায়।
Excellent mind blowing discussion on Journalism. Avik Kumar Sarkar was a superb Editor of Ananda Bazar Patrika. Suman babu, you are still relevant in Journalism today since not a hypocrite on criticism. Trustworthiness of Journalism is at bottom today.
অনবদ্য,অনবদ্য এবং অনবদ্য। নয়ের দশকের গোড়া থেকে আপনার লেখা পড়ে আসছি।এখন শুনছি।কখন হয়তো একমত হতে পারিনি।তাতে কি এসে যায়।কিন্ত আপনার WISDOM কে সম্মান না করে যাব কোথায়?আপনার গুরুদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন শুনে মুগ্ধ হলাম। আর হ্যাঁ,"এখনও সময় আছে" আপনি কবিতা লিখলে অনেক প্রবীণ কবিরা ও প্রবল অসুবিধায় পড়ে যাবেন।ধন্যবাদ।ভালো থাকবেন আর আমাদের ঋদ্ধ করতে থাকবেন।-ডি রায়।
Your post retirement commitment and contribution is much more than your earlier days . Earlier you had competition now you have none..The lone independent voice.
খুব ভালো ❤ আলোচনা। খুব ভালো লাগলো। সাহসীকতা ও মূল্যবোধ সত্য সাংবাদিকতার পরিচয়। নমস্কার। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। মাঝে মাঝে এই রকম আলোচনা প্রতিবেদন করলে খুশি হবো।
সুমন বাবু, গত ২৪/১/২৫ দুজন পুলিশ নিয়ে একটা অনুষ্ঠান করে ছিলেন।ঐ অনুষ্ঠানে ১৯৯৩ ঘটনার পরিপ্রেক্ষিতে বাম সরকারের হাতে ওনাদের লাঞ্ছিত হওয়ার কথা বলেন। কিন্তু এখনও ওনাদের মুখে মমতা প্রশংসা শুনতে খুব খারাপ লাগলো। টাকা পয়সা পাওয়ার আশায় এই সরকারের বিরুদ্ধে একটা কথা ওনারা বলেননি।১৯৯৩ ও ২০২৫ এক নয়। মমতার মধ্যে রেডিক্যাল পরিবর্তন হয়েছে। তৃণমূলের থেকে খারাপ সরকার এখন গোটা ভারতে নেই।এরা ভোটে কিভাবে জিতছে তাতে গেলাম না। কিন্তু বাম সরকার থেকে এরা অনেক অনেক খারাপ তা আপনিও স্বীকার করেন।ঐ দুই পুলিশের অনুষ্ঠান আপনি না করলেই ভালো হতো। আপনার অনুষ্ঠান দেখে,ধরা যাক মমতা ওদের সব পাওনা গন্ডা মিটিয়ে দিল। তাতে ঐ পুলিশরা ধন্য ধন্য কোরলো এই সরকার কে। কিন্তু তিলোত্তমার কিছু সমাধান হলো কি? ছাব্বিশ হাজার চাকরির সমাধান হলো কি? ওই অনুষ্ঠান মমতার প্রপোগান্ডা ছাড়া আমাদের কি দিল?
আমি জানতে চাই আপনার সাংবাদিক জীবনের ভুল কি কি। আইনি প্যাঁচ থেকে বেঁচে, সৎ ভাবে যতটা বলা যায়। আমার পরিচয় আমি আপনার একজন শ্রোতা, ভালো মন্দ ভাবনা সবসময়ই থাকে, সেগুলো বাদ দিয়ে ভাবুন শুধুই শ্রোতা।
আপনি নিজেই একটা প্রতিষ্ঠান,,, আমি মনে করি,,, বহু দিন ধরেই আপনার লেখা পড়ি আর শিখি,,, এখনও ,,,দেখি আর শিখি,,, সব কিছু পছন্দ না হলেও শেখাটা অস্বীকার করা যাবে না,,, যাইহোক আপনি সুস্থ থাকুন আর আমরা শিখতে থাকি ❤🙏
অসাধারণ সুমন বাবু । আপনার প্রতিবেদন থেকে অনেক কিছু শিখতে পাই ।
আপনার কথা শুনতে শুনতে সেই সময়ে্য আজকাল পত্রিকার একজন নিয়মিত পাঠক হিসেবে অনেক লেখা মনের মধ্যে উঁকি দিয়ে গেল। জ.দ.(জ্যোতির্ময় দত্ত)এর 'কোমল ক্যাকটাস', অল্প কথায় অনেকখানি বিষয়ে বলা অশোক দাশগুপ্তের সম্পাদকীয় কলাম সত্যিই স্মরণে থাকার মতো। এছাড়া বাহারুদ্দীন, হামিদি বে - এর লেখনী আর এখন তেমন পাই বা কোথায়।
Excellent mind blowing discussion on Journalism. Avik Kumar Sarkar was a superb Editor of Ananda Bazar Patrika. Suman babu, you are still relevant in Journalism today since not a hypocrite on criticism. Trustworthiness of Journalism is at bottom today.
Thanks
গৌরকিশোর ঘোষ বাংলা তথা ভারতের এক অবিস্মরণীয় নাম। ওনার মত সাংবাদিক আর কোনোদিন হবেনা। তবে আপনিও আজকের সমাজে বিরলতম।❤❤❤
অনবদ্য,অনবদ্য এবং অনবদ্য। নয়ের দশকের গোড়া থেকে আপনার লেখা পড়ে আসছি।এখন শুনছি।কখন হয়তো একমত হতে পারিনি।তাতে কি এসে যায়।কিন্ত আপনার WISDOM কে সম্মান না করে যাব কোথায়?আপনার গুরুদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন শুনে মুগ্ধ হলাম। আর হ্যাঁ,"এখনও সময় আছে" আপনি কবিতা লিখলে অনেক প্রবীণ কবিরা ও প্রবল অসুবিধায় পড়ে যাবেন।ধন্যবাদ।ভালো থাকবেন আর আমাদের ঋদ্ধ করতে থাকবেন।-ডি রায়।
Your post retirement commitment and contribution is much more than your earlier days . Earlier you had competition now you have none..The lone independent voice.
খুব ভালো ❤ আলোচনা। খুব ভালো লাগলো। সাহসীকতা ও মূল্যবোধ সত্য সাংবাদিকতার পরিচয়। নমস্কার। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। মাঝে মাঝে এই রকম আলোচনা প্রতিবেদন করলে খুশি হবো।
Ashadharon!
"সত্যের অন্বেষণ" - চমৎকার!
অত্যন্ত মনোগ্রাহী আলোচনা। একই সঙ্গে আমি অবাক হয়ে ভাবি আমাদের সমাজে মুসলমান রাও বেঁচে আছে, অথচ তারা এসব আলোচনায় নেই !! এটা কিসের ইঙ্গিত ??
অনবদ্য এপিসোড
সুমন বাবু,
গত ২৪/১/২৫ দুজন পুলিশ নিয়ে একটা অনুষ্ঠান করে ছিলেন।ঐ অনুষ্ঠানে ১৯৯৩ ঘটনার পরিপ্রেক্ষিতে বাম সরকারের হাতে ওনাদের লাঞ্ছিত হওয়ার কথা বলেন। কিন্তু এখনও ওনাদের মুখে মমতা প্রশংসা শুনতে খুব খারাপ লাগলো। টাকা পয়সা পাওয়ার আশায় এই সরকারের বিরুদ্ধে একটা কথা ওনারা বলেননি।১৯৯৩ ও ২০২৫ এক নয়। মমতার মধ্যে রেডিক্যাল পরিবর্তন হয়েছে। তৃণমূলের থেকে খারাপ সরকার এখন গোটা ভারতে নেই।এরা ভোটে কিভাবে জিতছে তাতে গেলাম না। কিন্তু বাম সরকার থেকে এরা অনেক অনেক খারাপ তা আপনিও স্বীকার করেন।ঐ দুই পুলিশের অনুষ্ঠান আপনি না করলেই ভালো হতো। আপনার অনুষ্ঠান দেখে,ধরা যাক মমতা ওদের সব পাওনা গন্ডা মিটিয়ে দিল। তাতে ঐ পুলিশরা ধন্য ধন্য কোরলো এই সরকার কে। কিন্তু তিলোত্তমার কিছু সমাধান হলো কি? ছাব্বিশ হাজার চাকরির সমাধান হলো কি?
ওই অনুষ্ঠান মমতার প্রপোগান্ডা ছাড়া আমাদের কি দিল?
Happy Republic Day Suman Sir🙏🙏❤❤❤❤
আপনার সমস্ত এপিসোড শুনে ভালো লাগে। ধারালো বক্তব্য।
Thanks
Good evening captain, stay safe and physically sound.
The definition of honest reporting , LOYALTY TO THE TRUTH is undoubtedly a profound truth.
মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু ব্যাপারটা " সমে" এসে শেষ হলো না। আরো কিছু শোনার অপেক্ষায় রইলাম।
Thank you
খুব ভালো লাগলো। সত্যিই পরিশ্রমের কোন বিকল্প নেই।🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
If media so inept before emergency then how jeep scandal came into the open?
Make an episode of modern journalism😢-2014-25 time
Salute
ওমা! এতো অর্ধেক
Gripping episode!! It must have been nostalgic for you.
Thank you
💯
🙏
Very interesting.Enlightened.Engrossed.But,Suman, you must not stop.You have miles to go.Thank you.
Thank you, I will
আপনার মতো মানুষের বামপন্থী মনোভাবে বিশ্বাসী হোলে ভালো হতো।
এই হল ইন্টারভিউ।
Thank you
SIDDHARTHA CHATTERJEE ORFE 'TOPSE' KE NIYE AKDIN MUKHOMUKHI PROGRAMME KARUN SUMANDA. SUMANDAR VIDEO EVERYDAY NA DEKHLE SATTIE SOKALER KHOBORER KAGJER NA PORAR MOTO HOY
আপনার ABP তে সম্পাদকীয় লেখা regular পড়েছি।
সৌম্য বন্দ্যোপাধ্যায়ের এখন কি করে জানেন আপনি। আনন্দ জানা এখন ABP তে আছেন।
Thanks
পুরোনো chotichata এই সুমন ।
আপনি আমার জীবনী লিখছেন নাকি?
আমি জানতে চাই আপনার সাংবাদিক জীবনের ভুল কি কি। আইনি প্যাঁচ থেকে বেঁচে, সৎ ভাবে যতটা বলা যায়।
আমার পরিচয় আমি আপনার একজন শ্রোতা, ভালো মন্দ ভাবনা সবসময়ই থাকে, সেগুলো বাদ দিয়ে ভাবুন শুধুই শ্রোতা।
বয়সটা ঝট করে তিন বছর কমিয়ে দিলেন কেন? নতুন প্রণয় হয়েছে নাকি?
Eta tin bochor age neoa interview. Tachara pronoy er ki boyos hoy
সাউন্ড নেই 😟🤔
Nijer channel e nijer interview
Please invite me to your channel.
এত ঠিক আছে ? শুনতে মোটেও ভালো লাগছে না
কেন অযথা সময় নষ্ট করছেন?
Bah! নিজের channel'ei নিজের জন্য prochar.... 😂😂
কী করব দাদা! কেউ তো পোছেনা!