মন্দির পাহারা দিতে হয় এই জন্য যে আমরা চাইনা ভারতের মত ঘটনা বাংলাদেশে ঘটুক। আমরা চাইনা বাংলাদেশের হিন্দুরা ভারতের মুসলমানদের মত যখন তখন খুন হয়ে যাক আর অপরাধীরা বিনা বিচারে পার পেয়ে যাক। ভারতে মসজিদ পাহারা দেওয়া হয়না বলে মাত্র গত সপ্তাহেই তিন মুসলমানকে হত্যা করা হয়েছে। আমরা চাই না বাংলাদেশের হিন্দুরাও এরকম হত্যাকান্ডের শিকার হোক।
@@MdSujon-lq1jxআরে মাথা মোটা কথায় কথায় বাংলাদেশ ছেড়ে ভারতে যা বলছো? বাংলাদেশ কি তোদের বাপ-দাদার? সংখ্যালঘুদের থাকার অধিকার নাই? তাহলে ভারতে তো তোরা সংখ্যালঘু মুসলিমদের সব বাংলাদেশী নিয়ে আসবি।
একজন নির্দোষ ব্যক্তির উপর মিথ্যা মামলা আর মিথ্যা অপবাদ দিয়ে দমিয়ে রাখতে পারবা কারণ ক্ষমতার মালিক এখন তোমরা কিন্তু দেখার একজন আছে ,তার বিচার খুবই সুক্ষ, তিনি ছাড় দেন ছেড়ে দেন না ।
কোথায়? কখন জামাত হিন্দুদের নিয়ে কুরুচিপুর্ণ বাজে কথা বলেছেন? দেখাতে পারবেন? ইসকন দিনে দুপুরে মসজিদে হামলা করেছে কি করে জামাত নেতাকে প্রকাশ্যে হ/ত্যা করেছে।
ইসকন একটি সনাতনী সংগঠন, তারা বিশ্বাস করে জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর, তারা পরহিতে আত্মনিয়োগ করে, আর এটাই সনাতনীদের আদর্শ। কয়েকজন বিজ্ঞ মানুষের কথা শুনলাম, এবং একই সাথে তাদের দৃষ্টিভঙ্গি ও বোঝার চেষ্টা করলাম, আপনারা কে কতটা উদারতার পরিচয় দিয়েছেন সেটা মনে হয় সকলে বুঝতে পেরেছে। ধন্যবাদ সকলকে।
চিন্ময় প্রভুকে নিয়ে যত বেশি আলোচনা করবেন তত বেশি চিনময় প্রভু জনপ্রিয় হবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে আর ইসকন এখানে কোন ফ্যাক্টর নয় তিন কোটি বাংলাদেশের সনাতনী এবং বেসারা বিশ্বের 140 কোটি সনাতনী কণ্ঠস্বরে হচ্ছে এই চিনময় প্রভু সনাতনীদের দীর্ঘদিনে 8 দফা দাবি অবিলম্বে মেনে নেওয়া উচিত এই ব্যাপারে আপনারা অবশ্যই মতামত দেবেন
প্রভুর নামে খারাপ মন্তব্য করুন কিন্তু চিন্ময় প্রভু সনাতনদের প্রাণের দাবি মানতে হবে, অনেক ভালো মানুষ কলিযুগের অবতার উনার কন্ঠে পাখিরাও সাড়া দেয়, উনারে নিয়ে খারাপ মন্তব্য করবেন না, শিশু বলদ কারী কে করে আমরা প্রতিদিন শুনি সকালবেলা ভোরে যখন ক্লাস করা হয়, তাদের মত তো চিন্ময় প্রভু নয় সিদ্ধ পুরুষ চিন্ময় প্রভু
চিন্ময় দাস কে বহিস্কৃত করা হয়েছে সেই কথা গতকাল প্রকাশ করা হয়েছে এতদিন কেন প্রকাশ করা হয় নাই যখন সে চিটাগাংয়ের বৃহত্তর জনসভা করেছে এবং যখন সে রংপুরে বৃহত্তর জনসভা করেছে তখন তো একবারও বলা হয় নাই চিন্ময় দাস কে বহিস্কৃত করা হয়েছে। কেন?
অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানাচ্ছি, ভাই এই সমস্যা ইসকন না, এই সমস্যা এবং দাবি ৩ কোটি সনাতনীদের, আমি মনে করি সনাতনীদের কে নিয়ে বড় যড়যন্ত্র চলচ্ছে,কেন ভাই আমরা তো এই দেশের নাগরিক।
হিন্দু চলে যাচ্ছি তোমরা বলতে পারো না হিন্দুদেরকে তোমরা নাগরিকত্ব দিচ্ছ নিয়ে নিয়ে সেজন্য হিন্দুরা এখান থেকে চলে যাচ্ছে ভারতে এডুকেশন সিস্টেম ভালো বড় দেশ বড় অর্থনীতি আছে ব্যবসার সুবিধা ভালো বাংলাদেশের জমির দাম অনেক বেশি এখানে এক শতাংশ জমি বিক্রি করলে ভারতে দুই শতাংশ খরিদ করা যায়
এই লোক পুরো মিথ্যা কথা বলেছেন, সংখ্যালঘু নির্যাতন হয়নি, আপনি প্রমাণ চান, বাড়ি ঘর থেকে দোকান পাট লুটপাট করে অগ্নিসংযোগ করে নিয়ে গেছে,আর আপনি বলছেন, কোনো নির্যাতন হয়নি 😮😮😮😮😮😮😮😮😮
Thanks Mr Tanvir for your pragmatic and wise thinking. Bangladesh needs more people like you. It takes lots of time and effort to construct. And it takes seconds to destroy. Once again thanks for your prolific thoughts.
@@MdHassan-ig6yeআপনার মন্তব্য সত্য কে চরমভাবে অস্বীকারের সামিল । আপনার কথার সারাংশ হলো, ১) শিয়াল মুরগী ধরে খায়,তার জন্য শিয়াল দায়ী নয়, মুরগী দায়ী। ২) বাড়িতে চুরি হয়, তার জন্য চোর দায়ী নয়, -- গৃহস্হ দায়ী । চমৎকার ।
@@nikhilbiswas1446 হিন্দুরা নিজেরা মন্দির ভেঙ্গে মুসলিমদের উপর দোষ চাপায়। অনেক উদাহরণ আছে, পশ্চিম বঙ্গেও অনেক ঘটনার প্রমান আছে। এই জন্য মুসলিমরা মন্দির পাহারা দিয়েছে। যার জন্যে জুলাই বিপ্লব পরবর্তীতে এই সুযোগ তারা নিতে পারে নাই।
আমরা সবাই সকল হিন্দু সমাজ সকলে একমত।৮দফা, দাবি করছে এইটা আমাদের প্রাণের দাবি করছি।আমারা সরকারের বিরুদ্ধে নয়।চাই সকলে মিলে মিশে এই দেশে থাকতে চাই ধন্যবাদ
বিগত ৫৩বছর যাবত ইসকন এর বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে ও জীবনাচরণে প্রয়োগ করেছেন।আমরা পাশাপাশি থেকে সবই অনুভব করছি।আজ থেকে আর প্রচারের সুযোগ নেই।বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশ থেকে এদেরকে বিদায় করাটাই সমীচীন। বাকি সময়টুকুতে হিন্দু মুসলিম মিলেমিশে থাকার সুযোগ হোক।
মুসলিম জাতির ভিত্তিতে ১৯৪৭ সালে দেশভাগ হয় হিন্দুস্হান ও পাকিস্তান। তার থেকে মুসলিম জাতি হিসেবে বাংলাদেশ সৃষ্টি। তাই মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয়ে ৮% হিন্দু ৩২%চাকরি দখল করেছে। গরিষ্ঠ হয়েও ৮% জনগোষ্ঠীরকে নিরাপদ জীবন ও ধর্মীয় আচার -অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত থাকতে হয়। তারপরও এদেশে ইনকাম করে দাদাদেশে গিয়ে হাটবাজার করে আনে সেখানে শেষ জীবন কাটানো তাগিদে বাড়ি ঘর তৈরি এবং দাদাদের সাথে সমান্বয় করে বলেই তারা আমাদের কে নিয়ে রাষ্ট্রীয় ব্রিপিং দেয়। আমরা সেদিকে না ভেবে মিলেমিশে থাকার চেষ্টা করছি। সিকিম, হায়দরাবাদ ও কাশ্মমীর স্বাধীন দেশের হিন্দুরা দাদাদের সাথে সম্পর্কে জেরেই সেদেশ দখল করে তাদের প্রদেশ রাজ্য বানানো হয়েছে।
ইসকন থেকে বলা হচ্ছে যে তাহাকে বহিষ্কার করা হয়েছেতারা আবার বলছে যে ইসকন 30 বছর পর্যন্ত বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। তাহলে বিদে হওয়ার পরে কেন স্কুল রাজনৈতিকভাবে মাঠে নামলো। এবং ক্রীত নেতার ভারত সরকারই বা কেন এর বিরুদ্ধে বিবৃতি দেয় এর সঠিক ব্যাখ্যা চাই।
গৌরাঙ্গ পোরভু আট দফা দাবি নিয়ে কিছু বলতে চাই নি কথাটা এড়িয়ে গেছেন। তাহলে বুঝতে হবে হিন্দু সম্প্রদায়ের সাথে একমত হয়ে আট দফা দাবি করলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি হয়ে জেল হাজতে
মন্দির কেন পাহাড়া দিতে হয় বা কেন দিতে হবে ? কোন মসজিদ কি বাংলাদেশে কখনও আক্রান্ত হয়েছে ? যদি অত্যাচার নাই হবে তবে ২২% থেকে ৭% নেমে আসল কেন ?
এত কষ্ট হলে সব হিন্দু ভারত নিয়ে যাও
বাংলাদেশের স্বাধীনতায় হিন্দুদের অবদান সবচেয়ে বেশি।মুসলমানরা ছিল সব রাজাকার।এখন যেরকম।
কেন? তোরা পাকিস্তান যা। খা*ন₹₹কি@র পোলা। @@MdSujon-lq1jx
মন্দির পাহারা দিতে হয় এই জন্য যে আমরা চাইনা ভারতের মত ঘটনা বাংলাদেশে ঘটুক। আমরা চাইনা বাংলাদেশের হিন্দুরা ভারতের মুসলমানদের মত যখন তখন খুন হয়ে যাক আর অপরাধীরা বিনা বিচারে পার পেয়ে যাক। ভারতে মসজিদ পাহারা দেওয়া হয়না বলে মাত্র গত সপ্তাহেই তিন মুসলমানকে হত্যা করা হয়েছে। আমরা চাই না বাংলাদেশের হিন্দুরাও এরকম হত্যাকান্ডের শিকার হোক।
@@MdSujon-lq1jxআরে মাথা মোটা কথায় কথায় বাংলাদেশ ছেড়ে ভারতে যা বলছো? বাংলাদেশ কি তোদের বাপ-দাদার? সংখ্যালঘুদের থাকার অধিকার নাই? তাহলে ভারতে তো তোরা সংখ্যালঘু মুসলিমদের সব বাংলাদেশী নিয়ে আসবি।
একজন নির্দোষ ব্যক্তির উপর মিথ্যা
মামলা আর মিথ্যা অপবাদ দিয়ে দমিয়ে রাখতে পারবা কারণ ক্ষমতার মালিক এখন তোমরা কিন্তু দেখার একজন আছে ,তার বিচার খুবই সুক্ষ, তিনি ছাড় দেন ছেড়ে দেন না ।
জামাত যে বলে হিন্দুদের ধর জবাই কর, এই ব্যাপারে জামাত নেতাদের নিয়ে talk show করেন তাহলে দেখা যাবে তারা কি বলেন।
Tor boyos kotore beta.
জামায়াত কখনোই হিন্দু দের ধরে ধরে জবাই করার কথা বলে না। জামায়াত এর সাথে এটা যায়না।
কোথায়? কখন জামাত হিন্দুদের নিয়ে কুরুচিপুর্ণ বাজে কথা বলেছেন?
দেখাতে পারবেন?
ইসকন দিনে দুপুরে মসজিদে হামলা করেছে কি করে জামাত নেতাকে প্রকাশ্যে হ/ত্যা করেছে।
জামাত হোক ইসকন হোক অন্যায় অন্যায়ই। বাংলাদেশ জামাতের বাপের সম্পত্তি নয়। ইসকন থেকে বহিষ্কৃত শিশু ধর্ষণকারী চন্দন কুমার ধর ওরফে চিন্ময় দাস ওরফে চিন্ময় প্রভুর পক্ষে সাফাই গাওয়া সমীচীন নয়।
চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি চাই
ছিহ তোমাদের লোকজনই এবং ঐ সমস্ত শিশুরাও বলছে বলদকার হয়েছে তুৃমি কিভাবে এই হায়ানার মুক্তি চাও
তানভীর ভাইয়ের আলোচনা যুক্তিসঙ্গত এবং নিরপেক্ষ
ইসকন একটি সনাতনী সংগঠন, তারা বিশ্বাস করে জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর, তারা পরহিতে আত্মনিয়োগ করে, আর এটাই সনাতনীদের আদর্শ। কয়েকজন বিজ্ঞ মানুষের কথা শুনলাম, এবং একই সাথে তাদের দৃষ্টিভঙ্গি ও বোঝার চেষ্টা করলাম, আপনারা কে কতটা উদারতার পরিচয় দিয়েছেন সেটা মনে হয় সকলে বুঝতে পেরেছে। ধন্যবাদ সকলকে।
চিন্ময় প্রভুকে নিয়ে যত বেশি আলোচনা করবেন তত বেশি চিনময় প্রভু জনপ্রিয় হবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে আর ইসকন এখানে কোন ফ্যাক্টর নয় তিন কোটি বাংলাদেশের সনাতনী এবং বেসারা বিশ্বের 140 কোটি সনাতনী কণ্ঠস্বরে হচ্ছে এই চিনময় প্রভু সনাতনীদের দীর্ঘদিনে 8 দফা দাবি অবিলম্বে মেনে নেওয়া উচিত এই ব্যাপারে আপনারা অবশ্যই মতামত দেবেন
❤❤❤❤
প্রভুর নামে খারাপ মন্তব্য করুন কিন্তু চিন্ময় প্রভু সনাতনদের প্রাণের দাবি মানতে হবে, অনেক ভালো মানুষ কলিযুগের অবতার উনার কন্ঠে পাখিরাও সাড়া দেয়, উনারে নিয়ে খারাপ মন্তব্য করবেন না, শিশু বলদ কারী কে করে আমরা প্রতিদিন শুনি সকালবেলা ভোরে যখন ক্লাস করা হয়, তাদের মত তো চিন্ময় প্রভু নয় সিদ্ধ পুরুষ চিন্ময় প্রভু
আইজিবি।জবাইকরে।ইসকন।কেনদাইভারনেবেনা।সেই।দায়িই।ভারত।এগুলানিয়ে।আলোচনা। করেননা।কেন।
@@MdMoududRahman-x2hএই জবাই করে জামাতিরা আর ষড়যন্ত্রের শিকার হিন্দুদের উপর লাগাতার চাপিয়ে
তাদেরকে দোষারোপ করা হয়।
বাঃ মিয়া ভাই বাঃ।
কোনো হিংসা ছড়াবে না
উপরালা ভালো রাখবেন।
ধন্যবাদ ভালো থাকুন। ভাই
চিন্ময় প্রভু র মুকতিচাই
প্রভূত প্রভু প্রভু আবার জেলে যায় কেমনে তিনিতো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক
ভারত থেকে কতজন মুসলিম অন্য দেশে চলে গেছে? আলোচক সাইফুল একজন সাম্প্রদায়িক তথা হিন্দু ও স্কন বিরুধী এবং কোন ধর্ম্মানন্ধ গুষ্ঠির সদস্য।
শ্রীকৃষ্ণের বাণী গুলো একটু স্মরণ করুন
চিন্ময় দাস কে বহিস্কৃত করা হয়েছে সেই কথা গতকাল প্রকাশ করা হয়েছে এতদিন কেন প্রকাশ করা হয় নাই যখন সে চিটাগাংয়ের বৃহত্তর জনসভা করেছে এবং যখন সে রংপুরে বৃহত্তর জনসভা করেছে তখন তো একবারও বলা হয় নাই চিন্ময় দাস কে বহিস্কৃত করা হয়েছে। কেন?
তুমি বধির তাই শুননি এবং জাননি
এখানে কোন রহস্য আছে ডাল মে কুচ কালা হে😮😮😮😮😮😮😮
জীবন বাঁচাতে চিন্ময় প্রভুর থেকে দুরত্ব বাড়াচ্ছে। ভয়ে বলছে।
অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানাচ্ছি, ভাই এই সমস্যা ইসকন না,
এই সমস্যা এবং দাবি ৩ কোটি সনাতনীদের, আমি মনে করি
সনাতনীদের কে নিয়ে বড় যড়যন্ত্র
চলচ্ছে,কেন ভাই আমরা তো এই
দেশের নাগরিক।
মন্দির কেন পাহারা দিতে হবে?
Toder sona jeno na kata jai, ai jonno bujasis kukur.
তানভীর হোসেন সাব যে কথাগুলো বলছেন সবগুলো কথা যুক্তি আছে আপনার কথাগুলো সুন্দর করে বুঝিয়ে বলেছে
৮ দফা কিভাবে ব্যাক্তিগত হয়। আমাদের ৮ দফা মানতে হবে।
নির্বাচনের প্রয়োজন সকল রাজনৈতিক দল অংশ গ্রহন করবে ! মিশিগান থেকে শুনছি বিশ্বজিৎ চন্দ
যদি না হয় তাহলে হিন্দু কেন চলে যাচ্ছে??
Bangladesh e 1971 e hindu 23% theke 2024 e 4% hoy ki vabe...
হিন্দু চলে যাচ্ছি তোমরা বলতে পারো না হিন্দুদেরকে তোমরা নাগরিকত্ব দিচ্ছ নিয়ে নিয়ে সেজন্য হিন্দুরা এখান থেকে চলে যাচ্ছে ভারতে এডুকেশন সিস্টেম ভালো বড় দেশ বড় অর্থনীতি আছে ব্যবসার সুবিধা ভালো বাংলাদেশের জমির দাম অনেক বেশি এখানে এক শতাংশ জমি বিক্রি করলে ভারতে দুই শতাংশ খরিদ করা যায়
চিন্ময় মহাপ্রভুর পাশে বিশ্ব ইসকন এবং সারা বিশ্ববাসী আছে।
এই লোক পুরো মিথ্যা কথা বলেছেন, সংখ্যালঘু নির্যাতন হয়নি, আপনি প্রমাণ চান, বাড়ি ঘর থেকে দোকান পাট লুটপাট করে অগ্নিসংযোগ করে নিয়ে গেছে,আর আপনি বলছেন, কোনো নির্যাতন হয়নি 😮😮😮😮😮😮😮😮😮
Ek mot bro. Rangamati te den dupure chakma jobai kortese. Kagracuri te gor bari Pura hosse
চাইলাম অধিকার হয়ে গেলাম কারাগার
আপনাদের কথাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগলো ধন্যবাদ আপনাদেরকে।
এতদিন আপনারা কোথায় ছিলেন চিনময় প্রভু দাসের নামে রটনা রটাচ্ছেন আপনারা কোথায় ছিলেন
ঠিক বলেছেন চারু কি বাল ফেলাইতেছে বলেন কোন দিন মাঠে দেখি নি
তানভীর সাহেবের আলোচনাই যুক্তিসংগত। সাইফুল সাহেব একজন ধর্মীয় আবেগী! তার যুক্তি ও সেরকমই!
তানভীর ভাই নিরপেক্ষ বক্তব্য দিয়েছেন সব সময়, ওনার জন্য ভালবাসা।
সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ তানভীর ভাই।
গৌরাঙ্গ দাদা ও সুন্দর বক্তব্য দিয়েছেন গৌরাঙ্গ দাদার জন্য শুভকামনা করছি ও ধন্যবাদ আপনাকে সত্যিই কথা বলতে
গৌরাঙ্গ দাস দালালি করছে কোন রাজনৈতিক দলের এজেন্ট হয়ে হিন্দুদের কোন স্বার্থের বিষয়ে কথা বলেনি।
চ্যানেল টির পরিচালনা খুবই সুন্দর। ধন্যবাদ
Thanks Mr Tanvir for your pragmatic and wise thinking. Bangladesh needs more people like you. It takes lots of time and effort to construct. And it takes seconds to destroy. Once again thanks for your prolific thoughts.
ইসকন কেন ভারত সরকারকে বাংলাদেশের বিপক্ষে অভিযোগ দিলেন যদি রাজনৈতিক সঙ্গগঠন না হয়?
চিন্ময় দাসের মুক্তি চাই
চিন্ময় দাস কে কোন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তা দলিল দিয়ে বলুন,,,,,
জয় শ্রী রাম 🙏🏻 চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি দাবি করছি
মুসলিম যদি সত্যিই ভালো, তাহলে মন্দির কেন পাহারা দেয় কেন? চট্টগ্রামে সেনাবাহিনী রাতে হিন্দুদের উপর কি করেছিল।
Apnar moto Hinduder karoney Pahara dite hoy. Your comment is very Defective.
@@MdHassan-ig6yeআপনার মন্তব্য সত্য কে চরমভাবে অস্বীকারের সামিল । আপনার কথার সারাংশ হলো, ১) শিয়াল মুরগী ধরে খায়,তার জন্য শিয়াল দায়ী নয়, মুরগী দায়ী। ২) বাড়িতে চুরি হয়, তার জন্য চোর দায়ী নয়, -- গৃহস্হ দায়ী । চমৎকার ।
@@nikhilbiswas1446 হিন্দুরা নিজেরা মন্দির ভেঙ্গে মুসলিমদের উপর দোষ চাপায়। অনেক উদাহরণ আছে, পশ্চিম বঙ্গেও অনেক ঘটনার প্রমান আছে। এই জন্য মুসলিমরা মন্দির পাহারা দিয়েছে। যার জন্যে জুলাই বিপ্লব পরবর্তীতে এই সুযোগ তারা নিতে পারে নাই।
মুস্তাফিজ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
ইসকন কেন বিজ্ঞপ্তি দেবে,,, ওদের কোন অপরাধ থাকলে সামনে আনার দায়িত্ব বাংলাদেশ সরকারের ইসকনের নয়
চিন্ময় প্রভুর অনুলম্বে মুক্তি চায়🚩🙏✊
Tanvir speaks fruitful, continue, thanks.
তানবির ভাই সঠিক উত্তর দিয়ে ছেন কেন ও সঠিক কথা বলেছেন ধন্যবাদ তানবির ভাই কে
আমার সনাতনী আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে শান্তিতে থাকতে চাই, আমাদের শান্তিপূর্ণ ৮দফা দাবি চাই , আমাদের হিন্দুদের অপারাদ কি।
একটা সংগঠনের এক জন খারাপ হলেই সকলেই যে খারাপ এটা কি মনে করেন।
ধন্যবাদ, গৌরাঙ্গ প্রভু ।
আমরা সবাই সকল হিন্দু সমাজ সকলে একমত।৮দফা, দাবি করছে এইটা আমাদের প্রাণের দাবি করছি।আমারা সরকারের বিরুদ্ধে নয়।চাই সকলে মিলে মিশে এই দেশে থাকতে চাই ধন্যবাদ
চিন্ময় প্রভুকে জামিনে দিতেই কি অসুবিধা
আগের সরকার ভাল ছিল এ কথা মানুষ বলছে না,সৈরাচারের সুবিধা ভোগিরা বলছে ।
Bangladesh need more people mentality like tanbir Hussain
Tanvir Hossain is an intelligent and good person
এখানে আলোচকদের কাছে একটাই প্রশ্ন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা এতো কমে গেল কেন ? এই বিষয়ে সঠিক আলোচনা শুনতে চাই |
হৃষিকেষ প্রভু বিনয়ের সাথে অনেক সুন্দর কথা বলেছেন 💙
খুব ই সুন্দর আলোচনা!!!!!! ❤❤❤❤❤❤
বিগত ৫৩বছর যাবত ইসকন এর বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে ও জীবনাচরণে প্রয়োগ করেছেন।আমরা পাশাপাশি থেকে সবই অনুভব করছি।আজ থেকে আর প্রচারের সুযোগ নেই।বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশ থেকে এদেরকে বিদায় করাটাই সমীচীন। বাকি সময়টুকুতে হিন্দু মুসলিম মিলেমিশে থাকার সুযোগ হোক।
😂😂😂😂😂
বাংলাদেশে হিন্দু-মুসলিম মিলেমিশে বাস করে???😄😄😄
মুসলিম জাতির ভিত্তিতে ১৯৪৭ সালে দেশভাগ হয় হিন্দুস্হান ও পাকিস্তান। তার থেকে মুসলিম জাতি হিসেবে বাংলাদেশ সৃষ্টি। তাই মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয়ে ৮% হিন্দু ৩২%চাকরি দখল করেছে। গরিষ্ঠ হয়েও ৮% জনগোষ্ঠীরকে নিরাপদ জীবন ও ধর্মীয় আচার -অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত থাকতে হয়। তারপরও এদেশে ইনকাম করে দাদাদেশে গিয়ে হাটবাজার করে আনে সেখানে শেষ জীবন কাটানো তাগিদে বাড়ি ঘর তৈরি এবং দাদাদের সাথে সমান্বয় করে বলেই তারা আমাদের কে নিয়ে রাষ্ট্রীয় ব্রিপিং দেয়। আমরা সেদিকে না ভেবে মিলেমিশে থাকার চেষ্টা করছি।
সিকিম, হায়দরাবাদ ও কাশ্মমীর স্বাধীন দেশের হিন্দুরা দাদাদের সাথে সম্পর্কে জেরেই সেদেশ দখল করে তাদের প্রদেশ রাজ্য বানানো হয়েছে।
চিন্ময় প্রভুকে কালিমালিপ্ত করতে এসেছে এই হৃষিকেষ ব্যক্তিটি কে? একে সাধু বলে মনে হচ্ছে না। একে বয়কট করুন। নতুবা ইনি সনাতনীদের বিপদে ফেলবে।
তোমাদের হুজুরা কি করে ,সেটা বলোনা ,হিন্দু সন্ন্যাসীর দোষ ধর আরে ভাই বাংলাদেশের কে ভাল আপনি ভাল ?????।❤❤❤❤❤❤
হিন্দু সংখ্যালঘুর উনি মুখপাত্র
Sorry, you guys didn't mention India's BJP govt. and ousted Awami League conspiracy.
ইসকন থেকে বলা হচ্ছে যে তাহাকে বহিষ্কার করা হয়েছেতারা আবার বলছে যে ইসকন 30 বছর পর্যন্ত বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। তাহলে বিদে হওয়ার পরে কেন স্কুল রাজনৈতিকভাবে মাঠে নামলো। এবং ক্রীত নেতার ভারত সরকারই বা কেন এর বিরুদ্ধে বিবৃতি দেয় এর সঠিক ব্যাখ্যা চাই।
যেমন চ্যানেল তেমন আলোচনা, এই আলোচনা ও বিতর্ক বোঝার সাধ্য একমাত্র রোদ্দুর রায়ের আছে।
ধন্যবাদ, আপনাদের আলোচনাটি অনেক সুন্দর হয়েছে
এর দুই দিনের আগের ভিডিও ও লেখা কেন দেখানো হলো না।
6:40
তানভির হোসেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যর জন্য ।
Tanvir Bhai Very talented ❤❤
তান্বীর স্যার জুগ্তীক আলােচনা
ধন্য বাদ😮😮😮😮
কপালে দুঃখ আছে।
উনি পুন্ডরিক ধামের অধ্যক্ষ ছিলেন। ক্লাস নিতেন। শিক্ষক হিসেবে তিনি বেত্রাঘাত করলে, সেটা খারাপ ব্যবহার হতে পারেনা।
হরে কৃষ্ণ হরিবোল অসাধারণ লেখনী
Khub sundar alochana thank tbn
চিন্ময় প্রভু কে মুক্তি দেওয়া হক আর ইসকনকে নিষিদ্ধ করা হক
গোরাঙ্গ প্রভুর শেষ বাশ টা সেরকম ছিল
পৃথিবীতে এমন একটা দেশ সেটা হচ্ছে বাংলাদেশ সম্ভবকে অসম্ভব করা যায় আর অসম্ভবকে সম্ভব করা যায়,এরই নাম হচ্ছে বাংলাদেশ,
Demanding of Band of ISKON is only from Communal party of Bangladesh, not from Gentlemen of Bangladesh
ইস্কনে মন্দিরে গিয়ে ভক্তের সংগে থাকেন গিয়ে । তাহলে ইস্কন সন্মন্ধে বুঝতে পারবেন ।
উনি কি জানেনা যে বাংলাদেশ সনাতন ধর্মের যে অনুষ্ঠান এখানে তো সনাতন ধর্ম রাই যাবে এখানে কি অন্য কোন ধর্মের
ISKON is a 100% Religious organization. Most of the people of Bangladesh are not concern about ISKON
গোউরাংগ দাদা কে পোরোনাম হরে কৃষ্ণ
চিন্ময় প্রভুর মুক্তি চাই
তানভীর ভাই সঠিক কথা বলেছেন
১৫/১৬ বছরে এই ৮ দফা কোথায় ছিলো?? আমার মনেহয় তানভীর সাহেব আওমী পন্থী লোক।
Mr. গোরাঙগ দাস ইসকান কোন হরে কষ হরে রাম ।
মুকুল মুস্তাফিজ ইসকনকে ভালভাবে নিতে পারছেন না মনে হল।
হিন্দুদের আট দফা দাবি নিয়ে কথা বলায় হিন্দুরা সংঘটিত হয়েছে। এটা চিনময় প্রভুর অপরাধ? অপরাধের বিচার হোক।
তানভীর কথা ঠিক ছিলো কিন্তু হিন্দু দাদা ৮ দফা দাবির কথা বলতে পারলেন না কেন?
ইসকন সারা পৃথিবীর আছে এটা ঠিক আছে
ধন্যবাদ ভাই
তানভীর বক্তব্য অনেকটা চিন্ময়ের মতো
Tanvir Bhai is 100% right
sundor alochona hoyaca
চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় প্ৰভু কেনেকৈ হল? সি কি ভগৱান?
তানভীর ভাই সুন্দর কথা বলেছেন।
ইসকনের সুস্বাদু প্রসাদ সেবনের জন্য দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিমন্ত্রণ জানানোর জন্য ইসকনকে অনুরোধ জানাচ্ছি।
মুসলমানরা অভুক্ত না থাকলে ভগবানের প্রাসাদ খান না ।
ভুভুক্ষু ই , ভক্ত ই ভগবানের প্রাসাদ খান ।
ঘৃণার দ্বারা ঈশ্বর বা আল্লাহর কাছে পৌঁছে যাওয়া যায় না বলে আমার বিশ্বাস ।
যদি মন্দির ভাঙ্গা না হয় তবে মন্দির পাহাড়া দিতে হবে কেন ভাই ?
Nice discussion ❤
তানভির হুসেন সাহেবের বক্তব্য শুনে মনে হয় তিনি অত্যন্ত প্রাজ্ঞ এবং সাংবাদিক মনস্ক যা বিশ্বমানের। খোলামনের মানুষ এর নিকট।
আপনার কথায় ইস্কন বন্ধ করার আন্দোলন আরেকধাপ এগিয়ে দিলেন।
এসকান একটি মুখরোচক শব্দ ভেবেই বাংলাদেশের এরকম মন্তব্য করে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
এদেশের কোন মসজিদ, হিন্দু পাহারা দেয় না। বাংলাদেশ কেন দেয় ? আর ঐ দেশের ২৫/: হিন্দু কোথায় গেল ?
All organizations should abide by the UN convention on the rights of the children.
ভাই রা বাংলা দেশে যদি সমস্যা হচ্ছেনা, তা হলে চিন্ময় দাস কেন, গ্রেফতার করা হল ?
26:34 চট্টগ্রামের হাজারী গলিতে কি হয়েছিল?
বাবরি মসজিদ শুধু আক্রান্ত নয় ধ্বংস করেছে।
গৌরাঙ্গ পোরভু আট দফা দাবি নিয়ে কিছু বলতে চাই নি কথাটা এড়িয়ে গেছেন। তাহলে বুঝতে হবে হিন্দু সম্প্রদায়ের সাথে একমত হয়ে আট দফা দাবি করলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি হয়ে জেল হাজতে
দলে যারা বেশী তাদের জোর বেশী।দূর বলকে সবল মারবে পাশে ভালো মানুষেরা বাধা এটা কতব্যওমানবিকতা।
৮ দফা দাবি মানতে সমস্যা কোথায়? দাবি না মেনে হিন্দুদের দাবিয়ে রাখা হচ্ছে।