হরিহরপাড়া ব্লকের মহিলা সমবায়ের বার্ষিক সভা।

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • হরিহরপাড়া ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর সমবায়ের বার্ষিক সভা
    স্বনির্ভর গোষ্ঠী আজ উন্নয়নের মূল মঞ্চ হিসেবে স্বীকৃত। গ্রাম বাংলার মহিলারা আজ শুধু গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়, রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েত ভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীর সমবায় সমিতি। মহিলারা আজ নিজেরাই নিজেদের সমবায় থেকে ঋণ নিয়ে করছে বিভিন্ন রোজগারী কাজ, পাশাপাশি সামাজিক সুরক্ষা যোজনার সুবিধাগুলিও পৌঁছে দিচ্ছে পরিবারগুলির কাছে।
    সম্প্রতি অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অন্তর্গত দশটি সমবায় সমিতির বার্ষিক সভা। সভার প্রাক প্রস্তুতি হিসেবে একটি দু দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের পক্ষ থেকে প্রভা মজুমদার এবং রাজকুমার লস্কর । বার্ষিক সভায় বিগত আর্থিক বছরের সমবায়ের কাজকর্মের চিত্র তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনাও নির্ধারিত হয়।
    মহিলা উন্নয়ন আধিকারিক প্রভা মজুমদার আমাদের প্রতিনিধিকে বলেন "জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বা " আনন্দধারা" মিশনের অন্তর্গত এই সমবায় সমিতিগুলি হরিহরপাড়া ব্লকের প্রায় ৩৮০০ গোষ্ঠীর ৩৮,০০০ সদস্যাদের জীবন জীবিকা বিকাশের পাশাপাশি ব্যাংকের সাথে যৌথভাবে আর্থিক অন্তর্ভুক্তিকরণের বিষয়গুলিও সমান ভাবে রূপায়ণ করছে। আমাদের লক্ষ অতি সত্বর স্যাচুরেশন স্তরে পৌঁছানো এবং আগামী দিনে ফার্মার্স প্রোডিউসার্স কোম্পানি গঠন "।
    বার্ষিক সভাগুলিতে মহিলা উন্নয়ন আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাঙ্ক ম্যানেজার, পঞ্চায়েত প্রধান এবং হরিহরপাড়া চন্দ্রদ্বীপ মহাসংঘের প্রতিনিধিরা।

Комментарии •