হযরত আমি আপনার আলোচনা অনেকদিন ধরে নিয়মিত দেখছি। আলহামদুলিল্লাহ, আকিদা সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর আপনার ভিডিও দেখে সমাধান পেয়েছি। আকিদা নিয়ে রচিত আপনার বইটিও সম্পূর্ণ পড়েছি। আজকে আপনার এই ভিডিও দেখে কিছু বিষয় অস্পষ্ট মনে হলো তাই আপনাকে জানানোর প্রয়োজন মনে করে কথাগুলো বলছি। হযরত আপনি আজকে মাওলানা সাদ সাহেবের বয়ানের যে অংশ নিয়ে আলোচনা করলেন তাতে মাওলানা সাদ সাহেবের সম্পূর্ণ কথা আসেনি। ওই বয়ানের এই অংশের আগে আর পরে কিছু কথা আছে। হযরত আপনি যদি আগে আর পরের কথা গুলো এনে তারপর ব্যাখ্যা করতেন তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারতাম। মাওলানা সাদ সাহেবের এই বয়ানের আগের আর পরের অংশসহ ব্যাখ্যা করে আরেকটি ভিডিও দিলে আমরা অনেক বড় ফেতনা থেকে বেঁচে যাব। আমি উনার এই বয়ানসহ ২টা ভিডিও লিংক দিচ্ছি (হযরত সময় করে একবার দেখবেন আশা করি)। Link 1: ruclips.net/video/L-jTad4SC7A/видео.htmlsi=0_b_LzQvndZtBICB Link 2: ruclips.net/video/LpwNjKyIiJ4/видео.htmlsi=HB93SShm-Tcek7s7
এইটা দেখার পর খুব হাসলাম, কি একটা অবস্থা আল্লাহ এক লাইন কথার মধ্যে আবার তর্জমা? এই কথা আগে কি বলছে তাও বললেন না পরে বলছে তাও নাই। আপনার এক ঘণ্টার একটা বয়ান দেন আমি আপনার কয়টা ভুল ধরতে পারি, দেখতেছি। যাই হোক, সাদ সাহেবের কথার মর্ম আপনি তখনি বুজতে পারতেন যখন তার এই কথার আগের ২ মিনিট এন্ড পরের ২ মিনিট শুনতেন। আল্লাহ আপনাকে আরও তাহকীক করার তাওফিক দেন এন্ড এই রকম উল্টা পাল্টা তর্জমা করার ফলে অন্যের ব্যপারে গীবত করা থেকে আল্লাহ এই উম্মতকে হেফাজত করুক
@@sunamoina8576 Ami keno bolbo? ak line kothar opore kono kisu buja jay na, ak line kotha bujar age oi kothar age and pore ki kotha bola hoiche eitao jante hoy, ei boyan online a ache, saad shaheb ki bolche
ruclips.net/video/xRTqQqWiXBc/видео.htmlsi=ZwgcIgMJ7hPXdLi1 এই ভিডিওতে আগে পরে সবকিছুই সাদ সাহেব কি বলেছেন দেওয়া আছে। আর এইসব টুপি পড়া মিথ্যুক লোকদের কথা কখনোই বিশ্বাস করলে না
ruclips.net/video/xRTqQqWiXBc/видео.htmlsi=ZwgcIgMJ7hPXdLi1 এখানে আগে পরে সাদ সাহেব কি বলেছেন সেগুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ বয়ান দেয়া আছে। আর একটা কথা এসব মিথ্যুক টুপি পড়া মানুষদের কথা বিশ্বাস করবেন না তারা আগে পরে কি আছে বলে না। এইসব টুপি পড়া মিথ্যুক লোকরাই কোরআনের বিকৃতি করে।
এখানে দা'ওয়াতকে শর্ত বুঝানো হয়নি। বরং দাওয়াতের গুরুত্ব বুঝানো হয়েছে। আল্লাহ তায়া’লা যে হেদায়েত নিজের কাছে রেখেছেন, সে বিষয়ে যে আয়াত আপনি তিলাওয়াত করলেন, সে আয়াত মাওলানা সা'দ সাহেব অনেকবার বয়ানে উল্লেখ করেছেন এবং মাওলানা যোবায়ের সাহেব সেটার তর্জমা করেছেন। আমরা নিজেরা সেই বয়ান শুনেছি।
জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনা শর্ত নয় কি? এখন কি বলা যাবে যে এটা আল্লাহ তাআলার দূর্বলতা (নাউজুবিল্লাহ)। আল্লাহ তাআলা তো নিজেই হেদায়েত এর জন্য মেহেনত মোজাহাদাকে শর্ত লাগিয়েছেন (ওয়াল্লাযিনা জাহাদু ফি না লানাহ দিয়ান্নাহুম সুবুলানা।) এই শর্ত লাগানো কি আল্লাহ পাকের দূর্বলতা? (নাউজুবিল্লাহ).
ruclips.net/video/xRTqQqWiXBc/видео.htmlsi=ZwgcIgMJ7hPXdLi1 এখানে আগে পরে সাদ সাহেব কি বলেছেন সেগুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ বয়ান দেয়া আছে। আর একটা কথা এসব মিথ্যুক টুপি পড়া মানুষদের কথা বিশ্বাস করবেন না তারা আগে পরে কি আছে বলে না। এইসব টুপি পড়া মিথ্যুক লোকরাই কোরআনের বিকৃতি করে।
কি স্পষ্ট করলেন বুঝা গেলো না! আল্লাহ তায়ালা হেদায়েত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুস সালামদর কে মেহনতের জন্য পাঠিয়েছেন। এই বাক্যের মধ্যে পরিষ্কার বুঝা যাচ্ছে যে হেদায়েতের মালিক আল্লাহ তায়ালা। এই বাক্যে যদি প্রশ্ন করা হয়, কে হেদায়েত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিসসালামদেরকে পাঠিয়েছেন? উত্তর - আল্লাহ তায়ালা। তাহলে হেদায়েতের মালিক কে? আপনি যদি বুঝতে না পারেন তাহলে ভালো ভাষা বুঝে এমন কাউকে জিজ্ঞেস করেন। এই বয়ান শুনে যে বলে তিনি বলেছেন "আল্লাহ তায়ালার হাতে হেদায়েত নেই " সে প্রতিষ্ঠিত মিথ্যা বাদী। যদি সা'দ সাহেব বলে থাকেন " আল্লাহ তায়ালা হাতে হেদায়েত নেই " এবং ইহা বিশ্বাস করেন তাহলে তার ইমান নেই। আর যদি না বলে থাকেন তাহলে আপনার ইমানের কি হবে?
হযরত, আপনি এই বয়ানের আগের ও পরের কথা মিলিয়ে পুরা বয়ান শুনে মন্তব্য করেন। ভুল ধরা লাগবে এই জিদ নিয়ে পেচিয়ে অনেক ভাবেই একটা সাধারন কথা কে ব্যাখ্যা করে একটা অর্থ দার করানো যায়। এখানে কোনভাবেই বলা হয়নি হেদায়েত আল্লাহর হাতে নেই। বলা হয়েছে তুমি বা সাধারণ মানুষ এই খেয়াল করে বসে আছো হেদায়েত আল্লাহর হাতে, তাই এর জন্য মেহনতের কি দরকার। কিন্তু তাহলে আল্লাহ নবীদের কেন পাঠালেন। দুনিয়ার সাধারন নিয়ম হলো আল্লাহ কাজের মাধ্যমে রিজিক দেন, শারিরিক সম্পর্কের মাধ্যমে সন্তান দেন, কিন্তু আল্লাহ তার নিজ কুদরতেও এই কাজ করতে পারেন। তেমনি, হেদায়েতের জন্য সাধারন ভাবে আমাদের নবীদের মত মেহনত করতে হবে, আল্লাহ এই মেহনতের জন্যই নবী পাঠিয়েছেন। কিন্ত আল্লাহ মেহনত ছাড়াও আল্লাহর কুদরত দিয়ে যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন। আপনি কাটপিস কথা চালায়ে ভুল ব্যাখ্যা করেছেন। এই বয়ানের ঠিক পরের কথাতেই এটা উল্লেখ আছে, যেখানে মাওলানা সাদ সাহেব বলতিছেন অনেকে মনে করে বুজুর্গদের বুজুর্গীর দারা হেদায়েত আসে, এটা সঠিক নয়। যদি এই কথার উদ্দেশ্য হত যে নবীদের হাতে হেদায়েত, তাহলেতো নবীদের চেয়ে বুজুর্গ আর কে আছে। এছাড়াও মাওলানা সাদ সাহেবের অতীত ও বর্তমান বহু বয়ানে হেদায়েত আল্লাহর হাতে বলে বিশদ ব্যাখ্যা আছে। তাই দয়া করে হযরত, এইগুলা কাটপিস বয়ান ধরে ভুল ব্যাখ্যা করে কয়েকটা ভিউ এর জন্য ফেতনাবাজ কাজ্জাবি আলেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত না করলেই কি নয়? বাকিটা আপনার ব্যপার। হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবেন এইগুলা কাটপিস বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য? আর এটা কমন সেন্সে যেকোন বোকা মুসলিমও জানে হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। সাদ সাহেব এত বড় জামাতের আমির আর একজন আলেম হওয়া সত্ত্বেও এটা জানবে না, এটা একদম ফালতু কথা। আল্লাহকে ভয় করেন, নাইলে আপনার/আপনাদের বিচার আল্লাহ করবেন। আমরা আপনাদের খায়ের এর দুয়া করি। আপনার অবগতির জন্য এই বয়ানের উপর দারুল উলুম দেওবন্দের ফতোয়ার লিংক দিলাম, দয়া করে পড়ে দেখবেন - www.darulifta-deoband.com/home/ur/Dawah%E2%80%93Tableeg/69264 অথবা দারুলউলুম দেওবন্দ এর ফতোয়ার ওয়েবসাইটে যেয়ে প্রশ্ন নং - ৬৯২৬৪ সার্চ করুন
আপনাদের ব্যপারটার উদাহরণ দিলে কিছুটা এরকম আসে যে, " সমালোচক বললেন - বেলাল সাহেব চুরি করেছেন। চুরি অনেক বড় গুনাহ। তারপর চুরি নিয়ে লম্বা বয়ান করলেন, বহু কুরাআনের আয়াত ও হাদিস দিয়ে চুরির অপকারিতা ও খারাপি বয়ান করে ফাটাই ফালাই দিলেন। বেলাল সাহেবকে যারা পছন্দ করে না তারা খুব মজা করে কথা গুলা শুনলো, আর যারা পছন্দ করেন তারা খুব বিরক্ত হল, কিন্ত শেষ মেষ জানা গেলো বেলাল সাহেব আসলে চুরি করেনই নি। এটা ভুল তথ্য বা তোহমত ছিল। চুরির কথা ভুল হওয়াও আদালতে প্রমানিত। কিন্ত সমস্যা হল সমালোচক যদি নিজের ভুল সীকার করে তাইলে মানুষ কি বলবে। লোকে তাকে তখন হয়তো আগের মত বড় আলেম ভাববে না। তাই তিনি তার সমালোচনা ভুল হওয়ার ব্যপারে হয় চুপ থাকবেন অথবা আরো জোর দিয়ে অন্য কথিত ভুলের ব্যাখ্যা নিয়ে বাড়াবাড়ি করবেন। কিন্ত উনি যে ভুল করেছেন সেটা সীকার করতে নারাজ। এই সমালোচক যদি আলেম হয় তাহলে আমি তাকে বুখারী শরীফের ঐ হাদিস মনে করিয়ে দিতে চাই, যার মাফহুম কমবেশি এরকম - হাসরের ময়দানে আল্লাহ ৩ জন ব্যাক্তি - আলেম, শহীদ ও দানশীল ব্যাক্তিকে হাজির করে তাদের অন্তরের নিয়ত দেখবেন...... ... ... এই বয়ানের ব্যপারে আপনাদের হেড কোয়ার্টার দারুল উলুম দেওবন্দের স্পষ্ট ফতোয়া আছে যে এটা কাটপিস ও ভুল ব্যাখ্যা করা হয়েছে। লিংক সংযুক্ত কমেন্টে। তারপর ও এটা যে তোহমত আপনারা মানবেন না। জোর করেই বোকার মত ভুল বানাবেন। কাট পিস করবেন। আল্লাহ আপনাদের হিদায়াত দিন নাইলে তোহমত দিয়ে ফিতনা করার জন্য যথাযথ ব্যবস্থা নিন। আল্লাহ কে ভয় যদি করে থাকেন, সময় থাকতে রুজু করুন।
আর এই বয়ান আপনি নিজের কানে শুনেননি, পুরা বয়ানের রেকর্ডিংও শুনেননি। সাদ সাহেব বেচে আছেন, উনাকে জিজ্ঞেস ও করেননি। শুনছেন একটা কাটপিস ক্লিপ আর বিরোধীদের লিখা তোহমতি বই। আমি এই ব্যপারে ১০০% সিউর কারন আমি মাওলানা সাদ সাহেবের সাথে দেখা করেছি ও সরাসরি কথা বলেছি, নিজামুদ্দিনের অন্যান্য আলেমদের সাথে এই ব্যপারে বিশদ কথে বলেছি এই ব্যপারে। আপনি একজন জীবিত মানুষের ব্যপারে যিনি আপনার পাশের দেশ থাকেন, তার পুরা বক্তব্য না শুনে, কাটপিস বয়ান থেকে, তাকে না জেনে, তার ব্যপারে কিছু তোহমতি বই পড়ে তাকে কাফের ফতোয়া দিয়ে দিলেন!!! তাও যেইটা কমন সেন্স বিহীন ভাবে? এটা আলেম হিসেবে আপনাদের আমানতদারী!!! আপনি এটাও জানেন না, এই বয়ান মাওলানা সাদ সাহেব কবে কোন মজলিসে বয়ান করেছেন, পুরা বয়ান আদৌ আছে কি না, নাকি এডিটেড। কিন্তু মন্তব্য করে বসলেন সাদ সাহেব আল্লাহর হাতে হেদায়েত নাই এটা বলেছেন। এটা আপনাদের আমানতদারী। আপনি আলেম, আপনি ভালো জানেন, তারপর ও নিজের জন্য একটা হাদিসের মাফহুম বলি - একজন ব্যাক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তাহকিক ব্যতীত কোন কথা বলে। কাট পিস বয়ান না, আল্লাহ কে ভয় করে থাকলে, পুরা বয়ান প্রচার করুন, উনাকে জিজ্ঞাসা করুন, উনি জীবিত আছেন, আপনি চাইলে দেখা করতে পারবেন, যেমন মুফতি ইজহার সাহেব দেখা করেছেন, জেনে তারপর একজন মানুষের উপর ফতোয়া দিন। নাইলে আপনি দুনিয়ায় কাজ্জাবি আলেম হিসেবেই পরিচিত থেকে যাবেন, আর আল্লাহ জানেন আপনার জন্য আখিরাতে উনি কি রাখছেন।
ruclips.net/video/xRTqQqWiXBc/видео.htmlsi=ZwgcIgMJ7hPXdLi1 এখানে আগে পরে সাদ সাহেব কি বলেছেন সেগুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ বয়ান দেয়া আছে। আর একটা কথা এসব মিথ্যুক টুপি পড়া মানুষদের কথা বিশ্বাস করবেন না তারা আগে পরে কি আছে বলে না। এইসব টুপি পড়া মিথ্যুক লোকরাই কোরআনের বিকৃতি করে।
উনি ফেতনা সৃষ্টি করতে চাচ্ছে। ভিডিওটা ফুল শোনান, উনি যে রেকর্ডটা শোনাচ্ছে এর পূর্বের কিছু কথা আছে সেগুলো শুনতে হবে। তা না হলে মাওলার সাথে সবাই ভুল ধারণা করবে। মাওলানা সাদ সাব কি বোঝাতে চাচ্ছেন
তোমরা এই খেয়াল করে বসে আছো যে, হেদায়েত আল্লাহর হাতে। এইখানে তো সাদ সাহেব স্পষ্টত আল্লাহর হাতে হেদায়েতের বিষয়টি নেগেটিভ ভাবে প্রচার করলেন, এবং আমাদের ধারণা ভুল
ruclips.net/video/xRTqQqWiXBc/видео.htmlsi=ZwgcIgMJ7hPXdLi1 এখানে আগে পরে সাদ সাহেব কি বলেছেন সেগুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ বয়ান দেয়া আছে। আর একটা কথা এসব মিথ্যুক টুপি পড়া মানুষদের কথা বিশ্বাস করবেন না তারা আগে পরে কি আছে বলে না। এইসব টুপি পড়া মিথ্যুক লোকরাই কোরআনের বিকৃতি করে।
হায়রে পাগল! আপনার দেয়া অনুবাদের ৩য় লাইন ভালো ভাবে দেখেন। তিনি বলছেন, আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য আম্বিয়া আলাহিমুস সালামকে মেহেনতের জন্য পাঠিয়েছে।, এ বাক্যেইতো সাদ সাহেব বললেন হেদায়েত আল্লাহ দেন। এছাড়া তিনি বিভিন্ন বয়ানে বলছেন হেদায়েত কোন নবী রাসুলের কাছেও নাই হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। প্রয়োজনে the believer এর এ সম্পর্কে একটা ভিডিও আছে দেখে নিয়েন। সেভিডিওর শেষ অংশে সাদ সাহেবের বলা এ কথার রেকর্ড দেওয়া হয়েছে, যেখানে উনি বলছেন হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। মানুষকে বিভ্রান্ত করিয়েন না😢😢😢😢
তাহলে হযরত একটা জিনিস জানার জন্য সেটা হচ্ছে যে রিজিকের বিষয়টা তাহলে কিভাবে ব্যাখ্যা দিবেন দয়া করে একটু জানাবেন রিজিক তো আল্লাহ সুবহানাতায়ালা দেন রিজিকের জন্য তো
আশা করি সব সাথীরাই দেখবেন, ধারাবাহিক আলোচনা, সমস্যার সমাধান: ০৪ কে সঠিক আর কে বেঠিক? কে হক ও কে বাতিল (সাদ সাহেব নাকি যারা সাদ সাহেবের উপর তোহমত দেয় তারা?) হেদায়েত আল্লাহর হাতেই, এটাই সাদ সাহেবের কথা, কিন্তু যারা তহমত দিয়েছে তাদের কপালে হেদায়েত নাই এটাই তাদের কথা। কারণ হেদায়েতের জন্য তৌফিক লাগে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দেয় নি, যেহেতু তারা দাওয়াতের বিরোধিতা করেছেন, মনে রাখবেন সবার হেদায়েত হলেও শয়তানের হেদায়েত হয় না কারণ শয়তান দাওয়াতের বিরোধিতা করে। পথভ্রষ্টদের আরেকটি ভ্রষ্টতা যেখানে পথভ্রষ্টরা সাদ সাহেবের উপরে মিথ্যা আরোপ করেছিলেন, অর্থাৎ দাওয়াতের একজন ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে স্বয়ং সরাসরি ইসলামের বিরোধিতা করত। এবং প্রতিষ্ঠিত মিথ্যাবাদী হিসেবে কেয়ামত পর্যন্ত এই ফেতনার সাথে তাদের নাম লেখা থাকবে। facebook.com/share/p/14jRoaMuwJ/?mibextid=qi2Omg
আলোচনাটি যত শেয়ার হবে, এই আলেম একজন কাজ্জাব তোহমত দেওয়া ব্যাক্তি তত প্রচার হবে৷ উনার গ্রহনযোগ্যতা উম্মতে কাছে তত কমবে। সাধারন মানুষ এখন বলদ না যে আলেম নাম দিয়ে যা গিলাইতে চাইবেন তাই গিলবে, বেশির ভাগ মানুষ আপনাদের মত আলেম পুজা করে না যে হুজুর যাই বলুক সত্য বা মিথ্যা সব মেনে নিবে। বুঝাই যাচ্ছে কাটপিস বয়ান, তার উপর কমন সেন্স বিহীন কথা বার্তা, তার উপর এই কাট পিসের উপর আপনাদের মাথার তাজ দেওবন্দ ফতোয়া বিরোধী কথা বার্তা!! বাহ:! যখন নিজের সাথে মিলবে, দেওবন্দ তখন মাথার তাজ, না মিললে দেওবন্দের ফতোয়াও মানেন না। ডাবল স্ট্যান্ডার্ড না মুনাফেকি??? @Labbaikbd আপনারা কমেন্ট গুলা একটু ভালো করে দেখেন। নিজেদের ভিউ বাড়াতে যেরে সাধারন মানুষের কাছে মাওলানা বেলাল সাহেবের ইজ্জতের *** মেরে দিচ্ছেন আপনারা। কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন ভেবে দেইখেন একটু।
@@Labbaikbd কমেন্ট বক্স থেকে আগে কিছু শিক্ষা হাসিল করুন তারপর মানুষকে শিক্ষা দিতে যাবেন আপনার এই ভন্ডামি শেয়ার দিয়ে মানুষের গুনা কামানোর কোন দরকার নেই
নবী আসার ব্যপারে সুন্দর ব্যখ্যা আপনি করলেন, মাশাআল্লাহ… সাদ সাব এই ব্যখ্যা না করে সময় সংক্ষিপ্ততার কারণে সরাসরি বলেছেন, নবীগণের মত যাতে আমাদেরও মেহনত হয়…। তাবলীগের অত্যাধিক গুরুত্ব বুঝাতে চাইলে উনি চাকরি অব্যহতি দিয়ে তাবলীগে যেতে বলতেন, কিন্তু তা তিনি নিষেধ করেছেন, উনার এই হেদায়াত এখনও অব্যহত আছে…।
সুধু এতো টুকুই বয়ান করছে তার পড়ে কি বলছেন সেটা কই কাট পিচ কেনো হযরত ফুল ভিডিও কথায় আমি একটা কথা বলি হুজুর এই কথা বলেন নি নি বাদ দিলে কি হবে বলেন তাই কাট পিচ করে উম্মত কে বিভক্তি করেননা হযরত
উনি বলেছেন হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। আপনি সে কথা না বলেও কথাটাকে ঘুরিয়ে পেচিয়ে বলছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আমরা মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কখনোই মনে করি না আল্লার হাতে হেদায়েত নাই। কিন্তু আমরা বুঝিনা আপনারা কেন এই বয়ানগুলোকে কাটপিস করে বিভক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। আর আর আপনিও কাটপিস বয়ান শুনিয়ে মানুষকে ব্যাখ্যা দিচ্ছেন। আপনার উদ্দেশ্য ভালো না। আল্লাহকে ভয় করুন সামনে দাঁড়াতে হবে। নিশ্চয়ই আল্লাহ আপনার দিলের দিকে তাকিয়ে আছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর তাহলে আপনার কাছে যত সকল দলিল আছে তারে নিজামুদ্দিন সাথীদের সাথে আপনি ওপেন চ্যালেঞ্জ নিয়ে বসেন আপনার উনাদের সাথে চ্যালেঞ্জার আহ্বান করেন বাকি বিশেষ বিচার থাকবে
হযরত আপনি আমাদের বুঝাতে আসছেন কেন হেদায়েত তো আল্লাহর হাতে আল্লাহ আমাদের হেদায়েত দিবেন এটা কি আল্লাহর সথে শিরক হয়নি একটু বলবেন। আপনি পুরা বয়ান টা শোনেন তিনি বলেছেন তাদের কথা যারা হেদায়েত প্রাপ্ত তারা যদি বলে যে হেদায়েত তো আল্লাহর হাতে তাই আর মেহনত প্রোয়োজন নেই। এই কথা বুঝাতে গিয়ে একটা উদাহরন ও দিয়েছেন, যে একজনের কাছে অনেক খাদ্য আছে পাশে একজন ক্ষুধার্ত এখন ঐ লোক যদি বলে যে রিজিকের মালিক আল্লাহ তো তাকে আল্লাহ খাওয়াবেন আমার খাবার আমি কেন দিব। তিনি বলছেন যে তার থেকে বড় জালেম আর নেই। তাই উম্মতের মধ্যে কোন কথা বলতে হলে ভালো করে তহকিক করবেন কারন আপনারা উম্মতের রাহাবার
কারি জুবায়ের সাব আর মাওঃ সাদ সাহেব নামে ভিন্ন হলেও নীতি গত ভাবে উভয় ই এক। উভয়েরি নীতি হল তাবলীগে আওয়ামদের এসলাহের জন্য মাত্র ৪ মাস আর আলেমদের এসলাহের জন্য একাধারে ১২ মাস। জুবায়ের সাব এটা করেন নি যে আলেমরা ১৫/২০ বছর মাদরাসায় দ্বীন শিক্ষার পরে ও কেন আবার ১২ মাস এসলাহ হতে হবে বরং ১ ঘন্টা ও উচিত নয়। কিন্তু উনি অনড়। আলেমদের জন্য এই নিয়ম বুঝতে পারার কারণে আশরাফ আলী থানবী সহ দেওবন্দ মাদ্রাসার পূর্ব বুজুর্গরা কেউ তাবলীগে সময় দিয়ে নিজেদের কে আওয়ামদের নিচের কাতারে নেননি। ২. সিহা সিত্তা কিতাব বাদ দিয়ে ওলামাদের ও বিতর্কিত ফাজায়েল আমল সাদাকাত এর অধীন হতে হবে যেখানে জয়িফ, জাল অনেক রকম হাদীস ও ঘটনা রয়েছে । ৩. ৬ নম্বর এর অধীন হতে হবে, এর বাইরে দ্বীনের অন্য কোন বিষয়ের উপর কথা বলা যাবেনা ( অথচ হক্কানী ওলামাকেরাম ছয় নম্বর কেই পরিপূর্ণ দ্বীন মনে করেন না )এই নীতির কারণেই জুবায়ের সাব দেওবন্দ বা হাটহাজারী র কোনো মুহতামিম বা মাওলানা সাহেব কে কোনো ইজতেমা য় বয়ান,এলান বা দোয়া ও করতে দেননা। যেহেতু ইনারা তাবলীগে একাধারে ১২ মাস লাগিয়ে নিজেদের পরিশুদ্ধ করেন নাই।অথচ মুফতি আবু সাঈদ, মাওঃ মাহমুদুল হাসান, মুফতি জাফর সাব, মুফতি রেজাউল করিম, মুফতি জুনায়েদ আল হাবীব , আল্লামা মামুনুল হকসহ জাঁদরেল জাঁদরেল ওলামা কেরাম বাংলাদেশে আছেন।সুতরাং ' আমরা আলেমদের সাথে আছি ' এই একটা ধূয়া তুলে বাংলাদেশ এর সমস্ত আলেমদের বিশ্ব ইজতেমায় এনে মাওঃ জুবায়ের সাব বাস্তবে তাবলীগের এজেন্ডা ই বাস্তবায়ন করছেন। অর্থাৎ বাংলাদেশের সমস্ত ওলামাদের কে ভারতের আবিষ্কৃত তাবলীগের নিয়ম নীতির অধীন করতে চাচ্ছেন। অর্থাৎ জুবায়ের সাহেব কে মানা মানে সাদ সাহেব কে ই মানা।
সাদ সাহেব পুরা video ta দেন এখানে অর্ধেক ও নায়। আমি একটা কথা কি বলেছি এবং আমি কোন উদ্দেশ্য বলেছি তা কি আমার থেকে অন্য কেও কি বেশি বুঝবে।যদিও অন্য ব্যক্তি আমার থেকে অনেক শিক্ষিত ও ভাষা বেশি জ্ঞানী সে কি আমার নিয়ত বা কথা অন্য ব্যাক্তি কি বেশি বুঝতে পারে? যদি পারে তাহলে একটু বুঝাবেন
আপনাকে কেউ যদি প্রশ্ন করে, রিজিক আল্লাহ দিলে আপনি চাকরি করছেন কেন…? এটার উত্তর আমরা এক কথায় দিতে গেলে বাহ্যিকভাবে বিভ্রান্তিমূলকই হবে। অনুরূপ ব্যপার সাদ সাবের সাথেও ঘটেছে…।
রেকর্ডের অবস্থা খুবই বাজে। বর্তমান সময়ে এই বিষয়ে আবার ওনাকে প্রশ্ন করে রেকর্ড করলে কি হয় ? আর ওনি কি এখনো এর ওপর অনড় আছেন কি-না প্রশ্ন করা উচিত ? অনেক আগের রেকর্ডটি এখন ভালো শোনা যায় না ।
যদি ভুল ধরা হয় আপনার বয়ানে তাহলে ভুলটা এভাবে উঠে আসে আপনি নবীদের উপর অপবাদ দিচ্ছেন যে নবীরা তার মেহনতের জিম্মাদারী পূর্ণভাবে আদায় করেননি আপনি বলছেন নবীরা পৃথিবীর সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন এই কথা সুনিশ্চিতভাবে বলা মুশকিল এই কথার দ্বারা কি আপনি নবীদের উপর অপবাদ দিচ্ছেন না
হযরত আমার মনে হচ্ছে অডিওটা আপনি মনে হয় ভালো করে শুনেন নাই। আপনি 2 মিনিট আগের থেকেই শুনুন। আপনিও তো ভিডিও মধ্য থেকে শুনতেছেন। আমি ভিডিওটা শুনেছি। এখন আপনি যে কথা আমাদেরকে অডিও শোনাচ্ছেন এ কথার পূর্বে কথাগুলো শুনে নিন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ফেতনা সৃষ্টি করে না হযরত। উনি কি বুঝাতে চাচ্ছেন সেটা আমরা বুঝে ফেলেছি। আপনাদের কাছ থেকে নতুন করে কিছু জানতে চাই না অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে।
ভাই বয়ান কাটছিট করে কেন দিচ্ছেন ভাই আমি যদি আপনার ওই কথাটুকু কাট করি আপনি বল্লেন ''হেদায়েত আল্লাহর হাতে নেই '' শুধু এই কথা টুকু কাট করে ছরিয়ে দেই তাহলে কি হবে ??? ভাই পুরো বয়ানটা শুনুন ইসলাম নিয়ে ফাইজলেমো কইরেন না ভাই পুরো বয়ান দেন আপনারা যে এক ঘন্টা বয়ান করে 1 লক্ষ টাকা নেন এটার বিষয়ে হাদিস কি বলে ইসলাম বিক্রি করে খান এটা কি কোন সাহাবী মসজিদ চাকরি করছে বেতন নিসে প্রমাণ দেখান??? অনুরোধ রইল প্রমাণ দেখানোর
সাদ সাহেবের আরো কিছু ভুল আলোচনা শুনেছি এবং আপনার থেকেও আরো একটা আলোচনা শুনেছি। সেগুলো ঠিক বলেই মনে হয়েছে তবে এই আলোচনা এবং সাদ সাহেবের এই বিষয়টা কে ভুল মনে হয় নাই। এই কথা কোন মুসলমান বলতে পারে না যে হেদায়েত আল্লাহর হাতে নাই। সাদ সাহেবের আরো বয়ান আছে এই বিষয়ে যেখানে তিনি স্পষ্ট বলেছেন হেদায়েত আল্লাহর হাতে। বরং তার এই আলোচনা থেকে বুঝা যায় তিনি আমাদের মতো যারা দ্বীনের মেহনত করে না এই ধারনা করে যে হেদায়েত আল্লাহর হাতে সুতরাং বসে থাকি। তাদের এই ভুল ধারনা দূর করার জন্য তিনি এই কথা বলেছেন যে তাহলে নবী পাঠালেন কেন? যাইহোক তার এই আলোচনা দিয়ে হেদায়েত আল্লাহর হাতে নাই এই কথার দোষ তার উপর চাপানো সঠিক মনে করি না। বরং এতটুকু বলা যায় যে বলার ধরনটা ঠিক হয় নাই।
মাওলানা সাদ সাহেব যদি আমির সেরে সুরাই নিজাম যদি মেনে নেই, তবে তার বয়ানে কনো ভুল নেই।? সুরাই নিজাম যদি না মানে তাহলে সে গুমরাহ? আমিরের অধিনে শুরা সুন্নাত? না আমির বিহিন শুরা সুন্নাত?
✅ ভর্তি চলছে
মারকাযু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ
✅ বিভাগসমূহ-
১. আদর্শ মক্তব ও হিফজ বিভাগ।
২. মাদানী নেসাব। (১ম, ২য় ও ৩য় বর্ষ )
৩. এক বছর মেয়াদি আকিদা বিভাগ।
৪. শাবান ও রমাজান মাসে ১৬ দিনব্যাপী আকিদা প্রশিক্ষণ।
তত্ত্বাবধান: হজরত মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী (দা. বা)
পরিচালক: মাওলানা বেলাল বিন আলী।
✅ সার্বিক যোগাযোগ-
01862-509339 - 01979-866455
✅ যাতায়াত-
সামসুল হক খান স্কুল রোড, মডার্ন হারবাল সংলগ্ন। কোনাপাড়া, ডেমরা, ঢাকা-১৩৬
মারকাযু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ"-এর ফেসবুক পেইজ লিংক:
facebook.com/markazuahlissunnahwaljamaah
✅মাদরাসাতুল মাদীনার শিক্ষকদের পরামর্শে ও ফুযালা দ্বারা পরিচালিত। জাযাকাল্লাহু খাইরান।
হযরত আমি আপনার আলোচনা অনেকদিন ধরে নিয়মিত দেখছি। আলহামদুলিল্লাহ, আকিদা সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর আপনার ভিডিও দেখে সমাধান পেয়েছি। আকিদা নিয়ে রচিত আপনার বইটিও সম্পূর্ণ পড়েছি।
আজকে আপনার এই ভিডিও দেখে কিছু বিষয় অস্পষ্ট মনে হলো তাই আপনাকে জানানোর প্রয়োজন মনে করে কথাগুলো বলছি।
হযরত আপনি আজকে মাওলানা সাদ সাহেবের বয়ানের যে অংশ নিয়ে আলোচনা করলেন তাতে মাওলানা সাদ সাহেবের সম্পূর্ণ কথা আসেনি। ওই বয়ানের এই অংশের আগে আর পরে কিছু কথা আছে।
হযরত আপনি যদি আগে আর পরের কথা গুলো এনে তারপর ব্যাখ্যা করতেন তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারতাম। মাওলানা সাদ সাহেবের এই বয়ানের আগের আর পরের অংশসহ ব্যাখ্যা করে আরেকটি ভিডিও দিলে আমরা অনেক বড় ফেতনা থেকে বেঁচে যাব। আমি উনার এই বয়ানসহ ২টা ভিডিও লিংক দিচ্ছি (হযরত সময় করে একবার দেখবেন আশা করি)।
Link 1: ruclips.net/video/L-jTad4SC7A/видео.htmlsi=0_b_LzQvndZtBICB
Link 2: ruclips.net/video/LpwNjKyIiJ4/видео.htmlsi=HB93SShm-Tcek7s7
ruclips.net/video/ipvhNEGS8DI/видео.htmlsi=CMwSITo9_hvXF4K6
আপনাদের মিথ্যাবাদি এখানে স্পষ্ট
ruclips.net/video/ipvhNEGS8DI/видео.htmlsi=5oyWTpNHYWumT_Oi
@@abrarroni4970আরে ভাই এরা জেনেশুনেই এসব করছে। এরা দাজ্জালের এজেন্ট। দাড়ি টুপি পড়া দেখলেই মুসলমান মনে কইরেন না। আব্দুল্লাহ ইবনে সাবা এর বংশধর এরা।
এখানে মুসলমানদের ছেলেদের পড়ালে আপনারা তাদের দাজ্জালের অনুসারী বানাবেন। যেহেতু মাওলানা বেলাল বিন আলী দাজ্জালের এজেন্ট।
আল্লাহ তায়ালা আপনাকে হেদায়েত দান করুন
এইটা দেখার পর খুব হাসলাম, কি একটা অবস্থা আল্লাহ এক লাইন কথার মধ্যে আবার তর্জমা? এই কথা আগে কি বলছে তাও বললেন না পরে বলছে তাও নাই। আপনার এক ঘণ্টার একটা বয়ান দেন আমি আপনার কয়টা ভুল ধরতে পারি, দেখতেছি। যাই হোক, সাদ সাহেবের কথার মর্ম আপনি তখনি বুজতে পারতেন যখন তার এই কথার আগের ২ মিনিট এন্ড পরের ২ মিনিট শুনতেন। আল্লাহ আপনাকে আরও তাহকীক করার তাওফিক দেন এন্ড এই রকম উল্টা পাল্টা তর্জমা করার ফলে অন্যের ব্যপারে গীবত করা থেকে আল্লাহ এই উম্মতকে হেফাজত করুক
Ameen
আমিন
ওনার বয়ান বুঝার এলেম ওনাদের যথেচ্ছ এলেম নেই।
You don't need to do anything. If you are so true to your word then just say, if he said this may Allah destroy him. Can you say this?
@@sunamoina8576 Ami keno bolbo? ak line kothar opore kono kisu buja jay na, ak line kotha bujar age oi kothar age and pore ki kotha bola hoiche eitao jante hoy, ei boyan online a ache, saad shaheb ki bolche
আমাদের মধ্যেই কিছু আলেম এমন সুক্ষভাবে মিথ্যা ঢুকিয়ে দেন যেটি সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। একমাত্র আল্লাই বিচার দিবসের মালিক।
When you can't debunk the logical argument.
ruclips.net/video/xRTqQqWiXBc/видео.htmlsi=ZwgcIgMJ7hPXdLi1
এই ভিডিওতে আগে পরে সবকিছুই সাদ সাহেব কি বলেছেন দেওয়া আছে।
আর এইসব টুপি পড়া মিথ্যুক লোকদের কথা কখনোই বিশ্বাস করলে না
পুরো বয়ান শুনুন মনোযোগ সহকারে,, কাটপিচ দিয়ে মানুষকে বিভ্রান্তি না করলে সবচেয়ে ভালো হয় ❤❤❤
ruclips.net/video/xRTqQqWiXBc/видео.htmlsi=ZwgcIgMJ7hPXdLi1
এখানে আগে পরে সাদ সাহেব কি বলেছেন সেগুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ বয়ান দেয়া আছে।
আর একটা কথা এসব মিথ্যুক টুপি পড়া মানুষদের কথা বিশ্বাস করবেন না তারা আগে পরে কি আছে বলে না।
এইসব টুপি পড়া মিথ্যুক লোকরাই কোরআনের বিকৃতি করে।
আর পুরো বয়ানের লিংক দেন এই কার্ড সার্ট ভিডিও শোনাচ্ছেন কেন?
right
আল্লাহ সকল তাবলীগ ওয়ালাদের হেফাজত করুন। আমীন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিকৃষ্ট আলেমরাই হল নিকৃষ্টতম প্রাণী।
হযরত খুব যুক্তি দিয়ে দাওয়াত ও তাবলীগের বিরুতা করেজাচ্ছেন
যুক্তি নয় কচু।কি আর বলব
@@mehedihashan2422Aqal jokhon kochu kate tokhon shob jukti e kochu lage.
এখানে দা'ওয়াতকে শর্ত বুঝানো হয়নি। বরং দাওয়াতের গুরুত্ব বুঝানো হয়েছে। আল্লাহ তায়া’লা যে হেদায়েত নিজের কাছে রেখেছেন, সে বিষয়ে যে আয়াত আপনি তিলাওয়াত করলেন, সে আয়াত মাওলানা সা'দ সাহেব অনেকবার বয়ানে উল্লেখ করেছেন এবং মাওলানা যোবায়ের সাহেব সেটার তর্জমা করেছেন। আমরা নিজেরা সেই বয়ান শুনেছি।
Dawater gurutto buzaise, Tumi ei boktobbo keno dile porasuna koro
দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না
জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনা শর্ত নয় কি? এখন কি বলা যাবে যে এটা আল্লাহ তাআলার দূর্বলতা (নাউজুবিল্লাহ)। আল্লাহ তাআলা তো নিজেই হেদায়েত এর জন্য মেহেনত মোজাহাদাকে শর্ত লাগিয়েছেন (ওয়াল্লাযিনা জাহাদু ফি না লানাহ দিয়ান্নাহুম সুবুলানা।) এই শর্ত লাগানো কি আল্লাহ পাকের দূর্বলতা? (নাউজুবিল্লাহ).
Good. Good. Good
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ হযরত এখানে আল্লাহতালা যে বলছেন যার অর্থ ওয়াল লাজিনা জাহাদু এই আয়াতে আল্লাহ পাক মেহনত কেন শর্ত লাগাইলেন
এই দুই লাইনের আগের ৫ লাইন কই???😂😂 হুজুর ভন্ডামি বাদ দেন
এরা তো ধোঁকা দিচ্ছে সাধারণ মানুষকে
মাঝে মাঝে মন চায় মন খুলে গালি দিতাম কিন্তু দিতে পারি না 😢😢
ভণ্ডামি বাদদেন হুজুর 😂😂😂। আসল বয়ান শুনুন। মানুষকে ধোঁকা দেবন না দয়া করে 😊😊
ruclips.net/video/ipvhNEGS8DI/видео.htmlsi=DPI9C5ydNYUVJyUp
👍👍👍👍
👍👍👍👍
ruclips.net/video/xRTqQqWiXBc/видео.htmlsi=ZwgcIgMJ7hPXdLi1
এখানে আগে পরে সাদ সাহেব কি বলেছেন সেগুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ বয়ান দেয়া আছে।
আর একটা কথা এসব মিথ্যুক টুপি পড়া মানুষদের কথা বিশ্বাস করবেন না তারা আগে পরে কি আছে বলে না।
এইসব টুপি পড়া মিথ্যুক লোকরাই কোরআনের বিকৃতি করে।
মাশা আল্লাহ ❣️
মাশা আল্লাহ
চমৎকার!
মাশাল্লাহ সুন্দরভাবে স্পষ্ট করলেন হাদিস এবং কোরানের দ্বারা
কি স্পষ্ট করলেন বুঝা গেলো না!
আল্লাহ তায়ালা হেদায়েত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুস সালামদর কে মেহনতের জন্য পাঠিয়েছেন।
এই বাক্যের মধ্যে পরিষ্কার বুঝা
যাচ্ছে যে হেদায়েতের মালিক আল্লাহ তায়ালা। এই বাক্যে যদি প্রশ্ন করা হয়, কে হেদায়েত
দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিসসালামদেরকে পাঠিয়েছেন? উত্তর - আল্লাহ তায়ালা। তাহলে হেদায়েতের মালিক কে?
আপনি যদি বুঝতে না
পারেন তাহলে ভালো ভাষা বুঝে এমন কাউকে জিজ্ঞেস করেন। এই বয়ান শুনে যে বলে
তিনি বলেছেন "আল্লাহ তায়ালার হাতে হেদায়েত নেই " সে প্রতিষ্ঠিত মিথ্যা বাদী।
যদি সা'দ সাহেব বলে থাকেন " আল্লাহ তায়ালা হাতে হেদায়েত নেই " এবং ইহা বিশ্বাস করেন তাহলে তার ইমান নেই। আর যদি না বলে থাকেন তাহলে আপনার ইমানের কি হবে?
Mashallah
হযরত, আপনি এই বয়ানের আগের ও পরের কথা মিলিয়ে পুরা বয়ান শুনে মন্তব্য করেন। ভুল ধরা লাগবে এই জিদ নিয়ে পেচিয়ে অনেক ভাবেই একটা সাধারন কথা কে ব্যাখ্যা করে একটা অর্থ দার করানো যায়।
এখানে কোনভাবেই বলা হয়নি হেদায়েত আল্লাহর হাতে নেই। বলা হয়েছে তুমি বা সাধারণ মানুষ এই খেয়াল করে বসে আছো হেদায়েত আল্লাহর হাতে, তাই এর জন্য মেহনতের কি দরকার। কিন্তু তাহলে আল্লাহ নবীদের কেন পাঠালেন।
দুনিয়ার সাধারন নিয়ম হলো আল্লাহ কাজের মাধ্যমে রিজিক দেন, শারিরিক সম্পর্কের মাধ্যমে সন্তান দেন, কিন্তু আল্লাহ তার নিজ কুদরতেও এই কাজ করতে পারেন। তেমনি, হেদায়েতের জন্য সাধারন ভাবে আমাদের নবীদের মত মেহনত করতে হবে, আল্লাহ এই মেহনতের জন্যই নবী পাঠিয়েছেন। কিন্ত আল্লাহ মেহনত ছাড়াও আল্লাহর কুদরত দিয়ে যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন।
আপনি কাটপিস কথা চালায়ে ভুল ব্যাখ্যা করেছেন। এই বয়ানের ঠিক পরের কথাতেই এটা উল্লেখ আছে, যেখানে মাওলানা সাদ সাহেব বলতিছেন অনেকে মনে করে বুজুর্গদের বুজুর্গীর দারা হেদায়েত আসে, এটা সঠিক নয়। যদি এই কথার উদ্দেশ্য হত যে নবীদের হাতে হেদায়েত, তাহলেতো নবীদের চেয়ে বুজুর্গ আর কে আছে।
এছাড়াও মাওলানা সাদ সাহেবের অতীত ও বর্তমান বহু বয়ানে হেদায়েত আল্লাহর হাতে বলে বিশদ ব্যাখ্যা আছে।
তাই দয়া করে হযরত, এইগুলা কাটপিস বয়ান ধরে ভুল ব্যাখ্যা করে কয়েকটা ভিউ এর জন্য ফেতনাবাজ কাজ্জাবি আলেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত না করলেই কি নয়? বাকিটা আপনার ব্যপার। হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবেন এইগুলা কাটপিস বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য?
আর এটা কমন সেন্সে যেকোন বোকা মুসলিমও জানে হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। সাদ সাহেব এত বড় জামাতের আমির আর একজন আলেম হওয়া সত্ত্বেও এটা জানবে না, এটা একদম ফালতু কথা। আল্লাহকে ভয় করেন, নাইলে আপনার/আপনাদের বিচার আল্লাহ করবেন। আমরা আপনাদের খায়ের এর দুয়া করি।
আপনার অবগতির জন্য এই বয়ানের উপর দারুল উলুম দেওবন্দের ফতোয়ার লিংক দিলাম, দয়া করে পড়ে দেখবেন -
www.darulifta-deoband.com/home/ur/Dawah%E2%80%93Tableeg/69264
অথবা দারুলউলুম দেওবন্দ এর ফতোয়ার ওয়েবসাইটে যেয়ে প্রশ্ন নং - ৬৯২৬৪ সার্চ করুন
এদেরকে হযরত বলতেও ঘৃণা লাগে
😂😂😂😂😂😂😂
আপনাদের ব্যপারটার উদাহরণ দিলে কিছুটা এরকম আসে যে, " সমালোচক বললেন - বেলাল সাহেব চুরি করেছেন। চুরি অনেক বড় গুনাহ। তারপর চুরি নিয়ে লম্বা বয়ান করলেন, বহু কুরাআনের আয়াত ও হাদিস দিয়ে চুরির অপকারিতা ও খারাপি বয়ান করে ফাটাই ফালাই দিলেন। বেলাল সাহেবকে যারা পছন্দ করে না তারা খুব মজা করে কথা গুলা শুনলো, আর যারা পছন্দ করেন তারা খুব বিরক্ত হল, কিন্ত শেষ মেষ জানা গেলো বেলাল সাহেব আসলে চুরি করেনই নি। এটা ভুল তথ্য বা তোহমত ছিল। চুরির কথা ভুল হওয়াও আদালতে প্রমানিত।
কিন্ত সমস্যা হল সমালোচক যদি নিজের ভুল সীকার করে তাইলে মানুষ কি বলবে। লোকে তাকে তখন হয়তো আগের মত বড় আলেম ভাববে না। তাই তিনি তার সমালোচনা ভুল হওয়ার ব্যপারে হয় চুপ থাকবেন অথবা আরো জোর দিয়ে অন্য কথিত ভুলের ব্যাখ্যা নিয়ে বাড়াবাড়ি করবেন। কিন্ত উনি যে ভুল করেছেন সেটা সীকার করতে নারাজ। এই সমালোচক যদি আলেম হয় তাহলে আমি তাকে বুখারী শরীফের ঐ হাদিস মনে করিয়ে দিতে চাই, যার মাফহুম কমবেশি এরকম - হাসরের ময়দানে আল্লাহ ৩ জন ব্যাক্তি - আলেম, শহীদ ও দানশীল ব্যাক্তিকে হাজির করে তাদের অন্তরের নিয়ত দেখবেন...... ... ...
এই বয়ানের ব্যপারে আপনাদের হেড কোয়ার্টার দারুল উলুম দেওবন্দের স্পষ্ট ফতোয়া আছে যে এটা কাটপিস ও ভুল ব্যাখ্যা করা হয়েছে। লিংক সংযুক্ত কমেন্টে। তারপর ও এটা যে তোহমত আপনারা মানবেন না। জোর করেই বোকার মত ভুল বানাবেন। কাট পিস করবেন। আল্লাহ আপনাদের হিদায়াত দিন নাইলে তোহমত দিয়ে ফিতনা করার জন্য যথাযথ ব্যবস্থা নিন। আল্লাহ কে ভয় যদি করে থাকেন, সময় থাকতে রুজু করুন।
আর এই বয়ান আপনি নিজের কানে শুনেননি, পুরা বয়ানের রেকর্ডিংও শুনেননি। সাদ সাহেব বেচে আছেন, উনাকে জিজ্ঞেস ও করেননি। শুনছেন একটা কাটপিস ক্লিপ আর বিরোধীদের লিখা তোহমতি বই। আমি এই ব্যপারে ১০০% সিউর কারন আমি মাওলানা সাদ সাহেবের সাথে দেখা করেছি ও সরাসরি কথা বলেছি, নিজামুদ্দিনের অন্যান্য আলেমদের সাথে এই ব্যপারে বিশদ কথে বলেছি এই ব্যপারে।
আপনি একজন জীবিত মানুষের ব্যপারে যিনি আপনার পাশের দেশ থাকেন, তার পুরা বক্তব্য না শুনে, কাটপিস বয়ান থেকে, তাকে না জেনে, তার ব্যপারে কিছু তোহমতি বই পড়ে তাকে কাফের ফতোয়া দিয়ে দিলেন!!! তাও যেইটা কমন সেন্স বিহীন ভাবে? এটা আলেম হিসেবে আপনাদের আমানতদারী!!!
আপনি এটাও জানেন না, এই বয়ান মাওলানা সাদ সাহেব কবে কোন মজলিসে বয়ান করেছেন, পুরা বয়ান আদৌ আছে কি না, নাকি এডিটেড। কিন্তু মন্তব্য করে বসলেন সাদ সাহেব আল্লাহর হাতে হেদায়েত নাই এটা বলেছেন। এটা আপনাদের আমানতদারী। আপনি আলেম, আপনি ভালো জানেন, তারপর ও নিজের জন্য একটা হাদিসের মাফহুম বলি - একজন ব্যাক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তাহকিক ব্যতীত কোন কথা বলে।
কাট পিস বয়ান না, আল্লাহ কে ভয় করে থাকলে, পুরা বয়ান প্রচার করুন, উনাকে জিজ্ঞাসা করুন, উনি জীবিত আছেন, আপনি চাইলে দেখা করতে পারবেন, যেমন মুফতি ইজহার সাহেব দেখা করেছেন, জেনে তারপর একজন মানুষের উপর ফতোয়া দিন। নাইলে আপনি দুনিয়ায় কাজ্জাবি আলেম হিসেবেই পরিচিত থেকে যাবেন, আর আল্লাহ জানেন আপনার জন্য আখিরাতে উনি কি রাখছেন।
😂😂😂ঠিক ভাই@@abdullahshakib4109
উনার তো এমন বহু বয়ান আছে হেদায়েত আল্লাহ তায়ালার হাতে। এই বয়ানের পরেও বহু বয়ান আছে সেগুলোর ব্যাখ্যা কি করবেন?
এই ভিডিওর আগে এবং পরে উভয়দিকে শুনলে সম্পূর্ণটা ক্লিয়ার হবে, সাদ সাহেব কি বলছেন শুধু মাঝখানের অল্প শুনলে ভুল বুঝবেন
উক্ত কথাটাই গোমরাহি কথা একজন মুসলিম এমন কথা বলতে পারে না
যদি হেদায়েত আল্লাহ তায়ালার হাতের মধ্যে হতো?
،اگر ہدایت اللہ تعالی کے ہاتھ میں ہوتی
আমি নিজে গোমড়াহীতে সেদিকে "নজর" নাই,মওঃসাদ সাহেবকে নিয়ে ঘুম ধরেনা।
ruclips.net/video/xRTqQqWiXBc/видео.htmlsi=ZwgcIgMJ7hPXdLi1
এখানে আগে পরে সাদ সাহেব কি বলেছেন সেগুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ বয়ান দেয়া আছে।
আর একটা কথা এসব মিথ্যুক টুপি পড়া মানুষদের কথা বিশ্বাস করবেন না তারা আগে পরে কি আছে বলে না।
এইসব টুপি পড়া মিথ্যুক লোকরাই কোরআনের বিকৃতি করে।
right
আশা করব হযরত মাওলানা সাদ সাহেবের ভুলগুলো এভাবে বিশ্লেষণ করে উম্মতকে বুঝিয়ে দিবেন।
তাকে বলেন মিনিমাম ৫-৭ মিনিটের ক্লিপ দিয়ে ভিডিও করতে? উম্মত সত্য জানতে চায় কাটপিচ বয়ান আর না।
ruclips.net/video/ipvhNEGS8DI/видео.html&ab_channel=TheBelieverBangla
Bolod! Age jano mul boyan ke
আগে পিছে বয়ান শুনে না বয়ানের রেকর্ড দেয় না করে খালি মাতবরি
উনি ফেতনা সৃষ্টি করতে চাচ্ছে। ভিডিওটা ফুল শোনান, উনি যে রেকর্ডটা শোনাচ্ছে এর পূর্বের কিছু কথা আছে সেগুলো শুনতে হবে। তা না হলে মাওলার সাথে সবাই ভুল ধারণা করবে। মাওলানা সাদ সাব কি বোঝাতে চাচ্ছেন
আপনি মেহেরবানি করে সাদ সাহেবের পুরো বয়ানটা উম্মত কে শুনান তরজমা সহকারে ও নিজে শুনেন । ইনসাআল্লাহ ঐ বয়ানের মাঝই পুরা খোলাসা আছে।
পুরো বয়ানের লিংকটা আসনেই দেন, পন্ডিতী করতে আসেন।
ধোঁকাবাজ বেটা😂😂
সাহস থাকলে সামনের আর পিছনে লাইন গুলো সবাইকে শুনা
পুরো বয়ানটা শুনানি, তাতে উম্মাত সব ধোঁকাবাজি বুঝে যাবে। আর আপনি করবেননা,মরার পর আল্লাহর কাছে কি জবাব দিবেন?
ছাগলের ছাগল দেওবন্দ থেকে ফতুয়া তাহলে কেন দিলো
@@AffanurRahman-g5z kon kothar opore fatua diche tare age jigan, tare ei ei short clip audio ke dilo
আল্লাহ তায়ালা সকল কে এই আলোচনা থেকে উপকৃত করেন আমীন।
তাকে বলেন মিনিমাম ৫-৭ মিনিটের ক্লিপ দিয়ে ভিডিও করতে? উম্মত সত্য জানতে চায় কাটপিচ বয়ান আর না।
ruclips.net/video/ipvhNEGS8DI/видео.htmlsi=CMwSITo9_hvXF4K6
আরও উপকার করবে এই বয়ান
Puro bayan ti apna channel please upload Karen
এখানে পুরো বিষয়টি আছে। এই মাওলানা অপব্যাখ্যা করছেন
ruclips.net/video/pvONIPELoM4/видео.htmlsi=hrxJkkjh27YjVh6u
তোমরা এই খেয়াল করে বসে আছো যে, হেদায়েত আল্লাহর হাতে। এইখানে তো সাদ সাহেব স্পষ্টত আল্লাহর হাতে হেদায়েতের বিষয়টি নেগেটিভ ভাবে প্রচার করলেন, এবং আমাদের ধারণা ভুল
হযরত কাটপিস বয়ান নিয়ে কথাবলেন পুরো বয়ান শুনে কথা বললে ভাল হয় না
ruclips.net/video/xRTqQqWiXBc/видео.htmlsi=ZwgcIgMJ7hPXdLi1
এখানে আগে পরে সাদ সাহেব কি বলেছেন সেগুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ বয়ান দেয়া আছে।
আর একটা কথা এসব মিথ্যুক টুপি পড়া মানুষদের কথা বিশ্বাস করবেন না তারা আগে পরে কি আছে বলে না।
এইসব টুপি পড়া মিথ্যুক লোকরাই কোরআনের বিকৃতি করে।
খন্ড ভিডিও কেন দিচ্ছেন!যে বিষয়কে কেন্দ্র করে তিনি কথাটি বলেছেন সে পুরো ঘটনাটি শেয়ার করুন।
Are uni janlei to bolben uni kata sira Kotha shune eshe Poreche bekkha Korte
আশা করি আরও এরকম সাদ সাহেবকে নিয়ে ভিডিও বানাবেন
তাকে বলেন মিনিমাম ৫-৭ মিনিটের ক্লিপ দিয়ে ভিডিও করতে? উম্মত সত্য জানতে চায় কাটপিচ বয়ান আর না।
ruclips.net/video/ipvhNEGS8DI/видео.html&ab_channel=TheBelieverBangla
হায়রে পাগল! আপনার দেয়া অনুবাদের ৩য় লাইন ভালো ভাবে দেখেন।
তিনি বলছেন, আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য আম্বিয়া আলাহিমুস সালামকে মেহেনতের জন্য পাঠিয়েছে।,
এ বাক্যেইতো সাদ সাহেব বললেন হেদায়েত আল্লাহ দেন।
এছাড়া তিনি বিভিন্ন বয়ানে বলছেন হেদায়েত কোন নবী রাসুলের কাছেও নাই হেদায়েত একমাত্র আল্লাহর হাতে।
প্রয়োজনে the believer এর এ সম্পর্কে একটা ভিডিও আছে দেখে নিয়েন। সেভিডিওর শেষ অংশে সাদ সাহেবের বলা এ কথার রেকর্ড দেওয়া হয়েছে, যেখানে উনি বলছেন হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। মানুষকে বিভ্রান্ত করিয়েন না😢😢😢😢
ভাই "যাযাকাললাহ" ৩নয়,৪নং লাইন।প্রশ্নের ভিতরেই তো উত্তর, কোন ব্যখ্যার দরকার নাই।ধন্যবাদ
তাহলে হযরত একটা জিনিস জানার জন্য সেটা হচ্ছে যে রিজিকের বিষয়টা তাহলে কিভাবে ব্যাখ্যা দিবেন দয়া করে একটু জানাবেন রিজিক তো আল্লাহ সুবহানাতায়ালা দেন রিজিকের জন্য তো
কে কে আলোচনাটি শেয়ার করেছেন ?
আশা করি সব সাথীরাই দেখবেন, ধারাবাহিক আলোচনা, সমস্যার সমাধান: ০৪
কে সঠিক আর কে বেঠিক? কে হক ও কে বাতিল (সাদ সাহেব নাকি যারা সাদ সাহেবের উপর তোহমত দেয় তারা?)
হেদায়েত আল্লাহর হাতেই, এটাই সাদ সাহেবের কথা, কিন্তু যারা তহমত দিয়েছে তাদের কপালে হেদায়েত নাই এটাই তাদের কথা।
কারণ হেদায়েতের জন্য তৌফিক লাগে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দেয় নি, যেহেতু তারা দাওয়াতের বিরোধিতা করেছেন, মনে রাখবেন সবার হেদায়েত হলেও শয়তানের হেদায়েত হয় না কারণ শয়তান দাওয়াতের বিরোধিতা করে।
পথভ্রষ্টদের আরেকটি ভ্রষ্টতা যেখানে পথভ্রষ্টরা সাদ সাহেবের উপরে মিথ্যা আরোপ করেছিলেন, অর্থাৎ দাওয়াতের একজন ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে স্বয়ং সরাসরি ইসলামের বিরোধিতা করত। এবং প্রতিষ্ঠিত মিথ্যাবাদী হিসেবে কেয়ামত পর্যন্ত এই ফেতনার সাথে তাদের নাম লেখা থাকবে।
facebook.com/share/p/14jRoaMuwJ/?mibextid=qi2Omg
তাকে বলেন মিনিমাম ৫-৭ মিনিটের ক্লিপ দিয়ে ভিডিও করতে? উম্মত সত্য জানতে চায় কাটপিচ বয়ান আর না।
আলোচনাটি যত শেয়ার হবে, এই আলেম একজন কাজ্জাব তোহমত দেওয়া ব্যাক্তি তত প্রচার হবে৷ উনার গ্রহনযোগ্যতা উম্মতে কাছে তত কমবে।
সাধারন মানুষ এখন বলদ না যে আলেম নাম দিয়ে যা গিলাইতে চাইবেন তাই গিলবে, বেশির ভাগ মানুষ আপনাদের মত আলেম পুজা করে না যে হুজুর যাই বলুক সত্য বা মিথ্যা সব মেনে নিবে। বুঝাই যাচ্ছে কাটপিস বয়ান, তার উপর কমন সেন্স বিহীন কথা বার্তা, তার উপর এই কাট পিসের উপর আপনাদের মাথার তাজ দেওবন্দ ফতোয়া বিরোধী কথা বার্তা!! বাহ:! যখন নিজের সাথে মিলবে, দেওবন্দ তখন মাথার তাজ, না মিললে দেওবন্দের ফতোয়াও মানেন না। ডাবল স্ট্যান্ডার্ড না মুনাফেকি???
@Labbaikbd আপনারা কমেন্ট গুলা একটু ভালো করে দেখেন। নিজেদের ভিউ বাড়াতে যেরে সাধারন মানুষের কাছে মাওলানা বেলাল সাহেবের ইজ্জতের *** মেরে দিচ্ছেন আপনারা। কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন ভেবে দেইখেন একটু।
@@Labbaikbd কমেন্ট বক্স থেকে আগে কিছু শিক্ষা হাসিল করুন তারপর মানুষকে শিক্ষা দিতে যাবেন আপনার এই ভন্ডামি শেয়ার দিয়ে মানুষের গুনা কামানোর কোন দরকার নেই
মাশআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর উপস্থাপনা
ভাই আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন কারণ আপনি মিডিয়া চালান আর আসল বয়ান নাই আপনার কাছে পুরা বয়ান শুনলে আপনি নিজেই লজ্জায় পরে যাবেন
Apni torjama kore post den taile
মাশাআল্লাহ
যতটুকু বয়ান মানুষের সামনে আনলে ভুল বুঝানো যাবে ততটুকুই আনছে 😂😂 দিনের আলোতে স্পষ্ট মিথ্যা কিভাবে বলে
যেটুকু সামনে আনে নাই, সেটুকু আপনি সামনে এনে ভিডিও বানান। মানুষ সাদ সাহেবের পূজায় এরকম অন্ধ হয় জানা ছিলনা।
ruclips.net/video/LpwNjKyIiJ4/видео.htmlsi=thR65BGMPJB0qTKw@@alx-h
সাদ সাহেব রুজু করেছেন।
সুন্দর ও সঠিক বক্তব্য দিয়েছেন। جزاك الله تعالى أحسن الجزاء فى الدنيا والعقبى. آمين، ثم آمين
ruclips.net/video/ipvhNEGS8DI/видео.html&ab_channel=TheBelieverBangla
নবী আসার ব্যপারে সুন্দর ব্যখ্যা আপনি করলেন, মাশাআল্লাহ…
সাদ সাব এই ব্যখ্যা না করে সময় সংক্ষিপ্ততার কারণে সরাসরি বলেছেন, নবীগণের মত যাতে আমাদেরও মেহনত হয়…।
তাবলীগের অত্যাধিক গুরুত্ব বুঝাতে চাইলে উনি চাকরি অব্যহতি দিয়ে তাবলীগে যেতে বলতেন, কিন্তু তা তিনি নিষেধ করেছেন, উনার এই হেদায়াত এখনও অব্যহত আছে…।
ভাই দোস্ত, ৪নং লাইনটি লক্ষ্যকরুন।"আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য, আম্বিয়া"----,হেদায়েত আল্লাহ দেন? প্রশ্নের ভিতরেই উত্তর।হেদায়েত আল্লাহর কাছে।মওঃসাদ সাহেব সঠিক বলেছেন।
পুরা বক্তব্য টা অনুবাদ করে দিন।
সবচেয়ে বড় সমস্যা দাওয়াতুল হকের মেহেন্নত বন্ধ করতে না পারলে ধর্মকর্ম করে কিছু রোজগার করা বন্ধ হয়ে যায়। এটাই এখন অনেকের কাছে গলার কাটা।
Fowl akta
আল্লাহ আপনাকে সঠিক কথা বুঝার তৌফিক দান করুন। আরেক জনের গীবত করে, নিজের আখেরাতকে বরবাদ করবেন না।
আরে ভাই বক্তব্য আমি শুনছি আপনি পুরোটা শুনুন। পু এতোটুকু বললেন কেন পুরাটা বলেন না কেন শুনেন না কেন
এ বিষয়ে মালেক সাহেবের বক্তব্য রয়েছে
হুজুর ভাই কাটপিস নাদিয়া ভাই পারলে পুরো ফুল ভিডিও টা দেন
মাঃ সাদ সাহেব বললেন হেদায়েত আল্লাহ তায়ালার হাতে / আর তরজমা হল কি? উম্মত বুঝলো কি। ruclips.net/video/r5CX3kzMEHg/видео.htmlsi=SIQHAVGuxC3XSAdh
💚🍀
সুধু এতো টুকুই বয়ান করছে তার পড়ে কি বলছেন সেটা কই কাট পিচ কেনো হযরত ফুল ভিডিও কথায় আমি একটা কথা বলি হুজুর এই কথা বলেন নি নি বাদ দিলে কি হবে বলেন তাই কাট পিচ করে উম্মত কে বিভক্তি করেননা হযরত
দিনের আলোতে স্পষ্ট মিথ্যা 😂😂
সামনের আর পিছনে লাইন বাদ দিয়ে যতটুকু আনলে মানুষকে ভুল বুঝানো যাবে ততটুকুই আনছে😢
যদিও আমি আলিমদের সাথে মেহনত করি, আপনি কাটপিস বয়ান কেন দিলেন? আর এই কাটপিস বয়ানের বিশ্লেষণ করছেন কিভাবে?
আপনারা তাইলে চ্যালেঞ্জ কেন আসেন না। বইসা সামনে বলেন সমস্যা কি। সামনেই তো আসতে চান না আপনারা
শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা।
সাদ সাহেবের সমস্ত ভূল একটা একটা করে উল্লেখ করুন জাতির সামনে।
তাকে বলেন মিনিমাম ৫-৭ মিনিটের ক্লিপ দিয়ে ভিডিও করতে? উম্মত সত্য জানতে চায় কাটপিচ বয়ান আর না।
ভাই দোস্ত, ৪নং লাইনটি লক্ষ্যকরুন।"আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য, আম্বিয়া"----,হেদায়েত আল্লাহ দেন? প্রশ্নের ভিতরেই উত্তর।হেদায়েত আল্লাহর কাছে।মওঃসাদ সাহেব সঠিক বলেছেন।
মানে বাহিরে "সত্য" থাকলেও মনবোনা তাই তো।কি মধুর" উছুল"।মাফ করবেন ভাই এ ধরনের উছুল মানা সুন্নাহের বিরোধী।টাকাও গুনে নিশ্চিত হওয়া সুন্নাহ।
আরে ভাই কাটপিচ করে শুনলে এরকমি শুনা যায়
পাকিস্তানের একজন আলেমের কথা শোনান যে সাদ সাহেবের বিরুদ্ধে এই বক্তব্যগুলো পেশ করেছে
ঠিক ই ত বলছেন। আপনি না বুঝলে তো কিছু করার নাই!
উনি বলেছেন হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। আপনি সে কথা না বলেও কথাটাকে ঘুরিয়ে পেচিয়ে বলছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আমরা মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কখনোই মনে করি না আল্লার হাতে হেদায়েত নাই। কিন্তু আমরা বুঝিনা আপনারা কেন এই বয়ানগুলোকে কাটপিস করে বিভক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। আর আর আপনিও কাটপিস বয়ান শুনিয়ে মানুষকে ব্যাখ্যা দিচ্ছেন। আপনার উদ্দেশ্য ভালো না। আল্লাহকে ভয় করুন সামনে দাঁড়াতে হবে। নিশ্চয়ই আল্লাহ আপনার দিলের দিকে তাকিয়ে আছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর তাহলে আপনার কাছে যত সকল দলিল আছে তারে নিজামুদ্দিন সাথীদের সাথে আপনি ওপেন চ্যালেঞ্জ নিয়ে বসেন আপনার উনাদের সাথে চ্যালেঞ্জার আহ্বান করেন বাকি বিশেষ বিচার থাকবে
হুজুর মানুষ এখন হক আর বাতিল দোনটাই বুঝে ধান্দাবাজির আর দরকার নাই
হযরত আপনি আমাদের বুঝাতে আসছেন কেন হেদায়েত তো আল্লাহর হাতে আল্লাহ আমাদের হেদায়েত দিবেন এটা কি আল্লাহর সথে শিরক হয়নি একটু বলবেন। আপনি পুরা বয়ান টা শোনেন তিনি বলেছেন তাদের কথা যারা হেদায়েত প্রাপ্ত তারা যদি বলে যে হেদায়েত তো আল্লাহর হাতে তাই আর মেহনত প্রোয়োজন নেই। এই কথা বুঝাতে গিয়ে একটা উদাহরন ও দিয়েছেন, যে একজনের কাছে অনেক খাদ্য আছে পাশে একজন ক্ষুধার্ত এখন ঐ লোক যদি বলে যে রিজিকের মালিক আল্লাহ তো তাকে আল্লাহ খাওয়াবেন আমার খাবার আমি কেন দিব। তিনি বলছেন যে তার থেকে বড় জালেম আর নেই।
তাই উম্মতের মধ্যে কোন কথা বলতে হলে ভালো করে
তহকিক করবেন কারন আপনারা উম্মতের রাহাবার
হুজুর আপনি দয়া করে ৩ সাল আল্লাহর রাস্তায় নিজের ঘরবাড়ী পরিার পরিজন ত্যাগ করে বের হন তারপর আল্লাহ পাক আপনার বুঝ দান করবেন ইন্শাল্লাহ,।
Vai puro boian den
হযরত এই একটু বয়ান কাট করে শুনে কি বুঝবেন পুরা বয়ান টা দয়াক করে শুনেন তার পর মন্তব্য করলে ভালো হয়।
ভাই এভাবেই তার ভুলগুলো তুলে ধরতে হবে
কারি জুবায়ের সাব আর মাওঃ সাদ সাহেব নামে ভিন্ন হলেও নীতি গত ভাবে উভয় ই এক। উভয়েরি নীতি হল তাবলীগে আওয়ামদের এসলাহের জন্য মাত্র ৪ মাস আর আলেমদের এসলাহের জন্য একাধারে ১২ মাস। জুবায়ের সাব এটা করেন নি যে আলেমরা ১৫/২০ বছর মাদরাসায় দ্বীন শিক্ষার পরে ও কেন আবার ১২ মাস এসলাহ হতে হবে বরং ১ ঘন্টা ও উচিত নয়। কিন্তু উনি অনড়। আলেমদের জন্য এই নিয়ম বুঝতে পারার কারণে আশরাফ আলী থানবী সহ দেওবন্দ মাদ্রাসার পূর্ব বুজুর্গরা কেউ তাবলীগে সময় দিয়ে নিজেদের কে আওয়ামদের নিচের কাতারে নেননি। ২. সিহা সিত্তা কিতাব বাদ দিয়ে ওলামাদের ও বিতর্কিত ফাজায়েল আমল সাদাকাত এর অধীন হতে হবে যেখানে জয়িফ, জাল অনেক রকম হাদীস ও ঘটনা রয়েছে । ৩. ৬ নম্বর এর অধীন হতে হবে, এর বাইরে দ্বীনের অন্য কোন বিষয়ের উপর কথা বলা যাবেনা ( অথচ হক্কানী ওলামাকেরাম ছয় নম্বর কেই পরিপূর্ণ দ্বীন মনে করেন না )এই নীতির কারণেই জুবায়ের সাব দেওবন্দ বা হাটহাজারী র কোনো মুহতামিম বা মাওলানা সাহেব কে কোনো ইজতেমা য় বয়ান,এলান বা দোয়া ও করতে দেননা। যেহেতু ইনারা তাবলীগে একাধারে ১২ মাস লাগিয়ে নিজেদের পরিশুদ্ধ করেন নাই।অথচ মুফতি আবু সাঈদ, মাওঃ মাহমুদুল হাসান, মুফতি জাফর সাব, মুফতি রেজাউল করিম, মুফতি জুনায়েদ আল হাবীব , আল্লামা মামুনুল হকসহ জাঁদরেল জাঁদরেল ওলামা কেরাম বাংলাদেশে আছেন।সুতরাং ' আমরা আলেমদের সাথে আছি ' এই একটা ধূয়া তুলে বাংলাদেশ এর সমস্ত আলেমদের বিশ্ব ইজতেমায় এনে মাওঃ জুবায়ের সাব বাস্তবে তাবলীগের এজেন্ডা ই বাস্তবায়ন করছেন। অর্থাৎ বাংলাদেশের সমস্ত ওলামাদের কে ভারতের আবিষ্কৃত তাবলীগের নিয়ম নীতির অধীন করতে চাচ্ছেন। অর্থাৎ জুবায়ের সাহেব কে মানা মানে সাদ সাহেব কে ই মানা।
সব পাগলের কারখানা!
আমার প্রিয় ভাই আপনি মাওলানা সাদ সাহেবের পুরা বয়ানটা সুনান নাই আগে পিছিয়ে পড়াটা শোনান দয়া করে
جزاكم الله خيرا ، بارك الله فيكم.
কুরআনে আসে নামাজের ধারের কাসেও জেওনা?
এর আগেও কিছু শব্দ আসে।
যেমন মাতাল আবস্থাই নামাজের ধারের কাসেও জেওনা।
বয়ানের আগে ও পরে। পুরা বয়ান দিন।
সাদ সাহেব পুরা video ta দেন এখানে অর্ধেক ও নায়।
আমি একটা কথা কি বলেছি এবং আমি কোন উদ্দেশ্য বলেছি তা কি আমার থেকে অন্য কেও কি বেশি বুঝবে।যদিও অন্য ব্যক্তি আমার থেকে অনেক শিক্ষিত ও ভাষা বেশি জ্ঞানী সে কি আমার নিয়ত বা কথা অন্য ব্যাক্তি কি বেশি বুঝতে পারে?
যদি পারে তাহলে একটু বুঝাবেন
La takrobuccolah .. ar alocona korlen... O antum cukaro bad Dia!!!!
Ar 5minit ager boan sunley bujben hojrot ki bolecen,,,
তাকে কাফির ফতুয়া দেওয়া হচ্ছে না কেনো???
এসব অদ্ভুত তরজমা না করে,লেখা পড়ায় মনযোগ দেন।ইমাম আবু হানিফা রহঃ এর হককানী আলেম হোন।
আপনি ওনার বয়ান টি শুধু ২০ সেকেন্ড শুনালেন,আপনি কেয়ানত করেছেন
চমৎকার
ruclips.net/video/ipvhNEGS8DI/видео.htmlsi=CMwSITo9_hvXF4K6
এটা আরও বেশি চমৎকার
দাওয়াত শর্ত না হইলে আপনাদের ওয়াজ গুলা সব বন্ধ কইরা বইসা থাকেন দেখি আল্লায় হেদায়েত দেয় কিনা। আর আপনারা স্টেজে বইসা ওয়াজ করেন হেদায়েতের জন্যই তো। তাহলে করেন কেন হেদায়েত তো আললার হাতেই ঘরে বসে থাকেন
আপনাকে কেউ যদি প্রশ্ন করে, রিজিক আল্লাহ দিলে আপনি চাকরি করছেন কেন…?
এটার উত্তর আমরা এক কথায় দিতে গেলে বাহ্যিকভাবে বিভ্রান্তিমূলকই হবে।
অনুরূপ ব্যপার সাদ সাবের সাথেও ঘটেছে…।
মান্না সালওয়া চাকরি ছাড়াই ছিল
@@mdmahin8424 মান্না সালওয়ার উদাহরণ দেন কেন? আপনি কয়দিন চাকরি ছাড়া থাকছেন সেটা বলেন, রিজিক আল্লাই তো দিবে…!
রেকর্ডের অবস্থা খুবই বাজে। বর্তমান সময়ে এই বিষয়ে আবার ওনাকে প্রশ্ন করে রেকর্ড করলে কি হয় ? আর ওনি কি এখনো এর ওপর অনড় আছেন কি-না প্রশ্ন করা উচিত ? অনেক আগের রেকর্ডটি এখন ভালো শোনা যায় না ।
মানে বাহিরে "সত্য" থাকলেও মনবোনা তাই তো।কি মধুর" উছুল"।মাফ করবেন ভাই এ ধরনের উছুল মানা সুন্নাহের বিরোধী।টাকাও গুনে নিশ্চিত হওয়া সুন্নাহ।
যদি ভুল ধরা হয় আপনার বয়ানে তাহলে ভুলটা এভাবে উঠে আসে আপনি নবীদের উপর অপবাদ দিচ্ছেন যে নবীরা তার মেহনতের জিম্মাদারী পূর্ণভাবে আদায় করেননি আপনি বলছেন নবীরা পৃথিবীর সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন এই কথা সুনিশ্চিতভাবে বলা মুশকিল এই কথার দ্বারা কি আপনি নবীদের উপর অপবাদ দিচ্ছেন না
তোমাদের ওপর আল্লাহ দয়া করুন। আগে পিছের বয়ান কেটেছেন কেনো????
হযরত আমার মনে হচ্ছে অডিওটা আপনি মনে হয় ভালো করে শুনেন নাই। আপনি 2 মিনিট আগের থেকেই শুনুন। আপনিও তো ভিডিও মধ্য থেকে শুনতেছেন। আমি ভিডিওটা শুনেছি। এখন আপনি যে কথা আমাদেরকে অডিও শোনাচ্ছেন এ কথার পূর্বে কথাগুলো শুনে নিন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ফেতনা সৃষ্টি করে না হযরত। উনি কি বুঝাতে চাচ্ছেন সেটা আমরা বুঝে ফেলেছি। আপনাদের কাছ থেকে নতুন করে কিছু জানতে চাই না অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে।
আপনি পুরো বয়ান শুনেন মানুষকে ভুল বুঝাবেন না তাহলে বিভ্রান্ত হবেন নিশ্চিতভাবেই।যা কিছু ই হোক তিনি রুজু করছেন
শুধু শুধু কেন উম্মতে মধ্য বিভ্রান্ত ছড়াইতেছেন ভাই পুরো বয়ানটা শুনেন
ভাই আপনার পায়ে ধরছি এসব মিথ্যা বানোয়াট কথা দয়া করে বলবেন না। উনি বল্লো কি আর আপনি বুঝলেন কি। পুরো বয়ানটি দিন। বাটপারি বাদ দেন।
আল্লাহকে ভয় করুন।
ভাই বক্তব্যটা আপনি ভালো করে শুনেন আর এ কথার উদ্দেশ্য কি আর নবীদের পাঠানোর উদ্দেশ্য কি আপনি কি বলতে পারবেন
ভাই বয়ান কাটছিট করে কেন দিচ্ছেন ভাই
আমি যদি আপনার ওই কথাটুকু কাট করি আপনি বল্লেন ''হেদায়েত আল্লাহর হাতে নেই ''
শুধু এই কথা টুকু কাট করে ছরিয়ে দেই তাহলে কি হবে ???
ভাই পুরো বয়ানটা শুনুন ইসলাম নিয়ে ফাইজলেমো কইরেন না ভাই পুরো বয়ান দেন আপনারা যে এক ঘন্টা বয়ান করে 1 লক্ষ টাকা নেন এটার বিষয়ে হাদিস কি বলে ইসলাম বিক্রি করে খান এটা কি কোন সাহাবী মসজিদ চাকরি করছে বেতন নিসে প্রমাণ দেখান??? অনুরোধ রইল প্রমাণ দেখানোর
ভাই সঠিক কথাই তো বলছে আপনি কি খান।
সাদ সাহেবের আরো কিছু ভুল আলোচনা শুনেছি এবং আপনার থেকেও আরো একটা আলোচনা শুনেছি। সেগুলো ঠিক বলেই মনে হয়েছে তবে এই আলোচনা এবং সাদ সাহেবের এই বিষয়টা কে ভুল মনে হয় নাই। এই কথা কোন মুসলমান বলতে পারে না যে হেদায়েত আল্লাহর হাতে নাই। সাদ সাহেবের আরো বয়ান আছে এই বিষয়ে যেখানে তিনি স্পষ্ট বলেছেন হেদায়েত আল্লাহর হাতে। বরং তার এই আলোচনা থেকে বুঝা যায় তিনি আমাদের মতো যারা দ্বীনের মেহনত করে না এই ধারনা করে যে হেদায়েত আল্লাহর হাতে সুতরাং বসে থাকি। তাদের এই ভুল ধারনা দূর করার জন্য তিনি এই কথা বলেছেন যে তাহলে নবী পাঠালেন কেন? যাইহোক তার এই আলোচনা দিয়ে হেদায়েত আল্লাহর হাতে নাই এই কথার দোষ তার উপর চাপানো সঠিক মনে করি না। বরং এতটুকু বলা যায় যে বলার ধরনটা ঠিক হয় নাই।
আমার প্রশ্ন এতাআতিরা কাছে আপনারা কি শরয়ী দলিল বুঝেন?
ইজমা কিয়াস বুঝে?
উসুলে তাফসির,
উসুলে ফিকহ্,
উসুলে হাদিস ও এ সম্পর্কী নসগুলো বুঝেন?
হযরত আহলে হাদিস নিয়ে কিছু ভিডিও আপলোড করুন
আহলে হাদিস থেকে সাদ পন্থী আরো ইমান ধ্বংসকারী ও খাতারনাক
সাদ সাহেবসোলেমান আলাই সাল্লাম এর সে ভুল ধরে
যারা তাবলীগ এর মেহনতের সাথে যুক্ত না তারাই আপনার মতো উল্টা পাল্টা কথা বলে ...আদর বেপারী জাহাজের খবর নিতে আসছেন নাকি
যারা বলতেছে পুরো বয়ানটা দেন তাদেরকে বলব যতটুক বললে বা শুনলে ভুলটা বুঝে
আসে এর বাহিরে শোনা লাগেনা
তাকে বলেন মিনিমাম ৫-৭ মিনিটের ক্লিপ দিয়ে ভিডিও করতে? উম্মত সত্য জানতে চায় কাটপিচ বয়ান আর না।
তুমি অন্যতম এক মুর্খের মত কথা বললে।
@@abrarfoysal6808 tumar shikhetor dor kon porjonto,, ami o dekhte chai. tumi amake dekhao
@@abrarfoysal6808 tumar shikkhiter dor kon porjonto, ami ta dekhte chai. amake dekhao
মানে বাহিরে "সত্য" থাকলেও মনবোনা তাই তো।কি মধুর" উছুল"।মাফ করবেন ভাই এ ধরনের উছুল মানা সুন্নাহের বিরোধী।টাকাও গুনে নিশ্চিত হওয়া সুন্নাহ।
মাওলানা সাদ সাহেব যদি আমির সেরে সুরাই নিজাম যদি মেনে নেই, তবে তার বয়ানে কনো ভুল নেই।?
সুরাই নিজাম যদি না মানে তাহলে সে গুমরাহ?
আমিরের অধিনে শুরা সুন্নাত? না
আমির বিহিন শুরা সুন্নাত?
হজরত কাট পিস করছেন কেন।আপনি কেমন মাওলানা। তেহকিক না করে মন্তব্য করেছেন
আর মগজ ধোলাই করে লাভ নাই।
Faltu faltu faltu
অডিও রেকর্ডের সোর্স কি এটা সহ উল্লেখ করলে ভালো হতো।
কেননা এখন তারা বলবে এটা ইডিট করা, বানোয়াট।
ইডিট করা না বানোয়াটও না।
আপনি এটি দেখুন প্রিয় ভাই।
ruclips.net/video/ipvhNEGS8DI/видео.htmlsi=CMwSITo9_hvXF4K6