লংগদু ও নানিয়ারচরে দেখার কি আছে? |Bike Tour| Longodu & Naniarchor Visit| Rangamati |Mad Traveller BD

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #লংগদু_উপজেলা
    রাঙামাটি জেলার ১০টি উপজেলার মধ্যে লংগদু একটি। চট্টগ্রামের বাসিন্দা হয়েও লংগদু নামটি শুনি কয়দিন আগে, শোনার পরে লংগদু রাঙমাটিতে অবস্থিত শোনে কৌতুহল আরো বেড়ে গেল। হালকা পড়ালেখা করে বাইক ট্যুর প্ল্যান রেডি করে ফেললাম।
    লংগদু উপজেলায় রাঙামাটি থেকে সড়ক পথে যাওয়ার রাস্তা এখনো হয়নি। রাঙামাটি থেকে নৌপথে ৪/৪.৩০ ঘন্টা সময় লাগে লংগদু পৌঁছাতে। লংগদু সড়ক পথে খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে বাম পাশ দিয়ে যাওয়া যায়, কিন্তু সময় লাগে রাঙামাটি থেকে ৩/৩.৩০ ঘন্টা। এই জন্য এই এলাকায় বাইরের লোকের জনসমাগম অনেকাংশে কম।
    বর্তমানে নানিয়ারচর উপজেলা থেকে লংগদু যাওয়ার জন্য সড়কের কাজ চলমান, আগামী বছর দু-একের মধ্যে কাজ শেষ হয়ে গেলে নানিয়ারচর থেকে ১ ঘন্টায় লংগদু যাওয়া যাবে। এখন মূলত রাঙামাটি থেকে বেশির ভাগ মানুষ নৌপথে লংগদু আসা-যাওয়া করে।
    লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন খুবই জনপ্রিয়। মাইনীমুখের ওখানে সড়কের কাজ চলমান, হয়তো অদূর ভবিষ্যতে ট্রাভেলারের জন্য এক নতুন দিগন্তের সূচনা হবে।
    লংগদুতে দেখার কি আছে?
    আমরা মূলত সবাই ট্যুরিস্ট প্লেস খুঁজি, যেখানে সবাই গিয়ে ছবি আপলোড দেয়, আমরাও সবাই এই ছবি দেখে দৌঁড় দেয়। আমরা মূলত লংগদুতে এমনেই ঘুরতে যায় বাইক নিয়ে, লংগদু পৌঁছাতে ৭ ঘন্টা বাইক চালাতে হয়েছে। আমরা সকালে রওনা দিয়ে দুপুরে পৌঁছায় ওখানে ব্র্যাকের গেস্ট হাউসে ছিলাম, বিকালে ঘুরাঘুরি করে পরদিন সকালে রওনা দেয় পূনরায়।
    ঘুরে দেখার মধ্যে লংগদু লঞ্চঘাট, মাইনীমুখ যাওয়ার পথে আর্মি ক্যাম্পের সাথে একটি পার্ক, মাইনীমুখ বাজার, মাইনীমুখ লঞ্চঘাট, মাইনীমুখ নদীর অপর পাশে নাকি চাকমা পাড়া (একজন বলেছিলো যদিও আমাদের যাওয়া হয়নি)
    আমাদের মূলত বাইক ট্রিপ ছিলো এটি। লংগদুতে কিছুই নাই তবে পথিমধ্যে যা দেখেছি তা মুগ্ধ করেছে সকলকে। লংগদুতে গ্রামীণ একটা ফিল কাজ করে, সন্ধ্যার পরে সবদিকে নীরবতা, শহুরে জীবন থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশে সময় কাটানো এর থেকে বেশী কি আর লাগে?
    #লংগদু_উপজেলা #নানিয়ারচর_উপজেলা #রাঙামাটি #Explore_Chittagong #Explore_Rangamati

Комментарии • 14

  • @spparbes977
    @spparbes977 2 года назад

    আমাদের লংগদুতে আপনাকে স্বাগতম

    • @anikahossain2245
      @anikahossain2245 2 года назад

      Longodu te kisher network bhalo?

    • @spparbes977
      @spparbes977 2 года назад

      @@anikahossain2245 রবি
      এয়ারটেলের
      তবে গ্রামীণ টা মোটামুটি চলে

    • @MahmodaBegum-po8en
      @MahmodaBegum-po8en 6 дней назад

      ভাই আপনি আপন ঠিকানার ৬১৮ নামবার ভিডিও টা দেখেন। লোকটি যে বিবরণ দিছে সেই বিবরণ আপনার এলাকার সাথে কিছুটা মিল আছে। ভিডিও টা যদি আপনি দেখেন তাহলে লোকটি ইনশাল্লাহ পরিবার খোঁজে পেতে পারে। একটুদয়াকরে দেখেন

  • @ma.nazrulhadman4026
    @ma.nazrulhadman4026 2 года назад +1

    আমিন,বাই

  • @MTHNahid
    @MTHNahid 3 года назад +1

    wonderful

  • @nasrinislam1217
    @nasrinislam1217 Год назад

    আমাদের 🥰

    • @MahmodaBegum-po8en
      @MahmodaBegum-po8en 6 дней назад

      ভাই আপনি আপন ঠিকানা ৬১৮ নামবার ভিডিও টা একটু দয়াকরে দেখেন। লোকটিযে বিবরণ দিছে সেটা আপনার এলাকার সাথে মিলে। যদি দেখেন তাহলে তিনি তার আপন ঠিকানা খুঁজে পাবে

  • @gobangladesh3682
    @gobangladesh3682 3 года назад +1

    Amar bari dinajpur are amar girlfriend bari akdin jabo akdin

  • @MTHNahid
    @MTHNahid 3 года назад

    wonderful