গুলমার্গ | Gulmarg Gondola ride Phase 2 | Gulmarg Kashmir | Cable Car ride gulmarg | Kashmir tour |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • About Gulmarg Kashmir.
    গুলমার্গ,Gulmarg Gondola ride Phase 2,গুলমার্গ গন্ডলা রাইড,Gulmarg Kashmir,Cable Car ride gulmarg,Kashmir tour,
    গুলমার্গ (Gulmarg), জম্মু-কাশ্মীর এর বারামুলা জেলার অন্তর্গত যা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত যা TAJ OF KASHMIR নামেও পরিচিত। কাশ্মীর এর রাজধানী শ্রীনগর থেকে ৫২ কিলোমিটার দূরে এবং ৮৮২৫ ফুট উপরে এই হিল স্টেশনে গেলে দ্বিধা সৃষ্টি হবেই, স্থানটি গুলমার্গ নাকি সুইজারল্যান্ডের কোনো বরফ ঢাকা শহর। জম্মু ও কাশ্মীরের পীরপঞ্জাল রেঞ্জে অবস্থিত এই হিল স্টেশনে সারাবছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। গরমের সময়ে যেমন ঠান্ডা আবহাওয়ায় মানুষ ছুটি কাটাতে আসেন, তেমনই শীতের সময়ে আসেন বরফ দেখতে। এশিয়ার অন্যতম সেরা স্কিয়িং করার জায়গা রয়েছে গুলমার্গেই। এখানে বিংশ শতকে ব্রিটিশ শাসনের সময়ে স্কিয়িং ক্লাব তৈরি হয়। এছাড়াও শীতকালে আরও নানা ধরনের খেলা হয় এখানে। শীতের সময়ে গুলমার্গ পুরোটাই বরফে ঢেকে যায়।
    শ্রীনগর থেকে গুলমার্গ একদিনেই ট্যুর দিয়ে ফিরে আসা যায়। শ্রীনগর শহর থেকে রিজার্ভ গাড়িতে গুলমার্গ যেতে গাড়ী ভাড়া নেবে ২৫০০ থেকে ২৮০০ রুপি এর মত। গুলমার্গে দুই ধাপের কেবল কার বা রোপওয়ে আছে যা গন্ডোলা রাইড (Gondola Ride) নামে পরিচিত। নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে গেলে একধাপ উঠলেই বরফ দেখা যায়, যায় ভাড়া ৮৫০ রুপি করে। আর বাকি সময়ে গেলে দ্বিতীয় ধাপে উঠলে বরফ মেলে যার ভাড়া আরও ১০৫০ রুপি করে। আর স্নো স্কেটিং ৭০০ থেকে ১০০০ রুপি পড়বে। রুপি খরচ করে বরফে অনেক বিনোদন নেয়া যায়, স্কেটিং, স্কুটার, প্যারাগ্লাইডিং ইত্যাদি।
    ★গুলমার্গের দর্শনীয় স্থানসমূহ
    গন্ডোলা রাইড
    আফারওয়াত পিক
    খিলানমার্গ
    বাবা রেশির মাজার
    গলফ কোর্স
    এলপাথর লেক
    বায়সফিয়ার রিজার্ভ

Комментарии • 4