আসসালামু আলাইকুম, আজ প্রথম আপনার ক্লাস করলাম, আমার জীবনে করা সবথেকে ভালো বাংলা ক্লাস গুলোর মধ্য একটা এর আগে আমার দুইটা স্যার আছে,ওনাদের ক্লাস এত ভালো লাগে, ওনারা আপনার মত সহজ করে বুঝায়, আর আজ আপনাকে পেলাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুব ভালো হচ্ছে, অনেক উপকৃত হলাম,
স্যার আপনে খুব ভালো আপনার মতে আরেকজন স্যার আছে তন্ময় স্যার উনি গণিত এর শিক্ষক। আপনারা টাকা ছাড়া আমাদের মতো ছাএ ছাএী যাদের পাইভেট পরার সামথ্য নাই তাদের বিনা মূল্যে সঠিক শিক্ষা দিচ্ছেন।আনেক আনেক ধন্যবাদ স্যার।
আমি ব্যাকরণ নিয়ে একদম ভেঙ্গে পড়ছিলাম....আমি জাস্ট ক্লাসটা দেখে থ....এত্ত ভালো এত্ত ভালো মানে আমি ধরেই নিয়েছিলাম এটা আমার পক্ষে সম্ভবই না...কিন্তু ভিডিও টা দেখার পর আলহামদুলিল্লাহ গোছানো কনসেপ্ট পেয়েছি... আল্লাহ আপনার আর আপনার পরিবারের সবাইকে নেক হায়াত দান করুক💜🥀মন থেকে অনেক অনেক দোআ রইলো....অনেক গুলো শুকরিয়া জানাই স্যার🌹 আমার জন্য ও দোআ করবেন....
আপাতত বইয়ের কাজ নিয়ে ব্যস্ত আছি। বইয়ের কাজ শেষ হোক, তারপর দিব ভাই ইনশাল্লাহ। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
আপাতত বইয়ের কাজ নিয়ে ব্যস্ত আছি। বইয়ের কাজ শেষ হোক, তারপর দিব ভাই ইনশাল্লাহ। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💕
ভাই, অর্থ সম্পদ বাড়ানোর দোয়া করবেন পরে। আগে দোয়া করবেন যেন জ্ঞানটা বৃদ্ধি করে দেয়। আমিন। আমি আমার জায়গা থেকে RUclips Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
আসসালামু আলাইকুম স্যার... ক্লাস টা অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ... ঘত্ব বিধানের ক্লাস টা যদি সময় করে নেন ইংশাআল্লাহ তাহলে পুরো টপিক তে আর সমস্যা থাকবে আমাদের ইনশাআল্লাহ 🥰
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ। আর একটা কথা, ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই। কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰 আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
আমি আমার জায়গা থেকে RUclips Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়। স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕 আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
একজন রাঁধুনিকে যখন বলবেন যে আজকের রান্নাটা অসাধারণ হয়েছে তখন সে পরের দিন কীভাবে আরও ভালো করা যায় সেটা চিন্তা করে। আমার অবস্থাটা হয়েছে এরকম যে আপনাদের অনুপ্রেরণা যখন পাই তখন শুধু এটা মনে হয় যে কীভাবে আরও ভালো করা যায়? কীভাবে আরও ভালো সেবা দেওয়া যায় আপনাদের? 🥰 আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। আর তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে ভিডিয়োটি শেয়ার করবেন। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। 💞🥰
** PDF ডাউনলোড লিংক - drive.google.com/file/d/1p00QPgTypXFgrAnxgNRKyyCZvKbumEFm/view?usp=sharing
আসসালামু আলাইকুম ভাইয়া।এটা কি ক্লাসের পিডিএফ?
হুম। পুরো ক্লাসটা আগে করে তারপর এটা পড়বেন। একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু
ভাইয়া এই বইটা আমরা হাতে কবে পাবো???
Cute voice
এইরকম সব গুলো ভিডিওর পিডিএফ নোট দিলে ভালো হত।
আলহামদুলিল্লাহ, স্যার আপনার সবগুলো ক্লাস বেস্ট।
এখন বাংলা ব্যাকরণ পড়তে অনেক ভালো লাগে স্যার। অনেকটা সহজ লাগে
ধন্যবাদ স্যার
আসসালামু আলাইকুম, আজ প্রথম আপনার ক্লাস করলাম,
আমার জীবনে করা সবথেকে ভালো বাংলা ক্লাস গুলোর মধ্য একটা
এর আগে আমার দুইটা স্যার আছে,ওনাদের ক্লাস এত ভালো লাগে,
ওনারা আপনার মত সহজ করে বুঝায়, আর আজ আপনাকে পেলাম,
অসংখ্য ধন্যবাদ ভাইয়া,
খুব ভালো হচ্ছে,
অনেক উপকৃত হলাম,
স্যার আপনে খুব ভালো আপনার মতে আরেকজন স্যার আছে তন্ময় স্যার উনি গণিত এর শিক্ষক। আপনারা টাকা ছাড়া আমাদের মতো ছাএ ছাএী যাদের পাইভেট পরার সামথ্য নাই তাদের বিনা মূল্যে সঠিক শিক্ষা দিচ্ছেন।আনেক আনেক ধন্যবাদ স্যার।
তন্ময় স্যারের ক্লাস লিংক দিন, আমি গণিত ক্লাস করতে চাই।
English Moja - রফিক স্যার এর সব ক্লাস ফ্রি।
আপনার মতো শিক্ষক না পেলে বাংলা পরে এতো মজা পেতাম না
মন থেকে ভালোবাসা আপনার জন্য 😊
আমি ব্যাকরণ নিয়ে একদম ভেঙ্গে পড়ছিলাম....আমি জাস্ট ক্লাসটা দেখে থ....এত্ত ভালো এত্ত ভালো মানে আমি ধরেই নিয়েছিলাম এটা আমার পক্ষে সম্ভবই না...কিন্তু ভিডিও টা দেখার পর আলহামদুলিল্লাহ গোছানো কনসেপ্ট পেয়েছি...
আল্লাহ আপনার আর আপনার পরিবারের সবাইকে নেক হায়াত দান করুক💜🥀মন থেকে অনেক অনেক দোআ রইলো....অনেক গুলো শুকরিয়া জানাই স্যার🌹 আমার জন্য ও দোআ করবেন....
আলহামদুলিল্লাহ... 💝💝
জীবনের প্রথম এমন ক্লাস করলাম..
অসংখ্য ধন্যবাদ ভাইয়া 💝💝💝
ধন্যবাদ ভাইয়া ব্যাকরণ এর কঠিন কঠিন টপিকগুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য 😍😍
ঈশ্বর আপনার মঙ্গল করুক। 🥰
আপাতত বইয়ের কাজ নিয়ে ব্যস্ত আছি। বইয়ের কাজ শেষ হোক, তারপর দিব ভাই ইনশাল্লাহ। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ক্লাস করতে পেরে আমি খুব আনন্দিত
অনেক বছর পরও student দের জন্য একটা helpful Video হিসেবে থাকবে৷ ❤❤
২/৩ দিন গ্যাপ দিয়ে হলেও এরকম পুরো টপিক পায়লে ব্যাপারটা জোস হয় ভাই।
আপনাকে মন থেকে অনেক ধন্যবাদ 💙
আপাতত বইয়ের কাজ নিয়ে ব্যস্ত আছি। বইয়ের কাজ শেষ হোক, তারপর দিব ভাই ইনশাল্লাহ। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💕
Alhamdulillah অন্বেষণ বইটি হাতে পেয়েছি 🥰
আমার কাছে best একটি বই❤
আপনার জন্য দোয়া রইল ভাইয়া আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
এক মিনিট ও বোরিং লাগে নাই এতো ভালো লাগলো স্যার এর ক্লাস করে❤️
স্যার, আপনার পড়ানোর ধরণ খুবই অসাধারণ। বিষয় গুলো বুঝতে খুব সুবিধা হয়।ধন্যবাদ ভাইয়া ব্যাকরণ এর কঠিন কঠিন টপিকগুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ♥♥
বাংলার গ্রামারের বস। Hats off 💝
Good boy
ভালোবাসা নিবেন ভাইয়া❤️
অনেক কষ্ট করে প্রতিনিয়ত আমাদের জন্য এতো সুন্দর করে উপস্থাপনা করেন🥺
স্যার, আপনার পড়ানোর ধরণ খুবই অসাধারণ। বিষয় গুলো বুঝতে খুব সুবিধা হয়। তবে স্যার যদি একটু ধীরে কথা বলতেন তবে কথাগুলো বুঝতে আরও সুবিধা হতো।
সহমত
অবশ্য
A jonno speed power kome diben!!!
হুম স্যার
R ami speed barai dekhteci ulta
আপনার ক্লাস এবং ব্যক্তিত্ব অসাধারণ স্যার।।আপনার ক্লাসে আমাদের খুব উপকার হয়।ধন্যবাদ স্যার।
স্যার আপনারা ক্লাস এর সাথে অন্য কোন বাংলা স্যার এর ক্লাস তুলনা হয়না।এককথায় অসাধারণ ❤️❤️
2 bochor por video ta paici ...lagtece akhon korteci class ageh paitam apnr class vai ....oshaaadaron class❤❤❤
Khub vlo bhabe bujhte pari sob kichu , ধন্যবাদ স্যার
আল্লাহ ভাইয়ের অর্থ সম্পদ বাড়িয়ে দেক | আমিন
ভাই, অর্থ সম্পদ বাড়ানোর দোয়া করবেন পরে। আগে দোয়া করবেন যেন জ্ঞানটা বৃদ্ধি করে দেয়। আমিন।
আমি আমার জায়গা থেকে RUclips Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
আলহামদুলিল্লাহ আপনার সব ক্লাস গুলোই ভালো লাগে বুঝতে অনকে সুবিধা হয়
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
ধন্যবাদ স্যার। চৌম্বক তত্ব টা খুব মজার ছিলো। সহজেই মাথায় ঢুকেছে।
Apnr class korle.sob clear hoye jai,, sir valobasa niben❤❤
Alhamdulillah sir,,,onek valo lagche apnar class ta
আপনার ক্লাস গুলো অসাধারণ ভাইয়া। খুব ভালো লাগে।
আপনার ক্লাস গুলো পেয়ে সত্যি আমি অনেক আনন্দিত 🥰
Sir sotyi oshadharon,,onek upokrito holam,,from India
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই
আল্লাহ আপনার মঙ্গল করুক ❤️
realy onk valo bujan vaiya apni...banglar real boss
Exactly, you made bangla yours. Live you Shawon's Bangla
অনেক দুয়া ভালোবাসা আপনার জন্য ❤
ধন্যবাদ স্যার
মহান আল্লাহ আপনাকে আরও সাফল্য মন্ডিত করুক
এই দুয়া করি ।
স্যার আপনার পড়া বোঝার পাশাপাশি কিছু কিছু অভিনয় দেখে অনেক ভালো লাগে🥰🥰🥰। বিশেষ করে লাস্টে যে সর্বাবই ণ মধ্যে না হয় সে কবিতার মাধ্যমে ❤।
Thanks vaiya🥰🥰
Class gulo vlo lagche....🥰
Alhamdulillah vhaiya. Onk valo lagse cls ta, 🥰🥰
স্যার আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে ৷ অনেক সহজেই বুঝতে পারি ৷
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
Bhaiya no doubt apnee onek valo poran
আপনি ব্যকরণে অসাধারণ ❤
Amar dekha best bangla teacher apni vaia😊
আর আমি?
Apni khub valo teacher.
ভাইয়া আপনার ক্লাস করানোটা অনেক ভালো হয়। ভালো বুঋি। ধন্যবাদ ভাইয়া
স্যার আপনার পড়ার ধরন অনেক অনেক সুন্দর ,,, ফাটাফাটি ভালো লাগছে
class ta kora khb e upokrito holam, thank u so much viaaa.
আসসালামু আলাইকুম স্যার...
ক্লাস টা অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ...
ঘত্ব বিধানের ক্লাস টা যদি সময় করে নেন ইংশাআল্লাহ তাহলে পুরো টপিক তে আর সমস্যা থাকবে আমাদের ইনশাআল্লাহ 🥰
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
vhai🖤 asolei onk easy hoye gelo
অসাধারণ ক্লাস অনেক অনেক ধন্যবাদ ভাই। ❤❤
What an Energy u Have Brother! 💜
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💕
ভাইয়া ষ-ত্ববিধানের আলাদা একটা লেকচার দিলে ভালো হত।আপনার ণ-ত্ব বিধানের উপর লেকচারটা দারুণ ছিল।
আপনার ক্লাস গুলা অসাধারণ ভাইয়া 😍😍😍💓💓 আপনার ক্লাস করলে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়না😍
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
Mashallah sir onek valo class🌼🥰
ভাই ণত্ব-ষত্ব বিধান এর প্রশ্ন সমাধান এর একটা ক্লাস দেন প্লিজ। সব নিয়ম জানলেও সমাধান করা অনেক কঠিন হয়🙏
ব্যতিক্রমের লিস্ট...
১. পূষন
২. শ্রীমান
৩. আয়ুষ্মান
৪. চক্ষুষ্মান
৫. গরীয়ান
৬. বর্ষীয়ান
৭. নির্গমন
৮. বহির্গমন
৯. প্রবহমান
১০. রুপবান
শাওন স্যারের ষত্ব বিধানের ভিডিও গুলো কোথায় আছে
Class ta khub valo laglo 💖💖
Shawn's Bangla মানে কঠিন বিষয় সহজ সমাধান।
সত্যিই ক্লাস টি অসাধারন। ভাইয়া।
Boss of Bangla, Shawon Bhai🥰🥰🥰
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
মাশাল্লাহ খুব সুন্দর লেকচার।
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বোঝান।
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
আলহামদুলিল্লাহ সাউন স্যার সবার সেরা 🥰🥰🥰🥰
onnek valo laglo cls ta, onnek confusion clear holo ajk..nxt e sotto bidhan r cls chai. tnx vaiya.
আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ।
আর একটা কথা, ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
Masa allh sir ❤️❤️. Amn class keo koraite pare na. ❤️❤️ 🥰🥰
ধন্যবাদ ভাই,,অসাধারণ ক্লাস।
Obviously good , Sir
অসাধারণ আপনার ক্লাস গুলো
Alhamdulillah!
Darun akta class peyesi.
Many Many Thanks, vaia🖤🖤
Class ta onek khujtecilam vai❤️❤️
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
অসাধারন ক্লস!ধন্যবাদ ভাইয়া
আপনার ভিডিও দেখে আপনার বইয়ের আর পড়ানো স্টাইলে প্রেমে পড়ে গেছি
অসাধারণ ❤❤❤❤
Sir class ta onak valo lagca
ঈশ্বর আপনার মঙ্গল করুক
অসাধারণ ভাইয়া।আপনার ক্লাস
Oshomvob valo chilo class ta❤ 1:26:47 1:26:55
অনেক সুন্দর ক্লাস স্যার। 🥰
khub sundor class,thanks vaiya
এক কথায় অসাধারণ স্যার, ধন্যবাদ
২)ট, ঠ,ড,ঢ,ণ এর যুক্তব্যান্জনে ণ
ট বর্গে যুক্ত
4:00
10:15
15:01
24:10 rule5
31:36 rule 6
34:10 rule 7
38:00 rule 8*
43:05
48:14 rule 9 ⭐⭐
1:01:25 magnet theory
ধন্যবাদ, ভাই।
এখানে সিরিয়ালি দেওয়া আছে।
ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর ভাবে বুঝানোর জন্য ❤️
Apni khub valo bojan.
uff vai ki jinis apni...😍
Darun technique vai
Ajke theke amar kace tomar nam "creative shawon vai". Love you vaia💝💝
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
বাহ
উপকৃত হলাম
আমি আমার জায়গা থেকে RUclips Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
Cls Just amazing. Bt upni ato move koren je upnar dike takiye thakle matha chokkor dae😅
Sound clear aschhe
অসাধারণ 😊
Extraordinary💖
মাশআল্লাহ ভাইয়া।
আরোও ভিডিও বানাবেন ভাইয়া। আপনি একটু সময় বের করতে পারলে আমার মতো অনেক মানুষ উপকৃত হতে পারবে। আল্লাহ আপনার ভালো কাজের ভালো প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।
ভাইয়া অসাধারণ ক্লাস🥰🥰
যত আপনার ক্লাসগুলো দেখতেছি ততই আপনার প্রেমে থুক্কু ক্লাসগুলোর প্রেমে পড়ে যাচ্ছি
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়।
স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕
আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
@@ShawonsBangla
ইনশা আল্লাহ স্যার
Excellent Sir ❤
ভালো বুঝিয়েছেন।
Sir you r just 🥰🥰🥰🥰
Osadharon sir..💕
facebook.com/groups/1925665524430261/permalink/2999663083697161/
Concept clear
বেস্ট ♥
একজন রাঁধুনিকে যখন বলবেন যে আজকের রান্নাটা অসাধারণ হয়েছে তখন সে পরের দিন কীভাবে আরও ভালো করা যায় সেটা চিন্তা করে। আমার অবস্থাটা হয়েছে এরকম যে আপনাদের অনুপ্রেরণা যখন পাই তখন শুধু এটা মনে হয় যে কীভাবে আরও ভালো করা যায়? কীভাবে আরও ভালো সেবা দেওয়া যায় আপনাদের? 🥰
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। আর তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে ভিডিয়োটি শেয়ার করবেন। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। 💞🥰