এই সমস্যা মাকড়ের আক্রমনের কারনে হয় তাই Imidacloropid গ্রুপের confider 1লিটার জলে 1ml অথবা জৈব কীটনাশক কাকা 1লিটার জলে 2ml মিশিয়ে বিকাল বেলা স্প্রে করতে হবে চারদিন অন্তর অন্তর সমস্যা কমে গেলে সপ্তাহে একদিন,কয়েকদিন আগে একটি ঘরোয়া কীটনাশক তৈরির ভিডিও দিয়েছিলাম দেখে নিয়ে ট্রিটমেন্ট করতে পারো লিঙ্ক দিলাম ruclips.net/video/l3SZFruZnfk/видео.htmlsi=ScLFsDFlTE4ThX2B
Nov একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম হঠাৎ আজ দেখলাম পাতাগুলো একদম শুকিয়ে গিয়েছে। রুট ট্রিটমেন্ট করার পর খোল জল দিয়েছিলাম পাতলা করে। ডেইলি জল দিচ্ছি। কি করতে হবে?
এখন একেবারেই খোল জল প্রয়োগ করোনা,জল দেওয়ার পর টবের ড্রেনেজ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কিনা লক্ষ্য করো,যদি জমে যায় তাহলে গাছের রুটে ফাংগাস লাগার সম্ভাবনা বেড়ে যাবে,যদি গাছের কান্ড শুকিয়ে না যায় তাহলে টবের মাটি ভালো খুসে দাও সকাল থেকে দুপুর 12 টা পর্যন্ত রোদ্দুরে রাখো আর টবের মাটি হালকা শুখনো হলে তবেই জল দাও প্রতি সপ্তাহেই রুট ট্রিটমেন্ট করো,যে যে উপাদান দিয়ে রুট ট্রিটমেন্ট করো তার সাথে hydrogen peroxide 1লিটার জলে 5ml মিশিয়ে নেবে।
মাকড়ের আক্রমনের কারনে এই সমস্যা বেশি হয় তাই সপ্তাহে একবার অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে Confidor অথবা কাকা কীটনাশক গাছে স্প্রে করতে হবে গাছের Confidor হলে 1লিটার জলে 1ml আর কাকা কীটনাশক হলে 1লিটার জলে 2ml ,আর যদি পারো টবের মাটিতে হাফ চামচ দারুচিনির গুড়ো 1লিটার জলে গুলে 500ml প্রয়োগ করবে।
খুব সুন্দর❤❤
ধন্যবাদ 🙏
Darun hoyeche video
ধন্যবাদ 🙏
@@Naturewithlabani
Welcome
@Naturewithlabani
Amar gach gulo growth nicche na,ki korle vhalo hobe aktu bolle vhalo hoto.
আগের গোলাপ গাছের ভিডিও তে যে সমস্ত খাবার প্রয়োগ এর কথা বলেছি ওই খাবার গুলি প্রয়োগ করলে গাছের সুন্দর গ্রোথ হবে,ভিডিও গুলি দেখার অনুরোধ রইল।
Thank u so Mach didi
Most welcome 🙏
Didi vai ami desi joba gacher cutting boseachi tob e to akhn ki plastic dea dheke rakhbo??
হ্যাঁ রাখতে পারো।
Didi ai somoy miraculan ki spray kora jaba
হ্যাঁ যাবে তবে মাসে দুবার।
Golaper alpo kuri ele sukno hoye jachche r kichu golaper new branches ber hochchena...ki korbo
এই সমস্যা মাকড়ের আক্রমনের কারনে হয় তাই Imidacloropid গ্রুপের confider 1লিটার জলে 1ml অথবা জৈব কীটনাশক কাকা 1লিটার জলে 2ml মিশিয়ে বিকাল বেলা স্প্রে করতে হবে চারদিন অন্তর অন্তর সমস্যা কমে গেলে সপ্তাহে একদিন,কয়েকদিন আগে একটি ঘরোয়া কীটনাশক তৈরির ভিডিও দিয়েছিলাম দেখে নিয়ে ট্রিটমেন্ট করতে পারো লিঙ্ক দিলাম
ruclips.net/video/l3SZFruZnfk/видео.htmlsi=ScLFsDFlTE4ThX2B
@Naturewithlabani Thanks a lot
দিদি জল পদ্ম ফুল কি ভাবে ছাদে করা যায় একটা ভিডিও দিলে ভালো হয় 😊
আমার বাগানে জলপদ্ম গাছ নেই তবে মার্চ মাসে আনবো তখন অবশ্যই ভিডিও দেবো।
@Naturewithlabani thanks
Sob plant ki everyday wash korte hoy or only rose
সব গাছে স্প্রে করার প্রয়োজন শুধুমাত্র গোলাপ গাছে প্রত্যেক দিন জল স্প্রে করতে হয়।
Nov একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম হঠাৎ আজ দেখলাম পাতাগুলো একদম শুকিয়ে গিয়েছে। রুট ট্রিটমেন্ট করার পর খোল জল দিয়েছিলাম পাতলা করে। ডেইলি জল দিচ্ছি। কি করতে হবে?
এখন একেবারেই খোল জল প্রয়োগ করোনা,জল দেওয়ার পর টবের ড্রেনেজ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কিনা লক্ষ্য করো,যদি জমে যায় তাহলে গাছের রুটে ফাংগাস লাগার সম্ভাবনা বেড়ে যাবে,যদি গাছের কান্ড শুকিয়ে না যায় তাহলে টবের মাটি ভালো খুসে দাও সকাল থেকে দুপুর 12 টা পর্যন্ত রোদ্দুরে রাখো আর টবের মাটি হালকা শুখনো হলে তবেই জল দাও
প্রতি সপ্তাহেই রুট ট্রিটমেন্ট করো,যে যে উপাদান দিয়ে রুট ট্রিটমেন্ট করো তার সাথে hydrogen peroxide 1লিটার জলে 5ml মিশিয়ে নেবে।
@Naturewithlabani ধন্যবাদ 🙏🏻
আমার হাজারী গোলাপ গাছে প্রচুর কুঁড়ি আসছে কিন্তু হলুদ হয়ে যাচ্ছে অন্যান্য গাছগুলো ঠিক আছে খাবার একই দিচ্ছি।
মাকড়ের আক্রমনের কারনে এই সমস্যা বেশি হয় তাই সপ্তাহে একবার অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে
Confidor অথবা কাকা কীটনাশক গাছে স্প্রে করতে হবে গাছের Confidor হলে 1লিটার জলে 1ml আর কাকা কীটনাশক হলে 1লিটার জলে 2ml ,আর যদি পারো টবের মাটিতে হাফ চামচ দারুচিনির গুড়ো 1লিটার জলে গুলে 500ml প্রয়োগ করবে।