কালনা ছোট শহর, তবুও বৈচিত্র্যময়। প্রথমত ভিডিও করে সকলকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আর কিছু তথ্য এড করতে চাই বলেই এই কমেন্ট। কালনায় উক্ত স্থান ছাড়াও পার্শ্ববর্তী অংশে অনেক দেখার স্থান আছে। মূলত মন্দিরের শহর কালনা। 4 কিমি রেডিয়াসে সব পাবেন। যেগুলির উল্লেখ ভিডিওতে নেই সেগুলো হল, পাতাল গঙ্গা, মহাপ্রভু বাড়ি, নিমাইয়ের বিবাহ স্থান, সমাজ বাড়ি, ৮০০ বছরের পুরনো মসজিদ, পাষান কাঠি তলা, বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত পুরোনো হাসপাতাল, স্বামী বিবেকানন্দ র পৈতৃক গ্রাম দত্ত দেরেটনা, রাখাল রাজা মন্দির, নন্দী বাড়ির বাঁধা লক্ষী, মহিষমর্দিনী তলা ঘাট প্রভৃতি। এছাড়াও এই জানুয়ারি মাসেই বৈচিত্র্যময় শহর কালনাকে কেন্দ্র করে হয় পর্যটন উৎসব যা মূলত রাজ্য পর্যটন দপ্তর পরিচালিত। সুতরাং আসতেই পারেন কালনা।
কাছাকাছির মধ্যে একটা দুটো থাকার হোটেল পেয়ে যাবেন তবে সেরকম কিছু নয়। চাইলে আপনি একটু সকাল সকাল বেরিয়ে ফিরে আসতে পারেন। তবে চেষ্টা করবেন শীতকালে যাওয়ার।
দাদা আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো ইতিহাস এর সাথে যোগাযোগ এর এক অনবদ্য মিশেল, অনুরোধ থাকলো একবার আমার শহর শান্তিপুর ঘুরে যান কথা দিলাম এক অলৌকিক অনুভূতি নিয়ে যাবেন আর সাথে বাংলার মানুষ জানবে....অনুরোধ থাকলো আপনার কাছে🙏🙏🙏🙏🙏
আমি কালনা কলেজের বর্তমান ছাত্র , আমি রোজ ই কালনা তে আসি, কিন্তু এখনও আমি কালনার ১০৮ টা শিব মন্দির এখন দেখিনি, ইচ্ছা আছে দেখার, আপনার ভিডিও আমাকে অনুপ্রাণিত করলো, চেষ্টা করবো ১০৮ শিব মন্দির এ যাওয়ার, আমার বাড়ি পূর্বস্থলিতে , আমি আপনাদের পূর্বস্থলির নৌকা মাঝি জয়ন্ত প্রামাণিক এর ছেলে।
Joy Maa Durga...🌺🌸🏵️🌺🙏🕉️❤️🌺❤️🕉️🙏🌺🏵️🌸🌺 Joy Maa Kali...🌺🌸🏵️🙏🕉️❤️🌺❤️🕉️🙏🌺🏵️🌸🌺 Joy Maa Tara...🌺🌸🏵️🌺🙏🕉️❤️🌺❤️🕉️🙏🏵️🌸🌺 Joy Maa Ambika Kali...🌺🌸🏵️🌺🙏🕉️❤️🌺❤️🕉️🙏🌺🏵️🌸🌺 Joy Gurubam...🌺🌸🏵️🌺🙏🕉️❤️🌺❤️🕉️🙏🌺🏵️🌸🌺 Joy Maa Bipodtarini...🌺🌸🏵️🌺🙏🕉️❤️🌺❤️🕉️🙏🌺🏵️🌸🌺
এক দিনে সব ঘুরে বেড়ানো যায় কিন্তু গরম কালে এক দিনে ঘুরতে ভালো লাগবে না শীত কালে ঠিক আছে কালনা শহরের ঐতিহ্যবাহী মহিষমর্দিনী দেবীর পূজো দেখতে আসবেন শ্রাবণ মাসে অথবা সরস্বতী পুজো দেখতে আসবেন কালনা শহরে রাজ্যের মধ্যেও নাম করা
কালনা শহরের ঐতিহ্যবাহী মহিষমর্দিনী দেবীর পূজো দেখতে আসবেন শ্রাবণ মাসে অথবা কালনা শহরে রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ সরস্বতী পুজো দেখতে আসবেন শীতকালে যখন সরস্বতী পুজো হয় তখন তাহলে আপনার সব কিছু এক বারে দেখা হয়ে যাবে
অম্বিকা কালনা অবধি এলেন আর এত ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এলেন না? ট্রেন এ তো কালনা থেকে মাত্র 30 মিনিট লাগে।।একদিন এ শহরে আসার নিমন্ত্রণ রইল। একজন নবদ্বীপ বাসী হয়ে আমন্ত্রণ জানাচ্ছি।
Okhane Kono hotel paoa jabe naa ei ek ratri thakar Moto please ektu reply korben karon Ami Barrackpore theke jabo to ekdin e phire asa ta khub problem Hobe so, please ektu taratari reply korben karon Amar abar Bangalore pherar time hoye eseche 15th e Amar flight
আপনি একবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ও গোপীবল্লভপুরে আসুন। এখানে দেখার মতো রয়েছে তপোবন, রামেশ্বর মন্দির, সুবর্ণরেখা নদী, নয়াগ্রাম ইকো পার্ক, গোপীবল্লভপুর রাধাগোবিন্দ জীউ মন্দির, হাতিবাড়ী, পাখিরালয় আরো অনেক জায়গা। খড়্গপুর থেকে নয়াগ্রাম মাত্র 25 কিঃ মিঃ, গোপীবল্লভপুর 50 কিঃ মিঃ। ঝাড়গ্রাম থেকে 30 কিঃ মিঃ গোপীবল্লভপুর। আমার কন্টাক্ট নং ও হোয়াট্স আপ নং হল 9641937200 যোগাযোগ অবশ্যই করবেন এবং এসে ভিডিও তৈরী করবেন। সমস্ত প্রকার সহযোগীতা করবো।
Joy maa Ambika
Khoob sundor
Nice vedio.khub bhalo laaglo kaalna maayer mandir dekhe.
thanks
Khub sundar upothapona
Thanks for watching
Khub valo video.
Thanks
খুব ভালো লাগলো দাদা ভিডিও টা
Thanks
Joy ma darun jaega gechi khub sundor ...videota darun
Eisab jaega amar jaoa hoeni khuje khuje ber korchi ..khub bhalo laglo ..2 bachor ager theke 2bachor parer kathonir anek paribarton hoeche
Bhalo laglo notun jaega toh adakha chilo ...bhalo theko
এটা একদম প্রথম প্রথম
Videota. Very good. And. Interesting.... Aamar... Town. KALNA..... THANK YOU SO MUCH
সঙ্গে থাকবেন।
Khub sundr
সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনা সামনি শ্মশান কালী মন্দিরটা দেখালেন না।আর কালনা ঘাটে গেলেন কিন্তু ওখানেই বিখ্যাত মহিষমর্দিনীতলা দেখালেন না।খুব সংক্ষিপ্ত করলেন।কালনায় আমি ছোটবেলায় থাকতাম, প্রিয় শহর।ধন্যবাদ।
আপনার সাজেশন মনে থাকবে।
প্রাচীন ভারতের মন্দিরে এইরকম নিখুঁত করুকার্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাই।
Darun 👌 valo laglo
এই জায়েগাটা খুবই সুন্দর। মন ভরে যাবে।
সত্যি মন্দির ময় কালনা শহরটি খুবই সুন্দর, আর বিশেষ করে আকর্ষণীয় পর্যটকদের কাছে।
দারুন আকর্ষণীয় জায়েগা।
অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️❤️
Thanks, এটা অনেকআগের ভিডিও।
@@GhurteFirte হ্যাঁ দাদা, জানুয়ারি তে যাবো তাই দেখে নিচ্ছিলাম ।
@@pranabtravellers7270 দারুন লাগবে
@@GhurteFirte ধন্যবাদ দাদা 🙏🙏
Khub bhalo video apnar akta informetion deben night stay karar babostha ache? By car katokhon lagbe?
অবশ্যই আছে। কম খরচে থাকতে সরকারি আবাসন 'পান্থনীর' যা শহর থেকে কিছু দূরে, নয়তো হোটেল রয়েছে একেবারে বাস স্ট্যান্ডের বিপরীতে, 'হোটেল প্রিয়দর্শিনী'।
Aache. Car e same time lagbe
Thank you soo much for your nice video
You are so welcome!
দাদা সত্যি আপনি দারুন content সহ ভিডিও বানান editing টাও পারফেক্ট হয় বেশ সব ভিডিও দেখি আপনার , সত্যি ধন্যবাদ আপনার এত দুর্মূল্য সম্পদ এত সহজলভ্য করে দেওয়ার জন্য
Darun laklo video ta dekha dada ❤️
Thanks
কালনা ছোট শহর, তবুও বৈচিত্র্যময়। প্রথমত ভিডিও করে সকলকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আর কিছু তথ্য এড করতে চাই বলেই এই কমেন্ট।
কালনায় উক্ত স্থান ছাড়াও পার্শ্ববর্তী অংশে অনেক দেখার স্থান আছে। মূলত মন্দিরের শহর কালনা। 4 কিমি রেডিয়াসে সব পাবেন। যেগুলির উল্লেখ ভিডিওতে নেই সেগুলো হল,
পাতাল গঙ্গা,
মহাপ্রভু বাড়ি,
নিমাইয়ের বিবাহ স্থান,
সমাজ বাড়ি,
৮০০ বছরের পুরনো মসজিদ,
পাষান কাঠি তলা,
বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত পুরোনো হাসপাতাল,
স্বামী বিবেকানন্দ র পৈতৃক গ্রাম দত্ত দেরেটনা,
রাখাল রাজা মন্দির,
নন্দী বাড়ির বাঁধা লক্ষী,
মহিষমর্দিনী তলা ঘাট প্রভৃতি।
এছাড়াও এই জানুয়ারি মাসেই বৈচিত্র্যময় শহর কালনাকে কেন্দ্র করে হয় পর্যটন উৎসব যা মূলত রাজ্য পর্যটন দপ্তর পরিচালিত। সুতরাং আসতেই পারেন কালনা।
আপনি খুব ভালো লিখেছেন। আপনার সাহায্য লাগবে। দয়াকরে ফেসবুকে soumendu Bhattacharya ( Blue T-shirt) একটা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন।
@@GhurteFirte পাঠিয়েছি। প্রয়োজনে যোগাযোগ করুন। আমার তরফে যতটুকু আপনার উপকারে লাগতে পারি তাতে পূর্ণ সহায়তা করব।
Dada temple gulo ki sab din open thake?
@@dreamdestination1776 hya
@@wordsstrokes1667 দাদা আপনার ফোন নাম্বারটা পেতে পারি?
আমার বাড়ি এখানে আমাদের এখানে 108 শিব মন্দির খুব সুন্দর লাগে😊😊
খুব সুন্দর করে গুছিয়ে কথা বলা আর ভিডিও টা সুন্দর করে গুছানো আমার ভালো লেগেছে। আর তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করি
এবারের ভিডিওটা আমার খুব পছন্দের। আশা করি আপনারও ভালো লাগবে। জুন ৩০ বা জুলাইের ১ তারিখ বেরোবে।
অপেক্ষা থাকলাম
অল্প সময়ের মধ্যে,খুব ভালো উপস্থাপনা।
Thanks
Bolchi bandel thik ki katoa lokal paoa jay?? Ek2 janaben plz. Sokale kokhon train paoa jabe?
@@rubisdailyvlogs2481 কোথা থেকে কোথায় যাবেন।
Khub sundor laglo video ta.Somridhya holam dada.Ekhane raat e poribar niye thakar kono valo jayga ache? Chhoto bachcha niye akdinei fera somoshya hoy to.
কাছাকাছির মধ্যে একটা দুটো থাকার হোটেল পেয়ে যাবেন তবে সেরকম কিছু নয়। চাইলে আপনি একটু সকাল সকাল বেরিয়ে ফিরে আসতে পারেন। তবে চেষ্টা করবেন শীতকালে যাওয়ার।
দাদা আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো ইতিহাস এর সাথে যোগাযোগ এর এক অনবদ্য মিশেল, অনুরোধ থাকলো একবার আমার শহর শান্তিপুর ঘুরে যান কথা দিলাম এক অলৌকিক অনুভূতি নিয়ে যাবেন আর সাথে বাংলার মানুষ জানবে....অনুরোধ থাকলো আপনার কাছে🙏🙏🙏🙏🙏
যাব, তবে জায়েগাগুলোর নাম আপনাকে জানাতে হবে।
@@GhurteFirte একদম এই শীতেই আসুন। আমায় wp ping করুন আমি আপনাকে লিস্ট পাঠাচ্ছি কমেন্ট এত তো বলা মুশকিল আরকি 9851126416
@@GhurteFirte না পারলে আমি কমেন্টেই লিখে দেবো আপনি জানাবেন।
Joy Radha Krishna...💮🌸🏵️🙏🕉️❤️🕉️🙏🏵️🌸💮
Joy Maa Laxmi...🌸🏵️🙏🕉️❤️🕉️🙏🏵️🌸
Khub bhalo laglo. #travelvoyage
Ghure dekhte iccha korche khub. Sundor vabe apni description diyechen...
Apnah k onek subecha...ei rokom video er opekhate thaklam...
সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।
@@GhurteFirte aaj ghure Elam...vabtei parchilam na..barir kache emon sob dekhar jayga royeche..apnah k onek dhoyobad... #travelvoyage
Om Namaha Shivaya🙏🙏🙏🙏 Joy Maa Siddheswari 🙏🙏🙏🙏
Very nice video . Thank you very much.
Darun laglo... Tobe sunday jaoa jete pare ki aktu janaben..
যেকোনো দিন আসতে পারেন, কোনো অসুবিধা নেই। উক্ত স্থানগুলি প্রতিদিনই খোলা। সম্প্রতি কালনার রাজবাড়িতে রাতে লাইট শো হয়। অসাধারণ লাগে দেখতে।
দেখতে এসো তোমরা সবাই
Khub valo laglo, kintu Howra thek koto dur hobe please please ak bar bolun
I always love ur videos
Thanks
Khub e sundor ,informative akta video..okhane voba paglar asram e dupurer vog prasad khaoar timing r process ta ektu bolben pls?
গেলেই হবে।
শুভ শারদীয়া এবং দুর্গা পূজার অগ্রীম শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা রইলো
Khub valo laglo video ta
Ei mondire geyechilam 🙏
আমি কালনা কলেজের বর্তমান ছাত্র , আমি রোজ ই কালনা তে আসি, কিন্তু এখনও আমি কালনার ১০৮ টা শিব মন্দির এখন দেখিনি, ইচ্ছা আছে দেখার, আপনার ভিডিও আমাকে অনুপ্রাণিত করলো, চেষ্টা করবো ১০৮ শিব মন্দির এ যাওয়ার, আমার বাড়ি পূর্বস্থলিতে , আমি আপনাদের পূর্বস্থলির নৌকা মাঝি জয়ন্ত প্রামাণিক এর ছেলে।
oh nice, এর আগে তুমি একদিন কমেন্ট করেছিলে ... ভালো আছ তো ? জয়ন্তদাও আশা করি ভালো আছে... উনি খুবই ব্যস্ত মানুষ ... ফোনে আমার সাথে কথা হয়েছে।
Om Namho Shivaay...💮🌸🏵️🙏🕉️❤️🔱❤️🕉️🙏🏵️🌸💮
Nice video
Thanks
Kalnai amader poitrik bari aache ekdom Gangar dhaare. Khubi sundar o prachin shohor Kalna.
কালনা এক কথায় অনন্য।
Ekdom thik bolechen.... Kalnar Makha sandesh, chera porota oboshoi khaben porer bar gele...☺
@@barshankarmakar4342 মনে রইল, বাজারেই তো পাওয়া যাবে !
জয় মা অম্বিকা।।।
Jay boro maa maa maa go
👍👍 ভালো লাগলো, ধন্যবাদ 🙏🙏
ঘুরে আসুন আরও ভালো লাগবে।
দাদাভাই মায়াপুর নবদীপ টা একটু দেখালে ভালো হয় তোমার ভিডিও গুলো দারুণ লাগে
Khub bhalo laglo. A lot of thanks
ভিডিও গুলো ফলো করবেন আশা করি ভালো লাগবে। সময় করে দেখার জন্য ধন্যবাদ।
খুব সুন্দর।
খুব ভালো লাগলো ভাই,,,
জয় ভবা জয় ভবা
Dada mondirgulo sobi like 12 .30 pm r modhye bondho hoye Jay?
মোটামুটি সাড়ে বারোটার মধ্যে বন্ধ হয়ে যায়
খুব ভালো লাগলো। অনুরোধ রইল পরের VIDEOর জন্য।
ভালো লাগল।
khub sundor laglo
Kalna station a neme kibhabe jabo siddeshwari kali mondir o 108 shib mondir??
টোটোতে ৭ মিনিট
please tell us about Night halt and rates here
হোটেল আছে
Joy Maa Durga...🌺🌸🏵️🌺🙏🕉️❤️🌺❤️🕉️🙏🌺🏵️🌸🌺
Joy Maa Kali...🌺🌸🏵️🙏🕉️❤️🌺❤️🕉️🙏🌺🏵️🌸🌺
Joy Maa Tara...🌺🌸🏵️🌺🙏🕉️❤️🌺❤️🕉️🙏🏵️🌸🌺
Joy Maa Ambika Kali...🌺🌸🏵️🌺🙏🕉️❤️🌺❤️🕉️🙏🌺🏵️🌸🌺
Joy Gurubam...🌺🌸🏵️🌺🙏🕉️❤️🌺❤️🕉️🙏🌺🏵️🌸🌺
Joy Maa Bipodtarini...🌺🌸🏵️🌺🙏🕉️❤️🌺❤️🕉️🙏🌺🏵️🌸🌺
khub bhalo video
Akhon lockdown jst galo..akhon ki sob khola ache?
আছে।
আপনি এক বার শান্তিপুর ঘুরে আসুন বৈষ্ণব ও শাক্ত ধর্মের মিলন ক্ষেত্র এই স্থান বেশ ভালো লাগলো
নিশ্চয়ই
Joy Maa 🌺🌺🌺🌺🌺
Nice
কাকু বাড়ির এত কাছে এলে একবার দেখা দিলেন না সব ভিডিও দেখি আমি আপনার বিগ ফ্যাট কাকু
অবশ্যই একদিন দেখা হবে
আপনার সবকিছুই ভালো লাগলো তবে এক স্থান থেকে এক স্থান কতটা দূরত্ব বা কতটা সময় সাপেক্ষ সেটা বলে দিলে আমাদের ভালো হতো
সবই ৫/১০ মিনিটের মধ্যে
সবই ৫/১০ মিনিটের মধ্যে
@@GhurteFirte আরেকটি বিষয় জানতে চাইছি কালনা রেলস্টেশন থেকে ভবা পাগলার আশ্রম কত কিলোমিটার
@@pnandientertainment7402 10/15 minutes
@@GhurteFirte .
Nice video 👌
Love you
এসে বেড়িয়ে যাবে
@@rasudebhalder9077 অবশ্যই
@@madhumitadas7805
স্বাগতম আপনাকে এবং আপনার পরিবারের সকলকে
@@rasudebhalder9077 Thank you
দাদা পায়ে হেঁটে কি এই দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখা সম্ভব?
প্রচুর সময় লাগবে
Jai ma ombika 🙏🙏🙏🙏🙏
Bhalo laglo
একদিন কাটোয়াও কভার করুন। আমাদের কাটোয়ার ঐতিহাসিক গুরুত্বও কোনো জায়গার চেয়ে কম কিছু নয়। ❤️❤️
নিশ্চয়ই যাব।
Khub valo information..I am from kalna
valo laglo
.
dada howrah y ferar train kotar somoy?
একটু time Table দেখে নিন, তবে মনে হয় 4-40 pm তে একটা ট্রেন আছে।
@@GhurteFirte thank u
Egulo sob sunday khola thakbe to?
থাকবে
একটি বিষয় জানতে পারলে উপকৃত হতাম । কালনা স্টেশন থেকে জায়গাগুলি যেতে কতক্ষন সময় লাগবে ? আশাকরি উত্তর পাবো ।
10 to 15 minutes.
Darun laglo..!!!
চলে আসুন এখানে দারুন লাগবে।
Dada ar asepase kono thakar hotel ache
আছে
ei sb jaigagulo ki ekdine ghure fire asa jai? from howrah??
সেইজন্যই তো ভিডিওটা বানানো।
এক দিনে সব ঘুরে বেড়ানো যায়
কিন্তু গরম কালে এক দিনে ঘুরতে ভালো লাগবে না শীত কালে ঠিক আছে
কালনা শহরের ঐতিহ্যবাহী মহিষমর্দিনী দেবীর পূজো দেখতে আসবেন শ্রাবণ মাসে
অথবা সরস্বতী পুজো দেখতে আসবেন
কালনা শহরে
রাজ্যের মধ্যেও নাম করা
কালনা শহরের ঐতিহ্যবাহী মহিষমর্দিনী দেবীর পূজো দেখতে আসবেন শ্রাবণ মাসে অথবা
কালনা শহরে রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ সরস্বতী পুজো দেখতে আসবেন শীতকালে যখন সরস্বতী পুজো হয় তখন
তাহলে আপনার সব কিছু এক বারে দেখা হয়ে যাবে
Joy maa
টোটো কি সারাদিনের জন্য বুকিং করতে হয়??
Apni amar channele "কিভাবে ঘুরবেন অম্বিকা কালনা। Ambika Kalna Travel Guide|" dekhun.
M also belong from ambika kalna. This is my home town
u are lucky enough.
Kanla town kobe holo🤔. Gram namei to sobai jane, Katwa junction/town jani. But kanla 🤔
Fucking idiot.. that's not a village. U should come n see
Kacha kothai valo restaurant ache?
রাজবাড়ীর সামনে খাবার হোটেল আছে
Kalna r manush like here 😍
Jay maa kali
Amr kalna gramta khub dekhar ecche ache
Joy ma ambika amra kalna basinda
Gekyi valo chesta.good job.
হর হর মহাদেব
দাদা কালনা তে থাকার কোনো হোটেল আছে?
ছোট খাটো একটা আছে
অম্বিকা কালনা অবধি এলেন আর এত ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এলেন না?
ট্রেন এ তো কালনা থেকে মাত্র 30 মিনিট লাগে।।একদিন এ শহরে আসার নিমন্ত্রণ রইল।
একজন নবদ্বীপ বাসী হয়ে আমন্ত্রণ জানাচ্ছি।
কেউ একজন লোকাল গাইড থাকলে ভালো হয়।
Joy Maa Kali Joy Baba Mohakaal rokka kro maa goo🔱🕉🙏🏻🌺
where i s it?
watch the video please.
@ it is perfect weekend place to visit.
OONEK KISU LIKHTAM KINTU SOMOYER OBHAB TAI AAJ AIE PORJONTO 🌷🌷🌷JOY MA TARA
Dada kindly janaben jodi kono bus route thake Kolkata theke
ট্রেন রুট সব থেকে ভালো।
@@GhurteFirte thank you for your reply. Ekta train ache Katwa local at 4.40pm pherar shomoi. By 4.30 ki shob spot ghora possible?
@@debkrishnadas4923 কখন যাচ্ছেন তার ওপর নির্ভর করছে। ৩-৪ ঘণ্টা লাগা উচিত।
@@GhurteFirte ami gele shokal 8am er train ta dhorbo from Howrah
@@debkrishnadas4923 Fine
Okhane Kono hotel paoa jabe naa ei ek ratri thakar Moto please ektu reply korben karon Ami Barrackpore theke jabo to ekdin e phire asa ta khub problem Hobe so, please ektu taratari reply korben karon Amar abar Bangalore pherar time hoye eseche 15th e Amar flight
Kalna bus stand er kache hotel priyadarshani aache. Sunechi Valo hotel.
@@GhurteFirte Thank you so much for your kind information
নির্দ্বিধায় চলে আসুন। কোনো চাপ নেই।
আমাদের শহর কালনা❤️
দু্রন্ত জায়েগা
@@GhurteFirte করোনা আবহ কাটলে আবার এসো ঘুরতে দাদা❤️
@@rs_rowdy21 নিশ্চয়ই যাবো।
By car e katokhon lagbe?
2.5 hours..
শুভ সকাল দিদি ভাই
আমার শহর কালনা। ভারতের ১ নং শহর
Okhane giye lunch korar ki kono hotel ba jayga ache.. Ektu bolben pls
কালনা বাজারে দুপুরের খাওয়া বা টিফিনের ব্যবস্থা আছে।
অনেক রেস্তরাঁ ভাতের হোটেল ধাবা আছে
Great video
ঘুরে আসুন ভালো নিশ্চয়ই লাগবে।
@@GhurteFirte sure jabo
আমার শহর কালনা 🙏🙏🙏
অম্বিকা কালনা ঘুরতে গেলে থাকবার মতো কোনো হোটেল/লজ আছে কি?
অবশ্যই আছে। কম খরচে থাকতে সরকারি আবাসন 'পান্থনীর' যা শহর থেকে কিছু দূরে, নয়তো হোটেল রয়েছে একেবারে বাস স্ট্যান্ডের বিপরীতে, 'হোটেল প্রিয়দর্শিনী'।
ধন্যবাদ
আমার ছোটো বেলার আনন্দের বিচরণ ভূমি, মন্দির ময় অম্বিকা কালনা।সে কি দিনই না গেছে!
ছোট বয়সের স্মৃতি সততই সুখের।
আপনি একবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ও গোপীবল্লভপুরে আসুন। এখানে দেখার মতো রয়েছে তপোবন, রামেশ্বর মন্দির, সুবর্ণরেখা নদী, নয়াগ্রাম ইকো পার্ক, গোপীবল্লভপুর রাধাগোবিন্দ জীউ মন্দির, হাতিবাড়ী, পাখিরালয় আরো অনেক জায়গা। খড়্গপুর থেকে নয়াগ্রাম মাত্র 25 কিঃ মিঃ, গোপীবল্লভপুর 50 কিঃ মিঃ। ঝাড়গ্রাম থেকে 30 কিঃ মিঃ গোপীবল্লভপুর। আমার কন্টাক্ট নং ও হোয়াট্স আপ নং হল 9641937200 যোগাযোগ অবশ্যই করবেন এবং এসে ভিডিও তৈরী করবেন। সমস্ত প্রকার সহযোগীতা করবো।
ইচ্ছা রইল। আপনাদের মতো মানুষ সেই সময় পাশে থাকলে ভালো লাগবে।
Gobinda megha mithu Krishna akash hare Krishna 🌹🙏👍🌹🙏👍🌹🙏👍🌹🙏👍
আমার দেশের বাড়ী কালনা
দাদা এটা আমাদের এটা আমাদের আদিমকালের মন্দির
কোন গাইড পাওয়া যায়
টোটোওলা।