মাত্র ২৬শ’ টাকা নিয়ে শুরু করেন মধু সংগ্রহ। He started collecting honey with only 2600 taka.
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- মাস্টার্স পাস করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছেন। টাকার জন্য চাকরি হয়নি কুষ্টিয়ার মিরপুরের মামুন অর রশিদের। হতাশ না হয়ে দৃঢ় প্রত্যয় নেন তিনি, চাকরি করবেন না, চাকরি দেবেন। মাত্র ২৬শ’ টাকা নিয়ে শুরু করেন মধু সংগ্রহ। এখন তার অধিনেই কাজ করছেন ৩০ জন। মধু মামুন নামেই দেশে বিদেশে পরিচিত মামুন জানান, মধু রিফাইন মেশিন পেলে বিদেশে মধু রপ্তানি বাড়ার পাশাপাশি ১শ’ জনের কর্মসংস্থান হবে।
কুষ্টিয়ার মিরপুরের ধুবইল গেটপাড়া এলাকার মাঠে সরিষা খেতে মানুষের কোলাহল। সরিষা ফুল থেকে মধু নিয়ে সারি সারি কাঠের বাক্সে মৌমাছির বিরামহীন ছুটেচলা। এটাই মধু মামুনের মধু সংগ্রহের প্রকল্প। দেশের আলাদা আলাদ জায়গায় এরকম তিনটি প্রকল্প রয়েছে তার। তার অধীনেই এখন কাজ করেন ৩০ জন। মামুন ১৯৯৭ সালে ২৬শ’ টাকায় মাত্র চারটা মৌ বাক্স নিয়ে মধু সংগ্রহ শুরু করেন। কয়েক বছরেই খাটি মধু বিক্রিতে মামুনের সুনাম ছড়িয়ে পড়ে। নামের আগে মধু যোগ হয়ে মধু মামুন নামে পরিচিতি ছড়িয়ে পড়ে। ২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়া, স্পেন ও কোরিয়াতে মধু রপ্তানি শুরু হয়। এবছর সরিষা, কালো জি¦রা, ধুনিয়া ও লিচু ফুলের মধু সংগ্রহের টার্গেট ২০টন। প্রতি সপ্তাহে তিন মনের বেশি মধু সংগ্রহ করেন মামুন। যার প্রতি কেজির দাম ৫০০ থেকে ১৫শ’ টাকা কেজি। মধু মামুন জানান, মধু রিফাইন মেশিন পেলে বিদেশে মধু রপ্তানি বাড়বে। বাড়বে কর্মসংস্থান।
❤️❤️❤️
good luck
উনার নাম্বার বা পেইজ দেন