খুব সহজে বাস চালানো শিখুন || How To Bus Driving Very Simpole || Ashraf Drive Style

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • খুব সহজে বাস চালানো শিখুন || How To Bus Driving Very Simpole || Ashraf Drive Style
    #How_To_Bus_Driving
    #Bus_Drive
    #Ashraf_Drive_Style
    #Bup_Bus
    #Drive_Tech
    #Driver Ashraf
    যাতায়াত করার জন্য #বাস_গাড়ি একটি সুবিধা জনক #পরিবহন। এই #গাড়ি ছোটোবড়ো ও মাঝারী সাইজের হয়ে থাকে। সাধারণত #বাস_গাড়ীর ৬ টি চাকা থাকে, সামনে দুইটি সিঙ্গেল চাকা থাকে এবং পিছনে দু'পাশে দুইটা করে চারটি চাকা থাকে। ৫২ সিটের গাড়ীই বেশি দেখা যায়। বর্তমানে কিছু ভাল মানের গাড়িতে (এসি জাতীয়) ৮ চাকা থাকে। গাড়ির বাহিরের দিকে দেখার জন্য দুই সাইডে দুইটি গ্লাস ব্যাবহার করা হয়। ভিতরে একটি গ্লাস থাকে এই গ্লাসের মাধ্যমে যাত্রী কি করে বা পিছনে কোন গাড়ি আছে কি না দেখা যায়। লোকাল ও পরিবহন গাড়িতে এক জন হেলপার ও একজন কন্টাক্টর/সুপার ভাইজান থাকে। গাড়ি চালানোর জন্য ড্রাইভার লাগে।হেলপার এর কাজ হল গাড়ির যত্ন রাখা এবং সিগনাল দেওয়া। আর কন্টাক্টর এর কাজ হল যাত্রীদের সেবা,টাকা সংগ্রহ করা।
    করণীয় : প্রতিদিন সকালে গাড়ি/ইঞ্জিন স্টার্ট করার আগে অবশ্যই তেল (জালানি), ব্রেক অয়েল,চাকার নাটবোল্ট ও হাওয়া, ইঞ্জিনের পানি চেক করে নিতে হয়। কোন কিছু কম থাকলে সবকিছু দিয়ে নিতে হবে।
    প্রয়োজনীয় : কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, টুকিটাকি ইন্সট্রুমেন্ট বা যন্ত্রপাতি গাড়ির সাথে রাখবেন।
    পরিবহন গাড়ি মানে বড় গাড়ি সাধারণত হাওয়া ধারা ব্রেক হয়।
    বিশেষ দ্রষ্টব্যঃ- স্টার্ট করে হাওয়া উঠিয়ে নিবেন তা না হলে কিন্তু হাওয়ার ব্রেক এর গাড়ীর হাওয়া না থাকলে ব্রেক হবে না। হর্ণ বাজিয়ে দেখবেন বাজে কি না।
    চালানো শুরু:- স্টার্ট করে হাওয়া উঠিয়ে কিছুক্ষণ পরে, ক্লাচ করে এক নাম্বার গেয়ারে দিয়ে আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন তারপর এক্সেলেটর বাড়াবেন। যতটুকু ক্লাচ ছাড়বেন ঠিক ততোটুক পিকাপ /এক্সেলেটর দিবেন। এখন ক্লাচ ছেড়ে দিন। ফার্স্ট গেয়ার যখন ১০ কিলো গতি হবে তখন দুই নাম্বার গিয়ারের জন্য এক্সেলেটর ছেড়ে দিয়ে আবার ফুল ক্লাচ চেপে ধরুণ এবার দুই নং গিয়ারে দিয়ে দিন। ঐ একই ভাবে ক্লাচ ছাড়ুন আর এক্সেলেটর বাড়াবেন।
    যে গাড়ির মাইল মিটার ঠিক নাই সেই ক্ষেত্রে ইঞ্জিনের আওয়াজ এর উপর নির্ভর করে গিয়ার চেঞ্জ করতে হয়।
    আমাদের ব্লগ সাইট :-
    drivekangshur9...

Комментарии • 49

  • @sahinurlasker9266
    @sahinurlasker9266 2 месяца назад +1

    আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার কথা বলতে

  • @crstiano-t2e667
    @crstiano-t2e667 3 месяца назад +1

    ❤❤❤

  • @MDMahabub-gp6wm
    @MDMahabub-gp6wm 4 месяца назад +1

    আমাকে বাস চালানো শেখানো যাবে

  • @MdKamrul-t4e
    @MdKamrul-t4e Час назад

    ভাই আমার একটা প্রশ্ন? অনেকে বলে বাসের ড্রাইভার হতে গেলে নাকি হেলপারি করা লাগবে ২/৩ বছর তা ছাড়া নাকি শেখাবে না ড্রাইভারি। এটা কতটুকু সত্য??

  • @1xbet66mja
    @1xbet66mja Год назад

    Naic vidieo😊😊😊

  • @mdmobarok7475
    @mdmobarok7475 Год назад +1

    ধন্যবাদ

  • @sahinurlasker9266
    @sahinurlasker9266 2 месяца назад

    আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে আমি

  • @faisalamanullah8585
    @faisalamanullah8585 Год назад

    Road measurement
    Bus parking measurment
    Shifting master
    Slow bus driving master
    Reverse bus driving master
    Cercol Road drive master etc
    When you teach us and who give you bus license

  • @MDALAMIN-fo1xv
    @MDALAMIN-fo1xv Год назад

    আসসালামুয়ালাইকুম
    ভাই আপনি দশ চাকার ড্রাম ট্রাকের একটি ভিডিও দেন

  • @user-rj1ii1hn2v
    @user-rj1ii1hn2v 5 месяцев назад

    Volvo and scania বাস এর গিয়ার সম্পর্কে একটি বিডিও করেন

  • @tanjibahamedfaysal2226
    @tanjibahamedfaysal2226 Год назад +1

    BAM CAKAR MAP KIBABE KOREN?

  • @Warfaze007-yb4ft
    @Warfaze007-yb4ft Год назад

    - ভাইজান আমি ব্রেক মারলে ব্রেক টা হার্ড হয়ে যায়, ব্রেকিং সিস্টেম টা যদি একটু বুঝাই দিতেন খুব উপকার হতো!

  • @MdalaminIslam-ly6zo
    @MdalaminIslam-ly6zo 11 месяцев назад

    আমি বাস্তবে শিখবো আপনাদের স্থে যোগাযোগ করবো কি ভাবে

  • @maisharantacar7850
    @maisharantacar7850 Год назад +1

    ভাইয়া কিভাবে ব্রেক এর হাওয়া তোলে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও চাই

    • @ashrafdrivestyle
      @ashrafdrivestyle  Год назад

      ওকে ভাইয়া, পেয়ে যাবেন ইনশাআল্লাহ

    • @royfitness7342
      @royfitness7342 10 месяцев назад

      এক্রসেলটর ধরে রাখলেই হাওয়া উঠে যাবে।

  • @humaun1175
    @humaun1175 Год назад

    আমি যশোরে কোথায় শিখতে পারব?

  • @mdasiflavarvoy
    @mdasiflavarvoy Год назад

    Ami sikbo

  • @Mdsumonprodhan-lz3es
    @Mdsumonprodhan-lz3es 5 месяцев назад

    আপনাদের নাব্বার দিন

  • @abrahamemu5538
    @abrahamemu5538 Год назад

    ভ্যাকাম ব্রেক কই বললেন নাতো

  • @JibonIslam-zs9vl
    @JibonIslam-zs9vl 4 месяца назад

    আমি চালানো সিকবো আপনার নাম্বার টা দেও

  • @mdmoradhasan4331
    @mdmoradhasan4331 Год назад

    ভাই ডাইবার যখন গাড়ি চালায় যখন বেক করে তখন গাড়ি তেমে যায়। বেক ছারলে আবার গাড়ি চলে আমার এই কথা না কারণ বেক করবে গাড়ি তামবে আবার বেক সারবে গাড়ি চলবে এটাই সাভাবিক৷ এখন আমার কথা হলো গাড়ি একেবারে কিভাবে থামবো। বেক ছেরে দিলে গাড়ি চলবে না। শুধু ইনজিন চালু থাকবে।

    • @tawhidchowdhury3107
      @tawhidchowdhury3107 Год назад

      নিউট্রাল গিয়ারে রেখে হ্যান্ড ব্রেক দিলে ইঞ্জিন চালু থাকবে আর গাড়িও নড়বে না

  • @user-nz6pw8zp8l
    @user-nz6pw8zp8l 11 месяцев назад

    ওদেরকে মিটার বোর্ড না শিখালে ওরা কি শিখবে ওরা কি

  • @muradhasan7815
    @muradhasan7815 Год назад

    এই গাড়ির রিভাস গিয়ার উপরে না কি নিচে। বলবেন।

    • @ashrafdrivestyle
      @ashrafdrivestyle  Год назад

      হিনো ১জে গাড়ির বেগ গিয়ার নিচে

  • @ehsankabir2409
    @ehsankabir2409 Год назад +1

    আসসালামু আলাইকুম
    ওস্তাদ, আপনার ফোন নাম্বার টা দিন।

  • @abrahamemu5538
    @abrahamemu5538 Год назад

    হিনো গারির এক নাম্বার গিয়ার সামনে ভাই ২ নম্বর দিয়ে একে দিলাম বলেন কেনো

    • @ashrafdrivestyle
      @ashrafdrivestyle  Год назад

      ভাইজান হিনো1j গাড়ির গিয়ার (১) সামনে ঠিক আছে, হয়ত ভুলে বলেছি,

  • @atikchoudhury151
    @atikchoudhury151 Год назад

    1j gari naki🙄😐

  • @monnimonni1716
    @monnimonni1716 Год назад

    নাম্বার দেন আমি শিখব

  • @mdbelal353
    @mdbelal353 Год назад

    নাম্বার দেওয়া যাবে

  • @GamingBusDriver
    @GamingBusDriver Год назад

    Apni ki bup te job koren

  • @chapalroy6166
    @chapalroy6166 Год назад

    আমি চালাতে চাই,

    • @ashrafdrivestyle
      @ashrafdrivestyle  Год назад

      চেষ্টা করলে অবশ্যই পারবেন

  • @prodipdas3419
    @prodipdas3419 Год назад

    Apni nijeey tikmoto bojate parsen na..apni nije tikmoto calate paren to?

  • @mdaminul654
    @mdaminul654 Год назад +1

    আমি বাস চালানো শিখতে চাই কিভাবে কোথায় গিয়ে চালানো শিখতে পারবো

    • @ashrafdrivestyle
      @ashrafdrivestyle  Год назад +2

      বিআরটিসি ডিপুতে যান ওখানে সহজে পারবেন ভাইয়া।।

    • @jaberzaman8973
      @jaberzaman8973 Год назад

      আমি শিখতে চাই,সিলেটের কোথায় শিখবো

    • @MDImran-qe3vp
      @MDImran-qe3vp 9 месяцев назад

      বিআরটিসিতে তো ছোট গাড়ি শিখাই,,বড় গাড়ি কি শিখাই

  • @sajatunnaharsumi194
    @sajatunnaharsumi194 Год назад

    No

  • @sazzadhossain4572
    @sazzadhossain4572 Год назад

    Assalamualaikum vai apnar phone Number ta dean