Maran re tuhu mamo মরণ রে তুঁহু মম I Rabindra Sangeet I Adity Mohsin

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • #bengaljukebox #aditymohsin
    -----------------------------------------
    মরণ রে, তুঁহু মম শ্যামসমান।
    মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,
    রক্তকমলকর, রক্ত-অধরপুট,
    তাপবিমোচন করুণ কোর তব
    মৃত্যু-অমৃত করে দান॥
    আকুল রাধা-রিঝ অতি জরজর,
    ঝরই নয়নদউ অনুখন ঝরঝর--
    তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর,
    তুঁহু মম তাপ ঘুচাও।
    মরণ, তু আও রে আও।
    ভুজপাশে তব লহ সম্বোধয়ি,
    আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি,
    কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি,
    নীদ ভরব সব দেহ।
    তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি,
    রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি
    হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন--
    অতুলন তোঁহার লেহ।
    গগন সঘন অব, তিমিরমগন ভব,
    তড়িতচকিত অতি, ঘোর মেঘরব,
    শালতালতরু সভয়-তবধ সব--
    পন্থ বিজন অতি ঘোর।
    একলি যাওব তুঝ অভিসারে,
    তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে--
    ভয়বাধা সব অভয় মুরতি ধরি,
    পন্থ দেখায়ব মোর।
    ভানু ভণে -- 'অয়ি রাধা, ছিয়ে ছিয়ে
    চঞ্চল চিত্ত তোহারি।
    জীবনবল্লভ মরণ-অধিক সো,
    অব তুঁহু দেখ বিচারি।'
    ┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
    পর্যায়: প্রেম
    রাগ: ভৈরবী-কীর্তন
    তাল: মুক্তছন্দ/কাহারবা
    অঙ্গ: কীর্তন
    রচনাকাল (বঙ্গাব্দ): 1288
    রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
    প্রকাশনা: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
    অদিতি মহসিনের কন্ঠে রেকর্ডকৃত রবীন্দ্রনাথের “মরণ রে তুঁহু মম...” গানটি “আমার মন চেয়ে রয়” অ্যালবাম হতে নেওয়া হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন ২০০৩ সালে অ্যালবামটি প্রকাশ করেছে।
    অ্যালবামটি শোনার জন্য ক্লিক করুন-
    • রবীন্দ্র সংগীত l অদিত...
    ==================================
    🔔 Please do Subscribe & enable notifications for more contents from us!
    👍 Website: www.bengalfound...​​​​
    👍 Facebook: / bengalfoundat. .
    👍 Twitter: / trustfortheart. .
    👍 Instagram: / bengalfound.... .
    ------------------------------------------------------------------------
    © Bengal Foundation 2022

Комментарии • 59