আলহামদুলিল্লাহ🥰 ! বিদ্রোহী কবিতাটি শেষ করায়, আজ আমার সাহিত্যপাঠ বইটি শেষ হলো ৭টি গদ্য ও ৭টি পদ্যর মধ্য দিয়ে। এইচএসসি ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে। আর এর বেশির ভাগ অবদানই হলো ওমর-ফারুক স্যারের। ধন্যবাদ জানাই ওমর ফারুক স্যারের। এইচএসসি বাংলার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম ওমর ফারুক চ্যানেলটি। এক কথায় অসাধারণ💥💥💥
স্যার আপনিত শেষে বলছিলেন ক্লাসটা কেমন হয়েছে,,,,ভাষা নেই বলার কিন্ত এইটা না বললেই নয় এত কঠিন টাকে এত সহজ করে বুঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ...আপনার নতুন ক্লাস যখন পাচ্ছিলাম না তখন অনেক চিন্তায় পরে গিয়েছিলাম স্যার ধন্যবাদ আল্লাহ সুবহানা হুতায়ালা আপনাকে নেক হায়াত দান করুন ♥♥♥♥♥
আসসালামু আলাইকুম স্যার। আপনার ক্লাসগুলো আসলেই অনেক হেল্পফুল। সবকিছুই খুব সুন্দরভাবে বুঝান আপনি। আমি বাংলা বইয়ের সবকিছু আপনার ক্লাসগুলো দেখেই শেষ করেছি🖤। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইন্টারের গদ্য পদ্য গুলা এত কঠিন মনে হচ্ছিলো, কিন্তু আপনার ক্লাস করে অনেক সহজ এবং অনেক ভালো ভাবে বুঝতে পারছি। অনেক উপকৃত হচ্ছি স্যার। এই বছর এর নতুন সিলেবাস অনুযায়ী বাকি গুলা ধারাবাহিক ভাবে দিয়ে দিলে উপকৃত হবে সবাই স্যার।
আমার সবচেয়ে সবচেয়ে প্রিয় কবিতা 🥰 এ কবিতা যত পড়ি তত এ কবিতার প্রতি ভালোবাসা আর বেড়ে যায়। কবিতার প্রত্যেকটি লাইন খুবই চমৎকার😍 আবৃত্তির ভিডিওটি দেওয়ার জন্য ধন্যবাদ। 😊 এ কবিতা পড়ে পড়ে প্রত্যেকটি লাইন বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ🙂
এনার ব্যাখ্যাটা শুনেন ভালো লাগবে। ব্যাখ্যা ভূল করে কবিতার মানেই উল্টে যায় সেটা আমি বোঝেছি এই বিদ্রোহী কবিতার মাধ্যমে। ruclips.net/video/LhaZGPq5GFA/видео.html
আসসালামুয়ালাইকুম ভাইয়া আমার মতে আপনি বাংলার সেরা শিক্ষকদের মধ্যে অন্যতম। আশা করি আপনার প্রচেষ্টা ও আল্লাহর রহমতে আপনি সামনে আরো এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।
স্যার আপনার পুরাতন ভিডিওগুলার মত যদি প্রতি লাইন ধরে এর সঠিক ব্যাখ্যা পাশে লিখে দিতেন মানে আগের ভিডিও গুলার মতন করে তাহলে আরও অনেক অনেক ভালো হত। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে বুঝানোর জন্য
অসংখ্য ধন্যবাদ স্যার,,,,,অসাধারণ ক্লাস ছিল।।।।।।।অন্যান্য টিচাররা অনেক সময় কিছু জটিল শব্দ থাকলে এড়িয়ে যায়,,,,কিন্তু আপনি একদম সব ধরে ধরে ব্যাখ্যা করে দেন,,,,,আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ,,,,,,আবারও ধন্যবাদ আপনাকে,,,,🥰🥰
আপনার ক্লাস গুলা অসম্ভব ভালো লাগে, বাংলা সাহিত্যের প্রতি আমার মোটামুটি ইন্টারেস্ট আগে থেকেই ছিলো, তবে পাঠ্যবইয়ের বিষয় গুলো এত সুন্দর করে বুঝানোর জন্য অনেক ধন্যবাদ💜
বল বীর - বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর - বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’ ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন ‘আরশ’ ছেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! বল বীর - আমি চির উন্নত শির! আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন! আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর! বল বীর - চির-উন্নত মম শির! আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির! আমি চির-দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ। আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য; আমি কৃষ্ন-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধীর। আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর।
অসাধারণ সুন্দর চূড়ায় আসন গাড়ি আসন করিবে নজরুল তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষকে মানুষের সত্তাকে পরিপাটি মজবুত তার কর্মস্থলে কিভাবে নিজের কর্মশীল জিন্দেগী যাপন করি আছেন মহাদয় তাই একমাত্র নজরুলকে আমাদের অনুসরণ করা যুক্তিগত সিদ্ধান্তর বই প্রকাশ
নজরুল কিন্তু শুধু মুসলমানদের জন্য কবিতাটি লেখেনি। ব্যাখ্যা বিশ্লেষণ করুন ভালো কাজ। কিন্তু ব্যাখ্যা এমন ভাবে করুন যেন সকল ধর্মের মানুষ সহজে বুঝতে পারে। ধন্যবাদ ভাই,
স্যার আমার একটা অনুরোধ রাখবেন , সহপাট লালসালু উপন্যাস পড়ান পুরোটা প্লিজ স্যার। আমি আমার বাংলা সব ক্লাস করি। আর আপনি খুব ভালো বুঝান। আমার সাথে কে কে একমত ।
Thank you so much sir ,,, class ta onk sundor hoice,,, onk sundor kore bujaicen,,, ajke apnr class ta dekhe pura ta bujte parce,, ato din ai Kabita ta kisui bujtam nah,, tai abaro thanks ato sundor kore bujanor jonno
স্যার,বিদ্রোহী কবিতায় তো অনেক শিরকি কথা আছে।যদিও তিনি অসহায় মানুষদের পক্ষ হয়ে কথা বলতেন কিন্তু এই প্রথম একটা কবিতা পড়লাম যেখানে নিজের বিদ্রোহি মনোভাব প্রকাশ করার জন্য সরাসরি শিরকি কথা বলা হয়েছে।আর শিক্ষাব্যবস্থায় এ ধরণের শিরক কথা মিশ্রিত কবিতা আমাদের পড়ার জন্য বাছাই করেছে!
ভাই যারা এই কবিতা বোঝে না এবং বোঝাতে পারে না তাদের ক্ষেত্রে এই কথা বলে। এই কবিতায় যে কথাগুলা বলছে সম্পূন্নটা আল্লাহুর কথা বলা হয়েছে। এইখানে এমন কিছু কথা বলা হয়ছে যা মানুষের ধারা সম্ভব না। এই সম্পূন্ন কথা এবং কাজ হচ্ছে সৃষ্টিকৃতার মানে আল্লাহুর কথা কবি শুধু তার কবিতায় তুলে ধরার চেষ্টা করছে মাত্র।
ভাই আমি কিন্তু আপনাকে এই কবিতার দুই লাইনও বোঝাতে পারবোনা।তবে আমার মনে হয় কবিতায় কবি বলছে অসহায়ের উপর জুলুম বন্ধ না হওয়া পর্যন্ত আমি এরকম শক্তি,বা রুপ ধারণ করতে থাকবো।এখানে নিদিষ্ট কোন ধর্মের লোকদের বোঝানোর জন্য কবিটি লেখেনি।তাই ভাই আপনার কাছে যেটা শিরক সেইটাই অন্য কোন ধর্মের লোকদের কাছে বিশাল কোন শক্তি বা ভয়ংকর রুপ হতে পারে। আমি দোযখ ভয় ও বিশ্বাস করি অথোচো হিন্দু ভাই বোনেরা পূনজন্ম বিশ্বাস করে।
ধন্যবাদ!!! কি সুন্দর বুঝালেন ❤❤❤
আলহামদুলিল্লাহ🥰 ! বিদ্রোহী কবিতাটি শেষ করায়, আজ আমার সাহিত্যপাঠ বইটি শেষ হলো ৭টি গদ্য ও ৭টি পদ্যর মধ্য দিয়ে। এইচএসসি ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে। আর এর বেশির ভাগ অবদানই হলো ওমর-ফারুক স্যারের। ধন্যবাদ জানাই ওমর ফারুক স্যারের। এইচএসসি বাংলার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম ওমর ফারুক চ্যানেলটি। এক কথায় অসাধারণ💥💥💥
দোয়া করবেন এবং ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করবেন।
@@onushilon313 পদার্থ রসায়ন কোথায় পড় ভাই?
পদার্থ রসায়ন কোথায় পড় ভাই?
Kon kon 7ta porcen vaiya...aktu bolen plz
@Patriot.. Ami porci sob guloi...tao akbar jiggas korlam..
নতুন সিলেবাস অনুযায়ী যদি সকল ভিডিও দিতেন তাহলে সবাই উপকৃত হবে।
Right
ঠিক
ji, Sir
Yeah
হ্যা ভাইয়া,, নতুন সিলেবাস টার সব গুলা দিয়ে দিলে খুবই ভালো হয়
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই কবিতা ১০০% কারেক্ট।
বাংলা সব টপিক,,, আপনার চ্যানেল থেকে ই করি😌😌😌😌😌
অনেক ভালো লাগে 🥰🥰🥰🥰🥰
জাযাকাল্লাহ খাইরান
স্যার আপনিত শেষে বলছিলেন ক্লাসটা কেমন হয়েছে,,,,ভাষা নেই বলার কিন্ত এইটা না বললেই নয় এত কঠিন টাকে এত সহজ করে বুঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ...আপনার নতুন ক্লাস যখন পাচ্ছিলাম না তখন অনেক চিন্তায় পরে গিয়েছিলাম স্যার ধন্যবাদ আল্লাহ সুবহানা হুতায়ালা আপনাকে নেক হায়াত দান করুন ♥♥♥♥♥
সত্যি কবিতাটি অনেক কঠিন মনে হয়েছিলো প্রথমে,কিন্তু ক্লাসটি করার পর কবিতাটি অনেক সহজ ও ভালো লাগলো।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ক্লাস গুলো পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইলো।
@@onushilon313 ভাইয়া,,,,HSC সিলেবাসের মাত্র 1 টা পদ্য upload করেছেন😶,,,,,,আরো পদ্য upload করার অনুরোধ রইল।
Please response....
আসসালামু আলাইকুম স্যার। আপনার ক্লাসগুলো আসলেই অনেক হেল্পফুল। সবকিছুই খুব সুন্দরভাবে বুঝান আপনি। আমি বাংলা বইয়ের সবকিছু আপনার ক্লাসগুলো দেখেই শেষ করেছি🖤। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইন্টারের গদ্য পদ্য গুলা এত কঠিন মনে হচ্ছিলো, কিন্তু আপনার ক্লাস করে অনেক সহজ এবং অনেক ভালো ভাবে বুঝতে পারছি।
অনেক উপকৃত হচ্ছি স্যার।
এই বছর এর নতুন সিলেবাস অনুযায়ী বাকি গুলা ধারাবাহিক ভাবে দিয়ে দিলে উপকৃত হবে সবাই স্যার।
চেষ্টা করব
প্রতিদান কবিতার ক্লাস চাই
দেওয়া হয়েছে
🌸আসসালামু আলাইকুম স্যর
অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাকে
অনেক অপেক্ষায় ছিলাম এই ভিডিও টার জন্য 🌸
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইলো।
Amar jonno apni best teacher.
Thanks Vaia, you're a savior. কাল exam, শুধুমাত্র ভাষাগত জটিলতার জন্য আগে পড়তে পারিনি। এখন মাথার মধ্যে একদম গেঁথে গেছে। All thanks to you
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
অনেক অনেক ধন্যবাদ স্যার,
আপনার ক্লাস গুলোর জন্য।
❣️
জাযাকাল্লাহ
আপনার নতুন লুকে, নতুন চ্যানেলে, নতুন ভিডিয়োতে; নতুন ভিউয়ার হিসেবে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইলো।
আমার সবচেয়ে সবচেয়ে প্রিয় কবিতা 🥰 এ কবিতা যত পড়ি তত এ কবিতার প্রতি ভালোবাসা আর বেড়ে যায়। কবিতার প্রত্যেকটি লাইন খুবই চমৎকার😍 আবৃত্তির ভিডিওটি দেওয়ার জন্য ধন্যবাদ। 😊 এ কবিতা পড়ে পড়ে প্রত্যেকটি লাইন বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ🙂
অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল
এনার ব্যাখ্যাটা শুনেন ভালো লাগবে। ব্যাখ্যা ভূল করে কবিতার মানেই উল্টে যায় সেটা আমি বোঝেছি এই বিদ্রোহী কবিতার মাধ্যমে।
ruclips.net/video/LhaZGPq5GFA/видео.html
স্যার আমি আপনার অপেক্ষায় ছিলাম। সেই অপেক্ষার অবসান হলো আজ আপনার ক্লাস পেয়ে। আপনাকে অনেক ধন্যবাদ
অন্যদের সাথে শেয়ার করবেন
@@OmarFaruq313 স্যার আপনার ক্লাস গুলো সপ্তাহে কয়দিন হয়,আর কোন সময় হয়, স্যার প্লিজ বলেন।
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
জাজাকাল্লাহ।
১১শ শ্রেণিত নতুন অন্তর্ভুক্ত সবগুলো গদ্য ও পদ্যের উপর ধারাবাহিক লেকচার চাই।
মানব কল্যাণ দেওয়া হয়েছে
আপনাকে অনেক অনেক ধন্যবাদ❣️...।আপনার কবিতা ছাড়া আর কারোর টাই ভালো লাগেনা স্যার...❣️❣️❣️।
অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইলো
@@onushilon313 আমি অনেকের সাথেই ইতিমধ্যে শেয়ার করছি এবং আরো করব
Thik bolso.amaro onno kon sirer class valo lage na
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনার ক্লাস সম্পর্কে বলার মত আমার বাসা নেই, খুব ভালো লাগে আপনার ক্লাস এক কথায় অসাধারণ
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই ভিডিওটার অপেক্ষায় ছিলাম
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইলো।
কবিতাটি অনেকবার পড়েছিল তাও কঠিন লাগতেছিলো আলহামদুলিল্লাহ আপনার ক্লাস টা করার পর হালকা লাগতেছে এখন💓
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
আসসালামু আলাইকুম স্যার,,, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন,,, আমাদের পাশে থেকে আমাদের গার্জিয়ানের মতো আপনি আমাদের কেয়ার করছেন আল্লাহ তায়ালা তায়ালা আপনাকে অশেষ রহমত দান করুক এটাই প্রত্যাশা
আমিন
স্যার আপনার জন্য সব সময় অনেক দোয়া রইল
নতুন সব গদ্য পদ্মের ভিডিও গুলো তাড়াতাড়ি দিয়ে দেন স্যার
মোটামুটি প্রায় সব দেওয়া হয়েছে
আসসালামুয়ালাইকুম ভাইয়া আমার মতে আপনি বাংলার সেরা শিক্ষকদের মধ্যে অন্যতম। আশা করি আপনার প্রচেষ্টা ও আল্লাহর রহমতে আপনি সামনে আরো এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।
আমিন
স্যার আপনার ভিডিও আছে বলেই আজ আমরা আনন্দিত ❤️
ধন্যবাদ। অন্যদের সাশে শেয়ারের অনুরোধ রইল।
স্যার আপনার পুরাতন ভিডিওগুলার মত যদি প্রতি লাইন ধরে এর সঠিক ব্যাখ্যা পাশে লিখে দিতেন মানে আগের ভিডিও গুলার মতন করে তাহলে আরও অনেক অনেক ভালো হত। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে বুঝানোর জন্য
খুব উপকৃত হলাম স্যার, আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না❤️
আপনার জন্য শুভকামনা ও দোয়া রইলো🥰
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
Tnx vaiya onak valo lagce🥰🥰🥰
ধন্যবাদ আপনাকে
Jajhakalloh vaia,,love you😍😍😍
জাযাকাল্লাহ
ধন্যবাদ ভাইয়া।রিকুয়েষ্ট রাখার জন্যে!!
নতুন গদ্য গুলোরও ভিডিও খুব দ্রুত পাব আশা রাখছি।
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইলো।
অসংখ্য ধন্যবাদ স্যার,,,,,অসাধারণ ক্লাস ছিল।।।।।।।অন্যান্য টিচাররা অনেক সময় কিছু জটিল শব্দ থাকলে এড়িয়ে যায়,,,,কিন্তু আপনি একদম সব ধরে ধরে ব্যাখ্যা করে দেন,,,,,আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ,,,,,,আবারও ধন্যবাদ আপনাকে,,,,🥰🥰
অনেক অনেক ধন্যবাদ। আশা করি অন্যদের সাথে শেয়ার করবেন।
অনুশীলন ওয়েবসাইট : www.onushilonedu.com
অনুশীলন অনলাইন কোর্স : facebook.com/onushilonbd/posts/1668037773406655
oneek bhalo class chilo
ei kothin kobita ta sesh porjonto bujhlam
dhonnobad
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
জাযাকাল্লাহু খাইর।। অসাধারণ বুঝিয়েছেন।।
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
অনেকদিন ধরে এই কবিতা টা খুজছি,,ধন্যবাদ স্যার,,,,
আপনার ক্লাস গুলা অসম্ভব ভালো লাগে, বাংলা সাহিত্যের প্রতি আমার মোটামুটি ইন্টারেস্ট আগে থেকেই ছিলো, তবে পাঠ্যবইয়ের বিষয় গুলো এত সুন্দর করে বুঝানোর জন্য অনেক ধন্যবাদ💜
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
স্যার দয়া করে আপনি যদি কবিতার পাশাপাশি পাঠ পরিচিতি টাও একনজরে বুঝিয়ে দিলে আমরা উপকৃত হতাম।স্যার আপনার বুজানোর ধরন টা অনেক ভালো।💐❤️
চেষ্টা করব
বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর -
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর -
আমি চির উন্নত শির!
আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
আমি মানি না কো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
বল বীর -
চির-উন্নত মম শির!
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি,
আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’।
আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।
আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল,
আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’
পথে যেতে যেতে চকিতে চমকি’
ফিং দিয়া দিই তিন দোল;
আমি চপলা-চপল হিন্দোল।
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা,
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা,
আমি উন্মাদ, আমি ঝন্ঝা!
আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর;
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর!
বল বীর -
আমি চির উন্নত শির!
আমি চির-দুরন্ত দুর্মদ,
আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ।
আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি,
আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি।
আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান,
আমি অবসান, নিশাবসান।
আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য;
আমি কৃষ্ন-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধীর।
আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর।
অসংখ্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব ভালো ক্লাস। ধন্যবাদ
অনেক ভালো ক্লাস।আমি তো বাংলা কোনো শিক্ষক এর কাছে পড়ি না।।স্যার এর ক্লাস গুলোই দেখি।❤️
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
স্যার ক্লাস টা অনেক অনেক অনেক ভালো হয়েছে ❤
অসাধারণ সুন্দর চূড়ায় আসন গাড়ি আসন করিবে নজরুল তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষকে মানুষের সত্তাকে পরিপাটি মজবুত তার কর্মস্থলে কিভাবে নিজের কর্মশীল জিন্দেগী যাপন করি আছেন মহাদয় তাই একমাত্র নজরুলকে আমাদের অনুসরণ করা যুক্তিগত সিদ্ধান্তর বই প্রকাশ
স্যার আপনি প্রতিটা ক্লাসেই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আরও আপনি অনেক সুন্দর ভাবে বোঝাইতে পারেন।
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
যে class করাইসেস ভাই 😁😁😁🤣🤣 অস্থি। RUclips best vedio বিদ্রোহী explanation
মাশাল্লাহ,,বুঝানোর ধরন অনেক সাবলীল
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
আপনার বিশ্লেষণ অত্যন্ত সুন্দর হয়েছে।।
ধন্যবাদ আপনাকে
Onek opokito holam sir.. 🥰
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার ক্লাস অসাধারণ 🥰😍
ধন্যবাদ আপনাকে
ভাইয়া আপনার সব ভিডিও গুলা-ই দেখি। আপনার ব্যাখ্যা গুলা সত্যিই অনেক ভালো ভাইয়া 🥰🥰🥰🥰🥰
ধন্যবাদ আপনাকে
নজরুল কিন্তু শুধু মুসলমানদের জন্য কবিতাটি লেখেনি। ব্যাখ্যা বিশ্লেষণ করুন ভালো কাজ। কিন্তু ব্যাখ্যা এমন ভাবে করুন যেন সকল ধর্মের মানুষ সহজে বুঝতে পারে। ধন্যবাদ ভাই,
ধন্যবাদ ভাই
খুবই ভালো লাগলো।
ধন্যবাদ।
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইলো।
ধন্যবাদ। আপনার ভিডিও দেখে ক্লাসে গেলে সব বুঝতে পারি ও বলতে পারি💗
অনেক বড় প্রাপ্তি
প্রতিটি কবিতা খুব ভালোভাবে বুঝান।
বাট এটা কেমন যেনো লাগলো
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আশাকরি এরকম আরো নতুন ভিডিও দিবেন।
ইনশাল্লাহ
মাশাআল্লাহ,,,,, স্যার এত সহজ ও সাবলিল ভাষায় বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আশা করি আরো ভিডিও পাব।
অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
Salute boss💥
Legendary 35 min
ধন্যবাদ। এটা একবার দেখে নিয়েন- onushilonedu.com/bidrohi-bu-kazi-nazrul-islam/
Thank you sir...
Hope Baki new goddo,poddo ER o video pabo.
ইনশাল্লাহ
Oshonkho dhonnobaad....
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
স্যার আমার একটা অনুরোধ রাখবেন , সহপাট লালসালু উপন্যাস পড়ান পুরোটা প্লিজ স্যার। আমি আমার বাংলা সব ক্লাস করি। আর আপনি খুব ভালো বুঝান। আমার সাথে কে কে একমত ।
Thank you so much sir ,,, class ta onk sundor hoice,,, onk sundor kore bujaicen,,, ajke apnr class ta dekhe pura ta bujte parce,, ato din ai Kabita ta kisui bujtam nah,, tai abaro thanks ato sundor kore bujanor jonno
অনেক অনেক ধন্যবাদ
স্যার,বিদ্রোহী কবিতায় তো অনেক শিরকি কথা আছে।যদিও তিনি অসহায় মানুষদের পক্ষ হয়ে কথা বলতেন কিন্তু এই প্রথম একটা কবিতা পড়লাম যেখানে নিজের বিদ্রোহি মনোভাব প্রকাশ করার জন্য সরাসরি শিরকি কথা বলা হয়েছে।আর শিক্ষাব্যবস্থায় এ ধরণের শিরক কথা মিশ্রিত কবিতা আমাদের পড়ার জন্য বাছাই করেছে!
ভাই যারা এই কবিতা বোঝে না এবং বোঝাতে পারে না তাদের ক্ষেত্রে এই কথা বলে। এই কবিতায় যে কথাগুলা বলছে সম্পূন্নটা আল্লাহুর কথা বলা হয়েছে। এইখানে এমন কিছু কথা বলা হয়ছে যা মানুষের ধারা সম্ভব না। এই সম্পূন্ন কথা এবং কাজ হচ্ছে সৃষ্টিকৃতার মানে আল্লাহুর কথা কবি শুধু তার কবিতায় তুলে ধরার চেষ্টা করছে মাত্র।
রামছাগল ডিটেকটেড
ভাই আমি কিন্তু আপনাকে এই কবিতার দুই লাইনও বোঝাতে পারবোনা।তবে আমার মনে হয় কবিতায় কবি বলছে অসহায়ের উপর জুলুম বন্ধ না হওয়া পর্যন্ত আমি এরকম শক্তি,বা রুপ ধারণ করতে থাকবো।এখানে নিদিষ্ট কোন ধর্মের লোকদের বোঝানোর জন্য কবিটি লেখেনি।তাই ভাই আপনার কাছে যেটা শিরক সেইটাই অন্য কোন ধর্মের লোকদের কাছে বিশাল কোন শক্তি বা ভয়ংকর রুপ হতে পারে। আমি দোযখ ভয় ও বিশ্বাস করি অথোচো হিন্দু ভাই বোনেরা পূনজন্ম বিশ্বাস করে।
আল্লা দেখে উদ্দেশ্য
না ভাই , তা নয় ।নজরুল আল্ল্াহ কে বলছেন বল বীর তার মানে হে আল্ল্াহ তুমি বল তুমি বীর
স্যার অসাধারন ক্লাস। কেউ যদি মনোযোগ দিয়ে পড়ে তার আর দ্বিতীয় বার পড়তে হবে না 😊😊
ধন্যবাদ আপনাকে
Onek easily bujhte parlam THANK YOU
অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
Sir Assalamulikum... Apnar class ar dara onk help pi,,, thank you sir, ,,
আপনার ভিডিও আমার খুব ভালো লাগে বাংলা কোনো পদ্য গদ্য বুঝতে না পারলে আপনার চ্যানেলে খুঁজি আগে আর পেয়েও যাই 🥰🥰🥰🥰🥰
ধন্যবাদ। অন্যদের সাশে শেয়ারের অনুরোধ রইল।
ধন্যবাদ, ভিডিও থেকে উপকার পেয়েছি
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইমাত্র করলাম ক্লাসটা😍😍
sir onek onek donnobad.... apnar class golo...bolte gale
AMAZING....
অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল
স্যার বরাবরের মতো এবারো ক্লাসটা অনেক উপকারী ছিল। ধন্যবাদ স্যার।
অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল
Sir onk onk tnx apnak onk upokrito holam apnar ai video dekhe
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
খুব উপকৃত হলাম স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে🥰
Thanks. Bhalo class chilo
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
Best bangla class in RUclips
সুচেতনা আর পদ্মা কবিতা নিয়ে ক্লাস নেবেন প্লিজ।
চেষ্টা করব
Thanks a lot
খুব ভালো ছিল ক্লাস টা ♥️♥️♥️
ধন্যবাদ আপনাকে
বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন । এই গল্পটার একটা ভিডিও চাই । plz vaiya ❤️
Thanks sir ato valo kore bujanor jonno..
ধন্যবাদ স্যার
এডমিশন এর জন্য দেখতেসি।আপনার ভিডিও অনেক ভালো লাগে ভাইয়া❤️🥰
ধন্যবাদ আপনাকে
স্যার আপনাকে অনেক ধন্যবাদ
২০২২ সালে এটা বুঝতে পেরেছি আপনার ভিডিও গুলো দেখে যে উপকৃত হচ্ছে তার ঋণ কোনদিন সামনে শোধ করতে পারবো না🖤🌸
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
আপনি যেভাবে বাংলা বুঝান তার কি কোন বই আছে ভাইয়া।।। আপনার লিখিত
Faruk Bhai you are a genious❤❤❤❤❤
দোয়া করবেন
Great explaination❤❤❤
Glad you think so!
It was really helpful. Jazakallahu khair sir. ☺
Apni onek Balu love you. My sir
অনেক ভালো লাগলো
Thank youuu❤️❤️
খুবই সুন্দর❤
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
awesome!!!!
thank you sir!!!!!
Thank you sir 🥰😍apnar poranor style onek valo 💙🧸
ধন্যবাদ আপনাকে। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
Very very thank you so much sir❤
Most welcome
অনেক সুন্দর হয়েছে ক্লাস টা স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 🤍
Jajakallah
জাযাকাল্লাহ
ভাইয়া আমার কাছে আপনি সার্থক। অনেক ভালো ভাবে বিষয়গুলো বুঝিয়ে দেন💞
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
Alhamdulillah.... Online a ata valo ak jon teacher palam
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
thank you sir,, your video is best video..Alhamdulillah
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
বিশ্ব মানচিত্রের উপর নির্দেশনামূলক ক্লাস চাই