আমাদের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক উঠেছে সে বিষয়ে কিছু কথা l প্রথমেই আসি ভারতের জাতীয় সংগীত নিয়ে l অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ঐক্যবদ্ধ স্বাধীনতা সংগ্রামের সময় দেশপ্রেমে উদ্দীপনা জাগাতো যে গানটি এবং তৎসময়ে জাতীয় সংগীতের মর্যাদায় প্রতিষ্ঠা পেয়েছিল _ সেটা ছিল আল্লামা ইকবালের লিখা ''সারে জাহান সে আচ্ছা হিন্দুস্থান হামারা'' l ওই গানে তৎকালীন স্বাধীনতাকামী মানুষের হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন গুলো ছিল " মাজহাব না শিখতা আপস মে বাইরে রাখা, হিন্দি হ্যায় হাম, ওয়াতন হ্যায় হিন্দুস্তান হামারা "। কিন্তু যখন ব্রিটিশ থেকে হিন্দুস্তান স্বাধীনতা পেলো এবং দেশ হিন্দুস্তান ও পাকিস্তান দুইভাগে ভাগ হলো তখন তারা এই গানটিকে আর জাতীয় সংগীত করে নাই l এর কারণ হিসাবে নেহেরু যে ব্যাখ্যা দিয়েছিলেন তা হলো __ যেহেতু স্যার আল্লামা ইকবালকে পাকিস্তানের জাতীয় কবি করা হয়েছে সেহেতু আমরা এই গানটিকে দেশাত্ববোধক গান হিসাবে রাখতে চাই কিন্তু জাতীয় সংগীত নয় l অথচ ভারতের জাতীয় কবি রবি ঠাকুরের গান আমাদের জাতীয় সংগীত __ যাক এ ব্যাপারে পরে আসছি l অতঃপর ভারত আল্লামা ইকবালের ''সারে জাহান সে আচ্ছা হিন্দুস্থান হামারা'' গানটি জাতীয় সংগীত না করে রবি ঠাকুরের লিখা গান ''জন গণ মন'' গানটিকে করা হলো ভারতের জাতীয় সংগীত l দেশ ভাগ হওয়ার প্রেক্ষিতে তারা ভারতের পরিবর্তিত ভূগোলকে কেন্দ্র করে ''জন গন মন'' গানটি জাতীয় সংগীত হিসাবে সিলেক্ট করে l ওই গানটিতে ভারতের নাম , ভারতের প্রদেশ সমূহ ও নদীগুলোর নাম প্রকাশ পেয়েছে __ অর্থাৎ পরিবর্তিত মানচিত্র নির্ভর গান ___ গানটি খেয়াল করুন '''জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ , তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয়গাথা।'''__ অর্থাৎ অখণ্ড ভারতের চিন্তা এই গানের মাধ্যমেই সেদিন বিসর্জন দিয়েছিল l এখানে বিশেষ ভাবে উল্লেখ্য , শুধু মানচিত্র নির্ভর গান সিলেক্ট করেছে তাই-ই নয় __ এখানে হিন্দুস্তানের পরিবর্তে ভারত নামটি নিয়ে এসেছে l কারণ হিন্দুস্তান নামটি মুসলিমদের দেওয়া নাম l এবার আসি বাংলাদেশের জাতীয় সংগীত বিষয়ে l এই গানে বাংলাদেশের নাম কই ? বাংলাদেশের মানচিত্রের কথা কই , বাংলাদেশের সমুদ্র ও নদীগুলোর নাম কই ? বাংলা আর বাংলাদেশ কি এক জিনিস , এক রাষ্ট্র ? 'বাংলা' ভারতের একটি রাজ্য মাত্র। আর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র।
@@foyzurrahmansarker5011 উনি ঢাবির বিরোধিতা করেছেন, তাহলে উনাকে ঢাবি থেকে ডি.লিট. দেওয়া হয়েছিল কেন? আর কেনই বা ঢাবির আজীবন সদস্যের মধ্যে ওনার নাম ২য় তে রাখা হয়েছে?!!
“একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।।” এই গানটি জাতীয় সংগীত হওয়ার উপযুক্ত বলে আমি মনে করি।। গানটি আমাদের বিপ্লবী চেতনার কথাই বলে।।
বাংলাদেশের জন্য এমন একটি জাতীয় সংগীত তৈয়ার করতে হবে যাতে করে সকল ধর্মের লোকের কাছে সকল বয়সী মানুষের কাছে স্কুল-কলেজ-মাদ্রাসা মসজিদ মন্দির সর্বকালীন ইহার কথা বলা যায়। যাতে করে দেশ ও দেশের মানুষের কথা বাংলাদেশের প্রাকৃতিক স্তর কথা, ভৌগোলিক নিয়ন্ত্রিত কথা, বৃষ্টি ও বলিউডের মধ্যে থাকা সর্বোপরি স্বল্প স্থানে কীর্তিমানের কথা অতি সাহসী দ্রুততার সাথে মানুষ নিজেদেরকে পরিচয় প্রদান করিয়ে দেওয়া । আরো অধিকতর সুন্দর সঙ্গীত তৈয়ার করে। জাতীয় সংগীত হিসেবে সুপ্রতিষ্ঠিত করার জন্য কর্তৃপক্ষ বরাবর নিবেদন করিলাম। জাযাকাল্লাহ খাইরান।
জাতীয় সংগীত হিসেবে আমার প্রথম পছন্দ আমাদের জাতীয় কবি "কাজী নজরুল ইসলাম" রচিত " চল্ চল্ চল্ উর্দ্ধ গগনে বাঁজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চলরে চলরে চল্ "
আমার মতে জেমসের আমার সোনার বাংলা গানটি জাতীয় সংগীত হিসেবে বেশ মানায়। কারণ এক গানে বাংলাদেশের পরিচিতি ফুটে ওঠে। বাংলাদেশের সৌন্দর্য গুণী ব্যক্তি সবার কথা বলা হয়েছে এই গানে।
পরিবর্তন তর্কে আমি যাব না। শুধু ভাবছি, ঠাকুরের জন্ম ১৮৬১ সালে, মৃত্যু ১৯৪১ সালে।তাহলে ঠাকুর বাংলাদেশকে উদ্দেশ্য করে জাতীয় সংগীত কিভাবে গাইলো? যেখানে বাংলাদেশের জন্ম ১৯৭১ সালে।🤔 যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরুদ্ধে ছিল বলেছিল,মুর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়? তার লেখা কেন জাতীয় সংগীত হবে?
সর্বপ্রথম ওনার দ্বারা ব্যাবহৃত শব্দটি যদি দেশের নাম হতে পারে তবে জাতীয় সঙ্গীত নিয়ে চুলকানি কীসের? আর যে বললেন উনি ঢাবির বিরোধিতা করেছেন, তাহলে উনাকে ঢাবি থেকে ডি.লিট. দেওয়া হয়েছিল কেন? আর কেনই বা ঢাবির আজীবন সদস্যের মধ্যে ওনার নাম ২য় তে রাখা হয়েছে?!!
@@Kotha___কোথাও বাংলাদেশ বলা নেই । শুধু বাংলা বলা আছে, যা বলতে দুই বাংলাকেই বুঝায় । আর এটি বঙ্গভঙ্গের সময় রচনা করা হয়েছে। তাই এটা বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে না।
@@kingnajmul6748ভাই আপনাদের মাথা খারাপ হয়ে গেছে আগে বুঝবেন তারপর বলবেন ইঞ্চি ইঞ্চি আর হচ্ছে জেমসের গান এগুলো কি জাতীয় সংগীত হতে পারে। আগে তো বুঝতে হবে সঙ্গীতটা কি আর গানটা কি? দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। আপনারা যে সমস্ত গানের কথা বলছেন এগুলো বিদ্রোহ এত বাদ্যযন্ত্র এত বিদ্রোহ সুরে জাতীয় সংগীত হয় না বুঝলেন ভাই। জাতীয় সংগীত তো সেটাই যেখানে হৃদয় স্পর্শ করা সংগীত বাদ্যযন্ত্র কম থাকবে শুধু সুর শোনা যাবে মধুর মত। যে সংগীত সবার সাথে নীরবতা পালনের মত করে গাইতে হবে যে সংগীত গাইতে এক শান্তির সুবাস পাব বাতাসের ম্লান স্পর্শ পাবো। কত সুখ যেন এই সঙ্গীতে এমন অনুভব করব এরকমই না হবে আমাদের জাতীয় সংগীত। তাই যে কোনো একটা গান পছন্দ হলেই হুট করে আমরা ডিসিশন নিতে পারব না যে এটাই আমাদের জাতীয় সংগীত হবে। সঙ্গীত টা কি সেটা বুঝতে হবে। একটা দেশের জাতীয় সংগীত সেই হিসাব করে ভালো কবি বা লেখক দিয়ে লিখিয়ে তারপর ভালোভাবে বিশ্লেষণ করে মেধা এবং সুর দিয়ে তৈরি করতে হবে জাতীয় সংগীত। যেমন সোনার বাংলা সঙ্গীতটি গাইতে গিয়ে সবাই আবেগে ভেসে যাই তার থেকেও বেশি আবেগ যেন পাই এই সঙ্গীতে। আমরা যেন এমন না বলি যে আগের সঙ্গীতটি ভালো ছিল। সেভাবে বুঝে জাতীয় সঙ্গীত তৈরি করতে হবে। অনেক কিছুর ব্যাপার আছে ভাই।
তোমার এসব চিন্তা ভাবনার জন্য তোমার ভিডিও দেখতে ভালো লাগে না হলে ভারতীয় চ্যানেলগুলো দেখি না বললে চলে 10-12 বছর আগে দেখছিলাম ভারতীয় বাংলা এরপর আর ভারতীয় চ্যানেলগুলো দেখা হয় না কিন্তু তোমাকে অনেকদিন ধরেই দেখা হয় কারণ তোমার কথাগুলো চিন্তা ভাবনা গুলো বাংলাদেশের মনুষ্যত্ব তোমাকে অনেক পছন্দ করে তোমার চিন্তা ভাবনার জন্য ভালো মন মানসিকতার জন্য ❤❤
আমি একজন ছাত্র হিসাবে,, স্বাধীনতার পক্ষে ছিলাম, স্বৈরাচারী শাসকের বিপক্ষে রাজ পথে ছিলাম,,, এখন সংগীত পরিবর্তনের পক্ষে ও আছি৷।।
সহমত
ইন্চি ইন্চি মাটি এই গানটা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে চাই আমরা🇧🇩😍😘
আমাদের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক উঠেছে সে বিষয়ে কিছু কথা l
প্রথমেই আসি ভারতের জাতীয় সংগীত নিয়ে l অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ঐক্যবদ্ধ স্বাধীনতা সংগ্রামের সময় দেশপ্রেমে উদ্দীপনা জাগাতো যে গানটি এবং তৎসময়ে জাতীয় সংগীতের মর্যাদায় প্রতিষ্ঠা পেয়েছিল _ সেটা ছিল আল্লামা ইকবালের লিখা ''সারে জাহান সে আচ্ছা হিন্দুস্থান হামারা'' l ওই গানে তৎকালীন স্বাধীনতাকামী মানুষের হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন গুলো ছিল " মাজহাব না শিখতা আপস মে বাইরে রাখা, হিন্দি হ্যায় হাম, ওয়াতন হ্যায় হিন্দুস্তান হামারা "।
কিন্তু যখন ব্রিটিশ থেকে হিন্দুস্তান স্বাধীনতা পেলো এবং দেশ হিন্দুস্তান ও পাকিস্তান দুইভাগে ভাগ হলো তখন তারা এই গানটিকে আর জাতীয় সংগীত করে নাই l এর কারণ হিসাবে নেহেরু যে ব্যাখ্যা দিয়েছিলেন তা হলো __ যেহেতু স্যার আল্লামা ইকবালকে পাকিস্তানের জাতীয় কবি করা হয়েছে সেহেতু আমরা এই গানটিকে দেশাত্ববোধক গান হিসাবে রাখতে চাই কিন্তু জাতীয় সংগীত নয় l অথচ ভারতের জাতীয় কবি রবি ঠাকুরের গান আমাদের জাতীয় সংগীত __ যাক এ ব্যাপারে পরে আসছি l
অতঃপর ভারত আল্লামা ইকবালের ''সারে জাহান সে আচ্ছা হিন্দুস্থান হামারা'' গানটি জাতীয় সংগীত না করে রবি ঠাকুরের লিখা গান ''জন গণ মন'' গানটিকে করা হলো ভারতের জাতীয় সংগীত l দেশ ভাগ হওয়ার প্রেক্ষিতে তারা ভারতের পরিবর্তিত ভূগোলকে কেন্দ্র করে ''জন গন মন'' গানটি জাতীয় সংগীত হিসাবে সিলেক্ট করে l ওই গানটিতে ভারতের নাম , ভারতের প্রদেশ সমূহ ও নদীগুলোর নাম প্রকাশ পেয়েছে __ অর্থাৎ পরিবর্তিত মানচিত্র নির্ভর গান ___ গানটি খেয়াল করুন '''জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ , তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয়গাথা।'''__ অর্থাৎ অখণ্ড ভারতের চিন্তা এই গানের মাধ্যমেই সেদিন বিসর্জন দিয়েছিল l
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য , শুধু মানচিত্র নির্ভর গান সিলেক্ট করেছে তাই-ই নয় __ এখানে হিন্দুস্তানের পরিবর্তে ভারত নামটি নিয়ে এসেছে l কারণ হিন্দুস্তান নামটি মুসলিমদের দেওয়া নাম l
এবার আসি বাংলাদেশের জাতীয় সংগীত বিষয়ে l এই গানে বাংলাদেশের নাম কই ? বাংলাদেশের মানচিত্রের কথা কই , বাংলাদেশের সমুদ্র ও নদীগুলোর নাম কই ? বাংলা আর বাংলাদেশ কি এক জিনিস , এক রাষ্ট্র ? 'বাংলা' ভারতের একটি রাজ্য মাত্র। আর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র।
ভাই ভালো লাগলো❤❤❤❤❤আমিও একমত❤❤
একদম ঠিক বলেছেন
ঠিক 👏
100000% shaho mat!!!!
ভাই একদম ঠিক বলছেন
তোমার কথাগুলি ভারতীয় হলেও, দুষণ মুক্ত লেগেছে, নিরপেক্ষ যুক্তির আলোকে। ভালোই, ধন্যবাদ
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা এই গানটি জাতীয় সংগীত হিসেবে দেখতে চাই❤
অবশ্যই পরিবর্তন চাই বাংলাদেশের জাতীয় সংগীত,
আমার মত ইঞ্চি ইঞ্চি মাঠি গানটি জাতীয় সংগীত হলে ভালো হয়।
❤ আমিও চাই জাতীয় সংগীত পরিবর্তন হোক,।
বাংলাদেশ থেকে জাতীয় সংগীত পরিবর্তন করা হবে❤
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে
রবীন্দ্রনাথ ঠাকুর, বলেছিলেন মুর্খের দেশে আবার বিশ্ববিদ্যালয়, তাঁর লেখা গান কেন আমরা বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে মানবো!অবিলম্বে পরিবর্তন চাই।
একদম ঠিক বলেছেন
ঠিকা
এটা একদম ভুল তথ্য। রবীন্দ্রনাথ এ কথা বলেন নি। এখন সত্যি জানতে হলে অন্ততপক্ষে ChatGPT কে জিজ্ঞাসা করতে পারেন।
@@foyzurrahmansarker5011 উনি ঢাবির বিরোধিতা করেছেন, তাহলে উনাকে ঢাবি থেকে ডি.লিট. দেওয়া হয়েছিল কেন? আর কেনই বা ঢাবির আজীবন সদস্যের মধ্যে ওনার নাম ২য় তে রাখা হয়েছে?!!
@@Kotha___ আসলে এটা একটা MYTH হিসেবে মানুষের মাঝে প্রচলিত হয়ে আসছে অনেক আগে থেকে। আর আমরাও বাঙালি জাতি, সঠিক তথ্য যাচাই না করেই হুজুগে মেতে উঠি।
আমরা চাই বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হোক
জাতিও সংগীত পরিবর্তন চাই-
জাতীও সংগীত পরিবর্তন হক্
ধন্য বাদ-সবাইকে❤❤❤🎉🎉🎉😮😮😮😮
আলহামদুলিললা পরিবরতন হক আমরা সকলে রাজি আছি
“একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।।” এই গানটি জাতীয় সংগীত হওয়ার উপযুক্ত বলে আমি মনে করি।। গানটি আমাদের বিপ্লবী চেতনার কথাই বলে।।
কবি মুহিব খানের লেখা ইঞ্চি ইঞ্চি মাটিও জাতীয় সংগীত হিসেবে মন্দ নয়।যেখানে বারবার বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে।
@@iseislamic7950 rono songgit hisebe tik hudai bole lav ache...jatio songgit hote hbe mayabi
@@DfFf-m8z বেশি মায়াবী হলেও আবার সমস্যা।। ঘুমায় যাইব জাতীয় সঙ্গীত গাইতে গিয়া।।🤧🤧
ইঞ্চি ইঞ্চি মাটি। মহিব খানের গানটা দেখেন। দয়া করে।
অবস্যই জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে যেখানে থাকবে বাংলাদেশের সকল বিষয়ে লেখা গান ধন্যবাদ।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন চাই।❤🎉❤
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে ❤
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন চাই
ইন্সি ইন্সি মাটি এটাই জাতীয় সংগীত হওয়া উচিত।
ইন্চী ইন্চী শব্দ টা কি বাংলা??
আমরা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন চাই ইঞ্চি ইঞ্চি মাটি এইটাকে জাতীয় সংগীত হিসেবে চাই
বাংলাদেশের ৯০% মানুষ জাতীয় সংগীত পরিবর্তন এর পক্ষে ❤️🇧🇩❤️🇴🇲
😂😂😂 মিথ্যা বলতেছেন কেন
@@KNkkJM mittha na sotti, amr basar sobai pokkhe
@@KNkkJM amr sob friends ra pokkhe,
@@KNkkJM ki mittha bolce?!
@@KNkkJM যারা কখনো সংখ্যা লগু, কখনো আনসার, কখনো রঠা প্রেমিক হয়ে ফিরে আসে তারা অবশ্য কখনো এটা চাইনা😅
সূর্যদয়েও তুমি
সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে দামি) এই গান টা বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে
আমিও চাই
Hae amio❤shunsi aro onk agai pore vabsilam j r change hobena
🎉আমিও চাই🇧🇩
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন করা উচিত
ইঞ্চি ইঞ্চি মাটি এটা জাতীয় সংগীত হওয়া দরকার ❤️❤️আর গগন ভাই এই গানটার আপনি রিয়েকশন দেন প্লিজ 🙏
জনমত যেখানে অধিকাংশই বেশির ভাগ সেই সিদ্ধান্ত নেওয়ার উপর আস্তা রাখা দরকার । অযথা জন মত প্রয়োজন আছে হুজুখে সব কিছুই পরিবর্তন সবার জন্যই স্বাগতম ।
বাংলাদেশের জন্য এমন একটি জাতীয় সংগীত তৈয়ার করতে হবে যাতে করে সকল ধর্মের লোকের কাছে সকল বয়সী মানুষের কাছে স্কুল-কলেজ-মাদ্রাসা মসজিদ মন্দির সর্বকালীন ইহার কথা বলা যায়। যাতে করে দেশ ও দেশের মানুষের কথা বাংলাদেশের প্রাকৃতিক স্তর কথা, ভৌগোলিক নিয়ন্ত্রিত কথা, বৃষ্টি ও বলিউডের মধ্যে থাকা সর্বোপরি স্বল্প স্থানে কীর্তিমানের কথা অতি সাহসী দ্রুততার সাথে মানুষ নিজেদেরকে পরিচয় প্রদান করিয়ে দেওয়া । আরো অধিকতর সুন্দর সঙ্গীত তৈয়ার করে। জাতীয় সংগীত হিসেবে সুপ্রতিষ্ঠিত করার জন্য কর্তৃপক্ষ বরাবর নিবেদন করিলাম। জাযাকাল্লাহ খাইরান।
ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চাইতে খাটি,নগদ রক্ত দিয়ে কিনা,, এটা হবে বাংলাদেশের জাতীয় সংগীত,,,
জাতীয় সংগীত হিসেবে আমার প্রথম পছন্দ আমাদের জাতীয় কবি "কাজী নজরুল ইসলাম" রচিত
" চল্ চল্ চল্
উর্দ্ধ গগনে বাঁজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ পাতের তরুণ দল
চলরে চলরে চল্ "
জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই
গগন ভাই আপনে নরম মনের মানুষ আপনার প্রতি জানাই শ্রদ্ধা সম্মান ও অনেকে অনেক ভালোবাসা❤❤❤❤❤
❝ধনো ধান্যে পুষ্পে ভরা❞ এই গানটি জাতীয় সংগীত হিসেবে চাই💗
সূর্যোদয়ে তুমি সূর্যঅস্তে তুমি ও আমার বাংলাদেশে প্রিয় জন্মভূমি ,, এটা জাতিয় সংগীত হলে কেমন হয়❤
বাংলাদেশের জাতীয় সংগীত অবশ্যই পরিবর্তন হবে
পরিবর্তন চাই
বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা রইলো
আমার মতে জেমসের আমার সোনার বাংলা গানটি জাতীয় সংগীত হিসেবে বেশ মানায়। কারণ এক গানে বাংলাদেশের পরিচিতি ফুটে ওঠে। বাংলাদেশের সৌন্দর্য গুণী ব্যক্তি সবার কথা বলা হয়েছে এই গানে।
আমারও এটাই চাই
পরিবর্তন তর্কে আমি যাব না। শুধু ভাবছি, ঠাকুরের জন্ম ১৮৬১ সালে, মৃত্যু ১৯৪১ সালে।তাহলে ঠাকুর বাংলাদেশকে উদ্দেশ্য করে জাতীয় সংগীত কিভাবে গাইলো? যেখানে বাংলাদেশের জন্ম ১৯৭১ সালে।🤔
যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরুদ্ধে ছিল বলেছিল,মুর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়?
তার লেখা কেন জাতীয় সংগীত হবে?
সর্বপ্রথম ওনার দ্বারা ব্যাবহৃত শব্দটি যদি দেশের নাম হতে পারে তবে জাতীয় সঙ্গীত নিয়ে চুলকানি কীসের?
আর যে বললেন উনি ঢাবির বিরোধিতা করেছেন, তাহলে উনাকে ঢাবি থেকে ডি.লিট. দেওয়া হয়েছিল কেন? আর কেনই বা ঢাবির আজীবন সদস্যের মধ্যে ওনার নাম ২য় তে রাখা হয়েছে?!!
@@Kotha___কোথাও বাংলাদেশ বলা নেই । শুধু বাংলা বলা আছে, যা বলতে দুই বাংলাকেই বুঝায় । আর এটি বঙ্গভঙ্গের সময় রচনা করা হয়েছে। তাই এটা বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে না।
@@Kotha___বেশি ফাল পাইর না কেমন।
মেয়ে মানুষ তাই কিছু বললাম না।
@@Kotha___ভালো করে খোঁজ নিলে জানতে পারবেন,এটা সত্যি
@@shahriarahmedofficial এগুলোতে তো প্রশ্নের উত্তর পেলাম না।
আর তখন জাতীয়তাবাদী সব কবিই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছেন।
অবশ্যই বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন দরকার । আপনিও কি তাই মনে করেন ??
ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন হবে❤
পরিবর্তন হোক👍
No 😂
Hmm
Hmm
জাতীয় সংগীত পরিবর্তন চাই 🇧🇩🤲❤️
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন চাই আমরা সবাই
হে ভাই আমিও চাই জাতীয় সংগিত পরিবর্তন হোক
কারণ এইটাতে আমার দেশের একটি বারো নাম নেই নাই
তাহলে এইটা আমি দেশের জাতীয় সংগিত হয় কেমনে
আর সব থেকে বড় কথা এটা আমাদের দেশের জন্য লেখাই হয়নি, দেশের কোন ইতিহাস তুলে ধরা হয়নি ঐতিহ্য নেই দেশের পরিচয় নেই, আর সেই গান আমাদের জাতীয় সংগীত😢😢😢
@@MakeJustice সত্য কথা বলছেন
ইঞ্চি ইঞ্চি মাটি বাংলাদেশের জাতীয় সংগীত হোক
না ভাই জেমসের বাংলাদেশ গান টা হওয়া দরকার
Inch word tai to Bangla na eta kivabe national anthem chan??
@@kingnajmul6748ভাই আপনাদের মাথা খারাপ হয়ে গেছে আগে বুঝবেন তারপর বলবেন ইঞ্চি ইঞ্চি আর হচ্ছে জেমসের গান এগুলো কি জাতীয় সংগীত হতে পারে। আগে তো বুঝতে হবে সঙ্গীতটা কি আর গানটা কি? দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। আপনারা যে সমস্ত গানের কথা বলছেন এগুলো বিদ্রোহ এত বাদ্যযন্ত্র এত বিদ্রোহ সুরে জাতীয় সংগীত হয় না বুঝলেন ভাই। জাতীয় সংগীত তো সেটাই যেখানে হৃদয় স্পর্শ করা সংগীত বাদ্যযন্ত্র কম থাকবে শুধু সুর শোনা যাবে মধুর মত। যে সংগীত সবার সাথে নীরবতা পালনের মত করে গাইতে হবে যে সংগীত গাইতে এক শান্তির সুবাস পাব বাতাসের ম্লান স্পর্শ পাবো। কত সুখ যেন এই সঙ্গীতে এমন অনুভব করব এরকমই না হবে আমাদের জাতীয় সংগীত। তাই যে কোনো একটা গান পছন্দ হলেই হুট করে আমরা ডিসিশন নিতে পারব না যে এটাই আমাদের জাতীয় সংগীত হবে। সঙ্গীত টা কি সেটা বুঝতে হবে। একটা দেশের জাতীয় সংগীত সেই হিসাব করে ভালো কবি বা লেখক দিয়ে লিখিয়ে তারপর ভালোভাবে বিশ্লেষণ করে মেধা এবং সুর দিয়ে তৈরি করতে হবে জাতীয় সংগীত। যেমন সোনার বাংলা সঙ্গীতটি গাইতে গিয়ে সবাই আবেগে ভেসে যাই তার থেকেও বেশি আবেগ যেন পাই এই সঙ্গীতে। আমরা যেন এমন না বলি যে আগের সঙ্গীতটি ভালো ছিল। সেভাবে বুঝে জাতীয় সঙ্গীত তৈরি করতে হবে। অনেক কিছুর ব্যাপার আছে ভাই।
ইঞ্চি ইঞ্চি মাটি এটা জাতীয় গীত হওয়া দরকার🎉🎉🇧🇩
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন চাই,
Love form bangladesh❤❤❤❤
ইঞ্চি ইঞ্চি মাটি... সোনার চইতে খাটি... নগদ রক্ত দিয়ে কেনা...
এটা আমাদের জাতীয় সঙ্গতি হিসেবে চাই 🇧🇩🇧🇩❤️❤️
বাংলাদেশ থেকে অনেক শুভেচ্ছা আপনাকে।
আমাদের জাতীয় সংগীত সোনার বাংলা ছিল ভবিষ্যৎ থাকবে
আপনার এই ভিডিওটির আমি ছিলাম বাংলাদেশ থেকে।❤
বল্ললেই হলো নাকি??
এটা পরিবর্তন হবে না, এটা আমাদের আবেগ ❤
ভাই আপনি ভালো একটা মানুষ
আল্লাহ আপনাকে উত্তম হেদায়েত দান করুক
আমিন
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে ।
আমরা বাংলাদেশী,আমরা বাংলাভাষী কবি কাজী নজরুল ইসলাম ❤
আমিও একমত জাতীয় সংগীত পরিবর্তন করা হক।
কিছু সংখ্যক মানুষ ছাড়া আমরা সবাই চাই জাতীয় সংগীত পরিবর্তন করা হোক।
আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি 😢❤
জাতীয় সংগীত পরিবর্তন চাই ❤❤❤🇧🇩🇧🇩
ভাই আপনার ভিডিওগুলো দেখে কারণ আপনি ইন্ডিয়ান হয়েও আপনি একজন নিরপেক্ষ ইউটিউবার তাই আপনার ভিডিও দেখি আপনি এগিয়ে যান দাদা
পরিবর্তন হোক
ভাই আপনার মতামত ভালো লাগলো👉💖💖💖💖💖💖💖💖💖💖
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন চাই।
জাতীয় সংগীত পরিবর্তন হোক
সঙ্গীত হবে এমন
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি
কেড়ে নিতে কেউ পারবে না
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন
এটা ডিজে গানের মতো শুনায়।
তোমার ভিডিওতে দেখলাম বাংলাদেশের ভিডিও, তোমার জন্য আমার চোখে পড়লো নিজ দেশের ভিডিও।
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার.... 💪
আসলেই আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করা দরকার। কারণ এখানে আমাদের বাংলাদেশের কোনো নাম নেই। অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন করা দরকার
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন দরকার
গগন দা তুমি হচ্ছ একমাত্র মানুষ তোমার মত মানুষ পাওয়া যায় না অনেক ভালো লাগে সব সময় পজেটিভ কথাবার্তা বল ধন্যবাদ
আমিও চাই জাতীয় সংগীত পরিবর্তন হোক,।❤
জাতীয় সংগীত পরিবর্তন করা হোক
আপনাকে ধন্যবাদ অকপটে সত্যিটা স্বীকার করেন বলে ❤
Love from Bangladesh dada
ফাস্ট কমেন্ট করলাম 😊😊😊
পরিবর্তন হওয়া দরকার।
❤❤❤গগন মণ্ডল আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য বলার জন্য আই লাভ ইউ গগন মন্ডল আপনার প্রতি শ্রদ্ধা একজন বাংলাদেশী হিসেবে ❤
জাতীয় সংগীত পরিবর্তন করা উচিত
যে জাতীয় সংগীতে আমার দেশের নাম নাই সে জাতীয় সংগীত পরিবর্তন চাই
Hmm obosshoi jatio songit poriborton hok☺️💞
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটা জাতীয় সংগীত করলে ভাল হবে, আর গগণ মন্ডল ভাইয়ের কাছে অনুরোধ থাকবে এই গানটার রিভিউ দেয়ার।
জাতীয় সংগীত পরিবর্তন চাই 🇧🇩 ✊
অবশ্যই পরিবর্তন চাই
বর্তমান জাতীয় সংগীত টা শুনলে হৃদয় থেকে ভালোবাসা জাগে❤❤
চোর চোর লাগে না,,?
পরিবত্তোন হক
পরিবর্তন চাই জাতীয় সংগীত। এক দফা এক দাবি ❤❤❤
ভাই বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা
Vaiya apnar kotha onek valo laghe
Love watching you.
জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই।
ভালো লাগলো।
জাতীয় সঙ্গিত পরিবর্তন করা উচিত।
১০০% রাইট পরিবর্তন করা দরকার
আমিও চাই জাতীয় সংগীত পরিবর্তন করা হোক
❤❤❤❤❤
আমিও চাই জাতীয় সংগীতের পরিবর্তন
তোমার এসব চিন্তা ভাবনার জন্য তোমার ভিডিও দেখতে ভালো লাগে না হলে ভারতীয় চ্যানেলগুলো দেখি না বললে চলে 10-12 বছর আগে দেখছিলাম ভারতীয় বাংলা এরপর আর ভারতীয় চ্যানেলগুলো দেখা হয় না কিন্তু তোমাকে অনেকদিন ধরেই দেখা হয় কারণ তোমার কথাগুলো চিন্তা ভাবনা গুলো বাংলাদেশের মনুষ্যত্ব তোমাকে অনেক পছন্দ করে তোমার চিন্তা ভাবনার জন্য ভালো মন মানসিকতার জন্য ❤❤
তোমাকে অনেক ধন্যবাদ বাংলাদেশের পক্ষে থাকার জন্য। ভারতের হয়েও।আপনি কি মুসলিম?
তুমি ইন্চি ইন্চি মাটি গানটা রিয়েক্ট করো তখন তুমিই বলবে এটাই বাংলাদেশের জাতীয় সংগীত হওয়া উচিৎ ❤
পরিবর্তন হোক❤😊
পরিবর্তন হক
জাতীয় সংগীতের দৣত পরিবর্তন চাই