ফতুল্লা স্টেডিয়ামের বর্তমান অবস্থা কী? কেন হয় না আন্তর্জাতিক ক্রিকেট II ON FIELD 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • 𝐇𝐎𝐒𝐓
    𝙎𝙮𝙚𝙙 𝘼𝙗𝙞𝙙 𝙃𝙪𝙨𝙨𝙖𝙞𝙣 𝙎𝙖𝙢𝙞
    1st DIV. Cricketer and Cricket Analyst
    𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐢𝐨𝐧
    ON FIELD
    𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐓𝐞𝐚𝐦
    𝑫𝒊𝒓𝒆𝒄𝒕𝒐𝒓 𝑺𝒂𝒍𝒎𝒂𝒏 𝑨𝒃𝒅𝒖𝒍𝒍𝒂𝒉
    𝐄𝐝𝐢𝐭𝐨𝐫 𝑱𝒂𝒉𝒊𝒅 𝑯𝒂𝒔𝒂𝒏
    𝐂𝐚𝐦𝐞𝐫𝐚𝐦𝐚𝐧 𝑵𝒂𝒅𝒊𝒎 𝑯𝒐𝒔𝒔𝒂𝒊𝒏
    𝙎𝙩𝙖𝙮 𝘾𝙤𝙣𝙣𝙚𝙘𝙩𝙚𝙙 𝙒𝙞𝙩𝙝 𝙐𝙨 𝙊𝙣 𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝙈𝙚𝙙𝙞𝙖
    Facebook bit.ly/3eWswTp
    instagram bit.ly/3RZ0pkK
    Twitter bit.ly/3BKUp9X
    Tiktok bit.ly/3QHS3gg
    𝘾𝙤𝙧𝙥𝙤𝙧𝙖𝙩𝙚 𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩
    onfieldinfo@gmail.com
    𝑻𝒉𝒊𝒔 𝒄𝒐𝒏𝒕𝒆𝒏𝒕 𝒊𝒔 𝒄𝒐𝒑𝒚𝒓𝒊𝒈𝒉𝒕𝒆𝒅 𝒕𝒐 𝒕𝒉𝒆 𝑶𝒏𝒇𝒊𝒆𝒍𝒅 𝑺𝒑𝒐𝒓𝒕𝒔 𝑴𝒂𝒏𝒂𝒈𝒆𝒎𝒆𝒏𝒕. 𝑨𝒏𝒚 𝒖𝒏𝒂𝒖𝒕𝒉𝒐𝒓𝒊𝒛𝒆𝒅 𝒓𝒆𝒑𝒓𝒐𝒅𝒖𝒄𝒕𝒊𝒐𝒏, 𝒓𝒆𝒅𝒊𝒔𝒕𝒓𝒊𝒃𝒖𝒕𝒊𝒐𝒏 𝒐𝒓 𝒓𝒆-𝒖𝒑𝒍𝒐𝒂𝒅 𝒊𝒔 𝒔𝒕𝒓𝒊𝒄𝒕𝒍𝒚 𝒑𝒓𝒐𝒉𝒊𝒃𝒊𝒕𝒆𝒅 𝒇𝒓𝒐𝒎 𝒕𝒉𝒊𝒔 𝒎𝒂𝒕𝒆𝒓𝒊𝒂𝒍. 𝑳𝒆𝒈𝒂𝒍 𝒂𝒄𝒕𝒊𝒐𝒏 𝒘𝒊𝒍𝒍 𝒃𝒆 𝒕𝒂𝒌𝒆𝒏 𝒂𝒈𝒂𝒊𝒏𝒔𝒕 𝒕𝒉𝒐𝒔𝒆 𝒘𝒉𝒐 𝒗𝒊𝒐𝒍𝒂𝒕𝒆 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒑𝒚𝒓𝒊𝒈𝒉𝒕 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝒇𝒐𝒍𝒍𝒐𝒘𝒊𝒏𝒈 𝒎𝒂𝒕𝒆𝒓𝒊𝒂𝒍 𝒑𝒓𝒆𝒔𝒆𝒏𝒕𝒆𝒅
    #ONFIELD #onfield #onfieldbd

Комментарии • 562

  • @eusufahmmed6685
    @eusufahmmed6685 Год назад +22

    আবিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা রিপোর্ট করার জন্য।
    আসা করি ১-২ বছরের মধ্যেই আবার আগের মতো খেলা শুরু হবে

  • @mdnajmulkhan3875
    @mdnajmulkhan3875 Год назад +31

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই রিপোর্ট করার জন্য আমি প্রতিদিন দেখি এই মাঠ

    • @sajidmdiftekharsajid1176
      @sajidmdiftekharsajid1176 Год назад +2

      Bahi amare basa theke Stadium 20 taka bhara

    • @sajidmdiftekharsajid1176
      @sajidmdiftekharsajid1176 Год назад +1

      Ami Narayanganj Fatullah Ramarbag Metro germents er sathe thakii..

    • @najibsahriashuvo4929
      @najibsahriashuvo4929 Год назад

      @@sajidmdiftekharsajid1176 যেহেতু এটা গোটা এলাকার সমস্যা তাহলে এই সমস্যা সমাধান হচ্ছে না কেনো ভাই?

    • @sajidmdiftekharsajid1176
      @sajidmdiftekharsajid1176 Год назад

      @@najibsahriashuvo4929 eitah amder kopal khara are buet Stadium er kotha boillah boillah are thik kore nah

  • @avanzabd4163
    @avanzabd4163 Год назад +40

    নাফিজ ভাইয়ের সেঞ্চুরি টা দেখেছিলাম তবে কখনো মনে হয়নি কোটিটাকার জাতিয় সম্পদ এভাবে নষ্ট হয়ে যাবে।ধন্যবাদ আবিদ ভাই বিষয়টি মিডিয়ার সামনে তুলে ধরার জন্য।

  • @sajib1006
    @sajib1006 Год назад +11

    আমাদের ফতুল্লা স্টেডিয়াম ছিলো, আমাদের ক্রিকেট প্রেমিদের জন্য অনেক আবেগের জায়গা।ছোট বেলায় প্রচুর ক্রিকেট খেলেছি বাহিরের স্টেডিয়ামে। কিন্তু আজ এই স্টেডিয়াম এই অবস্থা দেখে অনেক কষ্টলাগে।কেউ দেখার নাই আবার কেউ দেখেও দেখেনা।আমরা চাই অতি তারাতারি এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হোক, বিপিএল এর ম্যাচ হোক। বাহিরে স্টেডিয়ামটা সবার জন্য খেলার ব্যাবস্থা করে দেয়া হোক।

  • @azharulislam5612
    @azharulislam5612 Год назад +5

    এক বছর আগেও আমরা এটা নিয়ে অনেক কথা আলোচনা করছি ফেসবুকে
    নারায়ণগঞ্জ এর কেউ সারা দেয়নি, আর যারা সারা দিয়েছে তারা আউট অব পলিটিক্স
    তাই কিছুই করার হয় নাই
    ধন্যবাদ অন ফিল্ড টিম 😍

  • @md.rokibulislam3986
    @md.rokibulislam3986 Год назад +36

    এই মাঠে আমার অনেক স্মৃতি আছে। বিসিবি এক মিরপুর নিয়ে পরে আছে। খুলনা, বরিশাল, সিলেট, চট্রগ্রাম এমএ আজিজ, coxbazer, বগুরা এসব stadium গুলোতে আবার খেলার উপযুক্ত করা উচিত তাড়াতাড়ি।

    • @iramabdullah9471
      @iramabdullah9471 Год назад +1

      স্টেডিয়াম সংস্কার করা বিসিবি এর দায়িত্ব না, যদিও বিসিবি এনএসসির কাছে ফতুল্লা স্টেডিয়াম সংস্কারের জন্য চেয়েছিল তবে এনএসসি তা দেয়নি😢

  • @mdAbdullah-mc8cm
    @mdAbdullah-mc8cm Год назад +25

    ভাই 2011 সালের বিশ্বকাপে পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যকার একটি প্রস্তুতি দেখেছিলাম এই স্টেডিয়ামে তখন কি সুন্দর ও নান্দনিক ছিল স্টেডিয়ামটি আর আপনার এই ভিডিওটি দেখে খুব কষ্ট পেলাম এই বুঝি বাংলাদেশের ক্রিকেট হতাশ হইলাম আবিদ ভাই

  • @masum_miah_2022
    @masum_miah_2022 Год назад +64

    এটাই আমাদের বাংলাদেশ 😭

  • @Mkhkaosar
    @Mkhkaosar Год назад +151

    সব গুলা স্টেডিয়াম ভালো থাকলে একদিন আমরা একক ভাবে বিশ্বকাপ আয়োজন করতে পারবো

  • @mdsujonkhan2804
    @mdsujonkhan2804 Год назад +13

    এই মাঠে বাংলাদেশের যতগুলো আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়েছে সব গুলো ম্যাচই আমি মাঠে বসে দেখেছি, যা এখন শুধুই অতীত ,
    খুবই কস্ট লাগে এখন আর মাঠে গিয়ে খেলা দেখতে পারিনা অনেক দিন হল 😰😢আমাদের নারায়ণগঞ্জ বাসীদের জন্যে খুবই হতাশার বেদনাদায়ক
    , মাঠের জন্য খুব মায়া লাগে

  • @mdrubelhasan1663
    @mdrubelhasan1663 Год назад +8

    অবশেষে আমাদের সবার কমেন্ট কাজে লাগছে
    ফতুল্লা স্টেডিয়াম নিয়ে ভিডিও বানানো

  • @sadmanfahim279
    @sadmanfahim279 Год назад +6

    বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে এমন একটা প্রতিবেদন করতে পারেন,সামি ভাইয়া❤️

  • @anasbinmostafiz6036
    @anasbinmostafiz6036 Год назад +23

    শৈশবে এই মাঠে কত খেলা খেলেছি, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের দিন ভোর সকালে ফজরের আগে স্ট্যাম্প গেড়ে আসতাম পিচ দখলের জন্য, আহা! সেই সোনালী শৈশব, অথচ আজকে মাঠের এই দুরবস্থা দেখে চোখের কোণে জল ছলছল করছে।😭😭

    • @shajibkhan2144
      @shajibkhan2144 Год назад +4

      ভাই আপনে কত সালের কথা বলছেন?

  • @naan3364
    @naan3364 Год назад +12

    অনেক ধন্যবাদ সামি ভাই এত সুন্দর করে সবকিছু তুলে ধরে বুঝানো জন্য ❤️🥰

  • @Saja-ul
    @Saja-ul Год назад +37

    হায়রে দেশের ক্রিকেট 😔😔

  • @Rakibthejunior2000
    @Rakibthejunior2000 Год назад +3

    আমাদের খুলনা স্টেডিয়াম একই রকম ভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আশা করি খুলনা আবু নাসের স্টেডিয়াম নিয়ে একটা প্রতিবেদন তৈরি করবেন!

  • @fahimbin4329
    @fahimbin4329 Год назад +7

    এই মাঠে ২০১৫" সালে বাংলাদেশ ভারত এর মধ্যকার টেস্ট ম্যাচ দেখেছি সেই ম্যাচটি ড্র হয়েছিল..আর এখন সব অতিত এগুলো😰

  • @sumonali6714
    @sumonali6714 Год назад +9

    দুঃখজনক হলেও সত্যি। এই মাঠেই ভারতের সাথে বাংলাদেশের টেস্ট ম্যাচ দেখেছি।

  • @newexpertsworld8741
    @newexpertsworld8741 Год назад +6

    আপনাকে ধন্যবাদ ভাই ফতুল্লার বর্তমান অবস্থা জানানোর জন্য। 💞💞

  • @mohammedrafiqul5878
    @mohammedrafiqul5878 Год назад +1

    ধন্যবাদ সামি ভাই, আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন তারা এই স্টেডিয়াম কে নিয়ে প্রতিবেদন করতে থাকেন।যদি কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গে।

  • @mdershadulhaque9026
    @mdershadulhaque9026 Год назад +5

    ধন্যবাদ সামি ভাইয়া,,এতো সুন্দর করে সবকিছু তুলে ধরার জন্য ❤️

  • @SaifulIslam-gw4pd
    @SaifulIslam-gw4pd Год назад +4

    আবিদ হাসান ভাই আরও একটা প্রতিবেদন প্রকাশ করবেন, তা হলো প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ অনতিবিলম্বে করা হোক। আজকের বর্তমান সময়ে অনেক ছেলেরা খেলাধুলা বাদ দিয়ে মোবাইলে আসক্তি হয়ে যাচ্ছে। প্লিজ আবিদ হাসান ভাই এই বিষয়টা গুরুত্ব দিয়ে ভাববেন।

  • @shawon965
    @shawon965 Год назад +4

    1st commenter take love from Sylhet 😊

  • @ismailemon8655
    @ismailemon8655 Год назад +10

    হায়রে বাংলাদেশ। আমরা ভালোর কদর করতে পারি না। এতোগুলা ভেন্যু থাকতে আমরা সবসময় বলি আমাদের মাঠ নেই তবে আমাদের ৯০০ কোটি টাকা আছে।

  • @mdjahidhasan2139
    @mdjahidhasan2139 Год назад +5

    আপনাকে অসংখ্য ধন্যবাদ।এই রকম একটি সুন্দর রিপোর্ট উপস্থাপন করার জন্য।আমি নিজেই বিগত কয়েক দিন ধরে এই স্টেডিয়াম এর বেহাল দশার সঠিক তথ্য পাওয়ার জন্য অনেক বার দেখেছি কিন্তু সব তথ্য গুলো ছিল একটু উল্টা পাল্টা। কিন্তু এখন সত্যিটা জানতে পারলাম।

  • @RuhiHomeTuition2022
    @RuhiHomeTuition2022 Год назад +4

    আমার মনে হয় আন্তর্জাতিক মাঠ তৈরি করার আগে দক্ষ ইন্জিনিয়ার এবং ভবিষ্যৎ সমস্যা নিয়ে ভাল করে অনুধাবন করা উচিৎ ছিল।

  • @faruk8995
    @faruk8995 Год назад +1

    বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট,সেই ক্রিকেটের মাঠের এই দশা দেখে আমরা হতাস,দ্রুততার সাথে মেরামত করা হোক,পতুল্লা সহ দেশের সব গুলো স্টেডিয়াম। ✌️✌️🇧🇩🇧🇩🌹🌹❤️

  • @shamimksa1999
    @shamimksa1999 Год назад +3

    ধন্যবাদ সামি ভাই।।
    আশা এই মাঠ নিয়ে আরো রিপোর্ট তৈরি করবেন

  • @cricketlover6790
    @cricketlover6790 Год назад +3

    খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখানোর জন্য অনুরোধ করছি

  • @mehrab9948
    @mehrab9948 Год назад +2

    বগুড়া চান্দু স্টেডিয়াম নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেন।

  • @mhsohan1283
    @mhsohan1283 Год назад +3

    আপনারা ফতুল্লার কথা বলেন, এর চেয়েও অনেক ভাল অবস্থায় আছে খুলনার আবু নাসের স্টেডিয়াম।
    ওটাও বাংলাদেশের টেস্ট ভেন্যু।
    কিন্তু অনেক বছর যাবত ম্যাচ হয়না।
    এখন তো পদ্মাসেতু হয়েছে, ঢাকা-খুলনা সড়কপথে খুবই সহজ যাতায়াত। খুলনা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ সহজেই হতে পারে। অন্তত বিপিএল তো অবশ্যই৷

    • @newexpertsworld8741
      @newexpertsworld8741 Год назад +1

      আপনার সাথে আমি সম্পূর্ণ একমত।

  • @localshyleti
    @localshyleti Год назад +3

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ। কথা রাখার জন্য। আমি সারাজীবন আপনাকে মনে রাখবো

  • @rehanfarazi6547
    @rehanfarazi6547 Год назад +3

    Most unbiased reporting. Unlike other journalist

  • @mosarofahmedparvez9824
    @mosarofahmedparvez9824 Год назад +3

    India vs Bangladesh এর একটা ম্যাচ দেখছিলাম । মুশফিক ১১৭ করেছিলো💝

  • @azmirhossain72
    @azmirhossain72 Год назад +2

    Thank you amader kotha rakhar jonno

  • @mahmudbinhabib5549
    @mahmudbinhabib5549 Год назад +1

    আমি যখন স্কুলে পড়তাম, তখন এই ফতুল্লা স্টেডিয়ামে, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এর টেস্ট ম্যাচ দেখেছিলাম ,তখন জাবেদ ওমর বেলিম,অলক কাপালি ,রাজিন সালেহ খেলতো,আর অস্ট্রেলিয়া টিমে গিলিসপি,সাইমোন্ডস ,রিকি পন্টিং,হাছি, খেলেছিলো আমার যতটুকু মনে পড়ে

  • @jewelbiswaspremu7991
    @jewelbiswaspremu7991 Год назад +1

    আমাদের রাজশাহী স্টেডিয়ামের ভিডিও চাই।

  • @forhadulislam6700
    @forhadulislam6700 Год назад

    দেশের অন্যান্য স্টেডিয়াম গুলো নিয়ে এমন প্রতিবেদন চাই বিশেষ করে যেগুলো অবহেলিত

  • @khayrulbashar2762
    @khayrulbashar2762 Год назад +1

    ভাই আমি এটাকেই মূল মাঠ মনে করেছিলাম আজকে আপনার মাধ্যমে আজ জানতে পারলাম। ধন্যবাদ ভাই।

  • @mhamahadihasansohel2980
    @mhamahadihasansohel2980 Год назад +1

    সৈয়দ আবিদ হোসেন সামি ভাই আপনার কাছে অনুরোধ রইল বরিশাল আবদুর রব সের নিয়াবাত stadium নিয়ে একটা ভিডিও বানানো র জন্য।

  • @RaselAhmedmk
    @RaselAhmedmk Год назад +3

    আমার বাসার পাশেই মাঠ টা,খুব মিস করি
    বাংলাদেশের খেলা গুলো

  • @JerinAiara
    @JerinAiara Год назад +2

    ভাই খুলনা ও বগুড়া স্টেডিয়াম নিয়ে রিপোর্ট করবেন আশাকরি।

  • @mdraselkhan8141
    @mdraselkhan8141 Год назад

    আসসালামু আলাইকুম ভালো একটা জিনিস আপনি তুলে ধরলেন এই স্টেডিয়াম দেখলে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুর্নীতিতে চ্যাম্পিয়ন এটাই তার আসল উদাহরণ

  • @mdmizan7221
    @mdmizan7221 Год назад +1

    ভাই আমাদের এলাকায় আসলেন"""আগে জানলে আপনার সাথে দেখা করতাম"""আপনাকে সরাসরি দেখার খুব ইচ্ছে

  • @antormahmud209
    @antormahmud209 Год назад +2

    Vai kub valo lage Apner kota

  • @nhuda943
    @nhuda943 Год назад

    সামি ভাই যে সালাম দিয়ে রিপোর্ট শুরু করেন এটা ভীষণ দারুণ আর ভয়েসটাও অসাধারণ।
    ভালোবাসা নিবেন সামি ভাই

  • @abdulgaffarwali9352
    @abdulgaffarwali9352 Год назад

    সামি ভাইকে অনেক ধন্যবাদ এটা তুলে ধরার জন্য

  • @TELEWEBTECHNICALakuldas
    @TELEWEBTECHNICALakuldas Год назад

    আমি ভারত থেকে আপনার ভিডিও দেখি আপনার সব ভিডিও খুব ভালো লাগে কিন্তু আজকের ভিডিও ভালো লাগলেও এতো সুন্দর একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নষ্ট হয়ে যাচ্ছে দেখে খুব কষ্ট পেলাম। বাংলাদেশ এর সরকার এইদিকে নজর দিলে আশা করছি আবার স্টেডিয়াম সুন্দর হয়ে যাবে।#bangladeshgov #bdgov

  • @entertainmentofkmr
    @entertainmentofkmr Год назад

    ওয়েস্ট ইন্ডিজ লাস্ট খেলে গিয়েছিল এই মাঠে আমার যতটুকু মনে পড়ে । স্টুডিয়াম টা খুবই সুন্দর ছিল এবং সকালবেলা অনেক ডায়াবেটিসের রোগীরা এবং কি শরীরচর্চার জন্য অনেক মানুষ ব্যায়াম করতে এখানে আসতো খুব সুন্দর ছিল ওই দিনগুলো ২০১৮ সাল কিংবা ১৭ এই সাল থেকেই এই স্টেডিয়ামে ড্রেনের পানি ঢুকে পড়ে তারপর শেষ স্টেডিয়ামের সৌন্দর্য মিস করি এই স্টেডিয়াম কে যত দ্রুত সম্ভব এটাকে সংস্কার করা হোক আমাদের দাবি 😭😭

  • @abdulabdul6238
    @abdulabdul6238 Год назад

    নারায়ণগঞ্জের ঐতিহাসিক খান সাহেব ওসমান আলী ফতুল্লা স্টেডিয়ামের মতো একই বেহাল অবস্থা আন্তর্জাতিকতার মান হারানো বগুড়ার ঐতিহাসিক শহীদ চাঁন্দু স্টেডিয়ামের..... খুবই দুঃখ জনক ঘটনা। বিসিবি বা সরকারের কাছে আমার আকুল আবেদন রইল আমাদের নারায়ণগঞ্জও বগড়ার ঐতিহাসিক খান সাহেব ওসমান আলী ফতুল্লা স্টেডিয়াম ও বগুড়ার ঐতিহাসিক শহীদ চাঁন্দু স্টেডিয়ামের অতি তাড়াতাড়ি মেরামতের কাজ সম্পূর্ণ করা হোক আর নাহলে কালের বিবর্তনে এই ধরনের বাংলাদেশের সব অবহেলিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামগুলো এক সময়ে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। 😞😞😞🙏🙏🙏😭😭😭😢😢😢🏟️🏟️🏟️
    আজকের তারিখ ....... ২৩-০৪-২০২৩ইং

  • @OmarFaruk-dk9lm
    @OmarFaruk-dk9lm Год назад +3

    কোটি কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম তৈরি করে মাঠের যদি বেহাল দশা হয় এই টাকার হিসেব কে দিবে

  • @RafiqulIslam-pu1fd
    @RafiqulIslam-pu1fd Год назад

    ধন্যবাদ, আশা করি আবার এটি তার পুরনো রুপ ফিরে পাবে

  • @tabspace6528
    @tabspace6528 Год назад +1

    সবগুলা ক্রিকেট ভেন্যু নিয়ে এই রকম রিপোর্ট চাই আপনার কাছ থেকে...

  • @Loveunlimited-th3tz
    @Loveunlimited-th3tz Год назад

    সামি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভুল টা দেখিয়ে দেওয়ার জন্য আমি ঐ সব ভিডিও দেখে আমার রক্তক্ষরণ হয়েছিল যে টাকা কোথায় খরচ করল,,তারপরেও বলব রক্ষক যদি ভক্ষক হয় এদেশ কখনোই উন্নয়ন করতে পারবেনা ,আর আমরাও এদেশের হতভাগ্য জনগন শুধু খবর শুনে এবং দেখে গেলাম কিন্তু প্রতিবাদ করলাম না এজন্য আমরাও দায়ী,,,এতসব ভালো জিনিসের ক্ষতির পিছনে,,,,

  • @shanewazsharif5991
    @shanewazsharif5991 Год назад +1

    Khulna stadium niye ekta video cai

  • @SohelRana-vw8vo
    @SohelRana-vw8vo Год назад

    সামি ভাই এখানে আমি একটা সলিউশন দিতে পারি,
    স্টেডিয়ামের বাহিরে যে জায়গাটা আছে,
    অর্থাৎ যেখানে পানি জমে থাকে,
    সেখানে একটা লেখ খনন করা হলে তাহলে দেখবেন স্টেডিয়ামের কোন প্রবলেম হবে না, লেক টাকে গভীর করে খনন করতে হবে,
    আর লেগের মুখটা কোন খাল বা নদী কিছুর সাথে যুক্ত করতে হবে,
    দেখবেন ইনশাল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে।

  • @mdsharifulislam6299
    @mdsharifulislam6299 Год назад +1

    ডিজিটাল দেশ এরকম দুই চারটি স্টেডিয়াম নষ্ট হলেও দেশের একটি টাকাও নষ্ট হবেনা।
    আমাদের তো টাকার অভাব নেই।

  • @auntualhasan8818
    @auntualhasan8818 Год назад

    সামি ভাইকে ধন্যবাদ এরোকম ভিডিও করার জন্য।

  • @mdemdadullah6474
    @mdemdadullah6474 Год назад +1

    ভাই ধন্যবাদ আপনাকে ভিডিও টা করার জন্য

  • @rayhanhossain7032
    @rayhanhossain7032 11 месяцев назад

    Sami Bhai,
    Its Bangladesh.
    Don't be frustrated.
    The day will come.

  • @Asifurrahman898
    @Asifurrahman898 Год назад

    আমাদের জন্য পূর্বাচলে আন্তর্জাতিক স্টেডিয়াম হচ্ছে তাই সব খরচ সেখানে যাচ্ছে। তাও আবার জাতির মায়ের নামে স্টেডিয়াম বলে কথা। 🙂🙂

  • @bodrulamin4648
    @bodrulamin4648 Год назад

    Khuv e sundor akta stadium ojotner karone AJ ei obosta

  • @GiftCard87566
    @GiftCard87566 Год назад

    ভাইয়া এভাবে চিত্র তুলে ধরার জন্য অাপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @sohidahammed96
    @sohidahammed96 Год назад

    সোজা কথা হইলো বিশেষ করে পাপন সাহেবের বিদায় চাই,,,,, বস মাশরাফি কে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
    সারা বাংলার একটাই চাওয়া।

  • @mdjunaeid5675
    @mdjunaeid5675 Год назад +1

    Vhalo liglo video

  • @ashrafuddaulasidddiqui8170
    @ashrafuddaulasidddiqui8170 Год назад

    শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা সম্পর্কে এই রকম কিছু রিপোর্ট চাই।
    একই ভাবে, শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া সম্পর্কেও রিপোর্ট চাই। বগুড়ায় তো ৫ তারকা হোটেলও আছে। আর, খুলনায় ৫ তারকা হোটেলের কাজ চলছে।।

  • @najibsahriashuvo4929
    @najibsahriashuvo4929 Год назад +1

    এবার এনএসসি, স্হানীয় সাংসদ, কাউন্সিলর, মেয়র এদের কাছে যেয়ে পুরো চিত্র তুলে ধরে দ্রুত সংস্কারের কমিটমেন্ট নিয়ে আসেন ভাই। ধন্যবাদ আপনাকে।

  • @mehadihasan5108
    @mehadihasan5108 Год назад +6

    ৮০০০০ দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামকে পুনঃ সংস্কার করে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করার বিনীত অনুরোধ করছি ।

  • @mdtarikahmed5151
    @mdtarikahmed5151 Год назад +3

    এই হলো দেশের ডিজিটাল উন্নয়ন

  • @Shyamol.Saha.08
    @Shyamol.Saha.08 Год назад

    Tomader deser sorkar songrokkhon kore na .. rag korben na sotti kotha bollam. Love'from India 🇮🇳....

  • @loveuzibon
    @loveuzibon Год назад +1

    Vai cox's bazar stadium niye ekta video diyen possible hole

  • @mShahjahan-rv7kv
    @mShahjahan-rv7kv Год назад

    এই মাঠে ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়েছিল। তখন বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশে হয়েছিলো।তখন আমি নারায়ণগঞ্জে ছিলাম।

  • @sohanahmed7651
    @sohanahmed7651 Год назад +1

    2013 সালে এই মাঠে বসে নিউজিল্যান্ড এর হার দেখেছিলাম। ৪-০তে নিউজিল্যান্ড হোয়াইট ওয়াস হয়েছিলো।

  • @SportsKotha86
    @SportsKotha86 Год назад

    ২০১৪ সালে বাংলাদেশ বনাম ভারতের এশিয়া কাপ দেখতে গিয়েছিলাম। তখন খুবই ভালো পরিবেশ ছিলো।

  • @dxnx1030
    @dxnx1030 Год назад

    2013 te New Zealand re bangla wash korsilo oi match ta dekhsilam ... Ai khane test match, practice match hoilew ticket shonar horin Hoye jay koto shundor lagto high way theke stadium ta dekhte ekhon dekhle onek Maya hoy stadium ta

  • @atiqshahriar8765
    @atiqshahriar8765 Год назад +1

    একসময় ঢাকা প্রিমিয়ার লীগের খেলা হতো। সারাদিন এই মাঠে পড়ে থাকতাম,খেলা দেখতাম। খুব খারাপ লাগে এ অবস্থা দেখলে।

  • @siamkhondokar9664
    @siamkhondokar9664 Год назад

    ধন্যবাদ সৈয়দ আবিদ হোসেন সামি ভাই

  • @hossainmdsakir4543
    @hossainmdsakir4543 Год назад

    আবিদ ভাই শুভেচ্ছা নিরন্তর ভালবাসা অবিরাম 💐💐💐🇧🇩

  • @galibrahman2307
    @galibrahman2307 Год назад

    ফতুল্লাবাসি হিসাবে খুবই খারাপ লাগে,ঢাকা যাওয়া আসার সময়ে স্টেডিয়াম আউটার পার্টের দিকেই তাকায় থাকি,ধন্যবাদ সামি ভাই এ ব্যাপারে রিপোর্ট করার জন্যে,শীঘ্রই হয়তো কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 😅

  • @satisfyvideo3636
    @satisfyvideo3636 Год назад

    সামি ভাই আপনাকে অনেক ধন্যবাদ শুরুতে শুদ্ধভাবে সালাম দেয়ার জন্য
    আশা করি এটা ধারাবাহিক রাখবেন

  • @kaziatalmedia
    @kaziatalmedia Год назад

    সামি ভাই এই ফতুল্লা স্টেডিয়ামে বাংলাদেশ সাউথ আফ্রিকা প্রাক্টিস ম্যাচ দেখতে গিয়েছিলাম সেই স্মৃতি আমার আছে

  • @tanvirmahmud5797
    @tanvirmahmud5797 Год назад +1

    Barishal stadium niya akta video chai 😕

  • @abdulgaffarwali9352
    @abdulgaffarwali9352 Год назад

    এটা আমার দাদা বাড়ির পাশেই কোর্ট এ যাইতে পড়ে গত ২০২০ সালে কোর্টে যাওয়ার সময় রাস্তা থেকে দেখছিলাম কি সুন্দর স্টেডিয়া, কিন্তু বিসিবির অবহেলার কারনে আজ এই দশা তারা নাকি ৮৫ কোটি ডলার এর মালিক

  • @Aliashraf-fs6tg
    @Aliashraf-fs6tg Год назад +1

    ভাইয়া আপনার ছালাম দিয়ে শুরু আমার খুব ভালো লাগে

  • @GAMERMahdiHasan
    @GAMERMahdiHasan Год назад

    এই স্টেডিয়ামে ২০১৪ এশিয়া কাপের ৫ টি ম্যাচ হয়েছিল, তার ৩ টি ম্যাচই আমি দেখেছিলাম।
    খুবই খারাপ লাগছে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের এই অবস্থা দেখে।

  • @Mrwazidbangla
    @Mrwazidbangla Год назад +1

    আমাদের চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম এর ও একি অবস্থা 🥺

  • @khalilurkhan1699
    @khalilurkhan1699 Год назад +3

    RIP Fatullah stadium along with Khulna and Bogura stadium.

  • @noornabi9200
    @noornabi9200 Год назад

    বাংলাদেশের উন্নয়ন সেখানেই হয় যেখানে অপ্রোয়জনীয়,,,

  • @riponsarker7792
    @riponsarker7792 Год назад +1

    বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে নিয়ে নিউজ করুন

  • @sakanderali3522
    @sakanderali3522 Год назад +2

    Papon should kick out from BCB first. Then everything will be solved.

  • @suzanmd8775
    @suzanmd8775 Год назад

    ভাই অাপনাকে ধন্যবাদ ফতুলার এই মাঠের ভিডিওটা দেখানোর জন্য অার এই বিষয়ে রিপোট করার জন্য

  • @shafiqahmed9638
    @shafiqahmed9638 Год назад

    আমি সবশেষ ২০১১ সালে ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দেখেছিলাম।।
    আর এখন অযন্ত আর অবহেলায় স্টেডিয়াম টার বেহাল এই দশা দুঃখজনক।
    🤕🤐😭

  • @sakibaltushar2466
    @sakibaltushar2466 Год назад

    Tnx sami vai sotto tule dhorar jonno

  • @SojibJoysworld
    @SojibJoysworld Год назад

    যেহেতু NSC এর বাজেট নাই তাই বিসিবির উচিত ফতুল্লা, বগুড়া, খুলনার স্টেডিয়াম গুলো কে ১০০ বছরের জন্য লিজ নিয়ে নিজ উদ্যোগে নতুন করে ডিজাইন করে ৫০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন করা এবং রক্ষণাবেক্ষণ এর দায়িত্বও বিসিবির হাতে নেওয়া।

  • @Abusayem123
    @Abusayem123 Год назад

    আমার বাসার পাসে এই ইস্টোডিয়াম আগে অনেক খেলা দেখতাম,,

  • @seredilipray3913
    @seredilipray3913 Год назад

    গুরু খুব ভালো লাগলো ফতুল্লা স্টেডিয়াম দেখে

  • @Sportsgallery12
    @Sportsgallery12 Год назад

    সুধু নারায়ণগঞ্জ
    বাসি বলে না আমাদের একটা
    ই দাবি যত দ্রুত সম্ভব সব সমস্যা ঠিক করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে হক

  • @rahathossain1594
    @rahathossain1594 Год назад

    মনে পড়ে গেল সেই আসশাফুলের কথা

  • @mohammadraihan5343
    @mohammadraihan5343 Год назад +1

    বিসিবির কাছে তো অনেক টাকা আছে প্রায় নয়শত কোটি টাকা মাঠের কাজ করে না কেন, এমন মাঠ নতুন তৈরি করলে দুই হাজার কোটি টাকা দিয়ে ও হবে না

  • @johurulislam9613
    @johurulislam9613 Год назад

    এইরকম খুলনা আবু নাসের এস্টেডিয়াম এরও ঠিক এমনই অবস্থা।খুবই খারাপ অবস্থা খেলার মাঠের।🥺