প্রবাসী জুয়েলের মুরগির খামার - লেয়ার মুরগির খামার, গরু পালন, মাছ চাষ | Krishiprodhan (কৃষিপ্রধান)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • প্রবাসী জুয়েলের মুরগির খামার - লেয়ার মুরগির খামার, গরু পালন, মাছ চাষ | Krishiprodhan (কৃষিপ্রধান)
    মুলাদীর জনাব মোঃ জুয়েল হাওলাদারের হাজী এগ্রো ফার্ম। জনাব জুয়েল পিতৃস্নেহে গড়ে তুলেছেন, আগলে রেখেছেন এই খামারকে। খামারে সংযোজিতভাবে পুকুরে মাছ এবং কিছু জাতের দুধের গরুও রেখেছেন তিনি। প্রবাস থেকে এসে দেশীয় সুষম খাদ্যে ভেজাল দেখে নিজেই উদ্যোগ নেন এই খামারের। তারপর থেকে ধীরে ধীরে বিভিন্ন ঘাত প্রতিঘাত সয়ে লেগে থেকেছেন এই খামারের সঙ্গে। খামার টি গরু পালন এবং কিছু মাছ চাষের মাধ্যমে স্বল্প পরিসরে শুরু করা হলেও এখানে এখন আছে কয়েক হাজারেরো বেশী ডিমের মুরগী। অর্থাৎ এটি এখন লেয়ার ফার্ম বা ডিম উতপাদনের খামার। দুধের গরু পালনের কারণে এখান থেকে রোজ দুধও বিক্রি হয় অনেক।
    আমাদের সাপোর্ট করতে কৃষিপ্রধান ইউটীউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
    কৃষিভিত্তিক দিক-নির্দেশনা পেতে ফেইসবুক পেইজে ফলো করুন।
    ফেইসবুকে আমরা:
    krishiprodhan

Комментарии •