যাঁদের ছেলেমানুষি পদক্ষেপের জন্য আজ পশ্চিমবঙ্গের এই দুরবস্থা, তাঁরা আজ নিজেদের এই দায়িত্ব অস্বীকার করবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন! কিন্তু ক্ষতি যা হওয়ার ছিল তা অপূরণীয়। এ রাজ্য আর হয়ত মাথা তুলে কখনো দাঁড়াতে পারবেনা।😢
বুদ্ধবাবু সে সময় যথার্থ কাজ করছিলেন কি???? একটু পড়াশোনা করে দেখুন.... রাজনীতি বুঝে মন্তব্য করুন... তখন প্রচুর মানুষ যাকে বা যে দল কে বিপুল ভোটে জয়ী করে নির্বাচিত করেছিলেন, সেখানে ভুল ছিল না.... কিন্তু পরবর্তী কালে সেই দল প্রশাসক হয়ে, রক্ষকের নামে ভক্ষকে পরিণত হয়েছে...সেটা চরম দুর্ভাগ্যজনক...
ওতো ভাবলে মাথা ব্যাথা করে তলিয়ে ভাবতে বড্ডো মগজ খরচ করতে হবে পড়ে জেনে শুনে মন্তব্য করতে হবে সরল কথা ১০-২০ বছর ক্ষমতায় থাকলে সে ভগবানের ছানা হলেও রাজ্যটাকে বাপের জমিদারী ভাবতে শুরু করে corruption ছিলো আছে চিরকাল কাল থাকবে আর রাজনীতি সবটাতে ঢুকে বসবে মৌরুশীপাট্টা চালাবে সেটাইতো তো মানুষের আন্দোলনে থামবে এটাই নিয়ম হওয়া উচিৎ
ভুল তো সকলেরই হয়। উনি একজন বিশিষ্ট মানুষ বলে উনার দিকে আঙুল তুলছেন। ভোট টা তো সাধারণ মানুষ দিয়েছিল। যদি কেউ দায়ী থাকে সব থেকে বড় দায়ী হচ্ছে সাধারণ মানুষ।🫵💯
কাউর যদি বিজেপি তে এলার্জি হয়ে থাকে ---- সে তো শুভ লক্ষণ! এরা অর্থাৎ বিজেপি, মুসলিম লীগ এর মতন মৌলবাদী শক্তি মানুষে মানুষে বিভেদ তৈরী করে নিজেদের দলীয় স্বার্থ সিদ্ধি করে থাকে কিন্তু এরা প্রকৃতপক্ষে কখনোই একে অপরের শত্রু নয়! চোখবো বৃদ্ধি দিয়ে দেখুন / বুঝুন ---- সাম্প্রতি জম্মু কাশ্মীর এ হয়ে যাওয়া নির্বাচনে কেন্দ্রের শাসক দল, বিজেপি নিষিদ্ধ জামাতের নেতাদের নির্বাচনের প্রাক্কালে প্যারোলে মুকরি দিলো ---- তারা দেশবিরোধী শক্তির মধ্য থেকে নির্দলদের দার করিয়ে ভোট ভাগ করার পরিকল্পনা করলো এবং নির্বাচনের পর এরা জিতলে তাঁদের নিয়ে সরকার তৈরী করার কুচক্রান্ত করলো কিন্তু কাশ্মীরের সচেতন মানুষ এই চক্রন্তি ব্যর্থ করলো! এত কিছুর পরেও এই অসভ্য বর্বর দলটাকে ভালো বলতে হবে!?
মাননীয়া কেন্দ্রে তো ঐ বিশেষ দলটা, যার কথা আপনি বলতে চাইলেন, ১০ বছরেরও বেশী সময় ধরে ক্ষমতায় আছে এবং তার প্রায় পুরো সময়টাতেই এই বিশেষ দলটার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। আমাদের দেশে কি মৌলবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে? নাকি সংখ্যালঘুদের নাগরিক অধিকার ও নিরাপত্তা অনিশ্চিত হয়ে পরেছে?
ভারত আর পশ্চিমবঙ্গ দুটো আলাদা বিষয় এক্ষেত্রে .. একটা রাজ্যকে মৌলবাদী বানানো অনেক সোজা কারণ একটা রাজ্যের ভাষা সংস্কৃতির বৈচিত্র্য খুবই কম . আর হ্যাঁ, সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে কারণ ওই বিশেষ দলটির নেতারা গত দশ বছরে যে ধরনের ঘৃণভাষণ দিয়েছেন , দাঙ্গাবাজ , ধর্ষক , খুনীদের যেভাবে সসম্মানে জেল থেকে ছেড়ে দিয়েছেন , স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত, তাতে এটাই স্বাভাবিক ...আপনি সংখ্যালঘু হলে তবেই এই বিপদ বুঝতে পারবেন অন্যথায় পারবেন না , বাংলাদেশে , পাকিস্তানে সংখ্যালঘুদের জন্য আপনি আতঙ্কিত হন নিশ্চয়ই .. এটাও তেমনই ব্যাপার...
উনাদের প্রকৃত ধান্দা প্রকাশিত হয়ে গিয়েছে কিন্তু এটা বাস্তবসম্মত হবেনা। আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেছি এই বাম বা অতিবাম শক্তির প্রতি বর্তমানেও বাঙালি সমাজের একটা বড় অংশের একটা বিশেষ এলার্জি আছে, এদের পক্ষে প্রধান বিরোধী শক্তি হিসেবে ফিরতে গেলেও এই সরকারকে পরিবর্তন করে বর্তমান বিরোধী দল যদি ক্ষমতায় আসে তখনই এরা প্রধান বিরোধী শক্তি হিসেবে ফিরে আসতে পারে।
আপনি গল্প থেকেক্ষুটিয়ে খুটিয়ে পড়ে তারপর স্ক্রীপ্ট করেন তাহলে কেনো নন্দীগ্রামের ব্যাপারে বুঝে পদক্ষেপ করলেন না । আজ tmc সরকার রাজ্যের বারোটা তো বাজিয়ে দিয়েছে । এখন ভুল মনে হলে দায়িত্ব নিয়ে সোচ্চার হোন ।
আজ দায় এরাবার জন্য অনেক রকম সিনেমাটিক ডায়লগ দিতেই পারেন , কিন্ত মানুষ হিসাবে আমরা বিশ্বাস করি , বাংলা কে গলা টিপে মারার আপনি একজন দোষী । যা আমাদের কাছে ক্রিমিনাল অফেনস অবশ্যই ।
এসব সাক্ষাত্কারে র অর্থ কি এসব বিভিন্ন মানুষের কথা থেকে বহুবার শুনেছি সাধারণ মানুষ সবই দেখছে সবই শুনছে তাদের রায় আসবে নির্বাচনে র মাধ্যমে কয়েক জন সুবিধা বাদী সহুরে বিত্তবানদের কথায় কোন কিছুই হবার নয় ।কিন্তু সবাই র নিজের মতপ্রকাশের স্বাধীনতা আছে মতামত দিতেই পারেন।
She is, in my view, the most cultured person I know. She is always willing to extend her cooperation to address the injustices that have had a holistic impact. Unlike many, she does not focus on the rulers or administrators and their doctrines aimed at achieving specific goals or defining their capabilities. She would be an excellent person to engage in debates about the issues that are hindering growth and progress.
হ্যাঁ হ্যাঁ তুমি একবারে ভিজে বিড়াল এত উদার মানসিকতার কথা যেন ভাজা মাছটি ও বিড়াল খেতে পারে না কত সুন্দর আমার মনে হয় একটু চিনতে ভাবনা করে কথাগুলো বলো তাহলে শুনতে ভালো লাগবে এসব কথা শুনলে আমার মনে হয় রাস্তার পাগল গুলো হিহিহিহিহি করে হাসবে
Aparna sen এতো নেকামি করতে পারদর্শী জানতাম না , উনি সব জানেন এবং জেনেই বাংলার চরম ক্ষতি করেছেন কিছু পাওয়ার আশায় অনেক ক্ষতিকর মানুষদের মতোই । ওনাকে চিরকাল সমালোচনা শুনতেই হবে, চরম ক্ষতি করেছেন এটা ভুললে চলবে না ।
নন্দীগ্রামের পর সরকার বদল হয়েছে ভোটের মাধ্যমে। বাংলা দেশের মত এনারকি এর পথে নয়।ওটা বরবর দেশেই হয়।ভারতে কখনওই হয়নি। কারণ এখানে মিলিটারি ওরকমভাবে কাজ করেনি কখনো করেনি।
অপর্না সেন,আপনি মদ খেতেই পারেন কিন্তু প্রকাশ্যে এইভাবে মদ খেতে খেতে সাক্ষাৎকার দেওয়াটা কি খুব প্রয়োজন ছিল ? বাঙালি মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে এটা মানায় না।
নন্দীগ্রামে আন্দোলন একটা মিথ্যার উপরে হয়েছিল আর আপনি তাকে প্রশ্রয় দিয়েছেন । নিজেকে এতটা নির্দোষ প্রমাণ করে লাভ নেই ।আমরা ওই সময় আপনার কার্যকলাপ দেখেছি ।
ইনারা 'জর্জ সরসে'র এজেন্ট, ভারতবর্ষকে অস্থির করার দায়িত্ত্ব জর্জ সরোস এদেরকে দিয়ে রেখেছে। একটা কথা, আমি এই ইন্টারভিউটা একটুও দেখিনি। শুধু ভিডিওটা পজ করে কমেন্টটা লিখলাম।
সাধারণ মানুষ অনেক কথা বলতে পারে ,সমালোচনা করতে পারে ।কিন্তু অপর্ণা সেন অপর্ণা সেনই।উনি বল্লে লোকে শুনবে। ওনার মত সকলের সঙ্গে মিলতে নাও পারে। তাতেকিছু আসে যায় না। ওনারও নাগরিক হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা আছে। আজ আমি যেটা মনে করছি সেটা কাল পরিবর্তিত হতেই পারে। ওনার যেটা মনে হয়েছে বলেছেন। এরকম তো অনেক দেখা যায়। ভাল interview. ওনাকে ও interviewer কে ধন্যবাদ।এই অস্থির সময়ে সাক্ষাৎকার দেওয়া ও নেওয়ার জন্য।
Apni jodi bolen sesamoy mamatar mithayachar samndhoye bujte parenni thahole apnar durodarsita samporke prasna(?)theke jai Aj to proman holo nandigram ghotona mamata subendhur sajano Singur andolon e sath diye apni next generation er j khoti korlen tar jabab didi apnakei korte hobe Bamfornt er biruddhe namar jannye apnake arajnoitik hote hoy ni kintu aj RMC er biruddhe bolar jannye apnak arajnoitik hote hochhe ai dicharita r jabab dibi o apnakei korte hobe next generation er charam sarbonash er jannye apnar dayitto kichu Kom noi
আজ যখন দেখছে নিজের পপুলারিটি একদম এতে চলে যাচ্ছে এবং তাহলে নিজের বই সিনেমা কি করে চলবে তখন আবার উল্টো সুর গাইতে শুরু করেছে। সবটাই নিজের পাবলিসিটি ধরে রাখার জন্য যখন যেদিকে গেলে সেই পাবলিসিটি থাকবে সেই পথেই এরা হাঁটে
যাঁদের ছেলেমানুষি পদক্ষেপের জন্য আজ পশ্চিমবঙ্গের এই দুরবস্থা, তাঁরা আজ নিজেদের এই দায়িত্ব অস্বীকার করবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন! কিন্তু ক্ষতি যা হওয়ার ছিল তা অপূরণীয়। এ রাজ্য আর হয়ত মাথা তুলে কখনো দাঁড়াতে পারবেনা।😢
পৃথিবীর সব দেব দেবতা ও এই রাজ্যের ভাল করতে পারবে না। গ্যারান্টেড।
Thik bolechen amra apnar kache jabab chaichi apnak jabab ditei hobe apnar vul prokasye sikar korun tobei apnar pap kombe
Admit the mistake. Be transparent.
Daayi amra...jonogon jara vote diye eder enechhi. Erokom koyekjoner jonne ekta sorkar aste parena. Etai shotyi. 🙂
আমি কোনদিন ভোট দিই নি @@debamitadey146
আপনি নন্দীগ্রামে গিয়ে কি করে ছিলেন আমরা ভুলে যাই নি।
Akdam
KONODIN VULBOO NA
"OCHHINAL SEN' " KE
অপর্ণার পর কবীর সুমন, শুভাপ্রসন্ন, কৌশিক সেন সবার সাক্ষাৎকার চাই। দশমী পর্যন্ত এই সব উড়ন্ত জোকারদের ইন্টারভিউ সিরিজ চাই।
😂😂😂
ঠিক বলেছেন। এইসব জোকার গুলি ইন্টারভিউ ছুটি তে দেখে টাইমপাস করবো। নাটক যত্তোসব।
😂😂😂😂😂 দারুণ বলেছেন
চটি চাটা সিরিজ।
উড়ন্ত জোকার.... এটা দারুণ।
মানুষ এখন জেনে গেছে যে নন্দীগ্রাম সিঙ্গুর এগুলো কোনো আন্দোলন ছিল না....ছিল বুদ্ধবাবুর সরকারকে ফেলার নিখাদ চক্রান্ত, আর আপনি এখবর জানেন না? আশ্চর্য !
Kutta party ganohatya kore shudhu
বুদ্ধবাবু সে সময় যথার্থ কাজ করছিলেন কি???? একটু পড়াশোনা করে দেখুন.... রাজনীতি বুঝে মন্তব্য করুন...
তখন প্রচুর মানুষ যাকে বা যে দল কে বিপুল ভোটে জয়ী করে নির্বাচিত করেছিলেন, সেখানে ভুল ছিল না.... কিন্তু পরবর্তী কালে সেই দল প্রশাসক হয়ে, রক্ষকের নামে ভক্ষকে পরিণত হয়েছে...সেটা চরম দুর্ভাগ্যজনক...
হ্যা চক্রান্ত।। সেই চক্রান্ত টার মূল কারিগর ছিল সিপিএম এর একটা শক্তিশালী লবি, যে লবিটা কে মহান কমরেড জ্যোতি বসু পৃষ্ঠপোষকতা করত।।
ওতো ভাবলে মাথা ব্যাথা করে তলিয়ে ভাবতে বড্ডো মগজ খরচ করতে হবে পড়ে জেনে শুনে মন্তব্য করতে হবে
সরল কথা ১০-২০ বছর ক্ষমতায় থাকলে সে ভগবানের ছানা হলেও রাজ্যটাকে বাপের জমিদারী ভাবতে শুরু করে corruption ছিলো আছে চিরকাল কাল থাকবে আর রাজনীতি সবটাতে ঢুকে বসবে মৌরুশীপাট্টা চালাবে সেটাইতো তো মানুষের আন্দোলনে থামবে এটাই নিয়ম হওয়া উচিৎ
বুদ্ধ বাবুর পদক্ষেপের পদ্ধতিগত ত্রুটি থাকলেও থাকতে পারে কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য ছিল এমন কথা অবিশ্বাস্য।
বকটুই কি নন্দিগ্ৰামের চেয়ে কম কিসের চটিচাটা অপ--র্না?
উনি সেদিন প্রতিবাদ করেছিলেন
তাহলে এখন কি করছেন, এখন কি জেগে ঘুমাচ্ছেন? এত ইনিয়ে বিনিয়ে ঢোক গিলে না বলে,সোজা কথার সোজা উত্তর পেলাম কি?
আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ, কোনো পার্টির লোক নই । আমি কোনো শাসক দলকেই ১০ /২০ বছর দেখতে চাই না। নিয়মিত পরিবর্তন কাম্য। বেশি খেলে বাড়ে মেদ।
আরজিকরে পদত্যাগ দাবি তুলতে আপনি উঠে পালালেন কেন ? শুর শুরী টা কোথায় লাগলো ।
গিরগিটি দেখেছেন ? গিরগিটি রং পাল্টাতে একটা সময় লাগে , আর এই সমস্ত সুবিধাবাদী বুদ্ধিজীবীদের এক সেকেন্ডও সময় লাগে না রং বদলানো
Well said
এই সব এখন নিজেকে বাঁচানোর জন্য বলা।
আমরা সাধারণ মানুষরাই বোকা, আপনাদের নাটকে বিশ্বাস করেছিলাম বিবেচনা নয়।
Satyi tai
একদম সঠিক কথা বলেছেন ✅
এসব শোনার মত জায়গায় আর আমরা নেই।যে সর্বনাশ আপনাদের জন্য এই রাজ্যে হয়ে গেছে,তা ঠিক করার কোনো উপায় নেই।আর এতোদিন পর কথা বলতে এসেছেন!!
ভুল তো সকলেরই হয়। উনি একজন বিশিষ্ট মানুষ বলে উনার দিকে আঙুল তুলছেন। ভোট টা তো সাধারণ মানুষ দিয়েছিল। যদি কেউ দায়ী থাকে সব থেকে বড় দায়ী হচ্ছে সাধারণ মানুষ।🫵💯
দেরিতে হলেও আপনার ভুল স্বীকার করুন,,,,আপনাদের মতো কয়েকজন স্বার্থপর, কেউকেটা,বুদ্ধিজীবী নামক মানুষদের জন্য আজকের এই অমানবিক সমাজের জন্ম হয়েছে 💪💪💪💪💪
উনি সব কিছু দেখতে পান, শুধু টি এম সি র কোনো কিছু দেখতে পান। বা দেখলে অনেক দেরিতে দেখে।
ম্যাডাম, জনে জনে না বললেও,একটা bite দিতে পারতেন মিডিয়ায় ।।
বলতে হয় বলে,বলার অভ্যাসটা বদলান ।।
নিজের সাথে প্রতারণা করলে ও বিবেকের থেকে ছাড় পাবেন না।
True 👍👍👍👍👍👍👍👍👍 payment comes without work . Hypocrisy is her main character.
জমি না নিলে FACTORY হবে কোথায়???
কে জানে কোথায়। হয়তো উনার বাড়ির বাগানে বা ব্যালকনির ফুলের টবে। 😂
জোর করে না নিলেই মিটে যেত৷ নিতে তো কেউ বারণ করেনি৷ গায়ের জোর ও ক্ষমতা দেখিয়ে নেওয়ার প্রতিবাদ হয়েছিল৷ সেটাকে Defend করে এখনও কিছু লোক৷
@@JaydeepSinhaদশ শতাংশ অনিচ্ছুক আর নব্বই শতাংশ ইচ্ছুক ছিল
@@JaydeepSinha ekhon to buro angul chusche Singur basi, jomi buke niye bose thak.Anichchuk der anicchuk banano hoyechilo.
@@tapanchakraborty3575 একজনও অনিচ্ছুক থাকলে জোর করে নেওয়া অনুচিত৷
Kamduni , haskhali r somoy kothay chilen?
Bogtui...
কি ইনোসেন্ট উনি। আহারে উনি কিছুই জানতেন না! তাই উনি দায় ঝেড়ে ফেলে দেবেন। আহারে ইনোসেন্ট।
BJP তে আপনার খুব ALLERGY?????
Uni ekti nyaka
Rss r boktobbo ta sunun r setting ta bujhun
কাউর যদি বিজেপি তে এলার্জি হয়ে থাকে ---- সে তো শুভ লক্ষণ!
এরা অর্থাৎ বিজেপি, মুসলিম লীগ এর মতন মৌলবাদী শক্তি মানুষে মানুষে বিভেদ তৈরী করে নিজেদের দলীয় স্বার্থ সিদ্ধি করে থাকে কিন্তু এরা প্রকৃতপক্ষে কখনোই একে অপরের শত্রু নয়!
চোখবো বৃদ্ধি দিয়ে দেখুন / বুঝুন ---- সাম্প্রতি জম্মু কাশ্মীর এ হয়ে যাওয়া নির্বাচনে কেন্দ্রের শাসক দল, বিজেপি নিষিদ্ধ জামাতের নেতাদের নির্বাচনের প্রাক্কালে প্যারোলে মুকরি দিলো ---- তারা দেশবিরোধী শক্তির মধ্য থেকে নির্দলদের দার করিয়ে ভোট ভাগ করার পরিকল্পনা করলো এবং নির্বাচনের পর এরা জিতলে তাঁদের নিয়ে সরকার তৈরী করার কুচক্রান্ত করলো কিন্তু কাশ্মীরের সচেতন মানুষ এই চক্রন্তি ব্যর্থ করলো!
এত কিছুর পরেও এই অসভ্য বর্বর দলটাকে ভালো বলতে হবে!?
রাজ্যের পৌনে তিন কোটি মানুষ ঐ যাকে আপনি মৌলবাদী বলেছেন তাকে ভোট দিয়েছে। আপনি ঘুরিয়ে রাজ্যের ঐ পৌনে তিন কোটি মানুষকে মৌলবাদী বলেছেন।ধিক ধিক ধিক্কার।
Tar theke besi vote to TMC peyechhe. Tai bole ki chor, goonda, mafia der dal noi?
❤
চটি চাটা
ক্ষেতে পাচ্ছেনা 😂😂😂😂
সেদিন শহীদ বেদী ভেঙে, বুলেট রানি সেজেছিল
অপর্ণা সেন মহাশয়া, আপনার কথা গুলো খুব মেকি, যার মধ্যে একফোঁটাও সত্যতা নেই l l
একেবারে নিখাদ সুবিধেবাদী মহিলা।
সরকার বদল চাই
Ei Manus gulor jonno paschim banger manuser ei durdosha... sharthopor ekjon
Vul. Ekta bishes srenir jonno.
মাননীয়া কেন্দ্রে তো ঐ বিশেষ দলটা, যার কথা আপনি বলতে চাইলেন, ১০ বছরেরও বেশী সময় ধরে ক্ষমতায় আছে এবং তার প্রায় পুরো সময়টাতেই এই বিশেষ দলটার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। আমাদের দেশে কি মৌলবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে? নাকি সংখ্যালঘুদের নাগরিক অধিকার ও নিরাপত্তা অনিশ্চিত হয়ে পরেছে?
ভারত আর পশ্চিমবঙ্গ দুটো আলাদা বিষয় এক্ষেত্রে .. একটা রাজ্যকে মৌলবাদী বানানো অনেক সোজা কারণ একটা রাজ্যের ভাষা সংস্কৃতির বৈচিত্র্য খুবই কম .
আর হ্যাঁ, সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে কারণ ওই বিশেষ দলটির নেতারা গত দশ বছরে যে ধরনের ঘৃণভাষণ দিয়েছেন , দাঙ্গাবাজ , ধর্ষক , খুনীদের যেভাবে সসম্মানে জেল থেকে ছেড়ে দিয়েছেন , স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত, তাতে এটাই স্বাভাবিক ...আপনি সংখ্যালঘু হলে তবেই এই বিপদ বুঝতে পারবেন অন্যথায় পারবেন না , বাংলাদেশে , পাকিস্তানে সংখ্যালঘুদের জন্য আপনি আতঙ্কিত হন নিশ্চয়ই .. এটাও তেমনই ব্যাপার...
উনাদের প্রকৃত ধান্দা প্রকাশিত হয়ে গিয়েছে কিন্তু এটা বাস্তবসম্মত হবেনা। আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেছি এই বাম বা অতিবাম শক্তির প্রতি বর্তমানেও বাঙালি সমাজের একটা বড় অংশের একটা বিশেষ এলার্জি আছে, এদের পক্ষে প্রধান বিরোধী শক্তি হিসেবে ফিরতে গেলেও এই সরকারকে পরিবর্তন করে বর্তমান বিরোধী দল যদি ক্ষমতায় আসে তখনই এরা প্রধান বিরোধী শক্তি হিসেবে ফিরে আসতে পারে।
২য় প্রশ্নের উত্তর হচ্ছে - হ্যঁ। চোখের গেরুয়া চশমাটা খুললে আপনিও পরিস্কার দেখতে পাবেন।
@@arunbhattacharya2644একটা প্রশ্ন ছিলো। আচ্ছা গরুর দুধে উনারা সোনা খুঁজে পান। তাহলে কি গরুর চশমা পরে উনারা স্বর্ণ যুগ দেখতেও পান ? কেস দেবেন না please. 😢
@arআপনি নিজে লাল চশমা খুলুম 5:47chshmaunbhattacharya2644
এতো মাথা ঘামতে আপনাকে কেউ বলেনি । আরাম করে গ্রিন টি খান !!!
ওটা গ্রীন টী ছিলো? 😂
Cpim zamana zindabad 🚩❤🏃🏃🏃🏃
আপনি যা করতে পারেন তার কিছুই আপনি করেননি
কি ব্যাপার পালটি মারছেন মনে হচ্ছে! জাহাজ ডুবলে ইঁদুর পালায়, ডুবছে নাকি!!!
এরা সম্পর্কে কিছু মন্তব্য করতেও বিবেকে বাঁধে
এমন অকেজো বিবেক রাখবেন না । মন্তব্য করে আনন্দিত হন।
চটি চেটে এখন ক্লান্ত মনে হয়, চটিপিসি মনে হয় মায়না বন্ধ করে দিয়েছে
apni nandigram e giye sohid bedi te lathi merechhilen....... bhule jete bolchhen sei kotha????
কিছুটা হলেও তো দায়ী বটেই!
Anek Gyan pelam.. Dhanyabad... Sudhu Protibad ta korte vule gechhe.... Uni ekhan daay Sara kotha bolchhen... Valo thakun.. Sustha Thakun...
আপনার ইন্টারভিউটা বেশ হাস্যকর লাগলো। মানুককে আর কত বোকা বানাবেন দিদি?
নাটক না করে যেটা করে ছিলেন সেটা যে ভুল স্বীকার করে নিন এতে আপনার মতো মানুষেরে জনসাধারণের কাছে নিজেদের মুখ গুলো দেখতে পারবেন
সত্যি কথাটা বলতে ভয় পাচ্ছেন না তৃণমূলের গান গাইছেন।
এ পুরো সিপিএমের মাল না হলে সরকার বদলের কথা বলত না
সিঙ্গুর নিয়ে যে আনদোলন করেছিলেন তা ঠিক করেছিলেন নাকি ভুল করেছেন অপন সেন।
আপনি গল্প থেকেক্ষুটিয়ে খুটিয়ে পড়ে তারপর স্ক্রীপ্ট করেন তাহলে কেনো নন্দীগ্রামের ব্যাপারে বুঝে পদক্ষেপ করলেন না । আজ tmc সরকার রাজ্যের বারোটা তো বাজিয়ে দিয়েছে । এখন ভুল মনে হলে দায়িত্ব নিয়ে সোচ্চার হোন ।
Thankyou
ন্যাকা এবার ন্যাকামি শুরু করেছে।
ন্যাকা না ভাই,, নেকী
বিএসএফ সমন্ধে কি বলেছিলেন l chalaki করে লাভ নাই
টলিউড বয়কট। ✊✊✊✊✊✊✊✊
34বছরের সিপিএম এর কতোদিন থাকতো, আরো 34না আজীবন,
অপর্ণা সেন দেরী হলেও শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য ধন্যবাদ।
আজ দায় এরাবার জন্য অনেক রকম সিনেমাটিক ডায়লগ দিতেই পারেন , কিন্ত মানুষ হিসাবে আমরা বিশ্বাস করি , বাংলা কে গলা টিপে মারার আপনি একজন দোষী । যা আমাদের কাছে ক্রিমিনাল অফেনস অবশ্যই ।
এসব সাক্ষাত্কারে র অর্থ কি এসব বিভিন্ন মানুষের কথা থেকে বহুবার শুনেছি সাধারণ মানুষ সবই দেখছে সবই শুনছে তাদের রায় আসবে নির্বাচনে র মাধ্যমে কয়েক জন সুবিধা বাদী সহুরে বিত্তবানদের কথায় কোন কিছুই হবার নয় ।কিন্তু সবাই র নিজের মতপ্রকাশের স্বাধীনতা আছে মতামত দিতেই পারেন।
To the point.
সঠিক কথা। একমত
অপর্ণা সেনের অসাধারণ বক্তব্য খুব ভালো লাগলো❤❤❤❤
She is, in my view, the most cultured person I know. She is always willing to extend her cooperation to address the injustices that have had a holistic impact. Unlike many, she does not focus on the rulers or administrators and their doctrines aimed at achieving specific goals or defining their capabilities.
She would be an excellent person to engage in debates about the issues that are hindering growth and progress.
বলছি দিদি মোমবাতিটা কোথায় 😂😂
Personal kaje busy😂
পাছায়
আপনি অবশ্যই সাহসী।।
তিনটা বিয়া সাহসী রাই করে।
আপনার বক্তব্যটা অস্পষ্ট কিন্তু যাহা অল্প বোঝা গেল গভর্মেন্টের কমিশন এজেন্ট
নন্দীগ্রামে যা হয়েছিল শুভেন্দুর নাটক।
ইতি----- পিসি
অনেকটা দায়ী। সকলেই।
তাহলে বগটুই এর সময় চুপ ছিলেন কেন।
বিশ্ব সেরা নাটক।
হ্যাঁ হ্যাঁ তুমি একবারে ভিজে বিড়াল
এত উদার মানসিকতার কথা যেন ভাজা মাছটি ও বিড়াল খেতে পারে না কত সুন্দর
আমার মনে হয় একটু চিনতে ভাবনা করে কথাগুলো বলো তাহলে শুনতে ভালো লাগবে এসব কথা শুনলে আমার মনে হয় রাস্তার পাগল গুলো হিহিহিহিহি করে হাসবে
পুরোনো খবরের কাগজ ওনার কথা পুরোপুরি সমর্থন করে না l
Valo bolechen
অষ্টম বামফ্রন্ট সরকার চাই
But why you are against BJP ?
Khub sundor ovinoy
পরিবর্তন চেয়ে যে আন্দোলন হয়েছিল ওনাকে তার ক্লিপিংস গুলো কেন দেখালেন না। জবাবদিহি আমরা চাই না। আপনি আয়নার সামনে দাড়ান।
SHE IS STRUGGLING WITH HER SELF CONSCIENCE !
Aparna Debi toh eto din kothao kakhono bolen ni je apnar mot na niye poribortoner hoarding e apnar chhobi rekhechilo
সিঙ্গল হ্যান্ডেডলি করার দরকার নেই। পরের ১০ বছর কী করছিলেন?
একদম ঠিক। গালি আমি একা কেন খাব সবাই খাক।
Sure ka Aparna
উনি কি বলতে পারবেন , মৃণাল সেন কেন পর পর দুই মহা মিছিলে হেঁটেছিলেন ?
Aparna sen এতো নেকামি করতে পারদর্শী জানতাম না , উনি সব জানেন এবং জেনেই বাংলার চরম ক্ষতি করেছেন কিছু পাওয়ার আশায় অনেক ক্ষতিকর মানুষদের মতোই । ওনাকে চিরকাল সমালোচনা শুনতেই হবে, চরম ক্ষতি করেছেন এটা ভুললে চলবে না ।
বামফ্রন্ট ই ভালো ছিল
তুমি আবার নতুন ছত্রধর মাহাতো খোঁজো ,anti left front তুমি, certificate গুলো ফেলে দাও, কত টাকার খেলা ,জানলে ভালো হতো
BJP chai, BJP in Bengal ASAP❤
O maaa,ki cute 😂
Amar to miss calcutta nach ta dite icche korche 😝
নন্দীগ্রামের পর সরকার বদল হয়েছে ভোটের মাধ্যমে। বাংলা দেশের মত এনারকি এর পথে নয়।ওটা বরবর দেশেই হয়।ভারতে কখনওই হয়নি। কারণ এখানে মিলিটারি ওরকমভাবে কাজ করেনি কখনো করেনি।
অপর্না সেন,আপনি মদ খেতেই পারেন কিন্তু প্রকাশ্যে এইভাবে মদ খেতে খেতে সাক্ষাৎকার দেওয়াটা কি খুব প্রয়োজন ছিল ? বাঙালি মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে এটা মানায় না।
Sold soul
Didi k anek anek ❤❤❤ she is an intelligent lady. Didi show path us . I always admire you
Sudhu intelligent hole hoi na...sachetan nagorik hote hoi....uni akhono ta janen na
Ghare boshe swapno dekha charun
Bangla Mamata didi r. Amra Didir.
আমি হাউস ওয়াইফ হয়ে সত্যিটা বুঝতে পেরেছিলাম কারণ
আঙুল উঠেছিল বুদ্ধদেব ভট্টাচার্য র দিকে।মাননীয়া র রাজনীতিতে প্রবেশের ইতিহাস খানিকটা জানতাম । বুদ্ধবাবুকে জানতাম কলেজ লাইফ থেকে।আমি এখন বাহাত্তুরে। ঘরে থেকেও মানুষ চিনতে চিনতে ভুল করিনি।
আজকের পরিনতির দায় আপনি avoid করতে পারেন না। Honesty
বামেদের আপনি বিরোধী দল হিসেবে দেখতে চেয়েছিলেন। সব সময়। অদ্ভুত theory.
একে বলে ধরি মাছ না ছুঁই পানি।
নন্দীগ্রামে আন্দোলন একটা মিথ্যার উপরে হয়েছিল আর আপনি তাকে প্রশ্রয় দিয়েছেন । নিজেকে এতটা নির্দোষ প্রমাণ করে লাভ নেই ।আমরা ওই সময় আপনার কার্যকলাপ দেখেছি ।
ইনারা 'জর্জ সরসে'র এজেন্ট, ভারতবর্ষকে অস্থির করার দায়িত্ত্ব জর্জ সরোস এদেরকে দিয়ে রেখেছে। একটা কথা, আমি এই ইন্টারভিউটা একটুও দেখিনি। শুধু ভিডিওটা পজ করে কমেন্টটা লিখলাম।
Kamdunir Ghotonai Apni protibaad koren ni keno? Path e namen ni keno??
অপরনা সুখ্যাতি যথেষ্ট থাকলেও উনি একটি চোস্ত ঢেম,,,,,,,,,।
আপনার মুখে ওই দেশ বুশের দেশ-বিদেশের ঘটনার বিবরণ বড় বড় ভাষণ মোটেই মানায় না, কুৎসিত লাগছে।
Why Singur was abolished? Why Tata was not allowed in WB?? All intellectual Traitors in WB...
অপর্ণা আপনি মুখ্যমন্ত্রী হোন 😢 জণগণ চাইছে 😮⁉️
People will decide who to bring,
সাধারণ মানুষ অনেক কথা বলতে পারে ,সমালোচনা করতে পারে ।কিন্তু অপর্ণা সেন অপর্ণা সেনই।উনি বল্লে লোকে শুনবে। ওনার মত সকলের সঙ্গে মিলতে নাও পারে। তাতেকিছু আসে যায় না। ওনারও নাগরিক হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা আছে। আজ আমি যেটা মনে করছি সেটা কাল পরিবর্তিত হতেই পারে। ওনার যেটা মনে হয়েছে বলেছেন। এরকম তো অনেক দেখা যায়। ভাল interview. ওনাকে ও interviewer কে ধন্যবাদ।এই অস্থির সময়ে সাক্ষাৎকার দেওয়া ও নেওয়ার জন্য।
Apni jodi bolen sesamoy mamatar mithayachar samndhoye bujte parenni thahole apnar durodarsita samporke prasna(?)theke jai
Aj to proman holo nandigram ghotona mamata subendhur sajano
Singur andolon e sath diye apni next generation er j khoti korlen tar jabab didi apnakei korte hobe
Bamfornt er biruddhe namar jannye apnake arajnoitik hote hoy ni kintu aj RMC er biruddhe bolar jannye apnak arajnoitik hote hochhe ai dicharita r jabab dibi o apnakei korte hobe next generation er charam sarbonash er jannye apnar dayitto kichu Kom noi
আপনার এই ঢ্্ আপনার জবাব দেওয়া, র নেই সেটাই স্বাভাবিক আপনার মত পাণ্ডিত্য ভারত বলে নেই সেই রকম ভাবধারা?
অসংলগ্ন কথাবার্তা
আজ যখন দেখছে নিজের পপুলারিটি একদম এতে চলে যাচ্ছে এবং তাহলে নিজের বই সিনেমা কি করে চলবে তখন আবার উল্টো সুর গাইতে শুরু করেছে। সবটাই নিজের পাবলিসিটি ধরে রাখার জন্য যখন যেদিকে গেলে সেই পাবলিসিটি থাকবে সেই পথেই এরা হাঁটে