লজ্জাস্থানে হাত লাগলে কি ওজু নষ্ট হয় এই বিষয়ে তিনটি মত কোনটা প্রাধান্য দিবেন

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • ওযু ভঙ্গের কারণ
    ওযু ভঙ্গের কারণ কয়টি ও কি কি
    ওযু ভঙ্গের কারণ সমূহ
    ওযু ভঙ্গের কারণ আব্দুর রাজ্জাক
    ওযু ভঙ্গের কারণ মিজানুর রহমান
    ওযু ভঙ্গের কারণ কয়টি
    ওযু ভঙ্গের কারণ জাকির নায়েক
    ওযু ভঙ্গের কারণ আহমাদুল্লাহ
    ওযু ভঙ্গের কারণ সাতটি
    মহিলাদের ওযু ভঙ্গের কারণ
    🔳 To Watch More Bangla waz Short video SUBSCRIBE Our Channel Now ► bit.ly/bwsvc
    #BWSVC ----------------------------------------------------------------------------
    ----------------------------------------------------------------------------- 📌 🔳 if any copyright issue please contact with us :
    Email :- AsSunnahBDmail@gmail.com ----------------------------------------------------------------------------- -----------------------------------------------------------------------------
    ⭕️ Like our Facebook Page: www. BWSVC
    ⭕️ join our Facebook Group: bit.ly/fbgroupb
    ⭕️ Google plus G+ bit.ly/2w9H3lg
    ⭕️ Also Find us: Site: bit.ly/bwsvc11
    ---- ---------------------------------------------------------------------
    ☑️ Bangla Waz Short Video Collection কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক পরিচালিত একটি ইউটিউব চ্যানেল।
    ☑️ "সহীহ সুন্নাহর ছায়ায় নির্ভেজাল তাওহীদের আঙিনায়" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমাদের পথ চলা। আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য।
    -----------------------------------------------------------------------------
    -----------------------------------------------------------------------------
    কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সমস্ত ইউটিউব চ্যানেলের owner ও তাদেরকে সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও দ্বীনি ভাইদেরকে যাদের চ্যানেল থেকে আমরা ভিডিও সংগ্রহ করে বিষয়ভিত্তিক ভাবে শর্ট ভিডিও আকারে আমাদের চ্যানেলে আপলোড করেছি/করছি সেই সমস্ত চ্যানেলের সাথে সম্পৃক্ত সকল দ্বীনি ভাইদের প্রত্যেককে যেন আল্লাহ এই কাজের পূরণ নেকির ভাগীদার করেন, আমীন।

Комментарии • 38

  • @mdferdousahmedabid8191
    @mdferdousahmedabid8191 3 года назад +16

    শায়েখ এর বক্তব্য যতোই শুনি, ততোই আমি মুগ্ধ হয়ে যাই মাশাআল্লাহ 👌👌
    আল্লাহ, শায়েখ কে নেক হায়াত দিন আমিন

  • @mdazom7589
    @mdazom7589 3 года назад +18

    আমার পিয়ো শাইখ কে আল্লাহ নেক হায়াত দারাজ করুন

  • @billalhossin4522
    @billalhossin4522 9 месяцев назад +3

    মাঝামাঝি মত আমার ভালো লাগলো জাযাকাল্লাহু খাইরান শেখ

  • @mithusekhindia7861
    @mithusekhindia7861 3 года назад +2

    জাজাকাল্লাহু খাইরান ওস্তাদজী

  • @silvermoon9506
    @silvermoon9506 3 года назад +5

    জাযাকাল্লাহু খাইরান

  • @mohammedkabirhassan8731
    @mohammedkabirhassan8731 3 года назад +2

    জাজাকাল্লাহ খাইরান

  • @ismailhujur8771
    @ismailhujur8771 3 года назад +2

    জাযাক আল্লাহ,,,

  • @nafizalhoque2065
    @nafizalhoque2065 3 года назад +3

    جزاك الله خيرا

  • @purposeofname9794
    @purposeofname9794 3 года назад +7

    মুল আলোচনা যদি পরেই শুরু হয় তাহলে প্রথম ১৫ সেকেন্ডে আলোচনার কিছু কাটপিস কেন দেখান? যেটা দেখে আসলে কোনো ফায়দা নাই শুধুই সময় নস্ট হয়
    intro দিলে universal vision / dr abu bakar muhamamd jakaria শায়েখের চ্যানেলের মত intro দিবেন

  • @iqbalbinbilalbuhiya9569
    @iqbalbinbilalbuhiya9569 3 года назад +2

    جزاك الله خير

  • @m.dsaifulalam2278
    @m.dsaifulalam2278 3 года назад +1

    Zazakmullah kairan

  • @RakibulIslam-hl5qk
    @RakibulIslam-hl5qk 2 года назад +1

    ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ

  • @mohammadmorol5326
    @mohammadmorol5326 Год назад +1

    Good video

  • @mdshawonmolla5342
    @mdshawonmolla5342 3 года назад +2

    I love you 💙❣️💙

  • @nabimprogamer4390
    @nabimprogamer4390 Год назад +1

    ❣️❣️

  • @mdshawonmolla5342
    @mdshawonmolla5342 3 года назад +2

    Love ❤️❤️❤️

  • @mdferdousahmedabid8191
    @mdferdousahmedabid8191 2 года назад +1

    আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।
    মহিলাদের ক্ষেত্রে কি হুকুম,
    মহিলা যদি লজ্জা স্থানে হাত দেয় তাহলে কি অযু নষ্ট হবে,??

  • @lailaarju5936
    @lailaarju5936 3 года назад +1

    ফরজ গোসল এর পর অযু করে নিব ।তাতে কোন্ সন্দেহ থাকছে না। কি বলেন মাননীয় সম্মাননীয় শাইখ ।

    • @purposeofname9794
      @purposeofname9794 3 года назад +2

      হুম কোনো সমস্যা নেই। গোসলের ফরজ গুলো আদায় হলেই হলো। ওযু পরেও করা যাবে। কিন্তু সুন্নাহ হলো রাসুল(সাঃ) আগে দুই হাতের কবজি ধুইতেন, এর পর লজ্জাস্থান , এর পর ওযূ এর পর গোসল,

  • @billalhossin4522
    @billalhossin4522 3 года назад +1

    গোসলের আগে অজু করলাম পরে সাবান দিয়ে লজ্জা ও পুরো শরিল ধুয়েলাম আমার কি আবার অজু করতে হবে

  • @akhtarujjamanhaque7208
    @akhtarujjamanhaque7208 3 года назад +1

    হাদীস দুর্বল বললেন কেনো, হাদীস তো সহীহঃ
    أَخْبَرَنَا هَنَّادٌ، عَنْ مُلَازِمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ قَالَ: خَرَجْنَا وَفْدًا حَتَّى قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ وَصَلَّيْنَا مَعَهُ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ جَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَى فِي رَجُلٍ مَسَّ ذَكَرَهُ فِي الصَّلَاةِ؟ قَالَ: «وَهَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ مِنْكَ أَوْ بِضْعَةٌ مِنْكَ»
    তালক ইব্ন আলী (রাঃ) থেকে বর্ণিতঃ:
    তিনি বলেনঃ আমরা আমাদের গোত্রের প্রতিনিধি হিসাবে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এলাম, তারপর তার নিকট বায়আত গ্রহণ করলাম এবং তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। সালাত শেষ হলে এক ব্যক্তি আসলো, মনে হলো যেন সে একজন গ্রাম্য লোক। সে বলল, ইয়া রাসূলুল্লাহ্‌! কোন ব্যক্তি সালাতে পুরুষাঙ্গ স্পর্শ করলে তার সম্বন্ধে আপনার অভিমত কি? তিনি বললেনঃ এটা তোমার শরীরের এক টুকরা গোশত বৈ আর কি? অথবা তিনি বললেনঃ তা তোমাদের শরীরের একটি অংশ। [১]
    সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৬৫
    হাদিসের মান: সহিহ হাদিস
    Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
    حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُلاَزِمُ بْنُ عَمْرٍو الْحَنَفِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَدِمْنَا عَلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَجَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ مَا تَرَى فِي مَسِّ الرَّجُلِ ذَكَرَهُ بَعْدَ مَا يَتَوَضَّأُ فَقَالَ ‏"‏ هَلْ هُوَ إِلاَّ مُضْغَةٌ مِنْهُ ‏"‏ ‏.‏ أَوْ قَالَ - ‏"‏ بَضْعَةٌ مِنْهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ هِشَامُ بْنُ حَسَّانَ وَسُفْيَانُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ وَابْنُ عُيَيْنَةَ وَجَرِيرٌ الرَّازِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ جَابِرٍ عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ ‏.‏
    ক্বায়িস ইবনু ত্বালক্ব থেকে তাঁর পিতার সূত্রে থেকে বর্ণিতঃ:
    তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট উপস্থিত হলাম। তখন সম্ভবতঃ এক বেদুইন ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রসূল! কোন ব্যাক্তি উযু করার পর নিজ পুরুষাঙ্গ স্পর্শ করলে তাঁর ব্যাপারে আপনার অভিমত কী? তিনি বললেন, ওটা তো তাঁর শরীরের গোশতের একটি টুকরা মাত্র।
    সহীহ।
    ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদীসটি ক্বায়িস ইবনু ত্বালক্ব হতে মুহাম্মদ ইবনু জাবির সূত্রে হিশাম ইবনু হাসসান, সুফিয়ান সাওরী, শু’বাহ, ইবনু ‘উয়াইনাহ এবং জারীর আর-রাযী প্রমুখ বর্ণনা করেছেন।
    সুনানে আবু দাউদ, হাদিস নং ১৮২
    হাদিসের মান: সহিহ হাদিস
    Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
    عَنْ أَرْقَمَ بْنِ شُرَحْبِيلَ، قَالَ: ” قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: إِنِّي أَحُكُّ جَسَدِي وَأَنَا فِي الصَّلاةِ فَأَمَسُّ ذَكَرِي، فَقَالَ: إِنَّمَا هُوَ بِضْعَةٌ مِنْكَ
    হযরত আরকাম বিন শুরাহবিল থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ বিন মাসঊদকে বললাম, আমি নামাযরত অবস্থায় আমার শরীর চুলকাচ্ছিলাম। এর মাঝে আমি আমার গোপনাঙ্গ স্পর্শ করে ফেলি।[এ পরিস্থিতে হুকুম কী? অজু কি ভেঙ্গে গেছে?] আব্দুল্লাহ বিন মাসঊদ রাঃ বললেন, এটিতো তোমার শরীরেরই একটি অংশ। [তাই অজু ভাঙ্গবে কেন? শরীরের অন্য অঙ্গে ধরলে যেমন ভাঙ্গবে না, তো এখানে ধরলে ভাঙ্গবে কেন?] {মুয়াত্তা মুহাম্মদ, হাদীস নং-২১ সনদ সহীহ }
    عَنْ إِبْرَاهِيمَ، ” أَنَّ ابْنَ مَسْعُودٍ سُئِلَ عَنِ الْوُضُوءِ مِنْ مَسِّ الذَّكَرِ؟ فَقَالَ: إِنْ كَانَ نَجِسًا فَاقْطَعْهُ
    হযরত ইবরহীম নাখয়ী থেকে বর্ণিত। নিশ্চয় ইবনে মাসঊদ রাঃ কে লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভেঙ্গে যাবে কি না? মর্মে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি এটি নাপাকই হয়, তাহলে এটি কেটে ফেল।
    {মুয়াত্তা মুহাম্মদ, হাদীস নং-১৯ সনদ সহীহ }

  • @alamgiralam852
    @alamgiralam852 3 года назад +1

    This Gumta is real BIDAT.

    • @mohammadjishan7777
      @mohammadjishan7777 3 года назад

      আপনি সেরা এককান জ্ঞাজ্ঞানী মানুষ😁

  • @alamgiralam852
    @alamgiralam852 3 года назад +2

    Gumta hujur Abu munafik?

  • @MyTafsirtv
    @MyTafsirtv 3 года назад +2

    ভাই আপনি লিখেছেন মতিউর রহমান মাদানী কিন্তু মূলত তিনি মতিউর রহমান বিহারী উনার বাড়ি বিহারে

    • @mdferdousahmedabid8191
      @mdferdousahmedabid8191 3 года назад +6

      আবাল,,
      শায়েখ মদীনা বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করছেন এই জন্য মাদানী লিখা
      হয়েছে,,💖💖💖💖

    • @HolyEntertainment
      @HolyEntertainment 3 года назад

      Bari malda, india

    • @kayki8421
      @kayki8421 3 года назад +1

      বাডী মালদাহ হলে নামের শেষে মালদাহ লাগাতে হবে কেন। উনি মদীনা ইউনিভার্সিটি থেকে পডাশোনা করেছেন। অনেকদিন। উনি মাদানী লিখবে না তো মাদানী লিখবে কে?!!!!

    • @kayki8421
      @kayki8421 3 года назад

      না জেনে কথা বলা ঠিক নয়।
      @tv

  • @user-nn5qr3nu8h
    @user-nn5qr3nu8h 3 месяца назад +1

    কোন কিছুই হয় না !

  • @mdshawonmolla5342
    @mdshawonmolla5342 3 года назад +1

    💕💕💕