এক রোপনেই পাঁচবার ফসল

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • এক রোপনেই পাঁচবার ফসল !!
    পঞ্চব্রীহি ধানের জাত নিয়ে অবেদ চৌধুরি বলেন, পঞ্চব্রীহি ধান চাষে প্রথম বার ১১০দিন পর ফলন আসে। পরের ফলন আসে ৪৫ দিন অন্তর। ১ বার বোরো, ২ বার আউশ ও ২ বার আমন ধানের ফলন পাওয়া যাবে এই ধানে। পঞ্চব্রীহি ধানে প্রথমবার হেক্টর প্রতি উৎপাদন হয় ৪ টন।এ ধানের চারা প্রতি ৫ সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হয়।ফলে গাছটি মাটি থেকে ভালোভাবে শক্তি নিয়ে বেড়ে উঠতে পারে। এ ধান অন্যান্য ধানের চেয়ে ৩ গুন কম খরচে উৎপাদন করা যাবে।
    #পঞ্চব্রীহিধান #ধানচাষ #ধানউৎপাদন #বাংলাদেশি_ধান #ধানের_চারা #বাংলাদেশে_ধান #ধানের_পরিচর্যা #কৃষিবিষয়ক #উৎপাদনশীলকৃষি #পরিবেশসন্ত্রন #বাস্তবজীবনে_কৃষি #অর্থনীতি #পরিবেশপ্রেরণা #কৃষিপ্রযুক্তি #বাংলাদেশের_কৃষি #ধানের_ফলন #আউশ_ধান #বোরো_ধান #আমন_ধান #বাংলাদেশের_ফসল #প্রাকৃতিক_উৎপাদন #কৃষিউন্নতি #কৃষিকল্যাণ #পরিবেশসন্ত্রন #প্রবৃদ্ধি #কৃষিশিক্ষা #ধানের_প্রযুক্তি #বাংলাদেশে_কৃষি #সম্প্রচার #প্রজন্মের_অভিজ্ঞত

Комментарии •