শাইখ আব্দুল্লাহ, তাঁর মত করে ব্যাখ্যা করেছেন।রাসূল স: বলেছেন যে তোমরা যদি সফরে থাকা, তিনজন হলেও একজনকে আমির বানাও। এ আমির কি হাত কাটতে পারবেন ? পারবেননা। সুতরাং এ আলোচনা অসম্পূর্ণ।
অনেকেই আবদুল্লাহর বক্তব্য বুঝতে পারছে না । উনি এখানে একথা বুঝাতে চাচ্ছেন যে , যিনি দেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান হবেন , রাষ্ট্রে বসবাসরত সকলকে তার আনুগত্য করতে হবে। তবে তাকে অবশ্যই আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। সংক্ষেপে এ হলো আবদুল্লাহর বক্তব্যের সারমর্ম।
আমি জেনারেলের ছাত্র আমি আগে প্রচুর পরিমাণে খারাপ ছিলাম তাবলীগে যাওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে আমি অনেক ভালো হয়েছি হে আল্লাহ এরকম বক্তাদের আপনি সঠিক বুঝ দান কর
এই ব্যক্তি বর্তমানে ফেসবুক লাইভে এসে আপনার আব্বুর ভিডিও কেটে কেটে ফিতনা ছড়াচ্ছে কিন্তু আমরা এমন নয় যে তার কাটিং ভিডিও দেখে আপনার আব্বুর প্রতি আমরা ভুল ধারণা পেশ করব আপনার আব্বুর ভিডিও দেখে প্রবাসে থেকে আল্লাহর অশেষ রহমতে অনেকটাই নিজেকে পরিবর্তন করতে পেরেছি আমার হৃদয়ের স্তরের স্থল থেকে আপনার আব্বুর জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত বাড়িয়ে
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আমার বাংলাদেশের সমস্ত ভাইদের কে একটি অনুরোধ আপনারা যদি ওয়াজ মাহফিল কৱান তাহলে এরকম ভালো মানের বক্তাদের ওয়াজ মাহফিল করান আমরা এদের মাধ্যমে আমরা এদের মাধ্যমে আমরা সঠিকভাবে সঠিক ইসলাম বুঝতে পারছি সেরেক বেদাত বোঝা যায়
আহলে হাদিসের প্রধান আমির জমিয়তে প্রধানকে আমির হেফাজতের প্রধানকে আমির ইসলামী আন্দোলনে আমির জামায়াত ইসলামীতে আমির সব জায়গায় আমির শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে কোন কথা বললেন না। তাবলীগ জামাতের আমির সাদ সাবেক ধোলাই দিলেন। এটাই বুঝি ইনসাফ
nafees, ইমাম, আরবী শব্দ। এর বিভিন্ন অর্থ আছে, পটভূমি, ক্ষেএ, পরিবেশ, কন্টেন্ট, context এর উপর। ইসলামী খেলাফতের আমীর, তবলীগ জামাতের আমীর, একটি রাজনৈতিক দলের আমীর, একটি গ্রুপের আমীর - এগুলোর মাঝে - ক্ষমতা, পাওয়ার, দায়িত্ব, ভুমিকা - এসবের অনেক পার্থক্য আছে। প্রচুর পড়াশোনা করতে হবে। হুট করে কমেন্ট করা অনুচিত।
আল্লাহ সমালোচকদের হাত থেকে আমাদের রেহাই দিয়ে এক ইসলাম করে দাও । আল্লাহ কারো সমালোচনা আমরা শুনতে চাইনি । আল্লাহ পয়সার লোভ এরা একে অপরের বদনাম করে । আল্লাহ আমাদের হেফাজত করো ।
@mdkadir-lm3zu উনি কখন আমি যে আনুগত্য ও জামাতবদ্ধ হয়ে থাকার ব্যাপারে হাদিস লেখা শুরু করলে উনি যেমন থাকা হাদিস যেটা উনি সংকলন করেছেন এটা মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সংকলিত ওখানে যে চ্যাপ্টার আনা হয়েছে সেটা তো বহু আগে দেওবন্দের সাথেও দখলে এখনো সমস্যা ছিল না আর তাবলীগের সাথীদের মধ্যে কোন সমস্যা ছিল না কথাগুলো এখন বলতেছে যে দেওবন্দের সাথে সমস্যা হওয়ার কারণে আমি সম্পর্কে হাদিস লিখছি এটা তো পুরোপুরি অসত্য ভাষণ এই লোক তো কিছুই জানে না ইতিহাস কিছুই জানেনা
আমি এই আলেম ও এনার আব্বা কে মাঝে মাঝে ভাবতাম বেশ ভালো আলেম। আল্লাহ এনাদের বাপ বেটা কে হেদায়েত দিক। গীবতের নিয়ে এনার আব্বা অনেক বোরো বোরো কথা বলেন কিন্তু নিজে গীবত করছেন। আল্লাহ হেদায়েত দিক এনাদের মত আলেমদের যারা সমাজে ফিৎনা সৃষ্টি করে।
নিঃস্ব ব্যক্তি কিছুই দিতে পারেনা।যাদের কাছে দ্বীনের সহীহ ইলম নেই এককথায় দ্বীনের ব্যাপারে যে ব্যক্তি অঙ্গ,সে ব্যক্তি মানুষদের কি শিক্ষা দিবে? আগে ইলম অর্জন তারপর দাওয়াত। দাওয়াতের হাতিয়ার হচ্ছে ইলম।
আরে কানা উনারা একটা অরাজনৈতিক দল গঠন করেছেন তাই সেই দলের প্রধান হিসেবে আমির বলা হয় কিন্তু মওলানা সাদ সেই আমিরের দাবি করেন নাই উনি মুসলিম উম্মাহর আমির নিজেই নিজেকে ঘোষনা করেছেন। সাদ সাহেব নবিগনের জীবনী আপত্তিকর ভঙ্গিতে বলেন উনি নিশ্চয় অসভ্য
আপনি যে বললেন এটি ভুল কথা বললেন আমিরের বিষয়টি আমরা সাধারণরা স্পষ্ট ধারণা রাখি না কিন্তু উনার বক্তব্য থেকে একটি স্পষ্ট ধারণা পেলাম এটি আমাদের সকল মুসলমানদের জন্য জানা জরুরী শুধু আপনাদের সমস্যা এই বলে চালিয়ে দিবেন আর ধামাচাপা দিয়ে রাখবেন এটি হবে না ইসলামের প্রতিটি বিষয় সম্পর্কে জানার অধিকার রয়েছে সকল মুসলমানের। এটি শুধু আপনার ও আপনার তাবলীগের জন্য নয় এটি সকলের। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন।
সম্মানিত শায়েখ আব্দুল্লাহ আপনার আরো পড়াশোনা করতে হবে আপনি অক্ষ বদ্ধ তারমধ্যে জামাতবদ্ধ মধ্যে ফাটল ধরেছেন আপনি সরকারের পাচাটা গোলাম আপনি সঠিক হাদিসের ব্যাখ্যা করছেন না আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক
সুন্নাত শব্দটি কুরআন মজীদে আল্লাহ রীতিনীতি বিধি-বিধান এর সাথে সম্পৃক্ত রাসুলের সুন্নত বলতে কুরআন এ কোন শব্দ আছে কি Al-Fath 48:23 তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের ব্যাপারে এটি আল্লাহর ( সুন্নত) নিয়ম; আর তুমি আল্লাহর নিয়মে কোন পরিবর্তন পাবে না। سُنَّةَ ٱللَّهِ ٱلَّتِى قَدْ خَلَتْ مِن قَبْلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبْدِيلًا Ghafir 40:85 সুতরাং তারা যখন আমার আযাব দেখল তখন তাদের ঈমান তাদের কোন উপকার করল না। এটা আল্লাহর বিধান ( সুন্নত) তাঁর বান্দাদের মধ্যে চলে আসছে। আর তখনই কাফিররা ক্ষতিগ্রস্ত হয়েছে। فَلَمْ يَكُ يَنفَعُهُمْ إِيمَٰنُهُمْ لَمَّا رَأَوْا۟ بَأْسَنَاۖ سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِى قَدْ خَلَتْ فِى عِبَادِهِۦۖ وَخَسِرَ هُنَالِكَ ٱلْكَٰفِرُونَ Al-Hijr 15:26 আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে, কালচে কাদামাটি থেকে। وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ Al-Hijr 15:13 তারা এতে ঈমান আনবে না, আর পূর্ববর্তীদের রীতি ( সুন্নত) তো বিগত হয়েছে। لَا يُؤْمِنُونَ بِهِۦۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ Al-Hijr 15:28 আর স্মরণ কর, যখন তোমার রব ফেরেশতাদের বললেন, ‘আমি একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে’। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَٰٓئِكَةِ إِنِّى خَٰلِقٌۢ بَشَرًا مِّن صَلْصَٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ Al-Ahzab 33:62 ইতঃপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে এটাই ছিল ( সুন্নত) আল্লাহর রীতি, আর তুমি আল্লাহর রীতিতে কখনই কোন পরিবর্তন পাবে না। سُنَّةَ ٱللَّهِ فِى ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبْدِيلًا Al-Hijr 15:33 সে বলল, ‘আমি তো এমন নই যে, একজন মানুষকে আমি সিজদা করব, যাকে আপনি সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে’। قَالَ لَمْ أَكُن لِّأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُۥ مِن صَلْصَٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ An-Nisa' 4:26 আল্লাহ চান তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করতে, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের আদর্শ ( সুন্নত) প্রদর্শন করতে এবং তোমাদের তাওবা কবূল করতে। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। Aal-e-Imran 3:137 অবশ্যই তোমাদের পূর্বে অনেক রীতি-নীতি অতিবাহিত হয়েছে, অতএব তোমরা যমীনে ভ্রমণ কর, দেখ অস্বীকারকারীদের পরিণতি কিরূপ হয়েছিল। قَدْ خَلَتْ مِن قَبْلِكُمْ سُنَنٌ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ Al-Ahzab 33:38 নবীর কোন পাপ হবে না আল্লাহ তার জন্য যা নির্ধারণ* করেছেন তা করলে; পূর্বে যে সব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটিই ছিল আল্লাহর ( সুন্নত) নিয়ম। আর আল্লাহর বিধান সুনির্ধারিত, অবশ্যম্ভাবী। مَّا كَانَ عَلَى ٱلنَّبِىِّ مِنْ حَرَجٍ فِيمَا فَرَضَ ٱللَّهُ لَهُۥۖ سُنَّةَ ٱللَّهِ فِى ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلُۚ وَكَانَ أَمْرُ ٱللَّهِ قَدَرًا مَّقْدُورًا Al-Isra' 17:77 তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে ( সুন্নত) কোন পরিবর্তন পাবে না। سُنَّةَ مَن قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِن رُّسُلِنَاۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا Al-Anfal 8:38 যারা কুফরী করেছে তুমি তাদেরকে বল, যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করা হবে। আর যদি তারা পুনরায় করে তাহলে পূর্ববর্তীদের ( সুন্নত) রীতি তো গত হয়েছে। قُل لِّلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَنتَهُوا۟ يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ وَإِن يَعُودُوا۟ فَقَدْ مَضَتْ سُنَّتُ ٱلْأَوَّلِينَ Fatir 35:43 যমীনে উদ্ধত আচরণ ও কূটচক্রান্তের কারণে। কিন্তু কূটচক্রান্ত কেবল তার ধারককেই পরিবেষ্টন করবে। তবে কি তারা পূর্ববর্তীদের (উপর আল্লাহর) বিধানের অপেক্ষা করছে? কিন্তু তুমি আল্লাহর বিধানের ( সুন্নত) কখনই কোন পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের ( সুন্নত) কখনই কোন ব্যতিক্রমও দেখতে পাবে না। ٱسْتِكْبَارًا فِى ٱلْأَرْضِ وَمَكْرَ ٱلسَّيِّئِۚ وَلَا يَحِيقُ ٱلْمَكْرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهْلِهِۦۚ فَهَلْ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلْأَوَّلِينَۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبْدِيلًاۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحْوِيلًا
ভাই আব্দুল্লাহ সত্যি কথা বলতে রাস্ট্র যদি ইসলাম পন্থী না হয় ইসলাম তাহলে কিভাবে প্রতিসঠা পাবে ইকমাতে দ্বীন ? একজন সেকুলার আদর্শের অনূশারী কি ভাবে ইসলামের আইন কানূন প্রতিসঠা করবে ।কোথায় সেই কর্ম শুচি আল্লাহর জমিনের আল্লাহর দ্বীন প্রতিসঠার?
কি বলে ঈমান আনতে হবে? Al-Baqarah 2:136 তোমরা বল, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাযিল করা হয়েছে আমাদের উপর ও যা নাযিল করা হয়েছে ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাদের সন্তানদের উপর আর যা প্রদান করা হয়েছে মূসা ও ঈসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে। আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না। আর আমরা তাঁরই অনুগত’।
আপনি মাওলানা স্বাদ সাহেবের থেকেও বড় আলেম? আপনি যদি বড় আলেম হতেন আরেকজনের সমালোচনা করতেন না? এদিকে বলে গীবত। আমাদের দেশের সবচেয়ে বেশি গীবত করে হুজুররা (আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এই ধরনের কথা বলার জন্য)। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন
কুরআনে ঈমানের কথা বলা আছে।আকীদা কথাটাই নেই। এই শব্দটি নবীজির ( স ) - এর ইন্তেকালের ২ থেকে ৩ শত বৎসর পরে। ঈমান আর আকীদার ভেতর সূক্ষ পার্থক্য আছে। কারোর আকীদা যদি সহি না থাকে , তা হলে সমস্যা টা কি ?
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান এই কথা গুলো হৃদয় দিয়ে চিন্তা করার তাওফিক দান করুন আমিন ছুম্মা আমিন।
অসাধারণ একটি তথ্য বহুল আলোচনা।। আমার প্রিয় শাইখ কে আল্লাহ সুবহানুতালা তুমি তাকে নেক হায়াত দান কর।।
শাইখ আব্দুল্লাহ, তাঁর মত করে ব্যাখ্যা করেছেন।রাসূল স: বলেছেন যে তোমরা যদি সফরে থাকা, তিনজন হলেও একজনকে আমির বানাও। এ আমির কি হাত কাটতে পারবেন ? পারবেননা। সুতরাং এ আলোচনা অসম্পূর্ণ।
😢@@muhammadjafar5968
আমি আমার স্বামীকে হেদায়েতের দোয়া চাইছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত করেন আমীন
আমিন
কি সমস্যা আপু
আল্লাহ্ তায়ালা আপনার মনের আশা যেন পূরণ করে আমিন
এটা বাদ দিয়ে হেদায়েত প্রাপ্ত একটা স্বামী খোঁজেন তাহলেই হবে
জামাতে পাঠীয়ে দেন আপনার স্বামী কে
আলহামদুলিল্লাহ!! আল্লাহ আমাদের সত্য সহজ সরল পথে পরিচালিত করুন! আমিন!!
সত্যিই ইনার আলোচনা অনবদ্য। আলহামদুলিল্লাহ।
ইংশাল্লাহ সবসময়ই দোয়া করি । আল্লাহ সোবহানাহু তায়ালা আমাদের দোয়া কবুল করুন । আল্লাহুমা আমিন।
অনেকেই আবদুল্লাহর বক্তব্য বুঝতে পারছে না । উনি এখানে একথা বুঝাতে চাচ্ছেন যে , যিনি দেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান হবেন , রাষ্ট্রে বসবাসরত সকলকে তার আনুগত্য করতে হবে। তবে তাকে অবশ্যই আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। সংক্ষেপে এ হলো আবদুল্লাহর বক্তব্যের সারমর্ম।
❤❤❤
রাইট
আপনি যা বলেছেন আবদুল্লাহ তা বলেননি। তিনি পরিস্কার করে বললে ভালো হতো।
Murkhora ahle hadees hoy na
হকের উপর প্রতিষ্ঠিত না হলে ঐ দল ধ্বংশ হবেই।
দ্বীন ইসলাম একমাত্র পথ/জীবন বিধান। আল্লাহ ও তাঁর রসুলের আদেশ নির্দেশিত পথের পথিক হওয়াই আবশ্যক। ধন্যবাদ
জাজাকাল্লাহ খায়েরান। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
আল্লাহ উলামায়ে দেওবন্দ কে সবচেয়ে বেশি দ্বীনের জন্য এ যুগে কবুল করেছেন আলহামদুলিল্লাহ।
❤❤❤
ইসলাম এর খতি যুগে যুগে এক শ্রেণীর আলেম রা করেছে। কারণ বড় স্থান থেকে কথা বল্লে মানুষ তা শুনে। শায়েখ আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল 🌹🌹🌹🌹
আরশাদ মাদানী মাওলানা সাদ সাহেব কে নিজের মাদ্রাসার খতমে বুখারীতে প্রধান অতিথি হিসেবে নিয়েছিলেন।
🌹جزاك الله خيراً 🌹(জাযাকাল্লা-হু খাইরা) অর্থঃ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন।🌷🌹🥀
এই তবলিগ। দাওয়াত এর মেহনত নবী ওয়ালা মেহনত এই দাওয়াতের উছীলায় অসংখ্য বিধর্মী কে আল্লাহ তায়ালা মুসমান করেছেন আমিন।
তাবলীগের একটা ঝামেলা যেটা এদের জিহাদের হাদিস পড়লে সব দাওয়াতের হাদিস বলে চালায়।
যুদ্ধের হাদিস পড়লে সবাই সব দেখি নাক শিটকায় ভাই।
আপনার কথা সম্পূর্ণ মিথ্যাl তাবলীগ ওয়ালারা কোনো অমুসলিমকে দাওয়াত দেয় না
আমি জেনারেলের ছাত্র আমি আগে প্রচুর পরিমাণে খারাপ ছিলাম তাবলীগে যাওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে আমি অনেক ভালো হয়েছি হে আল্লাহ এরকম বক্তাদের আপনি সঠিক বুঝ দান কর
উনার বক্তব্য কয়েকবার শুনে বুঝে তারপর মন্তব্য করুন, মহান আল্লাহপাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন... আমিন।
Amin
এই ব্যক্তি বর্তমানে ফেসবুক লাইভে এসে আপনার আব্বুর ভিডিও কেটে কেটে ফিতনা ছড়াচ্ছে
কিন্তু আমরা এমন নয় যে
তার কাটিং ভিডিও দেখে আপনার আব্বুর প্রতি আমরা ভুল ধারণা পেশ করব
আপনার আব্বুর ভিডিও দেখে প্রবাসে থেকে আল্লাহর অশেষ রহমতে অনেকটাই নিজেকে পরিবর্তন করতে পেরেছি
আমার হৃদয়ের স্তরের স্থল থেকে আপনার আব্বুর জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত বাড়িয়ে
মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা আল্লাহ তুমি আব্দুল্লাহ ভাইকে নেক হায়াত দান কর আমিন
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা ❤️❤️❤️
আপনাকে কবুল করুক আমিন
ভাই দারুণ কথা বলেছেন,,, যদিও আপনি আহলে হাদিস,, সঠিক ফতুয়ার কথা বলেছেন
দেওবন্দী ওস্তাদদের মতামতের এতো গুরুত্ব দিলেন! অথচ একজন দেওবন্দী ওস্তাদও মাজহাবের বাইরে নয়! এটাকি বুঝতে পারলেন না?
উচিত কথা বল্লে,,, দোশ
কেন ভাই মাযহাব মানা খতির কি।
আল্লাহ আমাদের সবাইকে এই সব সুবিধা বাঁদিদের থেকে হেফাজত করুন
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ
এভাবেই সত্য সবার সামনে আসবে ইংশা-আল্লাহ্
আরশাদ মাদানী মাওলানা সাদ সাহেব কে নিজের মাদ্রাসার খতমে বুখারীতে প্রধান অতিথি হিসেবে নিয়েছিলেন। সাদা সাহেব আমির সংক্রান্ত কোন বই লিখেননি।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আমার বাংলাদেশের সমস্ত ভাইদের কে একটি অনুরোধ আপনারা যদি ওয়াজ মাহফিল কৱান তাহলে এরকম ভালো মানের বক্তাদের ওয়াজ মাহফিল করান আমরা এদের মাধ্যমে আমরা এদের মাধ্যমে আমরা সঠিকভাবে সঠিক ইসলাম বুঝতে পারছি সেরেক বেদাত বোঝা যায়
আরশাদ মাদানী মাওলানা সাদ সাহেব কে নিজের মাদ্রাসার খতমে বুখারীতে প্রধান অতিথি হিসেবে নিয়েছিলেন। সাদা সাহেব আমির সংক্রান্ত কোন বই লিখেননি।
আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন আমীন
যাজাকাল্লাহ কাইরান
হায়াকুমুল্লাহ, শায়েখ
আলহামদুলিল্লাহ।
Al hamdulillah,Allahhuakbar, jajakallah khayran sheikh.
অসাধারণ বক্তব্য।।।।।।
আহলে হাদিসের প্রধান আমির
জমিয়তে প্রধানকে আমির
হেফাজতের প্রধানকে আমির
ইসলামী আন্দোলনে আমির
জামায়াত ইসলামীতে আমির
সব জায়গায় আমির শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে কোন কথা বললেন না। তাবলীগ জামাতের আমির সাদ সাবেক ধোলাই দিলেন। এটাই বুঝি ইনসাফ
😅
Asolei
জাজাকাল্লাহ খাইরান
হাদীসে আছে:- 3 জন সফরে গেলে একজনকে আমীর বানিয়ে নিয়। তবে তার কি অধিকার আছে চোরের হাত কাটার?
হাদিস নাম্বার এবং কোন হাদিসে রয়েছে বলবেন
@@MdHabib-gz1rm সব হাদিস জানেন না মনে হয়
আমীর হলো মুসলিম দেশের প্রধান
nafees,
ইমাম, আরবী শব্দ।
এর বিভিন্ন অর্থ আছে, পটভূমি, ক্ষেএ, পরিবেশ, কন্টেন্ট, context এর উপর।
ইসলামী খেলাফতের আমীর, তবলীগ জামাতের আমীর, একটি
রাজনৈতিক দলের আমীর, একটি
গ্রুপের আমীর - এগুলোর মাঝে - ক্ষমতা, পাওয়ার, দায়িত্ব, ভুমিকা - এসবের অনেক পার্থক্য আছে।
প্রচুর পড়াশোনা করতে হবে।
হুট করে কমেন্ট করা অনুচিত।
যারা নিজেকে আমীর দাবি করছে তারা সফরের আমীর দাবী করছে না, তারা মুসলিম জামাতের আমীর দাবী করছে!!
গিবাদ করাই কি আহালে হাদিস এর এক মাএ কাজ??? যাখনই কোন শায়েখ এর আলোচনা শুনি,তখনই দেখি কারো না কারো নাম দরেই সমালোচনা করে।
Ma sha Allah 'Alhamdu lillah 'zaza khalla Khairan Ameen.
Jazakallah khairan !
আল্লাহুআকবার ।
ভাই এই বইতো আমি পাইনি ??
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান আল্লাহুমা আমিন
Amin
Alhamdulillah allah amader ke souhi buj dan koren aamiin thanks for your
আলহামদুলিল্লাহ. জাজাকাল্লাহ খাইরান।
Masha Allah jajakallah khairan prio shaikh
❤ খুব সুন্দর আলোচনা
Jajak Allah khairan
মাশাআল্লাহ অসাধারণ একটি বক্তব্য।
Nijer pa chulkaw. Tablig jamat Nia chulkano che che. Era naki naebe rasul
আপনাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তাহলে বাংলাদেশেটা সুন্দর হবে
Good presentation.
মাশাল্লাহ খুব সুন্দর কথা গুলো ছিলো।
আল্লাহ সমালোচকদের হাত থেকে আমাদের রেহাই দিয়ে এক ইসলাম করে দাও । আল্লাহ কারো সমালোচনা আমরা শুনতে চাইনি । আল্লাহ পয়সার লোভ এরা একে অপরের বদনাম করে । আল্লাহ আমাদের হেফাজত করো ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহু খাইরান শাইখ।
ইসলামের আদর্শের উপরে কথা বলুন অযথা পরের পেছনে পরবেন না সাবধান থাকুন আল্লাহ হেফাজত করুক
আপনি মনে হয় তাবলীগের লোক🥴
আপনার এত জালাপোড়া করে কেন?
এই হুজুর না জেনে কোন কথা বলিস না বলবি জেনে শুনে বলিস পরকালে জবাব দিয়ে করতে হবে
কি না জেনে বলছে যদি একটু বলতেন
@mdkadir-lm3zu
উনি কখন আমি যে আনুগত্য ও জামাতবদ্ধ হয়ে থাকার ব্যাপারে হাদিস লেখা শুরু করলে উনি যেমন থাকা হাদিস যেটা উনি সংকলন করেছেন এটা মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সংকলিত ওখানে যে চ্যাপ্টার আনা হয়েছে সেটা তো বহু আগে দেওবন্দের সাথেও দখলে এখনো সমস্যা ছিল না আর তাবলীগের সাথীদের মধ্যে কোন সমস্যা ছিল না কথাগুলো এখন বলতেছে যে দেওবন্দের সাথে সমস্যা হওয়ার কারণে আমি সম্পর্কে হাদিস লিখছি এটা তো পুরোপুরি অসত্য ভাষণ এই লোক তো কিছুই জানে না ইতিহাস কিছুই জানেনা
বোঝার বিষয় আছে,,,আলহামদুলিল্লাহ
কিছু কথা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
Masaallah
সুন্দর ভিডিও ❤
আমি এই আলেম ও এনার আব্বা কে মাঝে মাঝে ভাবতাম বেশ ভালো আলেম। আল্লাহ এনাদের বাপ বেটা কে হেদায়েত দিক। গীবতের নিয়ে এনার আব্বা অনেক বোরো বোরো কথা বলেন কিন্তু নিজে গীবত করছেন। আল্লাহ হেদায়েত দিক এনাদের মত আলেমদের যারা সমাজে ফিৎনা সৃষ্টি করে।
Kokhono kokhono gibot faroj, jodi key Islam k vul pathe porichalito kore.
আহারে আমার ফেরেস্তা
আপনি গরিব কাকে বলে জানেন ❓
Alhamdulillah. Jajakallahu Khairan.
আমার মামীর জন্য দোয়া চাই।সবায় দোয়া করবেন আমিন আমার স্বামী মরনে সাথে করছে।সবায় দোয়া করবেন আল্লাহ যেন ছেলে মেয়েদের জন্য ফেলে যায় সবার দোয়া চাই
আব্দল্লাহ ভাই?? আল্লাহ কোটি কোটি মানুষ কে তাবলিগী এর মাদ্যামে হেদায়েত দিচ্চে, হয়তো এদের এলেম কম কিন্তু চরিত্র খুব সুন্দর
ভাই তাদের আকিদাগত সংশোধন জরুরী
তাওহীদ না থাকলে ছাড়া সবই বাতিল
নিঃস্ব ব্যক্তি কিছুই দিতে পারেনা।যাদের কাছে দ্বীনের সহীহ ইলম নেই এককথায় দ্বীনের ব্যাপারে যে ব্যক্তি অঙ্গ,সে ব্যক্তি মানুষদের কি শিক্ষা দিবে?
আগে ইলম অর্জন তারপর দাওয়াত।
দাওয়াতের হাতিয়ার হচ্ছে ইলম।
FUNNY 😄
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
মাশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান
খুব গুরুত্ব পূর্ণ বক্তব্য
সুন্দর আলোচনা
'আমীর' শব্দ টি শুধু মৌলানা সাদ সাহেব ব্যবহার করেন নি, মৌলানা আরসাদ মাদানী ও অন্যান্য আলিমগণও ব্যবহার করেছেন।
আমির কয়জন হবে???
আপনি কতোটুকু জানেন???
😂😂😂@@tanvirsazid33
আরে কানা উনারা একটা অরাজনৈতিক দল গঠন করেছেন তাই সেই দলের প্রধান হিসেবে আমির বলা হয় কিন্তু মওলানা সাদ সেই আমিরের দাবি করেন নাই উনি মুসলিম উম্মাহর আমির নিজেই নিজেকে ঘোষনা করেছেন। সাদ সাহেব নবিগনের জীবনী আপত্তিকর ভঙ্গিতে বলেন উনি নিশ্চয় অসভ্য
Abdullah vai osadharon,
আমাদের তাবলীগের মধ্যে আমীরের যে সমস্যা এইটি আমরা বলি আপনারা তৃতীয় পক্ষের আপনাদের বলার দরকার নাই
আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ক্ষমতা দখলের নামে পিটাপিটি বাদ দেন, এতে ইসলামের ক্ষতি কিন্তু লাভ নেই 🙄
আপনি যে বললেন এটি ভুল কথা বললেন আমিরের বিষয়টি আমরা সাধারণরা স্পষ্ট ধারণা রাখি না কিন্তু উনার বক্তব্য থেকে একটি স্পষ্ট ধারণা পেলাম এটি আমাদের সকল মুসলমানদের জন্য জানা জরুরী শুধু আপনাদের সমস্যা এই বলে চালিয়ে দিবেন আর ধামাচাপা দিয়ে রাখবেন এটি হবে না ইসলামের প্রতিটি বিষয় সম্পর্কে জানার অধিকার রয়েছে সকল মুসলমানের। এটি শুধু আপনার ও আপনার তাবলীগের জন্য নয় এটি সকলের। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন।
সম্মানিত শায়েখ আব্দুল্লাহ আপনার আরো পড়াশোনা করতে হবে আপনি অক্ষ বদ্ধ তারমধ্যে জামাতবদ্ধ মধ্যে ফাটল ধরেছেন আপনি সরকারের পাচাটা গোলাম আপনি সঠিক হাদিসের ব্যাখ্যা করছেন না আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক
আমীন
অসাধারণ বক্তব্য ।
মাশাললাহ ❤❤❤❤❤
কেয়ামতের আগে ঘরে ঘরে আলেম হবে হেদায়েত থাকবেনা | সাদ সাব এর গিবত আর গিবত
মাসাল্লাহ
যাজাকাল্লাহ্ খুব সুন্দর কথা বলছেন শায়েখ
মৌলানা সাদ সাহেব কোন ব্ই লিখেন নি।
লিখেছেন
নাম বলেন।
Apni kaita book porechen Bhai?
Ato false boyan onara kibabe koren ,maolana saad saber Boi oni kothai falen
কোনটা লাগবে আপনার?@@AbdulHadi-hx8nd
انت كرم ابن كريم... جزاكما الله مولاي الحكيم
খুব সুন্দর লাগলো
Very good news
মিত্থাচার বন্ধ করে দিন।
মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ
বেটা বেশি বুঝতে চাইও না ধরা খেয়ে যাবে
সুন্নাত শব্দটি কুরআন মজীদে আল্লাহ রীতিনীতি বিধি-বিধান এর সাথে সম্পৃক্ত রাসুলের সুন্নত বলতে কুরআন এ
কোন শব্দ আছে কি
Al-Fath 48:23
তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের ব্যাপারে এটি আল্লাহর ( সুন্নত)
নিয়ম; আর তুমি আল্লাহর নিয়মে কোন পরিবর্তন পাবে না।
سُنَّةَ ٱللَّهِ ٱلَّتِى قَدْ خَلَتْ مِن قَبْلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبْدِيلًا
Ghafir 40:85
সুতরাং তারা যখন আমার আযাব দেখল তখন তাদের ঈমান তাদের কোন উপকার করল না। এটা আল্লাহর বিধান
( সুন্নত) তাঁর বান্দাদের মধ্যে চলে আসছে। আর তখনই কাফিররা ক্ষতিগ্রস্ত হয়েছে।
فَلَمْ يَكُ يَنفَعُهُمْ إِيمَٰنُهُمْ لَمَّا رَأَوْا۟ بَأْسَنَاۖ سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِى قَدْ خَلَتْ فِى عِبَادِهِۦۖ وَخَسِرَ هُنَالِكَ ٱلْكَٰفِرُونَ
Al-Hijr 15:26
আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে, কালচে কাদামাটি থেকে।
وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ
Al-Hijr 15:13
তারা এতে ঈমান আনবে না, আর পূর্ববর্তীদের রীতি ( সুন্নত)
তো বিগত হয়েছে।
لَا يُؤْمِنُونَ بِهِۦۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ
Al-Hijr 15:28
আর স্মরণ কর, যখন তোমার রব ফেরেশতাদের বললেন, ‘আমি একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে’।
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَٰٓئِكَةِ إِنِّى خَٰلِقٌۢ بَشَرًا مِّن صَلْصَٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ
Al-Ahzab 33:62
ইতঃপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে এটাই ছিল ( সুন্নত) আল্লাহর রীতি, আর তুমি আল্লাহর রীতিতে কখনই কোন পরিবর্তন পাবে না।
سُنَّةَ ٱللَّهِ فِى ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبْدِيلًا
Al-Hijr 15:33
সে বলল, ‘আমি তো এমন নই যে, একজন মানুষকে আমি সিজদা করব, যাকে আপনি সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে’।
قَالَ لَمْ أَكُن لِّأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُۥ مِن صَلْصَٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ
An-Nisa' 4:26
আল্লাহ চান তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করতে, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের আদর্শ ( সুন্নত)
প্রদর্শন করতে এবং তোমাদের তাওবা কবূল করতে। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
Aal-e-Imran 3:137
অবশ্যই তোমাদের পূর্বে অনেক রীতি-নীতি অতিবাহিত হয়েছে, অতএব তোমরা যমীনে ভ্রমণ কর, দেখ অস্বীকারকারীদের পরিণতি কিরূপ হয়েছিল।
قَدْ خَلَتْ مِن قَبْلِكُمْ سُنَنٌ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ
Al-Ahzab 33:38
নবীর কোন পাপ হবে না আল্লাহ তার জন্য যা নির্ধারণ* করেছেন তা করলে; পূর্বে যে সব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটিই ছিল আল্লাহর ( সুন্নত) নিয়ম। আর আল্লাহর বিধান সুনির্ধারিত, অবশ্যম্ভাবী।
مَّا كَانَ عَلَى ٱلنَّبِىِّ مِنْ حَرَجٍ فِيمَا فَرَضَ ٱللَّهُ لَهُۥۖ سُنَّةَ ٱللَّهِ فِى ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلُۚ وَكَانَ أَمْرُ ٱللَّهِ قَدَرًا مَّقْدُورًا
Al-Isra' 17:77
তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে
( সুন্নত) কোন পরিবর্তন পাবে না।
سُنَّةَ مَن قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِن رُّسُلِنَاۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا
Al-Anfal 8:38
যারা কুফরী করেছে তুমি তাদেরকে বল, যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করা হবে। আর যদি তারা পুনরায় করে তাহলে পূর্ববর্তীদের ( সুন্নত) রীতি তো গত হয়েছে।
قُل لِّلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَنتَهُوا۟ يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ وَإِن يَعُودُوا۟ فَقَدْ مَضَتْ سُنَّتُ ٱلْأَوَّلِينَ
Fatir 35:43
যমীনে উদ্ধত আচরণ ও কূটচক্রান্তের কারণে। কিন্তু কূটচক্রান্ত কেবল তার ধারককেই পরিবেষ্টন করবে। তবে কি তারা পূর্ববর্তীদের (উপর আল্লাহর) বিধানের অপেক্ষা করছে? কিন্তু তুমি আল্লাহর বিধানের ( সুন্নত)
কখনই কোন পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের ( সুন্নত)
কখনই কোন ব্যতিক্রমও দেখতে পাবে না।
ٱسْتِكْبَارًا فِى ٱلْأَرْضِ وَمَكْرَ ٱلسَّيِّئِۚ وَلَا يَحِيقُ ٱلْمَكْرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهْلِهِۦۚ فَهَلْ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلْأَوَّلِينَۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبْدِيلًاۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحْوِيلًا
Nice
You are absolutely right
আল্লাহ এলেম দান করেন
ভাই আব্দুল্লাহ সত্যি কথা বলতে রাস্ট্র যদি ইসলাম পন্থী না হয় ইসলাম তাহলে কিভাবে প্রতিসঠা পাবে ইকমাতে দ্বীন ? একজন সেকুলার আদর্শের অনূশারী কি ভাবে ইসলামের আইন কানূন প্রতিসঠা করবে ।কোথায় সেই কর্ম শুচি আল্লাহর জমিনের আল্লাহর দ্বীন প্রতিসঠার?
শায়েখ এইগুলো জামায়াতে ইসলামীর আছে।
এই তথ্য যদি সত্য হয় তাহলে সে মোটেও ঠিক করতেছে না ।
আল্লাহ তাআলা আপনার জ্ঞানে বরকত দান করুন
হাদিসশরীফগুলো নিজের নামে উনি লাগিয়েছেন? নাকি আপনি এমনটা বুঝেছেন? মাওলানাসাব আল্লাহ তোমাকে কোরান হাদিসের সঠিক বুঝ দান করুন।
কি বলে ঈমান আনতে হবে?
Al-Baqarah 2:136
তোমরা বল, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাযিল করা হয়েছে আমাদের উপর ও যা নাযিল করা হয়েছে ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাদের সন্তানদের উপর আর যা প্রদান করা হয়েছে মূসা ও ঈসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে। আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না। আর আমরা তাঁরই অনুগত’।
আমিও
আপনি মাওলানা স্বাদ সাহেবের থেকেও বড় আলেম? আপনি যদি বড় আলেম হতেন আরেকজনের সমালোচনা করতেন না? এদিকে বলে গীবত। আমাদের দেশের সবচেয়ে বেশি গীবত করে হুজুররা (আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এই ধরনের কথা বলার জন্য)। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন
সটিক বলেচেন
Ameen
ভাই আবদুল্লাহ, আপনারা কোরআনের আলোকে কখনো কথা বলতে শুনিনা,আপনারা হাদিস নিয়ে এতো ইমোশনাল কেন,হাদিস দিয়ে তো আপনাদের ধর্ম ব্যবসা জমে ভালো
যাজাকালল
Gibot khur jannate jabena kuran poro nai suri koria porso
আবদুল্লাহ ভাই ❤️
মুসলমাদের দলাদলির মুল কারন হল হাদিস শুধু হদিসের কারনে হুজুররা আজ দলে দলে বিভক্ত যদি মানিষ শুধু কোরআন মেনে চলত তাহলে এত মত বিরোধ থাকতো না
Hadis na manle apni kuran majid bujhben ki kore
কুরআনে ঈমানের কথা বলা আছে।আকীদা কথাটাই নেই। এই শব্দটি নবীজির ( স ) - এর ইন্তেকালের ২ থেকে ৩ শত বৎসর পরে। ঈমান আর আকীদার ভেতর সূক্ষ পার্থক্য আছে। কারোর আকীদা যদি সহি না থাকে , তা হলে সমস্যা টা কি ?
Not only deoband but majority Tabligh ppl dont support M SAAD.
Alhamdullilah❤
Hujur er age o kom, knowledge o kom..ferasat aro kom..er kotha shunle bibvranto hote hobe...
please refute his aqeedah and manhaj with respect to manhaj.