ছাত্রীর সাথে অনৈতিক আচরণের জন্য খুলনার মশিয়ালীতে মাদ্রাসা শিক্ষক মোন্তাজুরের বিরুদ্ধে মানববন্ধন

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024
  • »» ছাত্রীর সাথে অনৈতিক আচরণের জন্য খুলনার মশিয়ালীতে মাদ্রাসা শিক্ষক মোন্তাজুরের বিরুদ্ধে মানববন্ধন
    মশিয়ালী দারূল উলুম দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রীর সাথে অশালীন কথাবার্তা ও অনৈতিক আচরণের অভিযোগে মাদ্রাসায় সহকারী শিক্ষক মমতাজুর রহমানের বিরুদ্ধে সোমবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার সামনের সড়কে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রী শিক্ষক ও এলাকাবাসী। অত্র মাদ্রাসার সুপার আব্দুর গফফার ২০ জন শিক্ষকের স্বাক্ষরিত অভিযোগ পত্র পদাধিকার বলে মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করেন। অভিযোগ সূত্রে জানা যায় গত ৬ ই নভেম্বর অভিযুক্ত শিক্ষক মোন্তাজুর রহমান চতুর্থ শ্রেণীর ছাত্রীর সাথে অশালীন কথাবার্তা ও অনৈতিক আচরণ করে। এছাড়া তিনি এলাকার সাবেক মেম্বার ক্ষমতায় দাপট দেখিয়ে অভিযোগকারী শিক্ষকদের রাস্তায় বিভিন্ন সময় আক্রমণ করে। এ অবস্থায় মাদ্রাসায় সুপার ও শিক্ষকগণ নিরাপত্তাহীনতায় আইনের সহায়তা কামনা করছেন। মানববন্ধনে ছাত্র-ছাত্রী শিক্ষক ও সর্বস্তরের এলাকাবাসীর দাবি শিক্ষক মোনতাজুর রহমানকে আইনের আওতায় এনে চাকরিচ্যুত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে মাদ্রাসার শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে হবে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ হোসেন, ইসমাইল হোসেন বাবু, গাজী মোন্তাজ উদ্দিন, আঃ ছালাম শেখ, ইউনুস মোল্লা ,কামরুল মোল্লা ,আলম মোল্লা, আশরাফ গাজী, আজাদ বিশ্বাস ,মোঃ শেখ মামুন শেখ, মুজিবর শেখ ,মোসলিম শেখ, রেজা গাজী, খায়রুল মোল্লা, জগলুল সরদার, সোহেল মোল্লা ,আয়নাল হক, জাকারিয়া মাহমুদ পিন্টু, মিন্টু ,রবিউল ,আহসান, শোয়েব ,আকরাম আকুঞ্জি, নাসির, আলমগীর হোসেন জামিল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্র-ছাত্রীবৃন্দ ,শিক্ষকবৃন্দ ও অভিভাবক বৃন্দ। এ সময় মোঃ জাহিদ হোসেন বলেন এই শিক্ষকের বিরুদ্ধে পূর্বে ও অনেক অভিযোগ রয়েছে সে মাদ্রাসার ছাত্রী ও ছাত্র ছাত্রীর মহিলা অভিভাবকের সাথে বিভিন্ন অশালীন কথাবার্তা বলেছে। এই শিক্ষক মাদ্রাসায় থাকলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে কোন অভিভাবক তাদের সন্তানকে এই মাদ্রাসায় পাঠাতে চাইবে না। তিনি আরও বলেন প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ দ্রুত তদন্ত সাপেক্ষে এই শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করে চাকরি চ্যুত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। এলাকাবাসী শিক্ষক মোন্তাজুরের বিরুদ্ধে খুব ক্ষিপ্ত সে মাদ্রাসায় প্রবেশ করলে অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে। এ বিষয়ে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান জানান বিষয়টি তদন্ত চলছে তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষক মোন্তাজুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    ____________________________________________________________
    আমাদের অনলাইন সেবা সমূহঃ
    ফেসবুক পেজঃ » / thedailyonnodhara
    ওয়েবসাইটঃ » onnodhara.com/
    ইউটিউব চ্যানেলঃ » / @onnodharanews
    » / @alokitoprotidinnews
    _________________________________________________________
    ____________________________________________________
    onnodhara, daily onnodhara, onnodhara news, onnodhara tv, onnodhara channel, onnodhara youtube, onnodhara youtube channel, অন্যধারা, অন্যধারা চ্যানেল, অন্যধারা টিভি, অন্যধারা নিউজ, অন্যধারা ইউটিউব, অন্যধারা ইউটিউব চ্যানেল।
    ___________________________________________________________
    ___________________________________________________________
    #onnodhara #onnodharanews #অন্যধারা #news #todaynews
    ___________________________________________________________

Комментарии • 1

  • @ashimkumar7605
    @ashimkumar7605 7 дней назад

    বাদ দেন ভাই হুজুর মানুষ