সুরা কাহাফ-শুক্রবারের আমল।।

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2024
  • সুরা কাহাফ (আল-কাহফ) কুরআনের ১৮তম সুরা এবং এর বেশ কয়েকটি বিশেষ ফজিলত রয়েছে। হাদিসের মাধ্যমে এ সুরার ফজিলত সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। নিচে সুরা কাহাফের কিছু ফজিলত উল্লেখ করা হলো:
    জুমার দিনের ফজিলত:
    নবী মুহাম্মদ (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়াত করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে আল্লাহ একটি নূর (আলো) দান করবেন।” (সুনান আন-নাসায়ি, হাদিস: ১০৭৩)
    দাজ্জালের ফিতনা থেকে রক্ষা:
    হাদিসে এসেছে, “যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।” (সহিহ মুসলিম, হাদিস: ৮০৯)
    আবার, অন্য এক বর্ণনায় বলা হয়েছে, “যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।” (সহিহ মুসলিম, হাদিস: ৮০৯)
    আলো দ্বারা পরিপূর্ণ হওয়া:
    হাদিসে আছে, “যে ব্যক্তি সুরা কাহাফের আয়াত তিলাওয়াত করবে, তার জন্য আকাশ থেকে জমিন পর্যন্ত একটি নূর (আলো) বরকত হবে।” (মুসনাদ আহমাদ, হাদিস: ৮৫৩২)
    গুনাহ মাফ:
    সুরা কাহাফ তিলাওয়াত করলে পূর্বের ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়।
    সুরা কাহাফের কাহিনী ও বার্তাগুলোও শিক্ষণীয়। এতে আসহাবে কাহাফের (গুহাবাসী যুবকের) কাহিনী, মুসা (আ.) এবং খিজির (আ.) এর ঘটনা, যুলকারনাইন এর কাহিনীসহ বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে যা আমাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেয়।
    #hajj live,#hajj live 2022,#hajj,#hajj live updates,#hajj live updates 2022,#hajj 2022,#hajj vlog,#hajj 1443,#hajj 2022 news,hajj live,live hajj,#hajj mubarak status,#hajj new updates 2022,hajj live tv,#hajj new islamic status,hajj live news,hajj live 2022,live hajj 2022,hajj 2022 live,juma hajj live,mina hajj live,hajj live video,hajj live today,hajj,live khutba hajj,live,hajj live channel,hajj live telecast,hajj 2022 live mina

Комментарии •