এই ভিডিওটি থেকে একদিকে যেমন সবুজ বিশ্ব ঠিক তেমনি অন্যদিকে একটি সুখী পরিবারের বার্তা তুলে ধরা হল যে দুটোই আজকের দিনে ভীষনভাবে জরুরি। ধন্যবাদ সমর। এগিয়ে চল
খব সুন্দর একটা হাসি খুসি পরিবার এরকম শাশুড়ি বৌমার মিলে মিশে যেনো প্রতি ঘরে ঘরে থাকে তাহলে প্রত্যেকটি পরিবার হাসি খুসিতে ভরে উঠবে সুন্দর একটা ভিডিও শেয়ার করেছেন দেখে আমাদের মনটা খুশিতে ভরে উঠল অসংখ্য ধন্যবাদ দাদা
বেশ সহজ পদ্ধতিতে সুন্দর গাছ করে শাশুড়ি ও বৌমা ভালো সম্পর্ককে অটুট রাখার চেষ্টা করছেন। এইপ্র চেষ্টার জন্য দুজনকেই শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সমর ভাই আপনি আপনার চলার পথে চলতে চলতে সমাজের বিভিন্ন সম্পর্কের একটা ভালো সম্পর্ক তুলে ধরে আরও এক ধাপ এগিয়ে গেলেন।শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।সুস্থ ও ভালো থাকবেন।
বাহ্! যে পরিবেশে সবদিকে এত ভালোবাসা ছড়িয়ে আছে ,সেখানে সবকিছু এত প্রাণবন্ত তো হবেই!ভালো থাকুন এভাবেই আপনারা।Green Friends এর কাছে আমাদের প্রত্যাশা ক্রমশ বাড়ছে ।👍👍
বাহ! কী চমৎকার একটি পরিবার। খুব ভালো লাগল। এ পরিবারের মানুষেরা নিশ্চয়ই খুব সুখী। শেষে আপু যে কথাগুলো বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। শ্বাশুড়ির ভূমিকাই আসল। বাগানটা খুব সুন্দর। ৪০ জাতের জবা আছে এটা জেনে খুব অবাক হয়েছি। দারুণ সংগ্রহ। এই পরিবারের জন্য অনেক শুভকামনা রইল। বাংলাদেশ থেকে।
একটি গাছ যেমন ভালো হয় পরিচর্যার ফলে তেমনি পরিবার ভালো হয় ভালোবাসা বিশ্বাস বন্ধুত্ব দিষ্টি শুদ্ধতা ইত্যাদি র মাধ্যমে । গাছ এবং পরিবারের অভূতপূর্ব মিলন দেখতে পেলাম যা বর্তমানে বিরল , খুব ভালো লাগলো, আপনার এই প্রয়াসকে ধন্যবাদ জানাই ।
অসাধারণ একটি ভিডিও দেখানোর জন্য গ্ৰীন ফ্রেন্ডস অসংখ্য ধন্যবাদ। বর্তমান সমাজে শাশুড়ি বৌমার এতো সুন্দর মধুর সম্পর্কের মধ্যে দিয়ে এতো সুন্দর একটা বাগান করার ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছিনা। সত্যিই অসাধারণ ও শিক্ষনীয়। সর্বোপরি জবা গাছ আমার ভীষন প্রিয়। আমি ও জবা গাছ করতে খুব ভালবাসি। নিত্য নতুন জবা গাছ সংগ্রহ করা আমার নেশা। তাই এই সুন্দর সুন্দর জবা গাছ গুলো দেখে মনের পিপাসা মিটলো। অশেষ ধন্যবাদ জানাই সমর দাদা কে।
Thank u Samar da amader Chad baganer video ta korar jonno .....tar sathe amader ai sundor somporko ta sokoler samne tule dhorar jonno ...ata tomak Chara somvob hotona..r Ami chai amader Moto Kore sobai mile mise thakuk......❤️❤️
খুব ভালো একটি ভিডিও যেখানে শুধু গাছ নয় একটি সামাজিক সমস্যার সমাধানের বার্তা ও আছে। ধন্যবাদ Green Friends কে। ভিডিওর মাধ্যমে তুমি অনেক কিছু তুলে ধরছ। তোমার আরো উন্নতি কামনা করি। ধন্যবাদ শাশুড়ি বৌমা কে যারা সম্পর্ক টাকে মা মেয়ে তে পরিণত করেছেন। আমিও গাছ খুব ভালবাসি কিন্তু পরিবারের support পাইনা।
আমিও আমার ফ্ল্যাটের ছাদে বাগান করি কিন্তু অনেকেই বলে এতে ছাদের ক্ষতি হবে ভবিষ্যতে। খুব পরিস্কার পরিচ্ছন্ন রাখি ছাদ। আজকে ভিডিও দেখে সাহস পাচ্ছি। আর সবাইকে দেখাব এই ভিডিওটা। খুব ভাল লেগেছে।
সমর ভাই। আমরা সল্টলেকে থাকি। আমাদের ছাতে একটা বিশাল বাগান রয়েছে,যেটা নানান ধরণের গাছ দিয়ে সাজানো, ফুলের,ফলের, সব্জির বিভিন্ন গাছ, জলে শালুকও হয়ে রয়েছে আমাদের ছাদের। যারা আমার প্রাণ।এই বাগানটা দেখেও আমার খুব ভালো লাগলো এই কারণে, যে লোক দেখানো নয়। ভালোবাসা দিয়ে বানানো। ভালোবাসা দিয়ে বানানো গাছের চেহারাই আলাদা হয়।এরা কথা বলেও, আবার কথা শোনেও। ধন্যবাদ ভিডিওটার জন্য। আমাদের বাড়িতে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
আমরাও শাশুড়ি বউমা মিলে এভাবেই ছাদ বাগান maintain করি। gardening কী জিনিস, সেটা শাশুড়ি মার কাছেই শিখেছি। এখন শীতের ফুলের চারা তৈরী হচ্ছে। মা, মাটি তৈরী করে রেখেছে। আমি গাছ বসাবো। আমার ছোট্ট মেয়েটিরও আমাদের সাথে সাথে গাছের নেশা হয়ে গেছে। ❤❤
Green Friends কে ধ্যন্যবাদ ছাদ বাগান দেখানোর মধ্যে ও বৈচিত্র আনছেন সংসারের মেলবন্ধন যুগলবন্দি সবকিছু থাকে এই সব video গুলোতে.দেখানো হোগ আরো অনেক সুট করা video গুলি ধ্যন্যবাদ.👌👍💐
Khub valo laglo bagan ta... R tar thekeo jeta valo laglo seta holo ei sundor dual somporko sasuri r bouma r 😊😊 joba gach gulo ekdom e fresh o lively.. Jst darun collection 👌👌
আমার খুব হিংসে হচ্ছে এতো সুন্দর সুন্দর বাগান দেখে। আমিও বাগান করতে খুব ভালোবাসি, কিন্তু আমার এখানের ওয়েদার আমাকে এলাও করে না অল ইয়ার রাউন্ড বাগান করতে। আমি UK তে থাকি, তাই বৎসরে ম্যাক্সিমাম ৪ থেকে ৫ মাস (may থেকে august/September) আমরা গাছ গাছড়া বাইরে রাখতে পারি। তারপর শীতের শুরুতেই যে যে গাছ আমরা বাঁচাতে চাই ওগুলো ঘরের ভেতর এনে নিতে হয়। আর তখন স্পেস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই স্পেসের জন্যই আমার কতো শখের গাছ যে মরে গেছে তার হিসেব নেই। এনিওয়ে আপনার ভিডিও গুলো দেখতে আমার খুব ভালো লাগে, বিশেষত যেসব বাগানে ফুলের সাথে ফল সবজিও থাকে ওগুলো।
Gaach je kon samparka ke koto kaache aante pare tar apurva nidarshan, au video ti Sudhu gaacher noy , sundar ekti Sampat ker o, erkom meaningfull videor jonno heartly thanks.
সমর আমি প্রথমেই পুতুল দেবী ও সুস্মিতা কর্মকার - এনাদের আমার বিজয়া ও দীপাবলীর শুভেচ্চছা জানাই । সমর ভিডিওটি দেখলাম, খুবই ভালো লাগল । কিন্তু এনারা কোথায় থাকেন সেটা বল্লে না । এনাদের ছাদ বাগান আরো সমৃদ্ধ হোক ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই ।
Alta Nutan Bagan Dhaklam Khub Sunder
Laglo!
দারুন সমরদা বৌমা শাশুরি দারুন বাগান করেছে ।ধন্যবাদ সমরদা ।👌👌👌👍👍👍
আপনি যে সবটুকু ভিডিও দেখছেন না কমেন্ট করছেন এটা কিন্তু চ্যানেলের জন্য খুব ক্ষতি হবে যেটা দেখবেন সম্পূর্ণ দেখুন কোন অসুবিধা নেই
Khub sunder bagan dada,apnar jonno ato sunder bagan dekhete pelam thanks dada
ধন্যবাদ
অনেক ভালো লাগলো ভিডিও টা
খুব সুন্দর বাগান
Amio vab6e j Bagan Banabo khubb vlo lag6e dhaka 🌻🌷🌵🌿🌺
অবশ্যই শুরু করে দিন ধন্যবাদ
বাঃ খুব সুন্দর
Khub bhalo laglo...onek dharoner joba dekhe
ধন্যবাদ পরের ভিডিও আসছে Green friends এর ছাদ বাগান পরিদর্শন আগামী কাল দুপুরে
Khub sundor akta bagan
Thank you 😊
Bhison sundor Bagan ti r tartheke sundor shashuri boumaar samporko..khubi valo laglo dhonnobad Samar da dekhanor jonno
ভিডিও থেকে অনেক কিছু শিখলাম ।
ধন্যবাদ
এই ভিডিওটি থেকে একদিকে যেমন সবুজ বিশ্ব ঠিক তেমনি অন্যদিকে একটি সুখী পরিবারের বার্তা তুলে ধরা হল যে দুটোই আজকের দিনে ভীষনভাবে জরুরি। ধন্যবাদ সমর। এগিয়ে চল
jio
একদম দাদা এমন মেল বন্ধন থাকলে ভালো বাগান হবেই ধন্যবাদ 🍀🍀
ভীষণ ২ মিষ্টি লাগলো এই শাশুড়ি বৌমা দুজনকেই।আপনারা এইভাবেই ভালো থাকুন আর এতো সুন্দর বাগান করুন। এতো জবা গাছ একসাথে খুব সুন্দর লাগছে।সমর, ভাই সত্যিই খুব২ ভালো লাগলো।একদম অন্যরকম একটা আনন্দ পেলাম এই ভিডিও টা দেখে।
চেষ্টা করছি সব কিছু তুলে ধরার কারণ ভালো বাগান করতে গেলে সাপোর্ট দরকার সবার। ধন্যবাদ দিদি 🤝😊😊
Beautiful garden but no big rose
বেস্ট শাশুড়ি বৌমা সম্পর্ক গাছ নিয়ে কোনো কথা হবে না
Khub sundor manush khub sundor bagan
khub.sundor.chadbagan.ar.tar.theke.sasuri.o.boumar.bhalobasa.jemon.ful.komol.o.nirmol.hoi.serokhom.tader.bhalobasa.nirmol.o.komol.jesus.bless.your.famili
ধন্যবাদ পরের ভিডিও আজ 12 টাই
শাশুড়ি বৌয়ের সুন্দর সম্পর্কের মতো এনাদের বাগানও খুব সুন্দর।খুব ভালো লাগলো ভীডিওটা
ধন্যবাদ সত্যিই একটা ভালো সম্পর্ক ভালো বাগান করতে সাহায্য করে। পরের ভিডিও আসছে Green friends এর বাগান পরিদর্শন এর
সুন্দর একটা পরিবার। দেখে খুব ভালো লাগলো। সবুজের সাথে যারা থাকেন তারা সত্যি ভালো মনের মানুষ হন।
Khub sundor lag6a di...
ধন্যবাদ
Tumi ki sumi
আমার বাড়ির কাছে যাবার ইচ্ছে হয় যদি রাজী হন তবে দেখতে পারি, বাগান দেখতে ভালো লাগছে
সত্যি দাদা এরকম সুন্দর শাশুড়ি বৌমার সম্পর্ক এবং প্রতিটি বাড়িতে সুন্দর বাগান করলে পৃথিবীটা কত সুন্দর হতো।
অবশ্যই এমন সম্পর্ক সব বাড়িতে দরকার ধন্যবাদ
@@greenfriends8901somor da tomar wp number ta paya jete pre
Apurbo video👌
khub bhalo laglo darun sundor baganti.
ধন্যবাদ পরের ভিডিও আসছে তাড়াতাড়ি
খুব সুন্দর লাগছে। এইরকম সুন্দর সুন্দর ছাদ বাগান দেখলে সারা দিনের মতো মনটা খুব ভালো থাকে আমার।
ফুলের থেকেও শাশুড়ি বৌমার সম্পর্ক টা যেন আরো মধুর
খুব খুব ভালো লাগছে
Khoob shundor Bagan and shei Bagan er sob theke shundor phool ti holo - mishti bouma .
ধন্যবাদ পরের ভিডিও আসছে তাড়াতাড়ি
খব সুন্দর একটা হাসি খুসি পরিবার এরকম শাশুড়ি বৌমার মিলে মিশে যেনো প্রতি ঘরে ঘরে থাকে তাহলে প্রত্যেকটি পরিবার হাসি খুসিতে ভরে উঠবে সুন্দর একটা ভিডিও শেয়ার করেছেন দেখে আমাদের মনটা খুশিতে ভরে উঠল অসংখ্য ধন্যবাদ দাদা
খুব ভালো পরিবার 😊😊ধন্যবাদ 🍀
বেশ সহজ পদ্ধতিতে সুন্দর গাছ করে শাশুড়ি ও বৌমা ভালো সম্পর্ককে অটুট রাখার চেষ্টা করছেন। এইপ্র চেষ্টার জন্য দুজনকেই শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সমর ভাই আপনি আপনার চলার পথে চলতে চলতে সমাজের বিভিন্ন সম্পর্কের একটা ভালো সম্পর্ক তুলে ধরে আরও এক ধাপ এগিয়ে গেলেন।শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।সুস্থ ও ভালো থাকবেন।
Thank you 😊
বাহ্! যে পরিবেশে সবদিকে এত ভালোবাসা ছড়িয়ে আছে ,সেখানে সবকিছু এত প্রাণবন্ত তো হবেই!ভালো থাকুন এভাবেই আপনারা।Green Friends এর কাছে আমাদের প্রত্যাশা ক্রমশ বাড়ছে ।👍👍
বাহ! কী চমৎকার একটি পরিবার। খুব ভালো লাগল। এ পরিবারের মানুষেরা নিশ্চয়ই খুব সুখী। শেষে আপু যে কথাগুলো বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। শ্বাশুড়ির ভূমিকাই আসল। বাগানটা খুব সুন্দর। ৪০ জাতের জবা আছে এটা জেনে খুব অবাক হয়েছি। দারুণ সংগ্রহ। এই পরিবারের জন্য অনেক শুভকামনা রইল। বাংলাদেশ থেকে।
এমন সুন্দর যত্নে করা গাছ দেখেও ভালো লাগে আর ওনাদের দেখেও ভালো লাগলো ।
ধন্যবাদ একটা ভালো সম্পর্ক ভালো বাগান করতে সাহায্য করে 😊
একটি গাছ যেমন ভালো হয় পরিচর্যার ফলে তেমনি পরিবার ভালো হয় ভালোবাসা বিশ্বাস বন্ধুত্ব দিষ্টি শুদ্ধতা ইত্যাদি র মাধ্যমে । গাছ এবং পরিবারের অভূতপূর্ব মিলন দেখতে পেলাম যা বর্তমানে বিরল , খুব ভালো লাগলো, আপনার এই প্রয়াসকে ধন্যবাদ জানাই ।
ধন্যবাদ অনেক ভিডিও আছে সময় পেলে দেখুন ভালো লাগবে ধন্যবাদ
nice vdeo
tar songe sasuri o bouma j sundor somporko khubi bhalo laglo karon ai rokom somporko khub kom dekha jai
ভালো সম্পর্ক তে ভালো বাগান ও গড়ে উঠেছে এখানে ধন্যবাদ
Khub valo laglo sasuri r boumar chad bagan . Ora avabei valo thakuk .
Akdom❤️
অসাধারণ একটি ভিডিও দেখানোর জন্য গ্ৰীন ফ্রেন্ডস অসংখ্য ধন্যবাদ। বর্তমান সমাজে শাশুড়ি বৌমার এতো সুন্দর মধুর সম্পর্কের মধ্যে দিয়ে এতো সুন্দর একটা বাগান করার ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছিনা। সত্যিই অসাধারণ ও শিক্ষনীয়। সর্বোপরি জবা গাছ আমার ভীষন প্রিয়। আমি ও জবা গাছ করতে খুব ভালবাসি। নিত্য নতুন জবা গাছ সংগ্রহ করা আমার নেশা। তাই এই সুন্দর সুন্দর জবা গাছ গুলো দেখে মনের পিপাসা মিটলো। অশেষ ধন্যবাদ জানাই সমর দাদা কে।
ধন্যবাদ দাদা এই ভাবে সাথে থাকবেন ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর বাগান, খুব সুন্দর পরিবার আর খুব সুন্দর ভিডিও এবং ততো সুন্দর উপস্থাপনা। এই রকম অনেক ভিডিও দেখতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ।
Thank u Samar da amader Chad baganer video ta korar jonno .....tar sathe amader ai sundor somporko ta sokoler samne tule dhorar jonno ...ata tomak Chara somvob hotona..r Ami chai amader Moto Kore sobai mile mise thakuk......❤️❤️
🤝🤝🤝🍀🍀😊😊😊
Susmita Di tumi dekhte o khub misti....r Samar da k toh always thank arkm video dewar jnno...
Thank you so much.....'Bengali vlog'........
আমার খুবই ভালো লাগছে শুধু বাগান না,,মা মেয়ে র সম্পর্ক দারুন লাগছে ❤❤❤❤❤❤
Thank you 😊😊
খুব ভালো একটি ভিডিও যেখানে শুধু গাছ নয় একটি সামাজিক সমস্যার সমাধানের বার্তা ও আছে। ধন্যবাদ Green Friends কে। ভিডিওর মাধ্যমে তুমি অনেক কিছু তুলে ধরছ। তোমার আরো উন্নতি কামনা করি। ধন্যবাদ শাশুড়ি বৌমা কে যারা সম্পর্ক টাকে মা মেয়ে তে পরিণত করেছেন। আমিও গাছ খুব ভালবাসি কিন্তু পরিবারের support পাইনা।
এই জন্যই ভিডিও টি ভালো লাগবে কারন আপনার মতো অনেক মানুষ এই ভাবে সাপোর্ট পাই না
Darun laglo bagan ar tar baganider . Samporko sundar hoy 2 diker prochestay ak tarofer chestay hoyna tai sudhu sasuri noy bouma keo ank subechha , khub bhalo thakben r o gach korun sustho thakun . Samarda keo dhonyobad vdo r jonyo
Thank you 😊
Khub bhalo laglo videota gach gulo khubi sundor.....👌👌👌
ধন্যবাদ পরের ভিডিও আসছে Green friends এর ছাদ বাগান পরিদর্শন এর
খুবই ভালো এমনটাই যেনো প্রতিটিঘরেহয় আসুন সবাই ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করি
Wow wonderful ☺️
সুখী সংসারের ছায়া রয়েছে প্রতিটা গাছেই , তাই তো প্রতিটা গাছ এতো চানমনে ........খুব ভালো লাগলো
কোনো রকম রোগ পোকা ও নেই কোনো গাছে ধন্যবাদ পরের ভিডিও আসছে আজ
sob miliye ati sundor
হ্যাঁ অবশ্যই
সুন্দর বাগান সুন্দর সম্পর্ক সব মিলিয়ে অসাধারণ লাগলো।
ধন্যবাদ আগামী কাল দুপুরে ভিডিও টি আসছে Green friends এর নিজের বাগান পরিদর্শন এর
অনেক ভালো লাগছে
Khub bhalo laglo.....bonding👍👌
khub bhalo laglo..
ধন্যবাদ
বৌমা শাশুড়ী দেখে তো মা মেয়ে মনে হচছে ।মনটা তাদের সুনদর তাইতো বাগানের জবাগুলি সুনদর ।
একদম ঠিক কথা বলেছেন ধন্যবাদ আপনাকে পরের ভিডিও আসছে তাড়াতাড়ি
মিষ্টি সম্পর্কের মিষ্টি ছাদ বাগান
হ্যাঁ অবশ্যই
Darun Darun❤
Bhai Samar ,vdo ta khub bhalo laglo.Anek jabar variety ache.Gach gulor growth o khub bhalo.Sasuri boumar somporko o khub bhalo, dekhe bhalo laglo.Akkothay vdo ti khub sundar
ধন্যবাদ পরের ভিডিও আসছে তাড়াতাড়ি
Bah khub khub bhalo laglo
ধন্যবাদ পরের ভিডিও আসছে তাড়াতাড়ি
Khub bhalo laglo amon paribar r amon bagaan dekhe. Amar plant korar ichhe balcony te kintu alpo maintenance e ki gaach kora jaye jodi ektu bolen khub upokar hoye. Thank u.
আমিও আমার ফ্ল্যাটের ছাদে বাগান করি কিন্তু অনেকেই বলে এতে ছাদের ক্ষতি হবে ভবিষ্যতে। খুব পরিস্কার পরিচ্ছন্ন রাখি ছাদ। আজকে ভিডিও দেখে সাহস পাচ্ছি। আর সবাইকে দেখাব এই ভিডিওটা। খুব ভাল লেগেছে।
কিছু নিয়ম মেনে না করলে ক্ষতি হতে পারে। এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। ধারণা পাবেন। ruclips.net/video/D2E2S-_ovuU/видео.html
Dada balte takı ke vaba ke kora tolbo
অবশ্যই ভিডিও টি দেখান ধন্যবাদ
Khub bhalo lagcha
সমর ভাই। আমরা সল্টলেকে থাকি। আমাদের ছাতে একটা বিশাল বাগান রয়েছে,যেটা নানান ধরণের গাছ দিয়ে সাজানো, ফুলের,ফলের, সব্জির বিভিন্ন গাছ, জলে শালুকও হয়ে রয়েছে আমাদের ছাদের। যারা আমার প্রাণ।এই বাগানটা দেখেও আমার খুব ভালো লাগলো এই কারণে, যে লোক দেখানো নয়। ভালোবাসা দিয়ে বানানো। ভালোবাসা দিয়ে বানানো গাছের চেহারাই আলাদা হয়।এরা কথা বলেও, আবার কথা শোনেও। ধন্যবাদ ভিডিওটার জন্য। আমাদের বাড়িতে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
9748448150 অবশ্যই ফোন করবেন
আমরাও শাশুড়ি বউমা মিলে এভাবেই ছাদ বাগান maintain করি। gardening কী জিনিস, সেটা শাশুড়ি মার কাছেই শিখেছি। এখন শীতের ফুলের চারা তৈরী হচ্ছে। মা, মাটি তৈরী করে রেখেছে। আমি গাছ বসাবো। আমার ছোট্ট মেয়েটিরও আমাদের সাথে সাথে গাছের নেশা হয়ে গেছে। ❤❤
দারুণ দারুণ ব্যাপার খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ।😲😲😲
Khub sundar laglo dada
ধন্যবাদ পরের ভিডিও আসছে তাড়াতাড়ি
Khub bhalo laglo
ধন্যবাদ
Darun laglo chad bagan ta dekhte
ধন্যবাদ পরের ভিডিও আসছে আমার নিজের বাগান
সত্যি দাদা আপনার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে
ধন্যবাদ 🙏🙏
মা ও মেয়ের এই বাগান অসাধারণ ।
Darun bagan
Green Friends কে ধ্যন্যবাদ ছাদ বাগান দেখানোর মধ্যে ও বৈচিত্র আনছেন সংসারের মেলবন্ধন যুগলবন্দি সবকিছু থাকে এই সব video গুলোতে.দেখানো হোগ আরো অনেক সুট করা video গুলি ধ্যন্যবাদ.👌👍💐
ধন্যবাদ দাদা সব সময় তোমার কমেন্ট এর অপেক্ষায় থাকি 😊😊🍀
3:19 টুকি😂😂
Di darunnn
ধন্যবাদ আগামী কাল দুপুরে একটা দারুণ ভিডিও আসছে
খুব ভালো লাগল
Asadharan mel bondhan dekhlam
🤗🤗🤝🤝
Chad Bagan to valoi. Onekei korche ajkal. Tobe sasuri boumar j somporko ETA dekha jayna khub ekta. Khub valo laglo. Erokom sasuri Jodi sobar kopale hoto tahole kono Meyer jibon bisakto hoye jeto na
ধন্যবাদ ।আমরা কিছু বলার নেই ধন্যবাদ ছাড়া
Didi keo darun lagche, sundor gach gulir motoi thanks
ধন্যবাদ পরের ভিডিও আসছে Green friends এর নিজের বাগান পরিদর্শন এর
Khub valo laglo bagan ta... R tar thekeo jeta valo laglo seta holo ei sundor dual somporko sasuri r bouma r 😊😊 joba gach gulo ekdom e fresh o lively.. Jst darun collection 👌👌
ধন্যবাদ খুব ভালো লাগলো দাদা ।পরের ভিডিও আসছে Green friends এর নিজের বাগান পরিদর্শন এর
@@greenfriends8901 Obossoi dada opekhae roilam😊
খুব সুন্দর ভিডিও। আর জবা গুলো তো অসাধারণ।
ভবিষ্যতের জন্য রইল অনেক শুভেচ্ছা 👏👏👏
ধন্যবাদ বন্ধু ।পরের ভিডিও আসছে Green friends এর নিজের বাগান পরিদর্শন এর
দাদা অগ্রিম শুভেচ্ছা 100K সাবস্ক্রাইবার হবার
Thank you 😊😊
Welcome Dada...
খুব সুন্দর একটা বাগান দেখলাম খুব ভালো লাগলো।
ধন্যবাদ আজ দুপুরে আসছে আমার নিজের বাগান পরিদর্শন এর ভিডিও
আমার খুব হিংসে হচ্ছে এতো সুন্দর সুন্দর বাগান দেখে। আমিও বাগান করতে খুব ভালোবাসি, কিন্তু আমার এখানের ওয়েদার আমাকে এলাও করে না অল ইয়ার রাউন্ড বাগান করতে। আমি UK তে থাকি, তাই বৎসরে ম্যাক্সিমাম ৪ থেকে ৫ মাস (may থেকে august/September) আমরা গাছ গাছড়া বাইরে রাখতে পারি। তারপর শীতের শুরুতেই যে যে গাছ আমরা বাঁচাতে চাই ওগুলো ঘরের ভেতর এনে নিতে হয়। আর তখন স্পেস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই স্পেসের জন্যই আমার কতো শখের গাছ যে মরে গেছে তার হিসেব নেই। এনিওয়ে আপনার ভিডিও গুলো দেখতে আমার খুব ভালো লাগে, বিশেষত যেসব বাগানে ফুলের সাথে ফল সবজিও থাকে ওগুলো।
একদম ঠিক কথা বলেছেন ।ফুল ফল সব্জি যে সব বাগানে থাকে সেই বাগানের ব্যপার টা আলাদা রুপ ধারন করে। ধন্যবাদ আপনাকে অনেক দূর থেকে দেখছেন খুব ভালো লাগলো
Green friends ke bhalobeshe fellam.subscribe korlam.sab vdo dekhbo.
ধন্যবাদ হ্যাঁ অবশ্যই পিছনের দিকে কিছু ছাদ ও বড়ো বড়ো বনসাই ছাদ বাগান আছে দেখবেন অবশ্যই 🙏🙏
Satii Kub valo laglo.
Ami hooghly district er konnagar a thaki. Kothay gele plastic er 8-12" pot khub sostay pabo? Amar 20tar moto lagbe.
আমার ইউটিউব চ্যানেল লাস্ট 20 টি ভিডিও ফলো করুন 3টি ভিডিও টি তে পাবেন আপনার উওর
khub shundor bagan.........
ধন্যবাদ দিদি আজ দুপুরে আসছে আমার বাগানের ভিডিও 12 টাই
আমার ছাদ বাগান নেই। তবে নিচে টবে এরকম বাগান আছে।
খুব ভালো ফোন নাম্বার দিলে যোগাযোগ করে নেবো ধন্যবাদ
9143182123
@@greenfriends8901 খুব ভালো লাগল শাশুড়ি বৌমার সম্পক্ষ ।ছাতের বাগান ও সুন্দর ।
Tekoma fuler gach ki dal theke hoi janaben pls
Ok
Sondor ful gach
Nicegarden
ধন্যবাদ
সমর দা সুন্দর ছাদ বাগান দেখানোর সঙ্গে সঙ্গে বেশ সুন্দর কোথাও বলেন..... আসা করি আর ও ভালো ভালো ছাদ বাগান দেখতে পাবো
এই ছাদের পর অনেক ছাদ বাগান এর ভিডিও করেছি দেখুন ভালো লাগবে ধন্যবাদ
আমি আপনার সব কোটাই ভিডিও দেখি.... অনেক আগে থেকেই... আগে comment করতাম না .
সুখী পরিবার সুন্দর বাগান
দারুণ দারুণ লাগলো
Really ,all plants are very healthy.happy to see this video.
ধন্যবাদ পরের ভিডিও Green friends এর নিজের বাগান পরিদর্শন এর
খুব মিষ্টি একটা ছাদ বাগান এবং সে সাথে মিষ্টি একটা সম্পর্ক দারুণ এনজয় করেছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ দাদা।
ধন্যবাদ ।আগামী কাল দুপুরে Green friends এর নিজের বাগান পরিদর্শন
Gaach je kon samparka ke koto kaache aante pare tar apurva nidarshan, au video ti Sudhu gaacher noy , sundar ekti Sampat ker o, erkom meaningfull videor jonno heartly thanks.
ধন্যবাদ ।সত্যিই ভালো সম্পর্ক ভালো বাগান করতে সাহায্য করে।
Khub Sundor☺👍
ধন্যবাদ অনেক ভালো ভালো ভিডিও আছে সময় পেলে দেখুন ভালো লাগবে ধন্যবাদ
Balti gulor niche ki futo kora ache???
হ্যাঁ
Jmn sundor gach,tmn sundor manush...manush unara eto valo boleii gach o eto sundor,prano bonto...😊😊
ধন্যবাদ সত্যিই একটা ভালো সম্পর্ক ভালো বাগান করতে সাহায্য করে
Dada Chad baganer jonno konta Valo matir tob na plastic er tob
খুব ভালোl লাগল। আমি ও যাবো ।বাগান দেখতে।
সুন্দর সুন্দর মালিদের হাতে গাছ গুলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
ধন্যবাদ পরের ভিডিও আসছে Green friends এর ছাদ বাগান পরিদর্শন এর
Very nice koob bholo laglo
সমর আমি প্রথমেই পুতুল দেবী ও সুস্মিতা কর্মকার - এনাদের আমার বিজয়া ও দীপাবলীর শুভেচ্চছা জানাই । সমর ভিডিওটি দেখলাম, খুবই ভালো লাগল । কিন্তু এনারা কোথায় থাকেন সেটা বল্লে না । এনাদের ছাদ বাগান আরো সমৃদ্ধ হোক ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই ।
না না আমি পরিস্কার করে বলেছি ঠিকানা আপনি শুনতে ভুল করেছেন। দীপাবলির শুভেচ্ছা আপনাকে ও ।ধন্যবাদ
Bhalo darun.
ধন্যবাদ পরের ভিডিও আসছে Green friends এর ছাদ বাগান পরিদর্শন এর
Hmm welcome. Kichu rare dekhan.Akdom rare😉