Sir, আমি একজন গ্লুকোমার পেসেন্ট। আমি দীর্ঘদিন কলকাতা Medical College এ ( RIO ) দেখাচ্ছি। আমার দু চোখেই অপরাশন হয়েছে। বাঁ চোখে অপারেশন হয়েছে রেটিনা ডিটাচমেন্টের জন্য এবং ডান চোখ অপরেশন হয়েছিল ছানির জন্য। কিন্তু বাঁ চোখটা আমার অন্ধ হয়ে গেছে। ডান চোখে দেখতে পায় কিন্তু কিছুদিন হলো floaters হচ্ছে এবং তখন দেখতে খুব অসুবিধা হয়। আসতে আসতে ঠিক হয়ে যায় কিন্তু কিছুদিন পর আবার হয়। আমি ডাক্তার বাবুদের বলেছি। ওনারা বলেন মাঝে মাঝে হবে আবার ঠিক হয়ে যাবে। আপনি যদি কোনো সাজেশন দেন floaters এর ব্যাপারে খুব ভালো হয়। আমাকে যে ওষুধ গুলো দিয়েছেন Dorzolamide +Timolol, Travoprost, Nepafenac, Ripatec, CMC., আশা করি জানাবেন। আর floaters এর ব্যাপারে যদি কিছু জানান। ধন্যবাদ। ভালো থাকবেন।
চোখ না পরীক্ষা করে ঠিক বলা যাবে না। আপনাকে একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে হবে। RIO ঠিক আছে। খুব ভাল হাসপাতাল। Floaters এর বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। ওই ভিডিও টা দেখে নিতে হবে।
আমার প্রনাম নেবেন ডাক্তারবাবু ।। আমি নিয়মিত আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে ।। রেটিনা ডিটাচমেন্ট (RD) অপারেশন successful হবার পর ঐ চোখে ৩৬০ ডিগ্রি লেজার করা হয়েছে এবং লেন্স বসিয়ে দেওয়া হয়েছে ছানির কারনে ।। পেসেন্ট বর্তমানে গ্লুকোমার শিকার ।। এই চোখের গ্লুকোমার ক্ষেত্রে Dorzox-T এর পরিবর্তে কি Brinzox-T ব্যাবহার করা যেতে পারে ?? উভয় ড্রপ দুইটির মধ্যে পার্থক্য কি ?? দয়াকরে যদি আমাকে জানান তাহলে আমি ভীষন ভাবে উপকৃত হব ডাক্তারবাবু ( পারলে যদি দুইটি ড্রপের পার্থক্য বা তফাৎ নিয়ে একটি ভিডিও বানান, তাহলেও হবে ) ।। লেজার করার পরেই একটা কুয়াশার মতোন কিছুটা অস্পষ্ট লাগে সবকিছু । কিন্তু Dorzox-T এর পরিবর্তে আমি Brinzox-T কয়েকদিনের জন্য একটু Apply করেছিলাম, তাতে দেখেছিলাম যে ঐ কুয়াশা ভাবটা যেনো সামান্য একটু কম মনে হয় ।। আমি কি তাহলে Dorzox-T ব্যাবহার করা ছেড়ে দিয়ে তার পরিবর্তে যদি Brinzox-T Apply করি তাহলে কি কোনো অসুবিধা হতে পারে ?? দুটো কি একই ড্রপ ?? নাকি এটা আমার জন্য Harmful হতে পারে ??
দুটো একই ওষুধ নয়। একটু আলাদা। তবে, একই গ্রুপের ওষুধ। আমার মতে একটার বদলে আর একটা ব্যবহার করলে খুব বেশী অসুবিধা হবে না। কারণ দুটো ওষুধই একই কাজ করবে। চোখের প্রেশার কমিয়ে রাখবে। কিন্তু এটা আমার মত জানালাম। কিন্তু একজন অন্য ডাক্তার বাবু আপনার চিকিৎসা করছেন। ওনার মত নেওয়াই সব তবে ভাল। গ্লকোমার কোনোও ওষুধ শুরু করার আগে যে ডাক্তারবাবু চিকিৎসা করছেন, ওনার মতই আসল। ওনাকে জিজ্ঞেস করতে হবে।
খুব ভাল প্রশ্ন। কিছু কিছু কারণে Glaucoma ছাড়াও চোখের প্রেশার বাড়তে পারে। এই গুলির মধ্যে বিশেষ কয়েকটি হল: 1. Ocular hypertension - এই অবস্থায় চোখের প্রেশার বেশী থাকে, কিন্তু দৃষ্টির ক্ষতি করে না। 2. চোখে আঘাত লাগলে, চোখের প্রেশার বাড়তে পারে। 3. Uveitis নামে চোখের একটি রোগ হলে। 4. ওষুধের দোকান থেকে কিনে স্টেরয়েড দেওয়া ওষুধ চোখে দিলে ইত্যাদি।
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা বা আমার ফোন নম্বর নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন। Mail address: bdey1138@gmail.com
স্যার নমস্কার। স্যার আপনার পুরো কথা আমি মনোযোগ সহকারী শুনেছি। আমার চোখের সমস্যা আমি সাইট এখনো দেখি না। কাছে সমস্যা তাই আমার পরীক্ষার রিপোর্টগুলো আপনার কাছে কিভাবে পাঠাতে পারি আপনি আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন।আপনার ইমু নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন।
Sir, আমি একজন গ্লুকোমার পেসেন্ট। আমি দীর্ঘদিন কলকাতা Medical College এ ( RIO ) দেখাচ্ছি। আমার দু চোখেই অপরাশন হয়েছে। বাঁ চোখে অপারেশন হয়েছে রেটিনা ডিটাচমেন্টের জন্য এবং ডান চোখ অপরেশন হয়েছিল ছানির জন্য। কিন্তু বাঁ চোখটা আমার অন্ধ হয়ে গেছে। ডান চোখে দেখতে পায় কিন্তু কিছুদিন হলো floaters হচ্ছে এবং তখন দেখতে খুব অসুবিধা হয়। আসতে আসতে ঠিক হয়ে যায় কিন্তু কিছুদিন পর আবার হয়। আমি ডাক্তার বাবুদের বলেছি। ওনারা বলেন মাঝে মাঝে হবে আবার ঠিক হয়ে যাবে। আপনি যদি কোনো সাজেশন দেন floaters এর ব্যাপারে খুব ভালো হয়। আমাকে যে ওষুধ গুলো দিয়েছেন Dorzolamide +Timolol, Travoprost, Nepafenac, Ripatec, CMC., আশা করি জানাবেন। আর floaters এর ব্যাপারে যদি কিছু জানান। ধন্যবাদ। ভালো থাকবেন।
চোখ না পরীক্ষা করে ঠিক বলা যাবে না।
আপনাকে একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে হবে। RIO ঠিক আছে। খুব ভাল হাসপাতাল।
Floaters এর বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। ওই ভিডিও টা দেখে নিতে হবে।
Very precise smart presentation
Thank you so much.
খুব পরিচ্ছন্ন ব্যাখ্যা। আপনাদের মতো ডাক্তারবাবুদের কাছে সমাজ ঋণী।
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
Many many thanks for your valuable information.
You are most welcome. Thank you.
Very nice representation
Thank you so much
Dhanyabad Namaskar shunlam janlam
নমস্কার,
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
আমার প্রনাম নেবেন ডাক্তারবাবু ।। আমি নিয়মিত আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে ।। রেটিনা ডিটাচমেন্ট (RD) অপারেশন successful হবার পর ঐ চোখে ৩৬০ ডিগ্রি লেজার করা হয়েছে এবং লেন্স বসিয়ে দেওয়া হয়েছে ছানির কারনে ।। পেসেন্ট বর্তমানে গ্লুকোমার শিকার ।। এই চোখের গ্লুকোমার ক্ষেত্রে Dorzox-T এর পরিবর্তে কি Brinzox-T ব্যাবহার করা যেতে পারে ?? উভয় ড্রপ দুইটির মধ্যে পার্থক্য কি ?? দয়াকরে যদি আমাকে জানান তাহলে আমি ভীষন ভাবে উপকৃত হব ডাক্তারবাবু ( পারলে যদি দুইটি ড্রপের পার্থক্য বা তফাৎ নিয়ে একটি ভিডিও বানান, তাহলেও হবে ) ।। লেজার করার পরেই একটা কুয়াশার মতোন কিছুটা অস্পষ্ট লাগে সবকিছু । কিন্তু Dorzox-T এর পরিবর্তে আমি Brinzox-T কয়েকদিনের জন্য একটু Apply করেছিলাম, তাতে দেখেছিলাম যে ঐ কুয়াশা ভাবটা যেনো সামান্য একটু কম মনে হয় ।। আমি কি তাহলে Dorzox-T ব্যাবহার করা ছেড়ে দিয়ে তার পরিবর্তে যদি Brinzox-T Apply করি তাহলে কি কোনো অসুবিধা হতে পারে ?? দুটো কি একই ড্রপ ?? নাকি এটা আমার জন্য Harmful হতে পারে ??
দুটো একই ওষুধ নয়। একটু আলাদা। তবে, একই গ্রুপের ওষুধ। আমার মতে একটার বদলে আর একটা ব্যবহার করলে খুব বেশী অসুবিধা হবে না। কারণ দুটো ওষুধই একই কাজ করবে। চোখের প্রেশার কমিয়ে রাখবে। কিন্তু এটা আমার মত জানালাম। কিন্তু একজন অন্য ডাক্তার বাবু আপনার চিকিৎসা করছেন। ওনার মত নেওয়াই সব তবে ভাল। গ্লকোমার কোনোও ওষুধ শুরু করার আগে যে ডাক্তারবাবু চিকিৎসা করছেন, ওনার মতই আসল। ওনাকে জিজ্ঞেস করতে হবে।
🎉
👍
Glaucoma এ দৃষ্টিশক্তি চলে গেলে তার কি কোনো চিকিৎসা নেই ?
না। Glaucoma রোগ এ চিকিৎসা শুরু করার আগে যে দৃষ্টি চলে গেছে সেটা আর ফেরত আসে না।
স্যার গ্লুকোমা রোগ ছাড়া কী চোখে ঝাপসা দেখা যায়
চোখের অনেক অনেক রোগ আছে যাতে ঝাপসা দেখা যায়।
ফ্লটার্স এন্ড ফ্লাসেস কোন চিকিৎসা আছে কিনা আমি বাংলাদেশ থেকে বলছি চিকিৎসা থেকে থাকে আমাকে জানাবেন কলকাতায় হলেও জানাবেন
এই দুটি বিষয়ে দুটো আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। ওই ভিডিও দুটো দেখে নিতে হবে।
Amar glaucoma ase ami bisadvabe Jante Pere upakrito halum
Apnar comment er jonye apnake dhonyobad janai.
ফোন নম্বর পাওয়া যেতে পারে? চোখ দেখানোত প্রয়োজন ৷
না ফোন নাম্বার পাবেন না।
তবে আপনার সমস্যা জানিয়ে আপনি আমাকে e mail করতে পারেন।
মেইল অ্যাড্রেস:
bdey1138@gmail.com
গ্লুকোমা ছাড়া অন্য কোনো কারণে চোখের প্রেসার বাড়তে পারে?
খুব ভাল প্রশ্ন।
কিছু কিছু কারণে Glaucoma ছাড়াও চোখের প্রেশার বাড়তে পারে। এই গুলির মধ্যে বিশেষ কয়েকটি হল:
1. Ocular hypertension - এই অবস্থায় চোখের প্রেশার বেশী থাকে, কিন্তু দৃষ্টির ক্ষতি করে না।
2. চোখে আঘাত লাগলে, চোখের প্রেশার বাড়তে পারে।
3. Uveitis নামে চোখের একটি রোগ হলে।
4. ওষুধের দোকান থেকে কিনে স্টেরয়েড দেওয়া ওষুধ চোখে দিলে ইত্যাদি।
আপনার চিকিৎসার স্থানের ঠিকানা?
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা বা আমার ফোন নম্বর নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন।
Mail address:
bdey1138@gmail.com
স্যার নমস্কার। স্যার আপনার পুরো কথা আমি মনোযোগ সহকারী শুনেছি। আমার চোখের সমস্যা আমি সাইট এখনো দেখি না। কাছে সমস্যা তাই আমার পরীক্ষার রিপোর্টগুলো আপনার কাছে কিভাবে পাঠাতে পারি আপনি আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন।আপনার ইমু নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন।
আপনি আমাকে email করতে পারেন।
মেইল অ্যাড্রেস:
bdey1138@gmail.com