Khoiyachora Waterfall । খৈয়াছড়া ঝর্ণা । আপার স্ট্রিম

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025
  • পাহাড়ের সবুজ রং আর ঝর্ণার স্বচ্ছ জল মিলেমিশে একাকার হয়েছে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায়।
    প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এ ছবি দেখে মুগ্ধ হচ্ছেন দেশের ভ্রমণ পিয়াসী মানুষ। খৈয়াছড়া এলাকার পাহাড়ে অবস্থান বলে এর নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা।
    মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার কিলোমিটার পূর্বে ঝর্ণার অবস্থান।
    এরমধ্যে এক কিলোমিটার পথ গাড়িতে যাওয়ার পর বাকি পথ যেতে হয় পায়ে হেঁটে।
    বাঁশের সাঁকো, ক্ষেতের আইল, আঁকাবাঁকা পাহাড়ি পথ, ছরা, অন্তত ৪টি পাহাড় পেরিয়ে যখন ঝর্ণার স্বচ্ছ জলে পর্যটকরা পা ডোবায় তখন মনে হয় পথের এই দূরত্ব খুব সামান্য।
    প্রায় ৫০ বছর আগে থেকেই প্রবাহতি হচ্ছে খৈয়াছড়া র্ঝণাটি। পাহাড়ি এলাকা এবং ঝোপ ঝাড়ের জন্য কেউ তা আবিষ্কার করতে পারেনি। তাছাড়া এই দিকে মানুষের আগমন তেমন ছিলই না। গত ৪-৫ বছর ধরে সেখানে পর্যটকের সংখ্যা বাড়ছে।
    পরবর্তী ভিডিওটি পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন..
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1

  • @farukahmed6042
    @farukahmed6042 3 года назад

    খুবই সুন্দর জায়গা