ম্যাকাও পাখির দাম | Macaw Price In Bangladesh And India | Macaw Pakhir Dam
HTML-код
- Опубликовано: 5 янв 2025
- ম্যাকাও পাখির দাম | Macaw Price In Bangladesh And India
পোষা পাখি দের মধ্যে সবচেয়ে হাস্যরসিক ও মজার একটি পাখি হচ্ছে ম্যাকাও। পাখিটির অদ্ভুত সব আচরণ ষ আপনাকে মুগ্ধ করবে।
সমগ্র পৃথিবীতে ম্যাকাও পাখির প্রজাতি রয়েছে 19 টি তবে পোষা ম্যাকাও হিসাবে শুধুমাত্র কয়েকটি প্রজাতিকে পালন করা হয়। গ্ৰো লাইফের এবার এপিসোডে আপনি দেখবেন বিভিন্ন জাতের ম্যাকাও পাখির দাম এবং বিভিন্ন জাতের ম্যাকাও পাখি চেনার উপায় আর আপনি যদি ম্যাকাও পাখি পালন করতে চান তবে এদের একটা নতুন সেট আপ তৈরি করতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং আপনি যদি ম্যাকাও পাখি কিনতে চান তবে কোথা থেকে সংগ্রহ করতে পারেন সেটাও ভিডিওতেই বলে দেব। তাহলে আসুন শুরু করা যাক
Green winged macaw
এ পাখিগুলোর কালার কম্বিনেশন এ লাল সবুজ ও নীল রঙের এক অসাধারণ মিশ্রণ দেখতে পাওয়া যায় সাধারণত এদের ঘাড়ের পালকগুলো হয় টকটকে লাল রঙের এবং বডি কালারটা হয় নীল রঙের একই সাথে এদের ডানা গুলোতে সবুজ রঙের সেপ লক্ষ্য করা যায়। এই পাখিগুলোর আদি বাসস্থান উত্তর আমেরিকাতে। প্রাপ্তবয়স্ক গ্রীন উইন ম্যাকাও পাখি লম্বা হয় 35 থেকে 37 ইঞ্চি। গরে এদের ওজন হয় এক থেকে দেড় কেজি। প্রতিপিস গ্রীন উইন ম্যাকাও পাখির দাম 1 লক্ষ 20 হাজার থেকে 2 লাখ টাকার মধ্যে।
এই কনটেন্ট টি নিম্নোক্ত ভাবে সার্চ করা হয়
ম্যাকাও পাখির দাম কত, সাদা ম্যাকাও পাখির দাম, কথা বলা ম্যাকাও পাখির দাম , পোষা পাখির দাম, দেশি ম্যাকাও পাখির দাম, ব্লু ইয়োলো ম্যাকাও পাখির দাম , গ্ৰিন উইং পাখির দাম, স্কারলেল ম্যাকাও পাখি , হারলে কুইন ম্যাকাও পাখির দাম কত, blue and gold macaw Price In Bangladesh, Hahn's macaw Price In India , harlequin macaw price in Bangladesh, military macaw price in Bangladesh and India, deshi macaw pakhir dam, severe macaw price in bangladesh and India,
ম্যাকাও পাখি পালন পদ্ধতি, ম্যাকাও পাখির দাম, বিদেশি পাখির দাম কত,
ম্যাকাও পাখির হাট, কোথায় থেকে পাখি কিনবেন , ভালো পাখি চেনার উপায়, macaw parrot bird price in bangladesh,
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.