আমার বাস্তবতার সাথে পুরোপুরি মিলে গেছে এই গল্পের প্রতিটি লাইন।। 🥺🥺 লাইফ টা আসলে খুবই সুন্দর হয় যখন ভালোবাসার মানুষগুলো দুজন দুজনকে পুরোপুরি ভাবে বুঝতে পারার অসম্ভব ক্ষমতা টা অর্জন করে নেয়।। একে অপরকে বুঝতে পারা, একে অপরের সমস্যাগুলো হাতে হাত রেখে সমাধান করার মধ্যেই ভালোবাসার পূর্ণতা।। নাটকে তৌসিফ মাহবুবের জায়গায় নিজেকে যখন কল্পনা করি ঠিক তেমনি ফিল হয় যেমনটা মিজানুর রহমান আরিয়ান সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।। আশা করি আমার লাইফের শেষটাও নাটকের মতই এমন সুন্দর হবে.. আরিয়ান স্যার সম্পর্কে বলতে চাই,, আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা রইল।। 💝💝💝💝
প্রথমত বাংলাদেশের এমন শিক্ষণীয় নাটক উপহার দেয়ার জন্য,পরিচালক দের ধন্যবাদ, প্রেম, ভালোবাসা,বিয়ে এইতো জীবন, তাই ভালোবাসার মানুষ টার সাথে যদি সারাজীবন না থাকতেই পারি তাহলে বিয়ে করে বা কি লাভ সেই মানুষ এর সাথে,এক তরফা ভালোবাসা ত আর টিকে থাকতে পারে না, তাই সব কিছুর জন্যই সময় নেয়া উচিত দুই জন কে,,এবং বুঝা উচিত যাতে সব বিপদে একে অপরের পাশে থাকি,,তাহলেই ত সব কিছুই ঠিক থাকতে বাধ্য,কি ফ্যামিলি কি নিজেরা,তাই সব কিছু জেনে বুঝে এক অপর কে সময় নিয়ে করা উচিত,,তাড়াহুড়া কোন সঠিক সমাধান নয়🙂🙂 ভালো থাকুক সব সত্যিকার এর ভালবাসা গুলো 💗💗
একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর।সেই সম্পর্কটা দুজনই যখন সম্মান করবে তখনি সম্পর্কটা টিকে থাকে।.. সম্মানবোধ না থাকলে সম্পর্কের ফাটল ধরে। তোমার কাছের মানুষকে পাওয়ার জন্য.. তোমার মনের ভিতর আকাঙ্ক্ষাটা থাকতে হবে।.. সন্দেহ সম্পর্ক ফাটলের আরেকটা কারণ... তাই কোটি টাকার কাবিন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না.... সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর সম্মান এর উপর.. তোমার ভালোবাসা আর ভালোবাসার মানুষটিকে তুমি যখন সম্মান করবে তখন সম্পর্কের ফাটল ধরার কোন কারণ নেই... তাই ভালোবাসার মধ্যে বিশ্বাস আর সম্মানবোধ এদুটো থাকলেই যথেষ্ট...
এই নাটকের কাহিনী দিয়ে আমার কমেন্ট স্মরণীয় হয়ে থাকবে।এভাবেই বিয়ে করেছিলাম।কিন্তু আমার বর আমাকে যথাযথ সম্মান দিয়ে রেখেছে।অনেক ভালোবাসে।আল্লাহর কাছে তার জন্য দোয়া করি। আল্লাহ তুমি মহান
আমি মুগ্ধ হয়ে গেছি,নাটক দেখে। কিন্তুু একটা কথা সত্যি অভাব তখনি অনুভব করা যায়। যখনই কোনো কিছু হারিয়ে যায়, হারানোর ব্যাথা এত ভয়ানক যে মৃত্যু কে হার মানায় ধন্যবাদ 👍👍মিজানুর রহমান আরিয়ান ভাই ❤️❤️❤️ আজ মনে পড়ে গেল, কখনো না কখনো নাটকের কথা।
ভালোবাসা আসলেই অসম্ভব সুন্দর এক অনুভূতি যদি আমরা প্রিয় মানুষটাকে বুঝি আর শুধু নিজেকে নিয়ে না ভেবে প্রিয় মানুষটাকে নিয়েও ভাবি, তার মন খারাপে তাকে সঙ্গ দিই। একটা মানুষের প্রচণ্ড মন খারাপের দিনে তার প্রিয় মানুষটার একটু ভরসা মন খারাপের মহাওষধ হিসেবে কাজ করে। একটা সম্পর্ক কখনও কিছু মন্ত্র, কিছু দোয়া বা দুটি সাইনের উপর নির্ভরশীল নয়। ২টি মানুষের একটি সম্পর্ক সম্পূর্ণ নির্ভর করে মানুষ ২টির মনের উপর, বোঝাপড়ার উপর আর ভালোবাসার উপর।
@@RajuRaihan-j8e সবার মতামত আর ভালো খারাপ এক হয় না আপনার কাছে নাটকটা খারাপ লাগতেই পারে তাই বলে এটা ভেবে বসে থাকবেন না যে আপনার কাছে খারাপ লেগেছে বলে সবারই বাধ্যতামূলক খারাপ লাগতেই হবে। হ্যাঁ তৌসিফ সাফা কিছুটা ঢং মার্কা নাটক করে তাই বলে সব নাটকেই নয় আমার ব্যাক্তিগতভবে তো এই নাটক ভালোই লেগেছে আর তাই সেটাই কমেন্ট করলাম।
যার জীবনে এরকম হয় তারাই ভালো জানে এই অনুভূতিগুলো বাকিদের অজানাই রয়ে যায়! এত সুন্দর সিম্পল একটা বাস্তবতাকে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলার জন্য পুরো টিম কে ধন্যবাদ। আমরাও কেদেছি, চোখ মুছেছি, কিন্তু এক হতে পারিনি আপনাদের মত, খুব হিংসে হচ্ছে আপনাদের শেষ টুকু দেখে! টেক লাভ 💘
অবিশ্বাসো একটা জুটি দুজোনের,,, আমার দেখা সব থেকে সেরা,, নিজেদের ভালোবাসা কেমন করে আগলে রাখতে হয় তাদের দুজনের জুটি দেখলে বুঝা যাই,,, love you 🥰🥰 towsif vai !!! love you safa apu,🥰🥰🥰🥰🥰🥰
মিজানুর রহমান আরিয়ান মানেই ভিন্ন কিছু,ব্যস্ত সময়ের গল্প থেকে বের হয়ে বাস্তবমুখী গল্প যা মনের গহীনে স্পর্শ করে ,গল্প,প্রতিটা লাইন সত্যিই অসম্ভব সুন্দর..এরকম নাটকের প্রতিক্ষায় আছি..নির্মাতা হিসেবে আরিয়ান সত্যিই আমাদের মন জয় করে নিয়েছে সেই আগে থেকেই চিরকাল তারই এক প্রমান❤️❤️
লাখো মানুষের মাঝে হয়তো এসএমএসটি কারো চোখে পড়বে না কিন্তু এক কথায় বলবো বস মিজানুর রহমান আরিয়ান ভাই আপনার এই নাটক বাংলাদেশ কে অনেক সুনাম এক পর্যায়ে পৌঁছে গেছে এখন বুঝি কেন আপনি আপনার নিজের গল্প নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন আপনি আমাদের সেলিব্রিটি আরিয়ান ভাই
এটি সময়ের কঠিন বাস্তবতা,, ভালবাসা যে সময়ের সাথে তার রং বদলায়, সেটা অনেকেই বুঝতে চায়না,বা বুঝতে পারে না,তাই অতি আবেগ আর ইগোর কারণে ভালবাসার সংসার গুলো গুছিয়ে উঠার আগেই ভেঙ্গে যায়... ধন্যবাদ মিজানুর রহমান আরিয়ান ভাই আপনার নাটক গুলোতে একটা ম্যাসেজ থাকে সবসময়
ভালোবাসার মানুষ কখনো পরিবর্তন হয় না। পরিবর্তিত হয় আমাদের চারপাশ। ভালোবাসা গুলো ঠিক একই রয়ে যায়। অনেকদিন পর সুন্দর একটি নাটক দেখলাম। জীবনের গল্প হয়ে গেল
এই নাটকটা সম্পুন্য আমার জীবনের biopicture🥺🥺🥺 versity time a pream onno rokom hoi sob kisu e onk mojar hoi kintu biya por onk responsible choly asy (বিয়েটা বাড়ির অমতে করলেও ২ জন এর অনের দায়িত্ব চলে আসে) আমাদের মধ্যে ঠি ক এমন হচ্ছে। বাসায় না জানিয়ে বিয়ে অফিস প্যারা নিজেদের মধ্যে understanding ঝগড়া all time বলা হয় তাহলে সব বাদ হয়ে গেলেইতো শান্তি পাও কিন্তুু আমরা নিজেরাও জানি আমরা কেও কাওকে ছারবো না। একটা সুন্দর সময় এর,অপেক্ষায় আছি। সব কিছু ঠিক হয়ে যাবে।😍😍😍 যত যাই হোক আমি তোমার থাকবো চিরোকাল 💖💖💖
চোখে পানি ঝড়ছে। কারণ সে ত আর নাই।এই ত সেদিনেও ছিল সে মনের খুব কাছে। আজ অনেক বেশী দূরে।তবে আপনার কমেন্ট দেখে ভালো লাগলো।ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসায়।বেস্ট অফ লাক 💪
নাটকের শেষটাতো শুধু অভিমানে ই হলো... ওরা তো চাইলেই পারতো সবটা ঠিক করে নিতে।সম্পর্কে মানুষগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাদের ভালোবাসা।এভাবেই দুজন ভালোবাসার পরও অভিমান করে সম্পর্ক শেষ করে দেয়!ভালোবাসার কোনো শেষ হয় না.... ভালোবাসায় অভিমান থাকতে পারে কিন্তু তা যেন জেদ এ পরিণত না হয়💙🥀
চিরকাল, থাকবো তোমার সাথে আমার ভালবাসা নিয়ে♥ যে দিকেই জাইনা পাখি আসবো তুমার কাছে ফিরে♥ আরিয়ান ভাইয়ের কাজ মানে সেরা তৌসিফ আর সাফা, কবির অসাধারন অভিনয় করসে😍
অপেক্ষায় ছিলাম নাটকটার, অসাধারণ হয়েছে নাটকটা, তৌসিফ ভাই এবং সাফা কবির অসাধারণ অভিনয় করেছে, এ জুটির নাটক বরাবরই ভালো হয়, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ❤️❤️❤️❤️
ছেলেদের মন খারাপ হয় মূলত তিন কারনে, প্রথমতঃ তার বাবা মা যখন খুব অসুস্থ, দ্বিতীয়তঃ তার পকেটে যখন টাকা থাকে না, তৃতীয়তঃ এবং তার ভালোবাসার মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায় ।😔🥀
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। 😍 🥰 ❤️ সিএমভি সর্বদা দর্শকের চাহিদার কথা মাথায় রেখে বিগত কয়েক বছর ধরে একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে যাচ্ছে সকলকে। 😊 আপনাদের আনন্দ দিতে পারলেই আমরা সার্থক। 😇 😇
শেষ পর্যন্ত যাওয়া সবার ভাগ্যে থাকে না💔 আর যারা যেতে পারে তাদের মধ্যে অধিকাংশই পরিবারের বিরুদ্ধে গিয়ে ভালোবাসা টিকিয়ে রাখে। জীবন তো একটাই, আর এ একটা জীবনকে নিজের মতো করে সাজানো অনেক গুরুত্বপূর্ণ।
একদম বাস্তবতায় ভরা কাহিনী। আমার জীবন টাও ঠিক এমন ভাবেই এগোচ্ছে😔😔 ভাবতেই শরীর টা শিউরে উঠে🥺 কিভাবে থাকবো তাকে ছেড়ে😭 আল্লাহ আমাদের সকলের ভালোবাসা কবুল করো🤲🤲 আমাদের সঠিক পথ দেখাও
এক জনের সাথে আরেক জনের যতই জগরা রাগ অভিমান হোক না কেনো।।।তার পর তাদেরকে দরকার ঠিক আগের মতো মিল হয়ে জাওয়া।।। ঠিক জেটা এই গল্প টি মধ্যেমে বোঝানো হয়েছে।।। আর আল্লাহ কাছে দোয়া করি জেন জিবনে সবাই ইনশাআল্লাহ দুই জন দুই জনার প্রতি ভালো বাসা পায়।।। (আমিন)
অসম্ভব সুন্দর নাটক চিরকাল, মন ছুয়ে গেছে আমার, তৌসিফ মাহাবুব ভাই মানেই ভালোবাসা ও ভালো লাগার মতো, নাটক টা বাস্তব জীবনের সাথে মিল আছে, টাকা এবং ভালো চাকরির জন্য কতো মানুষ তাঁর ভালোবাসার মানুষ কে হারাতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ পরিচালক কে ❤️🌻🌼💚🥀👌
আসলেই অনেক সুন্দর ছিলো নাটকটি। শেষটা অনেক ভালোই লেগেছে। আসলেই আজকের এই ব্যাস্ততম দিনে ক্যারিয়ার,ভালোবাসার,পরিবার সবকিছুই ম্যানেজ করে চলা একটি ছেলের কাছেই আসলেই দায় হয়ে যায়।একটি মেয়ের থেকেও একটি ছেলে বেশি পরিমাণে বাস্তবতা ফেস করে।তৌসিফ আর সাফার জুটি তো হিট আর অভিনয় তো বলতে কিছু বাকি রাখে না।
কঠিন বাস্তবতার বেড়াজালে ভালোবাসাটা সত্যি বড্ড অসহায়। আর এই যে ছোট ছোট ভুল বুঝাবুঝি আরো বেশি উস্কে দিচ্ছে যার শেষ পরিনতি হলো বিচ্ছেদ। 💔💔 আমাদের উচিত হবে একে অপরের প্রব্লেমগুলোকে বুঝতে পারা,আর সব পরিস্থিতিতে পাশে থাকা।❤️ সত্যি অসাধারণ ছিল পুরো এক ঘন্টা। "ভালবাসা চিরকাল"----💖💞
Thanks To mizanur rahman ariyan sir..for gift this drama! This drama is actually amazing because there have many things about this drama! Also thanks Tawsif mahbub bhiya💙
আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তবে আমাদের মধ্যকার সম্পর্ক দেখলে যেকেউ মনে করে আমাদের লাভ ম্যারেজ😊শুনলে খুবই মজা লাগে।তবে ঝগড়া তো মাঝে মাঝে হতেই পারে ।ঝগড়ার পর আমি চিন্তা করি যদি কখনো আমাদের ঝগড়া ডিভোর্স পর্যন্ত গড়ায় তখন আমি কি করে থাকবো তাকে ছাড়া😔স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক অনেক কিছু নিয়েই ঝগড়া বিবাদের হবে কথা কাটাকাটি হবেই তাই বলে কখনোই ডিভোর্স শব্দটা মুখে আনতে হয় না দুজনের কারোরই ।টিকে থাকুক পৃথিবীর সব ভালবাসা ।
এমন হাজারো সম্পর্ক হেরে যাচ্ছে একে অপরের পরিস্থিতি টা বুঝতে না পারার কারণে। সত্যি টা উপলব্ধি করতে পারলাম।বেচে থাকুক ভালোবাসা সবার হৃদয়ে।।।।।
R8
Ekdom sotti
@@jannatulferdouse1900..
💞ভালোবাসা💞 সত্যি হলে ভালোবাসার মানুষটি কখনো বদলায় না।
পুরাটাই ইমোশন এ ভরা💖💖
গল্পটি সবচেয়ে সুন্দর এবং কঠিন বাস্তবতার প্রতীক।
Hmmm right
আমার বাস্তবতার সাথে পুরোপুরি মিলে গেছে এই গল্পের প্রতিটি লাইন।। 🥺🥺
লাইফ টা আসলে খুবই সুন্দর হয় যখন ভালোবাসার মানুষগুলো দুজন দুজনকে পুরোপুরি ভাবে বুঝতে পারার অসম্ভব ক্ষমতা টা অর্জন করে নেয়।।
একে অপরকে বুঝতে পারা, একে অপরের সমস্যাগুলো হাতে হাত রেখে সমাধান করার মধ্যেই ভালোবাসার পূর্ণতা।।
নাটকে তৌসিফ মাহবুবের জায়গায় নিজেকে যখন কল্পনা করি ঠিক তেমনি ফিল হয় যেমনটা মিজানুর রহমান আরিয়ান সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।।
আশা করি আমার লাইফের শেষটাও নাটকের মতই এমন সুন্দর হবে..
আরিয়ান স্যার সম্পর্কে বলতে চাই,,
আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা রইল।। 💝💝💝💝
আসলে সত্যি বলতে ভালো একজন ডিরেক্টরের হাতে পরলে সবারই নিজেদের সেরাটা বের করে আনা সম্ভব। তৌসিফ, সাফা অসাধারণ অভিনয় করেছে❤️
089
অসাধারণ একজন পরিচালক আমার খুব পছন্দের তার সাথে অভিনেতা-অভিনেত্রী
ঠিক
Right
Ha amr o favorite
প্রথমত বাংলাদেশের এমন শিক্ষণীয় নাটক উপহার দেয়ার জন্য,পরিচালক দের ধন্যবাদ, প্রেম, ভালোবাসা,বিয়ে এইতো জীবন, তাই ভালোবাসার মানুষ টার সাথে যদি সারাজীবন না থাকতেই পারি তাহলে বিয়ে করে বা কি লাভ সেই মানুষ এর সাথে,এক তরফা ভালোবাসা ত আর টিকে থাকতে পারে না, তাই সব কিছুর জন্যই সময় নেয়া উচিত দুই জন কে,,এবং বুঝা উচিত যাতে সব বিপদে একে অপরের পাশে থাকি,,তাহলেই ত সব কিছুই ঠিক থাকতে বাধ্য,কি ফ্যামিলি কি নিজেরা,তাই সব কিছু জেনে বুঝে এক অপর কে সময় নিয়ে করা উচিত,,তাড়াহুড়া কোন সঠিক সমাধান নয়🙂🙂
ভালো থাকুক সব সত্যিকার এর ভালবাসা গুলো 💗💗
পৃথিবীর কোন বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না, একজন তার সুবিধামতো দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর অন্যজন এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়!
সহমত ভাইয়া
Right
Absolutely correct
Right
কিন্তু কেউ ই ইচ্ছাকৃত ভাবে দূরে সরে যেতে চায় না,,,ওই পাশের জনের কোনো না কোনো দোষ তো অবশ্যই থাকে।
অবচেতন মনে চোখের পানি গড়িয়ে পরলো শেষের অংশে চিঠি পড়ার মূহুর্তে, এখানেই সফলতা মিজানুর রহমান আরিয়ানের সৃষ্টির
আরিয়ান-তৌসিফ জুটির আরো কাজ চাই❤️❤️
বিশেষ ধন্যবাদ আপনাকে...😍 😍
আমার সর্বদা চেষ্টা থাকে আপনাদের ভাল কিছু উপহার দেওয়ার। 🥰
হাজারো সম্পর্কে নষ্ট হয়ে যাচ্ছে শুধু একজন অন্য জনকে না বুঝার কারণে! বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি সত্যিকার ভালোবাসা। ❤️
শেষটা অসম্ভব ভালো লেগেছে।
ভালোবাসার মানুষটি একি থাকে,শুধুমাত্র ভালোবাসার রূপপরিবর্তন হয়।
নাটকটি ভাল লাগলে আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন... 💑 🤭
পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ❤️
তৌসিফ আর সাফা কবিরের জুটি
অন্যরকম। এই জুটির ফ্যান কে কে দেখতে চাই..
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। 🥰 🥰
নীল রঙের দুই পেইজে করা সিগনেচার তখনই গুরুত্বপূর্ণ যখন তুমি সম্পর্কটাকে গুরুত্ব দিবে।
নীল রঙের দুই পেইজে করা তখনই গুরুত্বপূর্ণ যখন তুমি সম্পর্কেটাকেসিগনেচার গুরুত্ব দিবে।
অসাধারণ
একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর।সেই সম্পর্কটা দুজনই যখন সম্মান করবে তখনি সম্পর্কটা টিকে থাকে।.. সম্মানবোধ না থাকলে সম্পর্কের ফাটল ধরে। তোমার কাছের মানুষকে পাওয়ার জন্য.. তোমার মনের ভিতর আকাঙ্ক্ষাটা থাকতে হবে।.. সন্দেহ সম্পর্ক ফাটলের আরেকটা কারণ... তাই কোটি টাকার কাবিন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না.... সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর সম্মান এর উপর.. তোমার ভালোবাসা আর ভালোবাসার মানুষটিকে তুমি যখন সম্মান করবে তখন সম্পর্কের ফাটল ধরার কোন কারণ নেই... তাই ভালোবাসার মধ্যে বিশ্বাস আর সম্মানবোধ এদুটো থাকলেই যথেষ্ট...
কথা টা ঠিক
সত্যি বাংলা নাটক বলতেই সেরা
অসম্ভব সুন্দর নাটক আমি মনে করি,, তৌসিফ মাহবুব কে নিয়ে নতুন করে কিছু বলার নেই,, ভালোবাসা অবিরাম তৌসিফ মাহবুব এর জন্য।। ❤❤
সত্যিই অসাধারণ ছিলো নাটকটি...
আল্লাহ্ যেনো সবার জীবনের ভালোবাসাগুলো এভাবেই পূর্ণতা এনে দেয় 😊😊
Huh
ফ্রাস্ট টাইম কোন নাটকে কমেন্ট করলাম....মন ছুয়ে গেলো❤️❤️
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। 🥰 🥰
আপনাদের ভাল লাগাতেই আমরা আরও ভাল কিছু করতে অনুপ্রাণিত হচ্ছি… 😇
dhon chuye jayeni?
😢😢😢
@@motherchodprophetmuhammad1638 🤣🤣🤣🤣🤣🤣 astagfirullah
Sotti onk sundor natok ta.
হয়তো নাটক দেখেই শেষটা এতো সুন্দর,,, কিন্তু বাস্তব বড় কঠিন,,, সব বাস্তবের শেষ এমনটা হয় না আরিয়ান ভাই,,, নাটক বলেই চোখে জল চলে আসে,, বাস্তবে চোখের জল শুকিয়ে যায়,,, আরিয়ান ভাইয়া,, আপনার নাটকের তুলনা হয় না,, ❣️❣️
এই নাটকের কাহিনী দিয়ে আমার কমেন্ট স্মরণীয় হয়ে থাকবে।এভাবেই বিয়ে করেছিলাম।কিন্তু আমার বর আমাকে যথাযথ সম্মান দিয়ে রেখেছে।অনেক ভালোবাসে।আল্লাহর কাছে তার জন্য দোয়া করি। আল্লাহ তুমি মহান
Hmmm❤❤❤
এই নাটকের মত ❤ আমিও এরোকম করে বিয়া কাছি 💔💔💔💔💔
আমি মুগ্ধ হয়ে গেছি,নাটক দেখে।
কিন্তুু একটা কথা সত্যি অভাব তখনি অনুভব করা যায়।
যখনই কোনো কিছু হারিয়ে যায়,
হারানোর ব্যাথা এত ভয়ানক যে মৃত্যু কে হার মানায় ধন্যবাদ 👍👍মিজানুর রহমান আরিয়ান ভাই ❤️❤️❤️
আজ মনে পড়ে গেল,
কখনো না কখনো নাটকের কথা।
ধন্যবাদ
অসাধারণ ছিল নাটকটা❤️❤️
তৌসিফ ভাইয়ের সেরা কাজ ছিল এইটা....
দুজনের উচিৎ ছিল দুজনকেই বুঝা,কিন্তু নাটকের সাথে বাস্তব জীবনে অনেক টা মিল আছে।
ভালোবাসা আসলেই অসম্ভব সুন্দর এক অনুভূতি যদি আমরা প্রিয় মানুষটাকে বুঝি আর শুধু নিজেকে নিয়ে না ভেবে প্রিয় মানুষটাকে নিয়েও ভাবি, তার মন খারাপে তাকে সঙ্গ দিই। একটা মানুষের প্রচণ্ড মন খারাপের দিনে তার প্রিয় মানুষটার একটু ভরসা মন খারাপের মহাওষধ হিসেবে কাজ করে। একটা সম্পর্ক কখনও কিছু মন্ত্র, কিছু দোয়া বা দুটি সাইনের উপর নির্ভরশীল নয়। ২টি মানুষের একটি সম্পর্ক সম্পূর্ণ নির্ভর করে মানুষ ২টির মনের উপর, বোঝাপড়ার উপর আর ভালোবাসার উপর।
তৌসিফ - সাফার এই জুটির কম্বিনেশনের এরকম গল্পের নাটকগুলো হয় অসাধারণ 😍🔥
বিশেষ ধন্যবাদ আপনাকে...😍 😍
আমার সর্বদা চেষ্টা থাকে আপনাদের ভাল কিছু উপহার দেওয়ার। 🥰
নাটকের কি বাল বুঝেন হুম। আরে মিয়া গাঞ্জা একটু কম হয়েছে মনে হয় আগেই ভেবেছিলাম এখন আর সমস্যা নেই
@@RajuRaihan-j8e সবার মতামত আর ভালো খারাপ এক হয় না আপনার কাছে নাটকটা খারাপ লাগতেই পারে তাই বলে এটা ভেবে বসে থাকবেন না যে আপনার কাছে খারাপ লেগেছে বলে সবারই বাধ্যতামূলক খারাপ লাগতেই হবে। হ্যাঁ তৌসিফ সাফা কিছুটা ঢং মার্কা নাটক করে তাই বলে সব নাটকেই নয় আমার ব্যাক্তিগতভবে তো এই নাটক ভালোই লেগেছে আর তাই সেটাই কমেন্ট করলাম।
সত্যি নাটকটার মধ্যে অনেক কিছু বাস্তবতার সাথে মিল আছে। ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেয়ার জন্য।
ভালোবাসা কেন যে পূর্ণতা পায় না😔🤔
যার জীবনে এরকম হয় তারাই ভালো জানে এই অনুভূতিগুলো বাকিদের অজানাই রয়ে যায়! এত সুন্দর সিম্পল একটা বাস্তবতাকে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলার জন্য পুরো টিম কে ধন্যবাদ।
আমরাও কেদেছি, চোখ মুছেছি, কিন্তু এক হতে পারিনি আপনাদের মত, খুব হিংসে হচ্ছে আপনাদের শেষ টুকু দেখে! টেক লাভ 💘
😀😭
অবিশ্বাসো একটা জুটি দুজোনের,,, আমার দেখা সব থেকে সেরা,, নিজেদের ভালোবাসা কেমন করে আগলে রাখতে হয় তাদের দুজনের জুটি দেখলে বুঝা যাই,,, love you 🥰🥰 towsif vai !!! love you safa apu,🥰🥰🥰🥰🥰🥰
মিজানুর রহমান আরিয়ান মানেই ভিন্ন কিছু,ব্যস্ত সময়ের গল্প থেকে বের হয়ে বাস্তবমুখী গল্প যা মনের গহীনে স্পর্শ করে ,গল্প,প্রতিটা লাইন সত্যিই অসম্ভব সুন্দর..এরকম নাটকের প্রতিক্ষায় আছি..নির্মাতা হিসেবে আরিয়ান সত্যিই আমাদের মন জয় করে নিয়েছে সেই আগে থেকেই চিরকাল তারই এক প্রমান❤️❤️
লাখো মানুষের মাঝে হয়তো এসএমএসটি কারো চোখে পড়বে না কিন্তু এক কথায় বলবো বস মিজানুর রহমান আরিয়ান ভাই আপনার এই নাটক বাংলাদেশ কে অনেক সুনাম এক পর্যায়ে পৌঁছে গেছে এখন বুঝি কেন আপনি আপনার নিজের গল্প নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন আপনি আমাদের সেলিব্রিটি আরিয়ান ভাই
মিজানুর রহমান আরিয়ানের নাটক মানেই, কানে হেডফোন লাগিয়ে সাউন্ড বাড়িয়ে -খুব আগ্রহ নিয়ে দেখা❤️
এক কথায় বলে ফেললাম just awesome 👌
শেষ টা অসাধারণ ছিলো♥️
ভালোবাসা বদলায় না, নিয়ম সময়ের সাথে রূপ পরিবর্তন হয়🙂এমন যদি প্রতিটা সম্পর্কে একজন এগিয়ে আসতো,টিকে থাকতো সকল ভালোবাসা।
শেষের সংলাপ গুলো মন ছুয়ে গেল ' ধন্যবাদ মিজানুর রহমান আরিয়ান সাহেব " এরকম একটা নাটক উপহার দেওয়ার জন্য '
আমার দেখে সাফা কবির আর তৌসিফ এর সেরা অভিনয় ফুটে উঠেছে এর নাটকে আর এর সম্পুর্ণ ক্রেডিট মিজানুর রহমান আরিয়ান এর।
শেষটা এমনই আশা করেছিলাম।
বিশেষ ধন্যবাদ আপনাকে...😍 😍
আমার সর্বদা চেষ্টা থাকে আপনাদের ভাল কিছু উপহার দেওয়ার। 🥰
একজনের কাছে চাইলে কখনো
খালি হাতে ফিরতে হয়না
-তিনি হলেন আল্লাহ.।।
এটি সময়ের কঠিন বাস্তবতা,, ভালবাসা যে সময়ের সাথে তার রং বদলায়, সেটা অনেকেই বুঝতে চায়না,বা বুঝতে পারে না,তাই অতি আবেগ আর ইগোর কারণে ভালবাসার সংসার গুলো গুছিয়ে উঠার আগেই ভেঙ্গে যায়... ধন্যবাদ মিজানুর রহমান আরিয়ান ভাই আপনার নাটক গুলোতে একটা ম্যাসেজ থাকে সবসময়
তৌসিফ মাহবুবের সেরা একটা নাটক ভাই আমাদের কে আরো দেন
আমাদের সর্বদা চেষ্টা থাকে আপনাদের ভাল কিছু উপহার দেওয়ার। 🥰
একমাত্র মসজিদ যেখানে একজন আরেকজনের জন্য জায়গা ছেরে দেয়❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।
আজটাও মিশে হবে গতকাল
গতকাল মিলে হবে কতকাল
তবু আমাদের ভালোবাসা রয়ে যাবে
চিরকাল........
ভালোবাসার মানুষ কখনো পরিবর্তন হয় না। পরিবর্তিত হয় আমাদের চারপাশ। ভালোবাসা গুলো ঠিক একই রয়ে যায়। অনেকদিন পর সুন্দর একটি নাটক দেখলাম। জীবনের গল্প হয়ে গেল
মাঝে মাঝে ভাবি,,, মিজানুর রহমান আরিয়ানের মাথায় এত বাস্তবতাময়
আবেগের অনুভূতি আসে কিভাবে???
যা কিনা বাস্তব জীবনের সাথে মিশে একাকার হয়ে যায় 😥😥😥😥😥😥😥😥
ভালোবাসা বদলায় না...
নিয়ম সময়ের সাথে রূপ পরিবর্তন করে ...
Heart touching line ❤
বাস্তবের সাথে যুক্ত নাটকটি😌❤️ from india 🇮🇳
এই নাটকটা সম্পুন্য আমার জীবনের biopicture🥺🥺🥺
versity time a pream onno rokom hoi sob kisu e onk mojar hoi kintu biya por onk responsible choly asy (বিয়েটা বাড়ির অমতে করলেও ২ জন এর অনের দায়িত্ব চলে আসে)
আমাদের মধ্যে ঠি ক এমন হচ্ছে। বাসায় না জানিয়ে বিয়ে অফিস প্যারা নিজেদের মধ্যে understanding ঝগড়া all time বলা হয় তাহলে সব বাদ হয়ে গেলেইতো শান্তি পাও কিন্তুু আমরা নিজেরাও জানি আমরা কেও কাওকে ছারবো না। একটা সুন্দর সময় এর,অপেক্ষায় আছি। সব কিছু ঠিক হয়ে যাবে।😍😍😍 যত যাই হোক আমি তোমার থাকবো চিরোকাল 💖💖💖
চোখে পানি ঝড়ছে। কারণ সে ত আর নাই।এই ত সেদিনেও ছিল সে মনের খুব কাছে। আজ অনেক বেশী দূরে।তবে আপনার কমেন্ট দেখে ভালো লাগলো।ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসায়।বেস্ট অফ লাক 💪
ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।
কার কার প্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। লাইক দিয়ে পাশে থাকুন
আমার সবচেয়ে প্রিয় পরিচালক
@@aburaihanaburaihan561 ধন্যবাদ
চোখের পানি আটকাতে পারলাম না, অনেক ভালোবাসা মিজানুর রহমান আরিয়ান ভাই ❤️
আপনাদের ভাল লাগলেই আমি সার্থক...😇 😇
নাটকটি ভালো লাগলে লাইক দিন ও পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ❤️
গল্পটা কোথাও কোথাও (৭০%) যেন জীবনের সাথে মিশে আছে☺️
অসাধারণ নাটক
মিজানুর রহমান আরিয়ান মানে নতুন কিছু। আর তৌসিফ ও সাফা সবসময় সেরা
নাটকটি ভালো লাগলে লাইক দিন ও পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
নাটক টি খুব ভালো লাগলো আমার, আসলে তৌসিফ আর সাফা কবিরের নাটক দেখতে ভালোই লাগে, অসাধারন জুটি।
আরিয়ান ভাইয়ার নাটক মানেই সেখানে রোমান্টিকতা বিদ্যমান 😊
বড় ছেলে এবং বুকের ব্রা পাশে এই দুইটি নাটকের চেয়ে এ নাটকটা কোনো অংশে কম নেই।অনেক শুভেচ্ছা জানাই এই নাটকে যারা অংশ গ্রহণ করছে।🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ব্রা না ভাই বা 😁😁😁
নাটকের শেষটাতো শুধু অভিমানে ই হলো...
ওরা তো চাইলেই পারতো সবটা ঠিক করে নিতে।সম্পর্কে মানুষগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাদের ভালোবাসা।এভাবেই দুজন ভালোবাসার পরও অভিমান করে সম্পর্ক শেষ করে দেয়!ভালোবাসার কোনো শেষ হয় না....
ভালোবাসায় অভিমান থাকতে পারে কিন্তু তা যেন জেদ এ পরিণত না হয়💙🥀
আমি কখনো কমেন্ট করি না।
কিন্তু আজ কমেন্ট না করে থাকতে পারলাম না।
সত্যিই অসাধারণ। চিরবাস্তব চিঠির প্রতিটি কথা।
আমার সর্বদা চেষ্টা থাকে আপনাদের ভাল কিছু উপহার দেওয়ার। 🥰
এ যেন বাস্তব জিবনে প্রেমিক প্রেমিকার সকল অধ্যায় বাস্তবেই তুলে ধরা হয়েছে অসাধারন ড্রামা কিং আরিয়ান ভাই এটা শুধু আপনার দ্বারাই সম্ভব।
আরিয়ান ভাইয়ের নাটক দেখলে সত্যিই প্রশংসা না করে যেতে পারি না।অসাধারন হয়েছে বস।
নাটকটা অসাধারণ ছিলো,,,সত্যি কি ভালো বাসা এমন হয়,,,,যাকে ভালোবাসে তাকে সারাজিবন ভালো বেসে জাওয়াটাই হলো ভালো বাসা
ভালোবাসার মানুষটা দেখতে বলেছিলো, তাই দেখলাম।
ভালোবাসা বদলায় না, শুধু রুপ বদলে যায়। সবকিছুই তো আমাদেরই🙂💓
চিরকাল, থাকবো তোমার সাথে আমার ভালবাসা নিয়ে♥
যে দিকেই জাইনা পাখি আসবো তুমার কাছে ফিরে♥
আরিয়ান ভাইয়ের কাজ মানে সেরা
তৌসিফ আর সাফা, কবির অসাধারন অভিনয় করসে😍
অপেক্ষায় ছিলাম নাটকটার, অসাধারণ হয়েছে নাটকটা, তৌসিফ ভাই এবং সাফা কবির অসাধারণ অভিনয় করেছে, এ জুটির নাটক বরাবরই ভালো হয়, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ❤️❤️❤️❤️
আপনাদের ভাল লাগলেই আমরা সার্থক… 😇
হাজারো ভালোবাসার সত্য ঘটনা। এইরকম বাস্তবসম্মন নাটক যে তৈরি করেছে তাকে সেলুট।🙏🙏
Amar dekha Tawsif ar Safar best kaj. Another masterpiece of Mizanur Aryan Bhai. Sesh ta khub sundor... Love from Kolkata...
আমাদের সর্বদা চেষ্টা থাকে আপনাদের ভাল কিছু উপহার দেওয়ার। 🥰
আপনাদের ভাল লাগলেই আমরা সার্থক… 😇
মিজানুর রহমান আরিয়ান ভাই মানেই নতুন কিছু নতুন রেকর্ড!!🥰❤
ধন্যবাদ, আপনাদের ভালো লাগাতেই আমাদের সার্থকতা এবং আরো সামনে এগিয়ে যাবার প্রেরণা। 😇 😇
এই না হলে আরিয়ান।
কত সুন্দর করে না ইন্ডিং হলো!
এমনটাই হোক চেয়েছিলাম।
ভালোবাসার এক আকাশ আরিয়ান❣️
ছেলেদের মন খারাপ হয় মূলত তিন কারনে,
প্রথমতঃ তার বাবা মা যখন খুব অসুস্থ,
দ্বিতীয়তঃ তার পকেটে যখন টাকা থাকে না,
তৃতীয়তঃ এবং তার ভালোবাসার মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায় ।😔🥀
অপেক্ষায় ছিলাম নাটকটি দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। 😍 🥰 ❤️
সিএমভি সর্বদা দর্শকের চাহিদার কথা মাথায় রেখে বিগত কয়েক বছর ধরে
একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে যাচ্ছে সকলকে। 😊
আপনাদের আনন্দ দিতে পারলেই আমরা সার্থক। 😇 😇
@@CMVআপনাদের কেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ
Thanks CMV♥️
Me too
Wow
মিজানুর রহমান আরিয়ানের সবচেয়ে সুন্দর নাটক হল Batch no. 27❤️❤️❤️
অনেক ভালো লাগার নাটক।
সে রকম আরও নাটক চাই।
নাটকের গানগুলো অসাধারণ ছিল।
নিঃসন্দেহে এই ঈদের সেরা কাজ 🥰🥰ধন্যবাদ মিজানুর রহমান আরিয়ান ভাই🥰🥰 আমাদেরকে এত সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য তাওসিফ সাফার অভিনয় সুন্দর হয়েছে 🥰🥰
আপনাদের ভাল লাগাতেই আমরা আরও ভাল কিছু করতে অনুপ্রাণিত হচ্ছি… 😇
নাটকটি ভাল লাগলে আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন... 💑
শেষ পর্যন্ত যাওয়া সবার ভাগ্যে থাকে না💔 আর যারা যেতে পারে তাদের মধ্যে অধিকাংশই পরিবারের বিরুদ্ধে গিয়ে ভালোবাসা টিকিয়ে রাখে। জীবন তো একটাই, আর এ একটা জীবনকে নিজের মতো করে সাজানো অনেক গুরুত্বপূর্ণ।
তৌসিফ ভাই এইবার সিউর শেরা অভিনেতা হবে। এই নাটক এর জন্য। এবং মিজান ভাইও সেরা পরিচালক হবে।
বেশ সুন্দর নাটক.. ♥️♥️
আমাদের এই generation-এ এই রকম অনেক সম্পর্ক কে বাঁচাতে সাহায্য করবে এই নাটক
নাটকটি ভাল লাগলে আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন...
পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন
দীর্ঘদিন পর আরিয়ান আরিয়ান ফিল পেলাম!থ্যাঙ্কিউ ভাইয়্যা ভালবাসার বিভিন্ন দিক দেখানোর জন্য।
ধন্যবাদ, আপনাদের ভালো লাগাতেই আমাদের সার্থকতা এবং আরো সামনে এগিয়ে যাবার প্রেরণা। 😇 😇
মিজানুর রহমান আরিয়ান মানে অস্থির নাটক, ওনার নাটকে বাস্তবতা খুজে পাই আমরা,,,!!!
একদম বাস্তবতায় ভরা কাহিনী। আমার জীবন টাও ঠিক এমন ভাবেই এগোচ্ছে😔😔 ভাবতেই শরীর টা শিউরে উঠে🥺 কিভাবে থাকবো তাকে ছেড়ে😭 আল্লাহ আমাদের সকলের ভালোবাসা কবুল করো🤲🤲 আমাদের সঠিক পথ দেখাও
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। 😍 🥰😇
এভাবেই চিরকাল তৌসিফ ভাইয়ের নাটক কারা কারা দেখতে চান সারা দিন🥰
আমরা আপনার মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেই। 😊
অসাধারণ, অসাধারণ, অসাধারণ ভাই, মনটাকে টাচ করে দিয়েছে, আমার কাছে এই বছরের সেরা নাটক বলে মনে করি,বাকিদের কি মতামত জানিনা।.......(আজিম খান)
এক জনের সাথে আরেক জনের যতই জগরা রাগ অভিমান হোক না কেনো।।।তার পর তাদেরকে দরকার ঠিক আগের মতো মিল হয়ে জাওয়া।।। ঠিক জেটা এই গল্প টি মধ্যেমে বোঝানো হয়েছে।।।
আর আল্লাহ কাছে দোয়া করি জেন জিবনে সবাই ইনশাআল্লাহ দুই জন দুই জনার প্রতি ভালো বাসা পায়।।। (আমিন)
Just অসাধারন ❤️👌 tawsif is
always best 😊
মেহজাবিন-নিশোর শিল্পীর মতো নাটক যদি ১০ মিলিয়নের রেকর্ড করে তাহলে এটা ১০০ মিলিয়ন করা উচিত
r8...
Hmm aty
বড় ছেলে, বুকের বা পাশের পরে আবারও একটা ভালো কাজ দেখলাম সেটাও মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার। 🥀🖤❤️আসলেই তুমি সেরা বর্স...!🥀🖤
Right
অসম্ভব সুন্দর নাটক চিরকাল, মন ছুয়ে গেছে আমার, তৌসিফ মাহাবুব ভাই মানেই ভালোবাসা ও ভালো লাগার মতো, নাটক টা বাস্তব জীবনের সাথে মিল আছে, টাকা এবং ভালো চাকরির জন্য কতো মানুষ তাঁর ভালোবাসার মানুষ কে হারাতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ পরিচালক কে ❤️🌻🌼💚🥀👌
সত্যি অসাধারন বলতে গেলে এবছর ইদের সেরা নাটক
সারা নাটক জুড়ে চোখের জল থামাতে পারলাম না সত্যিই পেয়ে হারিয়ে ফেলা জিনিস বড়োই কষ্টদায়ক 👌👌👌🖤🖤🖤🖤
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। 🥰 🥰
আপনাদের ভাল লাগাতেই আমরা আরও ভাল কিছু করতে অনুপ্রাণিত হচ্ছি… 😇
আসলেই অনেক সুন্দর ছিলো নাটকটি। শেষটা অনেক ভালোই লেগেছে। আসলেই আজকের এই ব্যাস্ততম দিনে ক্যারিয়ার,ভালোবাসার,পরিবার সবকিছুই ম্যানেজ করে চলা একটি ছেলের কাছেই আসলেই দায় হয়ে যায়।একটি মেয়ের থেকেও একটি ছেলে বেশি পরিমাণে বাস্তবতা ফেস করে।তৌসিফ আর সাফার জুটি তো হিট আর অভিনয় তো বলতে কিছু বাকি রাখে না।
আমাদের সর্বদা চেষ্টা থাকে আপনাদের ভাল কিছু উপহার দেওয়ার। 🥰
ধন্যবাদ, আপনাদের ভালো লাগাতেই আমাদের সার্থকতা এবং আরো সামনে এগিয়ে যাবার প্রেরণা। 😇
প্রত্যেকটি স্বামী স্ত্রী যেনো এই রকম সুখী হয় আর শেষের অংশ টুকু দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না
'ভালোবাসা রূপ বদলাবে, কিন্তু ভালোবাসার মানুষটা বদলাবেনা "❤️👌
বাস্তবতা তো ওটুকু পর্যন্তই ছিলো,
যখন শাওন খামটা ফেরত দেয়,
শেষটার মত বাস্তব জীবন হলেতো,
ভালোই হত!!!
কিছু অভিনয় আর কিছু কথা একেবারে মনে গেঁথে যায় "তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না" আহা ধন্যবাদ 🖤🌸
আমাদের এই অগ্রযাত্রায় আপনার এই মতামত আমাদের অনুপ্রেরনা যোগায়।
আমার দেখা তৌসিফ ভাইয়ার বেস্ট নাটক 🥰🖤
Amaro
Love from India, Twasif & safa kabir is the perfect juri
Thank you so much for watching this Drama. 🥰 🥰
মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার পরিচালিত প্রতিটি নাটকই অসাধারণ❤️
আমাদের সর্বদা চেষ্টা থাকে আপনাদের ভাল কিছু উপহার দেওয়ার। 🥰
আপনাদের ভাল লাগলেই আমরা সার্থক… 😇 😇
খুব ভালো কাজ অনেক দিন অপেক্ষায় ছিলাম।সাফা তৌসিফ বেস্ট জুটি ❤️🥰🥰 @safamily 🌸 Admin
আমাদের এই অগ্রযাত্রায় আপনার এই মতামত আমাদের অনুপ্রেরনা যোগায়। 🥰
@@CMV সাফা তৌসিফ এর আর কাজ চাই আরিয়ান ভাই এর সাথে
কঠিন বাস্তবতার বেড়াজালে ভালোবাসাটা সত্যি বড্ড অসহায়। আর এই যে ছোট ছোট ভুল বুঝাবুঝি আরো বেশি উস্কে দিচ্ছে যার শেষ পরিনতি হলো বিচ্ছেদ। 💔💔 আমাদের উচিত হবে একে অপরের প্রব্লেমগুলোকে বুঝতে পারা,আর সব পরিস্থিতিতে পাশে থাকা।❤️
সত্যি অসাধারণ ছিল পুরো এক ঘন্টা।
"ভালবাসা চিরকাল"----💖💞
তৌসিফের ক্যারিয়ার বদলে যাবে এই নাটকে💛💛
বিশেষ ধন্যবাদ আপনাকে...😍 😍
আমার সর্বদা চেষ্টা থাকে আপনাদের ভাল কিছু উপহার দেওয়ার।
Great..
এই শহরে প্রচুর অভাব 🙂
কারো শিক্ষার,কারো ভালোবাসার!
কারো ভাতের,কারো মনুষ্যত্বের 🥀
Thanks To mizanur rahman ariyan sir..for gift this drama! This drama is actually amazing because there have many things about this drama!
Also thanks Tawsif mahbub bhiya💙
Thank you for staying with us. 🥰 🥰
We are inspired to do something better only if we can cheer you on… 😇
আমার দেখা তৌসিফের সেরা নাটক এইটা। ❤❤❤
আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তবে আমাদের মধ্যকার সম্পর্ক দেখলে যেকেউ মনে করে আমাদের লাভ ম্যারেজ😊শুনলে খুবই মজা লাগে।তবে ঝগড়া তো মাঝে মাঝে হতেই পারে ।ঝগড়ার পর আমি চিন্তা করি যদি কখনো আমাদের ঝগড়া ডিভোর্স পর্যন্ত গড়ায় তখন আমি কি করে থাকবো তাকে ছাড়া😔স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক অনেক কিছু নিয়েই ঝগড়া বিবাদের হবে কথা কাটাকাটি হবেই তাই বলে কখনোই ডিভোর্স শব্দটা মুখে আনতে হয় না দুজনের কারোরই ।টিকে থাকুক পৃথিবীর সব ভালবাসা ।
u r such a angel to every honest man & ur hubby is really lucky by getting u as a life partner .... wish u happy married life for forever ....
Hero টা দারুন হ্যান্ডসাম
বাংলাদেশ নাটক গুল খুব সুন্দর লাগে বিশেষ করে এই হিরো টা
Deforce papers নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দেওয়াটা সেই ছিল 😄👌
খুব সুন্দর নাটক..ভালোবাসাটা সহজ ,,কিন্তু সেই ভালোবাসা ধরে রাখা খুব কঠিন , যারা পারে ,তারা সত্যি অনেক ভাগ্যবান ..
💞💞💞💞💞 kolkata..
একজন আরেকজনকে বুজতে না পারার মূল কারন এই নাটকে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর নাটক দেখে আমার কাছে ভালো লেগেছে
খুব খুব ভালো লেগেছে নাটকটা। একদম বাস্তব জীবনটা তুলে ধরেছে।
শাওনদের প্রেমগুলো এভাবেই হারিয়ে যায়
এই প্রথম তৌসিফ ভাইয়ার কোনো নাটক দেখে এতো ভালো লেগেছে,,,, আমার মনে গেঁথে গেছে।