@@krisokerdorpon8573 আমার মিরসরাই উপজেলার গ্রামের বাড়ির পাশে দেড় বিঘা জমিতে UHDP পদ্ধতিতে একটি ব্যানানা আমের বাগান পত্তন করেছি। আমি বাগান ক্রমান্বয়ে সম্প্রসারণ করতে চাই। এ প্রযুক্তি আয়ত্ব করার জন্য আপনার সম্মতি সাপেক্ষ আমি আপনার সাথে আরও আলাপ করতে ইচ্ছুক। আমার মোবাইলঃ ০১৭১১৯৮৪৪৮৫
ধন্যবাদ দাদা। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভিডিও টি দেখলাম । চিন্তার ক্রমবিকাশ ঘটছে ঘটবে । থাই আমের জত যেটাকে কাটিমন বলা হচ্ছে সেটা কতটা সত্য বুঝতে পারছি না। আমাদের এখানেও ঐ চারা বলে গাছ পাওয়া যাচ্ছে সংগ্রহও করেছি । এ ব্যাপারে সঠিক পরামর্শ প্রার্থনা করি।
আসসালামু আলাইকুম, আমি কুয়াকাটা থেকে আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনার প্রত্যেকটি প্রোগ্রাম আমি গুরুত্ব সহকারে দেখি। খুবই ভালো লাগে। ধন্যবাদ আমাদের সমুদ্র উপকূলবর্তী লবনাক্ত এলাকায় এরকম বাগান করা কি সম্ভব?
মাশাআল্লাহ, অনেক সুন্দর বাগান। আপনার ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন। ধন্যবাদ মামুন ভাই এতো সুন্দর একটি ভিডিও বানানোর জন্য। সদস্য, চট্টগ্রাম বাগান পরিবার।
আমার মাথায় আসেনা ৬ ফুট দুরত্ব ভাগ করলে তিন ফুট হয়, এই তিন ফুটে গাছ কি ভাবে বড় হবে আর ফল দিবে? ৪/৫টি কাটিমন আমে ১কেজি হয়। ২০ কেজি×৪টি=৮০টি! আমার কাছে ধোঁয়াসা মনে হয় ৬ফুট ছড়ানো গাছে ৮০ বা ৭০টি আম!!
আসসালামু আলাইকুম ভাইজান আমার ফলের বাগানে গাছের পাতা পোকায় মাকর নষ্ট করছে এখন আমার করণীয় কি আমাকে একটু জানাবেন? আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি?
ভাই ভাল আছেন? আমার কয়েকটা কাঠাল গাছ আছে, কিছুদিন পর ছাটাই করতে চাচ্ছি, এর মধ্যে ছত্রাক নাশক "সুফি 50WP" স্প্রে করতে পারব? এটার মধ্যে আমের ছবি দেওয়া আছে,
বাংলাদেশের সব ফলের বেলায় ইদানিং “থাইল্যান্ড” ব্যবহার হচ্ছে। কাটিমন থাইল্যান্ডের আশে পাশেও না। অনেক দুরে। দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়ে আরো দুরে পিলিপাইনের নুয়েবা ইসিজা প্রদেশের একটি জেলা।
আসসালামু আলাইকুম স্যার। আশা করি ভালই আছেন। আপনার প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য আপনি এবং আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ। আমরা কক্সবাজার থেকে বলছি। আমরা মাস্টার্স শেষ করেছি। এবছর আমরা কজন মিলে মিশ্র ফল বাগান করার পরিকল্পনা করেছি এবং স্বল্প পরিসরে শুরু করেছি। আগামীতে ব্যাপক পরিসরে করার জন্য আপনার পরামর্শ ও সহযোগিতা দরকার। আমরা যদি আপনার প্রতিষ্ঠানে এসে পরামর্শ এবং সহযোগিতা পাই এতে উপকৃত হব। তা কি সম্ভব? যদি সম্ভব হয় জানাবেন আমরা এসে আপনার মূল্যবান পরামর্শ গ্রহণ করব।
আসসালামু আলাইকুম। ভাই, parafilm tap আর pruning wax কি এবং কোথায় পাওয়া যাবে? দয়া করে জানাবেন।কারণ, আমার বিভিন্ন ধরনের গাছের বাগান করার খুব শখ।জানালে খুবই উপকার হবে।
স্যার আমার কয়েকটি বিষয় জানা খুবই দরকার যদি উওর পাইতাম অনেক উপকার হত ক,সবজি গাছের ডামের মাটিতে কচুরিপানা ব্যবহার করা যাবে।তাহলে কতটুকু দিব? খ,সবজি গাছের হাফ ডামের ব্যবহিত মাটি পুনরায় কিভাবে তৈরি করব।গোবর, সার কি পরিমান ব্যবহার করব। গ,নতুন মাটি ব্যবহার করব? দিলে কতভাগ দিব। দয়া করে জানাবেন।
স্যার উনি কাটি মন আমের চারা গুলো কোথায় থেকে সংগ্রহ করেছে দয়া করে জানাইবেন ,, স্যার আপনার হর্টিকালচার সেন্টারে কি কাটি মন আমের চারা আছে ,, থাকলে দয়া করে আপনার মোবাইল নম্বারটি দেয় ,, আমি প্রবাসে থাকি দুই তিন মাস পর একবারে দেশে চলে আসবো -- আমিও ছোট করে হলেও একটি কাটি মন আমের বাগান করতে চাই ,,,
মাসাআল্লাহ, এ বছরের সর্ব সেরা প্রতিবেদন। যাজাকআল্লাহ
সুবহানাল্লাহ আমার জীবনে দেখা সবচাইতে সুন্দর প্রতিবেদন
ভারত থেকে বলছি। খুব ভাল ভিডিও
একটা অসাধারণ কাজ করে দেখালেন যিনি এই আম গাছের পরিচর্যা করছেন।
ধন্যবাদ স্যার ,এত সুন্দর এবং শিক্ষামূলক একটি ভিডিও শেয়ার করার জন্য
UHDP বিষয়ে একটি ভিডিও রিলিজ করার জন্য আমি মাস দুয়েক আগে আপনাকে অনুরোধ করেছিলাম। এত অল্প সময়ে এটি পেয়ে আমি আপ্লুত। আপনাকে ধন্যবাদ।।
জ্বি ভাইয়া, অাপনার অনুরোধ মনে ছিলো। ভালো থাকবেন।
@@krisokerdorpon8573 আমার মিরসরাই উপজেলার গ্রামের বাড়ির পাশে দেড় বিঘা জমিতে UHDP পদ্ধতিতে একটি ব্যানানা আমের বাগান পত্তন করেছি। আমি বাগান ক্রমান্বয়ে সম্প্রসারণ করতে চাই। এ প্রযুক্তি আয়ত্ব করার জন্য আপনার সম্মতি সাপেক্ষ আমি আপনার সাথে আরও আলাপ করতে ইচ্ছুক। আমার মোবাইলঃ ০১৭১১৯৮৪৪৮৫
আল্লাহ পাক স্যার কে নেক হায়াত দান করুন যাতে আমরা উপকৃত হতে পারি কৃষিতে
ameen
দ্বারুণ বাগান, আমার মনে হয় এটিই বাংলাদেশের প্রথম হাই ডেনসিটির আম বাগান।।
ধন্যবাদ ভাইজান, উপকৃত হলাম আপনার ভিডিও টা দেখে।
অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার। আপনার জন্য রইল শুভ কামনা।
আমার জেলাতে এমন একটি বাগান আছে জেনে ভালো লাগলো।
ধন্যবাদ এমন ভিডিও দেওয়ার জন্য।
আসলামুআলাইকুম। সবসময় অপেক্ষায় থাকি আপনার নতুন ভিডিওর জন্য। আপনার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায়। আপনার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করি। আমিন
সুন্দর কথা, বাগান করা সবার জন্যই সহজ, কিন্তু বাগান থেকে লাভ করা সবার জন্য সহজ না।
Apnar sob video khub valo lage vi
ধন্যবাদ দাদা। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভিডিও টি দেখলাম । চিন্তার ক্রমবিকাশ ঘটছে ঘটবে । থাই আমের জত যেটাকে কাটিমন বলা হচ্ছে সেটা কতটা সত্য বুঝতে পারছি না। আমাদের এখানেও ঐ চারা বলে গাছ পাওয়া যাচ্ছে সংগ্রহও করেছি । এ ব্যাপারে সঠিক পরামর্শ প্রার্থনা করি।
নেজাম ভাই আমার পরিচিত। নেজাম ভাই ও কৃষিবিদ আল মামুন সিকদার সাহেব কে, সালাম শুভেচ্ছা ও মোবারক বাদ।
ওয়আলাইকুমছালাম
নেজাম ভাই, অামিও এই কাটিমন জাতের অাম বাগান করতে চাচ্ছি। অাপনার ফোন নাম্বারটা দিবেন? অামার বাড়ি পানছড়ি,খাগড়াছড়ি।
আমি নেজাম ভাইয়ের বাগান ভিজিট করব। দয়া করে ওনার বাগানের ঠিকানাটা দিলে উপকৃত হতাম।।
Sir khub valo hoyeche video ta
Nice one, learned many things.
***হানিফ মন্ডল এগ্রো ফার্ম*** এর পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইলো।
***রাজশাহী***
Darun hoye6e
এই ফার্মের একটা আপডেট ভিডিও আশা করছি।
বাগানের বর্তমান অবস্থা র একটি প্রতিবেদন ভিডিও দিয়ে সফলতা জানতে পারা যেতো। কৃষক উপকৃত হতো
আসসালামু আলাইকুম, আমি কুয়াকাটা থেকে আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনার প্রত্যেকটি প্রোগ্রাম আমি গুরুত্ব সহকারে দেখি। খুবই ভালো লাগে। ধন্যবাদ
আমাদের সমুদ্র উপকূলবর্তী লবনাক্ত এলাকায় এরকম বাগান করা কি সম্ভব?
mashaAllah, amar o emon bagan korar iccha. :)
মাশাআল্লাহ, অনেক সুন্দর বাগান। আপনার ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন। ধন্যবাদ মামুন ভাই এতো সুন্দর একটি ভিডিও বানানোর জন্য।
সদস্য, চট্টগ্রাম বাগান পরিবার।
ধন্যবাদ
আসসালামু আলাইকুম
ভাইয়া এরকম জাগা আমি কি লিস্ট নিতে পারি
ধন্যবাদ ।
ধন্যবাদ স্যার।
চমৎকার ভিডিও। এবার বাকি থাকলো আল্ট্রা হাইডেনসিটি। আমার কিছুটা জমি আছে আল্ট্রা হাইডেনসিটি উপায়ে বাগান করতে চাই। আপনার ভিডিওর অপেক্ষাই রইলাম।
ইনশাআল্লাহ
@@krisokerdorpon8573 ইনশাআল্লাহ
সুন্দর ইনফরমেশন
জৈব পদ্ধতিতে বীজশোধন নিয়ে ভিডিও বানান
মাশাআল্লাহ্
sir supper hoyacha.tks........
এই বাগানটির বর্তমান অবস্থা কেমন জানতে চাই!
নারিকেল চারা গাছ রোপন এবং তার পরিচর্চা নিয়ে একটি ভিডিও করুন Sir..
Nice I am idian
Good idea & good video
Thinks so Nice video thinks
স্যার সবজি চাষের ভিডিও চায়
আমার মাথায় আসেনা ৬ ফুট দুরত্ব ভাগ করলে তিন ফুট হয়, এই তিন ফুটে গাছ কি ভাবে বড় হবে আর ফল দিবে? ৪/৫টি কাটিমন আমে ১কেজি হয়। ২০ কেজি×৪টি=৮০টি! আমার কাছে ধোঁয়াসা মনে হয় ৬ফুট ছড়ানো গাছে ৮০ বা ৭০টি আম!!
Thank you brother
Thank you sazzad.
Nichu alakai amm bagan kora Ja baa ki
Sir khob valo video
হুজুর উদোক্তার বাড়িটি কোথায়?
আসসালামু আলাইকুম ভাইজান আমার ফলের বাগানে গাছের পাতা পোকায় মাকর নষ্ট করছে এখন আমার করণীয় কি আমাকে একটু জানাবেন? আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি?
নাটোরের সেলিম রেজা ভাই, আল্ট্রা হাইড্রেনসি পদ্ধতিতে গৌরমতি আমের চাষাবাদ করে আসছে।
ভাই আসসালামু আলাইকুম, টবের মাটি কিভাবে প্রস্তুত করতে হয়। জানালে খুব উপকৃত হতাম।
টবের মাটি তৈরিতে কত প্রকার উপাদান ও পরিমান এবং দোআঁশ মাটি কিভাবে তৈরি করা যায় সে বিষয় ভিডিও চাই জনাব।
গাছ লাগানোর কতদিন পর প্রনিং করতে হয়?
এই বাগানের বর্তমান ভিডিও চাই। ২০২৪
মালটা নিয়ে কিছু জানতে চায় স্যার মালটা কিভাবে পুনিং করব প্লিজ এই নিয়ে এক টা ভিডিও দিবেন
ইনশাআল্লাহ
Nice
সার প্রয়োগ কভাবে করেন। পাহাড়ি জায়গা ঢালু
এটা কি জাতের আম গাছ লাগাইছে
দারুন বুদ্ধি
ভাই ভাল আছেন? আমার কয়েকটা কাঠাল গাছ আছে, কিছুদিন পর ছাটাই করতে চাচ্ছি, এর মধ্যে ছত্রাক নাশক "সুফি 50WP" স্প্রে করতে পারব? এটার মধ্যে আমের ছবি দেওয়া আছে,
ভাইয়া মাল্টা নিয়ে একটা ভিডিও দেন?
ইনশাআল্লাহ দিবো।
নাম্বারটা পেতে পারি আপনার
বাংলাদেশের সব ফলের বেলায় ইদানিং “থাইল্যান্ড” ব্যবহার হচ্ছে। কাটিমন থাইল্যান্ডের আশে পাশেও না। অনেক দুরে। দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়ে আরো দুরে পিলিপাইনের নুয়েবা ইসিজা প্রদেশের একটি জেলা।
Dada vitamin tablet kya manpower jaaye to photo dakhva army India
কিউজাই,নামডকমাই, কিং অফ চাকাপাত, ব্লাক আলফানসো,চিয়াংমাই আম এই জাতগুলো কি হাই ডেনসিটি পর পদ্ধতিতে করা যাবে?
কোন জাতের আম গাছের ফ্লাস ছোট?
Sir Make a video about Avocado 🥑 cultivation.
ইনশাআল্লাহ চেষ্টা করবো।
ভাই, আমি বেলে দোআঁশ মাটিতে লিচু গাছ অতি ঘনত্বে লাগাতে চাচ্ছি। ৬/১০,৮/৮,৯/৯, ১০/১০ ফুট দূরত্বের মধ্যে কোনটি দিলে ভালো হবে?দয়া করে জানাবেন।
আসসালামু আলাইকুম স্যার। আশা করি ভালই আছেন। আপনার প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য আপনি এবং আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ।
আমরা কক্সবাজার থেকে বলছি। আমরা মাস্টার্স শেষ করেছি। এবছর আমরা কজন মিলে মিশ্র ফল বাগান করার পরিকল্পনা করেছি এবং স্বল্প পরিসরে শুরু করেছি। আগামীতে ব্যাপক পরিসরে করার জন্য আপনার পরামর্শ ও সহযোগিতা দরকার। আমরা যদি আপনার প্রতিষ্ঠানে এসে পরামর্শ এবং সহযোগিতা পাই এতে উপকৃত হব। তা কি সম্ভব? যদি সম্ভব হয় জানাবেন আমরা এসে আপনার মূল্যবান পরামর্শ গ্রহণ করব।
mamun2856@gmail.com
অসংখ্য ধন্যবাদ
মামুন ভাই আপনার মোবাইল নংটি প্রয়োজন।
আসসালামু আলাইকুম। ভাই, parafilm tap আর pruning wax কি এবং কোথায় পাওয়া যাবে? দয়া করে জানাবেন।কারণ, আমার বিভিন্ন ধরনের গাছের বাগান করার খুব শখ।জানালে খুবই উপকার হবে।
এগুলো গ্রাফটিং টেপ বা ফিতা হিসেবে ব্যবহৃত যা অ্যান্টি মোয়েশ্চার হিসেবে কাজ করে।
কোন দোকানে পাওয়া যায় অামার জানা নাই।
Mashallah
ভাই উনার সাথে কিভাবে যোগাযোগ করব।
assalamu-alaikum. cutimon mango nie aneker avijog ache falan hoi na. ata correct/incorrect ki akta protibedon diben insha-allah
কিচুদিন পর দেখতে পাবেন।
nice video
As salamu alai kum ami aponar vidio dely deki. Asa korbo sob baganer oner Der nambar guli diben jate kore kisu jante hole jante pari
Very good
ভাই আম ও কাঁঠাল এর ডালে গুটি কলম করতে রুটিং হরমোন পাউডার দেওয়া যাবে কি প্লিজ প্লিজ জানাবেন ভাই।
প্রয়োজন নাই, গুটি কলম না করে ক্লেফ্ট বা ফাটল গ্রাফটিং করুন ভালো ফলাফল পাবেন।
Location ta aktu bolben kothai?
ভাই, সুপারি গাছের কি পুনিং করা যায়? কি ভাবে করতে হয়? জানালে খুব উপকৃত হতাম।
না
ভাইয়া আমার আম গাছের বৃদ্ধি তেমন হচ্ছে না আমি কি করবো প্লিজ জানাবেন
এটার একটা ফলোআপ দিয়েন স্যার।
বারি আম ৪ গাছ কত ফিট ডিস্টেন্স রাখবো
মানিকছড়ি কোথায়?
মংগলীপাড়া।
স্যার আমার কয়েকটি বিষয় জানা খুবই দরকার যদি উওর পাইতাম অনেক উপকার হত
ক,সবজি গাছের ডামের মাটিতে কচুরিপানা ব্যবহার করা যাবে।তাহলে কতটুকু দিব?
খ,সবজি গাছের হাফ ডামের ব্যবহিত মাটি পুনরায় কিভাবে তৈরি করব।গোবর, সার কি পরিমান ব্যবহার করব।
গ,নতুন মাটি ব্যবহার করব? দিলে কতভাগ দিব। দয়া করে জানাবেন।
স্যার উনি কাটি মন আমের চারা গুলো কোথায় থেকে সংগ্রহ করেছে দয়া করে জানাইবেন ,, স্যার আপনার হর্টিকালচার সেন্টারে কি কাটি মন আমের চারা আছে ,, থাকলে দয়া করে আপনার মোবাইল নম্বারটি দেয় ,,
আমি প্রবাসে থাকি দুই তিন মাস পর একবারে দেশে চলে আসবো -- আমিও ছোট করে হলেও একটি কাটি মন আমের বাগান করতে চাই ,,,
Sir, please make a report about Sylhet area, most of the hilly areas in sylhet are totally unused!! Sylhet area's ag.officer are The 13 no of VOUHIA.
এটা কোন জায়গায়
সয়েল টেস্ট কোথায় করেন?
দার্জিলিং কমলা এভাবে করা যাবে?
অবশ্যই করা যাবে।
kazi Ripoon ke chinen keo
হাটহাজারী হর্টিকালচার সেন্টারের বিভিন্ন গাছের চারার নাম ও মুল্য তালিকাটা দিলে উপকার হতো।
কাজুবাদাম তারা পাবো কোথায় ভাই
ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই
Grafting er sorbonimno high koto hobe?
At least one feet.
উচ্চতা ৭ ফিট এর বেশি হলে ,প্রতি বছর কি উপরে ছেটে দেওয়া যাবে ।
জ্বি ছেটে বা প্রুনিং করে দিতে হবে।
@@krisokerdorpon8573
স্যাট, প্রুনিং কি?
কিভাবে করতে হয়?
স্যার আমি ডালপালা বিশিষ্ট ৪/৫ ফিটের দেড়/দু বছর বয়সের গাছ (ভালোই মোটা) যদি লাগাই,, তাহলে কি ৪/৫ মাস পর গাছে মুকুল আসলে ফলের জন্যে রেখে দিতে পারবো??
আম রাখতে পারবেন
Valo sara koi pabo.
এই বাগানের আপডেট চাই
দিবো ইনশাআল্লাহ।
বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপটে high-density তে এক একরে সর্বোচ্চ কত টাকা লাগানো যাবে অথবা কয় ফিট বাই গাছ লাগানো যাবে?
ছয় ফুট বাই দশ ফুট দিলেই হবে
@@krisokerdorpon8573 অনেক অনেক ধন্যবাদ।
( বারি - ৪) এই জাতটি হাই ডেনসিটি উপায়ে করা যায় কি?
জি ৷
আমার একটি তেতুল গাছ আছে । কিন্তু তেঁতুল হয় না । গাছের বয়স ১০\১২ বছর।
চারা না কলম?
@@krisokerdorpon8573
চার গাছ।
Sir, Ato katimon Chara pailo koi?
brothers nursery ; al amin nursery
চারা কোথা হতে নেওয়া হয়েছে তা না জেনে কেউ নিজের বা আপন কারো নার্সাবীর নাম লিখা টা মানুষকে বিভ্রান্ত করা। আশা করি তা প্রত্যাহার করবেন।
@@tashfiqueenam6491 নার্সারীর নাম মুছেদিন। না হয়-------!
আমার ধারণা ডেনসিটি বেশি হলে আমের ফলন অবশ্যই কম হবে।
আমিরা এগ্রো ফার্মের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উচ্চ ফলনশীল নাবি জাতের গৌরমতি, বারি৪, বারি ৮,বারি১১ বারোমাসি,কাটিমন বারোমাসি,বান্দিগরী, ব্যানানা,আমরুপালি, জাদুভোগ আমসহ বারি১ সুমিষ্ট মাল্টা,বিভিন্ন জাতের কমলা, থাই পেয়ারা,চায়না ৩ সিডলেস লেবু,বলসুন্দরি কুল,কাশমেরি কুল ও সিডলেস কুলের চারা ক্রয়ের জন্য যোগাযোগ করুন,আমিরা এগ্রোফার্ম,জামতলা, চাঁপাই নবাবগন্জ। মোবা : 01799607655
পাহাড়িদের জায়গা দগোল