এখানে একা একা ঘুরতে ভয় করবে। নিঃশব্দ হাহাকারের সঙ্গী এই শহর আজও বাঁচতে চায় । Duki, Prayag Film City

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 фев 2022
  • আজ আমি আপনাদের এমন এক শহরে নিয়ে যাব যেখানে রাস্তা আছে চলার লোক নেই , বাড়ি আছে থাকার কেউ নেই , প্রার্থনাগৃহ আছে প্রার্থনা করার জন্য কেউ আসে না .। এক অদ্ভুত প্রাণহীন নিস্তব্ধতা ছেয়ে রয়েছে এখানে । একা একা এই শহরের মধ্যে আপনি ঘুরতে পারবেন না সে কথা গ্যারান্টি দিয়ে বলা যায়। কলকাতার কাছেই আছে সেই জায়গা চাইলে এক তুড়িতে পৌঁছে যেতে পারেন সেখানে । কিন্তু কিভাবে সেখানে যাবেন , খাবার-দাবার কোথায় খাবেন , রোমাঞ্চ উপভোগ করার জন্য থাকার ব্যবস্থা আছে কিনা… তার সমস্ত হাল-হকিকত জানতে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত । কথা দিলাম নিরাশ হবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে ।
    PRAYAG FILM CITY :-
    For Group Booking and advance Booking
    Ashis Pal - 9836014791 / 7001923904
    Gate Contact No - 7029484958

Комментарии • 4,2 тыс.

  • @somabiswas5266
    @somabiswas5266 2 года назад +1

    পয়সা খরচ করে হায়দ্রাবাদের ফিল্ম সিটি দেখতে যায় সবাই আর নিজের রাজ্যে এত সুন্দর একটা ফিল্ম সিটি র কোন কদর নেই , দারুন লাগল দেখে , এটাও যদি ভালো করে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে বহু লোক দেখতে আসবে ।

  • @nanditabiswas2061
    @nanditabiswas2061 2 года назад +37

    সত্যিই জানতাম না, ইচ্ছে ছিল হায়দ্রাবাদ ফ্লিম সিটি দেখবো,তবে আপনার ভিডিও টি দেখার পরে মনে হচ্ছে হায়দ্রাবাদে যাবার আগে নিজের বাংলার ফ্লিম সিটিটা আগে দেখবো, হোক না সেটা ভেঙে যাওয়া রক্ষনাবেক্ষন ছাড়া, তবুও সেটা আমার বাংলা।ধন্যবাদ এতো ভালো একটা জায়গার সন্ধান দেবার জন্য।👍👍👍

  • @rafikulmondal5074
    @rafikulmondal5074 Год назад +135

    পশ্চিমবঙ্গে বসবাস করি, কিন্তু এতো সুন্দর জায়গা যে আছে আগে কোনদিন জানতাম না, সত্যি খুব সুন্দর 😍

  • @swarnimaroy2711
    @swarnimaroy2711 2 года назад +60

    এই সুন্দর ফিল্ম সিটি অবহেলায় নষ্ট হচ্ছে দেখে খারাপ লাগলো। সরকারের উচিত অবিলম্বে এই ফিল্ম সিটির সঠিকভাবে সংরক্ষণ করা।

  • @mojibulmia6085
    @mojibulmia6085 2 года назад +12

    অনেক।গরিব পরিবার আছে তাদেরকে জায়গা দেওয়া হোক

  • @dilipKumar-vk5ur

    পশ্চিমবঙ্গে এরকম জায়গা দেখে বিশ্বাস হচ্ছে না, সরকার এগুলো কে প্রমোট কেন করে না ট্যুরিজমে কত টাকা খরচ করে আমি মায়শুরু প্রালেশ দেখতে গেছি ,যাই হোক অসাধারণ একটি ভিডিও ,খুব সুন্দর দেখে মন মুগ্ধ হয়ে গেলাম এই প্রথম বার দেখলাম দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ 👍❤ আমি চাই রাজ্য সরকার এটা কে ভারতের নব্বর ১করুগ

  • @ashimchowdhury5941
    @ashimchowdhury5941 2 года назад +161

    পশ্চিমবঙ্গ সরকারের উচিত বাংলা চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে প্রয়াগ ফিল্ম সিটিকে অধিগ্ৰহন করা ও বিনিয়োগের জন্য খুলে দেওয়া।

  • @prabirkumardey511
    @prabirkumardey511 2 года назад +381

    ভাবতে অবাক লাগছে যে কলকাতার এত কাছে এই রকম একটা অসাধারণ স্থান রয়েছে যেটা সম্বন্ধে আমরা কলকাতার মানুষ কিছুই জানি না। অসঙখ ধন্যবাদ আপনাকে। খুব শীঘ্রই দেখতে যাচ্ছি।👍👏🙏

  • @littletejasyuvaan8433
    @littletejasyuvaan8433 2 года назад +3

    এটা যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই প্রত্যেক দিন দেখতে যেতাম

  • @somamahato728
    @somamahato728 2 года назад +53

    দেখে চোখ ভরে গেলো এখন মনে হচ্ছে টাকা খরচ করে vizag শহরের Rama Naidu flim city কেনো গিয়েছিলাম , যখন আমাদের বাংলা তেই এত সুন্দর flim city বর্তমান।

  • @deeyasconstruction6811
    @deeyasconstruction6811 2 года назад +120

    শুধু একটা ভূতুড়ে বাড়ি নয়, পুরো একটা ভূতুড়ে শহর!!! নির্জন! নিশ্চুপ! শান্ত! মনে হলো যেন সময়ও সেখানে থেমে আছে!

  • @gopaldey.3081
    @gopaldey.3081 2 года назад +31

    প্রচারের অভাবে মানুষ জানতেই পারে না এই জায়গাগুলোর কথা।

  • @sangitalmitra376
    @sangitalmitra376 2 года назад +65

    মনো মুগ্ধকর,, নিঃশব্দ,, নিরিবিলি ভীষণ সুন্দর স্থান।। চোখ জুড়ে গেলো দাদাভাই।।

  • @joydeepchakraborty5614
    @joydeepchakraborty5614 2 года назад +285

    এরকম একটা জায়গা পশ্চিমবঙ্গেই আছে একদমই জানা ছিল না। সত্যিই খুব সুন্দর। কতৃপক্ষ না পারলে সরকার কেন অধিগ্রহণ করছে না, স্টুডিও না হোক, একটা সুন্দর টুরিস্ট স্পট হয়ে উঠতে পারে, উপার্জনও হবে আশা করি। ধন্যবাদ আপনাকে এই সুন্দর উপস্থাপনার জন্য।👍🏻👍🏻👍🏻

  • @HATSANIBD

    বেশ ভালো লাগলো। আবার কখনো পশ্চিমবঙ্গে গেলে এই শহরে যাবো।

  • @rockyraj1160
    @rockyraj1160 2 года назад +371

    বাংলার ছেলে হিসেবে বলতে লজ্জা করছে😔

  • @rudrabanna9068
    @rudrabanna9068 2 года назад +9

    এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য ধন্যবাদ খুব ভালো লেগেছে দারুন অপূর্ব

  • @user-xy4rs5bm8k

    খুব সুন্দর। খুব ভালো লাগলো।আমরা তো জানতাম ই না এত সুন্দর একটা সুটিং ষ্পট আছে , এত কাছে।

  • @jbshome1701
    @jbshome1701 2 года назад +26

    অদ্ভুত এক ভুতুড়ে শহরের সাথে অবাক পরিচয় করিয়ে দিলেন দাদা, অনেক ধন্যবাদ।

  • @rupapaul5956
    @rupapaul5956 2 года назад +86

    শুনেছিলাম এরকম একটা ফিল্ম সিটি হয়েছে কিন্তু কোন দিন দেখার সুযোগ হয়ে ওঠেনি আপনাদের জন্য দেখতে পেলাম এর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আর জায়গাটা সামনাসামনি দেখার ইচ্ছেটা অনেকটা বেড়ে গেলো 🙂