অঞ্জনা নদী তীরে। রবীন্দ্রনাথ ঠাকুর। Anjana Nodi Tire। Rabindranath Thakur। Bangla Kobita abritti

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • অঞ্জনা নদী তীরে। রবীন্দ্রনাথ ঠাকুর। Anjana Nodi Tire। Rabindranath Thakur। Bangla Kobita abritti
    কবিতাটি কবি রবিন্দ্রানাথ ঠাকুরের লিখিত “সহজ পাঠের” দ্বিতীয় ভাগের অন্তর্গত । কবিতাটি “সহজ পাঠের” ত্রয়োদশ পাঠে অন্তর্ভুক্ত।
    অঞ্জনা নদীতীরে চন্দনী গাঁয়ে
    পোড়ো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে
    জীর্ণ ফাটল-ধরা- এক কোণে তারি
    অন্ধ নিয়েছে বাসা কুঞ্জবিহারী।
    আত্মীয় কেহ নাই নিকট কি দূর,
    আছে এক ল্যাজ-কাটা ভক্ত কুকুর।
    আর আছে একতারা, বক্ষেতে ধ’রে
    গুন্‌ গুন্‌ গান গায় গুঞ্জন-স্বরে।
    গঞ্জের জমিদার সঞ্জয় সেন
    দু-মুঠো অন্ন তারে দুই বেলা দেন।
    সাতকড়ি ভঞ্জের মস্ত দালান,
    কুঞ্জ সেখানে করে প্রত্যূষে গান।
    “হরি হরি” রব উঠে অঙ্গনমাঝে,
    ঝনঝনি ঝনঝনি খঞ্জনী বাজে।
    ভঞ্জের পিসি তাই সন্তোষ পান,
    কুঞ্জকে করেছেন কম্বল দান।
    চিঁড়ে মুড়কিতে তার ভরি দেন ঝুলি,
    পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে-পুলি।
    আশ্বিনে হাট বসে ভারী ধূম ক’রে,
    মহাজনী নৌকায় ঘাট যায় ভ’রে-
    হাঁকাহাঁকি ঠেলাঠেলি মহা সোরগোল,
    পশ্চিমী মাল্লারা বাজায় মাদোল।
    বোঝা নিয়ে মন্থর চলে গোরুগাড়ি,
    চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি।
    কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি
    অন্ধের কন্ঠের গান আগমনী।
    সেই গান মিলে যায় দূর হতে দূরে
    শরতের আকাশেতে সোনা রোদ্দুরে।।
    Anjana Nodi Tire, Rabindranath Thakur,

Комментарии • 9

  • @MinakshiMandal-pg5ti
    @MinakshiMandal-pg5ti 9 дней назад

    খুব সুন্দর হয়েছে দিদি।

  • @piyaleechattopadhyay4128
    @piyaleechattopadhyay4128 25 дней назад

    বাহ, খুব সুন্দর লাগলো।

    • @manasi94744
      @manasi94744  23 дня назад

      অনেক ধন্যবাদ

  • @kobitaimanasi4403
    @kobitaimanasi4403 29 дней назад

    খুব ভালো লাগলো ❤❤❤❤

  • @ANANDO_KANON
    @ANANDO_KANON 19 дней назад

    56/6 ❤ খুবই সুন্দর!!!❤SUBSCRIBE আগেই করা আছে ❤🎉👍🥀🎁🌹🌻

  • @aditimukherjee5173
    @aditimukherjee5173 6 дней назад

    বড়ো ভালো লাগলো বন্ধু তোমার পরিবারে যুক্ত হলাম আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে গেলাম ❤❤❤❤

  • @MANOJMALLICK-yu7mx
    @MANOJMALLICK-yu7mx 2 месяца назад

    Nice